Tag: উল্লাপাড়া

  • উল্লাপাড়ায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু এ ঘটনায় আরো ৩ জন আহত।

    উল্লাপাড়ায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু এ ঘটনায় আরো ৩ জন আহত।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে আতিকুর রহমান(২৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন জন আহত হয়েছে। নিহত আতিকুর রহমান উপজেলার কয়ড়া হোরপাড়া গ্রামের আলহাজ খোন্দকারের ছেলে

    মঙ্গলবার(১৫ জুন) বিকেল ৪ টায় বৃষ্টির সময় উপজেলার কয়ড়া ইউনিয়নের কয়ড়া হোরপাড়া গ্রামের নদীর পশ্চিম পাড় চাতালে খড় শুকানোর কাজ করার সময় বজ্রপাতের ঘটনা ঘটে। এ ঘটনায় তার মৃত্যু হয়।

    এ ঘটনা নিশ্চিত করে কয়ড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন জানান বজ্রপাতের সময় নিহত আতিকসহ চার জন তাদের চাতালে খড় শুকানোর কাজ করছিলো।হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা চাতালে ছাপড়া ঘরে উঠে পড়েন। এ সময় বজ্রপাতের ঘটনা ঘটে। এ ঘটনায় চার জন আহত হয়,তার মধ্যে আতিকের অবস্থা গুরুতর। তিন জন প্রাথমিক চিকিৎসায় সুস্থ্য হয় এবং আতিকুর রহমান মারা যায়। আতিকুর রহমানের মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

  • উল্লাপাড়ায় প্রয়াত নেতা নাসিমের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্বরণসভা ও দোয়া মাহফিল ।

    উল্লাপাড়ায় প্রয়াত নেতা নাসিমের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্বরণসভা ও দোয়া মাহফিল ।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আওয়ামিলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী প্রয়াত নেতা মোহাম্মদ নাসিমের প্রথম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষ্যে স্বরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    এ উপলক্ষে রোববার (১৩ জুন) উপজেলা আওয়ামী লীগ দলীয় কাযার্লয়ে নাসিমের প্রতিকৃতিতে পূস্পমাল্য অর্পণ, কালোব্যাচ ধারণ, কোরআনখানী, মিলাদ মাহফিল ও স্মরণসভার আয়োজন করে।

    উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমির সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা অধ্যাপক ইদ্রিস আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, পৌর কাউন্সিলর এসএম আমিরুল ইসলাম আরজু প্রমুখ।

  • উল্লাপাড়ায় ট্রেনে নিচে কাটা পড়ে শ্রবন প্রতিবন্ধী শ্রমিকের মৃত্যু।

    উল্লাপাড়ায় ট্রেনে নিচে কাটা পড়ে শ্রবন প্রতিবন্ধী শ্রমিকের মৃত্যু।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে শামচুল আলম(৪৬)নামের এক বিএডিসি’র শ্রবন প্রতিবন্ধী শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত ওই শ্রমিক উল্লাপাড়া পৌরসভার নয়ানগাঁতী গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।

    শুক্রবার সকাল সাড়ে ১০টার সময় উল্লাপাড়া রেলস্টেশনের পূর্বপাশে সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেল সড়কে বগুড়া-নগরবাড়ী মহাসড়ক সংলগ্ন এলাকায় নীলসাগর এক্সপ্রেস ট্রেন ঢাকা থেকে চিলাহাটি যাওয়া পথে ট্রেনের চাকার নিচে পৃষ্ট হয়ে ওই শ্রমিকের মৃত্যু হয়।

    জানা যায় প্রতিদিনের ন্যায় নিহত শ্রবন প্রতিবন্ধী শ্রমিক শামচুল আলম আজকেও বিএডিসি’র কাজের উদ্দেশ্যে অফিসে যাচ্ছিলো। ঘটনাস্থল বগুড়া-নগরবাড়ী মহাসড়ক অতিক্রম করার সময় ট্রেন দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

    এ ঘটনা নিশ্চিত করে সিরাজগঞ্জ জিআরপি থানার উপ-পরিদর্শক সানোয়ার হোসেন জানান শুক্রবার সকাল সাড়ে ১০টার সময় ঢাক-চিলাহাটিগামী দ্রুতগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে বিএডিসি’র শ্রবন প্রতিবন্ধী শ্রমিকের মৃত্যু হয়। সংবাদ পেয়ে জিআরপি থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেন। নিহত শামচুল আলমের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

