Tag: উল্লাপাড়া

  • উল্লাপাড়ায় চুড়ান্ত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত।

    উল্লাপাড়ায় চুড়ান্ত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত।

    উল্লাপাড়ায় চুড়ান্ত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত


    “মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত উল্লাপাড়া” প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার বিকেলে উল্লাপাড়ায় অনুষ্ঠিত হয় আন্তঃ স্কুল বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। উপজেলা পরিষদ চত্বরে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন। উল্লাপাড়া উপজেলা প্রশাসন এ প্রতিযোগিতার আয়োজন করে।

     

    বিতর্কের বিষয় ছিল ‘অধ্যবসায় নয়, কেবলমাত্র মেধাই পরীক্ষায় ভালো ফলাফলের উপায়’। চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হয় ধরইল বালিকা উচ্চ বিদ্যালয় দল। রানার আপ হয় পাগলা বোয়ালিয়া উচ্চ বিদ্যালয় দল। এতে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছে ধরইল বালিকা উচ্চ বিদ্যালয় দলের দলনেতা বিনিতা সরকার শ্রাবন্তী।

     

    বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর ছিলেন অধ্যাপক শামীম হাসান এবং সময় নিয়ন্ত্রন ও পরিচালনায় ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইউসুফ আলী মন্টু। এতে বিচারক ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ বায়েজিদ আলম, কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমী ও প্রাণি সম্পদ কর্মকর্তা মোঃ মোর্শেদ আলী।

     

    অনুষ্ঠানে কৃতি বিতার্কিকদের মধ্যে পুরুষ্কারের চেক ও ক্রেষ্ট তুলেদেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি, ইউএনও উজ্জল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না ও মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা।

  • উল্লাপাড়ায় স্কুল ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগ।

    উল্লাপাড়ায় স্কুল ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগ।

    উল্লাপাড়ায় স্কুল ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগ।


    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৮ম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে বিদ্যালয় হতে যাওয়া আসার পথে শ্লীলতাহানী করায় মঙ্গলবার সন্ধায় উল্লাপাড়া থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী ওই স্কুল ছাত্রীর পিতা।

    থানায় অভিযোগ সুত্রে ভুক্তভোগীর পিতা জানায়, আমার মেয়ে বাড়ী হতে প্রায় দিন যাতায়াত পথে বিবাদী শফিকুল ইসলাম বিভিন্ন সময় রাস্তায় উত্যক্তসহ অশ্লীল কথা বার্তা ও যৌন কামনার প্রস্তাব দেয় । বিষয়টি আমাকে জানালে আমি বিবাদী শফিকুল ইসলামকে মৌখিক ভাবে শাসন করিয়া দেই । কিন্তু শাসন করার পরে আরও বেপরোয়া হয়ে গত সোমবার ( ২১ মার্চ) সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে উপজেলার মোহনপুর ইউনিয়নের দহকুলা ব্রীজের রাস্তা থেকে এলাকার সুদ ব্যবসায়ী শফিকুল ইসলাম অসৎ উদ্দেশ্য মটর সাইকেল যোগে স্কুল ছাত্রীকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় মেয়েটির চিৎকারে তার মা ও ভাতিজা বেড়িয়ে এসে অভিযুক্ত শফিকুল ইসলামের হাত থেকে মেয়েকে উদ্ধার করে এবং এলাকাবাসী এগিয়ে আসলে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় শফিকুল । অভিযুক্ত শফিকুল ইসলাম ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার পর পরবর্তী সময়ে মেয়েটিকে উঠিয়ে নেওয়া ও মারধর করার হুমকি প্রদান করে। আমি এখন আমার জীবন ও মেয়েকে নিয়ে জীবনাশের ভয়ে আছি ।

    এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ন কবির জানান , এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি । অভিযোগের প্রেক্ষিতে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে ।

