Tag: উল্লাপাড়া

  • উল্লাপাড়া পৌরসভার  রাস্তার পাকাকরণ কাজের উদ্বোধন।

    উল্লাপাড়া পৌরসভার  রাস্তার পাকাকরণ কাজের উদ্বোধন।

    উল্লাপাড়া পৌরসভার  রাস্তার পাকাকরণ কাজের উদ্বোধন।


    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রাস্তার পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। ৩ জুলাই রবিবার সকালে পৌরসভার কাওয়াক মহল্লার কবরস্থান হইতে সিবু সর্দারের বাড়ী পর্যন্ত রাস্তার পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র এস এম নজরুল ইসলাম।

    উদ্বোধন অনুষ্ঠানে এ সময় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আজিজুল ইসলাম শাহআলম, পৌর প্রকৌশলী সাফিউল কবির, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ মোঃ মাসুদ রানা, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ তোফায়েল ইসলাম বকুল, ছাত্রলীগ নেতা মোঃ স্বপন আকন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    এডিপি প্রকল্পের আওতায় সাড়ে চার লাখ টাকা ব্যয়ে এই রাস্তা ও কাওয়াক কবরস্থান সংস্কারের কাজ সম্পন্ন করা হচ্ছে।

  • উৎপল হত্যার প্রতিবাদে উল্লাপাড়ায় বাকশিসের মানবন্ধন ও সমাবেশ।

    উৎপল হত্যার প্রতিবাদে উল্লাপাড়ায় বাকশিসের মানবন্ধন ও সমাবেশ।

    উৎপল হত্যার প্রতিবাদে উল্লাপাড়ায় বাকশিসের মানবন্ধন ও সমাবেশ।


    সিরাজগঞ্জের উল্লাপাড়া প্রেস ক্লাবের সামনে কলেজ শিক্ষক উৎপল হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    ২ জুলাই শনিবার সকাল ১১ টার সময় সিরাজগঞ্জ জেলা কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) এর উদ্যোগে আয়োজিত মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশে উল্লাপাড়াসহ সিরাজগঞ্জের বিভিন্ন কলেজের প্রায় ৩ শতাধিক শিক্ষক ও উল্লাপাড়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ গ্রহন করে।

    এসময় উল্লাপাড়া উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি ও এইচ টি ইমাম গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও এইচ টি ইমাম ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আবু জাফর এর সঞ্চাচলনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাকশিস সিরাজগঞ্জ শাখার সভাপতি বদিউর রহমান, সাধারণ সম্পাদক ইকবাল সরকার, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, সংগঠনের কামারখন্দ শাখা সভাপতি হাসানুর রহমান, বেলকুচি শাখার সভাপতি নজরুল ইসলাম, শাহজাদপুর শাখার সভাপতি রুহুল আমিন,শিক্ষক নেতা আলপনা ভৌমিক, সালাউর রহমান, রফিকুল ইসলাম খোকন, আব্দুল খালেক, নিহত উৎপলের ভাই অলক বন্ধু সরকার,ফাহিমা তন্বী প্রমুখ।

    প্রতিবাদ সমাবেশে নিহত উৎপলের বৃদ্ধা মা গীতা রানী সরকার মোবাইল ফোনে অংশ নিয়ে প্রধান মন্ত্রীর কাছে তার পুত্র হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। প্রতিবাদ সমাবেশে বক্তারা শিক্ষাঙ্গনে শিক্ষকদের মর্যাদা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে উৎপল হত্যা মামলা বিশেষ ট্রাভুনাল আদালতে স্থানান্তর করে ঘাতক আশরাফুল ইসলাম জিতু’র ফাঁসি দাবি করেন।

  • উল্লাপাড়ায় আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

    উল্লাপাড়ায় আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

    উল্লাপাড়ায় আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।


    সারাদেশের ন্যায় নানা আয়োজনের মধ্য দিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপমহাদেশের অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

    বৃহস্পতিবার ২৩ জুন প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

    পৌরশহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা। র্সব শেষে দলীয় কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন তারা।

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফয়সাল কাদের রুমি,সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শফিকুল ইসলাম শফি, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা,যুগ্ন সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ,সাংগঠনিক সম্পাদক আরিফ বিন হাবিব ও মনিরুজ্জামান পান্না, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হেদায়েত আহমেদ এলান, কাজী এহসানুল হাসান সন্টুসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

