Tag: কমিটি

  • মৌলভীবাজার শ্রমিক কল্যাণ ফেডারেশনের নবগঠিত কমিটি ঘোষণা।

    মৌলভীবাজার শ্রমিক কল্যাণ ফেডারেশনের নবগঠিত কমিটি ঘোষণা।

    নিজস্ব প্রতিবেদক:মৌলভীবাজারে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ২০২৫-২৬ সেশনের নবগঠিত কমিটির নাম ঘোষণা ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৩ নভেম্বর ২০২৪ ইং, সকালে মৌলভীবাজার জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে জেলা শহরে অবস্থিত এম সাইফুর রহমান অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
    এ সময় জেলার বিভিন্ন উপজেলা থেকে শ্রমিক কল্যাণ ফেডারেশন সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে ২০২৫-২৬ সেশনের নবগঠিত কমিটির নাম ঘোষণা করা হয়।
    পরে নবগঠিত কমিটির জেলা সভাপতি আলাউদ্দিন শাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মুমিত’র সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগর’র প্রধান উপদেষ্টা মোঃ ফখরুল ইসলাম।
    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সিলেট অঞ্চল শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভারপ্রাপ্ত পরিচালক মাওঃ ফারুক আহমদ, জেলা শ্রমিক কল্যাণের সাবেক প্রধান উপদেষ্টা দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব, জেলার প্রধান উপদেষ্টা প্রকৌশলী এম শাহেদ আলী, মোঃ ইয়ামীর আলী প্রমুখ।
    সম্মেলনে নির্বাচন কমিশন ২০২৫-২৬ সেশনের শ্রমিক কল্যাণ ফেডারেশনের কমিটির নাম ঘোষনা করেন মৌলভীবাজার জেলায়, সভাপতি আলাউদ্দিন শাহ, সহ-সভাপতি মাও: আহমদ ফারুক, সহ-সভাপতি আব্দুল্লাহ আল-মাহফুজ সুমন, সহ-সভাপতি আব্দুল্লাহ আল-মামুন সুরমান, সাধারণ সম্পাদক আব্দুল মুমিত, সহ-সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ শাহাব উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মোঃ আলকাছ উর রহমান, সহ-সাধারণ সম্পাদক মাও: আব্দুস সালাম, সহ- সাধারণ সম্পাদক (মহিলা) খাদিজা আক্তার, কোষাধ্যক্ষ সৈয়দ সঈদ উদ্দিন হুমায়ুন, সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক দিদার হোসেন, ট্রেড-ইউনিয়ন সম্পাদক আবুল কাশেম আজাদ, সহ-ট্রেড ইউনিয়ন সম্পাদক রাজুল আহমদ তালুকদার, আইন-আদালত সম্পাদক আব্দুর রহমান, প্রচার সম্পাদক নওশাদ মিয়া, সহ-প্রচার সম্পাদক মোঃ আক্কাস আলী, দপ্তর সম্পাদক মোঃ রইছ উদ্দিন, শিক্ষা ও প্রশিক্ষন সম্পাদক মাও: সাইদুল ইসলাম, সাহায্য ও পূণর্বাসন সম্পাদক আজিজ আহমদ সাবু, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক কাজী সামসুজ্জামান, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক মুজাম্মেল হক সিকদার, কর্মসংস্থান সম্পাদক রোমান আহমদ, চিকিৎসা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সুলতান আহমদ চৌধুরী, সদস্য মোঃ রাজন আহমদ, মোঃ দেলওয়ার হোসেন সাইদ, মোঃ জালাল আহমদ, মোঃ ফয়সল আহমদ, মোঃ এমরান কবির, মোঃ কামাল হোসেন, মোঃ রফিকুল ইসলাম, মোঃ সজল আহমদ, সদস্য (মহিলা) হাজেরা খানম, লিভা জান্নাত।
  • রাণীশংকৈল প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন।

    রাণীশংকৈল প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন।

    ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল প্রেসক্লাবের ৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

