Tag: উল্লাপাড়া

  • উল্লাপাড়ায় গৃহবধূকে মারপিটের ঘটনায় থানায় মামলা।

    উল্লাপাড়ায় গৃহবধূকে মারপিটের ঘটনায় থানায় মামলা।

    উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউনিয়নের পাঁচন গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নার্গিস বেগম (৩৮)নামের এক গৃহবধূকে বেদরক মারপিটের পর হত্যার চেস্টার অভিযোগ উঠেছে শফিকুল ইসলাম গং এর বিরুদ্ধে। ওই গৃহবধূকে মারপিটের করে ফেলে যাওয়ার পর স্বজনেরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।

    আহত গৃহবধূ নার্গিস বেগম উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের পাঁচন গ্রামের আলম হোসেনের স্ত্রী। শফিকুল ইসলামের গ্রামের বাড়ি আগুড়পুর হলেও শ্বশুর বাড়ি পাঁচন গ্রামে ঘরজামাই হিসাবে বসবাস করেন। এ বিষয়ে ভুক্তভোগী সলঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

    অভিযোগ সূত্রে জানা যায় পুকুড় পাড়ের জমির ঘাস কাটাকে কেন্দ্র করে গৃহবধূ নার্গিসের সাথে প্রতিবেশি শফিকুল ইসলাম গং এর সাথে বিরোধ চলে আসছিলো। ক’দিন আগে নার্গিস বেগমকে বাড়ির পাশেই একা পেয়ে শফিকুল ইসলামসহ ৩/৪ জন সন্ত্রাসী পূর্ব পরিকল্পিত ভাবে তার ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত অবস্থায় চিৎকার দিলে ওই গৃহবধূর স্বজনেরা আগাইয়া আসিলে শফিকুল ইসলাম তার সন্ত্রাসী বাহিনী নিয়ে চলে যায়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

    এ বিষয়ে সলঙ্গা থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল কাদের জিলানি জানান ভুক্তভোগী গৃহবধূ নার্গিস বেগম থানায় অভিযোগ করেছেন।বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

  • উল্লাপাড়ায় করতোয়ায় এইচটি ইমাম স্মৃতি ফাইনাল নৌকা বাইচ প্রতিযোগিতা।

    উল্লাপাড়ায় করতোয়ায় এইচটি ইমাম স্মৃতি ফাইনাল নৌকা বাইচ প্রতিযোগিতা।

    আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ মুজিব জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সোনতলায় করতোয়া নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এইচটি ইমাম স্মৃতি ফাইনাল নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

    প্রতিযোগি নৌকার মাঝিমাল্লারা প্রতিযোগিতার সময় -হৈও – হৈও ধব্বনিতে করে আর মাল্লারা জারি সারি গান-নাচ করে এ নৌকা বাইচ প্রতিযোগিতা মুখরিত করে তোলে

    সোমবার(২০সেপ্টেম্বর)করতোয়া নদীতে উপজেলার দুর্গানগর ও সলপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদ্বয় এই প্রতিযোগিতার আয়োজন করেন।

    এতে স্থানীয় সংসদ সদস্য তানভীর ইমাম (এমপি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

    এইচটি ইমাম স্মৃতি ফাইনাল নৌকা বাইচ প্রতিযোগিতার প্রধান অতিথি তানভীর ইমাম (এমপি) বক্তব্যে বলেন,বর্ষা মৌসুম এলেই গ্রামে গ্রামে বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অতীত সংস্কৃতির ধারাবাহিকতায় এখনও গ্রামের সৌখিন ব্যক্তিরা বড় বড় পানসি নৌকা তৈরি করে বর্ষা মৌসুমে জনগণকে বিনোদন দিয়ে থাকেন। এটা খুবই খুশির বিষয়। আমরা বাঙ্গালী সর্বদাই বিনোদন প্রেমী।

    উল্লাপাড়া উপজেলার সোনতলার করতোয়া নদীতে ৪ দিনব্যাপী এইচটি ইমাম স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করায় বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে লাখো দর্শনার্থী শিশু-কিশোর,যুবক-যুবতী,বৃদ্ধ-বৃদ্ধা মানুষেরা আনন্দের সহিত এ নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করেছেন।

