Tag: উল্লাপাড়া

  • উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় নদীতে পড়ে নিখোঁজ ভ্যানচালকের লাশ উদ্ধার।

    উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় নদীতে পড়ে নিখোঁজ ভ্যানচালকের লাশ উদ্ধার।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঈশ্বরদী-ঢাকা রেলপথের উল্লাপাড়া ঘাটিনা রেলসেতুর উপর ট্রেনের ধাক্কায় নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয় সুদেব(২৬) নামের এক ভ্যানচালক। ২৪ আগস্ট মঙ্গলবার বিকেল ৫ টার দিকে করতোয়া নদীর উপর ঘাটিনা রেলসেতুতে এ ঘটনা ঘটে। এসময় শিশুসহ তিন নারী ও এক যুবক প্রাণে বেঁচে গেছেন।

    উল্লাপাড়া ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা ডুবারি নিয়ে দীর্ঘ সময় উদ্ধার অভিযান চালিয়ে এক দিন পর ২৫ আগস্ট বুধবার সকাল ৯ টার সময় করতোয়া নদী থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। নিহত সুদেব বেলকুচি উপজেলার খুকনি দহপাড়া গ্রামের সুধিরের ছেলে। নিহত ওই ভ্যানচাল ৫ মাস আগে বিবাহ করেছিলেন।

    নিহতের জ্যাঠাতো ভাই প্রশঞ্জিত জানান একই গ্রামের আমজাদ হোসেন মোল্লার ছেলে ইউসুফ আলী গতকাল মঙ্গলবার দুপুরে তার স্বজনদের সাথে নিয়ে সুদেবের অটোভ্যান যোগে উল্লাপাড়া শাজাহানপুর ঘটিনার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এসে দুর্ঘটনার কবলে পড়ে ভ্যানচালক সুদেব নিহত হয়।

    উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাদির হোসেন জানান মঙ্গলবার বিকেল ৫ টার দিকে স্থানীদের মাধ্যমে জানতে পাড়ি ঘাটিনা ব্রীজে একজন লোক ট্রেনের ধাক্কায় করতোয়া নদীতে পড়ে নিখোঁজ হয়।পরে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করতে পারেনি। এক দিন পর ২৫ আগস্ট বুধবার সকালে ডুবারি নিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে উল্লাপাড়া মডেল থানা হেফাজতে হস্তান্তর করা হয়।

    এ তথ্য নিশ্চিত করে উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক আতোয়ার হোসেন জানান নিখোঁজ সুদেবের লাশ বুধবার সকাল ৯ টার সময় উদ্ধার করা হয়েছে। নিহতে লাশ ময়নতদন্তের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

  • উল্লাপাড়ায় কাভার্ডভ্যান ও অটোভ্যান সংঘর্ষে নিহত-৩।

    উল্লাপাড়ায় কাভার্ডভ্যান ও অটোভ্যান সংঘর্ষে নিহত-৩।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঢাকা-বগুড়া মহাসড়কে কাভার্ডভ্যান ও অটোভ্যান সংঘর্ষে তিন জন নিহত হয়েছে।জানা যায় ২৫ আগস্ট বুধবার সকাল সাড়ে ৬ টার সময় উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের পাচিলা বাজার সংলগ্ন এলাকায় কাভার্ডভ্যানের চাপায় ব্যাটারিচালিত অটোভ্যানের চালকসহ তিনজন ঘটনাস্থলে নিহত হয়।

    নিহতরা হলেন, পাঁচলিয়া গ্রামের ভ্যানচালক মোতাহার আলীর ছেলে ইসলাম(৩২),ভ্যানযাত্রী একই গ্রামের আফজাল হোসেনের ছেলে শাহাদৎ হোসেন(৫৫) ও মৃত ফুল চানের ছেলে হায়দার আলী (৭০)।

    হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, ঢাকা ধেকে উত্তরবঙ্গগামী একটি কাভার্ডভ্যান ঢাকা-বগুড়া মহাসড়কের পাঁচিলিয়া বাজার এলাকায় কাভারভ্যান অটোভ্যানকে চাপা দেয়।এ সময় চালক ও যাত্রীসহ তিনজন ঘটনাস্থলে নিহত হয়।পরে কাভার্ডভ্যান চালক গাড়ি নিয়ে পালিয়ে যান। এ সময় ওসি আরো জানান নিহতদের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা রজু করা হয়েছে।

  • উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় নদীতে পড়ে ভ্যানচালক নিখোঁজ।

    উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় নদীতে পড়ে ভ্যানচালক নিখোঁজ।

    ঈশ্বরদী-ঢাকা রেলপথে উল্লাপাড়া ঘাটিনা রেল সেতুর উপর ট্রেনের ধাক্কায় নদীতে পড়ে এক ভ্যানচালক নিখোঁজ হয়েছেন।২৪ আগস্ট মঙ্গলবার বিকেল ৫ টার ঘাটিনা রেলসেতুর উপর এ ঘটনা ঘটে। এসময় শিশুসহ আরো তিন নারী প্রাণে বেঁচে গেছেন।

    উল্লাপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার ততপরতা চালাচ্ছে। তবে নিখোঁজ ভ্যানচালক ও বেঁচে যাওয়া কারো পরিচয় জানা যায়নি। নিখোঁজ ব্যাক্তিকে উদ্ধারের জন্য রাজশাহী থেকে ডুবুরি দল ঘটনাস্থলে আসছেন।

    উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাদির হোসেন ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল ৫টার দিকে একটি ভ্যানে করে শিশুসহ ৩ নারী ঘাটিনা ব্রিজের পাশে এসে দাঁড়ায়। পরে ভ্যান চালক ঘাটিনা ব্রিজ দেখানোর জন্য ব্রিজের উপর নিয়ে যায়। এসময় ঢাকা থেকে রাজশাহীগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটি আকষ্মিকভাবে সেতুর উপরে উঠে পড়ে। এসময় শিশুসহ ওই তিন নারী ব্রিজের নিচে নিয়ে আত্মরক্ষা পায়। কিন্তু ভ্যান চালক বঙ্রে ভিতর আসতে পারেন না। ফলে ট্রেনের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত অবস্থায় করতোয়া নদীর পানিতে পড়ে নিখোঁজ হয়।

    তবে নিখোঁজ ভ্যান চালকসহ তাদের পরিচয় জানা যায়নি। নাদির হোসেন আরো জানান, রাজশাহী থেকে ডুবুরিদল আসছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ ভ্যান চালককে উদ্ধার করা সম্ভব হয়নি।

  • উল্লাপাড়ায় গৃহবধু গণধর্ষণের শিকার;ধর্ষিতা উদ্ধারের পর মামলা।

    উল্লাপাড়ায় গৃহবধু গণধর্ষণের শিকার;ধর্ষিতা উদ্ধারের পর মামলা।

    উল্লাপাড়ায় গৃহবধু গণধর্ষণের শিকার;ধর্ষিতা উদ্ধারের পর মামলা

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বেতকান্দি গ্রামের আম বাগানে এক গৃহবধু গণধর্ষণের শিকার হয়েছেন। পুলিশ ধর্ষিতা অসুস্থ গৃহবধুকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছেন। ঘটনাটি ঘটেছে ২২ আগস্ট রবিবার রাতে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের বেতকান্দি গ্রামের আম বাগানে। এই ঘটনায় ধর্ষিতার স্বামী বাদি হয়ে মঙ্গলবার দুপুরে উল্লাপাড়া মডেল থানায় অজ্ঞাত ১০/১২ ব্যক্তির নামে একটি মামলা দায়ের করেছেন।