    উল্লেখ্য , অভিযুক্ত শফিকুল ইসলাম এলাকায় মেয়েদের উত্যক্ত ও দাঙ্গাবাজী করে আসছে বহুদিন ধরে তাকে । তার বেপরয়া সন্ত্রাসী কার্যকলপে বাদ যায়নি সদ্য মোহনপুর ইউপি সদস্য ও আওয়ামীলীগের ৩নং ওয়ার্ডের সভাপতি সেলিম পারভেজ রঞ্জু । তাকে সঙ্গী সাথী নিয়ে বেধম মারধর করার ফলে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ।

  • উল্লাপাড়ায় জহুরা-মহিউদ্দিন খান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা।

    উল্লাপাড়ায় জহুরা-মহিউদ্দিন খান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা।

    উল্লাপাড়ায় জহুরা-মহিউদ্দিন খান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা।


    উল্লাপাড়ায় জহুরা -মহিউদ্দিন খান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলে করিম এর বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । ২১ মার্চ সোমবার বেলা ১২ টায় জহুরা- মহিউদ্দিন খান বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির আয়োজনে অত্র বিদ্যালয় চত্ত্বরে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    এর আগে জহুরা -মহিউদ্দিন খান বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ মোঃ আব্দুল বাতেন হিরু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম শামসুল হক, পাগলা বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান মিজান,অত্র বিদ্যালয়ের বিদায়ী প্রধান শিক্ষক মোঃ ফজলে করিম, সিরাজগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুফ উল্লাপাড়া এর সাধারণ সম্পাদক সাব্বিরুল ইসলাম, মানপত্র পড়েন অত্র বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আখি মনি, অত্র শিক্ষা প্রতিষ্ঠানের বিদ্যুৎসাহি সদস্য উপজেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোছাঃ লাভলী পারভীন, সাবেক পৌর কাউন্সিল উপজেলা কৃষকলীগের সভাপতি আলাউদ্দীন তালুকদার,খাদিজা সাইদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল করিম হিরা, অত্র বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক শামসুল হক, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মহারম আলী প্রমুখ।

  • উল্লাপাড়ায় তৃণমূল আ’লীগের উদ্যোগে জাতির পিতার জম্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন।

    উল্লাপাড়ায় তৃণমূল আ’লীগের উদ্যোগে জাতির পিতার জম্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন।

    উল্লাপাড়ায় তৃণমূল আ’লীগের উদ্যোগে জাতির পিতার জম্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন।


    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে উপজেলার তৃণমূল আ’লীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জম্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, বিকেলে পৌর টার্মিনালে কেক কর্তন ও আলোচনা সভার আয়োজন করে।

    উল্লাপাড়া তৃণমূল আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শিশু দিবসে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোকলেছুর রহমান ডাবলু’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম শফি, বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র এস এম নজরুল ইসলাম।

    এ সময় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা মোঃ মাহবুব সরোয়ার বকুল, মোঃ জাহেদুল হক, আসাদুল হক, নবী নেওয়াজ খান বিনু, মাছুম সরকার, শফিউল আলম হ্যাভেন, স্বপন সরকার, তারেকুল ইসলাম, মাসুদ রানা সহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।

  • উল্লাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতির পিতার জম্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন।

    উল্লাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতির পিতার জম্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন।

    উল্লাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতির পিতার জম্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন।


    উল্লাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০২তম জম্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। ১৭ মার্চ বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। আয়োজিত সকল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়ার জাতীয় সংসদ সদস্য জননেতা তানভীর ইমাম।

    জাতীয় শিশু দিবসে সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, বেলুন উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন, কেক কর্তন, আলোচনা সভা, মুক্তিযোদ্ধা ও স্কুল শিক্ষার্থীদের অংশ গ্রহনে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

    উল্লাপাড়া উপজেলা প্রশাসন আয়োজিত জাতীয় শিশু দিবসে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শফিকুল ইসলাম শফি, উপজেলা ভাইস চেয়ারম্যান মো, মুনিরুজ্জামান পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান রীবলী ইসলাম কবিতা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ হুমায়ুন কবির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফয়সাল কাদের রুমি ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মীর আরিফুল ইসলাম উজ্জ্বল প্রমুখ।
    মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠন, সরকারি-বেসরকারি অফিস, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০২তম জম্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের সকল অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।