  • উল্লাপাড়ায় র‍্যাব-১২’র অভিযানে হেরোইসহ দুই মাদক ব্যবসায়ী আটক।

    উল্লাপাড়ায় র‍্যাব-১২’র অভিযানে হেরোইসহ দুই মাদক ব্যবসায়ী আটক।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে হেরোইনসহ সবুজ মিয়া ও হিরো মিয়া নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছেন র‍্যাপিড এ্যাকশন ব্যাটিলিয়ান র‍্যাব-১২’র সদস্যরা।

    আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন উপজেলার বাঙ্গালা ইউনিয়নের চেংটিয়া পূর্বপাড়া গ্রামের তছির উদ্দিনের ছেলে হিরো মিয়া(৩০),রামকৃষ্ণপুর ইউনিয়নের জালশুকা মধ্যেপাড়া গ্রামের সোরহাব আলীর ছেলে সবুজ মিয়া(২৪)।

    গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার(৮ জুন) বিকেল সাড়ে ৫ টার সময় র‍্যাব-১২’র একটি অভিযানিক দল উপজেলার বাঙ্গালা ইউনিয়নের কুচিয়ামার বাজার আল হাসান কলরব টেইলার্সের সামনে হেরোইন কেনাবেচার সময় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।এ সময় তাদের নিকট থেকে হেরোইন, মোবাইল ফোন ও ৯’শ টাকা জব্দ করা হয়।

    এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১২’র স্পেশাল কোম্পানির ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মি.জন রানা।

    প্রেসবিজ্ঞপ্তিতে তিনি আরোও জানান এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ব্যবসা করে আসছিলো। আটককৃতদের নিকট থেকে উদ্ধার হওয়া আলামতসহ তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

     

  • উল্লাপাড়ায় অবৈধ বিদ্যুৎ সংযোগের তার স্পর্শে ৫ সন্তানের জননীর মৃত্যু।

    উল্লাপাড়ায় অবৈধ বিদ্যুৎ সংযোগের তার স্পর্শে ৫ সন্তানের জননীর মৃত্যু।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বুধবার (৯জুন)অবৈধ বিদ্যুৎ সংযোগের তার স্পর্শে জানারা বেগম(৪৮) নামের ৫ সন্তানের জননীর মৃত্যু হয়েছে। নিহত গৃহবধূ উপজেলার মোহনপুর ইউনিয়নের এলংজানি গ্রামের শহিদুল ইসলাম প্রামাণিকের স্ত্রী ও পাঁচ সন্তানের জননী। তিনি মাঠে ঘাস কাটতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন।

    উল্লাপাড়া মডেল থানার উপ পরিদর্শক আলাল হোসেন জানান, এলংজানি মিস্ত্রিপাড়া গ্রামের কৃষক শহীদ ইসলাম সরকার তার মাঠে ধান মাড়াইয়ের স্থান তৈরি করে সেখানে মটরে বিদ্যুৎ সংযোগ দেয়। সংযোগের তারটি তার নিজ বাড়ি থেকে মাটির উপর দিয়ে নিয়ে এসে মাড়াই মটরে যুক্ত করে। সংযোগ তারে ছিদ্র ছিল। জাহানারা মাঠে ঘাষ কাটার সময় অসাবধানতা বশতঃ তারের ছিদ্র স্থানে বিদ্যুৎ স্পর্শে ঘটনাস্থলেই মারা যান। পুলিশ লাশ উদ্ধার করেছে।

  • উল্লাপাড়ায় ঔষধ তৈরির কারখানা হামিম ইউনানী ল্যাবরেটারিজের ৮ কর্মকর্তার বিরুদ্ধে মামলা।

    উল্লাপাড়ায় ঔষধ তৈরির কারখানা হামিম ইউনানী ল্যাবরেটারিজের ৮ কর্মকর্তার বিরুদ্ধে মামলা।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি বেসরকারি ঔষধ কোম্পানি হামিম ইউনানী ল্যাবরেটরিজ লিমিটেডের বিরুদ্ধে জীবন বিধ্বংসী হারবাল ঔষধ তৈরি ও পরীক্ষা ছাড়াই মানব দেহে প্রয়োগের অপরাধে উল্লাপাড়া মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

