Tag: উল্লাপাড়া

  • উল্লাপাড়ায় আলীমুদ্দির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন।

    উল্লাপাড়ায় আলীমুদ্দির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন।

    রুবায়াত হাসান হিরা,স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর শহরের শ্রীকলা গ্রামের আব্দুল আলীমকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও দোষীদের দ্রুত গ্রেফতারসহ দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে উল্লাপাড়া কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মানববন্ধন ও মৌন মিছিল কর্মসূচি পালন করা হয়েছে।

    রবিবার সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায়  শ্রীকোলা গ্রামবাসী মানববন্ধন ও মৌন মিছিল করে।

    উল্লাপাড়ায় গত ১৮.০৮.২০২১ বুধবার সকালে উল্লাপাড়া পৌর শহরের শ্রীকোলা গ্রামে বাড়ির টিউবওয়েলের পানি সরকারি ড্রেনে গরানোর জন্য পানির পাইপ স্থাপনে বাধা প্রদান করায় শ্রীকোলা গ্রামে আমিরুল গং এর সাথে বিরোধের জেরে আব্দুল আলিম নামে একজন খুন হওয়ার ঘটনা ঘটে। আলীমকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও দোষীদের দ্রুত গ্রেফতারসহ ফাঁসির দাবিতে মৌন মিছিলে উপস্থিত ছিলেন, উল্লাপাড়া পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর সহ শ্রীকোলা গ্রামবাসী।

    পরে একটি মৌন মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। মানববন্ধনে বক্তরা বলেন, আলীমকে যারা নির্মমভাবে হত্যা করেছে তাদের সবাইকে অবিলম্বে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হোক।

    এর দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হলে অন্যরা কেউ এ ধরনের অপরাধ করতে সাহস পাবে না।

  • উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় এক জনের মৃত্যু।

    উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় এক জনের মৃত্যু।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হাটিকুমরুল গোলচত্ত্বর এলাকায় মামা ভাগ্নে হোটেরে সামনে অজ্ঞাত নামের ট্রাকের চাপায় প্রশান্ত কুমার (৩৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

    নিহত প্রশান্ত তাড়াশ উজেলার হামকুড়িয়া গ্রামের সুর‌্য কান্তের ছেলে।রোববার বিকেলে সাড়ে ৪ টার সময় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

    হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান,রাস্তা পারাপারের সময় অজ্ঞাত ট্রাক চাপায় প্রশান্ত কুমার নিহত হয়। হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে।

  • উল্লাপাড়ায় পৃথক স্থানে গলায় ফাঁস দিয়ে ২ জনের মৃত্যু।

    উল্লাপাড়ায় পৃথক স্থানে গলায় ফাঁস দিয়ে ২ জনের মৃত্যু।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পৃথক স্থানে গালায় ফাঁস দিয়ে ২ জনের মৃত্যু হয়েছে।
    স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে উল্লাপাড়া মডেল থানা পুলিশ লাশ দুটি উদ্ধার করেন।
    নিহতরা হলেন উপজেলার মোহনপুর ইউনিয়নের মৃত আবু বক্কারে ছেলে নূর ইসলাম(২৮) ও বড়হর ইউনিয়নের বড়হর দক্ষিণপাড়া গ্রামের হারুন ফকিরের মেয়ে লাকী খাতুন লিলি(১৪)।

    উল্লাপাড়া মডেল থানার ডিউটি অফিসার মোঃ হাবিবুর রহমান জানান স্ত্রীর সাথে ঝকড়া করে শুক্রবার রাতের কোন এক সময় নিজ ঘরের ডাফার সাথে দড়ি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।মোহনপুর ইউনিয়নের লাকী খাতুন মানুষিক অসুস্থতার কারণে নিজ বাড়ির ঘরের ডাফার সাথে দড়ি পেঁচিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত করে ।

    শনিবার সন্ধ্যায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে । সোমবার লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে । উল্লাপাড়া মডেল থানায় দুটি ইউডি মামলা হয়েছে ।

     

  • নৌকায় পিকনিকের অশ্লিলতার রসদ যোগাতে ব্যস্ত দালাল শফি।

    নৌকায় পিকনিকের অশ্লিলতার রসদ যোগাতে ব্যস্ত দালাল শফি।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ার নদনদী ও চলবিলে পানি বাড়ার সাথে সাথে নৌকার পিকনিকের নামে অশ্লীলতার ছড়াছড়ি।এই অশ্লীলতার রসদ যোগাতে ব্যাস্ত সলঙ্গার হাটিকুমরুল ইউনিয়নের কাচিয়ার চর গ্রামের মৃত – কোরপ আকন্দ ছেলে কাঠ মিস্তি শফিকুল ইসলাম শফি (৩২)।

