Tag: উদ্বোধন
-
নাগরপুরে সড়ক ও চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন করলেন বাণিজ্য প্রতিমন্ত্রী।
স্টাফ রিপোর্টার :টাঙ্গাইলের নাগরপুরে কলিয়া- সরিষাজানি সড়ক, তেবাড়িয়া- পাইকশা বাজার, তেবাড়িয়া – নদীর ঘাট পর্যন্ত রাস্তা পাকাকরণ এবং মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এমপি। এছাড়া (২২ মার্চ) শুক্রবার নাগরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে টিসিবি স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।এ সময় আরও উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাসুম প্রধান,উপজেলা নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান,নাগরপুর থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর,নাগরপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আনিসুর রহমান আনিস,সহ সভাপতি একেএম কামরুজ্জামান মনি,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুস ছবুর,আবদুল আলিম দুলাল,গয়হাটা ইউপি চেয়ারম্যান শেখ শামসুল, সলিমাবাদ ইউপি চেয়ারম্যান শাহীদুল ইসলাম অপু প্রমুখ। -
ডিমলায় সর্বজনীন পেনশন স্কিম নিবন্ধন কার্যক্রমের শুভ উদ্বোধন।
ডিমলা(নীলফামারী)প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলায় সর্বজনীন পেনশন স্কিম নিবন্ধন কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্যে বিষয় “সুখে ভরবে আগামীর দিন, পেনশন হবে সর্বজনীন”।
বৃহস্পতিবার (১৪ই মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গিকার বাস্তবায়নে বৈষম্যহীন সামাজিক কাঠামোয় সকল নাগরিকের বিষেশ করে বয়স্ক জনগোষ্ঠির আর্থিক সুরক্ষা নিশ্চিত করনে সর্বজনীন পেনশন স্কিম নিবন্ধন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আফতাব উদ্দিন সরকার। সর্বজনীন পেনশন স্কিমের নিবন্ধন কার্যক্রমের শুভ উদ্বোধনে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই-আলম সিদ্দিকী।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী, সহকারি কমিশনার (ভূমি) ফারজানা আক্তার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বীরেন্দ্র নাথ রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, ডিমলা সোনালী ব্যাংক এর শাখা ব্যবস্থাপক রুহুল আমিন সহ উপজেলার দশটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য ও বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ এবং স্থানীয় সাংবাদিকগন।
-
রাণীশংকৈল টংকনাথ জমিদার বাড়ির সংস্কার কাজের উদ্বোধন:স্বস্তির হাসি মানুষের মুখে।
ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কুলিক নদীর পাশে অবস্থিত রাজা টংকনাথের জমিদার বাড়ি। অযত্ম-অবহেলা আর সংস্কারের অভাবে রাজবাড়িটি ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছে। আর এ সুযোগ কাজে লাগিয়ে মাদকসেবীদের আস্তানায় পরিণত হয়েছিলো এটি। তবে সম্প্রতি জমিদার বাড়ি পরিদর্শন শেষে এর সংস্কারও রক্ষণাবেক্ষণ কাজের শুভ উদ্বোধনকরা হয়েছে।সোমবার (১১ মার্চ) দুপুরে সংস্কার কাজের উদ্বোধন করেন প্রত্নতত্ত্ব অধিদপ্তর রংপুর অঞ্চলের সহকারী প্রত্নতাত্ত্বিক প্রকৌশলী মুরাদ হোসেন।সেইসঙ্গে এটিকে পর্যটন স্পট করার ঘোষণা দেন। এমন খবরে স্বস্তির হাসি ফুটেছে সর্বস্তরের মানুষের মুখে।এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগ সভাপতি সইদুল হক, পৌরমেয়র মোস্তাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, এ্যাডভোকেট মেহেদী হাসান শুভ, প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী, সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম, ছাত্রলীগ নেতা তামিম হোসেন প্রমুখ।২০১৯ সালে গেজেট হওয়ার পরও রাজবাড়ির সংস্কারের কাজ শুরু না হওয়ায় হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মেহেদী হাসান। তিনি বলেন, এটি সরকারি গেজেটেড একটি স্থাপনা। এর মাধ্যমে সরকার আয় করতে পারেন। সংস্কার না হওয়ার কারণে এটি বিলীন হয়ে যাচ্ছিলো। আর এটি সংস্কারের পাশাপাশি একটি পর্যটন কেন্দ্র হলে বিনোদন মিলবে।