Tag: উপজেলা

  • লক্ষ্মীপুরে যুবলীগ নেতা ও উপজেলা চেয়ারম্যানের বাড়ি ভাঙচুরের পরে আগুন।

    লক্ষ্মীপুরে যুবলীগ নেতা ও উপজেলা চেয়ারম্যানের বাড়ি ভাঙচুরের পরে আগুন।

    সোহেল হোসেন,প্রতিনিধি লক্ষ্মীপুরঃ

    লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপুর বাসভবন ভেঙে দিচ্ছে ছাত্র-জনতা।

    বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল থেকে বিক্ষুব্ধ জনতা শহরের পিংকু প্লাজের টিপুর বাসায় আগুন দেওয়ার পাশাপাশি ভাঙচুর করে।

    সরেজমিন দেখা গেছে, টিপুর বাসার নিচে উৎসুক জনতা বাসা ভাঙার দৃশ্য দেখছেন। অনেকেই আবার নিজেদের মোবাইলে ভিডিও ও ছবি ধারন করছেন। আবার অনেকে ভবন ভাঙছেন।

    গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সালাহ্ উদ্দিন টিপু তার বাসভবনের ছাদের ওপর থেকে নির্বিচারে গুলিবর্ষণ করেন। ওইদিন টিপুর গুলিতে চার শিক্ষার্থী নিহত হয়। গুলিবিদ্ধ হয় শতাধিক ছাত্র-জনতা। টিপু আন্দোলনে নিহত শিক্ষার্থীদের হত্যা মামলার প্রধান আসামি

  • উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলামকে পূর্ণলবহালের দাবীতে বাঘায় মানববন্ধন।

    উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলামকে পূর্ণলবহালের দাবীতে বাঘায় মানববন্ধন।

    বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহী জেলার বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলামকে পূর্ণলবহালের দাবী এবং মাদক ও হ্যাকার বিরোধী পৃথক দুটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা বাসীর ব্যানারে উপজেলা চত্বরের সামনে উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলামের বদলি স্থগিত করে পূর্ণবহালের দাবিতে এবং সাড়ে ১১টায় বাঘা থানা মোড়ে মাদক ও হ্যাকার বিরোধী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। আয়োজিত পৃথক মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন।
    উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সাবেক ছাত্রদলের সভাপতি মুজিবর রহমান জুয়েল, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক জহুরুল ইসলাম স্বপন, যুবদল নেতা আল আমিন, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোমিনুল ইসলাম হিটলার, চকরাজাপুর ইউনিয়নের সাবেক সদস্য রেজাউল করিম, বাঘা শাহদৌলা কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি পিয়াস আহমেদ, ছাত্রদল নেতা হিমেল আহমেদ, শরিফ উদ্দিন, হাসিবুল ইসলাম, জীবন আহমেদ, অনিক মাহমুদ, শফিকুল ইসলাম প্রমুখ
  • ডিমলা উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্ধ।

    ডিমলা উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্ধ।

    ডিমলা (নীলফামারী)প্রতিনিধিঃ

    নির্বাচন কমিশন কর্তৃক তফশিল ঘোষিত অনুযায়ী প্রথম ধাপে নীলফামারীর ডিমলা উপজেলা পরিষদ নির্বাচন আগামী ৮ই মে ২০২৪। দশটি ইউনিয়ন পরিষদ নিয়ে ডিমলা উপজেলা পরিষদ গঠিত।

    উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিলের পর আজ (২৩ এপ্রিল) মঙ্গলবার রিটার্নিং অফিসারে কার্যালয় নীলফামারীতে প্রতিক বরাদ্ধ দেন জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম। চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করবেন উপজেলা পরিষদ নির্বাচনে।প্রতিক বরাদ্দের মুহুর্তে প্রার্থী ও কমী-সমর্থকদের উৎসব মুখর পরিবেশ ছিল চোখে পড়ার মত।উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চার জন প্রতিদ্বন্দী করবেন।

    চেয়ারম্যান পদে প্রতীক পেলেন যারা- মুজিবনগর সরকারের কর্মচারী ও সাবেক উপকর কমিশনার বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান মোটরসাইকেল প্রতীক, ডিমলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ারুল হক সরকার মিন্টু ঘোড়া প্রতীক, বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ তবিবুল ইসলাম কাপ-পিরিচ  প্রতীক, সাবেক জেলা পরিষদ সদস্য  ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ ফেরদৌস পারভেজ আনারস প্রতীক পেয়েছেন।

