Tag: উল্লাপাড়া

  • উল্লাপাড়ায় এ্যাড.নাহিদ সুলতানা যুথীর সম্পাদকদের সাথে মতবিনিময়।

    উল্লাপাড়ায় এ্যাড.নাহিদ সুলতানা যুথীর সম্পাদকদের সাথে মতবিনিময়।

    আনিসুর রহমানঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায়  বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের সহধর্মিণী এ্যাড. নাহিদ সুলতানা যুথীর সম্পাদকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন। মঙ্গলবার বিকেলে তার উল্লাপাড়া পৌরশহরের শ্রীকোলার নিজ বাংলো বাড়ীতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ্যাড. নাহিদ সুলতানা যুথী রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন (রুলা),সাবেক সভাপতি, কোষাধ্যক্ষ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

    মতবিনিময় সভায় এ্যাড. নাহিদ সুলতানা যুথী গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্য বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার জনবান্ধন সরকার।  জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণের জন্য বর্তমান সরকার আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছেন।

    তিনি আরো বলেন,আগামী স্থানীয় সরকার নির্বাচনে গ্রহনযোগ্য, কর্মীবান্ধব এবং দুনীতি মুক্ত ব্যক্তিকে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে বাছাই করে তাদের নাম কেন্দ্রে পাঠানোর অনুরোধ জানান। এক আনন্দ ঘন পরিবেশে সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন,আমি উল্লাপাড়াবাসীর উন্নয়নে জননেত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে কাজ করে যেতে চাই। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন তার ছোট ভাই হাসান সাঈদ কিরন,আ’লীগ নেতা হেদায়েদ আহম্মেদ এলান,আছাদুল হক,মাহবুব সরোয়ার বকুল,মোখলেছুর রহমান ডাবলু,শফিউল আলম হ্যাভেন,জাকিরুল ইসলাম,তপন সাহা,তোফায়েল আহমেদ বকুল।

    এ সময় দৈনিক কলম সৈনিক পত্রিকার সম্পাদক মোঃ আব্দুল হামিদ, দৈনিক জয়সাগর পত্রিকার সম্পাদক হাসান ইমাম তালুকদার সহ যায়যায় দিন পত্রিকার স্থানীয় প্রতিনিধি আনিছুর রহমান লিটন, দৈনিক জয়সাগর পত্রিকার প্রতিনিধি রুবায়াত হাসান হিরা, আমার সময় পত্রিকার স্থানীয় প্রতিনিধি মোঃ মাসুদ রানা,দৈনিক আমার সংবাদ স্থানীয় প্রতিনিধি মোঃ সাহেব আলী, মানবজমিন পত্রিকার স্থানীয় প্রতিনিধি রাজু আহমেদ সাহান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

  • উল্লাপাড়ায় আলোচিত রুমা হত্যা মামলার আসামি গ্রেফতার।

    উল্লাপাড়ায় আলোচিত রুমা হত্যা মামলার আসামি গ্রেফতার।

    উল্লাপাড়া থেকে সাহেব আলীঃ সিরাজগঞ্জ উল্লাপাড়ায় প্রবাসীর মেয়ে এক সন্তানের জননী আলোচিত গৃহবধূ রুমা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ফরিদুল ইসলাম (২৩)কে গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। সোমবার ৪ অক্টোবর উপজেলার গয়হাট্রা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফরিদুল উপজেলার ছোট্র কোয়ালিবেড় গ্রামের হায়দার আলীর ছেলে।

    রুমা হত্যা মামলার তদন্তকারি কর্মকর্তা ও উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক শহিদুল ইসলাম জানান, উল্লাপাড়া উপজেলার কয়ড়া ইউনিয়নের রাখাল গাছা গ্রামের প্রবাসী মোঃ রফিকুল ইসলামের কন্যা রুমা খাতুন ( ২২) এর সঙ্গে গত ৩ বছর পূর্বে একই উপজেলার পূর্ণিমা গাঁতী ইউনিয়নের গয়হাট্রা কামালপুর গ্রামের মৃত গোলবার হোসেনের পুত্র আলামিনের সঙ্গে পারিবারিক ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিয়ের এক বছর পুর্ণ হতে না-হতেই অর্থলোভী স্বামী ও তার স্বজনেরা রুমার প্রবাসী পিতাকে যৌতুকের জন্য মোটা অংকের টাকার চাপ দেয়। কয়েক দফা জামাই আল আমিন ও তার পরিবারের কথা মতো আলামিনকে বেশকিছু টাকা প্রদান করেন রুমার প্রবাসি বাবা। পরে আবারও টাকার জন্য চাপ দিলে গৃহবধূ রুমা টাকা দিতে অস্বীকার করে। এ ঘটনায় গত ৩ সেপ্টেম্বর শুক্রবার রাতে রুমাকে তার স্বামী আল আমিন ও পরিবারের অন্য সদস্যরা শ্বাসরোধ করে হত্যা করে লাশ উঠানে ফেলে রেখে বাড়ী থেকে পরিবারের সকল সদস্য পালিয়ে যায়।

