Tag: উল্লাপাড়া

  • উল্লাপাড়ায় বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু।

    উল্লাপাড়ায় বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে ২ জন শ্রমিক মারা গেছে। নিহতরা হলেন উপজেলার নাগরৌহা গ্রামের রুহুল আমিন (৩৫) ও মোঃ আশরাফ আলী(৩৩)।

    জানা যায় শনিবার (২১ সেপ্টেম্বর) উল্লাপাড়া সদর ইউনিয়নের নাগরৌহা গ্রামের মাঠে তারা দুই জন কাজ করছিলো।সন্ধার দিকে হঠাৎ আকাশে ঝড় ও বৃষ্টির আভাস দেখে তারা বাড়ি ফিরছিলেন। এমন সময় বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

    এ তথ্য নিশ্চিত করেছেন ওই গ্রামের ছাত্র অধিকার পরিষদের সিরাজগঞ্জ জেলার যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল মালেক। এ সময় তিনি গণমাধ্যম কে জানান আশরাফ ও রুহুল আমিন মাঠে কাজ করার জন্য গেছিলেন। বৃষ্টি নামার পর বাড়ি ফেরার পথে বজ্রপাতের ঘটনায় তারা ঘটনাস্থলেই মারা যায়।

    এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত জানান ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতার উদ্যোগ নেয়া হবে।

  • নিখোঁজের ৩ দিন পর পুকুর থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার।

    নিখোঁজের ৩ দিন পর পুকুর থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিখোঁজের ৩ দিন পর মোঃ আশরাফুল ইসলাম (৩৬) নামের এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার দহপাড়া গ্রামের মাজেম প্রামানিকের পুকুরে ভাসমান লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। নিহত আশরাফুল উপজেলার বামনঘিয়ালা গ্রামের মোহাম্মদ ইদ্রিস সরকারের ছেলে।
    লাশ উদ্ধারের বিষয়ে উল্লাপাড়া মডেল  থানার অফিসার ইনচার্জ মোঃ রাকিবুল হাসান জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। বিগত রবিবার রাতে তার (ঝপঝপিয়া বাজারের) দোকানে আসার কথা বলে বাড়া থেকে বের হয় আশরাফুল। তার পর থেকে তাকে পাওয়া যাচ্ছিলো না বলে তার পরিবারের সদস্যরা জানান। লাশ উদ্ধারের সময় তার পরনে কালো গেঞ্জি, লুঙ্গি ও মাথা গামছা দিয়ে বাঁধা ছিল। উদ্ধারের পর তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে থানায় জিডি মামলা মুলে লাশ সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ডাক্তারি পরীক্ষার রির্পোট অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
  • উল্লাপাড়ায় বিএনপি’র বিশাল জনসভা অনুষ্ঠিত।

    উল্লাপাড়ায় বিএনপি’র বিশাল জনসভা অনুষ্ঠিত।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিএনপির বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৫ টার সময় উল্লাপাড়া পৌর শহরের ৬ নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে কাওয়াক মোড়ে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। এর আগে খন্ড খন্ড মিছিল এসে জনসভা কানায় কানায় পরিপুর্ণ হয়ে যায়। পৌর সভার ৬ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মো.শহিদুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহবায়ক আবদুল ওয়াহাব,উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আজাদ হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফা, যুবদলের সদস্য সচিব নিকসন কুমার আমিন, ছাত্রদলের আহ্বায়ক রিয়াসাত করিম নয়ন, ছাত্রদলের সদস্য সচিব আমিরুল ইসলাম,কাওছাড় আহমেদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম, কৃষক দলের সভাপতি শহিদুল ইসলাম প্রমূখসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • উল্লাপাড়ায় হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু।

    উল্লাপাড়ায় হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু।

    উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হিটস্ট্রোকে জিল্লুর রহমান (৩৪)নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার সলপ ইউনিয়নের চর তারাবাড়িয়া মাঠে ধান কাটার সময় হিটস্ট্রোকে আক্রান্ত হলে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।  তিনি চর তারাবাড়িয়া গ্রামের লুৎফর রহমানের ছেলে।
    সলপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান জানান, ঘটনার সত্যতা স্বীকার করে বলে ঘটনার সময় জিল্লুর রহমান অপর দিনমজুরদের সঙ্গে তারাবাড়িয়া মাঠে ধান কাটছিলেন। প্রচন্ড তাপদাহে তিনি অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা প্রথমে উল্লাপাড়া কেয়ার হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেবার পর তার অবস্থার অবনতি হলে তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। কিছু দুর যাওয়ার পর রাস্তায় তিনি মারা যান।
    উল্লাপাড়ার কেয়ার হাসপাতালের ব্যবস্থাপক আলামিন হোসেন জানান, জিল্লুর রহমানকে ভর্তির পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ইসিজিও করা হয়। পরে তার অবস্থা আরো খারাপ হলে তাকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
  • উল্লাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ৩ পদে ১৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল।