    ভাইস চেয়ারম্যান পদে সাত জন প্রতিদ্বন্দী করবেন । ভাইস চেয়ারম্যান পদে প্রতীক পেলেন যারা- নীরেন্দ্র নাথ রায় টিউবওয়েল প্রতীক, মোঃ আবু সাঈদ উড়োজাহাজ প্রতীক, মোঃ মোফাক্কারুল ইসলাম পেলব মাইক প্রতীক, মোঃ স্বপন টিয়া পাখি প্রতীক, মোঃ হামিদার রহমান চশমা প্রতীক, শ্রী উত্তম কুমার রায় বৈদ্যুতিক বাল্ব প্রতীক, সুজয় চন্দ্র রায় তালা প্রতীক পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন জন প্রতিদ্বন্দী করবেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতীক পেলেন যারা-মোছাঃ আয়েশা সিদ্দিকা পদ্মফুল প্রতীক,মোছাঃ জাহানারা বেগম হাঁস প্রতীক, মোছাঃ পারুল বেগম ফুটবল প্রতীক পেয়েছেন।

    ডিমলা নির্বাচন অফিস সুত্রে জানা  যায়, তৃতীয় লিঙ্গের একজন ভোটরসহ এ উপজেলায় মোট ভোটারের সংখ্যা ২ লাখ ২৭ হাজার ৯৭০ জন। এরই মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ লাখ ১৫ হাজার ৩৭৯ জন এবং মহিলা ভোটারের সংখ্যা ১লাখ ১২ হাজার ৫৯০ জন।

    জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, উপজেলা পরিষদ নির্বাচন সহিংশতা ছাড়াই সুষ্ঠ,অবাধ, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ভোটাররা যেন ভোট দিতে পারে সে ব্যাপারে প্রসাশন, সকল স্তরের জনগন ও প্রার্থীদের সহযোগীতা কামনা করছি এবং প্রার্থীদের নির্বাচনী নীতিমালা মেনে চলতে বলা হয়েছে আশা করছি কোন সহিংশতা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে ভোট অনুষ্ঠিত হবে।

  • উল্লাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ৩ পদে ১৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল।

    উল্লাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ৩ পদে ১৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল।

    উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ

    ২য় ধাপে অনুষ্ঠিত সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পরিষদ  নির্বাচনে রোববার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৬ জন। এরা হলেন সেলিনা মির্জা মুক্তি, নবী নেওয়াজ খাঁন, মোঃ জহুরুল ইসলাম মিল্টন, হেদায়েত আহমেদ এলান, মোঃ ইদ্রিস আলী, মো: আকমাল হোসেন।

    ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৭ জন। এরা হলেন মোঃ আবু সাঈদ সরকার, মোঃ মনিরুজ্জামান পান্না, এস,এম তোফায়েল ইসলাম বকুল,মোঃ আলমগীর হোসাইন, এসএম জাহিদুজ্জামান কাকন,মোঃ সারোয়ার হোসেন, মোঃ শরিফুল ইসলাম।

    মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৫ জন। এরা হলেন মোছাঃ লাভলী পারভীন, সবিতা প্লাবনী সুইটি, মোছাঃ ঝর্ণা খাতুন, মোছাঃ সুমাইয়া পারভীন, মোছাঃ একা খাতুন।

    উল্লাপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মাসুদ রানা জানান, ২য় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ১৮ জন প্রার্থী অনলাইনে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ২৩ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই করে প্রার্থীতা চূড়ান্ত হবে। তিনি আরো জানান এবার উল্লাপাড়া উপজেলা পরিষদ নির্বাচন ইভিএমএ পদ্বতিতে ভোট অনুষ্ঠিত হবে।

  • গোয়ালন্দ উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে মঙ্গল শোভাযাত্রা।

    গোয়ালন্দ উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে মঙ্গল শোভাযাত্রা।