তিনি আরও বলেন, গেজেটেড হওয়ার পর কাজ শুরু না হওয়ায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট পিটিশন দায়ের করি। পরে ২৯/০৮/২০২২ তারিখে শুনানি হলে বিচারপতি মো. মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ ‘রাজবাড়ি কেন সংস্কার, সংরক্ষণ, মেরামত ও পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা হবে না’ মর্মে আঞ্চলিক পরিচালক, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, বগুড়াকে রুল এবং ডিরেকশন দেন। এই নির্দেশনার প্রেক্ষাপটে প্রত্নতত্ত্ব অধিদপ্তর পরিদর্শন শেষে আজ জমিদার বাড়ির সংস্কার কাজের উদ্বোধন করা হল।হাইকোর্টের নির্দেশে প্রত্নতাত্ত্বিক বিভাগ জমিদার বাড়িটি প্রাথমিক সংস্কারের জন্য ১০ লাখ টাকা দরপত্র আহ্বান করেন। চুক্তি বদ্ধ হয়ে সংস্কারের কাজটি বাস্তবায়ন করছেন ঠিকাদার মেসার্স বকুল ট্রেডার্স।সুপ্রিম কোর্টের আইনজীবী মেহেদী হাসান শুভ বলেন, পুরোনো ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার চিন্তা থেকেই হাইকোর্টের নজরে জরাজীর্ণ রাজবাড়ীটির সংস্কারের বিষয়টি তোলা হয়েছিল।রাণীশংকৈল উপজেলার বাচোর ইউপি’র সাবেক চেয়ারম্যান আশরাফুল ইসলাম বলেন, আমার বয়স ৭০ বছরের বেশি। ছোটবেলা থেকে রাজবাড়িটি দেখে আসছি। ধীরে ধীরে এটি ভঙ্গুর থেকে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। শুনলাম প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের লোকজন রাজবাড় কাজ শুরু করেছেন তারা। এটি জেনে খুব ভালো লাগছে।স্কুলশিক্ষক সাদেকুল ইসলাম বলেন, রাজবাড়ি সংস্কারের জন্য আমরা বার বার দাবি তুলেছি। মাদকসেবনের জন্য এটি একটি অন্যতম জায়গা হয়ে উঠেছিলো। অবশেষে একটি সুখবর পেলাম। আমরা এর সুবিধা না পেলেও পরবর্তী প্রজন্ম এর সুফল ভোগ করবে বলে আমরা আশা করছি। -
রামপালে মরিয়ম বেগম মেমোরিয়াল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার’র উদ্বোধন।
রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ গ্রামীণ জনপদের সাধারণ মানুষের কাছে দেশের সুনামখ্যাত চিকিৎসকগণের স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাগেরহাটের রামপালে আধুনিক মানের সুবিধা সম্বলিত মরিয়ম বেগম মেমোরিয়াল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করা হয়েছে।শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় উপজেলার বাঁশতলী ইউনিয়নের গিলাতলা বাজারে মরিয়ম বেগম মেমোরিয়াল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার’র প্রতিষ্ঠাতা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর হারুনঅর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্লিনিকের উদ্বোধন করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আঃ রউফ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নিজাম উদ্দিন আহমেদ, প্রফেসর শেখ আব্দুস সালাম, সাবেক ইউপি চেয়ারম্যান জামিল হাসান জামু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুকান্ত কুমার পাল, ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ ফকির, অধ্যক্ষ অলিউর রহমান, আওয়ামী লীগ নেতা হাওলাদার আবু তালেব, কুদরতি ইনামুল বাশার বাচ্চু, প্রধান শিক্ষক মোঃ ফরহাদ হোসেন, শেখ বেলাল উদ্দিন, সুশান্ত কুমার পাল, মল্লিক আনোয়ার প্রমুখ।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,দেশে স্বাস্থ্য সেবার যে উন্নয়ন হয়েছে, তার সবই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরেই হয়েছে। সাধারণ মানুষ যাতে সহজে চিকিৎসা পেতে পারে, সে লক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করেছেন। শুধু ক্লিনিকই স্থাপন করেন নাই, এখান থেকে ৩০ প্রকার ঔষধ বিনামূল্যে দেয়ার ব্যবস্থা ও করেছেন। তিনি আরো বলেন যে, চিকিৎসার মান উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারী ভাবেও হাসপাতাল স্থাপন করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করে বলেন যে, এ হাসপাতাল এ এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্য সেবার মানোন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে। -
