Tag: উপজেলা

  • অক্সিজেন সিলিন্ডার সহায়তায় ‘ঢাকাস্থ কলাপাড়া উপজেলা সমিতি।

    অক্সিজেন সিলিন্ডার সহায়তায় ‘ঢাকাস্থ কলাপাড়া উপজেলা সমিতি।

    পটুয়াখালীতে ’ঢাকাস্থ কলাপাড়া উপজেলা সমিতি’ করোনা রোগীর সেবায় কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুটি অক্সিজেন সিলিন্ডার বিতরন করেছে ।

    বুধবার রাতে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে সিলিন্ডার দুটি বিতরন করা হয় । কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্তকর্তা ডা.চিন্ময় হাওলাদার সিলিন্ডার দুটি গ্রহন করেছেন। এসময় ’ঢাকাস্থ কলাপাড়া উপজেলা সমিতি’র পক্ষে ওই সমিতির সদস্য মো.ইয়াকুব খান উপস্থিত থেকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।

    ওই সমিতির সাধারন সম্পাদক সৈয়দ শওকত হোসেন শানু জানান, কলাপাড়া পৌরশহর সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে করোনা উপসর্গ নিয়ে শতশত মানুষ দিনাতিপাত করছে । এসব মানুষের সহায়তায় ’ঢাকাস্থ কলাপাড়া উপজেলা সমিতি’র পক্ষ হতে দু’টি অক্সিজেন সিলিন্ডার বিতরন করেছেন বলে তিনি উল্লেখ করেন, তিনি আরো বলেন এ সহায়তা অব্যাহত থাকবে।

  • তাড়াশে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোটরসাইকেলে আহত।

    তাড়াশে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোটরসাইকেলে আহত।

    সিরাজগঞ্জের  তাড়াশে আওয়ামীলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

    ১ আগষ্ট রবিবার সকালে আওয়ামীলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হক তার নিজ মোটরসাইকেল চালিয়ে তাড়াশ বাজার থেকে আসার সময় বারোয়ারী বটতলায় দুর্ঘটনার কবলে পরেন।পরে  তাকে  উদ্ধার করে তাড়াশ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা করার পর উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

    জানা গেছে তার বাম পায়ে প্রচন্ড আঘাত লেগে ভেঙ্গে গেছে। সে বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। তিনি দলীয় নেতা কমর্ীসহ উপজেলার সকল স্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন।

  • সিরাজগঞ্জের সদর উপজেলার এক প্রধান শিক্ষক বরখাস্ত।

    সিরাজগঞ্জের সদর উপজেলার এক প্রধান শিক্ষক বরখাস্ত।

    সিরাজগঞ্জ সদর উপজেলার হাসান উল করিম নামের রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বরখাস্ত করে শিক্ষা বিভাগ। জানা যায় ওই গ্রামের লোকজন ওই প্রধান শিক্ষকের নানা অনিয়ম দুর্নীতির তথ্য তুলে ধরে গেল বছর ২৩ আগষ্ট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর অভিযোগ দাখিল করেন।

    ওই অভিযোগে প্রেক্ষিতে সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম মন্ডলকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত শেষে প্রধান শিক্ষক এর বিরুদ্ধে আনীত সকল অভিযোগ সত্য প্রমাণিত হয়েছে মর্মে প্রাথমিক ও গণশিক্ষা বিভাগের উর্ধতন কর্মকর্তা বরাবর প্রতিবেদন দাখিল করেন। যেহেতু তার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য প্রমাণিত হয়েছে সেহেতু তাকে তার দায়িত্ব থেকে অব্যহতি দিয়েছেন সংশ্লিষ্ট বিভাগ।

    তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান উল করিমের বিরুদ্ধে যে সকল অনিয়ম দুর্নীতির অভিযোগ আনা হয়েছে তারমধ্যে উল্লেখযোগ্য বিদ্যালয়ের ম্যানেজিং ও পিটিএ কমিটি গঠনে ভোটার তালিকা প্রনয়নে অনিয়ম, প্রাক প্রাথমিক শিক্ষার্থীদের পিতা মাতাকে কমিটি গঠন প্রক্রিয়া থেকে বাদ দিয়ে বিদ্যালয়ের এসএমসি কমিটি গঠনে ইলেকশন না দিয়ে সিলেকশনে কমিটি গঠন,২০১৯/২০ অর্থ বছরে স্লিপ ফান্ডের ৭০ হাজার টাকা বিদ্যালয়ের কোন কাজ না করে প্রধান শিক্ষক আত্মসাৎ করেন,শিক্ষার্থীদের বিদ্যালয়ে পুনঃভর্তি করে টাকা আদায়,সরকারি নিয়ম উপেক্ষা করে শিশু শ্রেণির শিক্ষার্থীদের নিকট থেকে ফি আদায়,প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের নিকট থেকে কাব এর চাঁদা আদায়,চারু এবং কারুকলা পরিক্ষার জন্য শিক্ষার্থীদের নিকট থেকে অতিরিক্ত টাকা আদায় করে আত্মসাৎ করেছেন।

    শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা নিজ পরিবারের সদস্য,সহকারী শিক্ষক ও দপ্তরির মোবাইল নাম্বার ব্যবহার করে টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছে। এ ছাড়াও তৃতীয় শ্রেণিতে ভর্তিকৃত ছাত্রর চেয়ে ৬ জন ছাত্রের উপবৃত্তির টাকা বেশি উত্তোলন করেছেন। বিদ্যালয়ের শিক্ষক হাজিরা ডিজিটাল মেশিন ক্রয়ে অনিয়ম দুর্নীতি করেছেন।এ ছাড়াও আরোও অনিয়ম দুর্নীতির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে রয়েছে।

    ১৮ জুলাই/২১ ইং  ৯৯১/৫ নং স্মারকে রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান উল করিমকে দায়িত্ব থেকে সাময়িক বহিষ্কার ও তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের সিদ্ধান্ত নেন।ইতিমধ্যে ওই প্রধান শিক্ষক ঘটনা ধামাচাপার জন্য দৌড় ঝাপ শুরু করেছে।
    সূত্রঃ কলম সৈনিক।

  • ঈদ পরবর্তী লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে উল্লাপাড়া উপজেলা প্রশাসন।

    ঈদ পরবর্তী লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে উল্লাপাড়া উপজেলা প্রশাসন।

    ঈদ পরবর্তী লকডাউন বাস্তবায়ন ও করোনা সংক্রমণ প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে উল্লাপাড়া উপজেলা প্রশাসন।

    শুক্রবার ২৩ জুলাই সকাল থেকে অভিযান পরিচালনা করে কঠোর বিধিনিষেধ অমান্য করার অপরাধে ১৩ জনকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি)নাহিদ হাসান খাঁন। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি’র সদস্যরা উপস্থিত ছিলেন।

    নির্বাহী ম্যাজিষ্ট্রেট সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে কঠোর লকডাউন বাস্তবায়নে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা প্রশাসনের পক্ষে কঠোর নজরদারিতে রয়েছেন।
    এ সময় সরকার ঘোষিত জরুরী দোকানপাট ব্যাতিত অন্য সকল দোকানপাট বন্ধ রয়েছে। পণ্য ও রোগী আনানেওয়ার গাড়ী চলাচল করতে দেখা গেছে।প্রয়োজন ছাড়া তেমন লোকজনের বের হতে লক্ষ্য করা যায়নি। অকারনে যাকে বাহিরে পেয়েছে তৎক্ষণাৎ তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করতে দেখা গেছে।রাস্তায় ইঞ্জিন চালিত কোন যানবাহন চলাচল করতে দেখা যায়নি।সবমিলিয়ে আইন প্রয়োগকারী সংস্থা লকডাউন বাস্তবায়নে সচেষ্ট রয়েছেন।

     

  • উপজেলা প্রশাসনিক ভবন ও ব্রিজ উদ্বোধন করলেন মোতাহার হোসেন এমপি।

    উপজেলা প্রশাসনিক ভবন ও ব্রিজ উদ্বোধন করলেন মোতাহার হোসেন এমপি।

    আজ ১০ জুলাই শনিবার সকাল ১০ ঘটিকার সময় পাটগ্রাম হাতীবান্ধা উপজেলার সংসদ সদস্য মাটি ও মানুষের নেতা বারবার নির্বাচিত সংসদ সদস্য গরীব দুখী মেহনতী মানুষের বন্ধু জনাব আলহাজ্ব মোতাহার হোসেন এমপি মহোদয় পাটগ্রাম উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন ও করোনাকালীন সময় গণসচেতনতা সহ বিভিন্ন জায়গায় ত্রাণ বিতরণ করেন।