  • উল্লাপাড়ায় প্রতিবন্ধী স্কুল ছাত্রের লাশ উদ্ধার।

    উল্লাপাড়ায় প্রতিবন্ধী স্কুল ছাত্রের লাশ উদ্ধার।

    উল্লাপাড়ায় প্রতিবন্ধী স্কুল ছাত্রের লাশ উদ্ধার।


    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রতিবন্ধী স্কুল ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। উল্লাপাড়ার মডেল থানা পুলিশ উপজেলার বাঙ্গালা ইউনিয়নের ধরইল গ্রাম থেকে শনিবার ১১ জুন দুপুরে প্রতিবন্ধী আকুল ইসলাম (১৯) এর ঝুলন্ত লাশ তার নিজ ঘর থেকে উদ্ধার করেছে।নিহত প্রতিবন্ধী একই গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।সে ঢাকার বনানীর একটি প্রতিবন্ধী স্কুলে লেখাপড়া করত।নিহতের পরিবার এই মৃত্যুর কারণ জানাতে পারেনি।

    উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক মোঃ শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান,শনিবার ১১ জুন দুপুরে স্থানীয়দের মারফত মৃত্যুর সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করা হয় পরে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবার ও স্থানীয়দের মাধ্যমে এই মৃত্যুর রহস্য জানা যায়নি।তবে মৃত্যুর রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

    উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রির্পোট পেলে মৃতুর আসল রহস্য জানা যাবে।

  • উল্লাপাড়ায় সুষ্ঠু নির্বাচনের লক্ষে উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ মহড়া।

    উল্লাপাড়ায় সুষ্ঠু নির্বাচনের লক্ষে উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ মহড়া।

    উল্লাপাড়ায় সুষ্ঠু নির্বাচনের লক্ষে উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ মহড়া।

    উল্লাপাড়া প্রতিনিধিঃ নির্বাচন সুষ্ঠু, সহিংসতা রোধ এবং সাধারণ ভোটার যেন নির্ভয়ে তাদের ভোট প্রয়োগ করতে পারে সেই লক্ষে শুক্রবার বিকেলে উল্লাপাড়া উপজেলা প্রশাসন ও পুলিশ যৌথ মহড়া করেছে। আগামী ১৫ জুন উপজেলার বড়হর ইউনিয়নে (ইভিএমএ) নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে ঘিরে যেন কোন পক্ষ আইনশৃঙ্খলা ভঙ্গ, ভোটের পরিবেশ নষ্ট না করতে পারে এবং সাধারণ ভোটার যেন তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে এজন্য প্রশাসন ও পুলিশ নির্বাচনী এলাকায় এ মহড়া দেন। একই সঙ্গে বড়হর ইউনিয়নের নির্বাচনী এলাকায় এ ব্যাপারে মাইকিং করা হচ্ছে।

    এই যৌথ মহড়ায় উপস্থিত ছিলেন, উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন, মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির, পরিদর্শক (তদন্ত) এনামুল হক ও মডেল থানায় কর্মরত পুলিশ সদস্যরা।

    উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন জানান, আগামী ১৫ জুন বড়হর ইউনিয়নে ভোট সুষ্ঠুভাবে পরিচালনা করতে প্রশাসনের পক্ষ থেকে সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রার্থীরা যেন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন না করতে পারে এজন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং স্ট্রাইকিং ফোর্স কাজ করছে। জনসাধারণ যেন নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারে এজন্য প্রশাসন নির্বাচনী এলাকায় সবসময় কাজ করে যাচ্ছে।

  • উল্লাপাড়ার প্রশিক্ষণার্থী যুব মহিলাদের বিনামূল্যে  সেলাই মেশিন বিতরণ।

    উল্লাপাড়ার প্রশিক্ষণার্থী যুব মহিলাদের বিনামূল্যে  সেলাই মেশিন বিতরণ।

    উল্লাপাড়ার প্রশিক্ষণার্থী যুব মহিলাদের বিনামূল্যে  সেলাই মেশিন বিতরণ।


    আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উল্লাপাড়ার সলপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমানের উদ্যোগে ১৬ জন প্রশিক্ষণার্থী যুব মহিলার মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। রবিবার সকালে পরিষদ হল রুমে এ সমস্ত সেলাই মেশিন বিনামূল্যে বিতরণ করা হয়।

    চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান জানান, আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বেকার যুব মহিলাদের স্বনির্ভর করতে গত তিন বছর ধরে পরিষদ হল রুমে নিজস্ব উদ্যোগে ধাপে ধাপে সেলাই প্রশিক্ষণ কর্মশালার ব্যবস্থা নেওয়া হয়। সমুদয় কর্মশালায় প্রায় দুই শত যুব মহিলা অংশ নেয়। প্রশিক্ষণার্থীদের মধ্যে কর্মশালা পরিচালনা করেন উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর। যে সমস্ত প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ নিয়ে উপকরণের অভাবে কর্মসংস্থানের সৃষ্টি করতে পারছে না, সেই সব যুব মহিলাদের মধ্যে সলপ ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান রবিবার সকালে ১৬ টি সেলাই মেশিন বিনামুল্যে বিতরণ করেন।

