Tag: উল্লাপাড়া

  • উল্লাপাড়ায় ইউএইচএফপিও’র অপসারণ দাবিতে স্বাস্থ্য কর্মীদের আন্দোলন অফিস কক্ষে তালা।

    উল্লাপাড়ায় ইউএইচএফপিও’র অপসারণ দাবিতে স্বাস্থ্য কর্মীদের আন্দোলন অফিস কক্ষে তালা।

    স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা(ইউএইচএফপিও) ডাক্তার আনোয়ার হোসেনের অপসারণ দাবিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল মাঠকর্মী ও অফিস কর্মচারীরা বৃধবার থেকে পূর্ণদিবস কর্মবিরতি পালন করে অফিস চত্বরে আন্দোলন শুরু করেছেন।

    বৃহস্পতিবার তাদের কর্মসূচির দ্বিতীয় দিনে ডাক্তার আনোয়ারের অফিসে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা। এর আগে এই কর্মকতার্র বিরুদ্ধে দূণর্ীতি, অনিয়ম ও চরিত্রহীনতার অভিযোগ এনে স্বাস্থ্য কমর্ীরা মানবন্ধন, সমাবেশসহ নানা কর্মসূচি পালন করে। এসময় বক্তব্য রাখেন, স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী মোঃ শরিফুল ইসলাম, হিসাব সহকারী আব্দুল খালেক, সেকমো লুৎফর রহমান, সিএইচসিপি’র নেতা আশরাফুজ্জামান তাছু, স্বাস্থ্য সহকারী শহিদুল ইসলাম, রাশেদুল ইসলাম, সাইফুল ইসলাম, কে এম সেরাজুম খালেকিন ও মোছাঃ মিনা খাতুন। বক্তাগণ ডাক্তার আনোয়ারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে স্বাস্থ্য কর্মীদের সঙ্গে অসদাচারণ, ঘুষ ও দূর্নীতির অভিযোগ এনে তাকে অবিলম্বে অপসারণের জন্য স্বাস্থ্য বিভাগের উর্ধ্বতন কর্মকতার্দের প্রতি দাবি জানান। এদিকে একজন মহিলা স্বাস্থ্যকর্মীর সঙ্গে তার অশ্লীল নৃত্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যাওয়ায় উল্লাপাড়ায় তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েন।

    আজ বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরেজমিনে ঘুরে দেখা যায় ডাক্তার আনোয়ারের ওই অশ্লীল নৃত্যের ভিডিওর ছবিটি পোস্টার করে গোটা হাসপাতাল চত্বরে কে বা কারা সেঁটে দিয়েছে।

    উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকতা ডাক্তার আনোয়ার হোসেন তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করে জানান, তার অফিসের কিছু কর্মীদের দুর্নীতি ও অনিয়মের ব্যাপারে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ায় কর্মীরা তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে আন্দোলন শুরু করেছেন।

    অন্যদিকে স্বাস্থ্যকর্মীদের চলমান আন্দোলন কর্মসূচীর ঘটনায় সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিস থেকে ডেপুটি সিভিল সার্জন মুহাম্মাদ শামছুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। ডেপুটি সির্ভিল সার্জন গণমাধ্যম কর্মীদেরকে জানান, উপজেলার কমপ্লেক্সের প্রধান ডাক্তার আনোয়ারের বিরুদ্ধে আন্দোলনকারীদের উত্থাপিত অভিযোগ তদন্ত করে উর্ধ্বতন কতৃপক্ষের কাছে তারা প্রতিবেদন দেবেন।