    তিনি এমন একজন মানুষ একজন বীর মুক্তিযোদ্ধা, তিনি একজন সেনাবাহিনীর সাবেক মেজর, তিনি একজন উপজেলা চেয়ারম্যান, তিনি একজন সফল সংসদ সদস্য, তিনি একজন গরীব দুখী মেহনতী মানুষের নেতা, তিনি লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি, তিনি মুক্তিযোদ্ধা জামুকা রংপুর বিভাগীয় উপদেষ্টা। তিনার গুণের কথা বলে শেষ করা যাবে না, তিনি এমনই একজন মানুষ সারা জীবন মানুষের কল্যাণে কাজ করেছেন,

    পাটগ্রাম উপজেলার মুন্সিরহাট বাজার সংলগ্ন ব্রীজটির শুভ উদ্বোধন করেন- মাটি ও মানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মোতাহার হোসেন এমপি মহোদয়।

    সভাপতি বাংলাদেশ আওয়ামিলীগ লালমনিরহাট জেলা শাখা ও সদস্য প্রতিরক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত স্হায়ী কমিটি।

    উদ্বোধন শেষে পাটগ্রাম উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অষ গধসঁহ ঝযঁাড় এর বাবার কবর জিয়ারত করেন।

    এসময় উপস্থিত ছিলেন আলহাজ্ব মোতাহার হোসেন এমপি, পাটগ্রাম উপজেলা ইউএনও জনাব সাইফুর রহমান, পাটগ্রাম থানার অফিসার্স ইনচার্জ ওসি ওমর ফারুক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু পূর্ণ চন্দ্র রায়, পৌর মেয়র রাশেদুল ইসলাম সুইট, উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন লিপু, উপজেলা প্রকৌশলী অফিসার মাহবুব উল আলম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবু তালেব, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নাজমুল হুদা রাসেল, সহ আরো অনেকেই।

  • লকডাউন বাস্তবায়নে কঠোর নজরদারিতে মাঠে রয়েছেন চৌহালী উপজেলা প্রশাসন।

    লকডাউন বাস্তবায়নে কঠোর নজরদারিতে মাঠে রয়েছেন চৌহালী উপজেলা প্রশাসন।

    লকডাউন কার্যকর করতে কঠোর নজরদারিতে মাঠে রয়েছে চৌহালী উপজেলা প্রশাসন।কোভিট-১৯ করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ নিয়ন্ত্রণে সাতদিনের জন্য দেশজুড়ে কঠোর লকডাউন/ বিধিনিষেধ জারি করা হয়েছে।

    লকডাউন কার্যকর করতে সিরাজগঞ্জ জেলার সকল উপজেলা গুলোতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হচ্ছে। এতে সহযোগিতা করছে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, পুলিশের সমন্বয়ে গঠিত টিমের সদস্যরা।

    মঙ্গলবার সকালে উপজেলার বেশ কয়েকটি সড়ক ঘুরে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের বাস্তব চিত্র দেখা গেছে। মোড়ে মোড়ে পুলিশ দাঁড়িয়ে আছে, চেকপোস্ট বসানো হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় কাউকে থাকতে দেওয়া হচ্ছে না।

    সড়কে থামিয়ে কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন এমন নানা প্রশ্নের পর যৌক্তিক জবাব দিতে পারলেই সাধারণ মানুষকে গন্তব্যে যেতে দেওয়া হচ্ছে।

    না হয় ফিরিয়ে দেওয়া হচ্ছে সবাইকে। রাস্তায় গণপরিবহন চলছে না। লকডাউন কার্যকর করতে মাঠে রয়েছে চৌহালী উপজেলা সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহিদ আল হাসান ও থানা পুলিশের সদস্য বৃন্দ ৷

