Tag: উল্লাপাড়া

  • উল্লাপাড়ায় মাধ্যমিক পর্যায় জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন।

    উল্লাপাড়ায় মাধ্যমিক পর্যায় জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন।

    উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাধ্যমিক পর্যায় উপজেলা ক্রীড়া সমিতির আয়োজনে ৩ দিন ব্যাপী জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

    মঙ্গলবার সকালে উল্লাপাড়া সরকারি মার্চেন্ট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম শামসুল হক।

    ক্রীড়া অনুষ্ঠানে উপজেলার ৮ টি জোন পর্যায়ের বিজয়ী খেলোয়ারা উপজেলা পর্যায়ের খেলায় অংশ নেয়। খেলায় ছাত্র-ছাত্রীরা অ্যাথলেটিকস্ক, হকি, ক্রিকেট, বাস্কেটবল, ব্যাডমিন্টন, ভলিবল একক ও দ্বৈত, সাইক্লিং সহ বিভিন্ন দৌড় প্রতিযোগিতা অংশ নেয়।

    ক্রীড়ার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মোসলেম উদ্দিন, উল্লাপাড়া সরকারি মার্চেন্ট পাইলট উচ্চ বিদ্যালয় অ্যান্ড টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মীর আব্দুল হান্নান, এইচটি ইমাম গালস্ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম, মোমেনা আলী বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মজিদ, পুর্বদেলুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণেশ দত্ত, খোর্দগজাইল দাখিল মাদ্রাসার সুপার মোঃ আব্দুল জলিল প্রমুখ।

    এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শারীরিক শিক্ষক আলহাজ্ব মোঃ রমজান আলী, খোরশেদ আলম, নাইম হোসেন, বন্দনা রানী, ফরিদুল ইসলাম সহ আরও অনেকে খেলা পরিচালনার দায়িত্ব পালন করেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চলনা করেন সহকারী শিক্ষক মোঃ শফি কামাল।

  • উল্লাপাড়ায় অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার।

    উল্লাপাড়ায় অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার।

    উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃসিরাজগঞ্জের উল্লাপাড়ায় মোঃ রুবেল হোসেন(২৭)নামের এক অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশের সদস্যরা।

    নিহত রুবেল উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের রাঘব বাড়ীয়া গ্রামের আক্তার হোসেনের ছেলে।সে পেশায় একজন ভ্যান চালক।পাঁচ বছর আগে একই এলাকার সদাই গ্রামের সখোয়াত হোসেন মন্ডলের মেয়ের সাথে সামাজিক ভাবে বিয়ে করেন।তার দুটি কন্যা সন্তান রয়েছে।
    পারিবারিক সূত্রে জানা যায় রবিবার সন্ধার পর ভ্যানযাত্রী পৌছে দিয়ে আসার কথা বলে বাড়ী থেকে বেড় হয়ে আর ফিরে আসে নাই।
    স্থানীয় সূত্রে জানা যায় নিহত রুবেল অনেক আগে থেকে নেশা করতেন।

    উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান স্থানীয়দের মাধ্যমে লাশের খবর পেয়ে পৌরশহর এলাকায় অবস্থিত তেল পাম্প সংলগ্ন এলাকা থেকে নিহত রুবেল(২৭)নামের অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় তার নিকট থেকে নেশা করার সামগ্রী,টাকা,মোবাইল ফোন ও অটোভ্যান উদ্ধার করে নিহতের বাবা আক্তার হোসেনের কাছে হস্তান্তর করা হয়।লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।রিপোর্ট আসার পর মুল রহস্য জানা যাবে।

  • উল্লাপাড়া পৌরসভার কাউন্সিলর শাহআলমের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ।

    উল্লাপাড়া পৌরসভার কাউন্সিলর শাহআলমের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ।

    উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উল্লাপাড়া পৌরসভার কাউন্সিলর ও উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন আহ্বায়ক মোঃ আজিজুল ইসলাম শাহ আলমের নিজ উদ্যোগে রবিবার বিকেলে কাওয়াক হাসপাতাল চত্বরে অসহায় দুস্থ শীতার্ত মানুষের মাঝে ৮’শ কম্বল বিতরণ করেন। ঘন কুয়াশা আর ঝিরঝির বাতাসে হাড় কাঁপানো শীতে কাবু দুস্থ মানুষ একটু উষ্ণতা পাক জনপ্রতিনিধি হিসাবে ও সামাজিক দায়বদ্ধতা থেকে কম্বল বিতরণের আয়োজন করেন।

