Tag: উল্লাপাড়া

  • উল্লাপাড়ায় মোটরসাইকেল ও প্রাইভেটকারের ধাক্কায় স্কুল শিক্ষকের মৃত্যু।

    উল্লাপাড়ায় মোটরসাইকেল ও প্রাইভেটকারের ধাক্কায় স্কুল শিক্ষকের মৃত্যু।

    সিরাজগঞ্জ উল্লাপাড়ায় মোটরসাইকেল ও প্রাইভেট কারের ধাক্কায় আব্দুল বাসেদ(৩৫) নামের এক শিক্ষকের মৃত্যু হয়েছে।বুধবার সকাল ১১ টার সময় বগুড়া-নগরবাড়ী মহাসড়কের উপজেলার পাটধারী গ্রাম সংলগ্ন এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

    নিহত ওই স্কুল শিক্ষক রায়গঞ্জের নলকা ইউনিয়নের হোড়গাঁতী গ্রামের মৃত ওসমান গনির ছেলে।সে সিরাজগঞ্জ বিএল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষ করে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে যোগদান করেন তিনি। 

    উল্লাপাড়ার হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহজাহান আলী জানান, ঘটনার সময় আব্দুল বাসেদ একটি ভাড়ার মোটরসাইকেলে করে উল্লাপাড়ায় যাচ্ছিলেন।

    পাটধারী গ্রাম এলাকায় পৌছালে পিছন থেকে অজ্ঞাত একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। এ সময় তিনি সড়কের উপর ছিটকে পড়ে যান এবং গাড়ীর চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় ঘাতক প্রাইভেটকার ও মোটরসাইকেল চালক দ্রুত পালিয়ে যায়।

    স্থানীয়দের সহযোগিতায় হাইওয়ে থানা পুলিশ এই লাশটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যায়। পরে তাকে দাফনের জন্য তার আত্মীয় স্বজনের কাছে লাশটি হস্তান্তর করা হয়েছে।

  • রথযাত্রা উৎসব উল্লাপাড়ায় গোপাল জিউ মন্দিরের মেঝেতে চাকা ঘুরলো রথের।

    রথযাত্রা উৎসব উল্লাপাড়ায় গোপাল জিউ মন্দিরের মেঝেতে চাকা ঘুরলো রথের।

    করোনা মহামারী ও কঠোর লকডাউনের কারনে সোমবার সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হিন্দু সম্প্রদায়ের রথযাত্রা উৎসবের রথটির চাকা ঘুরলো মন্দির অঙ্গনের মেঝেতে। প্রশাসন রথ রাস্তায় নামিয়ে প্রতিবছরের মতো ভক্তদের রশি ধরে টানার অনুষ্ঠানটি বন্ধ করে দিয়েছে।

    আর এতে বার্ষিক ধর্মীয় প্রথা রক্ষার্থে কিছু ভক্ত ও পূজারী স্বাস্থ্যবিধি মেনে উল্লাপাড়া গোপাল জিউ মন্দিরের ভেতরে মেঝের উপরেই রথটি এদিক থেকে ওদিকে টানেন। এসময় মহামারী করোনার হাত থেকে বাংলাদেশসহ গোটা বিশ্ববাসীর মুক্তির জন্য জগন্নাথ দেবের কাছে প্রার্থনা জানান ভক্তবৃন্দ।

    উল্লাপাড়া পূজা উদ্যাপন পরিষদের সভাপতি গৌতম কুমার দত্ত জানান, লকডাউন ও করোনা মহামারীর কারনে প্রশাসন হিন্দু সম্প্রদায়ের বার্ষিক রথযাত্রা উৎসব মন্দির অঙ্গনে সীমিত করার নির্দেশনা দিয়েছে। সেই আলোকে ভক্তরা সকালে শ্রী শ্রী জগন্নাথ দেবের পূজা গোপাল জিউ মন্দিরে সম্পন্ন করেন। এরপর বার্ষিক প্রথা রক্ষার্থে রথটিকে হালকাভাবে সাজিয়ে মন্দিরের ভেতরের মেঝের উপরে এদিক থেকে ওদিক পর্যন্ত টানা হয়। আর এই সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্যে দিয়েই শেষ করা হয় রথযাত্রা উৎসব।

  • উল্লাপাড়ায় ট্রাক চাপায় এক শিশুর মৃত্যু।

    উল্লাপাড়ায় ট্রাক চাপায় এক শিশুর মৃত্যু।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক চাপায় সোয়াত নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত সোয়াত উপজেলার আগরপুর মল্লিক পাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

