Tag: উল্লাপাড়া

  • উল্লাপাড়ায় প্রথম দিনে টিকা পেলেন ১০ হাজার ২’শ জন

    উল্লাপাড়ায় প্রথম দিনে টিকা পেলেন ১০ হাজার ২’শ জন

    উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ প্রধানমন্ত্রীর কোভিড-১৯ প্রতিরোধে গণটিকা দান কার্যক্রমের আওতায় শনিবার সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১৪ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ৫১টি কেন্দ্রে ১০ হাজার ২’শ জনকে টিকা প্রদান করা হয়েছে।

    প্রতিটি কেন্দ্রে টিকা গ্রহণকারী ব্যক্তিদের তাৎক্ষনিক নিবন্ধন করে টিকা প্রদান করা হয়। উল্লাপাড়া উপজেলা নিবার্হী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আনোয়ার হোসেন, উল্লাপাড়ার করোনা ফোকাল পার্সন ডাঃ আলামিন হোসেন ও উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাসকে সঙ্গে নিয়ে সকল টিকাদান কেন্দ্র তদারকি করেন।

    ইউনিয়ন পর্যায়ে ৩ টি করে ও উল্লাপাড়া পৌরসভায় ১৮ টি করে সর্বমোট ৫১ টি টিকাদান কেন্দ্রের কার্য্যক্রম শনিবার সকাল ১০ টার সময় এক যোগে শুরু হয়। প্রতিটি টিকাদান কেন্দ্র ২’শ করে সর্বমোট ১০ হাজার ২’জন টিকা গ্রহনকারীকে টিকা প্রদান করবে।

  • উল্লাপাড়ায় সরকারি ও সেক্সের ঔষুধ বিক্রি’র অপরাধে মুক্তা মেডিকেলকে অর্থদন্ড

    উল্লাপাড়ায় সরকারি ও সেক্সের ঔষুধ বিক্রি’র অপরাধে মুক্তা মেডিকেলকে অর্থদন্ড

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি,সেক্সের ঔষুধ মজুদ ও বিক্রির অপরাধে মুক্তা মেডিকেল হলের মালিকে অর্থদন্ড করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রণি।

    ৪ আগস্ট বুধবার সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক উল্লাপাড়া পৌরসভায় মুক্ত মেডিকেলে অভিযান পরিচালনা করে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছেন।

    এ সময় উল্লাপাড়া পৌর সভার স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক (চলতি দায়িত্ব) মোঃ আলী আহম্মদ রতন ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

    সহকারী পরিচালক মাহমুদ হাসান জানান, মুক্তা মেডিকেল হলে সরকারি ওষুধ,যৌন উত্তেজক ও নেশা জাতীয় ওষুধ মজুদ ও বিক্রি করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ওই ঔষুধ এর দোকানে অভিযান পরিচালনা করা হয়।

    এ সময় উক্ত দোকান থেকে বিপুল পরিমাণ সরকারি ওষুধ, যৌন উত্তেজক ও নেশা জাতীয় ওষুধ পাওয়া যায়। এ কারণে ওই ফার্মেসীর মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

    এছাড়াও একটি মাছের দোকানে ওজনে কম দেওয়া ও আরেকটি দইয়ের দোকানে উৎপাদন তারিখ না থাকায় ২ হাজার করে ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

  • পাট বন্দর বণিক সমিতির সাবেক সভাপতি রাম কৃষ্ণ সাহা’র মৃত্যু

    পাট বন্দর বণিক সমিতির সাবেক সভাপতি রাম কৃষ্ণ সাহা’র মৃত্যু

    সিরাজগঞ্জের উল্লাপাড়ার বাজার পাট বন্দর বনিক সমিতির সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী রাম কৃষ্ণ সাহা (৭৫) বুধবার সকালে উল্লাপাড়া পৌর শহরের শ্যামলিপাড়ার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেছেন।

    মৃত্যুকালে তিনি ২ মেয়ে, ১ ছেলে সহ বহুস্বজন ও শুভার্থী রেখে গেছেন। তিনি বেশকিছু দিন যাবৎ ক্যান্সারে আক্রান্ত হয়ে ভুগছিলেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে রাম কৃষ্ণ সাহার বিশেষ অবদান রয়েছে।

