Tag: উদ্বোধন

  • স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন।

    স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন।

    স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন।


    শুক্রবার বিকাল ৩ টায় রামপাল উপজেলার উজলকুড় ইউনিয়নের ভূইয়ার কান্দর মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শেখ রাসেল স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন বন পরিবেশ ও জলবায়ূ পরিবর্তন মন্ত্রনালয়ের মাননীয় উপ-মন্ত্রী হাবিবুন নাহার (এমপি)।

    উজলকুড় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজী আকতারুজ্জামান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ কবির হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোল্লা আঃ রউফ, সহকারী কমিশনার ভূমি মোঃ সালাউদ্দিন দিপু, রামপাল থানার ওসি মোঃ শামসুদ্দীন, বাইনতলা ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ ফকির, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গাজী গিয়াস উদ্দিন।

    এসময় অন্যাণ্যের মধ্যে উপস্থিত ছিলেন উজলকুড় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক মনির আহমেদ প্রিন্স, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ হাফিজুর রহমান, খেলা পরিচালনা কমিটি সদস্য সচিব আশিকুজ্জামান প্রমূখ। উদ্ভোদনী ম্যাচে শেখ রাসেল স্পেটিং ক্লাব বাইনতলা খুলনা আবাহনী ক্লাবকে ৩-০ গোলের ব্যবধানে পরাজিত করে।

  • সিরাজগঞ্জে ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন।

    সিরাজগঞ্জে ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন।

    সিরাজগঞ্জে ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন।


    সিরাজগঞ্জে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়নের আওতায় – ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। এতে সার্বিক সহযোগিতা করে -সদর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সদরের আয়োজনে- মেলায় ১৯ টি স্টল করা হয়েছে।

    শনিবার (৫ মার্চ) সকালে উক্ত মেলা উদ্বোধনের পূর্বে সদর উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভার পর সদর উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সামনে – কৃষিমেলাটি সুন্দর করে সাজানো ও আলোকসজ্জা করা হয়েছে। – অতিথিগন মেলার শুভ উদ্বোধন করেন, বেলুন উড়িয়ে, ফিতাকেটে, র‍্যালী প্রদর্শন করে।
    এসময় দর্শনার্থীরা, স্থানীয় প্রান্তিক কৃষকদের অনেকে উপস্থিত ছিলেন ।

    মেলাটির শুভ উদ্বোধন করেন, উদ্বোধক ও প্রধান অতিথি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন।
    এতে সভাপতিত্ব করেন, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অফিসার কৃষিবিদ মোঃ রোস্তম আলী।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস,এম নাছিম রেজা নূর দিপু, মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাসনাহেনা, সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ বেল্লাল হোসেন প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ অ্যামেলিয়া জান্নাত ও সদর এইও – কৃষিবিদ সাব্বির সিফাত । এ মেলায় স্টলে প্রদর্শন করা হয়েছে বিভিন্ন ধরনের ফলমূল, সবজি, বীজ ও আধুনিক রোপনপদ্ধতি ও নিয়মাবলির লিফটেট, করে প্রদর্শন করা হয়েছে মালচিং পদ্ধতি , বসতবাড়ী সবজি চাষ,ভাসমান বীজতলা, ভাসমান সবজিচাষ পুকুরের উপরে মাচায় সবজি চাষ প্রভৃতিতে পদ্ধতি দেখানো হয়েছে।

  • তানোরে এইচ বিবি রাস্তার কাজ শুভ উদ্বোধন।

    তানোরে এইচ বিবি রাস্তার কাজ শুভ উদ্বোধন।

    তানোরে এইচ বিবি রাস্তার কাজ শুভ উদ্বোধন।


    রাজশাহীর তানোর উপজেলার কলমা ইউপির দরগাডাঙ্গা কুমরাপাড়া মসজিদ মোড় থেকে হাবিলের বাড়ি পর্যন্ত এইচ বিবি করন রাস্তার কাজের শুভ উদ্বোধন করেন কলমা ইউপির চেয়ারম্যান খাদেমুন নবী বাবু চৌধুরী।

