Tag: উদ্বোধন

  • রায়পুরে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ও বিদ্যালয়ের ভবন উদ্বোধন।

    রায়পুরে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ও বিদ্যালয়ের ভবন উদ্বোধন।

    সোহেল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে রায়পুর উপজেলার ৩নং চর মোহনা ইউনিয়ন পরিষদের নবনির্মিত কমপ্লেক্স ভবন ও দক্ষিণ রায়পুর আব্দুর রহমান আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ৪র্থ তলা বিশিষ্ট ভবন উদ্বোধন করা হয়েছে।

    বৃস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর-রায়পুর (সদর আংশিক ও রায়পুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এ ভবনের উদ্বোধন করেন।

    স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে এক কোটি ১২ লাখ ৭ হাজার ৯৭৬ টাকা ব্যয়ে ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ করা হয়।এছাড়া শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে দুই কোটি ৯৬ লাখ টাকা ব্যয়ে বিদ্যালয় ভবন নির্মাণ করা হয়েছে।

    বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রফিকুল হায়দার বাবুল পাঠানের সভাপতিত্বে বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।
    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, থানার ও‌সি আব্দুল জ‌লিল, পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র ইসমাইল খোকন ও পৌর আওয়ামীলী‌গের আব্বায়ক কাজী জাম‌শেদ ক‌বির বাক্কী বিলাহ প্রমুখ।

  • কলাপাড়ায় মৎস্য অবতরন কেন্দ্রের উদ্বোধন।

    কলাপাড়ায় মৎস্য অবতরন কেন্দ্রের উদ্বোধন।

    সৈয়দ মোঃ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধিঃ

    পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আলীপুর ও মহিপুর মৎস্য অবতরন কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে । সোমবার দুপুর ২ টার সময় ফিতা কেটে ফলক উন্মোচন করে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রনালয়ের মন্ত্রী শ.ম রেজাউল করিম এম.পি।

    এর আগে দুপুর ১ টার দিকে তিনি কলাপাড়া পৌরশহরে অবস্থিত বি.এফ.আর আই এর আওতাধীন নদী-উপকেন্দ্রের অফিস কাম গবেষনাগার ভবন উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন মন্ত্রীর একান্ত সচিব ড.আবু নঈম মুহাম্মদ আবদুস ছবুর, জনসংযোগ কর্মকর্তা মো.ইফতেখার হোসেন , বি.এফ.ডি.সি’র চেয়ারম্যান কাজী হাসান আহমেদ, প্রকল্প পরিচালক জামাল হোসেন মজুমদার, পরিচালক মনজুর হাসান ভুইঁয়া ,কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এস,এম রাকিবুল আহসান, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক।

    এছাড়া স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও মৎস্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী বিকেল পৌনে তিন টার দিকে তাঁর পরবর্তী সফর হিসেবে কুয়াকাটার উদ্দেশ্যে যাত্রা করেন। মন্ত্রীর মৎস্য অবতরন কেন্দ্রের উদ্বোধনে খুশি এলাকার হাজারো জেলে সহ স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা । এতে করে সরকারের রাজস্ব আয়ের ক্ষেত্রে সহায়ক হবে বলে ব্যবসায়ীরা উল্লেখ করেন।

    আলীপুর মৎস্য অবতরন কেন্দ্রটি ১৫ কোটি ৪৬ লাখ টাকা ব্যয়ে ১ একর ১০ শতাংশ জমির উপর নির্মিত হয় । অপরদিকে, মহিপুর অবতরন কেন্দ্রটি ১৩ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ১ একর ৯ শতাংশ জমির উপর নির্মিত হয়েছে । এতে হাজার হাজার জেলে এবং মৎস্য ব্যবসায়ীদের মাছ ক্রয়-বিক্রয় সহ ট্রলার থেকে সরবরাহে অনেক সহজ হবে বলে স্থানীয় মৎস্য ব্যবসায়ী ও মহিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.ফজলুর রহমান গাজী জানিয়েছেন।

  • তাড়াশে রাজমিস্ত্রীদের ৪ দিন ব্যাপি প্রশিক্ষণ উদ্বোধন।

    তাড়াশে রাজমিস্ত্রীদের ৪ দিন ব্যাপি প্রশিক্ষণ উদ্বোধন।

    তাড়াশ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে রাজমিস্ত্রিদের ৪ দিন ব্যাপী এক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