    ঘটনাটি ঘটেছে সলঙ্গা-তাড়াশ আঞ্চলিক সড়কের বনবাড়ীয়া এলাকায়।

    জানা যায় রবিবার বিকেলে সলঙ্গা-তাড়াশ আঞ্চলিক সড়ক দিয়ে মোটরসাইকেল যোগে শফিকুল ইসলাম তার স্ত্রী সন্তান নিয়ে সলঙ্গার দিকে আসছিল।বাইক নিয়ে বনবাড়ীয়া এলাকায় পৌছালে বিপরিত দিক থেকে মুড়গির খাদ্য ভর্তি ট্রাক চাপা দেয়ার চেষ্টা করে।এ সময় বাইক চালক বাইকের ব্রেক চেপে দেয়।হঠাৎ মায়ের কোল থেকে ছিটকে ট্রাকের নিচে পড়ে যায়।তৎক্ষনাৎ সোয়াত ট্রাকে চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়।

    এ সময় উৎসক জনতা খাবার ভর্তি ট্রাকটিকে আটক করে। চালক কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় নিহত শিশুটির পরিবারে শোকের মাতাম বইছে।

    এ ঘটনা নিশ্চিত করে সলঙ্গা থানা অফিসার্স ইনচার্জ আব্দুল কাদের জানান সড়ক দুর্ঘটনার সংবাদ শোনার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠনো হয়।পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটিকে জব্দ করেছে কিন্তু ড্রাইভার ও হেল্পার পালিয়েছে।নিহতের বাবার সাথে পরামর্শ পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • উল্লাপাড়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মৎস্যজীবি লীগের পূস্পস্তবক অর্পণ।

    উল্লাপাড়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মৎস্যজীবি লীগের পূস্পস্তবক অর্পণ।

    সিরাজগঞ্জ উল্লাপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্বা জানালেন নব গঠিত উল্লাপাড়া উপজেলা মৎস্যজীবি লীগের নেতৃবিন্দু।

    শনিবার ১১ জুলাই দুপুরে নবগঠিত উল্লাপাড়া উপজেলা মৎস্যজীবি লীগের ৫৭ সদস্য বিশিষ্ট কমিটি সদস্যবৃন্দু উপজেলা পরিষদ চত্বরে স্বাস্থ্যবিধি মেনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্বা নিবেদন করেন।

    এ সময় উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফয়সাল কাদের রুমি,উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মীর আরিফুল ইসলাম উজ্জ্বল,উল্লাপাড়া উপজেলা আওয়ামী মৎস্যজীবি লীগের আহবায়ক মোহাম্মদ আলী জিন্নাহ,যুগ্ম আহবায়ক মোঃ মতিয়ার রহমান,ময়নুল ইসলাম,রতন কুমার বর্মন, মানিক, রুহুল আমিন, রাসেল আহমেদ সহ ৫১ সদস্য বিশিষ্ট কমিটির সসদস্যবৃন্দু উপস্থিত ছিলেন।

    গত ৮ জুলাই সিরাজগঞ্জ জেলা মৎস্যজীবি লীগ এই আহ্বায়ক কমিটি অনুমোদন দেন।

  • উল্লাপাড়ায় চাঞ্চল্যকর সানোয়ার হত্যা মামলার ৪ আসামী গ্রেফতার।

    উল্লাপাড়ায় চাঞ্চল্যকর সানোয়ার হত্যা মামলার ৪ আসামী গ্রেফতার।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক বছর আগে সলঙ্গার চরগোছা গ্রামের চাঞ্চল্যকর সানোয়ার হোসেন হত্যা মামলার পলাতক ৪ আসামী গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ ।পলাতক ৪ আসামীকে ১ বছর পর সলঙ্গা থেকে শনিবার ১০ জুলাই রাতে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে।

    গ্রেফতারকৃতরা হলেন উপজেলার চরবেড়া গ্রামের ছোলাইমান হোসেনের ছেলে শরিফুল ইসলাম (শরিফ)৩৭, আব্দুল মান্নানের ছেলে হিরা(২৫), ইসমাইল হোসেনের ছেলে রুবেল হোসেন(২৯) ও আমজাদ হোসেনের ছেলে মাহমুদুল হোসেন(২৭)।

    উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমাড় দাশ এ ঘটনা নিশ্চিত করে জানান গেল বছর ৮ জুলাই সলঙ্গার আলিম উদ্দিনের ছেলে সানোয়ার হোসেন নামের এক ব্যক্তি নিখোঁজ হয়।নিখোঁজের তিনদিন পর কয়ড়া সড়াতলা বিলসূর্য্য নদী থেকে অর্ধ গলিত এক ব্যক্তির লাশ মডেল থানা পুলিশ উদ্ধার করে। পরে তার পরনে থাকা কাপড় দেখে সানোয়ার হোসেনের লাশ সনাক্ত করেন নিহতের পরিবার।

    এ সময় নিহতের পরিবার থানায় একটি সাধারণ ডায়রী করে লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান। নিহতের ছেলেদের ডিএনএ টেস্টের সাথে মৃতব্যক্তির ডিএনএ টেষ্ট মিলে গেলে নিহতের স্ত্রী সেলিনা খাতুন বাদী হয়ে ৮ জনকে আসামী করে উল্লাপাড়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার এক বছর পার তাদের গ্রেফতার করা হয় বাকী আসামীদের গ্রেফতারে চেষ্টা করা হচ্ছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীর স্বীকার করেছে পারিবারিক কলহের জেরধরে সানোয়ারকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।সকল আইনী প্রক্রিয়া শেষ করে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে সোপর্দ করা হয়েছে।

     

  • উল্লাপাড়ায় দুই গ্রামের মানুষের যাতায়াতে বাঁশের সাঁকোই একমাত্র ভরসা।

    উল্লাপাড়ায় দুই গ্রামের মানুষের যাতায়াতে বাঁশের সাঁকোই একমাত্র ভরসা।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আবহমান ফুলজোড় নদীতে পারাপারের বাঁশের সাঁকোইএকমাত্র ভরসা। উপজেলার সদর ইউনিয়নের বজ্রাপুর ও ছাপড়াপাড়া গ্রামের প্রায় ৫ হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে থাকেন ফুলজোড় নদীর উপর নির্মিত বাঁশের সাঁকো দিয়ে।

    নিজস্ব অর্থায়নে বাঁশের সাঁকোটি নির্মাণ করেছেন ছাপড়াপাড়ার গ্রামবাসি। ভরাট হয়ে যাওয়া ফুলজোড় নদীটি নতুন করে পুণঃখননের ফলে নদী দুথপারের মানুষের চলাচলের এমন অসুবিধা সৃষ্টি হয়েছে। নদীর উপর একটি ব্রীজ নির্মিত হলে বদলে যাবে নদী পার এলাকার বসবাসকারী মানুষের জীবনযাত্রারমান।

    সরেজমিনে গিয়ে জানা যায়, করতোয়া নদীর শাখা ফুলজোড় নদী উল্লাপাড়া পৌরশহরের পাট বন্দর হইতে উপজেলার সদর ইউনিয়নের মধ্যদিয়ে নদীটি শাহজাদপুরের করতোয়ায় নদীতে গিয়ে মিলিত হয়েছে। দীর্ঘদিন নদীটি সংস্কারের অভাবে ভরাট হয়ে মরা নদীতে পরিণত হয়েছিল।

    স্থানীয় পানি উন্নয়ন বোর্ড গত অর্থবছরে উল্লাপাড়া সদর ইউনিয়নের বজ্রাপুর ও ছাপড়াপাড়া গ্রামের মধ্যদিয়ে ফুলজোড় নদীর আংশিক পুণঃখনন করলে উপজেলা শহরের সাথে এ দুটি গ্রামের বাসিন্দাদের যাতায়াতের নতুন করে সমস্যা সৃষ্টি হয়েছে বলে এলাকাবাসি অভিযোগ করেন।

    ছাপড়াপাড়া গ্রামের বাসিন্দা কাঠ ব্যবসায়ী নুর ইসলাম জানান, ভরাট হয়ে যাওয়া ফুলজোড় নদী পুঃণখননের পূর্বে এলাকার মানুয়ের উপজেলা শহরের সঙ্গে নির্বিগ্নে যাতায়াত করেছে। নদীটি পুণঃখননের ফলে পুরাতন সমস্যা আবার নতুন করে দেখা দিয়েছে। ফলে গ্রামবাসি চাঁদা দিয়ে ৭০ হাজার টাকা ব্যয় করে নদীর উপর যাতায়াতের জন্য কাঠের খুঁটি দিয়ে ৬০ ফিট দীর্ঘ একটি বাঁশের সাঁকো তৈরি করেছে। ভ্রাম্যমান এ সাঁকো দিয়ে বর্তমানে দুথপারের মানুষ যাতায়াত করছে। তিনি আরো জানান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার বিনির্মাণে এই এলাকায় একটি ব্রীজ নির্মাণ করে জনগণের যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করবেন বলে তাদের প্রত্যাশা।