    শীতবস্ত্র বিতরণের সময় শীতার্ত মানুষের উদ্দেশ্যে শাহ আলম বলেন, আমরা আপনাদের ঘরের সন্তান। এই শীতে আপনারা খুব কষ্ট করছেন, এই কষ্টকে কিছুটা লাঘব করার জন্য আমার অতি ক্ষুদ্র আয়োজন। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান ও সহমর্মিতা ও পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে পেরে আমি ব্যক্তিগত ভাবে নিজেকে ধন্য মনে করছি। এ সময় তিনি মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সুন্দর সমাজ গঠনের জন্য সহযোগিতা চান ।

    কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম মোস্তফা, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোঃ মজনু মিয়া, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মোঃ মমতাজ হাসান রিটু,পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মোবারক হোসেন জনি সহ অন্যান্য নেতৃবৃন্দ।

  • উল্লাপাড়ায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মিলন মেলা অনুষ্ঠিত।

    উল্লাপাড়ায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মিলন মেলা অনুষ্ঠিত।

    উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

    বুধবার দেশের বিভিন্ন পাবলিক ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় সহ মেডিকেল কলেজে অধ্যয়রত মেধাবী শিক্ষার্থীদের অংশ গ্রহণে এক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। উল্লাপাড়া মোমেনা আলী বিজ্ঞান স্কুল মিলনায়তনে পাবলিক বিশ্ববিদ্যালয় এসোসিয়েশনের শিক্ষার্থীরা এই মিলন মেলা অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন সিরাজগঞ্জ-৪, (উল্লাপাড়া-সলঙ্গা) আসনের সাবেক এমপি বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা জননেতা আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম শফি।

    অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল্লামা ইকবাল পলাশের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের সাবেক সভাপতি উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বিশিষ্ট রাজনীতিবিদ হেদায়েত আহমেদ এলান, সংগঠনের উপদেষ্টা মোঃ রাশেদুল হাসান সহ ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীর নগর, বাংলাদেশ রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

    অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গঠনের রূপকার জননেত্রী শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের ভুমিকা সবচাইতে বেশি। তারা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে জাতি গঠনে সহায়ক শক্তি হিসেবে কাজ করবে। আগামী দিনে আজকের তরুণরাই দেশ শাসনের দায়িত্ব পাবে বলে তারা জানান।

  • উল্লাপাড়ায় কুরিয়ার সাভির্সের কাভার্ডভ্যান পোড়ানো মামলায় ৩ আসামি গ্রেপ্তার।

    উল্লাপাড়ায় কুরিয়ার সাভির্সের কাভার্ডভ্যান পোড়ানো মামলায় ৩ আসামি গ্রেপ্তার।

    উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃসিরাজগঞ্জের উল্লাপাড়ায় করতোয়া কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যান পোড়ানোর ঘটনায় সংশ্লিষ্টতা থাকার অভিযোগে জামায়াত-বিএনপি’র ৩ প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।

    সোমবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গত ৩ ডিসেম্বর রাতে বিএনপি ও সমমনা দলের ডাকা অবরোধের নবম দফার প্রথম রাতে উল্লাপাড়া উপজেলার নবগ্রাম এলাকায় করতোয়া কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান পুড়িয়ে দেয় দুবৃত্তরা।

    এ ব্যাপারে উল্লাপাড়া সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মঙ্গলবার দুপুরে এক প্রেসবিফিং এ গণমাধ্যম কর্মীদের বলেন, নাশকতা যেই করুক তাকে আইনের আওতায় আনা হবেই। এ ঘটনায় করতোয়া কুরিয়ার সাভির্সের কর্মকর্তা মোঃ শাহ আলম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে।

    মামলার প্রেক্ষিতে ৩ নাশকতাকারীকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। ঘটনার সাথে জড়িত অন্য আসামিদেরকেও খুব শীঘ্রই আইনের আওতায় আনা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

    কাভার্ড ভ্যানে অগ্নিসংযোগ সন্দেহে গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার ইসলামপুর ভূতগাছা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে ফরমান আলী (৩৮), একই গ্রামের মৃত খোয়াজ উদ্দিনের ছেলে মোঃ মকদুম আলী(৪৫), উপজেলার বড় মনোহরা গ্রামের আবদুল আজিজের ছেলে নুর মোহাম্মদ (২৫)।