রামপাল ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন।
রামপাল (বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে ঐতিহ্যবাহী রামপাল সরকারি ডিগ্রি কলেজের দুই দিনব্যাপী ৫৩ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে।শনিবার (৩ ফেব্রুয়ারী) সকাল ১১.০০ টায় রামপাল সরকারি ডিগ্রি কলেজের আয়োজনে কলেজ চত্বরে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।রামপাল কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সমীর কুমার বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রামপাল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মোজাফফর হোসেন, অবসরপ্রাপ্ত জেলা জজ শেখ জালাল উদ্দীন, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ জামিল হাসান জামু, সাবেক অধ্যক্ষ আলী আহমেদ।এসময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক আব্দুল হান্নান মোল্লা, শেখ সাইদুর রহমান, শেখ নজরুল ইসলাম, শেখ ইসরাফিল হোসেন, প্রভাষক কাজী ফারজানা মুন্নী, অর্চনা রাণী পাল, মো: সাইফুল আলম বকতিয়ার, প্রভাষক দীপ্তি রাণী মন্ডল, শেখ শাহনেওয়াজ, জোহরা সুলতানা, সঞ্জয় পাল, শহীদুল ইসলাম,মোঃ মোস্তফা কামাল পলাশ, নিরুপম কুমার পাল, আব্দুর রউফ, মোঃ রবিউল ইসলাম, মোস্তাইন বিল্লাহ, চয়ন রায়, কামনাশীষ মন্ডল, জোৎস্যা খাতুন, কল্লোল মজুমদার, জীবন দ্যুতী চক্রবর্তী, আরিফা সুলতানা, পুষ্পেন রায়, শেখ আবু বকার, লিখা রাণী পাল, মোঃ তাওহিদুল ইসলাম।কলেজ স্টাফ মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ আসাদুর রহমান, মোঃ গোলাম ইয়াছিন রাজু, বিথীকা মন্ডল, মোঃ আতিয়ার রহমান, মোঃ শাহাদাৎ হোসেন, মোঃ আকরাম হোসেন, খোদেজা বেগম, শেখ গোলাম আকতার, মোঃ পারভেজ মোসাল্লী, মেহেদী হাসান ও মোঃ দেলোয়ার হোসেন।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি সেখ মোয়াজ্জেম হোসেন বলেন যে, এখন অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বড় বড় মাঠ করে দিয়েছেন লেখাপড়ার জন্য সুন্দর সুন্দর ভবনও তৈরি করে দিয়েছেন। কিন্তু আজকাল শিক্ষার্থীরা খেলাধুলার আগ্রহ হারিয়ে ফেলছে। শরীর ও মন সুস্থ রাখার জন্য খেলাধুলার বিকল্প নেই। এছাড়া বর্তমানে ছাত্রছাত্রীদের যে মোবাইল আসক্তি ঘটেছে তার থেকে পরিত্রাণ পেতে হলে শিক্ষার্থীদের নানামুখী খেলাধুলায় অংশগ্রহণ বাড়াতে হবে। -
নাগরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন।
আব্দুল্লাহ খিজির,স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে দুই দিন ব্যাপি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে ৪৫ তম বিজ্ঞান মেলা ও ৮ম অলিম্পিয়াড এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) সকালে নাগরপুর উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসার রেজা মো. গোলাম মাসুম প্রধান এর সভাপতিত্বে, এ মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), টাঙ্গাইল মো. ওলিউজ্জামান (উপসচিব), বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহিনুর ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের (সাবেক) কমান্ডার মো. সুজায়েত হোসেন, পাকুটিয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান সহ উপজেলায় কর্মরত বিভিন্ন কর্মকর্তা, মাধ্যমিক স্কুলের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দরা।উল্লেখ; বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ে’র পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্বাবধানে দুই দিনব্যাপি এ মেলায় প্রথম দিনে ২৬ টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলো। শিক্ষার্থীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প তাদের স্টলে তুলে ধরেন। -
