Tag: উপহার

  • সিরাজগঞ্জে সন্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে ঈদ উপহার বিতরণ।

    সিরাজগঞ্জে সন্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে ঈদ উপহার বিতরণ।

    সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে ও সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায়-অসচ্ছল সাংস্কৃতিক কর্মীদের মাঝে ঈদুল আযহা উপলক্ষ্যে ঈদ উপহার বিতরন করা হয়েছে।

    মঙ্গলবার (২০ জুলাই) সকালে শহরের জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ সকল ঈদ উপহার প্রদান করা হয়।

    ঈদুল আযহা উপলক্ষ্যে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোঃ মাসুম বিল্লাহ, সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক দিলীপ গৌর, সিরাজগঞ্জ নাট্য ফেডারেশন সভাপতি মোঃ হাফিজুর রহমান সামাদ, সহ-সভাপতি ইমরান মুরাদ, সাধারন সম্পাদক মোঃ ফরিদুল ইসলাম সোহাগ,দুর্বার নাট্য গোষ্ঠী সহ-সভাপতি আলাউদ্দিন আলা,গ্রুপ থিয়েটার সংগঠন নাট্য নিকেতন সাধারন সম্পাদক মোঃ হোসেন আলী( ছোট্ট) প্রমূখসহ আরোও অনেক সাংস্কৃতিক ব্যক্তিত্ব অনেক শুভাকাঙ্ক্ষী ব্যক্তিবর্গ।

  • শুভ সংঘের উদ্যোগে কাজিপুরে ননএমপিও শিক্ষকদের ঈদুল আযাহার উপহার বিতরণ।

    শুভ সংঘের উদ্যোগে কাজিপুরে ননএমপিও শিক্ষকদের ঈদুল আযাহার উপহার বিতরণ।

    সিরাজগঞ্জের কাজিপুরে ঈদুল আযহা উপলক্ষ্যে নন এমপিও একশজন শিক্ষক কর্মচারী ও দুস্থ শিল্পীদের  ঈদ উপহার (খাদ্য সহায়তা) দিয়েছে কালেরকণ্ঠ শুভসংঘ কাজিপুর উপজেলা শাখা।

    সহায়তা সামগ্রির মধ্যে ছিলো চাল, ডাল, আলু, তেল, লবন, সেমাই, সুজি, লাচ্চা, মঙ্গলবার (২০ জুলাই) বেলা সাড়ে এগাটোয় উপজেলার শিমুলদাইড় উচ্চ বিদ্যালয় হলরুমে বিতরণ কাজের উদ্বোধন করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী।

    সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি  বলেন, শুভসংঘ শুভ কাজে সবার পাশে থাকার যে প্রত্যয় ব্যক্ত করেছে, কাজেও তার প্রমাণ রাখছেন দেশব্যাপী। শিক্ষিত এই মানুষদের (ননএমপিও শিক্ষক) পাশে দাঁড়ানোর জন্যে আমি শুভ সংঘের কাজিপুর উপজেলার শাখার সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানাই।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শুভ সংঘ কাজিপুর শাখার সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী শরিফ সোহেল।  আরও  বক্তব্য রাখেন  শুভসংঘ কাজিপুর উপজেলা শাখার উপদেষ্টা আবু শাহিন মনজু, উপদেষ্টা  বিশিষ্ট কথা সাহিত্যিকও কলামিস্ট  রিপন আহসান রিতু,  সাধারণ সম্পাদক আশকার পাইন, শিমুলদাইড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ। অনুষ্ঠানটিসঞ্চালনা করেন কালেরকণ্ঠের কাজিপুর উপজেলা প্রতিনিধি আবদুল জলিল।এ সময় উপস্থিত ছিলেন শুভ সংঘের অন্যান্য সদস্য সহ আরোও অনেকে

     

  • প্রধানমন্ত্রীর উপহার স্বপ্নের ঘর মেরামতের কাজ সহকারি কমিশনার ভূমি’র নজরদারিতে।

    প্রধানমন্ত্রীর উপহার স্বপ্নের ঘর মেরামতের কাজ সহকারি কমিশনার ভূমি’র নজরদারিতে।

    বগুড়া শেরপুরের কয়েরখালি করোতোয়া খালের পাড়ে নির্মিত আশ্রয়ন প্রকল্প-২’র আওতায় মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীনদের জন‍্য বরাদ্দ মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া উপহার ক্ষতিগ্রস্ত স্বপ্নের ঘর মেরামতের কাজ নজরদারিতে রেখেছেন শেরপুরের সহকারি কমিশনার ভুমি।দাপ্তরিক অন‍্যান‍্য কাজের গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেই কঠোর নজরদারিতে প্রতিনিয়ত ব‍্যস্ত সময় পার করছেন শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃসাবরিনা শারমিন।