  • হাইকোটে রিট উল্লাপাড়ার দূর্গানগর ও বাঙ্গালা ইউপি নির্বাচনী ফলাফল স্থগিত।

    হাইকোটে রিট উল্লাপাড়ার দূর্গানগর ও বাঙ্গালা ইউপি নির্বাচনী ফলাফল স্থগিত।

    স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ও দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফলের গেজেট বিজ্ঞপ্তি প্রকাশে স্থগিতাদেশ দিয়েছেন বাংলাদেশ সুপ্রিমকোর্টের হাইকোট বিভাগ। বাঙ্গালা ইউনিয়ন পরিষদের নির্বাচনের ফলাফল ৪ (চার) মাসের ও দূর্গানগর ইউপি’র ফলাফল ৬ (ছয়) মাসের জন্য স্থগিতাদেশ দিয়েছেন উচ্চ আদালত। সোমবার (৬ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি মামনুর রশিদ ও বিচারপতি খোন্দকার দিলিরুজ্জামানের দ্বৈত বেঞ্চে এ আদেশ দেন।

    উল্লাপাড়ার বাঙ্গালা ইউপি নিবার্চনে অংশ নেওয়া চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আবু হানিফ ও দূগার্নগর ইউপি চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী তারেকুল ইসলাম গত ৫ ডিসেম্বর হাইকোর্টে তাদের নিবার্চনের ফলাফল পরিবর্তন করে পরাজিত নৌকার প্রার্থীকে জয়ী ঘোষনা করার প্রেক্ষিতে তারা পৃথকভাবে দু’টি রিট পিটিশন দায়ের করেন। এই পিটিশনে ভোটের ফলাফল স্থগিত এবং গৃহিত ভোট পূণঃগণনার জন্য আবেদন জানানো হয়।

    রিট আবেদনকারী আবু হানিফ জানান, আমার বাঙ্গালা ইউনিয়নে ৯ টি ভোট কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফলে তিনি মোটর সাইকেল প্রতিকে ৭ হাজার ১২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সোহেল রানা নৌকা মার্কায় ৬ হাজার ৫৯৫ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেন । অপর স্বতন্ত্র প্রার্থী কেফায়েত উল্লাহ ঘোড়া প্রতিকে ৫ হাজার ৮২১ ভোট পেয়ে তৃতীয় হন। অথচ নির্বাচনী ফলাফল উল্লাপাড়ায় রিটানিং অফিসারের কার্যলয় থেকে সম্পূর্ণ পাল্টে দ্বিতীয় স্থান অধিকারী নৌকা প্রতিকের প্রার্থীকে ৯ হাজার ৭১৮ ভোট দেখিয়ে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

    অপরদিকে রিট আবেদনকারী তারেকুল ইসলাম জানান, তার দূর্গানগর ইউনিয়নে ১৮টি ভোট কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফলে তিনি অটোরিকশা প্রতিকে ৮ হাজার ৪৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অপর স্বতন্ত্র প্রার্থী মাসুদ রানা মোটর সাইকেল প্রতিকে পেয়েছেন ৭ হাজার ৯৭৭ ভোট। আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আফছার আলী নৌকা প্রতিকে ৭ হাজার ৫৫ ভোট পেয়ে তৃতীয় স্থান পেয়েছেন। অথচ নির্বাচনী ফলাফল এখানেও একই উপায়ে সম্পূর্ণ পাল্টে নৌকা প্রতিকের প্রার্থীকে ৯ হাজার ২১৬ ভোট দেখিয়ে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

    ফলাফলের গেজেট স্থগিত ও পূণ:গননার দাবীতে বাঙ্গালার স্বতন্ত্র প্রার্থী আবু হানিফ ও দূর্গানগরের স্বতন্ত্র প্রার্থী মোঃ তারেকুল ইসলামের উচ্চ আদালতে রিট আবেদন করেন। তাদের আবেদনের প্রেক্ষিতে আদালত সোমবার তাদের ভোটের ফলাফলের স্থগিতের নির্দেশ দিয়েছেন।

    রিট আবেদনকারী এই দুই প্রার্থী ফলাফল স্থগিত ও ভোট নতুন করে গণনার ব্যবস্থা নেবার দাবি জানান।হাইকোর্টের এ্যাডভোকেট হাসানুজ্জাম উল্লিখিত ইউনিয়ন দুটির নির্বাচনী ফলাফল স্থগিত আদেশের বিষয় নিশ্চিত করেন।