    এ সময় প্রশিক্ষণার্থী যুব মহিলারা ছাড়াও ইউপি সদস্য সেখ জিল্লুর রহমান, মোঃ আব্দুল আজিজ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবিন্দু উপস্থিত ছিলেন।

  • নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে উল্লাপাড়ায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণীজন সংবর্ধনা।

    নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে উল্লাপাড়ায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণীজন সংবর্ধনা।

    নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে উল্লাপাড়ায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণীজন সংবর্ধনা।


    শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যুব সংঘের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়ার সহকারি কমিশনার (ভুমি) ইশরাত জাহান। এতে বরেণ্য নজরুল সংগীত শিল্পী সালামত হোসেন চৌধুরী রিনা কে সংবর্ধনা দেওয়া হয়।

    নজরুলের কর্মময় জীবন ও সৃষ্টিশীল দর্শনের উপর জম্মজয়ন্তী ও সংবর্ধনা অনুষ্ঠানে টি. এম গোলাম মোহাম্মদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সরকারি আকবর আলী কলেজের সহকারি অধ্যাপক মোঃ শামীম হাসান, আলোচক প্রধান শিক্ষক মীর আব্দুল হান্নান, উল্লাপাড়া থিয়েটারের পরিচালক মোঃ মজিবুর রহমান সবুজ ও সংবর্ধিত গুণীজন সংগীত শিল্পী সালামত হোসেন চৌধুরী রিনা।

    অনুষ্ঠানে সংগীত শিল্পী রিলা চৌধুরী পরিচালিত “এসো গান শিখি” পরিবারের সংগীত শিল্পীরা এতে কবিতা আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশন করেন। এছাড়াও বাংলাদেশ বেতার ও টেলিভিশনের সংগীত শিল্পীরা এতে গান পরিবেশন করেন। সংবর্ধিত শিল্পী ও আমন্ত্রিত অতিথিদের ফুলের তোড়া, ক্রেস্ট ও উত্তরী দিয়ে বরণ করে নেন এসো গান শিখি পরিবারের শিল্পী এবং আয়োজিত সংগঠন যুব সংঘের সদস্যরা। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট নজরুল অনুরাগী সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিক্ষক ও সাংবাদিক রাজু আহমেদ সাহান।

  • উল্লাপাড়ায় ট্রাক-লেগুনা সংঘর্ষে নিহত-৫,এলাকায় বইছে শোকের মাতাম।

    উল্লাপাড়ায় ট্রাক-লেগুনা সংঘর্ষে নিহত-৫,এলাকায় বইছে শোকের মাতাম।

    উল্লাপাড়ায় ট্রাক-লেগুনা সংঘর্ষে নিহত-৫,এলাকায় বইছে শোকের মাতাম।

    সিরাজগঞ্জের উল্লপাড়ায় পাথর বোঝাই ট্রাক-লেগুনা সংঘর্ষে ৫ জন ধান কাটা শ্রমিক নিহত হয়েছে। এঘটনায় গুরুত্বর আহত হয়েছে  আরো ৬ জন। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বিকেলে নিহতদের বাগাতিপাড়া গ্রামের বাড়ি বইছে শোকের মাতাম।

    বৃহস্পতিবার ২৬ মে সকালে উপজেলার ঢাকা-বনপাড়া মহাসড়কের রামারচর এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় নিহত ও আহত সবাই ধান কাটা শ্রমিক। তারা ধান কাটা শেষে টাঙ্গাইল থেকে বাড়ি যাওয়ার পথে এ দুর্ঘটনায় কবলিত হয়।
    এ দুর্ঘটনায় নিহতরা হলেন- নাটোর জেলার বাগাতিপাড়া থানার ছোটপাকা গ্রামের আবুল হোসেনের ছেলে মনির হোসেন(৩৪),আব্দুল মজিদের ছেলে মকুল হোসেন (৩৫), একই এলাকার  বাসাবাড়িয়া গ্রামের ইজাল হকের ছেলে আব্দুল হালিম(৩৬) জমির উদ্দিনের ছেলে মকবুল হোসেন (৩৫), ও গুরুদাসপুরের জুমাইগর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে হায়দার আলী (৪২)।
    হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, বৃহস্পতিবার ভোররাতের দিকে হাটিকুমরুল গোলচত্বর থেকে যাত্রী নিয়ে একটি লেগুনা নাটোরের দিকে যাচ্ছিল। ঢাকা-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থাবার রামারচর গোজা পৌঁছলে বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত ও ৬ জন আহত হয়। আহতদের সিরাজগঞ্জ সদর ও রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। পরে আহতদের মধ্যে আরও একজন মারা যান। দুর্ঘটনা কবলিত লেগুনা ও ট্রাক হাটিকুমরুল হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। নিহতদের লাশ নাটোরের বাগাতিপাড়া স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
  • উল্লাপাড়ায় পৃথক অভিযানে শীর্ষ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    উল্লাপাড়ায় পৃথক অভিযানে শীর্ষ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    উল্লাপাড়ায় পৃথক অভিযানে শীর্ষ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার।