    দুপুর হতে নদীর পাড়ে উপচেপড়া মানুষের ঢল নামে সোনাতলা পাকা বড় ব্রীজের উপর দুটি মঞ্চ করা হয়। সেখান থেকে নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করেন অতিদ্বয় সহ পুরো ব্রীজে ছিলো মানুষ আর মানুষে পরিপূর্ণ।

    সোমবার বিকেলে ফাইনাল প্রতিযোগিতায় অংশ নেয় পাবনার সাথিয়া উপজেলার রেশমবাড়ির বাংলার বাঘ এক্সপ্রেস ও পাবনার সুজানগর উপজেলার শাড়ির ভিটা এক্সপ্রেস নামের দু’টি নৌকা। প্রতিযোগিতায় বিজয় হয় শাড়ির ভিটা । সন্ধ্যায় বিজয়ী নৌকার মালিকের হাতে প্রথম পুরস্কার হোন্ডার চাবি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য তানভীর ইমাম।

    এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ,উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি,সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না,উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, আয়োজক কমিটির সভাপতি ও সলপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান, সাধারণ সম্পাদক ও দুর্গানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আফছার আলী,পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলামিন সরকার,কয়ড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন,বিশিষ্ট সমাজ সেবক সুলতান হাফিজ খাঁন,সলপ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী এহসানুল হক সন্টু,এমপি তানভীর ইমামের একান্ত সহকারি মীর আরিফুল ইসলাম উজ্জল প্রমুখ উপস্থিত ছিলেন।

  • উল্লাপাড়ায় বিনামূল্যে প্রান্তিক কৃষকদের সার ও বীজ বিতরণ।

    উল্লাপাড়ায় বিনামূল্যে প্রান্তিক কৃষকদের সার ও বীজ বিতরণ।

    আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রান্তিক পর্যায়ের কৃষকদের মধ্যে ২০২১-২০২২ অর্থবছরে খ‌রিপ-২ মৌসুমে মাসকলাই বীজ উৎপাদন বৃ‌দ্ধির লক্ষ্যে মাসকলাই বীজ ও রাষায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

    সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১ টার সময় উপজেলা পরিষদের হলরুমে ৪৫০ জন কৃষককে রাসায়নিক সার, মাসকলাই বীজ ও ৩০ জন কৃষককে নাবী পাট বীজ বিতরণ করা হয়েছে।

    উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমেদের সভাপতিত্বে প্রধান অ‌তি‌থি হিসাবে উপ‌স্থিত ছিলেন,স্থানীয় সাংসদ তানভীর ইমাম।

    এসময় উল্লাপাড়া উপজেলা কৃ‌ষি অ‌ফিসার সুবর্ণা ইয়াসমীন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ ফয়সাল কাদের রুমী,সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা যুবলীগের আহবায়ক মীর আরিফুল ইসলাম উজ্জ্বল, উপজলা কৃষকলীগের সভাপতি আলাউদ্দিন তালুকদার সহ সুবিধা ভোগী প্রান্তিক কৃষকেরা উপস্থিত ছিলেন।

    এসময় প্রধান অতিথি সিরাজগঞ্জ -৪ উল্লাপাড়া আসনের সংসদ সদস‌্য তানভীর ইমাম বলেন, কৃষিবান্ধব সরকার কৃষকদের দূর্দশার কথা চিন্তা করে এই করোনাকালীন সময়ে কৃষি প্রণোদনা বিতরণের নির্দেশনা দিয়েছে কৃষি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের। কৃষিকে আধুনিক ও বাণিজ্যিকভাবে লাভবান করার জন্য সরকার কৃষকদের প্রণোদনার মাধ্যমে উদ্বুদ্ধ করছে। কৃষকদের বিনামূল্যে সার, বীজ দিয়ে সহায়তা করছে। তারই ধারাবাহিকতায় আজ কৃষকদের মধ্যে এ সব উপকরণ বিতরণ করা হলো।’