  • উল্লাপাড়ায় ইউএইচএফপিও’র অপসারণ দাবিতে মানববন্ধন।

    উল্লাপাড়ায় ইউএইচএফপিও’র অপসারণ দাবিতে মানববন্ধন।

    স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডাঃ আনোয়ার হোসেনের অপসারণ দাবিতে মঙ্গলবার বিকেলে উল্লাপাড়ায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে স্বাস্থ্য বিভাগের কর্মচারীরা এই কর্মসূচি পালন করেন। এসময় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য সহকারী এ্যাসোসিয়েশনের সভাপতি শহিদুল ইসলাম, সম্পাদক রাশেদুল হাসান, স্যাকমো লুৎফর রহমান, স্বাস্থ্য পরির্দশক প্রধান আবু তাহের ফারুকী, সিএইচসিপি’র সভাপতি সাইফুল ইসলাম, স্বাস্থ্য সহকারী আব্দুল আলীম ও মিনা খাতুন। বক্তারা ডাঃ আনোয়ার হোসেনের বিরুদ্ধে বিভিন্ন দূর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে ২৪ ঘন্টার মধ্যে তার (আনোয়ার) অপসারণ দাবি করেন। এরা ডাঃ আনোয়ারের বিরুদ্ধে চরিত্রহীনতারও অভিযোগ তোলেন।

    মানববন্ধনে বক্তারা তাদের বেধে দেওয়া সময়ের মধ্যে দাবি পূরণ না হলে ৮ নভেম্বর থেকে লাগাতার ধর্মঘটের হুমকি প্রদান করেন। আন্দোলনকারীরা ডাঃ আনোয়ারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করে তার অপসারণ দাবি সম্বলিত স্মারকলিপি স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরসহ স্বাস্থ্য বিভাগের উর্দ্ধতন কর্মকর্তাদের কাছে পাঠিয়েছেন।

    এব্যাপারে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আনোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করলে তিনি তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করেন। তিনি তার কমপ্লেক্সের কর্মচারী, স্বাস্থ্য পরিদর্শক ও সহকারীদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ আনেন। তিনি বলেন, তার কর্মচারীদের দূনর্ীতি, অনিয়ম ও কর্তব্যে অবহেলার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ শুরু করায় তারা আমার বিরুদ্ধে মিথ্য অভিযোগ এনে এই কর্মসূচি পালন করেছেন।