    বগুড়া জেলা প্রশাসক মো. জিয়াউল হকের নির্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলামের তত্বাবধানে সংস্কার কাজ শুরু থেকে প্রত‍্যহ রোদ বৃষ্টি উপেক্ষা করে মেরামত কাজ পরিদর্শন ও তদারকি করছেন উপজেলা প্রশাসনের এই নারী কর্মকর্তা ।

    সরেজমিনে বন‍্যা প্রবন শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের কয়েরখালি করোতোয়া খালের পুর্ব তীরে গিয়ে দেখা যায়, মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের ঘরের ধসে যাওয়া স্থানে বালু দিয়ে ভরাট করা হচ্ছে। সড়ক ও জনপথ বিভাগের বিটুমিনের ড্রাম আর বগুড়া পানি উন্নয়ন বোর্ডের জিও ব্যাগে বালু ভরে মাটি ধস রোধ করতে ব‍্যস্ত শ্রমিকেরা।

    আবহমান গ্রাম বাংলার জারি গান গাইতে গাইতে বাঁশের খুটি মাটিতে পুঁতে ফেলতে কাজ করে যাচ্ছে প্রায় ২৫ জনের মতো ঘাম ঝরানো একদল শ্রমিক। প্রতিদিন পরিদর্শনে যাওয়ায় প্রধানমন্ত্রীর উপহারের ঘরে থাকা মানুষগুলোর সাথে বর্তমানে অনেকটাই আপন মহিমায় মিশে গেছেন ওই কর্মকর্তা । এখানকার অসহায় মানুষ গুলোর সমস্যার কথাও শুনেন গভীর মনযোগী হয়ে। তারা প্রয়োজনেও ভীড়ছেন সদালাপি এসিল্যান্ডের নিকট।

    এছাড়াও মেরামত কাজে এলজিইডি, বগুড়া পানি উন্নয়ন বোর্ড, গণপূর্ত বিভাগ ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত থেকে সার্বক্ষণিক সহযোগিতা করে যাচ্ছেন।

    আশ্রয়ন প্রকল্পের ঘরে থাকা গৃহহীন মমতার খাতেনের সাথে সাথে কথা বললে তিনি জানান, আমরা প্রধানমন্ত্রীর ঘরপেয়ে খুশি, মাটি সরে যাওয়ার কারনে একটু ক্ষতিগ্রস্ত হয়েছিল। এখন আমাদের ঘরের মেরামত কাজ চলছে। অনেক গুরুত্ব সহকারে কাজ করছে সবাই। ক্ষতিগ্রস্থ ঘর মেরামত সুন্দর করার জন্য প্রতিদিন তিনি তদারকি করছেন।

    এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) মো. সাবরিনা শারমিন বলেন, বগুড়া জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনা মোতাবেক মেরামত কাজ নিয়মিত তদারকি করছি। প্রকল্প সংশ্লিষ্ট সকলেই আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। এ মুহূর্তে সকলের সহযোগিতা একান্ত কাম্য বলে নারী এই কর্মকর্তা আশা করেন।

  • উল্লাপাড়া পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের উদ্যোগে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ।

    উল্লাপাড়া পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের উদ্যোগে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ার পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফ’র চাউল বিতরণ করা হয়েছে।

    শনিবার (১৭ জুলাই) সকাল ১০ টার সময় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভিজিএফ’র চাউল বিতরণ কার্য্যক্রমের উদ্বোধন করেন চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ।

    ঈদুল আযহা উপলক্ষ্যে পঞ্চক্রোশী ইউনিয়নের ২ হাজার ৬’শ ২২ টি কর্মহীন, দুস্থ, অসহায় ও হতদরিদ্রের পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার প্রতিটি পরিবারকে ১০ কেজি করে ভিজিএফ’র চাউল বিতরণ করা হয়।