    সোমবারে রাতে প্রেসক্লাব মিলনায়তনে সাবেক সভাপতি মোবারক আলী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত সব সদস্যের সম্মতিতে এ সিদ্ধান্ত হয়।এর আগে সভায় আগের কমিটি সর্বসম্মতিক্রমে বিলুপ্ত ঘোষণা করা হয়।

    গঠিত কমিটির আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন সিনিয়র সাংবাদিক ছবি কান্ত দেব (দৈনিক খবর একদিন) যুগ্ম আহ্বায়ক একে আজাদ (দৈনিক আজকের প্রতিভা) সদস্য সচিব নাজমুল হোসেন (দৈনিক আজকের দর্পণ)

    আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করবে এবং যথাযথ নিয়ম প্রতিপালন করে নতুন সদস্য পদ দেওয়ার উদ্যোগ নেবে বলে সভায় সিদ্ধান্ত হয়েছে।

    এদিকে তলবি সভা শেষে প্রেসক্লাব মিলনায়তনে রাণীশংকৈলে কর্মরত গণমাধ্যমকর্মীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক অধ্যাপক আইয়ুব আলী (দৈনিক সংগ্রাম) নুরুল হক (দৈনিক উত্তরা) আনিসুর রহমান বাকি (উত্তর বাংলা) ফারুক আহম্মেদ সরকার (মোহনা টিভি) আশরাফুল আলম (এশিয়ান টেলিভিশন) বিজয় রায় (ভোরের ডাক) জিয়াউর রহমান (যায়যায় দিন) আনোয়ার হোসেন আকাশ (আমাদের সময়) আনোয়ার হোসেন জীবন (নয়া দিগন্ত) খুরশিদ আলম (আজকের পত্রিকা) আহম্মেদ ইসমাম (ঢাকা টাইসম) আবদুল্লাহ আল নোমান (জনকণ্ঠ) সবুজ ইসলাম (বাংলাদেশ বুলেটিন)।

  • মৌলভীবাজারে বিএনপি’র নবগঠিত আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত।

    মৌলভীবাজারে বিএনপি’র নবগঠিত আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত।

    নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজার জেলার সাত উপজেলা ও পাঁচটি পৌরসভায় বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শুক্রবার ১৫ নভেম্বর ২০২৪ইং, বিকেলে শহরের রেস্ট ইন হোটেল কনফারেন্স হল রুমে মৌলভীবাজার জেলা বিএনপি’র নবগঠিত আহ্বায়ক কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
    মৌলভীবাজার জেলা বিএনপি’র আহ্বায়ক ফয়জুল করিম ময়ুনের সভাপতিত্বে ও জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জি কে গউস।
    তিনি বলেন, আজ থেকে মৌলভীবাজার জেলার সকল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি কমিটি বিলুপ্ত করা হয়। পরবর্তীতে আহবায়ক কমিটির মাধ্যমে মৌলভীবাজার জেলার সকল উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির কমিটি সম্মেলন ও কাউন্সিলের মাধ্যমে গঠন করা হবে। আহবায়ক কমিটির দায়িত্ব তাদেরকেই দেওয়া হবে যারা বিগত স্বৈরাচারী সরকারের আমলে আন্দোলন-সংগ্রাম করেছেন, সাংগঠনিক দক্ষতা রয়েছে, দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন।
    তিনি আরও বলেন, দল ও তৃণমূল নেতৃত্বকে সুসংগঠিত করার লক্ষ্যে অবশ্যই মৌলভীবাজার জেলা বিএনপিকে ঢেলে সাজানো হবে। অপশক্তি ও ফ্যাসিবাদের সব ষড়যন্ত্রকে উপেক্ষা করে জনগণের ভোটাধিকারের মাধ্যমে নির্বাচিত সরকারের মাধ্যমে দেশ গঠনে বিএনপি কাজ করে যাবে। উপস্থিত নেতারা আগামীতে কমিটি গঠনের ক্ষেত্রে পরামর্শ দিয়েছেন।
    এ সময় বিএনপি মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক কমিটির প্রথম সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতা সিদ্দিকী, কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।
    জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্য ও সদর থানা বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, আব্দুর রহিম রিপন, মোশাররফ হোসেন বাদশা, অ্যাডভোকেট আবেদ রাজা, মৌলভী আব্দুল ওয়ালি সিদ্দিকি, নাছির উদ্দিন মিঠু, আশিক মোশারফ, আব্দুল মুকিত, ফখরুল ইসলাম, মুহিতুর রহমান হেলাল, আব্দুল হাফিজ, মাহমুদুর রহমান, হেলু মিয়া, জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সদস্য সচিব মনোয়ার আহমেদ রহমান, বকশী মিছবাউর রহমান, মতিন বক্স, মাহাবুব ইজদানী ইমরান, অ্যাডভোকেট বকশী জুবায়ের আহমেদ, আবুল কালাম বেলাল, জিতু মিয়া, স্বাগত কিশোর দাশ চৌধুরী, গাজী মারুফ আহমেদ, আব্দুল হক, দুরুদ আহম্মদ, আশরাফুজ্জামান খাঁন নাহাজ, সেলিম মোহাম্মদ সালাউদ্দিন, আনিসুজ্জামান বায়েছ।
  • সাবেক পুলিশের আইজিপি বেনজির আহমেদের রিরুদ্ধে দুদকের কমিটি গঠন।