  • উল্লাপাড়ায় ফসলী জমি নষ্ট করে বালু উত্তোলন ও বিক্রি বন্ধের দাবীতে স্মারকলিপি।

    উল্লাপাড়ায় ফসলী জমি নষ্ট করে বালু উত্তোলন ও বিক্রি বন্ধের দাবীতে স্মারকলিপি।

    উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়ন এর পেচারপাড়া ও চরপেচারপাড়া গ্রামে ফসলী জমি ও সরকারি সড়ক খনন করে মাটি ও বালু ব্যাবসায় মেতে উঠেছে এক শ্রেণীর স্বার্থান্বেষী ভূমিদস্যুরা।
    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে বঙ্গবন্ধুর সোনার বাংলা নির্মাণে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্যে অনাবাদি ও পতিত জমি চাষাবাদের আওতায় আনার ক্ষেত্রে গুরুত্বারোপ করেছেন। ঠিক সেই সময়ে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলাধীন পেচারপাড়া ও চরপেচারপাড়া গ্রামে চলছে অবৈধভাবে ভূমি দখল করে মাটি ও বালু বিক্রয়।  একটি স্বার্থান্বেষী মহল তাদের স্বীয় সার্থ হাসিলের জন্যে নদী খনন প্রকল্পের অজুহাতে পানি প্রবাহিত মূল নদী ও সংশ্লিষ্ট নদীর মধ্যবর্তী বালুচর খনন না করে ব্যাক্তি বিশেষের স্বার্থ রক্ষার তাগিদে ইরিগেশনের মাধ্যমে ধান চাষের ব্যাক্তি মালিকানা জমি খনন করে বালু ব্যাবসায় মেতে উঠেছে। উল্লেখ্য যে, অত্র এলাকার গ্রামটি নদী বেষ্টিত এবং গ্রামের ৯০ ভাগ মানুষ কৃষি নির্ভর। জমি চাষের মাধ্যমে অতিদরিদ্র গ্রামবাসী কোনরকমে জীবনযাপন করে আসছিলেন। ভূমিদস্যুদের এহেন ভয়াল থাবায় অত্র এলাকার প্রায় পাঁচশত জনগণ ভূমিহীন ও সর্বশান্ত হয়ে যাবার আশঙ্কা দেখা দিয়েছে। শুধু অনাবাদি ভূমি নয়, ভূমিদস্যুদের হাত থেকে রেহাই পায়নি অত্র গ্রামে প্রবেশের একমাত্র সরকারি সড়ক (যা পিচ ঢালাইয়ের অনুমোদন রয়েছে)। সড়কটির প্রায় ২০০ মিটার খনন করে ভূমিদস্যুরা মাটি বিক্রি করছে। যার ফলশ্রুতিতে অত্র এলাকার কোমলমতি শিক্ষার্থীরা স্কুলে যেতে পারছে না এবং গ্রামবাসীর চলাচলে সমস্যা দেখা দিয়েছে।
    এহেন ঘৃণিত কর্মকাণ্ডের প্রতিবাদে অত্র গ্রামবাসী সচ্চার হয়ে প্রায় ২১৬ জনের গণস্বাক্ষর সম্বলিত একটি স্মারকলিপি  উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমেদ এর নিকট প্রেরণ করেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বললে, তিনি জানান এ বিষয়টি আমরা সরেজমিনে পরিদর্শন করে আমরা এর বিরুদ্ধে যথাযথ আইননুগ ব্যবস্থা গ্রহন করব।
  • উল্লাপাড়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

    উল্লাপাড়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

    ল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ইয়াবাসহ জিয়াদুল হক কাজল(৪৭) নামের এক শীর্ষ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটিলিয়ান র‍্যাব-১২’র সদস্যরা।

    রবিবার (৫ নভেম্বর) দুপুর পৌনে ২ টার সময় গোপন সাংবাদের ভিত্তিতে র‍্যাব-১২’র এ্যাডজুটেন্ট ও সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে সদর কোম্পানির একটি আভিযানিক দল উপজেলার বড়হর ইউনিয়নের পূর্বদেলুয়া মধ্যপাড়া গ্রামের জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীকে তল্লাশি করে ১ হাজার ৯’শ ৫০ পিস ইয়াবা,মাদক ক্রয়বিক্রয় কাজে ব্যবহৃত একটি মোবাইল সেট ও নগদ ৪’শত ১৪ টাকা উদ্ধার করা হয়।

    গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের পূর্ণিমাগাঁতী পশ্চিমপাড়া গ্রামের মৃত গোলাম রসূল তালুকদার এর ছেলে। আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

  • উল্লাপাড়ায় মাহিন্দ্রা পিক-আপ সার্ভিস উৎসবের উদ্বোধন।

    উল্লাপাড়ায় মাহিন্দ্রা পিক-আপ সার্ভিস উৎসবের উদ্বোধন।

    উল্লাপাড়ায় মাহিন্দ্রা পিক-আপ সার্ভিস উৎসবের উদ্বোধন

    উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জে র‍্যাংস মটর লিঃ এর মাহিন্দ্রা পিক-আপের উল্লাপাড়ার ধপাকান্দী সার্ভিসিং কেন্দ্রের কেয়ার ফেস্ট সার্ভিস উৎসবের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে ৪ ডিসেম্বর হতে ১১ ডিসেম্বর পর্যন্ত ৭ দিনব্যাপী এ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উল্লাপাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুস ছাত্তার।