    শনিবার সন্ধ্যায় নীলা আক্তার নামের এক মহিলা বাদী হয়ে ৮ জন কর্মকর্তাকে আসামী করে এ মামলা দায়ের করেন।

    মামলার অভিযোগ সুত্রে জানা গেছে, উল্লাপাড়া পৌরসভায় অবস্থিত হামিম ইউনানী ল্যাবরেটরিজ লিমিটেড কোম্পানিতে ওয়ার্কার পদে চাকুরি করে আসছিল নীলা। কোম্পানির মালিক ডায়াবেটিক রোগের জন্য নতুন উৎপাদিত ডাইজিক কেয়ার নামে একটি ঔষধ উৎপাদন করতে চলেছেন।

    ডাইজিক কেয়ার নামের উৎপাদিত ঔষধের (ক্যাপসুল) কিছু স্যাম্পল কোম্পানির প্রতিষ্ঠাতা ম্যানেজিং ডিরেক্টরের নির্দেশে হেকিম আলামিন ওয়ার্কার নীলাকে প্রদান করেন এবং বিভিন্ন ডায়াবেটিক রোগিদের মধ্যে বিতরণ ও প্রয়োগ করে ফলাফল জানানোর নির্দেশ দেন।

    তিনি সরল মনে উৎপাদিত ঔষধ গ্রহন করে তার বাড়ী কয়ড়া নিয়ে যান। নীলার স্বামী নাজমুল হুদা ও শ্বশুর আসাব আলী তারা উভয়ে ডায়াবেটিক রোগী হওয়ায় তাদের দুথজনকেই উক্ত ঔষধ সেবন করান। সেবনের কিছু সময় পড়েই তার স্বামী ও শ্বশুর উভয়েই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে তারা জ্ঞান হারিয়ে ফেলেন। পরে চিকিৎসকের পরামর্শে স্বামী ও শ্বশুরকে নিয়ে নীলা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

    কর্তব্যরত চিকিৎসকের নিবির পরিচর্চায় ৪৮ ঘন্টা পর উভয়ে জ্ঞান ফিরে পান। পরীক্ষা করে তাদের শরীরে জীবন বিধ্বংসী ডিএম, এইচটিএন, হারবাল পয়জন শনাক্ত করেন চিকিৎসকরা। বর্তমানে অসুস্থ অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন তারা।এই কোম্পানীর বিরুদ্ধে যৌন উত্তেজক ট্যাবলেট প্রস্তুত করে বাজারে বিপননের মাধ্যমে যুব সমাজকে ধ্বংসের অভিযোগ রয়েছে।

    কোম্পানিটি উল্লাপাড়ার পৌর শহরের প্রান কেন্দ্র গ্যাসলাইন হাট সংলগ্ন এলাকায় অবস্থিত। সেক্সরের ঔষধ তৈরির কারখানা করে রাতারাতি কোটি প্রতি হয়ে গেছে। কোম্পানির মালিক স্থানীয় প্রভাবশালী ব্যাক্তি, অনেক সাংবাদিককে ও উপর মহল ম্যানেস করে দীর্ঘ দিন এই অবৈধ ঔষধ তৈরি করে ঢাকা,নারায়ণগঞ্জ, কুষ্টিয়া, খুলনা চিটাগং সহ দেশের বিভিন্ন এলাকায় শোরুম করে বিক্রয় করে আসছে।

    গেল বছর অভিযোগের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান মোবাইল কোটের মাধ্যমে কারখানাটি ঘেরাও করলে তাকে বিভিন্ন অজুহাতে ঢুকতে দেওয়া হয়নি। পরবর্তীতে জেলা আইনশৃঙ্খলা মিটিংয়ে এটি নিয়ে আলোচনা হয়। এই কার খানায় কাউকে ঢুকতে দেওয়া হয় না। অদৃশ্য শক্তির কারনে কোম্পানি’র মালিক বার বার পার পেয়ে য়ায়।