    উল্লাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ৩ পদে ১৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল।

    উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ

    ২য় ধাপে অনুষ্ঠিত সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পরিষদ  নির্বাচনে রোববার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৬ জন। এরা হলেন সেলিনা মির্জা মুক্তি, নবী নেওয়াজ খাঁন, মোঃ জহুরুল ইসলাম মিল্টন, হেদায়েত আহমেদ এলান, মোঃ ইদ্রিস আলী, মো: আকমাল হোসেন।

    ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৭ জন। এরা হলেন মোঃ আবু সাঈদ সরকার, মোঃ মনিরুজ্জামান পান্না, এস,এম তোফায়েল ইসলাম বকুল,মোঃ আলমগীর হোসাইন, এসএম জাহিদুজ্জামান কাকন,মোঃ সারোয়ার হোসেন, মোঃ শরিফুল ইসলাম।

    মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৫ জন। এরা হলেন মোছাঃ লাভলী পারভীন, সবিতা প্লাবনী সুইটি, মোছাঃ ঝর্ণা খাতুন, মোছাঃ সুমাইয়া পারভীন, মোছাঃ একা খাতুন।

    উল্লাপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মাসুদ রানা জানান, ২য় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ১৮ জন প্রার্থী অনলাইনে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ২৩ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই করে প্রার্থীতা চূড়ান্ত হবে। তিনি আরো জানান এবার উল্লাপাড়া উপজেলা পরিষদ নির্বাচন ইভিএমএ পদ্বতিতে ভোট অনুষ্ঠিত হবে।

  • উল্লাপাড়ায় কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের বার্ষিক সভা অনুষ্ঠিত।

    উল্লাপাড়ায় কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের বার্ষিক সভা অনুষ্ঠিত।

    উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

    সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ১৩তম বার্ষিক সাধারণ সভা ও বাজেট অধিবেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার সকালে উল্লাপাড়া পৌরশহরের শ্যামলীপাড়া যুব সমিতিতে  উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর চেয়ারম্যান ইউসুফ আলী মন্টুর সভাপতিত্বে বার্ষিক সভার ১ম অধিবেশনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভার সুযোগ্য মেয়র এস এম নজরুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মারুফ হোসেন, উল্লাপাড়া সোনালী ব্যাংক ব্যবস্থাপক মো: রফিকুল ইসলাম, জেলা ব্যবস্থাপক (কালব্) জুট গোমেজ, স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি মোঃ আব্দুস সালাম প্রমুখ। তার আগে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

    দ্বিতীয় অধিবেশনে সদস্যদের মধ্যে লটারি, সৌজন্য পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

  • উল্লাপাড়ায় নানা আয়োজনে শেষ হলো মানবধর্ম মেলা।

    উল্লাপাড়ায় নানা আয়োজনে শেষ হলো মানবধর্ম মেলা।

    উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২ দিনব্যাপী নানা আয়োজনে শেষ হলো মানবধর্ম মেলা। মঙ্গলবার ভোর রাত পর্যন্ত আলোচনা সভা, কবিতা আবৃত্তি, নৃত্য, সংগীত ও সুরের সংস্কৃতিতে দর্শক মাতোয়ারা হয়ে ওঠে এ মেলায়। উপজেলার বন্যাকান্দি বাজার সংলগ্ন মাঠে গত সোমবার বিকেল থেকে শুরু হয় এই মানবধর্ম মেলা। বিশ্বশান্তি বাস্তবায়ন সংঘ বাংলাদেশ আয়োজন করে ব্যতিক্রমধর্মী এ মেলার।

    কবি ওমর ফারুকের সঞ্চালনায় ও গুরু আব্দুল মজিদের সভাপতিত্বে মানবধর্ম মেলার সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উল্লাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান (অস্থায়ী) মো: মনিরুজ্জামান পান্না, নজরুল সংগীত চর্চা কেন্দ্র ‘বাঁশরী’র সভাপতি ও বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ড. ইন্জিনিয়ার খালেকুজ্জামান, বিশিষ্ট কৃষিবিদ ও গবেষক ড. সুরজিৎ সরকার, প্রচ্ছদ শিল্পী ও অনুবাদক নাসিম আহমেদ, গবেষক ও সংগঠক কাদের পাগলা প্রমুখ।

