Tag: উদ্বোধন

  • শাহজাদপুর প্রিমিয়ার লীগ এসপিএল এর উদ্বোধন। 

    শাহজাদপুর প্রিমিয়ার লীগ এসপিএল এর উদ্বোধন। 

    সিরাজগঞ্জের শাহজাদপুরে শাহজাদপুর প্রিমিয়ার লীগ (এসপিএল) এর শুভ উদ্বোধন করা হয়েছে। শাহজাদপুর ক্রিকেটার্স অ্যাসোসিয়সনের আয়োজনে বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকালে শাহজাদপুর হাইস্কুল মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে খেলার শুভ উদ্বোধন করেন, সিরাজগঞ্জ-০৬ আসনের এমপি এবং বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা।

    প্রিমিয়ার লীগ উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক এমপি চয়ন ইসলাম,শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান,শাহজাদপুর পৌরসভার মেয়র মনির আক্তার খান তরু লোদী,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমেদ,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু,উপজেলা ক্রিকেটার্স এ্যাসেসিয়েশনের সভাপতি মারুফ হোসেন সুনাম প্রমুখ।

    প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মেরিনা জাহান কবিতা এমপি শাহজাদপুর প্রিমিয়ার লিগের আয়োজকদের সাধুবাদ জানিয়ে বলেন, সুস্থ শরীর এবং স্বাভাবিক মানসিকতা বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে খেলাধুলা। শাহজাদপুর প্রিমিয়ার লীগের মাধ্যমে একদিকে যেমন শাহজাদপুরের মানুষ খেলাধুলায় আগ্রহী হবে অন্যদিকে এখান থেকেই নতুন নতুন খেলোয়াড় তৈরি হয়ে জাতীয় ভাবে আলো ছড়াবে।

    উদ্বোধনী দিনে শাহজাদপুর ঈগল বনাম পাইরেটরস শাহজাদপুর দুটি দলের খেলা দিয়ে সূচনা হয়। মাসব্যাপী এ আয়োজনে মোট ১২ টি দল প্রতিদ্বন্দ্বীতা করবে বলে জানিয়েছেন আয়োজকেরা।

  • উল্লাপাড়ায় ৪০ প্রহরব্যাপী মহানামযজ্ঞানুষ্ঠানের উদ্বোধন করলেন এমপি তানভীর ইমাম।

    উল্লাপাড়ায় ৪০ প্রহরব্যাপী মহানামযজ্ঞানুষ্ঠানের উদ্বোধন করলেন এমপি তানভীর ইমাম।

    বিশ্বশান্তি ও মানব কল্যাণে সনাতন ধর্মসভা ও ৪০ প্রহর ব্যাপী অখণ্ড তারকব্রক্ষ্র মহানামযজ্ঞানুষ্ঠান এবং শ্রী শ্রী রাধা-গোবিন্দ অপ্রাকৃত লীলা মাধুরী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। বুধবার রাত ৯ টায় উল্লাপাড়া পৌরসভার ঘোষগাঁতী মহল্লার বলরাম জিউ মন্দিরে মহানামযজ্ঞানুষ্ঠানের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন উল্লাপাড়া আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম।

    বুধবার রাত ৯ টায় ক্রেস্ট ও উত্তরীয় পরিয়ে উদ্বোধন অনুষ্ঠানে অতিথিদের বরণ করেন আয়োজক কমিটির সদস্যবৃন্দ। পরে মন্দির কমিটির সভাপতি শ্রী সুভাষ চন্দ্র সাহা’র সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি তানভীর ইমাম। এতে অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, সিরাজগঞ্জ জেলা পরিষদ সদস্য মোঃ হাফিজুর রহমান হাফিজ, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি গৌতম দত্ত, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান এক্য পরিষদের সভাপতি প্রভাত কুমার নন্দী ও উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মীর আরিফুল ইসলাম উজ্জ্বল প্রমুখ। পুরো অনুষ্ঠান টি সঞ্চালন করেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক শ্যামল কুমার ও পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আমিরুল ইসলাম আরজু।

  • উল্লাপাড়ায় দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন।

    উল্লাপাড়ায় দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন।

    ‘বিজ্ঞান, প্রযুক্তি ও নৈতিকতাঃ একসুত্রে গাঁথা’শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে বিজ্ঞান মেলা -২০২২ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে দুই দিনব্যাপী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উল্লাপাড়া আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম।

    বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশ গ্রহনে বিজ্ঞান মেলায় স্থাপিত স্টল পরিদর্শন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি তানভীর ইমাম। এ সময় শিক্ষার্থীরা তাদের প্রদর্শিত স্টলে আধুনিক বিশ্বে বিজ্ঞানের যথাযথ ব্যবহার ও প্রযুক্তি তুলে ধরেন। পরে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন- উল্লাপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম সামছুল আলম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উল্লাপাড়া সরকারি মার্চেন্টস পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মীর আব্দুল হান্নান, এইচটি ইমাম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম ও শিক্ষার্থী মুক্তি খাতুন। বিজ্ঞান মেলায় মোট ১৯ টি স্টল স্থান পায়।

  • মাটিরাঙ্গায় নতুন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মিত ভবন উদ্বোধন। 

    মাটিরাঙ্গায় নতুন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মিত ভবন উদ্বোধন। 

    খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় নতুন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার (৪ঠা জানুয়ারি) বিকেলে প্রধান অতিথি হিসেবে নতুন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
    এ উপলক্ষে নতুন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
    এতে ২নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ শামসুল হক, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য হিরণ জয় ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোর্শেদ খান, সাধারণ সম্পাদক সুবাস চাকমা, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী প্রমুখ।
    সভায় প্রধান অতিথি বলেন, বর্তমান সরকারের সময়ে শিক্ষা ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে যা অতীতে কখনো হয়নি। এই সরকার যতদিন ক্ষমতায় আছে ততদিন পর্যন্ত দেশের শিক্ষা, স্বাস্থ্যসহ সর্বক্ষেত্রেই অবকাঠামোগত উন্নয়ন ঘটবে।
    পরে, নতুন পাড়া জামে মসজিদ পরিদর্শন ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ, সার্বজনীন শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির উদ্বোধন করা হয়।
  • সিরাজগঞ্জ পৌরসভার পৃষ্ঠপোষকতায় “ঐতিহ্যের দেয়ালচিত্রর” উদ্বোধন।

    সিরাজগঞ্জ পৌরসভার পৃষ্ঠপোষকতায় “ঐতিহ্যের দেয়ালচিত্রর” উদ্বোধন।

    মুজিব শতবর্ষ ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উপলক্ষে সিরাজগঞ্জ পৌরসভার পৃষ্ঠপোষকতায় চিত্রিত “ঐতিহ্যের দেয়ালচিত্র” শুভ উদ্বোধন করা হয়েছে।

    মঙ্গলবার (৪ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জ পৌরসভা রোডস্থ কালেক্টরেট স্কুল এন্ড কলেজের দেয়ালে ঐতিহ্যর দেয়ালচিত্রে রয়েছে “মুজিবশতবর্ষ ” এর চিত্র, বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমানের ৭ মার্চের ভাষনের চিত্র, স্বাধীনতা যুদ্ধে পরাজিত পাকবাহিনী প্রধান নিয়াজির আত্নসমর্পণের চিত্র সহ বিভিন্ন কবি,সাহিত্যিক ও সাংস্কৃতিকবিদ ও গুণীজনদের ছবি নিয়ে দেয়াল চিত্র করা হয়েছে।

    উক্ত ঐতিহ্য দেয়াল চিত্রের শুভ উদ্বোধন করেন, সিরাজগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মনির হোসেন, সিরাজগঞ্জ পৌরসভার সফল মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা।

    এ সময় সিরাজগঞ্জ পৌরসভার সচিব লুৎফর রহমান, প্রধান নির্বাহী মাসুদ হোসেনসহ পৌরসভার সকল কাউন্সিলর বৃন্দরা, কর্মকর্তা- কর্মচারীবৃন্দরা উপস্থিত ছিলেন।