    সাবেক পুলিশের আইজিপি বেনজির আহমেদের রিরুদ্ধে দুদকের কমিটি গঠন।

    অনলাইন ডেস্কঃ সাবেক পুলিশের আইজিপি বেনজীর আহমেদ ও তার পরিবারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। এঘটনা অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    ২২ এপ্রিল সোমবার দুর্নীতি দমন কমিশন সূত্রে জানা যায় দুদুকের উপপরিচালক মোঃ হাফিজুর রহমান এর নেতৃত্ব তিন সদস্য বিশিষ্ট একটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে।

    এর আগে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের দুর্নীতির অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী সালাউদ্দিন রিগ্যান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিটটি দায়ের করেন। রিটে বেনজীর আহমেদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করতে নির্দেশনা চাওয়া হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চে মঙ্গলবার (২৩ এপ্রিল) এ বিষয়ে শুনানি হতে পারে।

    রিটে দুদক চেয়ারম্যান, সচিবসহ চারজনকে বিবাদী করা হয়েছে।

    প্রসঙ্গত, গেলো রোববার (২১ এপ্রিল) বেনজীর আহমেদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা চেয়ে দুদকে আবেদন করেন সংসদ সদস্য (এমপি) ব্যারিস্টার সৈয়দ সাইয়েদুল হক সুমন। লিখিত ওই আবেদনে সাবেক আইজিপির দুর্নীতির অভিযোগের তদন্ত চান তিনি। পাশাপাশি দুদক কোনো ব্যবস্থা না নিলে, উচ্চ আদালতে যাওয়ারও হুঁশিয়ারি দেন তিনি।
    উল্লেখ্য, সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদের অস্বাভাবিক সম্পত্তির বিষয়টি গেলো ১ মাস ধরে আলোচনায়। ‘বেনজীরের ঘরে আলাদীনের চেরাগ’ শিরোনামে গত ৩১ মার্চ প্রতিবেদন প্রকাশ করে দৈনিক কালের কণ্ঠ। দুদিন পর ‘বনের জমিতে বেনজীরের রিসোর্ট’ শিরোনামে আরেকটি খবর প্রকাশিত হয় ওই দৈনিকে। সাবেক আইজিপিকে নিয়ে এমন খবর নিয়ে আলোচনা-সমালোচনা হলেও, নিশ্চুপ ছিল দুদক।