    জানা গেছে এই কোম্পানি থেকে অনেকই মাসহারা পান।এই দুরদর্শিতার কারনে আবার শুরু করে দিয়েছে হামিম ইউনানী ল্যাবরেটরিজ লিমিটেডের নতুন উৎপাদিত ডাইজিক কেয়ার নামের ক্যাপসুল।

    যা খেয়ে অসুস্থ হয়ে পরছে অনেকে। এই ট্যাবলেটে শরীরে জীবন বিধ্বংসী পয়জন শনাক্ত হওয়ার অপরাধে বাদী নীলা আক্তার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ৮ জন কর্মকর্তাকে আসামী করে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছেন উল্লাপাড়া মডেল থানায়। অভিযুক্ত আসামীরা হলেন- হামিম ইউনানী ল্যাবরেটরিজ লিঃ ঐষধ প্রস্ততকারী কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর আব্দুল গণি মন্ডল (৫৮), হেকিম মোঃ আলামিন (৪০), ম্যানেজার মোঃ আজিম (৩৫), পরীক্ষক মোঃ মাসুম (৩৬), মেশিন অপারেটর শিবলী মন্ডল (৩৭), সহকারি ম্যানেজিং ডিরেক্টর জাহাঙ্গীর (৪৫), মোঃ সুমন মন্ডল (৪০), কোম্পানির তত্ত্বাবধায়ক মোছাঃ রোজিনা বেগম।

    উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক ও মামলা তদন্তকারি কর্মকর্তা গাজীউল হক জানান, ঔষধ কোম্পানিটির বিরুদ্ধে মামলা হওয়ায় বর্তমানে কোম্পানিটি বন্ধ রেখে অভিযুক্তরা পলাতক রয়েছে। পুলিশ তাদের গ্রেফতারের চেষ্টা করছে।

  • সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরহীর মৃত্যু।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরহীর মৃত্যু।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সোমবার সকাল ১১টার সময় ট্রাক চাপায় রওশানারা বেগম(৫০) নামের এক নারী মোটরসাইকেল আরহীর মৃত্যু হয়েছে।

    নিহত ওই নারী সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের বিলগজারিয়া গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী।

    এ ঘটনা নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাজাহান আলী জানান সোমবার (৭ জুন) সকাল ১১ টার দিকে নিহত মোটরসাইকেল যোগে বগুড়া থেকে তার স্বামীর বাড়ি সিরাজগঞ্জের দিকে যাচ্ছিলো। মমতা ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এসে পৌছা মাত্র মোটরসাইকেলটিকে পিছন থেকে অজ্ঞাত নামের একটি ট্টাক ধাক্কা দেয়।এ ঘটনায় নারী আরহী ছিটকে পাঁকা সড়কের উপর পরে যায়।পরে আরকটি অজ্ঞাত নামের ট্রাক তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।এতে ঘটনাস্থলে ওই নারীর মৃত্যু হয়।হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে নিহত নারীর লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে।ঘাতক ট্রাকটিকে আটক করার চেষ্টা চলছে।

  • সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে স্কুল ছাত্রসহ ২ জনের মৃত্যু।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে স্কুল ছাত্রসহ ২ জনের মৃত্যু।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে ফরিদুল ইসলাম(১৪) ও রফিকুল ইসলাম(৪৩) নামের দুই জন মারা গেছে।

    রোববার(৬ জুন) বিকেল সাড়ে ৪ টায় বৃষ্টির সময় উপজেলার উধুনিয়া ও সলঙ্গা ইউনিয়নের পৃথক স্থানে বজ্রপাতের ঘটনায় স্কুল ছাত্রসহ দুই জনের মৃত্যু হয়েছে।

    নিহতরা হলেন উপজেলার আগদিঘল গ্রামের শাহেদ আলীর ছেলে ফরিদুল ইসলাম (১৪) ও আঙ্গারু গ্রামের মোহাম্মদ আলীর ছেলে রফিকুল ইসলাম(৪৩)।

    এ ঘটনা নিশ্চিত করে উধুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল জানান নিহত ফরিদুল ইসলাম উধুনিয়া উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র।সে আগদিঘল গ্রামের মাঠে ধান কাটার কাজ করছিল। হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় কাজ বাদ দিয়ে বাড়ি আসার পথে গ্রামের কেন্দ্রীয় করস্থান সংলগ্ন এলাকায় বজ্রপাতে তার মৃত্যু হয়।