    সিরাজগঞ্জে উল্লাপাড়ায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১২’র সদস্যরা মাদক বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে ১৮ কেজি সাড়ে ৮’শ গ্রাম গাঁজা ও ২৯৬ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন।

    এ সময় মাদক ক্রয়বিক্রয়ের কাজে ব্যবহৃত ৪ টি মোবাইল সেট নগদ সাড়ে ৯ হাজার টাকা ও মাদক বহনকারী একটি ট্রাক জব্দ করা হয়েছে।

    র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১২’র মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান মঙ্গলবার ২৪ মে দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

    তিনি জানান মঙ্গলবার ২৪ মে রাত সাড়ে ১২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের গোলকপুর গ্রামের জৈবনিক রমিছা বেগমের বাড়িতে র‍্যাব-১২’র একটি অভিযানিক দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৮ কেজি সাড়ে ৮’শ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ আশাদুল সেখ(২৫)কে গ্রেফতার করা হয়।সে উপজেলার হাটিকুমরুল গ্রামের মৃত আব্দুল জলিল শেখ।বর্তমানে সে গোলকপুর গ্রামে বসবাস করে।

    গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

    একই দিনে রাত পৌনে ২ টার সময় রামারচর গ্রামে ঢাকা-বনপাড়া মহাসড়কের পাশে নেছারিয়া হোটেল এন্ড রেষ্টুরেন্টের সামনে আরাকটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে শীর্ষ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

    গ্রেফতারকৃতরা হলেন কুষ্টিয়ার ভেরামারা থানার মোঃ জাহাঙ্গীর আলমের ছেলে মোঃ জসীম উদ্দিন(২৭), ফারাকপুর চেয়ারম্যান মোড় এলাকার মৃত-কামাল উদ্দিনের ছেলে মোঃ শাহআলম(৪০) ও বাহিরচর গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে মোস্তাকিন(১৯)। চক্রটি প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে জেলার বিভিন্ন স্থানে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলো।

    মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

  • উল্লাপাড়ায় গৃহবধূর আত্মহত্যা । 

    উল্লাপাড়ায় গৃহবধূর আত্মহত্যা । 

    উল্লাপাড়ায় গৃহবধূর আত্মহত্যা । 

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাহফুজা খাতুন (৪৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

    সোমবার (২৩ মে) দুপুরের সময় উপজেলার মোহনপুর ইউনিয়নের দহকুলা গ্রামে এ ঘটনা ঘটে।
    নিহত মাহফুজা খাতুন দহকুলা গ্রামের ফজর আলীর স্ত্রী ও একই এলাকার সাতবিলা গ্রামের সুলতান মন্ডলের মেয়ে।
    স্থানীয় সূত্রে জানা যায় নিহতের স্বামী ফজর আলীর জুয়া খেলার নিয়ে পরিবারের মধ্যে ঝগড়া বিবাদ হতো। তাদের ঘরে ২ টি ছেলে ও ২ টি মেয়ে সন্তান রয়েছে। তারা বড় হয়েছে,মানুষ সমাজে চলাফেরা করতে গিয়ে বাবার সম্পর্কে নানা ধরনের কুৎসিত কথা শুনে লজ্জায় মায়ের সাথে কথা কাটাকাটি করতো।এ নিয়ে পরিবারের মধ্যে অশান্তি লেগেই থাকতো।খেলাধূলাকে কেন্দ্র করে রবিবার রাতে পরিবারের মধ্যে কলহের সৃষ্টি হয়। রাতে সবাই ঘুমিয়ে পড়লে কলহর জেরে মনের রাগে মাহফুজা সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন। ঝুলন্ত লাশ দেখে পরিবারের সদস্যরা চিৎকার শুরু করে উঠে। তাদের চিৎকারে প্রতিবেশিরা আগাইয়া এসে মাহফুজার ঝুলন্ত লাশ দেখে উল্লাপাড়া মডেল থানায় সংবাদ দেন।
    উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির এ তথ্য নিশ্চিত করে জানান স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।