    ২০ সেপ্টেম্বর সোমবার সকালে উপজেলা পরিষদের আয়োজনে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিমের সভাপতিত্বে রাজমিস্ত্রিদের দক্ষতা উন্নয়নের জন্য এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

    উপজেলা যোগাযোগ ও ভৌত অব কাঠামো উন্নয়ন কমিটির বাস্তবায়নে ও স্থানীয় সরকার বিভাগ ও জাইকার অর্থায়নে সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলায় কর্মরত সকল রাজমিস্ত্রিদের দক্ষতা উন্নয়নের জন্য এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি।

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, প্রভাষক মর্জিনা ইসলাম ও জাইকার কর্মকর্তা।

  • উল্লাপাড়ায় “আইল্যান্ড সিকিউরিটিজের ডিজিটাল বুথ”এর শুভ উদ্বোধন।

    উল্লাপাড়ায় “আইল্যান্ড সিকিউরিটিজের ডিজিটাল বুথ”এর শুভ উদ্বোধন।

    উল্লাপাড়া(সিরাজগজ্ঞ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেড এর “উল্লাপাড়া ডিজিটাল বুথের ” ফিতা কেটে শুভ উদ্বোধন(২০ সেপ্টেম্বর সোমবার সকাল ১০ টায় গোলাম আম্বীয়া আলম সুপার মার্কেটের ৩ তলায় অবস্থিত অফিসে) অনুষ্ঠিত হয়েছে।

    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উল্লাপাড়ার পৌর মেয়র এস এম নজরুল ইসলাম। উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলামমোস্তফা, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ আব্দুল বাতেন হিরু,এ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে আলোকপাত করেন কোম্পানির ব্যাাবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন, তিনি বলেন, উল্লাপাড়ায় এই প্রথম আইল্যান্ড সিকিউরিটিজ ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে সরাসরি পরিচালিত হচ্ছে। আমাদের সিকিউরিটিজে জেনে বুঝে বিনিয়োগ করুন। কেহ গুজবে কান দিবেন না। প্রয়োজনে প্রশিক্ষনের ব্যাবস্তা রয়েছে। উল্লাপাড়াসহ দেশের বিভিন্ন স্থানে ৬ টি ডিজিটাল বুথ রয়েছে।

    এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ম্যানেজার আ ন ম নাজমুল হুদা,মোঃ নিয়াজ উদ্দিন শাকিল, মোঃ কামরুজ্জামান কনক,মোঃ মোস্তাফিজুর রহমান, মোহন আলী, উল্লাপাড়া উপজেলা আওয়ামী মৎস্যজীবী লিগের আহবায়ক মোহাম্মদ আলী জিন্নাহ।

     

  • সিরাজগঞ্জ ফিজিওথেরাপি এন্ড রিহ্যাব সলিউশন্স এর উদ্বোধন।

    সিরাজগঞ্জ ফিজিওথেরাপি এন্ড রিহ্যাব সলিউশন্স এর উদ্বোধন।

    সবুজ সরকার, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

    সিরাজগঞ্জের বেলকুচিতে ফিজিওথেরাপি এন্ড রিহ্যাব সলিউশন্স এর শুভ উদ্বোধন করা হয়েছে। ১৭ (সেপ্টেম্বর) শুক্রবার সকালে বেলকুচি পৌর এলাকায় শেরনগর মেইন রোড (কেন্দ্রীয় মসজিদের দক্ষিনে) সংলগ্ন ভবনে সিরাজগঞ্জ ফিজিওথেরাপি এন্ড রিহ্যাব সলিউশন্স এর উদ্বোধনোত্তর আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বেলকুচি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এ কে এম মোফাখখারুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে বক্তব্যে রাখেন, ডেপুটি কোর্স কো-অডিনেটর আকতার হোসেন।