    তার মৃত্যুতে উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উল্লাপাড়া বাজার পাট বন্দর বনিক সমিতির আহবায়ক হাফিজুর রহমান মিন্টু, উল্লাপাড়া বাজার বনিক সমিতি সভাপতি আব্দুল কুদ্দুস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উল্লাপাড়া শাখার সভাপতি বাবু গৌতম কুমার দত্ত, এসো গান শিখি পরিবারের পরিচালক সাংবাদিক রাজু আহমেদ সাহানসহ বিভিন্ন সামাজিক সংগঠন তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

  • উল্লাপাড়ায় পুলিশের অভিযানে ৯ মাদক কারবরি আটক।

    উল্লাপাড়ায় পুলিশের অভিযানে ৯ মাদক কারবরি আটক।

    সিরাজগঞ্জের উল্লাপাড়া মডেল থানা পুলিশ মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৭ মাদক কারবারিকে আটক করেছে।অপর দিকে র‍্যাব-১২ ও দুই মাদক ব্যবসায়ীকে আটক করেন।আটককৃতদের বিরুদ্ধে পৃথক দুটি ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পলিশ বাদী হয়ে দুটি মামলা দায়ের করেছে।

    মডেল থানার উপ পরিদর্শক ইব্রাহিম জানান , উল্লাপাড়া মডেল থানা পুলিশ মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৯ মাদক কারবারিকে আটক করে পুলিশ। মাদক কারবারিদের কাছ থেকে এ সময় ৫০ গ্রাম হেরোইন , ১’শ ১০ পিচ ইয়াবা , নগদ ৩ হাজার টাকা ও ২ টি মোবাইল সেট উদ্ধার করা হয়।

    আসামিরা হলেন উপজেলার লাহিড়ীপাড়া গ্রামের আঃ হামিদের ছেলে নুরাল সরদার (৬০) ও তার স্ত্রী শাহনাজ বেগম (৪০), মোহনপুর মিলপাড়া গ্রামের শাহীন মিয়ার ছেলে রতন মিয়া (২০), কয়ড়া হরিষপুর গ্রামের ইসহাক আলীর ছেলে জেল হক (৪০), মধুপুর গ্রামের আলী আকবরের ছেলে আবু সাঈদ (৫০), উল্লাপাড়া পশ্চিমপাড়া মহল্লার রফিকুল ইসলামের ছেলে আব্দুল মালেক (৩০), চরসাতবাড়ীয়া গ্রামের কালাম প্রামাণিকের ছেলে ইব্রাহিম (২৫), বেতবাড়ী গ্রামের কামাল হোসেনের ছেলে ইমন সরকার (২২) ও  শাহজাদপুর উপজেলার গাড়াদহ চরপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে জাহিদুল ইসলাম (৩৫)।

    উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাস (পিপিএম) জানান , উল্লাপাড়া মডেল থানা পুলিশের একাধিক টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য , মাদক বিক্রির টাকা ও মোবাইল সেটসহ ৯ মাদক কারবারিকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে বুধবার দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে।

     

  • উল্লাপাড়ায় দেশীয় চোলাই মদ ও ইয়াবাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক।

    উল্লাপাড়ায় দেশীয় চোলাই মদ ও ইয়াবাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দেশীয় চোলাই মদ ও ইয়াবাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশান ব্যাটিলিয়ান র‍্যাব-১২’র সদস্যরা।

    আটককৃতরা হলেন উপজেলার বেতবাড়ী গ্রামের মৃত কামাল সরদারের ছেলে ইমন সরকার(২২) ও চরসাত বাড়ীয়া গ্রামের কালাম প্রামাণিকের ছেলে ইব্রাহীম প্রামাণিক কালু(২৫)।

    ৩ জুলাই মঙ্গলবার দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে র‍্যাব-১২র মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার জনাব মোঃমোস্তাফিজুর রহমান জানান গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১১ টার সময় উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের বেতবাড়ী গ্রামের রবি সরকারের ছেলে আশরাফুল ইসলামের মুরগির ফার্মের সামনে পায়ে চলা কাচা রাস্তার উপর র‍্যাব-১২’র সদর কোম্পানীর একটি আভিযানিক দল মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৩ লিটার দেশীয় চোলাই মদ ও ৩০ পিচ ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়।


    এ সময় তাহাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত নগদ ১,৭০০/- টাকা ও ২ টি মোবাইল জব্দ করা হয়।

    বিজ্ঞপ্তিতে তিনি আরো জানান আটককৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

    গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণীর ১০(ক) এবং ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণীর ৩২(ক) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে উল্লাপাড়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