  • চট্টগ্রাম বিমানবন্দরে করোনা পরীক্ষায় পিসিআর ল্যাব উদ্বোধন।

    চট্টগ্রাম বিমানবন্দরে করোনা পরীক্ষায় পিসিআর ল্যাব উদ্বোধন।

    চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাবের উদ্বোধন করা হয়েছে।
    আজ (০৩ রা জানুয়ারি ২২)সোমবার থেকে বিদেশগামী যাত্রীরা দ্রুততম সময়ে কোভিড-১৯ পরীক্ষা করতে পারবেন। এজন্য ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার ৬০০ টাকা। তবে এই ফি পরিশোধ করবে সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। অর্থাৎ প্রবাসীদের আরব-আমিরাত যেতে করোনা টেস্ট ফি দিতে হবে না।
    গতকাল এর উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) আহমেদুল কবীর।
    এই বিমানবন্দরে পিসিআর ল্যাব বসাতে চার প্রতিষ্ঠানকে অনুমতি দেওয়া হয়েছে। ল্যাবগুলো হলো- রাজধানী ঢাকার বাড্ডার প্রেসক্রিপশন পয়েন্ট, ধানমন্ডির ল্যাব এইড লিমিটেড, কুমিল্লার লাকসামের মডার্ন হসপিটাল প্রাইভেট লিমিটেড ও চট্টগ্রামের শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি লিমিটেড।
    প্রায় ২৯ লাখ টাকা ব্যয়ে এ অবকাঠামো নির্মাণকাজ শেষ হয় ২৯ ডিসেম্বর।
    শাহ আমানত বিমানবন্দরে ল্যাব চালু হওয়ায় যাত্রীদের পাসপোর্ট, টিকিট, কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণের সনদ ও ভিসার ফটোকপি নিয়ে যাত্রার ন্যূনতম ৬ ঘন্টা আগে চট্টগ্রাম বিমানবন্দরে উপস্থিত হয়ে ল্যাবে স্যাম্পল দিতে হবে।
    স্বাস্থ্য অধিদফতরের চট্টগ্রামের বিভাগীয় পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর বলেন, ‘বিমানবন্দরে মেশিনারি জিনিসপত্র বসানো হয়েছে। এখন থেকে চট্টগ্রাম থেকেই পিসিআর পরীক্ষার সনদ নিয়ে যাত্রীরা দুবাই যেতে পারবেন। সোমবার থেকে চলবে ল্যাব।’ সূত্র :  বাসস।
  • সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যােগে মেয়র সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন।

    সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যােগে মেয়র সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন।

    সিরাজগঞ্জ প্রতিনিধিঃ বিজয়ের ৫০ বছর পূর্তি উৎসব ও বাংলাদেশের ৫০ বছর ও বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন উপল‌ক্ষে সিরাজগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে ৫ দিনব্যাপী মেয়র সাংস্কৃতিক উৎসবের শুভ উদ্বোধন করা হয়েছে।

    সোমবার ২৭( ডিসেম্বর) সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের- মুক্তির সোপানে সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে – মেয়র সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠানে – আলোচনা, দেশাবোধক সংগীত, নৃত্য, আবৃত্তি মাধ্যমে সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হেলাল আহমেদ এর সভাপতিত্বে ৫ দিনব্যাপী মেয়র সাংস্কৃতিক উৎসবে শুরুতে জাতীয় সংগীত ও মঙ্গোল প্রদ্বীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে উৎসবের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রেসে‌ডিয়াম সদস‌্য বাংলা‌দেশ গ্রুপ থি‌য়েটার ফেটারেশন, মমিন বাবু, মৃ‌ত্তিকা নাট‌্য শালার সভাপ‌তি বীর মু‌ক্তি‌যোদ্ধা আশরাফুল ইসলাম জগলু, স‌ম্মি‌লিত সংস্কৃ‌তিক জো‌টের সহ সভাপ‌তি,স ম আলাউ‌দ্দিন আলা, সিরাজগঞ্জ উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারন সম্পাদক হীরক গুণ,নাট‌্য ফেডা‌রেশ‌নের সাধারণ সম্পাদক ফ‌রিদুল ইসলাম সোহাগ প্রমুখ।

    অনুষ্ঠানটি সঞ্চলনা ক‌রেন সম্মি‌লিত সংস্কৃ‌তিক জো‌টের সাধারণ সম্পাদক দিলীপ গৌর। উল্লেখ্য সিরাজগঞ্জে এই প্রথম বারের মত মেয়র সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হচ্ছে। সিরাজগঞ্জ পৌরসভার সুযোগ্য দু’ বারে নির্বাচিত মেয়র হিসেবে তিনি পৌরসভার সকল উন্নয়ন মূলক কাজে সর্বদা করে যাচ্ছেন।