    সামাজিক দূরুত্ব নিশ্চিত করে ভিজিএফ’র চাউল বিতরণের পাশাপাশি করোনায় জনসচেতনতায় উপস্থিত সবার মাঝে মাস্ক বিতরণ করেন তিনি।

    পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার ভিজিএফ’র চাউল পেয়ে হতদরিদ্র মানুষগুলো দু’হাত তুলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ স্থানীয় সাংসদ তানভীর ইমামের দীর্ঘায়ু কামনা করেন।

    পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ উপস্থিত জনগনকে পবিত্র ঈদুল আযহা’র অগ্রিম শুভেচ্ছা ও সকলের মঙ্গল কামনা করে আগামীর জন্য দোয়া চাইলেন।

    ট্যাগ অফিসার সহকারি শিক্ষা অফিসার রবিউল করিম, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি জয়নাল আবেদিন বাবলু সরকার,সাবেক সাধারন সম্পাদক আতাউর রহমান ছুটুসহ ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ কৃষকলীগ সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও সকল ইউনিয়ন পরিষদের সন্মানিত সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

     

  • বগুড়ার নন্দীগ্রামে মসজিদের ইমাম ও মুয়াজ্জিন পেল ঈদ উপহার

    বগুড়ার নন্দীগ্রামে মসজিদের ইমাম ও মুয়াজ্জিন পেল ঈদ উপহার

    দেশব্যাপী করোনা পরিস্থিতি বিবেচনায় বগুড়ার নন্দীগ্রামে পৌরসভায় ৯৪ জন ইমাম-মুয়াজ্জিনদের মাঝে ঈদ উপহার দিলেন, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রানা এলএলবি।

    শনিবার(১৭ জুলাই) দুপুরে নন্দীগ্রাম বাসষ্ট্যান্ড এলাকায় দলীয় কার্যালয়ের সামনে পৌরসভার ৯ টি ওয়ার্ডের মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে এই ঈদ উপহার দেয়া হয়।

    উপহার সামগ্রীর মধ্যে রয়েছে সেমাই, চাল, মাস্ক, স্যানিটাইজার, সাবান। এছাড়া ভাটগ্রাম ও বুড়ইল ইউনিয়নের ২’শ জন অসহায় দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

    এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, পৌর আথলীগের সাধারন সম্পাদক মুকুল হোসেন, ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ, আথলীগ নেতা শফি উদ্দিন, সাইফুল ইসলাম গোলাপ, জুলফিকার আলী, কালিপদ রায়, মুক্তার হোসেন, মোজ্জামেল হক, সরফুল হক উজ্জল, আব্দুর রাজ্জাক, রেজাউল করিম, উপজেলা সেচ্ছা সেবকলীগের সাধারন সম্পাদক কামরুল হাসান সবুজ, শ্রমিকলীগের আহবায়ক এনামুল হক, যুগ্ম-আহবায়ক সানোয়ার হোসেন মিলন, আরাফাত হোসেন, যুবলীগ নেতা সুজন প্রামানিক, ফারুক হোসেন, ছাত্রলীগের সহ-সভাপতি আল নোমান নাদিম, যুগ্ম-সম্পাদক আবু তৌহিদ রাজীব, ছাত্রলীগ নেতা সজিব আহসান, আল-জাহিদ প্রমূখ।

  • নন্দীগ্রামে সংবাদকর্মীদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী উপহার দিলেন এলএলবি রানা।

    নন্দীগ্রামে সংবাদকর্মীদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী উপহার দিলেন এলএলবি রানা।

    বগুড়ার নন্দীগ্রামে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে সম্মুখসারির সংবাদকর্মীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী উপহার দিলেন বগুড়া জেলা পরিষদের সদস্য ও নন্দীগ্রান উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা এলএলবি।

    জেলা পরিষদের অর্থায়নে রোববার দুপুরে পৌর শহরের রানার চত্বরে ব্যাক্তিগত অফিসে এই সুরক্ষার উপহার সামগ্রী বিতরণ করেন তিনি। প্রতিটি প্যাকেটে মাস্ক, হ্যান্ড ওয়াশ, স্যানিটাইজার, সাবান ও পরিছন্নতার জন্য ডিটারজেন্ট পাউডার রয়েছে।