    এ সময় উপস্থিত ছিলেন মাহিন্দ্রা পিক-আপ সার্ভিসিং ওয়ার্কশপের ইনচার্জ মোঃ শায়েকুল ইসলাম তালুকদার, ওয়ার্কশপ হিসাব রক্ষক সুমন কুমার সাহা, স্টোর সহকারী মোঃ আব্দুল আলীম প্রমুখ ।
    এ উদ্বোধন উৎসব উপলক্ষে ৪ ডিসেম্বর হতে ১১ ডিসেম্বর পর্যন্ত মাহিন্দ্রা পিক-আপের সার্ভিসিং কাজে ৫% হতে ২০% পর্যন্ত ছাড়া দেওয়া হয়েছে বলে কতৃপক্ষ জানিয়েছেন।

    ,

  • উল্লাপাড়ায় ইউনিয়ন পরিষদ নিবার্চনী সহিংসতায় স্কুল ছাত্র নিহত।।

    উল্লাপাড়ায় ইউনিয়ন পরিষদ নিবার্চনী সহিংসতায় স্কুল ছাত্র নিহত।।

    উল্লাপাড়া (সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা ইউনিয়নে ২৮ নভেম্বর রবিবার তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদের নিবার্চন চলাকালে দুইপক্ষের সংঘর্ষে গুরুতর আহত হওয়া স্কুল ছাত্র দেলোয়ার হোসেন সাগর (১৫) আজ সোমবার মারা গেছে। সে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহত দেলোয়ার উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের মাছিয়াকান্দি গ্রামের আব্দুল লতিফের ছেলে ও সলঙ্গা ইসলামীয়া উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরিক্ষায় অংশ গ্রহন করেছিল।

    স্থানীয় সূত্রে জানা যায়, সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের ভরমোহনী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে মেম্বর প্রার্থীর সেলিম রেজা মোল্লা ও হিরা সরদারের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে।

    এসময় ভোট দেখতে আসা স্কুল ছাত্র দেলোয়ার সংঘর্ষের মধ্যে পড়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সে মারা যায়।

    সলঙ্গা থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান,ছেলেটির লাশ হাসপাতাল থেকে সুরুত হাল শেষে তার নিজ বাড়িতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে ছেলের পরিবার থেকে থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে।

  • উল্লাপাড়ায় অস্ত্র মামলায় বিদ্রোহী প্রার্থীর প্রধানকর্মী মোমিন ভুইয়া গ্রেপ্তার।

    উল্লাপাড়ায় অস্ত্র মামলায় বিদ্রোহী প্রার্থীর প্রধানকর্মী মোমিন ভুইয়া গ্রেপ্তার।

    স্টাফ রিপোর্টারঃ উল্লাপাড়ায় পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আল আমিন সরকারের নির্বাচনী অফিসে দেশীয় অস্ত্র সংরক্ষণ মামলার প্রধান আসামী মোঃ মোমিন ভুইয়াকে পুলিশ বৃহস্পতিবার দুপুরে পূর্ণিমাগাতী বাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে।

    মোমিন পূর্ণিমাগাঁতী গ্রামের আবুল কালামের ছেলে এবং ইউনিয়ন আওয়ামীলীগের বহিস্কৃত সাবেক সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী আল আমিন সরকারের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সদস্য। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আল আমিন সরকার এই ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এবং পূর্ণিমাগাঁতী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

    উল্লাপাড়া মডেল থানা পুলিশ গত ৫ নভেম্বর বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর নিজ গ্রাম কোনাগাঁতীতে নির্বাচন পরিচালনার অফিস হিসেবে পরিচিত স্বপ্ন চূড়া ক্লাব থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে। এ ব্যাপারে থানার উপ-পরিদর্শক মোতাহার হোসেন বাদী হয়ে সেদিন রাতেই চেয়ারম্যান প্রার্থী আল আমিন সরকারের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও সমর্থকসহ মোট ২৫জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

    এই মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক আব্দুস সালাম জানান, গ্রেপ্তার মোমিন উক্ত মামলার এজাহার ভুক্ত প্রধান আসামী। বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে তাকে । আগামী ২৮ নভেম্বর পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