    সমাপনী অনুষ্ঠানে কুষ্টিয়ার লালন একাডেমি সহ দেশের নানা অঞ্চল থেকে আমন্ত্রিত শিল্পীরা সাঁইজী লালনের বিভিন্ন পর্যায়ের গান পরিবেশন করেন এ মেলায়। আগত লালন ভক্ত ও অনুরাগীরা সুরের মূর্ছনায় শিল্পীদের গাওয়া গান গভীর রাত পর্যন্ত উপভোগ করেন।

  • উল্লাপাড়ায় ২ দিনব্যাপী মানবধর্ম মেলার উদ্বোধন।

    উল্লাপাড়ায় ২ দিনব্যাপী মানবধর্ম মেলার উদ্বোধন।

    উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

    লালন সাঁইজীর বানী “মানুষ ভজলে সোনার মানুষ হবি” এই প্রতিপাত্যকে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২ দিনব্যাপী মানবধর্ম মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার বন্যাকান্দি বাজার সংলগ্ন মাঠে বিশ্বশান্তি বাস্তবায়ন সংঘ বাংলাদেশের আয়োজনে এ মেলার উদ্বোধন করেন রিসার্চ ফেলো ও আদিবাসী গবেষণা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম।

    বিশ্বশান্তি বাস্তবায়ন সংঘে’র সাধারণ সম্পাদক কবি ওমর ফারুক এর সঞ্চালনায় ও সৈয়দ রহমত উল্লাহ রাজনের সভাপতিত্বে আলোচনা সভায় এ সময় অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট নাট্যকার ও লেখক অধ্যাপক ড. রতন সিদ্দিকী, উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফাহমিদা ইয়াসমিন কলি, জামালপুরের ইসলামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস. এম জামাল আব্দুন নাসের, উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক শামীম হাসান, তরিকতে আহলে বাইত বাংলাদেশের উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত শিক্ষক শামসুল হুদা মোমিন, তরিকতে আহলে বাইত বাংলাদেশের সাধারণ সম্পাদক, বিশিষ্ট লেখক ও গবেষক আজিজুল হক চিশতি,
    বিশিষ্ট লেখক ও গবেষক হাসিবুল হক চিশতি ও জুলফিকার বকুল।

    উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী রিলা চৌধুরী। সুরের সংস্কৃতি অনুষ্ঠানে কবিতা, সংগীত ও কাওয়ালী পরিবেশন করেন বাঁশরী, আদিবাসী, স্থানীয় ও জাতীয় পর্যায়ের শিল্পীগণ

  • উল্লাপাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ।

    উল্লাপাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ।

    উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২’শ ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

    ৮ এপ্রিল সোমবার সকালে উল্লাপাড়া উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানার সভাপতিত্বে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উল্লাপাড়ার ও সলঙ্গার স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শফিকুল ইসলাম(শফি)। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ সুবর্ণা ইয়াসমিন(সুমী),উপজেলা আওয়ামী লীগের সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আলিমুজ্জামান অলক প্রমুখ।

    এ সময় কৃষি কর্মকর্তা মোছাঃ সুবর্ণা ইয়াসমিন জানান, এ বছর উফশি আউশ জাতের ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রনোদণা কর্মসূচির আওতায় উপজেলার ২’শ ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকে ১০ কেজি ড্যাপ ও ১০ কেজি এমওপি সার ৫ কেজি করে উফসি আউশ ধান বীজ বিতরণ করা হয়েছে।

  • উল্লাপাড়া উপজেলা কৃষকলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত ।

    উল্লাপাড়া উপজেলা কৃষকলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত ।

    আমারজমিন প্রতিবেদকঃ

    সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা কৃষকলীগের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    ৪ এপ্রিল(বৃহস্পতিবার) বিকেলে উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    মতবিনিময় সভায় উপজেলা কৃষকলীগের যুগ্ম-আহবায়ক মোঃ আব্দুল লতিফ টিটুর পরিচালনায় এবং উপজেলা কৃষকলীগের যুগ্ম-আহবায়ক মোঃ আবু বক্কার সিদ্দিকের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন; উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফয়সাল কাদের রুমি, পৌর আওয়ামীলীগের সভাপতি এবং পৌর মেয়র এস.এম নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মোঃ শফিউল আলম হ্যাভেন, উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মোঃ মজনু মিয়া, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা, জেলা যুবলীগের সদস্য এবং উপজেলা যুবলীগের যুগ্ন-আহ্বায়ক এস. এম. তোফায়েল ইসলাম বকুল, আওয়ামীলীগ নেতা মোঃ নবী নেওয়াজ খাঁন বিনু প্রমুখ।

    আলোচনা সভা শেষে উপস্থিত সকলের মাঝে ইফতারি বিতরণ করা হয়।