  • করোনা সংক্রমণ প্রতিরোধে তাড়াশ প্রশাসনের মোবাইল কোর্ট ও টহল পরিচালনা।

    করোনা সংক্রমণ প্রতিরোধে তাড়াশ প্রশাসনের মোবাইল কোর্ট ও টহল পরিচালনা।

    করোনা সংক্রমণ প্রতিরোধে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট ও টহল পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার তাড়াশ সদর বাজারে ও নওগাঁ হাটে সরকার কর্তৃক জারিকৃত নির্দেশনা বাস্তবায়নের জন্য উপজেলা প্রশাসন এ মোবাইল কোর্ট ও টহল পরিচালনা করেন। সরকারি নির্দেশনা অমান্য করায় তাড়াশ সদরে মোটর সাইকেল চালানোর অপরাধে ২ জনকে ১ হাজার টাকা ও নওগাঁ হাটে দোকান খুলে রাখার অপরাধে ২জনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    মোবাইল কোর্ট ও টহল পরিচালনা করার সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাউল করিম, সহকারী কমিশনার ভূমি ওবায়দুল্লাহ, থানা অফিসার ইনচার্জ ফজলে আশিক, বাংলাদেশ সেনাবাহিনী এর সদস্যগণ।

    এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাউল করিম,তাড়াশবাসীর প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন সরকারের নির্দেশনা গুলো মেনে চলার জন্য। ঘরে থাকুন, স্বাস্থ্য বিধি মেনে চলুন। নিয়মিত মাস্ক পরুন। তিনি আরোও বলেন সরকার কর্তৃক জারিকৃত নির্দেশনা বাস্তবায়নের জন্য উপজেলা প্রশাসন এ মোবাইল কোর্ট ও টহল পরিচালনা অব্যাহত রাখবে।

  • লকডাউন বাস্তবায়নে কঠোর নজরদারি কাজিপুর উপজেলা প্রশাসনের।

    লকডাউন বাস্তবায়নে কঠোর নজরদারি কাজিপুর উপজেলা প্রশাসনের।

    বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে বৃহস্পতিবার ১ জুলাই থেকে সাত দিনের জন্য সারাদেশে কঠোর লকডাউন শুরু হয়েছে।

    বৃহস্পতিবার (১ জুলাই) ভোর ৬টা থেকে শুরু হওয়া এই লকডাউন চলবে আগামী ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত। এরই অংশ হিসেবে সরকারি বিধিনিষেধ কার্যকরে  মাঠে নেমেছেন কাজিপুর উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদবর্গ,পুলিশ প্রশাসন,ফায়ার সার্ভিস,স্বাস্থ্যকর্মকর্তা ও জনপ্রতিনিধিগন।

    বৃহস্পতিবার(১ জুলাই) সকাল থেকে বৃষ্টিকে উপেক্ষা করে  উপজেলার বিভিন্ন স্থানে যৌথ অভিযান চালিয়ে উপজেলাবাসিকে সচেতন ও সর্তককরে নানা পরামর্শ দেন।

    এ সময় উপজেলার পৌরসভা, আলমপুরচৌরাস্তা, হাসপাতালগেট, মেঘাই নতুন,পুরাতন বাজার , ঢেকুরিয়া বাজার, শিমুলদাইড় বাজার, পরানপুর, হরিনাথপুর সকাল – বিকাল বাজার, জনবহুল সোনামুখি বাজার, মাথাইলচাপড় বাজার,সীমান্ত বাজার সহ বিভিন্ন জনবহুল স্থানে অভিযান পরিচালনাকরেন।

    অভিযান থেকে মানুষ কে বিনা প্রয়োজনে ঘর থেকে বাহির না হতে,দোকান পাট না খুলতে, স্বাস্থ্য বিধি মেনে চলতে, সর্বোপরি সরকারের বিধি নিষেধ মেনে চলতে পরামর্শ দেন। এবং আইনের ব্যতয় ঘটলে কঠোরভাবে নিয়ন্তন করার নির্দেশদেন।  অভিযানে অংশ নেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী,উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী, ভাইসচেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, কাজিপুর থানা অফিসার ইনচার্জ পঞ্চনন্দ সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোমেনা পারভীন পারুল, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফরিদ উদ্দিন সোনামুখি ইউনিয়ন চেয়ারম্যান শাহাজাহান আলী, ইউনিয়ন আঃলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাস্টার  প্রমুখ।

  • বেলকুচিতে ব্র্যাকের উদ্যোগে অভিবাসন বিষয়ে উপজেলা কর্মশালা অনুষ্ঠিত।

    বেলকুচিতে ব্র্যাকের উদ্যোগে অভিবাসন বিষয়ে উপজেলা কর্মশালা অনুষ্ঠিত।

    বিশ্বের সর্ববৃহৎ উন্নয়ন সংস্থা ব্র্যাকের আয়োজনে জড়ুধষ উধহরংয এর আর্থিক সহযোগিতায়- সিরাজগঞ্জের বেলকুচিতে “নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের- পুনরেকত্রীকরণ” বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (২৫ জুন)সকালে বেলকুচি উপজেলা পরিষদের সভাকক্ষে -উক্ত কর্মশালার সভাপতিত্ব করেন, বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুর রহমান।