    সিরাজগঞ্জ রোডের আশেপাশে বাসা ভাড়া নিয়ে নারায়নগঞ্জ,বরিশাল,নাটোর থেকে নিত্য শিল্পি ভাড়া এনে নৌকায় দীর্ঘদিন যাবৎ শাফি ভাড়া করা নিত্য শিল্পীদের দিয়ে অনৈতিক কার্যকলাপ করে আসছে।

    নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসীর অনেকেই বলেন,শফি আগে কাঠমিস্ত্রীর দিনমুজুর হিসেবে কাজ করত। হঠাৎ করেই শফি দুরদুরান্ত থেকে মেয়ে মানুষ এনে নৌকায় অশ্লীল নিত্যর জন্য ভাড়া দেওয়া শুরু করে । সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অথবা রাত চুক্তিতে প্রতি শিল্পী ২ হাজার থেকে ৩ হাজার টাকা পর্যন্ত ভাড়া দিয়ে থাকে। আর এসকল নৌকা উল্লাপাড়া উপজেলার,ফুলজোর,গাড়াদহ, করতোয়া,জপঝপীয়া নদী ও চলনবিলের একাংশে পিকনিকের নামে দাপিয়ে বেড়ায়।

    এসব পিকনিকের আয়োজকেরা সবই উঠতি বয়সী তরুন যুবক ও স্কুল কলেজ পড়ুয়া ছাত্র ।
    পিকনিকের নামে এসব ভাড়া করা নিত্য শিল্পিরাই আবার একটু সন্ধ্যা হলেই নৌকার উপরই অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়ে যায়।

    এসব যাত্রা শিল্পি ও দালালদের কারনে এলাকার কিছু উঠতি বয়সী যুবক বিপথে চলে যাচ্ছে, অনেকেই এসব খপ্পরে পরে দ্বিতীয় বিবাহ্ করে সাংসারিক কলহে জরিয়ে পরছেন ।

    এলাকাবাসী ও সচেতন মহলের দাবি শফির এসব অনৈতিক কার্যকলাপ বন্ধে প্রসাশনের হস্তক্ষেপ জরুরী।
    নাম প্রকাশে অনিচ্ছুক কাচিয়ার চর গ্রামের এক গ্রাম প্রধান বলেন,শফি দেশের বিভিন্ন এলাকা থেকে মেয়েদের এনে নৌকায় অসামাজিক কার্যকলাপের জন্য ভাড়া দেয় এবং বাড়িতেই রাখত বার বার নিষেধ করলেও না শোনায় শফিকে সমাজ থেকে বিতারিত করা হয়েছে। তার পরও শফি এসব অসামাজিক কার্যকলাপ করেই যাচ্ছে। প্রসাশন এব্যপারে নজর না দিলে এলাকার যুবসমাজ নষ্ট হয়ে যাবে।শফির এক প্রতিবেশী জানান,শফির দুই বউ ছোট বউ যাত্রা শিল্পি সেও নৌকার পিকনিকে নাচে।

    সম্প্রতি শফির দ্বিতীয় স্ত্রী যাত্রা শিল্পী তানিয়া খাতুন (৩০) শফির নামে সলংগা থানায় তাকে জোড় করে নৌকায় অশ্লিল নিত্য ও দেহব্যবসায় বাধ্য করা হয় মর্মে একটি অভিযোগ করেন।

    পরে বিষয়টি,সিরাজগঞ্জ রোডে অবস্থিত, সিরাজগঞ্জ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদের সভাপতি মনজেল হক ও সেক্রেটারি মিজানুর রহমান মিমাংসা করে দিলে শফির স্ত্রী অভিযোগটি তুলে নিয়ে আসে।

    এব্যাপারে যাত্রা শিল্প উন্নয়নের সভাপতি ও সেক্রেটারীর কাছে জানতে চাইলে, ঘটনার সত্যতা স্বীকারও করেন তারা।
    এ ব্যপারে শফির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মোবাইল ফোনটি (০১৭০০৬৭২৩৫১) বন্ধ পাওয়া যায়।

    উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ বলেন,নৌকার পিকনিকের নামে অশ্লিলতা বন্ধে আমাদের অভিযান চলমান রয়েছে, কোথাও নৌকায় পিকনিকের নামে অশ্লিল কার্যকলাপ চললে,শুনলে আমি তাৎক্ষণিক প্রসাশনিক ব্যবস্থা গ্রহন করি,এসকল অশ্লিলতা বন্ধে নদীপাড়ের মানুষজনের সহযোগীতা কামনা করে প্রসাশনকে খবর দেওয়ার অনুরোধ ও জানান তিনি ।