    অপর দিকে সলঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান এ তথ্য নিশ্চত করে জানান নিহত রফিকুল ইসলাম এক জন হাঁস খামারি। খামারের হাঁস ধরাইল বিলে মধ্যে ছেড়ে দেওয়া ছিলো।বৃষ্টি ও বৃষ্টির গর্জন দেখে বিল থেকে হাঁস উঠিয়ে আনার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।

  • উল্লাপাড়ায় অটোভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১।

    উল্লাপাড়ায় অটোভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অটোভ্যান ও মোটসাইকেল সংঘর্ষে শাহজাদপুর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অফিস সহকারী রফিকুল ইসলাম(২৮) মারা গেছে।

    নিহত রফিকুল ইসলাম সলপ ইউনিয়নের নলসোন্দা গ্রামের আলহাজ মোঃ রওশন আলীর ছেলে।সে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে অফিস সহকারী পদে চাকুরী করত।

    শুক্রবার সকাল সোয়া দশটার সময় বগুড়া-নগরবাড়ী মহাসড়কে উপজেলার জংলিপুর জোড় ব্রীজ সংলগ্ন এলাকায় অটোভ্যানের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে আরহী রফিকুল দূরে ছিটকে পড়ে যায় এবং গুরুতর আহত হয়।

    উল্লাপাড়া ফায়ারসার্ভিসের স্টেশন অফিসার নাদির হাসান জানান সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে ফায়ারসার্ভিসের উদ্ধারকর্মিরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থা নিহতকে উদ্ধার করে উল্লাপাড়া ৩০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

     

  • উল্লাপাড়ায় পৃথক স্থানে বজ্রপাতের ঘটনায় ২ ভ্যান শ্রমিকের মৃত্যু।

    উল্লাপাড়ায় পৃথক স্থানে বজ্রপাতের ঘটনায় ২ ভ্যান শ্রমিকের মৃত্যু।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পৃথক স্থানে বজ্রপাতের ঘটনায় সেলিম রেজা(৩০) ও আব্দুল আলিম(৩৬) নামের ২ ভ্যান শ্রমিকের মৃত্যু হয়েছেন।

    নিহত ভ্যান শ্রমিক সেলিম রেজা উপজেলার বাঙ্গালা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মোড়দহ গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।

    এ ঘটনা নিশ্চিত করে বাঙ্গাল ইউনিয়নের ইউপি সদস্য সিরাজুল ইসলাম (লিটন)জানান বৃহস্পতিবার বিকেল ৬ টার দিকে আলীগ্রামের ফসলি মাঠ থেকে কাটা ধান অটোভ্যান যোগে বাড়িতে নিয়ে আসার পথে বৃষ্টি শুরু হয়। ভ্যান নিয়ে আলীগ্রাম ছেড়ে কিছু দূর আসার পর বজ্রপাতের ঘটনা ঘটে।এতে ঘটনাস্থলেই সেলিমের মৃত্যু হয়।

    অপর দিকে নিহত আব্দুল আলিম বড়পাঙ্গাসী ইউনিয়নের হওড়া মধ্যেপাড়া গ্রামের মৃত লালচাঁদ প্রামাণিকের ছেলে।

    এ ঘটনা নিশ্চিত করে বড়পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ন কবির লিটন ভোরের কণ্ঠ প্রতিবেদককে জানান বৃহস্পতিবার সন্ধার পূর্বে হওড়া বাজার থেকে দুধের দুই ব্যাপারিকে তার অটোভ্যানে তুলে নিয়ে লাহিড়ী মোহনপুরের উদ্দেশ্য রওনা হয়। শ্রীপাঙ্গাসী ব্রীজ সংলগ্ন এলাকায় আসার পর বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতের ঘটনা ঘটে। এ ঘটনায় চালক ও ভ্যানযাত্রী উভয় অজ্ঞান হয়ে সড়কে উপর পরে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উল্লাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক জানান ভ্যান চালক আব্দুল আলিম পথে মধ্যেই মারা গেছেন। অপর দুজন সুস্থ্য রয়েছে।