  • রাণীশংকৈলে উদ্বোধনের ৩৪দিন পর পাঁকা রাস্তার ফাটল

    রাণীশংকৈলে উদ্বোধনের ৩৪দিন পর পাঁকা রাস্তার ফাটল

    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদের পুকুর পাড় ঘিরে মিনি পার্কের ৫২০ মিটার নবনির্মিত রাস্তা উদ্বোধনের ৩৪ দিনের মাথায় প্রায় ১২ স্থানে ফাটল ধরেছে। কাজের মান নিয়ে স্থানীয় সচেতন মহলসহ সাংবাদিকেরা প্রশ্ন তুললে রাস্তার ফাটল তড়িঘড়ি করে মেরামত করা হয়েছে।

    এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ এর কাছে এই রাস্তার ব্যয় ও কাজের মানের বিষয়ে মন্তব্য জানতে চাইলে তিনি সাংবাদিকদের তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন।

    জানা গেছে,এডিবি ও রাজস্ব মিলে প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে এই মিনি পার্কসহ রাস্তা নির্মাণ করা হয়েছে।

    এর আগে উপজেলা পরিষদ মিনি পার্ক হিসেবে গত ২২ নভেম্বর ঠাকুরগাঁও-২ আসনের সাংসদ দবিরুল ইসলাম, ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ জাহিদুর রহমানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এ সময় ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সাংসদ অধ্যাপক ইয়াসিন আলী, উপজেলা চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) প্রীতম সাহা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সইদুল হকসহ অনেকে উপস্থিত ছিলেন।

    গত বৃহস্পতিবার মিনি পার্কের রাস্তায় ফাটল নিয়ে ইউএনও’র দৃষ্টি আকর্ষণ করে এর নির্মাণ ব্যয় ও কাজের মান নিয়ে জানতে চাইলে তিনি মন্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন।রোববার বিকালে গিয়ে দেখা যায়, রাস্তায় ফাটলের স্থানগুলোতে বালু-সিমেন্টের প্রলেপ লাগিয়ে মেরামত করা হয়েছে।

    এ সময় সেখানে উপস্থিত উপজেলা আ’লীগের সদস্য তারেক আজিজ এই প্রতিবেদককে দেখে বলেন,‘ছবি তুলে কী করবেন? দুদিন পরে আরও ফাটবে,তখনই ভালো করে ছবি তুলিয়েন। এত বড় একটি স্থাপনা পরিকল্পনাহীনভাবে নির্মাণ করায় এমন অবস্থা। তা ছাড়া টাকা তো আর কম খরচ করেনি। একটু ভালোভাবে নির্মাণকাজ করলে এমনটা হতো না।’

    এবিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক মাহবুবুর রহমান মোবাইল ফোনে বলেন, ‘সাংবাদিকদের বক্তব্য কেন দেবে না। ইউএনও বক্তব্য না দিলে তিনি ঠিক করেননি।’ তা ছাড়া পুকুর পাড়ের কাজে অনিয়ম হলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি মন্তব্য করেন।

  • সিরাজগঞ্জে মোস্তফা কামাল উদ্ভাবিত প্রথম ডিজিটাল ডাস্টবিনের উদ্বোধন।

    সিরাজগঞ্জে মোস্তফা কামাল উদ্ভাবিত প্রথম ডিজিটাল ডাস্টবিনের উদ্বোধন।

    সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ হতে বহুল প্রচারিত দৈনিক যমুনা প্রবাহের সম্পাদক ও প্রকাশক ও তারা ইস্পাত ও শিল্প প্রকৌশল সংস্থার স্বত্বাধিকারী ও বিশ্বের প্রথম ডিজিটাল ডাস্টবিনের উদ্ভাবক মোস্তফা কামাল উদ্ভাবিত ডিজিটাল ডাস্টবিনের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।

    বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় সিরাজগঞ্জ পৌর এলাকার মুজিব সড়কে (ভাসানী কলেজের সামনে) “নগর সাফ সৌধ” নামে এই ডাস্টবিনের উদ্বোধন করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মুনীর হোসেন ও পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা।

    মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মুনীর হোসেন।

    অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জাসদের সাধারণ সম্পাদক আবু বকর ভুইয়া, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ, পৌরসভার প্যানেল মেয়র-১ নুরুল হক নুরু ও ডিজিটাল ডাস্টবিনের উদ্ভাবক দৈনিক যমুনা প্রবাহর সম্পাদক মোস্তফা কামাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করে যমুনাপ্রবাহ.কম এর সম্পাদক ও বাংলানিউজের সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন চন্দ্র দাস।

    এছাড়াও উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী আব্দুস ছালাম, মেডিকেল অফিসার ডাঃ একে, এম ফরহাদ হোসেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফেরদৌস রবিন, সিনিয়র সাংবাদিক বাবু ইসলাম, আমিনুল ইসলাম খান রানা, ইসমাঈল হোসেন,হীরকগুণ,দিলীপ গৌর,ডেইলি মর্নিং অবজারভারের জেলা প্রতিনিধি রফিউল আলম বাবুল,দৈনিক সকালের সময় জেলা প্রতিনিধি আজিজুর রহমান মুন্না সহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রিনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এমদাদুল হক এমদাদ,পৌর কাউন্সিলর রুমানা রেশমা,স্বপ্না হাবিব,তাহমিনা হোসেন সহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ,কর্মকর্তাবৃন্দ এবং দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মমিন তারা,জুয়েলারী মালিক সমিতির সাধারণ সম্পাদক গোবিন্দ কর্মকার,বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম আজাদ মতি,জাবিদ জামান জ্যোতি,প্রফেসর আতাউর রহমান বরাত,প্রভাষক উত্তম কুমারসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

    প্রসঙ্গত,সাংবাদিক মোস্তফা কামাল উদ্ভাবিত ও তারা মটর ও শিল্পযন্ত্র প্রকৌশল সংস্থায় নির্মিত নগর সাফ সৌধ(ডিজিটাল ডাস্টবিন) মেশিনটি নির্মাণ করা হয়েছে।

    মেশিনটি নগর পরিস্কারে একেবারে সহজ করে দেবে। একজন কর্মী একটি ড্রাম ট্রাক নিয়ে দ্রুত শহরের সমস্ত আবর্জনা অপসারণ করতে পারবেন। সম্পূর্ণ পরিবেশ বান্ধব স্বয়ংক্রিয় নগর পরিস্কার ব্যবস্থা গড়ে তুলতেই এটি নির্মাণ করা হয়েছে বলে উদ্ভাবক মোস্তফা কামাল জানান।

  • তানোরে দুইদিন ব্যাপী ঘোড় দৌড় প্রতিযোগীতার উদ্বোধন।

    তানোরে দুইদিন ব্যাপী ঘোড় দৌড় প্রতিযোগীতার উদ্বোধন।

    সারোয়ার হোসেন,তানোর প্রতিনিধিঃ রাজশাহীর তানোর উপজেলার কলমা ইউনিয়নে দুইদিন ব্যাপী ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগীতার শুভ উদ্বোধন করা হয়েছে।

    বুধবার(২২ ডিসেম্বর) বিকেলে কলমা ইউপির দরগা ডাঙ্গা বাজার মাঠে এ ঘোড় দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। কলমা ইউপির ৮নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য নাজিমুদ্দিন সরদারের সার্বিক সহযোগিতায় ও আবুল কাসেম সরদারের সভাপতিত্বে এই ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগীতা।

    এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশীদ ময়না ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগীতার শুভ উদ্বোধন করেন।

    এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন,কলমা ইউনিয়নে সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন,কলমা ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আতাউর রহমান,কলমা ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি মুর্শেদুল মোমিন রিয়াদ প্রমূখ উপস্থিত ছিলেন।

    বিঃদ্রঃ উক্ত ঘোড় দৌড় প্রতিযোগীতার আজ বুধবার প্রথম দিন খেলা অনুষ্ঠিত হয়েছে এবং আগামীকাল বৃহস্পতিবার ঘোড় দৌড় প্রতিযোগীতা শেষ করা হবে। উক্ত ঘোড় দৌড় প্রতিযোগীতার পুরস্কার বিতরণে প্রধান অতিথি হিসেবে এমপি ওমর ফারুক চৌধুরী উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিবেন।