Tag: উপজেলা
-
মাটিরাঙ্গায় আগুনে ক্ষতিগ্রস্থ ৭ ব্যবসায়ীর পাশে উপজেলা প্রশাসন।
ফারুক হোসেন,মাটিরাঙ্গা (খাগড়াছড়ি)প্রতিনিধিঃ খাগড়াছড়ি মাটিরাঙ্গার বেলছড়ি ইউনিয়নের অযোধ্যা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা খোলা আকাশের নিচে নিজেদের শেষ সম্বল হারিয়ে হতবাকের মতো দাঁড়িয়ে রয়েছেন। ঠিক সেই মুহূর্তে ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ালো মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন।সোমবার (৮ নভেম্বর) দুপুরের দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ক্ষতিগ্রস্ত সাত ব্যবসায়ীকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক অনুদান ৬ হাজার করে ৪২ হাজার টাকার (চেক) ও ২বান করে ১৪বান ঢেউটিন প্রদান করেন ইউএনও মোঃ হেদায়েত উল্লাহ্।এ সময় উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা আদর্শ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজ কুমার শীল প্রমুখ।উপজেলা নির্বাহী অফিসার (অঃদাঃ) মোঃ হেদায়েত উল্লাহ্ বলেন, বেলছড়ি ইউনিয়নের অযোধ্যা বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৭ ব্যবসায়ীদের মাঝে ছয় হাজার করে ৪২ হাজার টাকার চেক প্রদান ও দুই বান করে ১৪ বান ঢেউটিন দেওয়া হয়েছে।উল্লেখ্য, গতকাল রবিবার (৭ নভেম্বর) উপজেলার বেলছড়ি ইউনিয়নের অযোধ্যা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।অগ্নিকাণ্ডের খবর পেয়ে সন্ধ্যার দিকে ঘটনাস্থলে পৌঁছে উপজেলা নির্বাহী অফিসার (অঃদাঃ) মোঃ হেদায়েত উল্লাহ্ ক্ষতিগ্রস্থ দোকানগুলো পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থ দোকানদারদের অর্থ ও ঢেউটিন সহায়তা দেওয়ার আশ্বাস দেয়া হয়েছিল। -
উল্লাপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ উল্লাপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিকী সন্মেলন শুক্রবার উল্লাপাড়া বিজ্ঞান কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। এ সন্মেলনে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসেকা আয়শা খান এমপি। বিশেষ অতিথি ছিলেন, উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম। সিরাজগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি সেলিনা বেগম স্বপ্না সম্মেলনের উদ্বোধন করেন। এতে প্রধান বক্তা ছিলেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপিকা হাসনা হেনা।
উল্লাপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন্নাহার আলো’র সভাপতিত্বে এবং উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রিবলী ইসলাম কবিতার সঞ্চালনায় সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য মাহিয়া জামান মালা, ইফাতারা, মর্জিনা খাতুন, উল্লাপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের উপদেষ্টা নেত্রী মাহিন ইমাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা প্রমুখ।
সম্মেলনে উপজেলা মহিলা আওয়ামী লীগের নতুন কার্যকরী কমিটিতে আবারো কামরুন্নাহার আলো সভাপতি এবং রিবলী ইসলাম কবিতা সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।
-
ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতিকে স্বপদে বহাল, নেতাকর্মীদের আনন্দ মিছিল।
মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাপুরের ফুলবাড়ীতে উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যন অধ্যক্ষ খুরশিদ আলম মতির বহিষ্কার আদেশ প্রত্যাহার করে স্বপদে বহাল রাখায় বিএনপি নেতাকর্মীদের আনন্দ মিছিল ও সংবর্ধনা প্রদান করেছেন।
বহিস্কার আদেশ প্রত্যাহার ও স্বপদে বহালের সংবাদ ছড়িয়ে পড়লে শনিবার বিকেল সাড়ে ৪টার সময় শহীদ মিনার চত্তরে তাকে সংবর্ধনা প্রদান করার পর উর্বসী সিনেমা হলের সামনে থেকে একটি আনন্দ মিছিল বের করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সরকারী কলেজ শহীদ মিনারে এসে শেষ হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন অধ্যক্ষ নবীউল ইসলামের সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যন অধ্যক্ষ খুরশিদ আলম মতি।