    উল্লাপাড়া মডেল থানায় দেওয়া মামলায় ধর্ষিতার স্বামী অভিযোগ করেন, তিনি তার স্ত্রীকে নিয়ে রবিবার বিকেলে শ্বশুরবাড়ি যাবার উদ্দেশ্যে বাড়ি থেকে লোকাল ট্রেন ধরতে ভ্যানযোগে সলপ রেলওয়ে স্টেশনে যান। স্টেশনে পৌঁছার পর তার স্ত্রীকে প্লাটফর্মের পাশে একটি চায়ে স্টলে বসিয়ে রেখে তিনি ভ্যান ভাড়া দেবার জন্য টাকা ভাঙ্গাতে স্টেশনের নিচে দোকানে জান।কিছুক্ষণ পর ফিরে এসে তিনি তার স্ত্রীকে চায়ের স্টলে দেখতে পাননি এবং চায়ের স্টলটি বন্ধ দেখতে পান। পরে রাতভর খোঁজাখুজি করেও তার স্ত্রীর সন্ধ্যান মেলেনি।

    সোমবার সকালে স্থানীয় লোকজনের মুখে জানতে পারেন এক মহিলা অসুস্থ অবস্থায় স্টেশন থেকে অর্ধ কিলোমিটার দুরে বেতকান্দি গ্রামের পাশে আমবাগানে পড়ে আছে। পরে ধর্ষিতার স্বামী সেখানে গিয়ে তার স্ত্রীকে সনাক্ত করেন এবং উল্লাপাড়া মডেল থানা পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করান।

    স্ত্রী সুস্থ হলে জানতে পারেন, তাকে (স্ত্রীকে) যেকোন উপায়ে অজ্ঞান করে কিছু লোক স্টেশন থেকে তুলে নিয়ে উক্ত আমবাগানে রাতভর পালাক্রমে ধর্ষন করে। এ ব্যাপারে অজ্ঞাতনামা ১০/১২ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে।

    উল্লাপাড়া পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহফুজ হোসেন ঘটনাস্থল থেকে ফিরে গণমাধ্যম কর্মীদেরকে জানান, প্রাথমিক তদন্তে ঘটনা সত্য বলে তার কাছে মনে হয়েছে। পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে জোর তৎপরতা শুরু করেছে।

    উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ও সি) দীপক কুমার দাস (পিপিএম) গণধর্ষনের বিষয়ে উল্লাপাড়া থানায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন এবং আসামি শনাক্তের মাধ্যমে গ্রেফতারের চেষ্টা করছি।

  • উল্লাপাড়ায় গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক।

    উল্লাপাড়ায় গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গাঁজাসহ রবিউল ইসলাম সর্দার(৩৭)নামের শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২’র সদস্যরা।

    উপজেলার বাঙ্গালা ইউনিয়নের প্রতাপ বাজারে ২৩ আগস্ট সোমবার রাত পৌনে ১০ টার সময় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক ক্রয় বিক্রয়ের সময় গাঁজাসহ তাকে আটক করা হয়।
    আটককৃত মাদক ব্যবসায়ী উপজেলার বাঙ্গালা ইউনিয়নের প্রতাপ বাজার গ্রামের মৃত বেল্লাল আলী সর্দারের ছেলে।

    র‍্যাব-১২’র মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান মঙ্গলবার দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

    প্রেসবিজ্ঞপ্তিতে তিনি আরো জানান গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত পৌনে ১০ টার সময় র‍্যাব-১২’র একটি অভিযানিক দল উল্লাপাড়া প্রতাপ বাজারে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

    এ সময় তাকে তল্লাশি করে ৫’শ ৩০ গ্রাম গাঁজা ও একটি মোবাইল সেট উদ্ধার করা হয়।উদ্ধার হওয়া আলামতসহ আটককৃতর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করে উল্লাপাড়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

  • ২১ আগষ্ট গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে উল্লাপাড়ায় স্মরণসভা ও দোয়া মাহফিল।

    ২১ আগষ্ট গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে উল্লাপাড়ায় স্মরণসভা ও দোয়া মাহফিল।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শনিবার ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কাযার্লয়ে এক স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

    উপজেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত স্মরণসভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি’র সভাপতিত্ব করেন।এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম (শফি), উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, অধ্যাপক ইদ্রিস আলী, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না,পৌর কাউন্সিলর এস এম আমিরুল ইসলাম আরজু প্রমুখ ।