    উল্লাপাড়া মডেল থানার সেকেন্ড অফিসার রুহুল আমিন জানান, কাভার্ডভ্যান পোড়ানো মামলায় গ্রেপ্তার হওয়া ৩ আসামিকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে।

  • উল্লাপাড়ায় বাস চাপায় মটরসাইকেল চালকের মৃত্যু।

    উল্লাপাড়ায় বাস চাপায় মটরসাইকেল চালকের মৃত্যু।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস-মটরসাইকেল সংঘর্ষে সাগর হোসেন(১৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী বেলাল হোসেন গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার বেলা আড়াইটার সময় বগুড়া-পাবনা মহাসড়কের শ্যামলীপাড়া বাসস্ট্যান্ডে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ওই যুবক মোটরসাইকেলের চালক ছিলেন।সে পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার কাজিটোল গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

    স্থানীয়রা জানান মঙ্গলবার দুপুর আড়াইটার সময় পাবনা থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে আসা সি-লাইনের যাত্রীবাহী একটি কোচ শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড অতিক্রম করার সময় বিপরিত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপ দেয়।এতে বাসের চাকায় পিষ্ট হয়ে মটরসাইকেলের চালক ঘটনাস্থলে মারা যায় এবং পিছনের আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হয়।এ সময় স্থানীয়রা ঘাতক বাসটিকে আটক করে।

    সড়ক দুর্ঘটনার বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম। তিনি জানান দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আহত বেলাল হোসেনকে চিকিৎসার জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়রা বাসটি আটক করেছে।

  • উল্লাপাড়ায় দক্ষিণ পুস্তিগাছা বনানী বালিকা উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ল্যাবে-চুরি।

    উল্লাপাড়ায় দক্ষিণ পুস্তিগাছা বনানী বালিকা উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ল্যাবে-চুরি।

    উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউনিয়নে দক্ষিণ পুস্তিগাছা বনানী বালিকা উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে গত ১২ নভেম্বর গভীর রাতে ১৩ টি ল্যাপটপ ও ল্যাপটপ চার্জার,১৩ টি মাউচ ১ টি স্ট্যান,১২ টি কি-বোর্ড ১টি স্ট্যানসহ ক্যামেরা,১ টি প্রিন্টার,১ টি হ্যাপ এ্যান্ড সুইজসহ বেশ কিছু ইলেকট্রনিকস সামগ্রী চুরির অভিযোগ উঠেছে। ঘটনার পরের দিন এ বিষয়ে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আমিনুল হক সলঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ করেন।অভিযোগের প্রেক্ষিতে পুলিশ চুরি হওয়া মালামাল উদ্ধারের জন্য তৎপরতা শুরু করেন।

    পুলিশের জোর তৎপরতার কারনে চোরেরা চুরি করে নিয়ে যাওয়া মালামাল ঘটনার ১০ দিন পর অর্থাৎ ২২ নভেম্বর রাতের অন্ধকারে স্কুল চত্বরে গোপনে রেখে যায়।

    এ বিষয়ে প্রধান শিক্ষক জানান ১২ নভেম্বর সকালে স্কুলের শেখ রাসেল ডিজিটাল ল্যাবের দরজা ভাঙ্গা দেখতে পাই এবং ল্যাবে থাকা সকল সামগ্রী চুরি হয়ে গেছে। অনেক খোঁজাখুঁজি পর চুরি হওয়া সামগ্রী না পেয়ে সলঙ্গা থানায় অভিযোগ করি। পুলিশ চুরি হওয়া মালামাল উদ্ধারের জন্য তদন্ত শুরু করেন।পরে চোরেরা মালামালগুলো রাতের অন্ধকারে গোপনে স্কুলের আঙ্গিনায় রেখে যায়। স্কুল কর্তৃপক্ষ চোরদের খুঁজে সনাক্ত করার পর আইনের কাছে সোপর্দ করার জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

    উল্লাপাড়া উপজেলা শেখ রাসেল ডিজিটাল ল্যাব পরিদর্শক ও সহকারী প্রোগ্রামার মোঃ রাহেন বাদশা জানান, চুরি যাওয়া মালামাল চোরেরা স্কুলে ফিরিয়ে দিয়ে গেছে এ ঘটনা সত্যিই বিরল। তবে এই চোররা কারা তাদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

    সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এনামুল হক জানান পুলিশের তৎপরতার কারনেই হয়তো স্কুলের চুরি হওয়া মালামাল চোরেরা হজম করতে না পেরে রাতের অন্ধকারে গোপনে ফিরিয়ে দিয়ে গেছে।স্কুল কর্তৃপক্ষ মামলা দিলে চোরদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে।