    রাজবাড়ী প্রতিনিধিঃ
    রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বাংলা নববর্ষ- ১৪৩১ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের চত্বর থেকে একটি  বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে ঢাকা-খুলনা মহাসড়কের জামতলা পর্যন্ত প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
    উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সী, পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা, ছোট ভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমজান হোসেন সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।
    শোভাযাত্রা শেষে উপজেলা শিল্প কলা একাডেমির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালুর তত্বাবধানে উপজেলা অডিটোরিয়ামে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিল্প কলা একাডেমির শিল্পীদের পাশাপাশি স্থানীয় শিল্পীরা সেখানে গান পরিবেশন করেন।
  • পীরগঞ্জে বইছে উপজেলা পরিষদের  নির্বাচনী হাওয়া।

    পীরগঞ্জে বইছে উপজেলা পরিষদের  নির্বাচনী হাওয়া।

    আনোয়ার হোসেন আকাশ,ঠাকুরগাঁও প্রতিনিধি:
    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হতে না হতেই ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে বইছে উপজেলা পরিষদের নির্বাচনী হাওয়া। সম্ভাব্য প্রার্থীরা গণসংযোগে মাঠে নেমে পড়েছেন। নির্বাচনী তফসিল ঘোষণা না হলেও সম্ভাব্য প্রার্থীরা আগাম মাঠে নেমেছে। ইতিমধ্যে সম্ভাব্য প্রার্থীরা মাঠ চষে বেড়াচ্ছেন। শুরু হয়েছে প্রার্থীদের নিয়ে নানান জল্পনা-কল্পনা। কার জেতার সম্ভাবনা আছে এ নিয়ে ভোটারদের মাঝেও চলছে চুলচেরা বিশ্লেষণ।
    এবারের উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থী হতে ইচ্ছুক যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন – আ.লীগ সমর্থীত নৌকার মনোনয়ন প্রত্যাশী জেলা আ.লীগের সহ-সভাপতি বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব আখতারুল  ইসলাম , উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, ১ নং ভোমরাদহ ইউনিয়ন আ.লীগের সভাপতি ৩ বারের ইউপি চেয়ারম্যান হিটলার হক, ৬ নং পীরগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহাবুব আলম ।
    এছাড়া উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি দবিরুল ইসলাম , সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান আনিস, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাহফুজুল হক হিরা, উপজেলা জাসদের সাধারন সম্পাদক গীতি গমন চন্দ্র রায়।
    এসব প্রার্থীর কর্মী সমর্থকরাও বসে নেই। নিজ নিজ পছন্দের প্রার্থীর পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক-সহ নানাভাবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে।
  • উল্লাপাড়া উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আমজাদ হোসেন।

    উল্লাপাড়া উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আমজাদ হোসেন।

    সিরাজগঞ্জ উল্লাপাড়া ফলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমজাদ হোসেন জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৩ এ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন।

    সহকারী শিক্ষক হিসেবে আমজাদ হোসেন ২০০২ সালে ফলিয়া উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন। তিনি ইতোপূর্বে চিথুলিয়া রাবেয়া নজিবর রহমান উচ্চ বিদ্যালয় শাহজাদপুরে শিক্ষকতা করেছেন। ২০১৪ সালে সহকারী প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি পান এবং ২০১৯ সাল হতে অদ্যাবধি কর্মদক্ষতার সাথে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। অত্র স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি বিদ্যালয়ের লেখাপড়ার গুণগতমান পরিবর্তনে উল্লেখ্যযোগ্য ভূমিকা রেখেছেন। নায়েম, মাউশি, সিপিডি, আইসিটির বিভিন্ন প্রশিক্ষণ প্রাপ্ত এই শিক্ষক অত্যান্ত দক্ষতার সাথে বিদ্যালয়ের স্কাউট, বিএনসিসি, গার্লস গাইড, ফুটবল, ভলিবল খেলায় উপজেলা ও জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। জেএসসি ও এসএসসিতে ভালো ফলাফল, পরিচ্ছন্ন দৃষ্টিনন্দন বিদ্যালয় হিসেবে উপজেলার মধ্যে বেশ পরিচিতি লাভ করেছে এই শিক্ষা প্রতিষ্ঠান।

    উল্লাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম সামছুল হক প্রধান শিক্ষক মোঃ আমজাদ হোসেনের উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হবার বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান উন্নয়নের সর্বদাই চেষ্টা করেন।

  • তাড়াশ উপজেলা প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন।

    তাড়াশ উপজেলা প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন।

    তাড়াশ(সিরাজগঞ্জ)প্রতিনিধি:

    সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ৯ ডিসেম্বর সকালে উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মোঃ গোলাম রাব্বানীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহিনুর রহমানের সঞ্চালনায় এ আহবায়ক কমিটি গঠন করা হয়।

    উপজেলা প্রেসক্লাবের পরিচালনা কমিটির মেয়াদ শেষ হওয়ায় জরম্নরী ভিত্তিতে এই সভার আয়োজন করে। সভায় সকল সদস্যদের উপস্থিতিতে মতামতের ভিত্তিতে ৩ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি গঠন করা হয়।

    এতে দৈনিক সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি মোছাঃ হোসনেয়ারা নাসরিন দোলন কে আহবায়ক ও দৈনিক নিউ নেশন ও সকালের সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ মহসীন আলীকে যুগ্ম আহবায়ক এবং দৈনিক বিজনেস বাংলাদেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি এস এম সনজু কাদেরকে যুগ্ম আহবায়ক করা হয়।

  • বাঘায় উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত।

    বাঘায় উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত।

    বাঘায় উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

    রাজশাহীর বাঘায় উপজেলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলরার (২৪ মে) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানা সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড.লায়েব উদ্দিন লাভলু।

     সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জুয়েল আহম্মেদ, উপজেলা পরিষদের  ভাইস চেয়ারম্যান মোকাদ্দেস আলী, নারী ভাইস চেয়ারম্যান রিজিয়া আজিজ সরকার, চকরাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডি এম মনোয়ার হোসেন বাবুল দেওয়ান মনিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, গড়গড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি, পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজ,বাজুবাঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড. ফিরোজ আহম্মেদ রঞ্জু , বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ তুফান প্রমুখ।
  • নাগরপুর উপজেলা ও সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটির পরিচিতি।

    নাগরপুর উপজেলা ও সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটির পরিচিতি।

    নাগরপুর উপজেলা ও সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটির পরিচিতি


    টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা ছাত্রদলের নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

    ১৯.০৫.২০২২ ১০ঘটিকায় নাগরপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে।

    উপজেলা ছাত্রদলের আহবায়ক মীর খালিদ মাহবুব রাসেল এ-র সভাপতিত্বে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃশহিদুর রহমান মনির এ-র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির ১নং সম্মানিত সদস্য সাবেক প্রতি মন্ত্রী ও কেন্দ্রীয় কৃষক দলের সহ সভাপতি বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক।

    নাগরপুর দেলদুয়ারের প্রিয় নেতা এ্যাডভোকেট গৌতম চক্রবর্তী দীর্ঘদিন প্রতীক্ষার নাগরপুর উপজেলা ছাত্রদল ও নাগরপুর সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটি ঘোষণা করে।

    আহবায়ক কমিটির নেতৃবৃন্দর নাম উল্লেখ করে সকলকে হাত উঠিয়ে পরিচিয় করিয়ে দেন।

    উদ্বোধক টাঙ্গাইল জেলা ছাত্রদলের আহবায়ক দূর্জয় হোড় শুভ প্রধানবক্তা এম.এ.বাতেন।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক এম এ ছালাম ও হাবিবুর রহমান হবি সদস্য সচিব উপজেলা বিএনপি।

    প্রধান অতিথি গৌতম চক্রবর্তী ছাত্রদলের নেতৃবৃন্দদের বলেন। আগামী আন্দোলন সংগ্রামে ঐক্য বদ্ধ হ’য়ে রাজপথে নেমে দাবি আদায় করে ঘরে ফিরবো এ-ই আশা ব্যক্তকরেন।

    এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা যুবদলের আহবায়ক ফনির হোসেন ভূঁইয়া, সদস্য সচিব রফিকুল ইসলাম দিপন,যগ্ম আহবায়ক মিজানুর রহমান লাভলু,ইকবাল কবির,নজরুল ইসলাম,এলিম মাহমুদ, উপজেলা ছাত্রদলের সাবেক সিঃসহ সভাপতি গোলাম মোস্তফা, কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি জাহিদ হাসান, সাবেক সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান, নাগরপুর সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক আশরাফুল ইসলাম আসলাম, সদস্য সচিব মনির হোসেন সহ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।