    তিনি আরও বলেন, একটা সময় ছিলো যখন সারের দাবীতে ১৬ জন কৃষকের মৃত্যু হয়। বীজের জন্য ছিলো হাহাকার। কৃষিমন্ত্রী বলেছিলেন, সারের জন্য কৃষক ছুটবে না, সার কৃষকের বাসায় চলে যাবে। আর প্রধানমন্ত্রী দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, কৃষক বাঁচলেই দেশ বাঁচবে। তাই কৃষকদের সার ও বীজ যথাযথভাবে ব্যবহার করার অনুরোধ রইলো।

  • উল্লাপাড়ায় “আইল্যান্ড সিকিউরিটিজের ডিজিটাল বুথ”এর শুভ উদ্বোধন।

    উল্লাপাড়ায় “আইল্যান্ড সিকিউরিটিজের ডিজিটাল বুথ”এর শুভ উদ্বোধন।

    উল্লাপাড়া(সিরাজগজ্ঞ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেড এর “উল্লাপাড়া ডিজিটাল বুথের ” ফিতা কেটে শুভ উদ্বোধন(২০ সেপ্টেম্বর সোমবার সকাল ১০ টায় গোলাম আম্বীয়া আলম সুপার মার্কেটের ৩ তলায় অবস্থিত অফিসে) অনুষ্ঠিত হয়েছে।

    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উল্লাপাড়ার পৌর মেয়র এস এম নজরুল ইসলাম। উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলামমোস্তফা, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ আব্দুল বাতেন হিরু,এ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে আলোকপাত করেন কোম্পানির ব্যাাবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন, তিনি বলেন, উল্লাপাড়ায় এই প্রথম আইল্যান্ড সিকিউরিটিজ ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে সরাসরি পরিচালিত হচ্ছে। আমাদের সিকিউরিটিজে জেনে বুঝে বিনিয়োগ করুন। কেহ গুজবে কান দিবেন না। প্রয়োজনে প্রশিক্ষনের ব্যাবস্তা রয়েছে। উল্লাপাড়াসহ দেশের বিভিন্ন স্থানে ৬ টি ডিজিটাল বুথ রয়েছে।

    এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ম্যানেজার আ ন ম নাজমুল হুদা,মোঃ নিয়াজ উদ্দিন শাকিল, মোঃ কামরুজ্জামান কনক,মোঃ মোস্তাফিজুর রহমান, মোহন আলী, উল্লাপাড়া উপজেলা আওয়ামী মৎস্যজীবী লিগের আহবায়ক মোহাম্মদ আলী জিন্নাহ।

     

  • উল্লাপাড়ায় ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    উল্লাপাড়ায় ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের সদস্যরা।

    আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার মারাদারা গ্রামের মৃত সোলেমান আলীর ছেলে মানারুল ইসলাম(২৫) ও একই গ্রামের ফজলুল হকের ছেলে শরিফুল ইসলাম(৪০)।এ সময় তাদের তল্লাশি করে ১২০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করা হয়।

    রোববার ১৯ সেপ্টেম্বর sirajgonj district police নামের ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেন সিরাজগঞ্জ ডিবি পুলিশ। এ সময় তাদের ফেসবুক পেজে জানানো হয় রোববার রাত পৌনে ৩ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল গোলচত্বর এলাকার হাজী ইমাম আলী মার্কেটের সামনে মহাসড়কের উপর অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ঢাকাগামী যাত্রীবাহী বাসে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় নিষিদ্ধ ১২০ বোতল ভারতীয় ফেন্সিডিল।

    এ সংক্রান্ত বিষয়ে সংশ্লিট সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করে আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

  • হাটিকুমরুল হাইওয়ে থানার ওসিসহ ৪ পুলিশ কর্মকর্তার স্ট্যান রিলিজ।

    হাটিকুমরুল হাইওয়ে থানার ওসিসহ ৪ পুলিশ কর্মকর্তার স্ট্যান রিলিজ।

    উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাজাহান আলীসহ ৪ পুলিশ কর্মকর্তাকে স্ট্যান রিলিজ করা হয়েছে।

    জানা গেছে ওই ৪ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে নিদৃষ্ট অভিযোগ অনিয়ম,দুর্নীতি,দায়িত্ব ও কর্তব্যে অবহেলার কারনে তাদেরকে স্ট্যান রিলিজ করা হয়েছে।