  • করোনা সংক্রমণ রোধে উল্লাপাড়া পৌর মেয়র এস এম নজরুল ইসলামের মাস্ক বিতরণ।

    করোনা সংক্রমণ রোধে উল্লাপাড়া পৌর মেয়র এস এম নজরুল ইসলামের মাস্ক বিতরণ।

    সারা দেশে করোনা ভাইরাস মহামারি রূপ ধারণ করায় জনগণকে স্বাস্থ্য সচেতন করতে সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরশহরে মাস্ক বিতরণ করেন পৌর মেয়র এস এম নজরুল ইসলাম। ২ আগস্ট সোমবার সকালে পৌর এলাকার বিভিন্ন মহল্লায় অসচেতন মানুষের মধ্যে এ সমস্ত মাস্ক বিতরণ করা হয়।

    মেয়র এস এম নজরুল ইসলাম জানান, করোনা ভাইরাস মহামারিতে রূপ নেওয়ায় দেশে সরকার লকডাউন ঘোষণা করেছে। এতে খাদ্য ও চিকিৎসা সংকটে পড়েছে সমাজের কর্মহীন মানুষ।

    তাই জনগণের মধ্যে স্বাস্থ্য সচেতন করতে সোমবার সকালে পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন মহল্লায় মাস্ক বিতরণ করা হয়।

    মাস্ক বিতরণকালে উপস্থিত ছিলেন পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল করিম, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর শাহ আলম সরকারসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

  • উল্লাপাড়ার সলপ ইউনিয়ন আ’লীগের করোনা প্রতিরোধে মাসব্যাপী কর্মসুচি।

    উল্লাপাড়ার সলপ ইউনিয়ন আ’লীগের করোনা প্রতিরোধে মাসব্যাপী কর্মসুচি।

    করোনা পরিস্থিতিতে সরকারের স্বাস্থ্যবিধি মেনে ‘সামাজিক বিপ্লবথ এর মাধ্যমে জনগণের মধ্যে দুরত্ব বজায় রাখতে উল্লাপাড়ার সলপ ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীরা করোনা প্রতিরোধে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। স্থানীয় সংসদ সদস্য তানভীর ইমামের দিক নিদের্শনায় সকাল থেকে সন্ধ্যা অবধি হ্যান্ডমাইক নিয়ে প্রতিদিন জনসচেতনতা বাড়াতে দলীয় কর্মীরা ইউনিয়নের বিভিন্ন জনসমাগম এলাকা ও হাট-বাজার চষে বেড়াচ্ছেন।

    সোমবার ২ আগষ্ট সকালে সলপ উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়নের ২ নং ওয়ার্ড আথলীগের নেতা-কর্মীদের নিয়ে মাসব্যাপী ‘আমাদের করণীয়থ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘সামাজিক বিপ্লবথ কর্মসুচির উদ্বোধন করেন সলপ ইউনিয়ন আথলীগের সভাপতি চেয়ারম্যান ইঞ্জিঃ শওকাত ওসমান।

    সলপ ইউনিয়নের ২ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি গোলাম আজম জানান, সরকার ঘোষিত লকডাউনে সলপের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও হাট-বাজারে করোনা-সংক্রমণ ঠেকাতে মানুষে-মানুষে ‘সামাজিক দূরত্বথ বজায় রাখার সরকারি নির্দেশনা অনেকেই মানছেন না। হাট-বাজারে দোকানপাঠ ও বিপণি-বিতান বন্ধ রাখার পরামর্শ সরকারের। কিন্তু মহামারি করোনা ভাইরাসের ব্যাপক প্রার্দুভাবেও স্বাস্থ্যবিধি উপেক্ষিত।

    ম্যাজিষ্ট্রেট, পুলিশ ও সেনাবাহিনী দেখলেই জনগণ ভয়ে পালায়। আবার প্রশাসনের কর্মকর্তারা চলে গেলে ভীড় জমিয়ে আড্ডা দেয় জনগণ। অবস্থাদৃষ্টিতে যেন চলছে চোর-পুলিশের খেলা। তাই স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করতে প্রতিটি গ্রামের পাড়া-মহল্লায় ইউনিয়ন আথলীগের সাধারণ সম্পাদক কাজী এহসানুল হাসান সন্টু ও মাহবুব কবির সজলের নেতৃত্বে হ্যান্ডমাইক দিয়ে প্রচার চালাচ্ছেন দলীয় নেতা-কর্মী ও সামাজিক বিপ্লব আন্দোলনের সদস্যরা। এর সঙ্গে স্বাস্থ্য উপকরণ মাস্ক, হ্যান্ডস্যানিটর ও সাবান বিতরণ করছেন তারা। সন্ধ্যার পর দুস্থ ও অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসহ চিকিৎসা সামগ্রী পৌঁছানোর কাজও হাসিমূখে করছেন তারা।