    উপহার সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম রফিক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুকুল হোসেন, আরজেএফ ও ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক আবু সাঈদ, প্রচার সম্পাদক আব্দুল আহাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মজনুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. ফজলুর রহমান, সাধারণ সম্পাদক মো. বকুল হোসেন, দপ্তর সম্পাদক ফিরোজ কামাল ফারুক, নাজির হোসেন, আখতার হোসেন দুলাল, নজরুল ইসলাম দয়া, সংবাদকর্মী মুনিরুজ্জামান মুনির, জিল্লুর রহমান রয়েল, অদৈত কুমার আকাশ, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম গোলাপ প্রমূখসহ সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • ঢাকার সাভারে করোনায় ক্ষতি গ্রস্থদের প্রধানমন্ত্রীর উপহার নগদ অর্থ বিতরণ।

    ঢাকার সাভারে করোনায় ক্ষতি গ্রস্থদের প্রধানমন্ত্রীর উপহার নগদ অর্থ বিতরণ।

    ঢাকার সাভারে করোনায় ক্ষতিগ্রস্থদের মাঝে মননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার দেওয়া উপহার নগদ অর্থ বিতরণ করলেন তেতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর।

    সোমবার ( ৫ জুলাই )দুপুরে তেতুলঝোড়া ইউনিয়ন পরিষদ চত্বরে ৩০ জনের হাতে উপহার এই নগদ অর্থ তাদের হাতে তুলে দেয়া হয়। পর্যায়ক্রমে এই ইউনিয়নের ২’শ ৮০ জন ক্ষতিগ্রস্থ মানুষের হাতে ৫’শ টাকা করে মোট ১ লাখ ৪০ হাজার টাকা তাদের মাঝে বিতরণ করা হয়েছে।

    তেতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকরুল আলম সমর জানান মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য ১ লাখ ৪০ হাজার টাকা আর্থিক সাহায্য দিয়েছেন। এই সাহায্যের টাকা পেয়ে করোনায় ক্ষতিগ্রস্থরা কিছুটা হলেও পুষিয়ে উঠতে পারবে।

    এ সময় অন্যান্যের মধ্যে আরোও উপস্থিত ছিলেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সচিব মীর মোঃ আব্দুল বারেক এবং উক্ত ইউনিয়নের সকল ইউপি সদস্যসহ স্থানীয় সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ।

  • রাজবাড়ীতে প্রধানমন্ত্রীর উপহার ঘর নির্মান প্রকল্প পরিদর্শন করলেন ইউএনও।

    রাজবাড়ীতে প্রধানমন্ত্রীর উপহার ঘর নির্মান প্রকল্প পরিদর্শন করলেন ইউএনও।

    রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের নতুনপাড়া গ্রামে মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রায়ন প্রকল্পের আওতায় ঘর নির্মানে প্রকল্প ৩ জুলাই শনিবার বিকেলে পরিদর্শন করলেন উপজেলার নির্বাহী কর্মকর্তা আজিজুল হক।

    জানা যায়, নতুনপাড়ার নতুন ব্রীজ সংলগ্ন এলাকায় মুজিব শতবর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার ২১ টি ঘর নির্মান করা হয়েছে। প্রতিটি ঘর মালিকের জন্য ২ শতাংশ করে জায়গা বরাদ্দ দেয়া হয়েছে।

    উক্ত আশ্রণ প্রকল্প পরিদর্শনের সময় আরোও উপস্থিত ছিলেন, উপজেলার পরিষদের চেয়ারম্যান ও উপজেলার আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মোস্তফা মুন্সি,উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন ফকির, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল,পৌর ছাত্র লীগের সভাপতি রাতুল আহমেদ, ও সাধারণ সম্পাদক আকাশ সাহা প্রমুখ।

  • কলাপাড়ায় প্রধানমন্ত্রীর দেয়া উপহার জমিসহ ঘরের চাবি পেল ১১০ গৃহহীন পরিবার।

    কলাপাড়ায় প্রধানমন্ত্রীর দেয়া উপহার জমিসহ ঘরের চাবি পেল ১১০ গৃহহীন পরিবার।

    মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম ২য় পর্যায় এর শুভ উদ্বোধন হয়েছে। “মুজিববর্ষের অঙ্গীকার একজন মানুষও গৃহহীন থাকবেনা – এই স্লোগানকে সামনে রেখে রবিবার সকাল সাড়ে দশটায় গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে এ কার্যক্রম ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন।

    এ সময় ২য় পর্যায়ে ৪৫৯টি উপজেলার ৫৩ হাজার তিনশত চল্লিশটি পরিবারের মধ্যে দুই শতক জমি সহ সেমিপাকা ঘর প্রদান করা হয়। এ সময় পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার ১১০টি পরিবারের মধ্যে এ জমি এবং গৃহ প্রদান করা হয়েছে।

    অনুষ্ঠানে কলাপাড়া প্রান্তে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জি এম সরফরাজ আহমেদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনা নাসরিন সীমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসানাত মো: শহীদুল হক, সহকারী কমিশনার ভূমি জগৎবন্ধু মন্ডল, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ সভাপতি এবং বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় সহ ধর্ম বিষয়ক সম্পাদক নিউ নিউ খেইন, লালুয়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস, বালিয়াতলি ইউপি চেয়ারম্যান মো: হুমায়ুন কবির, মিঠাগঞ্জ ইউপি চেয়ারম্যান হেমায়েত উদ্দিন হিরন, ধানখালী ইউপি চেয়ারম্যান মো: রিয়াজ উদ্দিন, কলাপাড়া পল্লী বিদ্যুৎ কেন্দ্র’র ডিজিএম মো: শহীদুল ইসলাম, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন মিন্টু সিকদার, কুয়কাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান বুলেট, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি ও কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সদস্যবৃন্দ, উপজেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ এবং উপকারভোগী গৃহহীন এবং ভুমিহীন পরিবারের সদস্যবৃন্দ।

    এ সময় কলাপাড়া উপজেলার সুবিধাভোগী ১১০ পরিবারের মধ্যে ৫৮ পরিবারের হাতে প্রধানমন্ত্রীর উপহার জমির দলিল এবং ঘরের চাবি তুলে দেয়া হয়েছে।

    উল্লেখ্য, দুই শতক জমি সহ সেমিপাকা ঘরের সাথে মসজিদ, কবরস্থান, স্কুল, ওয়ারিং সহ বিদ্যুৎ সংযোগ, গভীর নলকূপ, পুকুর, টয়লেট,  খেলার মাঠ এবং উপকারভোগীদের ৩২টি প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করার ব্যাবস্থা রয়েছে।

  • রাজবাড়ীতে প্রধানমন্ত্রীর উপহার( ৪৩০)টি পরিবার পেল স্বপ্নের ঠিকান।

    রাজবাড়ীতে প্রধানমন্ত্রীর উপহার( ৪৩০)টি পরিবার পেল স্বপ্নের ঠিকান।

    রাজবাড়ীতে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর দেয়া গৃহহীনদের ঘর প্রদান ।ঘর পেলো (৪৩০) গৃহহীন পরিবার। রোববার সকালে সদর উপজেলার পরিষদ মিলনায়তনে এ জমি ও ঘর হস্তান্তরের উদ্বোধন করা হয়।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাহমি। মোঃ সায়েফ এর সঞ্চলনায় এ সময় বক্তব্য রাখেন, রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী। আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ডিসি দিলসাদ বেগম, এবং রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান

    এছাড়া আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা, সরকারী কর্মকর্তা,রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপস্থিত ছিলেন। উপজেলার গৃহহীনদের ঘর প্রদানের সময় ঘর পাওয়া গৃহহীনরা আনন্দ প্রকাশ এবং প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

    জেলা প্রশাসকের কাছে জানাগেছে, মুজিব শতবর্ষ উপলক্ষে দ্বিতীয় পর্যায়ে রাজবাড়ীতে (৪৩০)টি ঘর নির্মিত হয়। এর মধ্যে রাজবাড়ী সদরে (৩০০) টি, গোয়ালন্দে (৩০)টি, পাংশায় (৩০)টি, বালিয়াকান্দিতে (৭০)টি। ঘর নির্মানে ব্যায় ধরা হয়েছে (৮) কোটি (১৭) লক্ষ টাকা। এরআগে প্রথম পর্যায়ে রাজবাড়ীতে (১২) কোটি (৯৯) লক্ষ (৬০) হাজার টাকা ব্যায়ে (৭৬০)টি নির্মানের পর গৃহহীনদের মাঝে হস্তান্তর করা হয়েছে।