এ সময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাবেক ভিপি মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন,সহ-সভাপতি আবু ফরহাদ বাচ্চু, সহসভাপতি আব্দুল মজিদ মন্ডল, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার,বিএনপি নেতা আশরাফুল ইসলাম,মেজবাহুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম,ছামিদুল মাস্টারসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
-
গোয়ালন্দ উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটি গঠন।
মইনুল হক মৃধা,গোয়ালন্দঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র গোয়ালন্দ উপজেলা শাখার ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে আহবায়ক হিসেবে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর নিজাম উদ্দিন শেখ এবং সদস্য সচিব হিসেবে মোশারফ হোসেন মুসা’কে নির্বাচিত করা হয়েছে।
গত ১৮ অক্টোবর রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী ও সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম যৌথ স্বাক্ষরে এ কমিটি অনুমোদন করেন।
কমিটিতে যুগ্ম আহবায়ক হিসেবে শহিদুল ইসলাম বাবলু,মোঃ আয়ুব আলী খান,মোঃ আমজাদ হোসেন, মোঃ সেলিম খান সলিম,রাজ্জাক প্রামানিক, মোক্তার হোসেন বেপারী ও মোঃ আনোয়ার হোসেনকে নির্বাচিত করা হয়েছে। সদস্য নির্বাচিত করা হয়েছে ৩২ জনকে।
আহবায়ক কমিটিকে আগামী ১ মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ উপজেলা কমিটি গঠনের জন্য সময় দেয়া হয়েছে।
-
সম্প্রদায়িক সম্প্রীতির লক্ষে ঈমাম,পুরোহিত,সাংবাদিক ও সচেতন মহলের সাথে উপজেলা প্রশাসনের বিশেষ সভা।
স্টাফ রিপোটারঃ সম্প্রদায়িক সম্প্রতি সারাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের প্রতিমা,মন্দির,অগ্নি সংযোগ,ঘর-বাড়ী লুটপাট ও নিরহ মানুষ হত্যার ঘটনায় আমাদের করনীয় বিষয় নিয়ে সমাজের জনপ্রতিনিধি,মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, শিক্ষক,সাংবাদিক,সমাজের সচেতন ব্যক্তিদের নিয়ে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উল্লাপাড়া উপজেলা প্রশাসন আয়োজিত বিশেষ সভাটি উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়।
উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমদের সভাপতিত্বে বিশেষ আইনশৃঙ্খলা সভায় বক্তব্য রাখেন উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মাহফুজ হোসেন, উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভুমি) ইশরাত জাহান, উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ূন কবির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সরকারী মার্চেন্টস পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মীর আব্দুল হান্নান, উপজেলা হিন্দু বৌদ্ধ -খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রভাত নন্দী, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু গৌতম কুমার দত্ত প্রমুখ।
এসময় বক্তারা বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা কামনা করেন। ধর্ম যার যার, দেশ সবার এই শ্লোগানকে সামনে রেখে প্রত্যেক নাগরিকে তার অবস্থান থেকে সমাজে শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আহবান জানান তারা।
-
শ্রীমঙ্গলে উপজেলা উপ-নির্বাচনে আ’লীগ মনোনীত প্রার্থী ভানু লাল রায় বিজয়ী।
এলিসন সুঙ,মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদ উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ভানু লাল রায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (৭ই অক্টোবর) উপজেলা পরিষদের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ প্রার্থী ভানু লাল রায় ৫৮ হাজার ১৪৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী প্রেমসাগর হাজরা আনারস প্রতীক নিয়ে ৩২ হাজার ২৯০ ভোট পেয়েছেন এবং অপর স্বতন্ত্র প্রার্থী আফজল হক ঘোড়া প্রতীক নিয়ে ১২ হাজার ৩৮৪ ভোট পেয়েছেন, আর জাতীয় পার্টির প্রার্থী মোঃ মিজানুর রহমান লাঙল প্রতীক নিয়ে ৭৯৪ভোট পেয়েছেন। উল্লেখযোগ্য যে, বিগত ২১শে মে উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব দায়িত্ব থাকাকালীন মৃত্যু বরণ করেন,এবং শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য থাকায় এই উপ-নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠিত হয়।