  • গোয়ালন্দে নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত।

    গোয়ালন্দে নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত।

    রাজবাড়ী প্রতিনিধিঃ
    রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ এপ্রিল)
    বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রাজবাড়ী জেলা অফিসের আয়োজনে এবং গোয়ালন্দ উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
    সভায় উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মাসুদুর রহমান, জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. আছিফুর রহমান সহ ব্যবসায়ীবৃন্দ প্রমুখ।
    এ সময় নিরাপদ খাদ্য নিশ্চিতকরনে উপজেলা পর্যায়ে খাদ্য উৎপাদন, আমদানি, প্রক্রিয়াকরন, মজুদ, সরবরাহ, বিপণন ও বিক্রয় সংশ্লিষ্ট কার্যক্রম সমন্বয়ের মাধ্যমে নিয়ন্ত্রন করার পরিকল্পনা করা হয়। নিরাপদ খাদ্য ব্যবস্থাপনার বর্তমান পরিস্থিতি নিরুপন, নিরাপদ খাদ্য বিষয়ক সমস্যাসমূহ চিহ্নিতকরন, চিহ্নিত স্থানীয় সমস্যা সমূহের অগ্রাধিকার নির্নয়, অগ্রাধিকার ভিত্তিতে বিদ্যমান সমস্যা দূরীকরন, উপজেলায় নিরাপদ নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক জনসচেতনতা বৃদ্ধিতে প্রচারনা এবং সর্বোত্তম পন্থা অবলম্বন করে স্থানীয়ভাবে সমাধানের বিষয়গুলো তুলে ধরা হয়।
  • সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন সংক্রান্ত মাধবপুর উপজেলা কমিটির সভা।

    সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন সংক্রান্ত মাধবপুর উপজেলা কমিটির সভা।

    মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধিঃ
    হবিগঞ্জের মাধবপুরে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন সংক্রান্ত উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
    রবিবার ২৪ মার্চ সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন সংক্রান্ত উপজেলা কমিটির সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম ফয়সাল সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রাহাত বিন কুতুব, উপজেলা যুবলীগের সভাপতি মো: ফারুক পাঠান, ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম, ফারুক আহমেদ পারুল, আতাউল মোস্তফা সোহেল, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শংকর পাল চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির হাসান, সাংবাদিক আইয়ুব খান,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন ইউপি চেয়ারম্যান বৃন্দ প্রমূখ।
    বাস্তবায়ন সংক্রান্ত সভায় বক্তারা সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা প্রকাশ করেছেন। এছাড়াও আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কার্যক্রম বাংলাদেশকে কল্যাণকর পদক্ষেপ জাতীয় পেনশন স্কিম ২০০৮ সালের নির্বাচনী ইশতেহার ছিল এবং তা ২০২৩ সালে গেজেট প্রকাশিত হয়। বক্তব্যের মাধ্যমে সীমাবদ্ধ থাকলে চলবেনা এটাকে বাস্তবে বাস্তবায়ন করতে হবে। আমাদের উপজেলায় বাগান, শ্রমিক আছে সকল শ্রেণি পেশার লোকজনকে পেনশন স্কিমের আওতায় অন্তর্ভুক্ত করার আহবান জানান।
    স্থানীয় টেলিভিশন ও সাংবাদিক বৃন্দকে এই বিষয় প্রচার প্রচারণা করার ও আহবান জানানো হয়।উল্লেখ্য, সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন সংক্রান্ত উপজেলা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে  হবিগঞ্জ জেলা প্রশাসক জিলুফা সুলতানা জুম অ্যাপস মাধ্যমে জেলার সকল উপজেলা কমিটির সভায় সংযুক্ত হন এবং পেনশন স্কিম বাস্তবায়ন সংক্রান্ত পদক্ষেপ গুলো উল্লেখ করেন।
  • ঢাবি সাংবাদিকতা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন।