    এছাড়াও উপজেলার সলপ ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত স্মরণ সভায় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সলপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকত ওসমানের সভাপতিত্বে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    এসময় সলপ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজী এহসানুল হাসান সন্টু,ওয়ার্ড আওয়ামিলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • উল্লাপাড়ায় এক মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    উল্লাপাড়ায় এক মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৫৬ বোতল ফেন্সিডিলসহ সোহরাব হোসেন(৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ।

    গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরিণহাটি গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।

    এ তথা নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান আলী জানান গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হাটিকমরুল গোলচত্বর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
    এ সময় ৫৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

    তিনি আরোও জানান ২১ আগস্ট শনিবার রাত ১.২০ মিনিটের সময় নওগাঁ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা এসপি ট্রাভেলস দূড়পাল্লার কোচের গতিরোধ করে তল্লাশি করে ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করা হয়।আটককৃতর বিরুদ্ধে উদ্ধারকৃত আলামতসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

  • পদ্মফুলের সমাহার সৌন্দর্য বাড়িয়েছে উল্লাপাড়ার তিতারগাড়া বিলের।

    পদ্মফুলের সমাহার সৌন্দর্য বাড়িয়েছে উল্লাপাড়ার তিতারগাড়া বিলের।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পদ্মফুলের সমাহারে সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে তিতারগাড়া বিলের ফসলি জমির।পদ্মফুলের সৌন্দর্যপূর্ণ বিলটি এক নজর দেখার জন্য প্রতিদিন দর্শনার্থীরা ভীর করছে।অনেকে ফুলসহ বিলের,কেউবা ফুল হাতে সেলফি উঠে ফেসবুকে পোস্ট করে আনন্দ পাচ্ছে।

    ২/৩ বছর আগে অল্প জমিতে পদ্মফুলের বীজ সখের বশে ছিটিয়ে দিয়েছিল স্থানীয় এক ব্যবসায়ী। বছর ঘুরে না আসতেই পদ্মফুলের সমাহার ছড়িয়ে পড়েছে বিলের অনেকাংশ জায়গা নিয়ে। বর্ষার মৌসুমে বর্ষার পানিতে ফুলে সৌন্দর্য আরোও বেড়ে যাওয়ায় দর্শনার্থীদের নজর কেড়েছে।এলাকার ক’জন ফুল বিক্রির পেশায় নেমে গেছে।তারা গণমাধ্যমকে জানিয়েছে ক’বছরের মধ্যে ফুলের গাছ আরো বিস্তার লাভ করবে।এতে এলাকটি যেমন মানুষের মধ্যে পরিচিতি লাভ করবে অন্য দিকে ফুল ব্যবসায়ীদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে।

    সরেজমিনে উপজেলার বড়হর ইউনিয়নের ব্রক্ষ্মকপালিয়া গ্রামের গিয়ে দেখা যায় বিশাল এলাকা জুড়ে মালিকানা ফসলি জমিতে শোভা পচ্ছে ফুটে থাকা পদ্মফুলের সৌন্দর্য। আগে তিতারগাড়া বিল নামে পরিচিত জমিগুলোতে ইরি বোর ধানের চাষ করতো স্থানীয় কৃষকরা।

    ওই গ্রামের আব্দুর রশিদ, নুর আলম,আব্দুল গফুরসহ একাধিক ব্যাক্তির সাথে কথা বলে জানায় পদ্মফুলের রহস্য।তারা জানান বছর দুইয়েক আগে বর্ষার মৌসুমে ৪/৫ টি পদ্মফুল ফুটে রয়েছে দেখা যায়।কিভাবে ওই ফুলগুলো বিলের মধ্যে ফুটেছিলো সে বিষয় তাদের জানা নাই। এর পর থেকে বিলের বিশাল এলাকা নিয়ে ছড়িয়ে পড়ে পদ্মফুলের গাছ। ইতিমধ্যে ফুটন্ত পদ্মফুল মানুষের দৃষ্টি আর্কষন করেছে।ফুল ফুটেছে বলে দুর-দুরান্ত থেকে মানুষ বিলের সৌন্দর্য উপভোগ করার জন্য ছুটে আসছে।