    অতিথি হিসেবে আরো বক্তব্যে রাখেন, বেলকুচি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইউসুফ আলী, মহিলা ভাইস চেয়ারম্যান রত্না খাতুন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত নুরে আলম প্রমুখ ।

    এসময় বেলকুচি প্রেস ক্লাব সভাপতি মোঃ সাইদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কল্যাণ প্রসাদ পাল, সমবায় কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম এবং বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

    ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সোশিও- ইকোনোমিক রিইন্টিগ্রেশন অব রিটার্নি মাইগ্রেন্ট ওয়ার্কার্স অব বাংলাদেশ প্রকল্পের আওতায় উপজেলা কর্মশালায় নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরদের-পুনরেকত্রীকরণ বিষয়ে সরকারি-বেসরকারি ব্যাক্তি ও প্রতিষ্ঠানের ভুমিকা ও করনীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

    ৩ বছর মেয়াদী প্রকল্পটি ( জানুয়ারী, ২০২০ থেকে নভেম্বর,২০২২) সিরাজগঞ্জ জেলার ৪ টি উপজেলাসহ বাংলাদেশের অভিবাসন প্রবণ ১০ টি জেলার ৪০ টি উপজেলায় বাস্তবায়ন হচ্ছে।

    প্রকল্পের মাধ্যমে ক্ষতিগ্রস্থ বিদেশ ফেরত অভিবাসীদের মনোসামাজিক কাউন্সেলিং, প্রয়োজনীয় রেফারেল সার্ভিস প্রদান, অর্থনৈতিক পুনরেকত্রীকরণ সহায়তাসহ নিরাপদ অভিবাসনে সচেতনতা বৃদ্ধি ও সুশাসন নিশ্চিত করণে মাঠ পর্যায়ে কাজ করছে ।

    ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের অনুপ্রেরনা -২ প্রকল্পের কাউন্সেলর মো:শাহরিয়ার কালাম বসুনিয়া এর সঞ্চালানায় কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান করেন ব্র্যাক ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মোঃ রইসউদ্দিন এবং পাওয়ার পয়েন্ট এর মাধ্যমে কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপনা করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মোঃ আঃ মাজেদ। কর্মশালায় অভিবাসনের সাথে সম্পৃক্ত সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি, সাংবাদিক, নাগরিক সমাজের প্রতিনিধি, ‘বিদেশ ফেরত অভিবাসী ও তাদের পরিবারের সদস্যগন উপস্থিত থেকে মূল্যবান মতামত প্রদান করেন।

    দেশের অগ্রগতি, উন্নয়ন ধারা অব্যহত রাখতে উপস্থিত সকলে নিরাপদ অভিবাসন ও রেমিটেন্স যোদ্ধাদের জন্য সহযোগিতার বিষয়ে একমত পোষন করেন। সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলার অনুপ্রেরনা-২ প্রকল্পের ফিল্ড অর্গানাইজার মোকাররম হোসেন, প্রত্যাশা প্রকল্পের জুয়েল রানা এবং স্বেচছাসেবক মনির হোসেন।

    কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার মো: আনিসুর রহমান বলেন ব্র্যাক ২০০৬ সাল থেকে অভিবাসন নিয়ে কাজ করে আসছে। বিমান বন্দরে বিদেশ ফেরতদের জরুরী সহায়তা কার্যক্রম প্রসংশা পাওয়ার মত। তিনি বলেন- আরো নিরাপদ অভিবান নিশ্চিত করা গেলে বিদেশ ফেরতদের টেকসই পুনরেকত্রীকরণ সম্ভব। তিনি ভাষা শিক্ষা এবং দক্ষতামুলক প্রশিক্ষণের উপর গুরুত্ব প্রদান করেন। করোনায় ক্ষতিগ্রস্থ বিদেশ ফেরতদের পাশে থাকার জন্য সকলকে আহবান জানান। তিনি বলেন করোনায় দেশের অর্থনীতির চাকাকে সচল রেখে চলছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। তাদের প্রতি আমারদের অনেক করনীয় আছে।