    সামাজিক বিপ্লব থেকে উপকার ভোগী আব্দুস সালাম, রফিক মোল্লা, রনজিৎ হালদার ও কদবানু জানান, এই কমিটির লোকজন আমাদের বাড়ী বাড়ী গিয়ে খাদ্য ও করোনা প্রতিরোধ সামগ্রী পৌছে দিচ্ছেন। এতে অসহায় মানুষেরা বড়ই উপকৃত হচ্ছে।

    সলপ ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ শওকাত ওসমান জানান, ‘মানুষ মানুষের জন্যথ এই শ্লোগানের আলোকে আওয়ামীলীগের কর্মীরা জীবনকে তুচ্ছ মনে করে দেশের জনগণের জীবন বাঁচাতে কাজ করে যাচ্ছে। জনগণকে সব ধরণের সেবা প্রদানের জন্য উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদ প্রস্তুত রয়েছে।

    এবিষয়ে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের প্রতিনিধি রিবলী ইসলাম কবিতা জানান, আওয়ামীলীগের নেতা-কর্মীরা নিজেদের পরিবারের দিকে না তাকিয়ে তারা দিনরাত দেশ ও জনগণের জন্য কাজ করে যাচ্ছে। বাঁচতে হলে প্রতিটি জনগণকে সচেতন হতে হবে। সচেতনতার জন্য আমরা সর্বান্তকরণে প্রচেষ্টা চালিযে যাচ্ছি।

  • উল্লাপাড়া বোয়ালিয়া পশুর হাট বন্ধ।

    উল্লাপাড়া বোয়ালিয়া পশুর হাট বন্ধ।

    উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ মহামারী করোনাকালে বিনা অনুমতিতে রোববার উল্লাপাড়ার বোয়ালিয়ায় বসানো পশুর হাট বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।

    উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান সেনা সদস্য ও পুলিশের সহযোগিতায় এ হাট বন্ধ করে দিয়েছেন। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ঈদুল আযহাথর পরে প্রশাসনের অনুমতি ছাড়া পশুর হাট বসানো নিষিদ্ধ করা হয়েছে।

    বোয়ালিয়া পশুর হাটের ইজারাদার বুদ্ধু মিয়া জানান, তারা নিজেদের উদ্যোগে হাট বসাননি। গরুর ব্যবসায়ীরা প্রচলিত নিয়ম অনুযায়ী রোববারের হাটের দিনে তারা অনেকগুলো গরু হাটে তোলে। এসময় ক্রেতারা সেখানে ভীড় জমায়। খবর পেয়ে উপজেলা প্রশাসন থেকে সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে এসে হাট বন্ধ করে দেন।

    এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান জানান, বিনা অনুমতিতে বোয়ালিয়ায় হাট বসানো হয়েছিল। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিদের্শে হাটটি বন্ধ করে দেওয়া হয়েছে।

  • উল্লাপাড়ায় পুলিশের কাজে বাঁধা দেওয়ার অপরাধে এক যুবক আটক।

    উল্লাপাড়ায় পুলিশের কাজে বাঁধা দেওয়ার অপরাধে এক যুবক আটক।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুলিশের কাজে বাধা দেওয়ার অপরাধে সুমন(৩২)নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ। আটক সুমন উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের চাকসা গ্রামের আইনুল হক সরকার(আঞ্জুর)ছেলে।

    ৩১ জুলাই শনিবার বিকেলে উল্লাপাড়ার চাকসা গ্রামে একটি মামলা তদন্তকালে সুমন উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক আসাদের উপর আক্রমন করলে পুলিশ তাকে আটক করে। এ ঘটনায় আসাদ এবং তার সঙ্গে থাকা এক পুলিশ সদস্যও আহত হন।

    উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক আসাদ জানান, তিনি এক পুলিশ সদস্যকে সঙ্গে নিয়ে উপজেলার চাকসা গ্রামে একটি গোলযোগের ঘটনা তদন্তের সময় কথিত সুমন আর্কষ্মিকভাবে তার উপর চড়াও হন। এ সময় সুমন আসাদের সার্টের কলার ধরে পোশাক ছিড়ে ফেলেন। সঙ্গী পুলিশ সদস্য ঠেকাতে গেলে ঐ যুবক তার উপরেও আক্রমন চালায়। ঘটনায় আসাদ ও পুলিশ সদস্য আহত হন। এ সময় আক্রমনকারী সুমনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এব্যাপারে আসাদ বাদী হয়ে আটক সুমনের বিরুদ্ধে পুলিশের কাজে বাঁধা দেওয়ার অভিযোগ এনে মামলা দায়ের করেন।

  • উল্লাপাড়ায় স্বেচ্ছাশ্রমে দেড় কিলোমিটার রাস্তা মেরামত।

    উল্লাপাড়ায় স্বেচ্ছাশ্রমে দেড় কিলোমিটার রাস্তা মেরামত।

    সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের সড়াতৈল গ্রামের মাদ্রাসা মোড় হইতে চড়বাগধা গ্রামের বেলিব্রীজ পর্যন্ত দেড় কিলোমিটার একটি ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতের উদ্যোগ নিয়েছে স্থানীয় যুব সমাজ।

    স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার বিকাল পযন্ত রাস্তাটি মেরামতের কাজ করেন এলাকার ২০-৩০ জন যুবক।

    এলাকার যুবকেরা জানান, উল্লাপাড়া উপজেলার সড়াতৈল মাদ্রাসা মোড় থেকে চড়বাগধা বেলি ব্রীজ পর্যন্ত দেড় কিলোমিটার কাঁচা রাস্তাটি যানবাহন ও মানুষের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল।

    প্রায় এলাকার দশটি গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে থাকেন। কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান, পোষ্ট অফিস, হাট-বাজারের হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে এই রাস্তা দিয়ে। দীর্ঘদিন যাবৎ সংস্কার না করায় রাস্তাটি চলাচলের অনুপযোগি হয়ে পড়ে।

    স্থানীয় চেয়ারম্যান ও ইউপি সদস্যদের কাছে দীর্ঘদিন ধরনা দিয়েও ফল পাননি এলাকাবাসী। অবশেষ গ্রামবাসীর কাছ থেকে চাঁদা তুলে ২৫-৩০ জন যুবকের স্বেচ্ছাশ্রমে ২ দিন ব্যাপী মেরামতের মাধ্যমে রাস্তাটির কাজ সম্পূন্ন করা হয়েছে। বিভিন্ন স্থানে মাটি ধসে রাস্তায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছিল। সামান্য বৃষ্টি হলেই পানি জমে ব্যাপক কাঁদায় পরিণত হতো। ফলে সীমাহীন ভোগান্তি পোহাচ্ছিল এলাকাবাসী। স্কুল, কলেজ পড়ুয়া শিক্ষার্থী, গ্রামের কৃষক ও এলাকাবাসি নিদারুণ কষ্ট পাচ্ছিলো।

    এ বিষয়ে রাস্তা সংস্কারকারী আব্দুর রাজ্জাক তালুকদার বলেন, বেহাল রাস্তা সংস্কারের জন্য জন প্রতিনিধিরা বারবার প্রতিশ্রুতি দিলেও তা এখন পর্যন্ত বাস্তবায়ন করেননি। চলাচলের অনুপযোগি হয়ে পড়ায় এলাকাবাসির কাছ থেকে ৩০ হাজার টাকা চাঁদা তুলে ইট, বালু, মাটি ও কোয়া দিয়ে যুব সমাজের শ্বেচ্ছাশ্রমে রাস্তাটি মেরামত করা হয়েছে।

    বড়হর ইউনিয় পরিষদ চেয়ারম্যান জহুরুল হাসান নান্নু জানান, রাস্তাটি দুথটি ইউনিয়নের অংশ হওয়ায় সহসাই মেরামত করা সম্ভব হচ্ছে না। দুই ইউনিয়নের চেয়ারম্যান একসঙ্গে প্রকল্প দিলে তবেই মেরামত সম্ভব।

    উল্লাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মাহবুবুর রহমান ভুইয়া জানান, চলতি অর্থ বছরে সরকারের বাজেট বরাদ্দ সাপেক্ষে রাস্তাটির সংস্কার কাজ করা যেতে পারে।