     

  • উল্লাপাড়ায় স্ত্রী দাঁ দিয়ে কুপিয়ে স্বামীকে হত্যা।

    উল্লাপাড়ায় স্ত্রী দাঁ দিয়ে কুপিয়ে স্বামীকে হত্যা।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্ত্রী নাসিমা খাতুন দাঁ দিয়ে কুপিয়ে  স্বামী সাইফুল মন্ডল(৫০)কোন হত্যা করেছে। নিহত সাইফুল মন্ডল মন্ডলজানি গ্রামের মোঃ আতাহার আলীর ছেলে ও সদর ইউনিয়ন পরিষদের মেম্বর মোঃ দেলোয়ার হোসেনের ভাই।

    ১০ নভেম্বর শুক্রবার রাতে উপজেলার সদর ইউনিয়নের মন্ডলজানি গ্রামে এমন লোমহর্ষক ঘটনা ঘটেছে।

    কয়ড়া গ্রামে নাসিমা ও সাইফুল ইসলামের বিয়ে হয়।তাদের ঘরে ১ ছেলে ও ৩ মেয়ে আছে।মেয়েদের বিয়েসাদী হয়ে গেছে। পরকীয় প্রেমের সম্পর্কের জেরে ৬/৭ দিন আগে দরিপাড়া গ্রামের ভ্যান চালক আমিরুলের মেয়ে আয়শা খাতুনের সাথে দ্বিতীয় বিয়ে হয় নিহত ফাইফুল ইসলামের। আয়শা খাতুনের আগেও অন্য আরেক জনের সাথে বিয়ে হয়েছিলো।

    স্থানীয় সূত্রে জানা যায় ঘটনার আগের দিন সাইফুল ইসলাম ৬ লক্ষ টাকার ধান বিক্রি করেন। স্বামী দ্বিতীয় স্ত্রীর সাথে বসবাস করলে তার ঘরে সন্তানাদি জন্ম নিবে।তখন স্বামীর সম্পত্তির ওরিশ হবে।এ নিয়ে স্বামীস্ত্রীর মধ্যে প্রায় সময় ঝগড়া বিবাদ হতো।ঘটনার আগের দিন সাইফুল ইসলাম ৬ লক্ষ টাকার ধান বিক্রি করেন। প্রথম স্ত্রী মনে সন্দেহ হয় ধান বিক্রির টাকা দ্বিতীয় স্ত্রীর কাছে জমা দিবে।তখনই স্বামীকে হত্যার পরিকল্পনা করেন।

    এ ব্যাপারে উল্লাপাড়া সদর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুস সালেক জানান সাইফুল ইসলাম ৬/৭ দিন আগে দ্বিতীয় বিয়ে করেন। এর পর থেকে প্রথম স্ত্রীর সাথে সাইফুল ইসলামের ঝগড়া বিবাদ শুরু হয়।তাদের সংসারে নেমে আসে অশান্তি।

    শুক্রবার রাতে সাইফুল ইসলাম ঘুমিয়ে পড়েন।আকস্মিক মনের রাগে দাঁ দিয়ে কুপিয়ে সাইফুল ইসলামকে গুরুতর আহত করে।স্থানীয়রা উদ্ধার করে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ১১ নভেম্বর শনিবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছে।

    এ ঘটনা নিশ্চিত করেন উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম। এ সময় তিনি গণমাধ্যমকে জানান প্রথমে নিহতের পরিবার থেকে অভিযোগ দায়ের করেন।ঘটনাস্থল পরিদর্শন করে জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী নাসিমা খাতুন ও তার মেয়ে স্বপ্নকে আটক করে থানায় নিয়ে আসা হয়। জিজ্ঞাসাদে নাসিমা হত্যার ঘটনার সত্যতা স্বীকার করেন। মাকে বাঁচানোর জন্য মেয়ে স্বপ্না ঘটনার তথ্য গোপন করে।এ জন্য তাদের গ্রেফতার করা হয়।
    অজ্ঞাত দুই জনসহ পরিবারের লোকজনকে আসামী করে নিহতের ভাই মকবুল হোসেন উল্লাপাড়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।গ্রেফতারকৃতদের ১২ নভেম্বর রবিবার জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

     