  • উল্লাপাড়ায় ২৪ প্রহর ব্যাপী মহানামযজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তনের সমাপনী।

    উল্লাপাড়ায় ২৪ প্রহর ব্যাপী মহানামযজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তনের সমাপনী।

    উল্লাপাড়ায় ২৪ প্রহর ব্যাপী মহানামযজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তনের সমাপনী।


    ‘মানব কল্যাণে, মনুষ্যত্বের মহাধর্ম সমুন্নত রাখার সংকল্পে ও সৌভ্রাতৃত্ব সংস্থাপন’ এই শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শ্রী শ্রী গোপাল জিউ মন্দিরে ২৪ প্রহর ব্যাপী অখন্ড মহানামযজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। লীলা কীর্তনের মধ্যদিয়ে বুধবার রাতে অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জানিয়েছেন উল্লাপাড়ার জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম।

    সমাপনী অনুষ্ঠানে এ সময় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফয়সাল কাদের রুমি, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান হাফিজ, এস. এম. জাহিদুজ্জামান কাকন, সাংগঠনিক সম্পাদক মীর আরিফুল ইসলাম উজ্জ্বল সহ হিন্দু কমিউনিটির নেতৃবৃন্দু ও আ’লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

    ৫ দিনব্যাপী নাম ও লীলা কীর্তনে ফরিদপুরের ব্রজ কিশোর সম্প্রদায়, গোপালগঞ্জের শিব শক্তি সম্প্রদায়, রাজবাড়ী শিব মন্দির সম্প্রদায়, বাগেরহাটের ভাই বোন সম্প্রদায়, গোপালগঞ্জের বাসনা সম্প্রদায়, নওগাঁর নরোত্তম দাস, যশোরের উত্তমানন্দ দাস সহ ভারত নবদ্বীপের মিতা মন্ডল অনুষ্ঠানের পরিবেশনায় অংশ নেয়।
    অনুষ্ঠানে প্রতিদিন সনাতন ধর্মাবলম্বীদের হাজার হাজার ভক্ত ও অনুরাগীরা উপস্থিত ছিলেন।

  • উল্লাপাড়ায় কিশোরী গণধর্ষণের শিকার-২ ধর্ষক গ্রেফতার।

    উল্লাপাড়ায় কিশোরী গণধর্ষণের শিকার-২ ধর্ষক গ্রেফতার।

    উল্লাপাড়ায় কিশোরী গণধর্ষণের শিকার-২ ধর্ষক গ্রেফতার।


    উল্লাপাড়ায় চাচার বিয়ে খেয়ে বাড়ি ফেরার পথে ১১ বছর বয়সী এক কিশোরী গণধর্ষণের স্বীকার হয়েছে । ঘটনাটি ঘটেছে উল্লাপাড়া উপজেলার দূর্গানগর ইউনিয়নের ইসলামপুর দক্ষিণ পাড়া গ্রামে । ওই কিশোরী ইসলামপুর দক্ষিণ পাড়া গ্রামের মোঃ চাঁদ আলীর মেয়ে । কিশোরীর বাবা বাদী হয়ে উল্লাপাড়া মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে ।

    মামলা সুত্রে জানা যায় সোমবার বেলা আড়াই টার সময় দাদার বাড়ি থেকে চাচার বিয়ে খেয়ে নিজ বাড়িতে ফেরার পথে ইসলামপুর দক্ষিণ পাড়া নুর ইসলামের তাঁত কারখানার কাছে পৌঁছালে ২ তাঁত শ্রমিক মোঃ গোলাম ও নূর ইসলাম ওই কিশোরীর মুখে গামছা পেঁচিয়ে জোরপূর্বক তুলে নিয়ে পার্শ্ব বর্তী পরিত্যাক্ত বাড়ির দালানের রুমে নিয়ে জোরপূর্বক পালাক্রোমে দুই বন্ধু মোঃ গোলাম ও নূর ইসলাম ধর্ষণ করে ।