    ঢাবি সাংবাদিকতা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন।

    রাজবাড়ী প্রতিনিধিঃ
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সাবেক জেলা ও দায়রা জজ মো. শামসুল হক এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চ্যানেল আইয়ের জ্যেষ্ঠ বার্তা সম্পাদক মীর আত্তাকী মাসরুরুজ্জামান রনি।
    শুক্রবার (৮ মার্চ) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের অ্যালামনাই ফ্লোরে নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। এতে বিভাগের সাবেক শিক্ষার্থীরা ভোটপ্রদান করেন। ভোটগণনা শেষে রাত সাড়ে ১১টার দিকে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. গোলাম রহমান।
    নতুন কমিটিতে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব কবীর মাহমুদ, ইসলামী ব্যাংকের ভাইস-প্রেসিডেন্ট কামাল উদ্দীন জসিম, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের সদস্যসচিব মানস ঘোষ ও পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক গিয়াস উদ্দিন।
    যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক কালবেলার হাসান উল্ল্যাহ খান রানা, আরটিভির সংবাদ উপস্থাপক শারমিন ইফফাত শামস তুলি ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক কবির আহমেদ খান।
    কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন শাকিল হাসান, কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন বিবিসি বাংলার সাংবাদিক রাকিব হাসনাত সুমন, প্রকাশনা সম্পাদক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগের চেয়ারপারসন শারমিন আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন উন্নয়ন কর্মী মোস্তফা মোহাম্মদ তাহান, যোগাযোগ সম্পাদক হয়েছেন ডেইলি সানের স্টাফ রিপোর্টার মেহেদী হাসান ও দপ্তর সম্পাদক হয়েছেন তারেক হাসান নির্ঝর।
    এছাড়াও ১৫ জনের কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন- তরিকুল ইসলাম খান রবিন, মো. আলী আসিফ শাওন, মহিউদ্দিন মুজাহিদ মাহী, মুহাম্মদ জাহিদুল ইসলাম (সজল জাহিদ), কে এম শাখাওয়াত মুন, নাজমুল আলম নবীন, মাজহারুল আনোয়ার খান শিপু, লোপা হোসাইন, শওকত আহমেদ ফরিদী, রেজা ফরহাদ, শারমিন আখতার, মাসউদ বিন আবদুর রাজ্জাক, আমিনা ইসলাম, রফিকুল ইসলাম এবং অলিউর রহমান।
    প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. গোলাম রহমানের সঙ্গে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সাবেক সচিব আবু আলম মো. শহীদ খান, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি কাজি রওনাক হোসেন, ঢাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মফিজুর রহমান এবং সহযোগী অধ্যাপক শাওন্তী হায়দার।
  • ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি-রাকিম,সম্পাদক-নাছির।

    ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি-রাকিম,সম্পাদক-নাছির।

    ডেস্ক রিপোর্টঃ সংগঠন শক্তিশালী না হওয়ার খেসারত গত নির্বাচনে দিতে হয়েছে দলটিকে। বিপুল সমসমর্থন থাকা সত্ত্বেও সরকারের বিরুদ্ধে শক্ত কোনো আন্দোলন গড়ে তুলতে পারেনি বিএনপি। এ নিয়ে দলটির নেতাকর্মীদের মধ্যে কিছুটা হতাশাও বিরাজ করছে।

    দলকে স্বাভাবিক রাজনীতিতে ফিরিয়ে সরকার বিরোধী আন্দোলন চাঙা করতে অঙ্গ-সংগঠন গোছানোয় মনোযোগ দিয়েছে বিএনপির হাইকমান্ড। এর অংশ হিসেবে ছাত্রদলের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি দেওয়া হয়েছে।

    কেন্দ্রে রাকিবুল ইসলামকে সভাপতি ও নাছির উদ্দীনকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে৷ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটির সভাপতি হয়েছেন গণেশ চন্দ্র রায় এবং সাধারণ সম্পাদক করা হয়েছে নাহিদুজ্জামান শিপনকে।

    শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটি গঠনের কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি হওয়া রাকিব সংগঠনের সদ্য সাবেক কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আর সাধারণ সম্পাদক হওয়া নাছির একই কমিটির সহসভাপতি ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্ব পাওয়া গণেশ ও শিপন দুজনই সদ্য সাবেক বিশ্ববিদ্যালয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

    রাকিবুল ইসলাম ২০০৬-০৭ শিক্ষাবর্ষের ফজলুল হক মুসলিম হলের পদার্থবিজ্ঞান বিভাগের এবং নাছির ২০০৭-০৮ শিক্ষাবর্ষের স্যার এ এফ রহমান হল ও ইসলামিক স্টাডিজের ছাত্র।

    আর ঢাবি শাখার নেতৃত্ব পাওয়া গণেশ জগন্নাথ হলের ২০১০-১১ শিক্ষাবর্ষের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এবং নাহিদুজ্জামান ২০১১-১২ শিক্ষাবর্ষের স্যার সলিমুল্লাহ মুসলিম হল এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্র।

    রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদের নেতৃত্বাধীন বিদ্যমান কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় ছাত্রদলের সাত সদস্যবিশিষ্ট নতুন আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে রাকিবুল ইসলামকে সভাপতি এবং নাছির উদ্দীনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটিতে আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়াকে জ্যেষ্ঠ সহসভাপতি, শ্যামল মালুমকে জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক, আমানউল্লাহ আমানকে সাংগঠনিক সম্পাদক, মো. জাহাঙ্গীর আলমকে দপ্তর সম্পাদক এবং শরিফ প্রধান শুভকে প্রচার সম্পাদক করা হয়েছে।

    উল্লেখ্য, ২০২২ সালের ১৭ এপ্রিল কাজী রওনাকুল ইসলাম শ্রাবণকে সভাপতি ও সাইফ মাহমুদ জুয়েলকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের কমিটি অনুমোদন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওই বছরের ১২ এপ্রিল কেন্দ্রীয় কমিটির সঙ্গে বৈঠকে সংগঠনের অভিভাবক হিসেবে সর্বসম্মতিক্রমে ছাত্রদলের গঠন-পুনর্গঠন বিষয়ে যাবতীয় ক্ষমতা তারেক রহমানকে দেওয়া হয়। পরে গত বছরের ৮ আগস্ট হঠাৎ করেই শ্রাবণকে সরিয়ে দিয়ে সিনিয়র সহসভাপতি রাশেদ ইকবাল খানকে ভারপ্রাপ্ত সভাপতি করেন তিনি।

  • উল্লাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন,সভাপতি-ফিলিপস্, সম্পাদক-ইকবাল।

    উল্লাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন,সভাপতি-ফিলিপস্, সম্পাদক-ইকবাল।

    উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলা পরিষদের হল রুমে ৭৯ সদস্য বিশিষ্ট কমিটির নামের তালিকা ঘোষণা করেন। ঘোষিত কমিটিতে ৭ জনকে উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে। এ কমিটি ঘোষণার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ছানোয়ার হোসেন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল লতিফ, মোঃ মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

    নবনির্বাচি কমিটির সভাপতি হিসেবে মনোনীত হন উপজেলার নাগরৌহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাবেক সাধারণ সম্পাদক এস. এম আনোয়ারুল হক ফিলিপস্, সাধারণ সম্পাদক দাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ ইকবাল হোসেন, সিনিয়র সহ সভাপতি নির্বাচিত হন ফলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান, পূর্ব রামকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলমকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং তানু সোনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক এস. এম সাকলায়েন কে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়।

    সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক বিগত কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এই নতুন কমিটি গঠিত হয়। নবনির্বাচিত কমিটি আগামী ৫ বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

  • কানাইঘাট সমিতি সিলেট মহানগর এর ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন।

    কানাইঘাট সমিতি সিলেট মহানগর এর ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন।