    বিষয়টি রবিবার ১৯ সেপ্টেম্বর সন্ধার পর গণমাধ্যমকে নিশ্চিত করেন বগুড়া হাইওয়ে রিজিয়নের পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দিন।
    এ সময় তিনি গণমাধ্যমকে জানান দায়িত্ব ও কর্তব্যে অবহেলা, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তাদের বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    অভিযুক্তরা হলেন হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান আলী, উপপরিদর্শক জাহিদ হোসেন,পুলিশ কনস্টেবল আজম আলী ও রুহুল আমিন।

    জানা যায় চলতি বছরের ১০ ফেব্রুয়ারীতে শাজাহান আলী সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল হাইওয়ে থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হিসাবে যোগদান করেন।গত শুক্রবার ১৭ সেপ্টেম্বর ওসিসহ ৪ জনকে নিদৃষ্ট সময়ের আগেই ক্লোজ করে পুলিশ লাইনে নেওয়া হয়।

    স্ট্যান রিলিজের বিষয়টি হাইওয়ে থানা অস্বীকার করলেও বদলির বিষয় নিশ্চিত করেন টিআই রফিকুল ইসলাম।

  • উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধর মৃত্যু।

    উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধর মৃত্যু।

    নিজস্ব প্রতিবেদকঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় ইউসুফ আলী(৬৮) নামের এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। নিহত ইউসুফ আলী রায়গঞ্জ থানার মিত্রতেঘরিয়া গ্রামের মৃত জেনাত আলীর ছেলে।

    বৃহস্পতিবার ১৬ সেপ্টেম্বর দুপুরে উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের বগুড়া-নগরবাড়ী মহাসড়কের চড়িয়া শিকা গ্রামের কবরস্থান এলাকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত নামের একটি ট্রাকের ধাক্কায় ওই বৃদ্ধর মৃত্যু হয়।

    হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শাজাহান আলী জানান নিহত ইউসুফ উপজেলার চরিয়া শিকা গ্রামের কবস্থান মসজিদে যোহরের নামাজ আদায় করার জন্য রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়।এতে ঘটনাস্থলে ওই বৃদ্ধর মৃত্যু হয়। সংবাদ পেয়ে হাইওয়ে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

  • উল্লাপাড়ায় চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার শিক্ষক ইকবাল।

    উল্লাপাড়ায় চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার শিক্ষক ইকবাল।

    উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার হলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ইকবাল হোসেন। তাকে বুধবার রাতে পৌরসভার শ্যামলীপাড়ার বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

    ইকবাল উল্লাপাড়ার দাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।তিনি বিভিন্ন অপরাধে তিনবার গ্রেপ্তার হলেন। এর আগেও ওই শিক্ষক চাঁদাবাজী ও নারী নির্যাতন মামলায় দুইবার গ্রেপ্তার হয়েছেন।

    উল্লাপাড়া উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় গ্রেফতার শিক্ষক ইকবাল হোসেনকে চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করেছেন।

    উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) হুমায়ুন কবীর জানান, সিরাজগঞ্জ আদালতের গ্রেপ্তারী পরোয়ানায় বুধবার রাতে ইকবাল হোসেনকে চাঁদাবাজী মামলায় গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

    উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী একরাম হোসেন জানান, বার বার বিভিন্ন মামলায় জড়ানোর কারনে ইকবাল হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

    উল্লাপাড়া প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ফরিদ উদ্দিন জানান, ইকবাল হোসেন এর আগেও চাঁদাবাজী ও তার দ্বিতীয় স্ত্রীর করা নারী নির্যাতন মামলায় গ্রেপ্তার হয়েছিলেন।

  • উল্লাপাড়ায় উপজেলা আওয়ামী যুবলীগের বিশেষ বর্ধিত সভা।

    উল্লাপাড়ায় উপজেলা আওয়ামী যুবলীগের বিশেষ বর্ধিত সভা।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা আওয়ামী যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

    ১৫ সেপ্টেম্বর বুধবার সকালে উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এই বিষেশ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

    আওয়ামী যুবলীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি মুজিববাদী তরুণ নেতা মোঃ রাশেদ ইউসুফ জুয়েল।