  • উল্লাপাড়ায় হেরোইনসহ শীর্ষ ৪ মাদক ব্যবসায়ী আটক।

    উল্লাপাড়ায় হেরোইনসহ শীর্ষ ৪ মাদক ব্যবসায়ী আটক।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি পুলিশের সদস্যরা মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১২ গ্রাম হেরোইনসহ শীর্ষ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছেন।

    আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন উপজেলার নতুন দাদপুর গ্রামের কিসমত আলীর ছেলে শহিদুল ইসলাম(৪০), শাহজাদপুর উপজেলার মশিপুর বাজারপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে রাকিব হোসেন(২০), একই উপজেলার মশিপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত আজিম হোসেনের ছেলে লিটন প্রামাণিক ও মশিপুর পূর্বপাড়া গ্রামের মৃত অক্ষয় চন্দ্র সূত্রধরের ছেলে স্বপন কুমার সূত্রধর(৪৯)।

    সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশ SIRAJGANJ DISTRICT POLICE [10 SEPTEMBER 2021] নামের একটি ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেছেন।

    তাদের ওই ফেসবুক পেজে জানানো হয় গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় সিরাজগঞ্জ  গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মেহেদী হাসানের নেতৃত্বে উল্লাপাড়া উপজেলার শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড এলাকায় শুক্রবার রাত সাড়ে ৩ টার সময় এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

    এ সময় আটক মাদক ব্যবসায়ীদের নিকট থেকে ১২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উল্লাপাড়া মডেল থানায় মামলা রজু করা হয়েছে।

     

  • উল্লাপাড়ায় হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী আটক।

    উল্লাপাড়ায় হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী আটক।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটিলিয়ান র‌্যাব-১২’র অভিযানে হেরোইনসহ মোঃ জয়নাক আবেদিন(৬৫)নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

    আটককৃত মাদক ব্যবসায়ী ঢাকার কেরানিগঞ্জের নরন্ডি গ্রামের মৃত সোলেমান আলমের ছেলে।

    ৯ সেপ্টেম্বর দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১২’র এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।

    প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয় গতকাল বুধবার ৮ সেপ্টেম্বর রাত পৌণে ১১ টার সময় র‍্যাব-১২ এর কার্য্যালয়ের উত্তর পাশে ভাই ভাই টেলিকম ও মুদির দোকানের সামনে পাঁকা রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদকসহ ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাকে তল্লাশি করে ৫০ গ্রাম হেরোইন,একটি মোবাইল সেট ও নগদ ১ হাজার ৫’শ ৯০ টাকা উদ্ধার করা হয়।

    উদ্ধার হওয়া আলামতসহ আটককৃতর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

     

  • উল্লাপাড়ায় সরস্বতীর শাখা নদীর পানিতে ডুবে শিশুর মৃত্যু।

    উল্লাপাড়ায় সরস্বতীর শাখা নদীর পানিতে ডুবে শিশুর মৃত্যু।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরস্বতীর শাখা নদীর পানিতে ডুবে মোহাম্মদ আলী(৬)নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

    আজ বুধবার ৮ সেপ্টেম্বর ১২ টার সময় উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাগধা গ্রামের সরস্বতীর শাখা নদীর পানিতে ডুবে মোহাম্মদ আলীর মৃত্যু হয়।নিহত মোহাম্মদ আলী উপজেলার ধোপাকান্দি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

    হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সদস্য মোহাব্বত আলী জানান নিহত মোহাম্মদ নানার বাড়িতে এসে অন্যান্য ছেলেদের সাথে সরস্বতীর শাখা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা পানিতে নেমে অনেক খোঁজাখুঁজির পর শিশুটির মরদেহ পানি থেকে উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

  • উল্লাপাড়ায় স্কুল ছাত্রী গণধর্ষণের শিকার! ৪ জনের বিরুদ্ধে মামলা।

    উল্লাপাড়ায় স্কুল ছাত্রী গণধর্ষণের শিকার! ৪ জনের বিরুদ্ধে মামলা।

    উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ উল্লাপাড়ায় স্কুল শিক্ষার্থীর ভিডিও ফ্রুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে গণধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ৪ জন ধর্ষককে আসামি করে উল্লাপাড়া মডেল থানায় মামলা দায়ের করেন।

    থানায় মামলার বাদীর অভিযোগ সুত্রে জানা যায়, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নের কাশিনাথপুর গ্রামের স্কুল শিক্ষার্থীর অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে প্রথমে ৪০ হাজার পরে ৩০ হাজার টাকা ওই শিক্ষার্থীর কাছ থেকে চাঁদা নেয় উল্লেখিত ৪ জন ধর্ষক। আবারও ৫০ হাজার টাকা চাঁদা দাবি করলে মেয়েটি দিতে অস্বীকার করলে তাকে কুপ্রস্তাব দেয় মামলার আসামি সিরাজগঞ্জ সদর থানার একঢালা গ্রামের আমির হোসেনের ছেলে ইমন সেখ।