    কিশোরীর আত্মচিৎকারে পাশের বাড়ির মানুষ ঘটনা স্থলে পৌঁছে দেখে কিশোরী ঘরের মেঝেতে রক্তান্ত অবস্থায় পরে আছে।

    এ সময় গোলাম ও নূর ইসলাম ঘটনার স্থল থেকে সুকৌশলে পালিয়ে যায় । কিশোরীকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাডপাতালে ভর্তি করে দেয় ।১৫ মার্চ সোমবার রাতে এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানায় মামলা দায়ের হওয়ার পর থানা পুলিশ ওই ২ ধর্ষককে গ্রেফতার করেছে ।

    এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ হুমায়ন কবির জানান ধর্ষণের ঘটনা সত্য । মামলা দায়ের পর পরই ওই ২ ধর্ষককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে । ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষা করার জন্য সিরাজগঞ্জ সদর হাডপাতালে প্রেরণ করা হয়েছে ।

  • উল্লাপাড়ায় সড়ক নির্মাণে দ্বন্দ্ব,সংঘর্ষে প্রাণ গেল দিনমজুরের।

    উল্লাপাড়ায় সড়ক নির্মাণে দ্বন্দ্ব,সংঘর্ষে প্রাণ গেল দিনমজুরের।

    উল্লাপাড়ায় সড়ক নির্মাণে দ্বন্দ্ব,সংঘর্ষে দিনমজুর নিহত।


    সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের কালাসিংহবাড়ী গ্রামে একটি সড়ক নির্মাণের সময় শ্রমিকদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে মোহাম্মদ আলী (৪২) নামে এক দিনমজুর নিহত হন। নিহত মোহাম্মদ আলী উপজেলার কালাসিংহবাড়ী গ্রামের মৃত শাহ আলী শেখের ছেলে।

    উল্লাপাড়া মডেল থানার উপ পরিদর্শক সাহেব গণি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উল্লাপাড়া উপজেলা পূর্ণিমাগাঁতী ইউনিয়নের পাগলা বাজার থেকে মোড়দহ পর্যন্ত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের রাস্তা তৈরির কাজ চলছিল। রাস্তায় নিয়োজিত মাটিকাটা শ্রমিকেরা উপজেলার কালাসিংহবাড়ী গ্রামে সোমবার দুপুরে রাস্তার ড্রেসিং করা মাটি খাল থেকে তুলতে গেলে জমির মালিকেরা বাধা দেয়। এতে জমির মালিক ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় প্রতিপক্ষের মারপিটে মোহাম্মদ আলী নামের এক শ্রমিক গুরুতর আহত হন। আহতের স্বজনেরা মুমূর্ষ অবস্থায় রোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

    তবে স্থানীয়দের অভিযোগ, রাস্তাটি তৈরি করতে এলজিইডির শ্রমিকেরা পার্শ্ববর্তী ব্যক্তি মালিকানাধীন জমি কেটে সড়কে মাটি নিচ্ছিলেন। এতে তারা প্রতিবাদ জানালেও শ্রমিকরা একই কাজ পুণরায় করায় সংঘর্ষ বাঁধে।

    ওসি হুমায়ুন কবির বলেন, নিহত মোহাম্মদ আলীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। এখন পর্যন্ত এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ ও মামলা দেয়নি। অভিযোগের আদলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

  • উল্লাপাড়ায় মামলাবাজ ঘর জামাইয়ের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন ও বিক্ষোভ।

    উল্লাপাড়ায় মামলাবাজ ঘর জামাইয়ের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন ও বিক্ষোভ।

    উল্লাপাড়ায় মামলাবাজ ঘর জামাইয়ের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন ও বিক্ষোভ।


    সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মৈত্র বড়হর গ্রামের মামলাবাজ লম্পট ঘর জামাই আব্দুল আলীমের বিরুদ্ধে গ্রামবাসী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচি পালন করেছে। রোববার দুপুরে গ্রামটিতে বিক্ষুব্ধ গ্রামবাসী আধাঘন্টা ব্যাপী এ কর্মসুচি পালন করে।