    বিশেষ বর্ধিত সভায় উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মীর আরিফুল ইসলাম উজ্জ্বলের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক মোঃ একরামুল হক।

    এ সময় অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফয়সাল কাদের রুমি, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক সরকার আজিজুল ইসলাম শাহআলম,তোফায়েল ইসলাম বকুল ও আওয়ামী যুবলীগ নেতা হায়দার আলীসহ উপজেলার ১৪ ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সম্পাদক মন্ডলী।

    অনুষ্ঠানে প্রধান অতিথি রাশেদ ইউসুফ জুয়েল বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশ গঠনের জন্য দেশে আওয়ামী যুবলীগকে শক্তিশালী ভুমিকা রাখতে হবে। আগামী দিনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি সুখী, সমৃদ্ধ ও সোনার বাংলা গড়ে তোলার জন্য সকলকে প্রাণপন চেষ্টা চালিয়ে যেতে হবে।

    এগিয়ে যেতে আওয়ামী যুবলীগের তৃণমূলের সংগঠনকে হতে হবে অধিক শক্তিশালী। প্রতিটি ইউনিয়নের ওয়ার্ডে দলের নিবেদিত কর্মীদের নিয়ে শক্তিশালী ওয়ার্ড কমিটি গঠন করে ইউনিয়ন ও উপজেলা কমিটি গঠন করতে হবে। যেন যে কোন আন্দোলন, সংগ্রাম ও নির্বাচনে তারা বিজয়ী হতে পারে। তিনি আরো বলেন, দেশে আর কোন মানুষ বেকার থাকবে না। ছোট ছোট উদ্যোক্তা গড়ে তুলে দেশে হরেক রকম কর্ম সংস্থান গড়ে তোলা হবে।

  • সেনা বাহিনীতে চাকুরীর সৌভাগ্য হলো না সড়ক দুর্ঘটনায় নিহত রুবেলের।

    সেনা বাহিনীতে চাকুরীর সৌভাগ্য হলো না সড়ক দুর্ঘটনায় নিহত রুবেলের।

    বাংলাদেশ সেনা বাহিনীতে চাকুরী করার সৌভাগ্য হলো না সদ্য নিয়োগ প্রাপ্ত সিরাজগঞ্জ উল্লাপাড়ার শ্রীকোলা গ্রামের সাইফুল ইসলামের ছেলে রবিউল ইসলাম রুবেল(১৯) এর। কয়েক দিন আগে সেনা বাহিনীতে চাকুরী হয়,প্রশিক্ষণের দিনখন ঠিকও হয়েছে। কিন্তু ভাগ্যের কি! নির্মম পরিহাস আজ ১৫ সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে ৬ টার দিকে বাড়ির পাশে সড়ক দুর্ঘটনায় মারা যায় সে। তার সাথে মারা যায় আরো এক ভ্যানযাত্রী শ্রীকোলা গ্রামের মৃত আফের উদ্দিনের ছেলে ফরজ আলী (৪৮)।

    জানা যায় অটোভ্যান যোগে নিহতরা উল্লাপাড়া পৌর শহরে যাচ্ছিলো। বুধবার সকাল সাড়ে ৬ টার সময় বগুড়া-নগরবাড়ি মহাসড়কের শ্রীকোলা বাসস্ট্যান্ড এলাকায় পৌছালে,পিছন থেকে ট্রান্সপোর্টের কাভারভ্যান যাত্রী বোঝাই অটোভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে পৌরশহরের শ্রীকোলা গ্রামের সাইফুল ইসলামের ছেলে রবিউল ইসলাম রুবেল(১৯) ও মৃত আফের উদ্দিনের ছেলে ফরজ আলী(৪৯) মারা যায়।

    এ ঘটনায় একই গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে আবু হানিফ(২৫)ও লুৎফর রহমানের ছেলে মাহবুবুল ইসলাম(৩৫) গুরুতর আহত হয়। আবু হানিফকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

    এ ঘটনা নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান আলী জানান সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠিয়ে নিহতদের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। কিছুক্ষণ উৎসুক জনতা রাস্তায় গাছে গুলুম ফেলে অবরোধ করার চেষ্টা করে।উত্তাপ্ত জনতার সাথে কথা বলে রাস্তা থেকে তাদের উঠিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।