    উল্লাপাড়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আবু সালেক জানান, চলতি বছরে ফুলজোড় নদী পুণঃখনন করার ফলে ইউনিয়নের বজ্রাপুর ও ছাপড়াপাড়া গ্রামবাসির মধ্যে নদী পারাপারের নতুন করে সমস্যা দেখা দিয়েছে। ইতিমধ্যে নদীতে ব্রীজ নির্মাণের জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার মাধ্যমে ত্রাণ ও দুযোর্গ মন্ত্রণালয়ে অর্থ বরাদ্দ চেয়ে আবেদন করা হয়েছে।

    উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান ভুইয়া জানান, আগামী অর্থবছরে অর্থ বরাদ্দ পাওয়া সাপেক্ষে উপজেলার বজ্রাপুর এলাকায় ফুলজোড় নদীর উপর প্রস্তাবিত ব্রীজটি নির্মাণ করা যেতে পারে।

  • ভ্রাম্যমান আদালতের অভিযান অবৈধ চায়না জাল কারখানা বন্ধ ও জরিমানা।

    ভ্রাম্যমান আদালতের অভিযান অবৈধ চায়না জাল কারখানা বন্ধ ও জরিমানা।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভ্রম্যমাণ আদালতের অভিযানে অবৈধ চায়না জাল তৈরির কারখানা বন্ধ ও মালিককে আর্থিক জরিমানা করা হয়েছে।

    বুধবার(৭ জুলাই) উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের নবরত্নপাড়া গ্রামে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ফরিদপুরের বাসিন্দা ঈশ্বর কুমার হাওলদার দীর্ঘদিন হলো কারেন্ট জাল দিয়ে চায়না জাল তৈরি করে চলনবিল এলাকায় বাজারজাত করন করে আসছিলো।এসব নিষিদ্ধ চায়না জালদিয়ে কিছু অসাধু মাছ শিকারী নির্দিধায় শিকার অনুপোযুগী ছোট মাছ শিকার করে আসছিলো।

    গোপন সংবাদের ভিত্তিতে উল্লাপাড়ার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট এর ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ নাহিদ হাসান খান বুধবার সকাল ১১ টার সময় উল্লেখিত কারখানায় অভিযান পরিচালনা করেন। এসময় এই কারখানার মালিক ঈশ্বর কুমার হলদারকে ১০ হাজার টাকা জরিমানা ও জব্দ করা হয় কারখানার প্রায় ১১ লাখ টাকার জাল উৎপাদন সামগ্রী। পুড়িয়ে দেওয়া হয় ৫ লাখ মূল্যের অবৈধ চায়না জাল।

    নাহিদ হাসান খান জানান, পাবনা জেলার ফরিদপুর উপজেলার বাসিন্দা ঈশ্বর কুমার বেশ কিছুদিন ধরে নবরত্নপাড়া গ্রামে কারেন্ট জালের আদলে অবৈধ চায়না জাল উৎপাদন করে চলনবিল অধ্যসিত এলাকায় বিক্রি করে আসছিলেন।

    গোপন সূত্রের খবরের প্রেক্ষিতে বুধবার সকালে উপজেলা মৎস্য কর্মকর্তা বায়েজিদ আলমকে সঙ্গে নিয়ে র‍্যাব-১২ ক্যাম্পের সদস্যদের সহযোগিতায় তিনি উক্ত চায়না কারখানায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়। কারখানা থেকে জব্দ করা সামগ্রী থেকে ৫ লাখ মূল্যের অবৈধ চায়না জাল পুড়িয়ে দেওয়া হয়।

     

  • উল্লাপাড়ায় ইয়াবাসহ দুই শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    উল্লাপাড়ায় ইয়াবাসহ দুই শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১২৫ পিচ ইয়াবাসহ তৈয়ব আলী(৪৭) ও জাহিদুল ইসলাম জাহিদ(২৫) নামের দুই শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটিলিয়ান র‍্যাব-১২’র সদস্যরা।

    আটককৃতরা হলেন উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের হাওড়া পশ্চিম পাড়া গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে তৈয়ব আলী(৪৭) ও সলঙ্গা থানার ধোপাকান্দি গ্রামের আবু বক্কারের ছেলে জাহিদুল ইসলাম জাহিদ (২৫)।