    শনিবার দুপুরের দিকে রাস্তা উদ্বোধন উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ইউপির চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য বাবু চৌধুরী।

    কলমা ইউপির সচিব মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা রেজাউল ইসলাম, কলমা ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শরিফুল ইসলাম, ইউপি যুবলীগের সাবেক সভাপতি মোজাম্মেল হক মোজাম, ইউপি সদস্য আবুল কালাম,জিয়াউর রহমান, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাদিকুল প্রমুখ। এসময় নব নির্বাচিত চেয়ারম্যান বলেন আমি দায়িত্ব পাওয়ার পর এই রাস্তার কাজ দিয়ে উন্নয়ন শুরু করলাম। আমি বর্তমান সরকারের উন্নয়ন তৃনমুল পর্যায়ে পৌঁছে দিতে চায়।

    বর্ষা মৌসুমে এই রাস্তা দিয়ে প্রচুর কষ্ট করে চলাফেরা করতে হয়। এমনকি বর্ষার সময় স্কুলেও যেতে পারে না শিক্ষার্থীরা।কুমড়া পাড়া বাসিন্দাদের দাবি ছিল এই রাস্তা নির্মাণের।মুলত এজন্যই কাবিটা প্রকল্প থেকে এইচ বিবি করন রাস্তা নির্মাণ করে দেওয়া হচ্ছে। পাড়ার একাধিক বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা জানান, এই রাস্তার জন্য অনেক আবেদন করা হয়েছিল। কারন ধান, খড় এবং জরুরি রোগী মেডিকেলে নিতে হলে পাকা রাস্তায় রাখতে হয় গাড়ি। রাস্তাটি হলে অন্তত ৫/৬ শত লোকজন উপকৃত হবেন। এসময় গ্রামের জনসাধারণরা উপস্থিত ছিলেন।

  • মোংলায় বইমেলা উদ্বোধন করলেন উপমন্ত্রী হাবিবুন নাহার।

    মোংলায় বইমেলা উদ্বোধন করলেন উপমন্ত্রী হাবিবুন নাহার।

    মোংলায় বইমেলা উদ্বোধন করলেন উপমন্ত্রী হাবিবুন নাহার।


    ফাগুনের ঝরা পাতার সঙ্গে বইয়ের পাতার যেন এক অন্যরকম সম্পর্ক। ভাষা-সাহিত্যের প্রাণ যে বই, তার সঙ্গে জনসংযোগই বইয়ের মেলা। এ মেলার সঙ্গেই মিশে আছে বাঙালির একুশের চেতনা। তাই ধীরে ধীরে ঐতিহ্যের ডানা বেয়ে বইমেলা আমাদের জাতীয় অনুষ্ঠানে রূপ নিয়েছে। সারাদেশে বইমেলা অতোটা জনপ্রিয় হয়ে না উঠলেও বাগেরহাটের মোংলায় শুরু হচ্ছে একুশে বইমেলা।

    রবিবার (২০ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় মোংলা উপজেলা প্রসাশন ও মোংলা পোর্ট পৌরসভার উদ্যোগে পৌর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মোংলা পোর্ট পৌরসভার মেয়র ও পৌর আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একুশে বই মেলার উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী ও স্থানীয় সাংসদ বেগম হাবিবুন নাহার এমপি।

    ইতোমধ্যে বইমেলাটির স্টল সাজানো, সাজসজ্জাসহ নিরাপত্তার সার্বিক ব্যবস্থা গ্রহন করেছে উপজেলা প্রশাসন ও মোংলা পোর্ট পৌরসভা। স্বাস্থ্যবিধি মেনে ২০ ফেব্রুয়ারি রবিবার থেকে শুরু হয়ে মেলাটি আগামী ২২ শে ফেব্রুয়ারি বিকেল পর্যন্ত চলবে। এছাড়া প্রতিদিন কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ থাকছে বলে উপজেলা প্রশাসন থেকে নিশ্চিত করা হয়েছে। প্রতিদিন বিকাল ৩:৩০ মিঃ থেকে রাত ৯:৩০ মিঃ পর্যন্ত এ বইমেলা দর্শনার্থী, পাঠক এবং জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এসময় তারা বই কেনাকাটাসহ ঘোরাঘুরি করতে পারবে।

    এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা নির্বাহি কর্মকর্তা কমলেশ মজুমদার, মোংলা থানা আফিসার্স ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম, মোংলা সরকারি কলেজের অধ্যাক্ষ গোলাম সরোয়ার, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, মোংলা উপজেলা যুবলীগের সভাপতি ইস্রাফিল হাওলাদার, মোংলা পৌর যুবলীগের সভাপতি এস,এম,কবির,সাধারণ সম্পাদক শেখ আল মামুন, সিনিয়র সাংবাদিক নুর আলম শেখ, আ’লীগের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও পৌর কাউন্সিলর বৃন্দ।

  • বাঁশখালীতে এ্যাডভোকেট সুলতানুল কবির চৌধুরী স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন। 

    বাঁশখালীতে এ্যাডভোকেট সুলতানুল কবির চৌধুরী স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন। 

    বাঁশখালীতে এ্যাডভোকেট সুলতানুল কবির চৌধুরী স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন। 

    মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে চট্টগ্রাম জেলার আওতাধীন বাঁশখালী উপজেলায় উদ্বোধন করা হল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। বাঁশখালী আপামর জনতার অবিসম্বাধিত নেতা প্রয়াত সাংসদ, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সুলতানুল কবির চৌধুরীর নামে ওনার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়েছে।

    ১৯ ফেব্রুয়ারী’২২ ইং, শনিবার বিকেলে উপজেলার প্রস্তাবিত শেখ রাসেল মিনি স্টেডিয়ামে টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মনজুরুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) শাব্বির ইকবাল। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওমর ফারুক, চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা সংসদের অর্থ সম্পাদক আব্দুর রাজ্জাক, বৈলছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নান্টু কুমার দাশ, রাজনীতিবিদ রাশেদ আলী, ফজলুল কাদের, মুক্তিযোদ্ধা আহমদ ছফা, সমাজসেবক নজরুল ইসলাম সিকদার, ইউপি সদস্য আবদুর রহমান, আবদুল আলিম, শাহাদাত হোসেন মানিক প্রমুখ উপস্থিত ছিলেন।
    প্রধান অথিতির বক্তব্যে চট্টগ্রাম জেলা নির্বাহি কর্মকর্তা শাব্বির ইকবাল বলেন, বাঙ্গালী জাতীকে একটি স্বাধিন দেশ, ও একটি পতাকা উপহার দিতে দেশের স্বাধিনতা সংগ্রামে বীর মুক্তিযোদ্ধারা যে গৌরবোজ্বল ত্যাগ স্বিকার করেছেন, তা ইতিহাসে অমলিন।
    বাঁশখালীতে জন্ম নেওয়া ক্ষনজন্মা বিশিষ্ট মুক্তিযোদ্ধা এডঃ সোলতানুল কবীর চৌধুরীর স্মৃতি রক্ষার্থে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট নিঃসন্দেহে একটি দারুন উদ্যোগ। এ টুর্নামেন্টের মাধ্যমে দেশের যুবসমাজের ইতিবাচক মনোভাব সৃষ্টির পাশাপাশি দেশের স্বাধিনতা সার্বভৌমত্বের প্রতি জনগনের মাঝে সচেতনতা বৃদ্ধি পাবে।
  • মোংলায় হাবিবুন নাহার খালেক নারী উন্নয়ন সমবায়ী প্রকল্পের উদ্বোধন।

    মোংলায় হাবিবুন নাহার খালেক নারী উন্নয়ন সমবায়ী প্রকল্পের উদ্বোধন।

    মোংলায় হাবিবুন নাহার খালেক নারী উন্নয়ন সমবায়ী প্রকল্পের উদ্বোধন।


    বাগেরহাটের মোংলায় হাবিবুন নাহার খালেক নারী উন্নয়ন সমবায়ী প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

    শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় উপজেলার ফ্রেন্ডশিপ হাসপাতাল প্রাঙ্গণে মোংলা উপজেলা নারী উন্নয়ন ফোরাম ও সমবায়ী প্রকল্পের আয়োজনে এ নারী উন্নয়ন সমবায়ী প্রকল্পের উদ্বোধন করা হয়।

    উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী ও স্থানীয় সাংসদ বেগম হাবিবুন নাহার এমপি।

    উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মিসেস কামরুন্নাহার হাই’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোংলা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা নির্বাহি কর্মকর্তা কমলেশ মজুমদার, বাগেরহাট জেলা পরিষদের সদস্য ও জেলা আ’লীগের সভানেত্রী শরীফা হেমায়েত, বাগেরহাট উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান, জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও খুলনা ও বরিশাল বিভাগের নারী উন্নয়ন ফোরামের আঞ্চলিক সমন্বয়কারী রিজিয়া পারভীন এবং চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা মোঃ তারিকুল ইসলাম।

    এছাড়াও অন্যানদের মধ্যো উপজেলা যুবলীগের সভাপতি ইস্রাফিল হাওলাদার ও স্থানীয় নেতৃবৃন্দ।

  • উল্লাপাড়ায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন।

    উল্লাপাড়ায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন।

    উল্লাপাড়ায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন।


    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা ২০২২ উদ্বোধন করা হয়েছে৷ শুক্রবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ চত্বরে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা কৃষি বিভাগের আয়োজনে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মওদুদ আহমেদ। মেলা উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

    উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা পরিষদের সদস্য ও উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, মেলার আয়োজক উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সূবর্ণা ইয়াসমিন সুমী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাতীয় সংসদ সদস্য মহোদয়ের একান্ত সচিব মীর আরিফুল ইসলাম উজ্জল, সার ডিলার সমিতির সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র এস. এম. আমিরুল ইসলাম আরজু প্রমুখ ৷ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আসওয়াদ বিন রাহাত খলিল ও মোঃ সাহাবুদ্দি আহমেদ পুরো অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন৷ আয়োজিত কৃষি মেলায় ১৭ টি স্টল স্থান পায়৷ উদ্বোধনের পরে অতিথিবৃন্দু মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন৷

  • ডিমলায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন।

    ডিমলায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন।

    ডিমলায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন।


    নীলফামারীর ডিমলায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের বাস্তবায়নে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয় প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগীতায় ১৬ ফেব্রুয়ারী (বুধবার) সকালে ডিমলা উপজেলা পরিষদ মাঠে দিনব্যাপি প্রাণিসম্পদ মেলা উদ্বোধন করা হয়। প্রাণিসম্পদ মেলা উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ তবিবুল ইসলাম।

    উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ইবনুল আবেদীনের এর সভাপতিত্বে মেলায় বক্তব্য রাখেন প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ সাইদুর রহমান । এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ সেকেন্দার আলী, উপজেলা মৎস্য অফিসার শামীমা আক্তার, ডিমলা থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আনোয়ারুল হক সরকার মিন্টু, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের এল এম পি মোঃ হাবিবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারন কর্মকর্তা তপন চন্দ্র বর্মণ, এসআই প্রদীপ চন্দ্র রায়, এল,এস,পি বাদশা সেকেন্দার ভুট্টু।

    মেলায় বিভিন্ন খামারীদের ৩০ টি স্টল অংশগ্রহন করে। সমাপনী অনুষ্ঠানে প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ্য গোখামারীদের হাতে গোখাদ্য ও ভিটামিন জাতীয় ঔষুধ বিতরন করা হয়।

  • ঠাকুরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয় নতুন ভবনের উদ্বোধন।

    ঠাকুরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয় নতুন ভবনের উদ্বোধন।

    ঠাকুরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয় নতুন ভবনের উদ্বোধন।


    বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন বলেছেন, জনগণের উন্নয়ন করার জন্যই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছে। ক্ষমতায় আসার পর থেকেই এই সরকার জনগণের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। আমাদের উন্নয়ন কাজগুলো দৃশ্যমান এবং জনগণ তার সুফল পাচ্ছে।

    বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আয়োজিত সদর উপজেলার ১৮টি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানের ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ১৩ কোটি ৩৯ লক্ষ টাকা ব্যয়ে সদরের বেংরোল সফিরুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আখানগর ধনীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাচনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বামনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বগুলাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেগুনবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেটি পাহাড়ভাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মালিগাঁও কাশিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্যামা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়, রুহিয়া-৩ সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,আখানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আরাজি পাহাড়ভাঙা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর হরিহরপুর পশ্চিম হাজিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোকিল সরকারি প্রাথমিক বিদ্যালয়, জায়গীর ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সির্ন্দুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণের কাজ সমাপ্ত করা হয়।

    সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেন, প্রাথমিক বিদ্যালয়গুলো বেহাল অবস্থায় ছিল। আমরা সেসব বিদ্যালয়গুলো খুঁজে বের করে সেগুলোতে নতুন ভবন দিয়েছি। যাতে শিক্ষার্থীরা ভালোভাবে পাঠদান করতে পারে। এখন শিক্ষকদের দায়িত্ব হলো শিক্ষার মান ঠিক রাখা।

    তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের কাছে জনগণকে চাইতে হয়না। জনগণ চাওয়ার আগেই বর্তমান সরকারের জনগণের দ্বারপ্রান্তে উন্নয়ন পৌঁছে দেয়। যেমন দেখুন আমাদের সদর উপজেলার অবস্থায়। একটা সময় ঠাকুরগাঁও সদরের গ্রামাঞ্চলের রাস্তাঘাটগুলোর খুবি খারাপ অবস্থা ছিল। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে সদরের প্রত্যেকটি রাস্তাঘাট, ব্রীজ-কালভার্ট, বিদ্যুৎ, শিক্ষাব্যবস্থাসহ প্রত্যেকটি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে।

    রমেশ সেন বলেন, প্রত্যেকটি শিক্ষার্থীকে ভালোভাবে পড়াশোনা করতে হবে। সুশিক্ষায় শিক্ষিত হয়ে জ্ঞান অর্জন করতে হবে এবং দেশের উন্নয়ন ও দেশ পরিচালনায় আজকের শিক্ষার্থীদেরকেই এগিয়ে আসতে হবে। এসব কোমলমতি শিক্ষার্থীদের দেখাশোনা ও পড়ালেখায় মনোযোগী করতে অভিভাকদের পাশাপাশি শিক্ষকদেরও ভুমিকা রাখতে হবে।

    ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে ভার্চুয়াল আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ঠাকুরগাঁও এলজিইডির নির্বাহী প্রকৌশলী শাহারুল আলম মন্ডল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন, ঠাকুরগাঁও পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বেগম, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সাংবাদিক কামরুল ইসলাম রুবায়েত প্রমুখ।

  • রাজশাহীতে‌ বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ/২২’র উদ্ধোধন।

    রাজশাহীতে‌ বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ/২২’র উদ্ধোধন।

    রাজশাহীতে‌ বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ/২২’র উদ্ধোধন।


    রাজশাহীতে‌ বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ ২০২২ এর শুভ উদ্ধোধন করা হয়েছে। বুধবার ৯ ফেব্রুয়ারী দুপুর ১২ টার সময় রাজশাহীর শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়াম মাঠে এই ক্রিকেট লীগের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

    উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা পুলিশ সুপার ও বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ রাজশাহীর সভাপতি এ বি এম মাসুদ হোসেন, বিপিএম,বার ।

    বিশেষ অতিথি উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক জনাব ডাবলু সরকার,রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ ওয়াহেদুন নবী অনু, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট,বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ রাজশাহীর যুগ্ম আহবায়ক ইমতিয়াজ আহমেদ শামসুল হুদা,বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটলীগ রাজশাহীর সাধারণ সম্পাদক মোঃ তৌরিদ আল মাসুদ রনি ও দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী।

    এবারের প্রতিযোগীতায় রাজশাহীর মোট ১০টি ক্রিকেট ক্লাব অংশগ্রহণ করছে।এ সময় অনুষ্ঠানের সভাপতি ও বিশেষ অতিথিবৃন্দ বেলুন ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন এবং উদ্বোধন শেষে ক্রিকেট ক্লাবের কর্মকর্তা ও খেলোয়াড়দের সাথে পরিচিত হন।