-
কানাইঘাট উপজেলা আওয়মীলীগের বর্ধিত সভা।
কানাইঘাট(সিলেট)প্রতিনিধি: সিলেটের কানাইঘাট উপজেলা শাখা আওয়ামীলীগের এক বর্ধিত সভা রবিবার ২৬ সেপ্টেম্বর বিকাল ৩ টায় কানাইঘাট উত্তর বাজারস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
কানাইঘাট উপজেলা আওয়ামীলীগ ও ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক কার্যক্রম আরো শক্তিশালী ও সংগঠনকে গতিশীল করার লক্ষে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হবে বলে দলীয় সূত্রে জানা গেছে। পাশাপাশি সংগঠনকে ঢেলে সাজানোর লক্ষে বর্ধিত সভায় দলের অভ্যন্তরীন নানা বিষয়ে আলোচনা করা হবে বলে জানা গেছে। বর্ধিত সভা শেষে উপজেলা আওয়ামীলীগের কার্যনিবার্হী কমিটির সভা দলের কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
সভায় যথা সময়ে সবাইকে উপস্থিত থাকার জন্য উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম আহব্বান জানিয়েছেন।
বর্ধিত ও কার্যনিবাহী কমিটির সভায় সিলেট জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মস্তাক আহমদ পলাশ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এমাদ উদ্দিন মানিক, সদস্য এডভোকেট ফখরুল ইসলাম সহ দায়িত্ব প্রাপ্ত নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানাগেছে।
-
তাড়াশে উপজেলা ভূমি অফিস উদ্বোধন।
তাড়াশ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা ভূমি অফিস উদ্বোধন করা হয়েছে।
৮ সেপ্টেম্বর বুধবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার অতিরিক্ত দায়িত্ব সহকারী কমিশনার ভূমি মেজবাউল করিমের সভাপতিত্বে উপজেলা ভূমি অফিস ও সদর ইউপি ভূমি অফিস উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান,প্রভাষক মর্জিনা ইসলাম, জেলা গণপুর্ত বিভাগের প্রকৌশলী আওলাদ হোসাইন,উপজেলা প্রকৌশলী আবু সায়েদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গাজী আরশেদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুর রহমান,গাজী সাইদুর রহমান সাজু, গাজী এস এম আব্দুর রাজ্জাক, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি খলিলুর রহমান,উপজেলা কানুন গো খাদেমুল ইসলাম, উপজেলা নাজির মাহমুদুর রহমান, সার্ভেয়ার আব্দুল খালেক,সদর ভূমি কর্মকর্তা রেজাউল করিম,উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি মহসীন আলী,সাংবাদিক এম ছানোয়ার হোসেন সাজুসহ অনেকে।
-
শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শোক দিবস পালন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষীকি এবং জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার (১৫ আগস্ট) জাতির পিতার প্রতিকৃতিতে পু্ষ্পস্তবক অর্পণ, বৃক্ষরোপন, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
রবিবার সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে উপজেলা প্রশাসনসহ সর্বস্তরের মানুষের পু্ষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে কর্মসূচী শুরু হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতির পিতার জীবন ও কীর্তির উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উন্মে কুলসুম সম্পার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌলি মন্ডল, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা জাহান, পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজিজুল হক
প্রমূখ।শেষে বৃক্ষ রোপণ কর্মসূচীর মধ্যদিয়ে কর্মসূচী শেষ হয়। -
ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাজস্ব আদায়ে রেকর্ড গড়েছে