    পুলিশ ঘটনাস্থল থেকে গৃহবধু রুমার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান। গত ২ অক্টোবর হাসপাতাল কতৃপক্ষ গৃহবধু রুমাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে মর্মে উল্লাপাড়া মডেল থানা পুলিশকে লিখিত রিপোর্ট প্রদান করেন। রির্পোটমুলে নিহতের মা খুশি খাতুন বাদী হয়ে রুমার স্বামী ও শ্বশুর বাড়ীর ১১ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

    উল্লাপাড়া মডেল থানার অফিসার্স ইনচার্জ হুমায়ুন কবির জানান, গৃহবধু রুমা হত্যা মামলার এজাহার ভুক্ত আসামি ফরিদুল (২৩) কে গ্রেপ্তার করে সোমবার আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। বাকী আসামিদের গ্রেফতারের চেষ্টা ছলছে।

  • পূর্ণিমাগাঁতী ইউনিয়ন চেয়ারম্যান আলামিন সরকারের উঠান বৈঠক।

    পূর্ণিমাগাঁতী ইউনিয়ন চেয়ারম্যান আলামিন সরকারের উঠান বৈঠক।

    সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়ন আওয়ালীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলামিন সরকারের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে উঠান বৈঠক অনু্ষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (১অক্টোবর)বিকেলে পূর্ণিমাগাঁতী ইউনিয়নের গয়হাট্রা কালাসিন বাড়ী মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত উঠান বৈঠকে আওয়ামীলীগ নেতা আবু তাহেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন জননন্দিত ও শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল আমীন সরকার।

    এ সময় আরো বক্তব্যে রাখেন,প্রবীন মাতব্বর নূরুল ইসলাম ভাষান,সাইদুর রহমান,ইউনিয়ন পরিষদের সদস্য শফিকুল ইসলাম,সাবেক ইউনিয়ন পরিষদের সদস্য জহুরুল ইসলাম,ইউনিয়ন আওয়ালীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম,আব্দুল মমিন ভূঁইয়া,প্রচার সম্পাদক তাকমিদুর রহমান দুলাল প্রমুখ।

    অনু্ষ্ঠান সঞ্চালনায় ছিলেন,পূর্ণিমাগাঁতী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা জুবায়ের আহমেদ ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আলামিন হোসেন।

    উক্ত উঠান বৈঠক অনু্ষ্ঠানে প্রধান অতিথি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমীন সরকার বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী ইস্তেহার ছিলো গ্রাম হবে শহর,আমার ইউনিয়নে সেটা প্রথম বাস্তবায়ন করতে অনেকটা সক্ষম হয়েছি। ইনশাল্লাহ যদি আগামী নির্বাচনে বিজয়ী হতে পারি তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন গ্রাম হবে শহর শতভাগ বাস্তবায়ন করবো।

  • উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় নির্মাণ শ্রমিকের মৃত্যু।

    উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় নির্মাণ শ্রমিকের মৃত্যু।

    উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় নির্মাণ শ্রমিকের মৃত্যু

    নিজস্ব প্রতিবেদকঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় বাবু মিয়া(৩০)নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।নিহত উপজেলার শ্যামপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে।

    বুধবার ২৯ সেপ্টেম্বর সকাল ৯ টার সময় ঢাকা-রাজশাহী মহাসড়কের চড়িয়া মধ্যপাড়া আমতলা এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটেছে।

    জানা যায় চড়িয়া এলাকার আশরাফ আলীর বাড়ীর নির্মাণ করার উদ্দেশ্য সিমেন্ট নিয়ে রাস্তা পাড় হওয়ার সময় অজ্ঞাত নামের একটি বাস ধাক্কা দিয়ে পালিয়ে যায়।এতে ঘটনাস্থলেই নির্মাণ শ্রমিক বাবুর মৃত্যু হয়।

    এ ঘটনা নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানার সার্জেন্ট ফয়সাল আহমেদ জানান সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হয়নি।

  • উল্লাপাড়ায় ৭৫ পাউন্ড ওজনের কেক কেটে প্রধানমন্ত্রীর ৭৫তম জম্মদিন পালন।

    উল্লাপাড়ায় ৭৫ পাউন্ড ওজনের কেক কেটে প্রধানমন্ত্রীর ৭৫তম জম্মদিন পালন।

    উল্লাপাড়া থেকে সাহেব আলীঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায়  নানা কর্মসূচির মধ্যদিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিনে ৭৫ পাউন্ড কেক কর্তন করে উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন নানা কর্মসূচি পালন করেন।

    কর্মসূচির মধ্য ছিলো; আনন্দ মিছিল, দোয়া ও মিলাদ মাহফিল, বৃক্ষরোপন, আলোচনা সভা ও কেক কর্তনসহ নানা কর্মসুচির মধ্যদিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জম্মদিন পালন করে। সকল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য তানভীর ইমাম।

    ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জম্মদিন উপলক্ষে উল্লাপাড়া
    উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বিকেল ৪ টার সময় এইচটি ইমাম পৌর মুক্ত মঞ্চে ৭৫ পাউন্ড ওজনের বিশাল কেক কর্তন করে অনুষ্ঠানের আয়োজন করা হয়।এর আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য তানভীর ইমাম।

    উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ ফয়সাল কাদের রুমির সভাপতিত্বে এ সময় অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, মোঃ আব্দুল বাতেন হিরু,এ্যাড, আব্দুল ওয়াহাব,উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, পৌর প্যানেল মেয়র এস এম আমিরুল ইসলাম আরজু, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মীর আরিফুল ইসলাম উজ্জ্বল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ মোবারক হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আল মাহমুদ সরকার ও ছাত্রলীগ নেতা শরিফুল ইসলাম শক্তি প্রমুখ। আলোচনা সভা ও কেক কর্তন শেষ এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

  • উল্লাপাড়ায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জম্মদিন পালন।

    উল্লাপাড়ায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জম্মদিন পালন।

    রাজু আহমেদ সাহান,স্টাফ রিপোর্টারঃ মঙ্গলবার উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন আনন্দ মিছিল, দোয়া ও মিলাদ মাহফিল, বৃক্ষরোপন, আলোচনা সভা ও কেক কর্তনসহ নানা কর্মসুচির মধ্যদিয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জম্মদিন পালন করে। সকল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য জননেতা তানভীর ইমাম।

    দলীয় সুত্রে জানা গেছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বার বার নির্বাচিত সফল প্রধানমন্ত্রী উন্নয়নের রোল মডেল, ডিজিটাল বাংলাদেশ গড়ার রুপকার, জননেত্রী শেখ হাসিনা’র ৭৫তম জন্মদিন পালন উপলক্ষে উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ নানা কর্মসুচি গ্রহন করে। মঙ্গলবার সকালে জম্মদিন উপলক্ষে উপজেলা ছাত্রলীগ পৌরশহরে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করে। বাদ যোহর দলীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও প্রধানমন্ত্রীর জম্মদিন উপলক্ষে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান বৃক্ষরোপন কর্মসুচি পালন করে।

    উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বিকেল ৪ টার দিকে স্থানীয় এইচটি ইমাম পৌর মুক্ত মঞ্চে ৭৫ পাউন্ড ওজনের এক বিশাল কেক কর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়। তার আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য জননেতা তানভীর ইমাম। উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ ফয়সাল কাদের রুমির সভাপতিত্বে এ সময় অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মীর আরিফুল ইসলাম উজ্জ্বল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ মোবারক হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আল মাহমুদ সরকার ও ছাত্রলীগ নেতা শরিফুল ইসলাম শক্তি প্রমুখ।

  • উল্লাপাড়ায় প্রবাসীর স্ত্রী গৃহশিক্ষক কর্তৃক ধর্ষণের শিকার! শিক্ষক ধর্ষণ মামলায় গ্রেফতার।

    উল্লাপাড়ায় প্রবাসীর স্ত্রী গৃহশিক্ষক কর্তৃক ধর্ষণের শিকার! শিক্ষক ধর্ষণ মামলায় গ্রেফতার।

    উল্লাপাড়া থেকে সাহেব আলীঃ উল্লাপাড়ায় দুই সন্তানের জননী প্রবাসীর স্ত্রীকে গৃহ শিক্ষক মোঃ রুবেল রানা(কলেজ ছাত্র) কর্তৃক ধর্ষণের শিকার। উল্লাপাড়া মডেল থানা পুলিশ ধর্ষক কে গ্রেফতার করেছে।

    শনিবার ২৫ সেপ্টেম্বর উল্লাপাড়া মডেল থানায়
    বাদীর মামলা সুত্রে জানাযায়, উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের মাটিককোড়া দিয়ারপাড়া গ্রামের প্রবাসীর স্ত্রী দুই সন্তানের জননীকে মেয়ের গৃহ শিক্ষক একই একই গ্রামের শহিদুল ইসলামের পুত্র কলেজ পড়ুয়া ছাত্র মোঃ রুবেল রানা প্রবাসীর মেয়েকে প্রাইভেট পড়াতো। বাদীর অভিযোগে জানাযায়, ছাত্রীর মাকে বিভিন্ন সময় কূপ্রস্তাব দিতো এবং যৌন সঙ্গমের চেষ্টা করত।

    বাদী তখন প্রাইভেট পড়ানো বন্ধ করে দেয়। গত ২৩ সেপ্টেম্বর বাড়িতে কেহই না থাকায় রাত ৯ টার দিকে চুপিসারে ছাত্রীর মায়ের শয়ন কক্ষে ঢুকে মৃত্যুর ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষিতার চিৎকারে এলাকার জনসাধারণ এগিয়ে আসলে ধর্ষককে আটক করে।

    ধর্ষিতা শনিবার (২৫ সেপ্টেম্বর) উল্লাপাড়া মডেল থানায় মামলা দায়ের করায় পুলিশ আসামীকে গ্রেফতার করে আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছেন। মামলার বাদীকে উদ্ধার করে ডাক্তারী পরিক্ষার জন্য সিরাজগজ্ঞ শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ধর্ষণ মামলার আয়ু এস আই মোঃ সাহেবগনি বিষয়টি নিশ্চিত করেছেন।

  • উল্লাপাড়ায় মেয়ের গৃহশিক্ষক দ্বারা ধর্ষণের শিকার মা,ধর্ষক গ্রেপ্তার।

    উল্লাপাড়ায় মেয়ের গৃহশিক্ষক দ্বারা ধর্ষণের শিকার মা,ধর্ষক গ্রেপ্তার।

    উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ার পঞ্চক্রোশী ইউনিয়ন প্রবাসীর স্ত্রীকে গৃহশিক্ষক কর্তৃক ধর্ষণের শিকার হয়েছেন । ঘটনাটি ঘটেছে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের মাটিকোড়া দিয়ারপাড়া গ্রামে।

    উল্লাপাড়া মডেল থানায় শনিবার ২৫ সেপ্টেম্বর ধর্ষীতা বাদী হয়ে ওই গৃহশিক্ষক কলেজ ছাত্র মোঃ রুবেল রানার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছেন। মামলার পর শনিবার উল্লাপাড়া মডেল থানা পুলিশ রুবেলকে তার বাড়ি থেকে গ্রপ্তার করেন । রুবেল উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের মাটিকোড়া দিয়ারপাড়া গ্রামের মোঃ শহিদুল ইসলামের ছেলে ও উল্লাপাড়া বিজ্ঞান কলেজের ছাত্র ।

    উল্লাপাড়া মডেল থানায় বাদীর মামলা সুত্রে জানা যায়,উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের মাটিককোড়া দিয়ারপাড়া গ্রামের প্রবাসীর বাড়িতে একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে ও বিজ্ঞান কলেজ ছাত্র মোঃ রুবেল রানা প্রবাসীর মেয়েকে গৃহশিক্ষক হিসেবে পড়াতো। এই সুযোগে রুবেল ছাত্রীর মাকে বিভিন্ন সময় কূপ্রস্তাব দিতো এবং যৌন সঙ্গমের চেষ্টা করত । এ অবস্থায় বাদী মেয়েকে প্রাইভেট  পড়ানো বন্ধ করে দেয় ।

    গত ২৩ সেপ্টেম্বর বাড়িতে কেও না থাকায় রাত ৯ টার দিকে রুবেল চুপিসারে বাদীর শয়ন কক্ষে ঢুকে মৃত্যুর ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে । এ সময় বাদীর চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে আসলে ধর্ষক পালিয়ে যায় ।

    উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক মোঃ সাহেব গনি জানান আসামী রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে । আদালতে মাধ্যমে তাকে সিরাজগঞ্জ জেলে পাঠানো হয়েছে । ধর্ষীতাকে উদ্ধার করে ডাক্তারী পরিক্ষার জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

  • উল্লাপাড়া বিশিষ্ট সমাজ সেবক হারুনুর রশীদ চিরনিদ্রায় শায়িত।

    উল্লাপাড়া বিশিষ্ট সমাজ সেবক হারুনুর রশীদ চিরনিদ্রায় শায়িত।

    উল্লাপাড়া থেকে, সাহেব আলীঃ উল্লাপাড়ার বিশিষ্ঠ সমাজ সেবক বজরাপুর গ্রামের হারুনুর রশীদ(৯১)।চিরনিদ্রায় শায়িত হলেন। আজ শুক্রবার ভোর রাত ১.৫৫ মিনিটে নিজ বাড়িতে বাধ্যক জনিত কারণে মৃত্যু বরন করিয়াছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাদ,জুমায় বাজরাপুর ঈদগাঁহ মাঠে জানাযার নামাজ শেষে চিরনিদ্রায় শায়িত হলেন, গ্রামের কবরস্থানে।

    মোঃ হারুনুর রশীদ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক কর্মকর্তা হিসাবে সুনামের সহিত কর্ম জীবন পার করেছেন। তিনি ওস্তাদজী, খলিফা ও সভাপতি খানকায়ে মুজাদ্দেদিয়া আজদিয়া হাফিজিয়া মাদ্রাসায় ন্যায় নিষ্ঠার সঙ্গে দায়িক্ত পালন করেছেন।সমাজ সেবক হিসাবেএলাকার যুবক ও মুরুব্বিদের খেলা ধুলোর পরামর্শ দিতেন এবং সকলের বন্ধু হিসবে সঙ্গে নিয়ে খেলাধূলা ও গল্প, পাচঁ ওয়াক্ত নামাজ পড়ে সময় পার করতেন। তার মৃত্যুকালে সহধর্মিণী , ৩ ছেলে ও ৩ মেয়েসহ অনেক গুনগ্রাহীতা রেখে গেছেন।

  • উল্লাপাড়ার চাঞ্চল্যকর স্কুল শিক্ষার্থী গণধর্ষণ মামলার দুই আসামি গ্রেফতার।

    উল্লাপাড়ার চাঞ্চল্যকর স্কুল শিক্ষার্থী গণধর্ষণ মামলার দুই আসামি গ্রেফতার।

    উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ার চাঞ্চল্যকর স্কুল শিক্ষার্থী গণধর্ষণ মামলার দুই আসামিকে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।

    গত মঙ্গলবার( ২১ সেপ্টেম্বর)রাতে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির ও (ওসি)তদন্ত মোঃ এনামুল হক গোপন সংবাদের ভিত্তিতে একদল চৌকস পুলিশ সদস্য নিয়ে পাবনা জেলার চাটমোহর উপজেলার দাদকয়ড়া গ্রামে বিশেষ অভিযান চালিয়ে আসামি মোঃ মাসুদ রানা (২০) ও আব্দুল মাজেদ (২৩) কে গ্রেফতার করেছে। বুধবার সকালে আসামিদের আদালতে মাধ্যমে সিরাজগজ্ঞ জেল হাজতে পাঠিয়ছেন।

    মামলার বাদীর অভিযোগ সুত্রে জানা যায়, উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নের কাশিনাথপুর গ্রামের স্কুল শিক্ষার্থীর অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দফায় দফায় ৭০ হাজার টাকা শিক্ষার্থীর কাছ থেকে চাঁদা নেয় ৪ জন ধর্ষক।

    আবারও ৫০ হাজার টাকা চাঁদা দাবি করলে মেয়েটি দিতে অস্বীকার করলে তাকে কুপ্রস্তাব দেয় মামলার আসামি সিরাজগঞ্জ সদর থানার একঢালা গ্রামের আমির হোসেনের ছেলে ইমন সেখ।

    গত ২৭ আগষ্ট রাতে ওই শিক্ষার্থীকে পাশের বাড়ীর বাঁশ বাগানে ডেকে নিয়ে একই গ্রামের হোরমুজ প্রামাণিকের ছেলে রাকিব (২৮), বদিউজ্জামানের ছেলে মাসুদ রানা (২১) পর পর দুইবার ধর্ষণ করে। এ সময় ওই ধষনের অশ্লীল ভিডিও ধারণ করে আসামি মাসুদের ভাই আব্দুল মাজেদ (২৫)। গত ৭ সেপ্টেম্বর ২০২১ং তারিখে শিক্ষার্থীর পিতা বাদী হয়ে ৪ জনের নামে ধর্ষণ ও পর্ণগ্রাফী মামলা দায়ের করেছে।