    র‍্যাব-১২’র মিডিয়া অফিসার মি. জন রানা এ ঘটনা নিশ্চিত করে জানান রবিবার (৪ জুলাই) বিকেলে উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের হাওড়া পশ্চিম পাড়া এলাকায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটিলিয়ান র‍্যাব-১২’র সহকারি পুলিশ সুপার এরশাদুর রহমানের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১১০ পিচ ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী তৈয়ব আলীকে গ্রেফতার করা হয়।পরে হাটিকুমরুল ফুডভিলেজ শিশুপার্ক এলাকায় অভিযান পরিচালনা করে অপর শীর্ষ মাদক ব্যবসায়ী জাহিদুল ইসলাম জাহিদকে ১৫ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

    উদ্ধার হওয়া আলামতসহ গ্রেফতারকৃত শীর্ষ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করে সোমবার ৫ জুলাই সলঙ্গা ও উল্লাপাড়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

  • তৃতীয় দিনের লকডাউনে কঠোর নজরদারিতে উল্লাপাড়া উপজেলা প্রশাসন।

    তৃতীয় দিনের লকডাউনে কঠোর নজরদারিতে উল্লাপাড়া উপজেলা প্রশাসন।

    তৃতীয় দিনের লকডাউনে কঠোর নজরদারিতে ছিলো উল্লাপাড়া উপজেলা প্রশাসন।বিশ্বজুড়ে করোনাভাইরাসের ক্রান্তিলগ্নের দ্বিতীয় ঢেউয়ের প্রাক্কালে সর্বাত্বক লকডাউনে উপজেলার বিভিন্ন হাট ও বাজারে বাংলাদেশ সেনাবাহিনী, বডার গার্ড ও পুলিশ বাহিনীর সদস্যদের সাথে নিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ ও সহকারী কমিশনার( ভূমি) নাহিদ হাসান খাঁন।

    শনিববার ৩ জুলাই নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান খাঁন এর ভ্রাম্যমাণ আদালত হাটিকুমরুল, দবিরগঞ্জ ও বাঙ্গালার হাট ও বাজার এলাকায় স্বাস্থ্যবিধি না মেনে দোকান খোলা রাখার অপরাধে তিন ব্যবসায়ীকে ৪’শ টাকা জরিমানা করেন।

    অপর দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ বোয়ালিয়া, বন্যাকান্দি,সলপ ষ্টেশন,কৃষকগঞ্জ ও জনতার হাট ও বাজারে ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট বিকেল ৫ টা পর্যন্ত খোলা রাখার পরামর্শ দিয়েছেন। এ সময় মুখে মাস্কপড়া ও লোক জমায়েত না হওয়ার প্রতি গুরুত্ব আরোপ করেন।

    এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সাহযোগিতায় উপস্থিত ছিলেন পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ।

  • উল্লাপাড়ায় করোনা আক্রান্ত পল্লীবিদ্যুৎ সমিতির পরিচালক পরাভেজের মৃত্যু।

    উল্লাপাড়ায় করোনা আক্রান্ত পল্লীবিদ্যুৎ সমিতির পরিচালক পরাভেজের মৃত্যু।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পল্লীবিদ্যুৎ সমিতির পরিচালক ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রেজাউল করিম পারভেজ বুধবার (৩০ জুন)বিকেলে ঢাকা ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেছেন।ইন্না-লিল্লাহ ওয়া ইন্না লিল্লাহ রাজিউন।মৃত্যুকালে তার বয়স ছিলো ৬৫ বছর।

    নিহতের পারিবারিক সূত্রে জানা যায় গত ক’দিন আগে জ্বর ঠান্ডায় আক্তান্ত হয়ে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। নমুনা পরিক্ষায় তার করোনা পজেটিভ আসে।এখানে তার অবস্থার আরো অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকা ল্যাব এইড হাসপাতালের আইসিইউতে রেফার্ড করেন।

    এক সপ্তাহ যাবৎ সেখানে চিকিৎসাধীন থাকার পর বুধবার বিকেলে তার মৃত্যু হয়।তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

    মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে ও দুই মেয়েসহ বহু শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
    তার মৃত্যুতে উল্লাপাড়ার সাংসদ তানভীর ইমাম ও সিরাজগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার রমেন্দ্র নাথ রায় শোক প্রকাশ করেছেন।সেই সাথে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।