  • উল্লাপাড়ায় নৌকার প্রার্থীর নির্বাচনী প্রচার অফিসে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ।

    উল্লাপাড়ায় নৌকার প্রার্থীর নির্বাচনী প্রচার অফিসে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ।

    উল্লাপাড়া থেকে সাহেব আলীঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আওয়ামী লীগের মনোনীত নৌকার পার্থীর নির্বাচনী প্রচার অফিসে বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা আগুন ধরিয়ে দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে । এ বিষয়ে নৌকার পার্থী মোঃ রেজাউল ইসলাম তপন বাদি হয়ে বৃহস্পতিবার উল্লাপাড়া মডেল থানায় একটি মামলা দায়ের করেছে ।

    মামলার বিবরণে জানা যায় বুধবার রাত ১ টার দিকে উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের কালাসিংবাড়ি(পাগলা বাজার) বাজারে নৌকা প্রতিকের নির্বাচনী প্রচার অফিসে বিদ্রোহী প্রার্থী মটরসাইকেল প্রতিকের প্রায় ২০/৩০ জন সমর্থক কেরোসিন তেল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেয় । এতে তার নির্বাচনী অফিসের ক্ষতি সাধন করেছে । এ বিষয়ে নৌকার পার্থী মোঃ রেজাউল ইসলাম তপন বাদি হেয় বৃহস্পতিবার উল্লাপাড়া মডেল থানায় বিদ্রোহী প্রার্থী মোঃ আলামিন সরকার সহ ১৬ জনের নাম উল্লেখ্য করে মামলা দায়ের করেছেন ।

    এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ন কবির জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হব।

  • উল্লাপাড়ায় নৌকা মার্কার শোডাউন;স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মারপিট, বাড়ী-ঘর ভাংচুর।

    উল্লাপাড়ায় নৌকা মার্কার শোডাউন;স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মারপিট, বাড়ী-ঘর ভাংচুর।

    রাজু আহমেদ সাহান,স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কার শোডাউনের সময় স্বতন্ত্র প্রার্থীর সমর্থদের মারপিট, বাড়ী-ঘর ভাংচুরের অভিযোগ করা হয়েছে।

    বুধবার উল্লাপাড়ার বাঙ্গালায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন করায় আ’লীগ দলীয় নৌকা মার্কার প্রার্থীর শোডাউনের সময় এছাহাক নামের এক ব্যক্তিকে মারপিট ও তার বাড়ী-ঘর ভাংচুর করা হয়। এ ঘটনায় এছাহাক বাদী হয়ে উল্লাপাড়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

    উল্লাপাড়া মডেল থানায় এছাহাক আলীর অভিযোগ সুত্রে জানা গেছে, উল্লাপাড়ার বাঙ্গালায় বীর মুক্তিযোদ্ধা কেফায়েত উল্লাহ আ’লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে ঘোড়া মার্কা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করিতেছে।

    ইউনিয়নের পিয়ারাপুর মোহনপুর গ্রামের এছাহাক আলী তার সমর্থক হয়ে ঘোড়া মার্কার কাজ করা অপরাধে বুধবার আ’লীগ দলীয় নৌকা মার্কার প্রার্থী সোহেল রানার শোডাউনের সময় নৌকার প্রার্থী ও সমর্থকেরা এছাহাক আলীর ছেলে আবু হাশেম ও তার ভাতিজা রাজুকে বেদম মারপিট করে।

    এ সময় এছাহাক আলীর বাড়ী-ঘর ও আসবাব ভাংচুর করা হয়। এ ঘটনায় এছাহাক আলী ১০ জন নামীয় ও ২০ জনকে অজ্ঞাত নামা আসামি করে থানার একটি অভিযোগ দায়ের করেছেন।

    অভিযুক্ত চেয়ারম্যান প্রার্থী সোহেল রানার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন ধরেননি।

    উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির জানান, এছাহাক আলীর লিখিত অভিযোগ পাওয়া গেছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।