    কানাইঘাট(সিলেট)প্রতিনিধিঃ
    কানাইঘাট সমিতি সিলেট মহানগর, সিলেট এর ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারী) বিকেল ৪টায় সিলেট নগরীর দরগা গেইটস্থ শহীদ সোলেমান হলে সিলেটে অবস্থানরত কানাইঘাটবাসীর সর্ববৃহৎ অরাজনৈতিক সামাজিক সংগঠন কানাইঘাট সমিতি সিলেট মহানগর এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়।সিলেট মহানগরে বসবাসরত বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং নানা শ্রেণি-পেশার বহু মানুষের স্বতঃস্ফুর্ত উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ সিরাজুল ইসলামকে সভাপতি ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব এ.কে.এম বদরুল আমীনকে সাধারণ সম্পাদক করে দুই বছরের জন্য উক্ত কমিটি গঠন করা হয়।

    কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সভাপতি আব্দুর রউফ, সহ-সভাপতি অধ্যাপক হেনা সিদ্দীকি, সহ-সভাপতি মো: জাকারিয়া, সহ-সাধারণ সম্পাদক এহিয়া চৌধুরী, অর্থ সম্পাদক আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুস সাত্তার,প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক শাহাজান সেলিম বুলবুল,সমাজকল্যান সম্পাদক আব্দুর রহিম,সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক মো. লুৎফুর রহমান তোফায়েল,ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাংবাদিক আব্দুল হালিম সাগর,আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মামুুনুর রশিদ,মহিলা সম্পাদিকা নাসিমা আক্তার চৌধুরী,সম্মানিত সদস্য নির্বাচিত হন,মো:আলতাফুল হক, এডভোকেট মাসুক আহমদ চৌধুরী,এডভোকেট আনছার“জ্জামান, এডভোকেট নজর“ল ইসলাম,মো: মাসছুনুর এ.কে.এম, শুয়েবুল ইসলাম,নুর উদ্দিন চৌধুরী।

    সমিতির আহবায়ক আলতাফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এমএ হান্নান, ডাঃ জাকারিয়া মানিক, মতিউর রহমান, বদর“ল আমিন মানিক, মাহবুবুর রব চৌধুরী ফয়ছল, কানাইঘাট সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মামুন রশিদ, এডভোকেট মাসুক আহমদ চৌধুরী, সালেহ আহমদ, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন,সমাজসেবী আব্দুর রহিম,কবি সারোয়ার ফারুকী সহ সংগঠনের সদস্যবৃন্দ।

    এর আগে কানাইঘাটের সদস্য হতে কানাইঘাটের সর্বসাধারণকে আহবান জানিয়েছিলেন সমিতির আহবায়ক আলতাফুল হক, সদস্য সচিব মো: জাকারিয়া।

    উক্ত সমিতিতে যারা সদস্য হননি তারা শনিবার বিকালে সভাকালিন সময় পর্যন্ত সমিতির নির্ধারিত ফি সদস্য পদ লাভ করেন। নতুন কমিটি গঠনের মধ্যে দিয়ে আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।কানাইঘাট সমিতি সিলেট মহানগর ২০০০ সালে প্রতিষ্টার পর থেকে বিভিন্ন সেবামূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। বিগত কয়েক মাস আগ থেকে নতুন সদস্য অর্ন্তভুক্তিসহ সমিতি গতিশীল করার লক্ষে কাজ করে গেছেন আহবায়ক কমিটি।

    শনিবার কমিটির গঠনের পর সংগঠনের সকল দায়িত্বভার গ্রহণ করেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। কানাইঘাটের আর্থসামাজিক উন্নয়ন সহ সিলেট মহানগরে বসবাসরত কানাইঘাটবাসীর কল্যাণে উক্ত সংগঠন সামনের দিনে যাতে করে আরো বলিষ্ট ভূমিকা পালন করতে পারে এজন্য সবাইকে কানাইঘাট সমিতি সিলেট মহানগরের সাথে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।