    ব্রক্ষ্মকপালিয়া গ্রামের ক’জন ফুল ব্যবসায়ী জানান আমরা ভোর বেলায় ঘুম থেকে উঠে বিলের পদ্মফুল তুলে শহর অঞ্চলে বিক্রি করে আমাদের জীবিকা নির্বাহ করি।ফুল তোলার জন্য জামির মালিকেরা আমাদের কাছে থেকে কোন টাকা পয়সা বা ফুল তোলার জন্য বাঁধা দেয় না।

    উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকতা মোঃ আজমল হক বলেন,পদ্মফুল জলজ উদ্ভিদ। এর বীজ এনে জমির মাটিতে বা বিলের পানিতে পুঁতে দিলে পদ্মগাছের জন্ম হয় ও ফুল ফোটে। গ্রোথ বেশি বলে দ্রুত পদ্মগাছ বিস্তার লাভ করে বিল বা ঝিলের সৌন্দর্য বৃদ্ধি করে থাকে।

  • উল্লাপাড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ আহত-১৫ জন

    উল্লাপাড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ আহত-১৫ জন

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ১৫ আহত হয়েছে।১৯ আগস্ট বিকেল ৫ টার সময় বগুড়-নগরবাড়ী মহাসড়কের উপজেলার পৌরশহরের চৌকিদহ ব্রীজের উপর এই সংঘর্ষের ঘটনা ঘটে।

    সংঘর্ষের ঘটনায় ট্রাক চালকসহ ৩ জনের অবস্থা গুরুতর। আহতদের স্থানীয়রা উদ্ধার করে উল্লাপাড়া ৩০ শয্যা বিশিষ্ট হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। তবে আহতদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য এই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

    উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাদির হোসেন জানান, মাছরাঙ্গা নামের যাত্রীবাহী বাসটি বগুড়া থেকে পাবনা যাওয়ার পথে বিপরিত দিক থেকে ঢাকার উদ্দেশ্যে একটি ট্রাক যাওয়ার সময় চৌকিদহ ব্রিজের উপর এই দুথটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ি দুথটি আটক করেছে। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার কাজে সহযোগিতা করেন।

  • উল্লাপাড়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে জরিমানা।

    উল্লাপাড়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে জরিমানা।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই তেলমিলের মালিককে ৩০,০০০/=ত্রিশ হাজার ও দুই মিষ্টির দোকান মালিককে ৪০,০০০/=চল্লিশ হাজার করে সর্বমোট ৭০,০০০/=সত্তর হাজার টাকা জরিমানা করেন সিরাজগঞ্জের ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মাহমুদুল হাসান(রণি)।

    ১৯ আগস্ট বৃহস্পতিবার দুপুরে উল্লাপাড়া পৌরসভার বাজার মনিটরিং করার সময় এই জরিমানা করা হয়।

    সিরাজগঞ্জের ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মাহমুদুল হাসান জানান বিএসটিআই এর অনুমোদন না থাকার অপরাধে তেলমিলের মালিক আব্দুল গণিকে ১০,০০০/=দশ হাজার ও নজরুল ইসলামকে ২০,০০০/=বিশ হাজার সর্বমোট ৩০,০০০/=ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়াও লিলি মিষ্টান্ন ভান্ডার দোকান মালিককে বাসি দই ও মিষ্টি রাখার অপরাধে ২০,০০০/= বিশ হাজার টাকা ও জবা দই ঘরের মালিককে একই অপরাধে ২০,০০০/= বিশ হাজার টাকস করে সর্বমোট ৪০,০০০/= চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে সর্বমোট চারজনকে ৭০,০০০/= সত্তর হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    অভিযানে স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক উল্লাপাড়া পৌরসভা প্রসিকিউটর অফিসার আলী আহম্মেদ (রতন) তার ফেসবুক আইডিতে স্ট্যাটার্সে এ তথ্য নিশ্চিত করেন।
    এ সময় সিরাজগঞ্জ র‍্যাব-১২’র চৌকস অভিযানিক দল আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন।