Tag: উল্লাপাড়া

  • উল্লাপাড়ার সলপ ইউপিতে আ’লীগ চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন।

    উল্লাপাড়ার সলপ ইউপিতে আ’লীগ চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন।

     

    সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে অনুষ্ঠিত সলপ ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ২৩ অক্টোবর শনিবার বিকেলে আওয়ামীলীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার শওকাত ওসমানের ব্যাপক নির্বাচনী শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

    দ্বিতীয়বারের মত আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেতে নেতাকর্মীদের সাথে নিয়ে এই প্রথম মোটর সাইকেল শোডাউন করে ইউনিয়নবাসিকে জানান দিলেন তিনি। দলীয় নেতা-কর্মী, সাধারণ জনগণ ও ভোটারা এ সময় শওকাত ওসমানকে হাত নেড়ে ব্যাপক সমর্থণ জানান।

    সলপ এলাকার ভোটার ও জনসাধারণ জানান, সলপ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগ দলীয় প্রার্থী শওকাতের ব্যাপক উন্নয়নের ফলে এলাকায় তার পক্ষে ব্যাপক জনমত সৃষ্টি হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনে তার জনপ্রিয়তার কাছে বিকল্প কোন প্রার্থী নেই।

    চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার শওকাত জানান, জনগণ ও দলীয় নেতা-কর্মীর ভালোবাসায় তার পক্ষে নির্বাচনী মাঠে ব্যাপক গণ জোয়ার সৃষ্টি হয়েছে। আজকের এই নির্বাচনী শোডাউন ও গণসংযোগে প্রায় ৩ হাজার নেতা-কর্মী মোটর সাইকেলসহ শোডাউনে অংশ নিয়েছেন।

    আওয়ামীলীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা ও স্থানীয় এমপি তানভীর ইমাম আমাকে দ্বিতীয়বারের মতো দলীয় মনোনয়ন দেওয়ায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। শোডাউনে এ সময় উপস্থিত ছিলেন- ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক কাজী এহসানুল হাসান সন্টু, স্বেচ্ছাসেবকলীগ নেতা সজল, ইঞ্জিনিয়ার মশিউর রহমান স্বপনসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দু।

  • উল্লাপাড়ায় কলেজ ছাত্রী অপহরণের অভিযোগ।

    উল্লাপাড়ায় কলেজ ছাত্রী অপহরণের অভিযোগ।

    স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এইচটি ইমাম গার্লস স্কুল এন্ড কলেজ এর একাদশ শ্রেণির ছাত্রী মিতু খাতুন (১৭) কে অপহরণের অভিযোগে উল্লাপাড়া মডেল থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগীর বাবা মহশিন আলী।

    ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের বাখুয়া গ্রামে।

    মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯.১০.২১ তারিখে ৭ টার সময় মিতু খাতুন প্রাইভেট পড়ার জন্য বাখূয়া অফদা মোড়ে পৌঁছালে মহিরের ছেলে কাওসার আলী (২০), সামাদের ছেলে হাসান আলি (২২), মৃত এলাহীর ছেলে শুকুর আলী (৫০), বাবুর ছেলে জিহাদ (১৯), রেজাউলের ছেলে মাসুদ (২২), সাইফুলের ছেলে রাসেল (২০), মৃত ভাদুর ছেলে সামাদ(৬০), মৃত সুবহানের ছেলে মহির (৫৫) সর্ব সাং বাখুয়াগণ জোরপূর্বক ভাবে পাজা কোলে করিয়া একে অপরের সহায়তায় মাইক্রোবাসে অসৎ উদ্দেশ্যে অপহরণ করে নিয়ে চলে যায়।

    ওই সময় মিতু খাতুনের চিৎকারে জেলহকের ছেলে বাবু (৩০), মৃত এনামুলের ছেলে আমিরুল (৪০), আলতাফ হোসেন (৫৫) আগাইয়া এসে দেখেন নামিক আসামিরা মিতু খাতুনকে মাইক্রোবাসযোগে অপহরণ করে নিয়ে যাচ্ছে। তারা মাইক্রোবাসটি থামানোর চেস্টা করে ব্যার্থ হন।ঘটনার পরে  ভুক্তভোগীর বাবা মহশিন আলী গন্যমান্য ব্যক্তিদের নিয়ে অভিযুক্ত কাওসারের পরিবারের কাছে মেয়েকে ফেরত চাইলে কাউছারের বাবা তার মেয়েকে ফেরত দেওয়ার আশ্বাস দেন। কিন্তু ঘটনার তিন দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত ফেরত দেয়নি। মেয়েকে ফেরত চাইতে গেলে অভিযুক্ত কাওসার এবং তার পরিবারের লোকজন ভুক্তভোগীর পরিবারকে প্রাণনাশের হুমকি দেয় এবং বাড়াবাড়ি করলে তোকেও গুম করার হুমকি দেন।

    ভুক্তভোগী পরিবারের অভিযোগে জানান অপহরণকারীরা এলাকার প্রভাবশালী বলে তারা আমার মেয়েকে অপহরণ করে অজ্ঞাত স্থানে আটকে রেখে নির্যাতন করতেছে। প্রশাসনের কাছে অনুরোধ দ্রুত আমার মেয়েকে উদ্ধার করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।

    এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক শহীদ মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

  • উল্লাপাড়ায় মাদক ও নাশকতাসহ বিভিন্ন মামলায় ১৭ আসামি গ্রেপ্তার।

    উল্লাপাড়ায় মাদক ও নাশকতাসহ বিভিন্ন মামলায় ১৭ আসামি গ্রেপ্তার।

    স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক, সন্ত্রাস ও নাশকতাসহ আদালতের ওয়ারেন্টভুক্ত ১৭ আসামীকে গ্রেপ্তার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। শনিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠিয়েছে পুলিশ। এদের মধ্যে উপজেলার বাবলীদহ গ্রামের মৃত খোদা বক্্েরর ছেলে ইউনুছ (৪০) কে নাশকতা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার রয়েছেন।

    মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক সাহেব গণি জানান, উল্লাপাড়ায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ ১৭ আসামীকে গ্রেপ্তার করেছে। তারা হলো- উপজেলার নয়ানগাতী গ্রামের জাহিদুল, ভট্র কাওয়াক গ্রামের মজনু মিয়া, ঝিকিড়া মহল্লার লিমন, রানা, হাসমত, সুমী, ইয়াকুব, উপজেলার শাহজাহানপুর মওলা, মোমেনা, সাত্তার, মনি, রহিম উদ্দীন, মজনু, উল্লাপাড়ার দুলাল, শিবপুর গ্রামের বাবু, পূর্ব ভদ্রকোল গ্রামের জাহিদুল বাবু।

    এদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আটজন ও নাশকতা মামলায় একজনসহ বাকী আটজনকে মাদক , সন্ত্রাসের অভিযোগে গ্রেপ্তার করে আদালতে পাঠানোা হয়েছে।

  • উল্লাপাড়ায় নদী থেকে গলাকাটা অর্ধগলিত লাশ উদ্ধার।

    উল্লাপাড়ায় নদী থেকে গলাকাটা অর্ধগলিত লাশ উদ্ধার।

    উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ শনিবার বিকেল ৫ টার দিকে উল্লাপাড়া উপজেলার চর সাতবাড়ীয়া গ্রামের পাশে ফুলজোর নদী থেকে গলাকাটা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে উল্লাপাড়া থানা পুলিশ। লাশটি অর্ধগলিত অবস্থায় ভাসছিল। লাশের পরিচয় জানা যায়নি। এর আগে নদীত উজান থেকে লাশটি কচুরিপানা বেষ্ঠিত অবস্থায় ভেসে আসে। স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবহিত করেন।

    এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানার উপ পরিদর্শক আসাদুল ইসলাম জানান, কয়েকদিন আগে গলাকেটে পুরুষ এক ব্যক্তিকে হত্যা করে লাশ নদীতে ফেলে দেওয়া হয়েছিল বলে তাদের ধারনা। লাশের বয়স ৪০ থেকে ৪৫ বছর বলে অনুমান করা হচ্ছে।

    উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ন কবির জানান, লাশের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। লাশটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।

  • উল্লাপাড়ায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগের নৌকা মার্কা পেলেন যারা।

    উল্লাপাড়ায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগের নৌকা মার্কা পেলেন যারা।

    উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচব অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকালে প্রধানমন্ত্রীর সরকারি গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভা প্রার্থী চূড়ান্ত করা হয়।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৩ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কা প্রতিক পেলেন যারা তারা হলেন মোঃমোখলেছুর রহমান তালুকদার(সলংগা ইউনিয়ন পরিষদ), মোঃরফিকুল ইসলাম (রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ ),মোঃ সোহেল রানা (বাঙ্গালা ইউনিয়ন পরিষদ), মো. রেজাউল করিম বাচ্চু (উধুনিয়া ইউনিয়ন পরিষদ), মোঃ হুমায়ন কবির লিটন (বড়পাংগাশী ইউনিয়ন পরিষদ),মোঃআবুল কালাম আজাদ (মোহনপুর ইউনিয়ন পরিষদ), মোঃ৷ আফছার আলী (দুর্গানগর ইউনিয়ন পরিষদ), মোঃ রেজাউল ইসলাম তপন (পুর্ণিমাগাতী ইউনিয়ন পরিষদ),মোঃ হেদায়েতুল আলম (হাটিকুমরুল ইউনিয়ন পরিষদ),মোঃ আব্দুস সালেক (উল্লাপাড়া সদর ইউনিয়ন পরিষদ),মোঃ ফিরোজ উদ্দিন (পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদ),মোঃ শওকাত ওসমান (সলপ ইউনিয়ন পরিষদ) ও মোঃ হেলাল উদ্দিন(কয়ড়া ইউনিয়ন পরিষদ)।

    বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় ইউপি নির্বাচন নিয়ে কঠোর নির্দেশনা রয়েছে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে কাজ করলে বা বিদ্রোহী হিসেবে নির্বাচন করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা করা হবে।

  • উল্লাপাড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত।

    উল্লাপাড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত।

    উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ “গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার পালিত হলো জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২১। এ উপলক্ষে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সড়ক উপ-বিভাগীয় কর্যালয় পৌরসভার শ্যামলীপাড়ায় নির্মানাধীন ফুট ওভার ব্রীজ ব্যানার ও ফেস্টুন লাগিয়ে পরিবহন চালক, মালিক ও সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষন করেন।

    এ বিষয়ে উল্লাপাড়া সড়ক উপ-বিভাগীয় কার্যালয়ের উপ-প্রকৌশলী আবুল মনছুর আহমেদ জানান, জাতীয় সড়ক দিবসে সারাদেশেই নিরাপদ সড়ক চেয়ে নিরাপদ ভ্রমনের দীর্ঘদিন আন্দোলন করে আসছে সাধারণ মানুষ। আমরাও দেশবাসীর সঙ্গে একমত হয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করছি । তিনি চালকদের উদ্দেশ্যে বলেন তারা যেনো গাড়ি চালানোর সময় গতিসীমা মেনে চলেন, এতে অনেকাংশে সড়ক দুর্ঘটনা রোধ হবে ।

  • উল্লাপাড়ার পঞ্চক্রোশীতে ইউনিয়ন কমপ্লেক্স ভবন নিমার্ণের জন্য স্থান পরিদর্শন।

    উল্লাপাড়ার পঞ্চক্রোশীতে ইউনিয়ন কমপ্লেক্স ভবন নিমার্ণের জন্য স্থান পরিদর্শন।

    উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ দীর্ঘদিন প্রতীক্ষার পর আধুনিক ইউনিয়ন কমপ্লেক্স ভবন নির্মাণের লক্ষ্যে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদ ও ভবণ নির্মানের স্থান পরিদর্শন করলেন উল্লাপাড়ার সহকারি কমিশনার (ভুমি) ইশরাত জাহান। বৃহস্পতিবার সকালে এলাকাবাসির আবেদনের প্রেক্ষিতে সহকারি কমিশনার (ভুমি) উপজেলার বন্যাকান্দি বাজারে পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের পুরাতন ভবনে এলাকাবাসির সঙ্গে মতবিনিময় ও ভবণ নির্মানের নতুন স্থানটি পরিদর্শন করেন।

    বন্যাকান্দি গ্রামের বাসিন্দা কবি ওমর ফারুক জানান, উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের ভবনটি দীর্ঘদিন ধরে অবহেলিত ও অকার্যকর অবস্থায় রয়েছে। পরিষদের আধুনিক ভবন নির্মাণের জন্য পরিপূর্ণ জায়গার অভাব ছিল সরকারের। বন্যাকান্দি এলাকাবাসি আধুনিক ইউনিয়ন পরিষদ ভবন নির্মানের লক্ষ্যে সরকারের চাহিদা অনুযায়ী পরিমিত ভুমি রেজিষ্ট্রি করে প্রদান করেছেন স্থানীয় সরকারকে।

    বৃহস্পতিবার উল্লাপাড়া উপজেলা প্রশাসনের পক্ষে নতুন পরিষদ ভবন নিমার্ণের জন্য স্থানটি পরিদর্শন করেন উল্লাপাড়া সহকারি কমিশনার (ভুমি) ইশরাত জাহান। এ সময় তার সংগে ছিলেন উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ। এলাকার উন্নয়ন ও ইউপি’র আধুনিক ভবন নির্মানের বিষয়ে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ছরিয়ার রহমান সরকার, সাবেক ডেপুটি পরিচালক (সমাজ সেবা) মোস্তফা কামাল বকুল, কবি ওমর ফারুক,বন্যাকান্দি আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, বন্যাকান্দী এন এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ পারভীন প্রমুখ।

    পরিদর্শন শেষে উল্লাপাড়া সহকারী কমিশনার (ভুমি) ইশরাত জাহান বলেন, উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের আধুনিক ভবন নিমার্ণের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এলাকাবাসির প্রস্তাবিত স্থানটি পরিদর্শন করা হয়েছে।

     

  • উল্লাপাড়ায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেতে বিদ্রোহীরা বিপাকে।

    উল্লাপাড়ায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেতে বিদ্রোহীরা বিপাকে।

    রাজু আহমেদ সাহান,স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত ২৮ নভেম্বর তৃতীয় ধাপের নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার ১০টি ইউনিয়ন পরিষদে স্থানীয় সরকারের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নৌকা মার্কা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী থানা আ’লীগের কাছে ৭২ জন দলীয় প্রার্থী ইতিমধ্যে দলের কাছে আবেদন করেছেন। মঙ্গলবার সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ দলীয় বিধি মোতাবেক মনোনয়ন প্রত্যাশীদের নামের তালিকা কেন্দ্রীয় আওয়ামী লীগ কার্যালয়ে পাঠিয়েছে। এদের মধ্যে ৩ (তিন) জন রয়েছেন দলীয় বিদ্রোহী প্রার্থী।

    তারা হলেন, উল্লাপাড়ার পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আল-আমীন সরকার, এস. এম. রাশেদুল হাসান ও উধুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আব্দুল জলিল প্রামানিক।

    আ’লীগ দলীয় বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে অভিযোগ সুত্রে জানা গেছে, ২০১৬ সালের স্থানীয় সরকার নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় নৌকা মার্কা প্রতীক মনোনীত চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম বাচ্ছুর বিরুদ্ধে স্থানীয় আ’লীগ নেতা বর্তমান চেয়ারম্যান আব্দুল জলিল প্রামানিক বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেন।

    অপরদিকে ২০১৭ সালে পুর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে আ’লীগের নৌকা মার্কা প্রতীকের মনোনীত প্রার্থী রেজাউল করিম তপনের বিরুদ্ধে বর্তমান চেয়ারম্যান আল-আমীন সরকার বিদ্রোহী প্রার্থী হিসেবে মোটর সাইকেল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন। একই ইউনিয়নে ২০১৬ সালে আ’লীগ দলীয় প্রার্থী মরহুম আলহাজ্ব খলিলুর রহমানের নৌকা মার্কা প্রতীকের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া মার্কায় প্রতিদ্ব›দ্বীতা করেন এস. এম. রাশেদুল হাসান রাশেদ।

    বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় চেয়ারম্যান প্রার্থী আব্দুল জলিল প্রামানিক, আল আমীন সরকার ও রাশেদুল হাসানকে ইতিপুর্বে আওয়ামীলীগ থেকে বহিস্কার করা হয়।

    উল্লাপাড়া উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে উল্লাপাড়া থানার ১০ টি ইউনিয়ন থেকে ৭২ জন দলীয় মনোনয়ন প্রত্যাশীর নামের তালিকা জেলা আওযামীলীগে পাঠানো হয়েছে।

    সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার জানান, উপজেলা আওয়ামী লীগের পাঠানো তালিকা মোতাবেক জেলা আ’লীগ যাচাই-বাছাই করে মন্তব্য কলামে বিদ্রোহী প্রার্থীদের চিহিৃত করে প্রার্থীদের নামের তালিকা কেন্দ্রীয় আ’লীগে পাঠানো হয়েছে।

    সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি কেএম হোসেন আলী হাসান জানান, কেন্দ্রীয় আ’লীগের নিদের্শে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের নামের তালিকা কেন্দ্রে পাঠানো হয়েছে। তবে যুদ্ধ অপরাধী পরিবারের সদস্য, দলীয় বিদ্রোহী প্রার্থী ও আ’লীগ দলের সদস্য নয় এমন প্রার্থীদের চিহিৃত করে তালিকায় তাদের নামের পাশে মন্তব্যের কলামে বিস্তারিত বিবরণসহ তালিকা প্রণয়ন করে পাঠানো হয়েছে। অন্য এক প্রশ্নের আলোকে তিনি আরো জানান, যুদ্ধ অপরাধী পরিবারের সদস্য ও বিদ্রোহী প্রার্থীদের আগামী নির্বাচনে দল থেকে মনোনয়ন পাওয়ার কোন সম্ভবনা নেই।

  • সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে উল্লাপাড়ায় যুবলীগের বিক্ষোভ মিছিল।

    সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে উল্লাপাড়ায় যুবলীগের বিক্ষোভ মিছিল।

    স্টাফ রিপোটারঃ সারাদেশে সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা আওয়ামী যুবলীগের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল বের হয়।

    মঙ্গলবার সকালে উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌরশহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে পুনরায় কার্যালয়ে ফিরে এসে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করে।

    উল্লাপাড়া উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক আজিজুল ইসলাম শাহআলমের সভাপতিত্বে এ সময় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ নেতা অধ্যাপক ইদ্রিস আলী, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক প্যানেল মেয়র এস.এম. আমিরুল ইসলাম আরজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক তোফায়েল আহমেদ বকুল, যুবলীগ নেতা রুমনসহ দলীয় নেতৃবৃন্দ।

    প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সংঘাত নয়- সম্প্রতিতে দেশ গড়ি। ধর্ম যার যার, উৎসব সবার। আসুন শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক, উদারচিন্তার একটি উন্নত বাংলাদেশ গড়ে তুলি।

  • উল্লাপাড়ার বড়পাঙ্গাসীতে চেয়ারম্যান পদে আ’লীগ মনোনয়ন প্রত্যাশী বাপ্পির ব্যাপক শোডাউন।

    উল্লাপাড়ার বড়পাঙ্গাসীতে চেয়ারম্যান পদে আ’লীগ মনোনয়ন প্রত্যাশী বাপ্পির ব্যাপক শোডাউন।

    স্টাফ রিপোটারঃ উল্লাপাড়া উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রবিবার বিকেলে আ’লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী বজলার রহমান বাপ্পি’র ব্যাপক নির্বাচনী শোডাউন অনুষ্ঠিত হয়েছে। এই দলীয় মনোনয়ন প্রত্যাশীর মোটর সাইকেল শোডাউনটি ইউনিয়নের চকখাদুলী গ্রাম থেকে শুরু হয়ে পুরো ইউনিয়নের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। দলীয় নেতা-কর্মী, সাধারণ জনগণ ও ভোটারা এ সময় বাপ্পীকে হাত নেড়ে ব্যাপক সমর্থণ জানায়।

    বড়পাঙ্গাসী এলাকার ভোটার ও জনসাধারণ জানান, স্থানীয় সরকারের আগামী বড়পাঙ্গাসী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগ দলীয় প্রার্থী বাপ্পি’র পক্ষে ব্যাপক জনমত সৃষ্টি হয়েছে। দলীয় মনোনয়ন দৌড়ে তিনিই অন্যদের চেয়ে অনেক এগিয়ে রয়েছেন। ছাত্রলীগের দুঃসময়ের এই সাহসী আ’লীগ নেতা বজলার রহমান বাপ্পিকেই জননেত্রী শেখ হাসিনা আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন দেবেন বলে এলাকাবাসীর ধারণা। কর্মীবান্ধব ও জনপ্রিয় এই নেতার রয়েছে ব্যাপক জনসর্থন। বাপ্পী’র দাদা মরহুম হারান উদ্দিন ছিলেন বড় পাঙ্গাসী ইউনিয়ন আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি। দীর্ঘ ২৭ বছর তিনি এই পদে অধিষ্ঠিত থেকে নিজস্ব অর্থসম্পদ ব্যয় করে দলকে পরিচালিত করেছেন। যোগ্যতা, দক্ষতা ও জনপ্রিয়তার দিক থেকে ইউনিয়ন আওয়ামী লীগের দফতর সম্পাদক বাপ্পিরই মনোনয়ন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি।

    চেয়ারম্যান প্রার্থী বজলার রহমান বাপ্পি জানান, জনগণ ও দলীয় নেতা-কর্মীর ভালোবাসায় তার পক্ষে নির্বাচনী মাঠে ব্যাপক গণ জোয়ার সৃষ্টি হয়েছে। আজকের এই নির্বাচনী শোডাউন ও গণসংযোগে প্রায় ৩ হাজার নেতা-কর্মী তাদের স্বইচ্ছায় অংশ নিয়েছেন। আওয়ামীলীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা আমার দলীয় কর্মকান্ড ও ব্যক্তি ইমেজের কারণে অবশ্যই আমাকে দলীয় মনোনয়ন দিবেন বলে তিনি শতভাগ আশাবাদী বলে জানান।