বৈশ্বিক করোনা মহামারির মধ্যে স্বাস্থ্যসেবা প্রত্যাশীদের মাঝে সন্তোষজনক সেবা দিয়ে ২০২০-২০২১ অর্থবছরে সাড়ে ১৪ লাখ টাকা রাজস্ব আয় সরকারি কোষাগারে জমা দিয়ে রেকর্ড গড়েছে দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার পর থেকে রাজস্ব আদায়ে এটিই সর্বোচ্চ রেকর্ড বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ২০২০-২০২১ অর্থবছরে জরুরি বিভাগ থেকে ৭০ হাজার ৮৪৮ টাকা, বহির্বিভাগ (আউটডোর) থেকে ১ লাখ ৫৪ হাজার ৩১১ টাকা, আন্ত:বিভাগে ভর্তিকৃত রোগী থেকে ৭৬ হাজার ৭২০ টাকা, এ্যাম্বুলেন্স ভাড়া বাবদ ৫ লাখ ৫৫ হাজার ৯৪০ টাকা, ইসিজি পরীক্ষা থেকে ৩ হাজার ৫২০ টাকা, এক্স-রে পরীক্ষা থেকে ২৫ হাজার ৩৭৬ টাকা ও প্যাথলজি পরীক্ষা থেকে ৫ লাখ ৭৫ হাজার ৯১০ টাকাসহ সর্বমোট ১৪ লাখ ৬২ হাজার ৬২৫ টাকা আয় হয়েছে। আয়কৃত এ টাকা গত জুন মাসে ব্যাংকের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা করেছেন কর্তৃপক্ষ।
২০২০ সালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ২৩ হাজার ২২৬ জন জরুরি রোগী, ৫ হাজার ৫৫৮ জন ভর্তিকৃত রোগী এবং ৫০ হাজার ৬৩২ জন বহির্বিভাগের (আউটডোর) রোগীসহ মোট ৭৯ হাজার ৪১৬ জন রোগী স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন। আর চলতি বছর ১৭ হাজার ২১৬ জন জরুরি রোগী, ৪ হাজার ৩১৭ জন ভর্তিকৃত রোগী এবং ৩৭ হাজার ২৩৮ জন বহির্বিভাগের রোগীসহ মোট ৫৮ হাজার ৭৭১ জন রোগী স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন।
বৃহস্পতিবার সকালে বহির্বিভাগে চিকিৎসা সেবা নিতে আসা উপজেলার খয়েরবাড়ী গ্রামের শাহিনুর ইসলাম বলেন, গতবছর হাসপাতালে চিকিৎসার জন্য এসেছিলাম। আজ আবারও চিকিৎসা নিতে এসেছি। এসে দেখি, হাসপাতালের পুরো চেহারাই পাল্টে গেছে। সব নতুন নতুন লাগছে। আগের তুলনায় এখানকার সেবার মানও অনেক ভালো হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাব রক্ষক মো. এজাজুল ইসলাম বলেন, গত ২০২০-২০২১ অর্থবছরে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১৪ লাখ ৬২ হাজার ৬২৫ টাকা আয় হয়েছে। যা অন্য অর্থ বছরের চেয়ে অনেক বেশী।
জানতে চাইলে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন বলেন, ‘ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার পর থেকে এই প্রথম রাষ্ট্রীয় কোষাগারে এত বড় অঙ্কের রাজস্ব জমা হওয়া নিঃসন্দেহে একটি বড় অর্জন ও উপজেলাবাসীর জন্য অত্যন্ত গর্বের। আর এটি সম্ভব হয়েছে বর্তমান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মশিউর রহমানের আন্তরিক প্রচেষ্টায়। আগামীতে স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে উপজেলা প্রশাসন থেকে সার্বিক সহযোগিতা করা হবে।
তিনি আরও বলেন, ১০ বেডের কোভিড-১৯ আইসোলেশন ওয়ার্ডের জন্য জাইকা প্রকল্প থেকে “সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাইচ্ নামে একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। আশা করছি, আগামী এক মাসের মধ্যে এটি বাস্তবায়ন হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান বলেন, ‘একজন অসুস্থ মানুষ অনেকটা বিপদে পড়েই স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। আর তাদের মধ্যে গরীব ও অসহায় রোগীর সংখ্যাই বেশি। ওইসব রোগীকে তাদের প্রত্যাশিত সেবা দিয়ে হাসিমুখে বাড়িতে পাঠানোই চিকিৎসক হিসেবে আমাদের পরম সার্থকতা। এছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান উন্নয়নে সকল ডাক্তার, স্বাস্থ্যকর্মী ও উপজেলা প্রশাসন সার্বিক সহযোগিতা করছেন।থ সে কারণেই অন্য অর্থ বছরের তুলনায় ২০২০-২০২১ অর্থবছরে রেকর্ড পরিমাণ রাজস্ব আদায় করে সরকারের কোষাগারে জমা করা হয়েছে।
ডা. মো. মশিউর রহমান আরও বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাম্বুলেন্সটি অনেক পুরনো। এর অনেক অংশ ভেঙে গেছে। জরুরি রোগী বহনকালে প্রায়ই এটি পথে নষ্ট হয়। ফলে রোগীরা অনেক ভোগান্তিতে পড়েন। স্বাস্থ্য দপ্তর থেকে নতুন একটি এ্যাম্বুলেন্স বরাদ্দ দিলে এখানে সেবার মান অনেক বৃদ্ধি পাবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবা বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ এর সাথে কথা বললে তিনি জানান, ‘ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা মহামারির মধ্যে কোভিড ও নন-কোভিড রোগীদের সেবাদানের পাশাপাশি বিভিন্ন সেবা খাত থেকে রেকর্ড রাজস্ব আদায় হয়েছে এটি অনেক ভালো দিক। জনবল সংকট থাকার পরেও এখানে আগের তুলনায় স্বাস্থ্যসেবার সেবার মান অনেক বৃদ্ধি পেয়েছে।