  • উল্লাপাড়ায় স্ত্রীর দায়ের কোপে স্বামীর মৃত্যু।

    উল্লাপাড়ায় স্ত্রীর দায়ের কোপে স্বামীর মৃত্যু।

    সিরাজগঞ্জের উল্লাপাড়া স্ত্রী নাসিমা খাতুনের দায়ের কোপে স্বামী সাইফুল মন্ডল(৫০) মৃত্যু হয়েছে।

    ১০ নভেম্বর শুক্রবার রাতে উপজেলার সদর ইউনিয়নের মন্ডলজান গ্রামে এমন লোমহর্ষক ঘটনা ঘটেছে।পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী নাসিমা ও তার মেয়ে স্বপ্নকে থানায় নিয়ে এসেছে।

    এ ব্যাপারে উল্লাপাড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুস সালেক জানান সাইফুল ইসলাম ৬/৭ দিন আগে দ্বিতীয় বিয়ে করেন। এর পর থেকে প্রথম স্ত্রীর সাইফুল ইসলামের ঝগড়া বিবাদ শুরু হয়।তাদের সংসারে নেমে আসে অশান্তি।

    শুক্রবার রাতে সাইফুল ইসলাম ঘুমিয়ে পড়েন।আকস্মিক মনের রাগে দা দিয়ে কুপিয়ে সাইফুল ইসলামকে গুরুতর আহত করে।স্থানীয়রা উদ্ধার করে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ১১ নভেম্বর শনিবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছে।

    এ ঘটনা নিশ্চিত করেন উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম। এ সময় তিনি গণমাধ্যমকে জানান এ ব্যাপারে থানায় মামলা হয়নি কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

  • উল্লাপাড়ায় আ’লীগের মনোনয়ন প্রত্যাশী মেয়র নজরুলের উদ্যোগে প্রধানমন্ত্রীর উন্নয়ন সমাবেশ।

    উল্লাপাড়ায় আ’লীগের মনোনয়ন প্রত্যাশী মেয়র নজরুলের উদ্যোগে প্রধানমন্ত্রীর উন্নয়ন সমাবেশ।

    উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন প্রচার সনাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত ৮ টার দিকে উল্লাপাড়া পৌর উম্মুক্ত মঞ্চে মেয়র এস এম নজরুল ইসলামের উদ্যোগে এই উন্নয়ন প্রচার সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    এতে উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মোঃ শফিউল আলম হেভেন এর সভাপতিত্বে নৌকা প্রতীকের ঐক্যবদ্ধ মঞ্চে প্রধানমন্ত্রীর উন্নয়ন প্রচার সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য ও উল্লাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা বীরমুক্তিযোদ্ধা মোঃ শফিকুল ইসলাম শফি, অনুষ্ঠানের আয়োজক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী স্থানীয় পৌর মেয়র বিপ্লবী জননেতা এস এম নজরুল ইসলাম, আরেক মনোনয়ন প্রত্যাশী সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জাহেদুল হক, আ’লীগ দলীয় নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী সলপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সংগ্রামী জননেতা ইঞ্জিনিয়ার শওকাত ওসমান, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ মোখলেছুর রহমান ডাবলু, সলপ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী এহসানুল হাসান সন্টু, উপজেলা আ’লীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুজ্জামান অলক, সদর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ আবু সাঈদ স্বপন, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ তোফায়েল ইসলাম বকুল সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

    অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে গড়ে ওঠা আজকের বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল হয়ে দাঁড়িয়েছে। হাসিনা সরকারের ধারাবাহিক উন্নয়নে বাংলাদেশ এখন সারা বিশ্বে নজর কেড়েছে। বঙ্গবন্ধুর সোনার বাংলায় দিন বদলের রূপকার শেখ হাসিনার সরকার বারবার দরকার। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারের ধারা বাহিকতার বিকল্প নেই। তারা আরো বলেন সারা দেশে উন্নয়নের জোয়ারে ভাসছে। বিশ্বের উন্নত দেশের নেতারা বাংলাদেশের উন্নয়ন চিত্র নিয়ে তুলনা করছে বিভিন্ন দেশে।

    বক্তারা আরও বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুর্নীতিবাজ জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে সৎ, নির্ভীক ও আদর্শবান নেতাদের পাশে থাকার অনুরোধ জানান তারা। এ সময় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে আবারও নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান উন্নয়ন সমাবেশের বক্তারা।

    এ সময় মাদকমুক্ত স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যে উন্নয়ন সমাবেশে দেশের খ্যাতিমান শিল্পীরা সংগীত পরিবেশন করেন।