মৌলভীবাজারে আইজিপি কাবাডি প্রতিযোগিতা উদ্বোধন।
এলিসন সুঙঃমৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে আইজিপি কাপ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৩ উপলক্ষে সিলেট রেঞ্জ পুলিশ কাবাডি প্রতিযোগিতা উদ্বোধন হয়েছে।বৃহস্পতিবার (২৭জানুয়ারি) বেলা সকাল সাড়ে ১১টায় জেলা’র শেখ রাসেল ইনডোর স্টেডিয়ামে এ কাবাডি প্রতিযোগিতাটি শুরু হয়।এই কাবাডি প্রতিযোগিতার প্রধান অতিথি হয়ে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেনমৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার)।বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জনাব মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ আজমল হোসেন প্রমুখ।এবং মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।বক্তব্যে পুলিশ সুপার বলেন, “একজন পুলিশ সদস্যের যেমন শারীরিক সক্ষমতার পাশাপাশি চোখ-কান খোলা রেখে কাজ করতে হয়, কাবাডি খেলাতেও একজন খেলোয়াড়কে শারীরিক ও মানসিক উভয় সক্ষমতা দেখাতে হয়। খেলায় হার-জিত থাকবেই এটা খেয়াল রেখে খেলোয়াড়দের পেশাদারিত্বের সাথে খেলতে হবে। পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী সেটার ছাপ খেলাতেও থাকবে বলে আমি প্রত্যাশা করি।”উল্লেখ্য এ খেলায় সিলেট রেঞ্জের ০৪ (চার) জেলা এবং সিলেট আরআরএফসহ মোট ০৫ (পাঁচ) টি দল অংশগ্রহণ করেছে এবং আগামীকাল এ কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলা মধ্যদিয়ে শেষ হবে। -
রামপালে ৪৫ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করলেন হাবিবুন নাহার এমপি।
রামপাল (বাগেরহাট)প্রতিনিধিঃ “বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি” এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটের রামপালে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে বিজ্ঞান মেলা -২০২৪ এর উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ১১ টায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং রামপাল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত বিজ্ঞান মেলার উদ্বোধন করেন বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার (এম.পি)।প্রধান অতিথি’র বক্তব্যে হাবিবুন নাহার বলেন, বিজ্ঞানের আবিষ্কার, বৈজ্ঞানিক যন্ত্রপাতি শিক্ষার্থীদের দেখিয়ে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞান শিক্ষায় উৎসাহিত করে তুলতে হবে। আমাদের দেশের বিজ্ঞানীরাই ওর স্যালাইন আবিষ্কার করেছে যা-বিশ্ব স্বীকৃত। এছাড়া কৃষি ক্ষেত্রেও আমাদের দেশের বিজ্ঞানীরা বিশ্ব মানের প্রযুক্তি উদ্ভাবনে সক্ষম হয়েছে। কিন্তু আমাদের দেশে নানা কারণে উপজেলা পর্যায়ে শিক্ষার্থীরা বিজ্ঞান বিষয়ে পড়তে নিরুৎসাহিত হচ্ছে। দেশকে এগিয়ে নিতে হলে শহর এবং মফস্বল সকল পর্যায়ে অধিক সংখ্যক ছাত্র-ছাত্রীদের বিজ্ঞান শিক্ষায় সম্পৃক্ত করা প্রয়োজন।উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা’র সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নুরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. হোসনেয়ারা মিলি, সহকারী কমিশনার (ভূমি) শেখ সালাউদ্দিন দিপু, রামপাল থানার অফিসার ইন-চার্জ সোমেন দাস।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপধ্যক্ষ মো. নাহিদুল ইসলাম, প্রভাষক মো. সাইফুল আলম বকতিয়ার, শিক্ষার্থী সুমাইয়া খাতুন, জারিফ হাসান।এসময় বেগম হাবিবুন নাহার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। বিজ্ঞান মেলায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরাও ক্ষুদে বিজ্ঞানীদের আবিষ্কার দেখতে মেলায় ভীড় জমায়। এছাড়া এলাকার বিজ্ঞান মনোস্ক ব্যক্তিরাও এ মেলা দেখতে আসে।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক মো. মোস্তফা কামাল পলাশ। -