    এ সময় আরো উপস্থিত ছিলেন, ডাঃ জাহিদুল ইসলাম, সমাজ সেবক আব্দুল মজিদ খাঁন, ডা: শাকিল আহাম্মেদ, ডাঃ তারেক আজিজ, হাজী নুরুল ইসলাম আমিন, সিরাজগঞ্জ ফিজিওথেরাপি এন্ড রিহ্যাব সলিউশন্স এর প্রধান নির্বাহী কর্মকর্তা ফিজিওথেরাপিস্ট মেছবাহ উদ্দিনসহ বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ। বেলকুচিতে এই প্রথম এ ফিজিওথেরাপি এন্ড রিহ্যাব সলিউশন্স এর শুভ উদ্বোধন করা হয়েছে। এই ফিজিওথেরাপির মাধ্যমে মানবদেহের, মেরুদন্ড, কোমর, হাটু,হাত,পা সহ যে কোন ব্যাথা, প্যারালাইসিস, ষ্ট্রোকজনিত সমস্যা, বাতের ব্যাথাসহ বিভিন্ন রোগের স্বল্পখরচে চিকিৎসা করা হয়।

    এসময় বক্তাগণ ফিজিওথেরাপি চিকিৎসা বিষয়ক জনসচেতনতা মূলক বিষয় নিয়ে আলোচনা করেন এবং ফিজিওথেরাপি এন্ড রিহ্যাব সলিউশন্সের উন্নতি প্রত্যাশা করেন।

    সিরাজগঞ্জ ফিজিওথেরাপি এন্ড রিহ্যাব সলিউশন্স এর প্রধান নির্বাহী কর্মকর্তা মেছবাহ উদ্দিন বলেন, বেলকুচিতে এই থেরাপি সেন্টারটি না থাকায় বেলকুচির মানুষ অন্য জেলায় গিয়ে থেরাপি নিতে হয়। তাই বেলকুচি মানুষের কষ্ট লাঘবের জন্যেই আমি বেলকুচিতে এই থেরাপি সেন্টারটি চালু করেছি। এখানে স্বল্প খরচে উন্নত চিকিৎসা ও আবাসনের সুব্যবস্থা রয়েছে। প্রতি শুক্রবারে ফ্রি রোগী দেখা হয়।

  • বিবিএসএফ অন্তর্ভূক্ত সংগঠনের তালবীজ বপন কার্যক্রম উদ্বোধন।

    বিবিএসএফ অন্তর্ভূক্ত সংগঠনের তালবীজ বপন কার্যক্রম উদ্বোধন।

    ফজলে রাব্বীঃ বিবিসিএফ অন্তভুক্ত সংগঠন সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন তীর এর তালবীজ বপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

    সোমবার(১৩ সেপ্টেম্বর) দুপুরে এই কার্যক্রমের উদ্বোধন করেন,সরকারি আজিজুল হক কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর মোঃ শাহজাহান আলী। এ সময় তিনি বলেন বর্তমান সময়ে একটু ঝড় বৃষ্টি হলে বজ্রপাতের ঘটনা ঘটে।এতে প্রান যায় সমাজের অসচেতন মানুষগুলো।বজ্রপাতের হাত থেকে রক্ষা পাবার লক্ষ্যে ও মানুষের জীবন রক্ষার্থে আমরা তালবীজ বপনের কর্মসূচী হাতে নিয়েছি।

    এছাড়াও উপস্থিত ছিলেন,তীরের সম্মানিত উপদেষ্টা জনাব জাহাঙ্গীর আলম,জনাব মোঃ জিয়াউর রহমান, জনাব মোঃ মোখলেছুর রহমান মুকুল, জনাব মোঃ মাসুদ রানা, জনাব হারুন ইবনে সালাম, জনাব মোঃ শামসুল আলম,তীরের সাবেক সভাপতি মোঃ আরাফাত রহমান, তীরের ভারপ্রাপ্ত সভাপতি মুকিম মাহমুদ, সাধারন সম্পাদক রিফাত হাসানসহ প্রমূখ।

  • তাড়াশে উপজেলা ভূমি অফিস উদ্বোধন।

    তাড়াশে উপজেলা ভূমি অফিস উদ্বোধন।

    তাড়াশ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা ভূমি অফিস উদ্বোধন করা হয়েছে।

    ৮ সেপ্টেম্বর বুধবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের  আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার অতিরিক্ত দায়িত্ব সহকারী কমিশনার  ভূমি  মেজবাউল করিমের সভাপতিত্বে  উপজেলা ভূমি অফিস ও সদর ইউপি ভূমি অফিস উদ্বোধন করা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান,প্রভাষক মর্জিনা ইসলাম, জেলা গণপুর্ত বিভাগের প্রকৌশলী আওলাদ হোসাইন,উপজেলা প্রকৌশলী আবু সায়েদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গাজী আরশেদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুর রহমান,গাজী সাইদুর রহমান সাজু, গাজী এস এম আব্দুর রাজ্জাক, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি খলিলুর রহমান,উপজেলা কানুন গো খাদেমুল ইসলাম,  উপজেলা নাজির মাহমুদুর রহমান, সার্ভেয়ার আব্দুল খালেক,সদর ভূমি কর্মকর্তা রেজাউল করিম,উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি মহসীন আলী,সাংবাদিক এম ছানোয়ার হোসেন সাজুসহ অনেকে।

  • সিরাজগঞ্জে বেতিল ইউনিয়ন ভূমি অফিস উদ্বোধন করলেন-প্রধানমন্ত্রী।

    সিরাজগঞ্জে বেতিল ইউনিয়ন ভূমি অফিস উদ্বোধন করলেন-প্রধানমন্ত্রী।

    আজিজুর রহমান মু্ন্না, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
    সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ১ নং সদিয়া চাঁদপুর ইউনিয়নে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বেতিল ইউনিয়ন ভূমি অফিস শুভ উদ্বোধন করেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এ সময় বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেন আওয়ামীলীগ সরকার দেশ ও দশের জন্য কাজ করে।

    বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে বেতিল ইউনিয়ন ভূমি অফিস উদ্বোধন কালে উপস্থিত ছিলেন,চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনিসুর রহমান,সিরাজগঞ্জ গণপূর্ত অফিসের উপসহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাজমুল করিম, ১ নং সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাশেদুল ইসলাম সিরাজ সহ ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ, ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরাসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • ফুলবাড়ীতে এনআরবিসি ব্যাংক এর শাখা অফিস উদ্বোধন।

    ফুলবাড়ীতে এনআরবিসি ব্যাংক এর শাখা অফিস উদ্বোধন।

    ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল বুধবার এনআরবিসি ব্যাংক এর শাখা অফিস উদ্বোধন করা হয়েছে। বেলা সাড়ে ১২টায় ফুলবাড়ী থানার সামনে (বাপজান টাওয়ারে) এই শাখা ব্যাংক এর উদ্বোধন করা হয়।

    প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এই শাখা ব্যাংক এর শুভ উদ্বোধন ঘোষনা করেন পৌর মেয়র মাহামুদ আলম লিটন। এসময় ঢাকা থেকে অনলাইনে যুক্ত হন,এনআরবিসি ব্যাংকের কর্মকর্তাগণ।

    পরে সেখানে পিটিকন প্লাষ্টিক ইন্ডাস্ট্রিস এর সত্বাধিকারী মকছেদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র মাহমুদ আলম লিটন।

    বিষেশ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর শাখা ব্রাঞ্চ ম্যানেজার কাজি রেজাউল কায়েছ,পৌর কাওন্সিলর মমতাজুর রহমান পারভেজ,কাওন্সিলর হারান দত্ত প্রমুখ।
    এছাড়াও উপস্থিত ছিলেন এনআরবিসি ব্যাংকের ফুলবাড়ী শাখা ব্রাঞ্চ ম্যানেজার আতিকুর রহমান,অপারেশন ম্যানেজার সামসুজ্জোহাসহ ব্যাংকের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় ব্যাবসায়ীগণ।

  • ফুলবাড়ী শিদ্দিসি উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করলেন এমপি ফিজার।

    ফুলবাড়ী শিদ্দিসি উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করলেন এমপি ফিজার।

    মেহেদী হাসান উজ্জল,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

    মুজিববর্ষ উপলক্ষে দিনাজপুর ফুলবাড়ী উপজেলার শিদ্দিসি উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করা হয়েছে।

    রোববার বিকেল সাড়ে ৪ টার সময় উপজেলার বেতদিঘী ইউনিয়ের শিদ্দিসি উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।

    উদ্বোধনী অনুষ্ঠানে বেতদিঘী ইউপি চেয়ারম্যান উপাধক্ষ শাহ আব্দুল কুদ্দস এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঞ্জুরায় চৌধুরী,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম ডাবলু,বেতদিঘী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সারোয়ার আলম,সাধারণ সম্পাদক আতিকুর রহমান।

    এসময় মাদিলা হাট কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান,প্রভাষক আবু শহীদ,শিদ্দিসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানসহ শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।