    কর্মসূচিতে সাবেক ইউপি মেম্বর শহিদুল ইসলামের সভাপতিত্বে কৃষক আবুল কালাম আজাদ, মাতব্বর হায়দার আলী, আনোয়ার হোসেন, ঠান্ডু মিয়া, গৃহবধু বন্যা খাতুন প্রমুখ বক্তব্য রাখেন।

    বক্তারা বলেন, উল্লাপাড়া প্রত্যন্ত আগদিঘল গ্রামের বাসিন্দা সরকারী চাকুরিচ্যুত আব্দুল আলীম গত ৪ বছর আগে দ্বিতীয় বিয়ে করে মৈত্র বড়হরে বাস করছে। এরপর থেকে তিনি নিজেকে প্রশাসনের লোক পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করে নারীর সম্ভ্রমহানীর চেষ্টা থেকে শুরু করে মানুষকে নানা ভাবে ভয়ভীতি দেখাচ্ছে। মাঝে-মাঝে মিথ্যা মামলা দিয়েও হয়রানী করছে নিরাপরাধ মানুষকে। বর্তমানে তার কাছে গ্রামবাসী জিম্মী হয়ে পড়েছে। আমরা তার বিরুদ্ধে এই মানববন্ধনের মাধ্যমে সরকারী ভাবে দ্রুত ব্যবস্থা নেবার পাশাপাশি মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানাচ্ছি।

    পরে গ্রামের শতাধীক নারী-পুরুষ ঘর জামাই আব্দুল আলীমের বিরুদ্ধে এক বিক্ষোভ মিছিল বের করে।

    এদিকে আব্দুল আলীম তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে জানান, এই গ্রামের লোকজন আমাদের নানা ভাবে অত্যাচার করে চলেছে। তাই দোষীদের বিরুদ্ধে মামলা করেছি। মামলা তুলে নেবার জন্য তারা নানা ভাবে চাপ দিচ্ছে। তাদের কথা না মানায় তারা ঐ কর্মসুচি করেছে।

    উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবীর জানান, দুই পক্ষের মধ্যে একটি মামলা নিয়ে দ্বন্দ্ব চলছে। গ্রামবাসী মানববন্ধনে যে অভিযোগ করেছে তা ক্ষতিয়ে দেখা হবে।

  • উল্লাপাড়ায় মেয়েকে হত্যা পর পিতার আত্মহত্যা।

    উল্লাপাড়ায় মেয়েকে হত্যা পর পিতার আত্মহত্যা।

    উল্লাপাড়ায় মেয়েকে হত্যা পর পিতার আত্মহত্যা।


    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করার পর পিতার আত্মহত্যার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার সকালে উপজেলার বাঙ্গালা ইউনিয়নের বিনায়েকপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির জানান।

    নিহতরা হলেন, বিনায়েকপুর গ্রামের মোঃ আব্দুর রশিদ মাস্টারের ছেলে মঞ্জুরুল হক রাজিব (৩৭) ও তার মেয়ে ২য় শ্রেণীর শিক্ষার্থী তানসিম খাতুন রাকা (৮)। সে উপজেলার ধরইল বাজারে অবস্থিত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তার স্ত্রী ইসমোতারাও শিক্ষকতা পেশায় জড়িত।

    হুমায়ন কবির আরো বলেন, সম্প্রতি রাজিব একটি জমি ক্রয় করে কিন্তু সেই জমি বুঝে না পাওয়ায় সে মানুষিকভাবে অসুস্থ হয়ে পরে । এ অবস্থায় শনিবার সকাল ৯টার দিকে নিজের বসত ঘরের একটি কক্ষে নিজের মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করার পর পিতা রাজিব একই কক্ষের ভিতরে গলায় দড়ি দিয়ে তিনিও আত্মহত্যা করেন। এর আগেও তার মেয়েকে হত্যার চেষ্টা করছিলেন রাজীব।

    সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে । ময়নাতদন্তের পর ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে তিনি জানান।