    গত ২৭ আগষ্ট রাতে ওই শিক্ষার্থীকে পাশের বাড়ীর বাঁশ বাগানে ডেকে নিয়ে একই গ্রামের হোরমুজ প্রামাণিকের ছেলে রাকিব (২৮), বদিউজ্জামানের ছেলে মাসুদ রানা (২১) পর পর দুইবার ধর্ষণ করে। এ সময় ওই ধষনের অশ্লীল ভিডিও ধারণ করে আসামি মাসুদের ভাই আব্দুল মাজেদ (২৫)।

    উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহফুজ হোসেন জানান, ভুক্তভুগি শিক্ষার্থীর পিতার অভিযোগ মামলা হিসেবে গণ্য করে তদন্ত প্রক্রিয়া শুরু করা হয়েছে। ইতিমধ্যে শিক্ষার্থীর ডাক্তারী পরীক্ষা শেষে ১৬৪ ধারায় জবানবন্দি রের্কড করা হয়েছে

  • উল্লাপাড়ায় দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের জরিমানা।

    উল্লাপাড়ায় দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের জরিমানা।

    উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে দুই প্রতিষ্ঠানকে জরিমান করেছে।

    ওই দুই প্রতিষ্ঠানে তেলে ভেজাল ও অস্বাস্থকর পরিবেশে খাবার উদৎপাদন ও পরিবেশন করার দায়ে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

    ৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে উপজেলার হাটিকুমরুল ফুড ভিলেজ প্লাস খাবার হোটেল ও ঘোষগাঁতী তাহান ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরীতে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর সিরাজগঞ্জ অফিসের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।

    এসময় র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মি: জন রানা ও উল্লাপাড়া স্যানেটারী ইন্সপেক্টর ফজলুল হক বারী উপস্থিত ছিলেন।

    ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে ফুড ভিলেজ প্লাস হোটেলের মালিককে ৮০ হাজার টাকা এবং তেলে ভেজাল ও নোংরা পরিবেশে খাবার উৎপাদনের দায়ে ঘোষগাঁতী মহল্লার তাহান বিস্কুট ফ্যাক্টরীর মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরো জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • উল্লাপাড়ায় এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ।

    উল্লাপাড়ায় এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ।

    উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রবাসীর কন্যা এক সন্তানের জননী রুমা খাতুন (২২) কে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী আল আমিন ও তার স্বজনদের বিরুদ্ধে।

    শুক্রবার রাতে উপজেলার গয়হাট্রা কামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।

    নিহত রুমার মা খুশি খাতুন অভিযোগ করে জানান, উল্লাপাড়া উপজেলার কয়ড়া ইউনিয়নের রাখাল গাছা গ্রামের প্রবাসী মোঃ রফিকুল ইসলামের কন্যা রুমা খাতুন ( ২২) এর সঙ্গে গত ৩ বছর পূর্বে একই উপজেলার পূর্ণিমা গাঁতী ইউনিয়নের গয়হাট্রা কামাল পুর গ্রামের মৃত্যু গোলবার হোসেনের পুত্র আলামিনের সঙ্গে পারিবারিক ভাবে বিবাহ অনুষ্ঠিত হয়।

    বিয়ের এক বছর পুর্ণ হতে না-হতেই অর্থলোভী স্বামী ও তার স্বজনেরা রুমার প্রবাসী পিতাকে যৌতকের জন্য মোটা টাকার চাপ দেয়। রুমার পিতা প্রথমবারের মতো জামাই আল আমিনের পরিবারের কথা মতো মোটা অংকের বেশকিছু টাকা প্রদান করেন।

    পরে আবারও আল আমিন মোটা অংকের অর্থের জন্য গৃহবধূ রুমাকে নির্যাতন শুরু করে। এ ঘটনায় রুমার মা খুশি খাতুন বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগ তদন্ত করে উভয় পক্ষের মধ্যে আপোষ মিমাংসা করে দেন। কিন্তু অর্থলোভী স্বামী আলামিন ও তার পরিবারের অনন্য সদস্যরা এখানেই খ্যান্ত হননি।

    গত ৩ সেপ্টেম্বর শুক্রবার রাতে আমার মেয়ে রুমাকে (তার স্বামী) আল আমিন ও পরিবারের অন্য সদস্যরা সবাই মিলে শ্বাসরোধ করে হত্যা করে উঠানে ফেলে রেখে এক বছরের শিশু কন্যা আইরিন কে নিয়ে বাড়ী থেকে পালিয়ে যায়। এই হত্যাকান্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের উপযুক্ত আইনি বিচার চান নিহতের মা খুশি খাতুন।

    উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক শহিদুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করে থানায় ইউডি মামলা দায়ের করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।