চরআমখাওয়া ইউনিয়নে সমন্বিত মানব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন।
ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চরআমখাওয়া ইউনিয়নে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র এর বাস্তবায়নে আইসিভিজিডি প্রকল্পের সদস্যদের সমন্বিত মানব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। ২৯ নভেম্বর বুধবার সকাল ১০টার সময় ইউনিয়নের চরমাদার গ্রামে, গ্রাম পুলিশ আবু সাঈদ এর বাড়ি ভেন্যুতে এ সেশন উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন চরআমখাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউল ইসলাম জিয়া, ইউপি সদস্য মেহের আলী। সমন্বিত মানব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষক মোঃ ফরিদুল ইসলাম এর সেশন পরিচালনায় উপস্থিত ছিলেন দায়িত্ব প্রাপ্ত লাইভলীহুড ফ্যাসিলিটেটর (এলএফ) আবু হাসনাত সরকার, লাইভলীহুড ফ্যাসিলিটেটর (এলএফ) আব্দুল্লাহ প্রমুখ। চার দিনের সেশনে সকাল ১০টা হতে দুপুর ১টা পর্যন্ত একদলের ২৫ জন সদস্য এবং ২টা হতে ৫টা পর্যন্ত আরেক দলের ২৫ জন সদস্যের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। পর্যায়ক্রমে চরআমখাওয়া ইউনিয়নের ২১টি দলের ৫০১ জন সদস্য প্রশিক্ষণে অংশ গ্রহণ করবেন।চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া প্রশিক্ষণের অংশগ্রহণতারীদের শুভেচ্ছা জানিয়ে প্রশিক্ষণ উদ্বোধন ঘোষণা করেন। তিনি আরোও বলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র এর বাস্তবায়নে আইসিভিজিডি প্রকল্পের সকল কলাকৌশলী, কর্মকর্তা, মাঠকর্মী ও সদস্যের সার্বিক মঙ্গল কামনা করছি। -
ঠাকুরগাঁওয়ে সাড়ে ৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।
আনোয়ার হোসেন,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ে ৫ কোটি ৭০ লাখ ৩১৬ টাকা ব্যায়ে জেলা রেজিস্ট্রি অফিসের চারতলা ভিতবিশিষ্ট ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে জেলা শহরের আর্ট গ্যালারি ও সদর উপজেলার বালিয়া ইউনিয়ন পরিষদের পাশ্বে নবনির্মিত এই ভবন দুইটির উদ্বোধন করেন তিনি। ভবন উদ্বোধন উপলক্ষে জেলা রেজিস্ট্রি অফিস চত্বরে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।২০১৮ সালের ১৪ সেপ্টেম্বর ঠাকুরগাঁও জেলা রেজিস্ট্রার অফিসের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ঠাকুরগাঁও গণপূর্ত অধিদপ্তরের বাস্তবায়নে ৫ কোটি ৭০ লাখ ৩১৬ টাকা ব্যায় ধরে ভবনের নির্মাণ কাজ সম্পূর্ণ করেন ঢাকার সাভারের জিরানী বাজার রোডের মেসার্স সিকদার কনস্ট্রাকশন অ্যান্ড বিল্ডার্স।ঠাকুরগাঁও গণপূর্ত বিভাগ সূত্রে জানা গেছে, জেলা রেজিস্ট্রার অফিস নির্মাণ কাজের জন্য প্রকল্পের নকশা অনুযায়ী চারতলা ভিতবিশিষ্ট ভবন নির্মাণের পরিকল্পন নেওয়া হয়৷ ভবনের প্রথম তলা ৫ হাজার ১৪৩ বর্গফুটের হবে। এতে গ্যারেজ, ব্যাংক বুথ, ভেন্ডর, ভিজিটর ওয়েটিং, মাতৃদুগ্ধ কক্ষ ইত্যাদি হবে। ৫ হাজার ১৪৩ বর্গফুটের দ্বিতীয় তলায় নকলনবিস, অফিস, রেকর্ড রুম, চেম্বার, ডায়াস, সাব-রেজিস্ট্রার এজলাস ইত্যাদি, ৫ হাজার ১৪৩ বর্গফুটের তৃতীয় তলায় সম্মেলন কক্ষ, অফিস রুম, জেলা রেজিস্ট্রারের চেম্বার, ডায়াস, রেকর্ড রুম ইত্যাদি এবং ৫ হাজার ১৪৩ বর্গফুটের চতুর্থ তলায় নকলনবিস, রেকর্ড রুম, রেকর্ড স্টাফ কক্ষ, তালাশকারী, ডিজিটাল রেকর্ড কক্ষ ইত্যাদি।বক্তরা বলেন, সেবাপ্রাথীদের যাতে সুন্দর সেবা প্রদান করা হয় এবং সরকারী আয় বৃদ্ধিতে যেন মনোযোগ দেয়া হয়। সাড়ে ৫কোটি অর্থ ব্যয়ে এ আধুনিক উন্নত ভবন নিমাণ হওয়ায় জেলার সকলে উপকৃত হবে বলে জানান তারা।এ সময় উপস্থিত ছিলেন, জেলা রেজিস্ট্রার হেলাল উদ্দীন, অফিস সহকারী রবিউল কবির, দলিল লেখক সমিতির সহ অফিসের অন্যান্য কর্মকর্তারা।