Tag: উদ্বোধন

  • শাহারপাড়া বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেটের উদ্বোধন।

    শাহারপাড়া বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেটের উদ্বোধন।

    ওসমানীনগর,প্রতিনিধিঃ গ্রামিন জনপদে সুষ্ট গ্রাহক সেবায় পৌছে দেয়ার প্রত্যায়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ দেশের প্রত্যান্ত অঞ্চলে শাখা উপশাখা ও এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের ধারাবাহিকতায় শাহারপাড়া বাজারে উদ্ধোধন করা হয়েছে ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেটের।

    ইসলামী ব্যাংক ওসমানীনগরের গোয়ালাবাজার শাখার অধিনে মঙ্গলবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা তিলক শাহারপাড়া বাজারের গ্রীন সুপার মার্কেটে আর কে পিকিউনিয়ারি সলিউশনের উদ্যাগে আয়োজিত এজেন্ট আউটলেটের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সিলেট জোন প্রধান শিকদার মো.শিহাবুদ্দিন।

    ইসলামী ব্যাংকের গোয়ালাবাজার শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আকবর উদ্দিনের সভাপতিত্বে ও অফিসার আরিফুল হকের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী,শাহারপাড়া শাহ্ কামাল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আতাউর রহমান কামালী, সৈয়দপুর আর্দশ কলেজের সাবেক অধ্যক্ষ শাহেদ রহমান,ইউপি সদস্য শামসুদ্দিন কামালী,মুতাহিন কামালী,ফয়জুল হক,লুলু মিয়া কামালী,লন্ডন প্রবাসী আবুল বশর কামালী,আজহার কামালী,ইউসুফ কামালী,ছানু মিয়া কামালী,কুদ্দুছ মিয়া কামালী,মদব্বির হোসেন কামালী,সিরাজ মিয়া কামালী,আলফু মিয়া কামালী,শায়স্তা মিয়া কামালী,সুফি মিয়া কামালী,শাহ আলম কামালী।

    শাহারপাড়া বাজার এজেন্ট আউটলেটের ইনচার্জ রাশেদুল হক কামালী স্বাগত বক্তব্যের মাধ্যমে বক্তারা বলেন,সততার নীতি,আন্তরিকতা,নিষ্ঠা ও প্রযুক্তিসমৃদ্ধ সেবা দেয়ার মাধ্যমে ইসলামী পরিনত হয়েছে দেশের নির্ভরযোগ্য ও শক্তিশালী ব্যাংকে।উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে ডিজিটাল ব্যাংকিং সেবায়। আর্থিক খাতে লেনদেনে উৎকর্ষ সাধনে সাড়া ফেলেছে ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপ।সুষ্ট সেবা নিশ্চিতের ফলে ইসলামী ব্যাংক দেশের গণ্ডি পেরিয়ে স্বীকৃতি অর্জন করেছে বিশ্ব দরবারে।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল দেশ গড়ার স্বপ্নকে বাস্তবে রুপ দিতে গ্রামীন জনগোষ্ঠির দৌড়গোড়ায় সহজ ও নিরাপদ ব্যাংকিং সেবা পৌছে দিয়ে এজেন্ট ব্যাকিং কার্যক্রমে স্বাক্ষর ছাড়া ব্যাংক একাউন্ট খোলে ফিঙ্গারের মাধ্যমে লেনদেনসহ সুদমুক্ত ব্যাংকিং সেবার মাধ্যমে অনগ্রসর ও দরিদ্র জনগোষ্ঠীকে করেছে আত্মনির্ভরশীল।

    অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা ইমরান হোসেন কামালী ও মোনাজাত পরিচালনা করেন শাহারপাড়া শাহ্ কামাল (র:) মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুল মুনিম শাহীন। অনুষ্টান শেষে শাহারপাড়া এলাকায় অবস্থিত হযরত শাহ্ কামাল (র:) এর মাজার জিয়ারত করেন ইসলামী ব্যাংকের সিলেট জোন প্রধান শিকদার মো.শিহাবুদ্দিনসহ ব্যাংকের কর্মকর্তাবৃন্দ।

  • ফুলবাড়ীতে প্রবীণ কল্যাণ সংঘের নতুন কার্যালয় উদ্বােধন।

    ফুলবাড়ীতে প্রবীণ কল্যাণ সংঘের নতুন কার্যালয় উদ্বােধন।

    মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল বুধবার উপজেলা মুক্তিযাদ্ধা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় ফুলবাড়ী প্রবীণ কল্যাণ সংঘের নতুন কার্যালয়ের উদ্বােধন করা হয়েছে।

    প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাব নতুন কার্যালয়ের উদ্বােধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মাে: রিয়াজ উদ্দিন

    আয়ােজিত উদ্বােধনী আলােচনা সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী প্রবীণ কল্যাণ সংঘের ভারপ্রাপ্ত সভাপতি শাহ মা. মতিয়ার রহমান।
    এতে সাবেক পুষ্টিবিদ আজিজুর হক এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী পৌর মেয়র মাে. মাহমুদ আলম লিটন, সাবেক যুগ্ম সচিব মাে. মতিউর রহমান শাহ, ফুলবাড়ী সরকারি কলেজের সাবেক অধ্যাপক চিত্ত রঞ্জন দাশ

    শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো: মকলেছুর রহমান, এছাড়াও বক্তব্য রাখেন মুক্তিযাদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযাদ্ধা মাে. এছার উদ্দিন, বীর মুক্তিযাদ্ধা অমরেশ চৌধুরী, আলতাফ হােসেন প্রমুখ।

  • মাধবপুরে ২০ কোটি টাকার উন্নয়ন মূলক কর্মকান্ডের উদ্বোধন।

    মাধবপুরে ২০ কোটি টাকার উন্নয়ন মূলক কর্মকান্ডের উদ্বোধন।

    নাহিদ মিয়া,মাধবপুর (হবিগঞ্জ)প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে ২০ কোটি টাকার উন্নয়ন কর্মকান্ডের উদ্বোধন ও ক্ষুদ্র নৃ গোষ্ঠী ও চা শ্রমিকদের মাঝে আবাসন হস্তান্তর করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি।

    সোমবার (৮ নভেম্বর) সকালে উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাধবপুর চুনারুঘাট আসনের সাংসদ সদস্য বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী।

    উপজেলার ক্ষুদ্র নৃ গোষ্ঠী ও চা শ্রমিকদের মাঝে ৩য় ও ৪র্থ পর্যায়ের ২০ টি ঘর হস্তান্তর, ৯টি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন, রাস্তা, কালভার্ট ও ব্রীজের উদ্বোধন,কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরন ও একজন ভিক্ষুককে পূর্ণবাসন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

    সমাজসেবা কর্মকর্তা আশরাফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মহিউদ্দিন আহম্মেদ,মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক,উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারি আলহাজ্ব আতিকুর রহমান,উপজেলা প্রকৌশলী শাহ আলম,কৃষি কর্মকর্তা আল মামুন হাসান,সুকোমল রায়,উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক তাজুল ইসলাম,মেয়র হাবিবুর রহমান মানিক,২ নং চৌমুহনী ইউপির চেয়ারম্যান আপন মিয়া, ৩ নং বহরা ইউপির চেয়ারম্যান আরিফুর রহমান আরিফ,৪ নং আদাঐর ইউপির চেয়ারম্যান ফারুখ পাঠান, ৬ নং শাহজাহানপুর ইউপির চেয়ারম্যান বাবুল খান,পৌর আওয়ামী লীগের সেক্রেটারি শ্রীধাম দাশ গুপ্ত,প্রদীপ গৌড়,ভারতী মুন্ডা প্রমূখসহ আরো অনেকেই।

  • নাগরপুরে মসজিদ মাদ্রাসার ছাদ ঢালাই কাজের উদ্বোধন।

    নাগরপুরে মসজিদ মাদ্রাসার ছাদ ঢালাই কাজের উদ্বোধন।

    নাগরপুরে মসজিদ মাদ্রাসার ছাদ ঢালাই কাজের উদ্বোধন

    স্টাফ রিপোর্টারঃ টাংগাইলের নাগরপুরে ভাড়রা ইউনিয়নের শাখাইল কবরস্থান মসজিদ মাদ্রাসার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।

    রবিবার(৭ নভেম্বর), সকালে এ মসজিদ মাদ্রাসার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সদস্য ও অত্র মসজিদ মাদ্রাসা কমিটির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হাবিব।

    এ সময় আরও উপস্থিত ছিলেন, অত্র প্রতিষ্ঠানের সভাপতি আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ আব্দুল মান্নান,যুগ্ম সম্পাদক মোঃ মামুন, মোঃ আব্দুল হাই প্রমুখ।

    উল্লেখ্য, কুয়েতের অনুদান ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে অত্র প্রতিষ্ঠানের নির্মান কাজ সম্পন্ন হবে।

  • উল্লাপাড়ায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের শুভ উদ্বোধন করেন-তানভীর ইমাম এমপি।

    উল্লাপাড়ায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের শুভ উদ্বোধন করেন-তানভীর ইমাম এমপি।

    রাজু আহমেদ সাহান,স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ /২০২১ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

    শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে পৌর শহরের ঝিকিড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্থানীয় সংসদ সদস্য জননেতা তানভীর ইমাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।

    উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি তানভীর ইমাম বলেন, আজকের শিশু আগামী দিনের রাষ্ট্রনায়ক। নিয়মিত কৃমি নাশক খাই, রোগ বালাই ও স্বাস্থ্য ঝুঁকি কমাই। স্বাস্থ্যই সকল সুখের মুল। সুস্থ ও সবল দেহের অধিকারী হলে,যে কোন যুদ্ধ জয় করা যায়। তাই আসুন স্বাস্থ্য বিধি মেনে চলি, সুন্দর জীবন গড়ে তুলি। অনুষ্ঠানে এ সময় কয়েকজন শিশুকে ডাক্তারী পোশাক পড়িয়ে আগামীতে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখিয়ে প্রধান অতিথি এমপি তানভীর ইমাম “এসো সুস্থ থাকি, সুন্দর জীবন গড়ি” শিরোনামে গল্প শোনান।

    জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ-২০২১’এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে এ সময় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আনোয়ার হোসেন, এমপি মহোদয়ের একান্ত সহকারী ও উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মীর আরিফুল ইসলাম উজ্জ্বল, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মোঃ আনিসুল হক ও ঝিকিড়া বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিএম আব্দুর রাজ্জাক প্রমুখ।

  • ফুলবাড়িতে মুশফিকুর রহমান বাবুল চ্যালেঞ্জ আদিবাসী ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন।

    ফুলবাড়িতে মুশফিকুর রহমান বাবুল চ্যালেঞ্জ আদিবাসী ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন।

    মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ

    দিনাজপুর ফুলবাড়ীতে গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১টায় সরকারী কলেজ মাঠে মুশফিকুর রহমান বাবুল চ্যালেঞ্জ আদিবাসী ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন করা হয়েছে।

    প্রধান অতিথি হিসেবে ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন করে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো:মুশফিকুর রহমান বাবুল।উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদিবাসী ফুটবল টুর্নামেন্টের আয়োজক কমল হেম্রম।

    এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো:মিজানুর রহমান,ক্রীয়া সম্পাদক মো: তারিকুজ্জামান শুভ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো:মেহেদী হাসান,কাজিহাল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো:আমিনুল ইসলাম প্রমুখ।

    খেলায় ৮টি টিমের অংশ গ্রহনে ফুলবাড়ী উপজেলা আদিবাসীদের আয়োজনে এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।রেফারি হিসেবে দায়ীত্বে ছিলেন শাহাজান আলী। উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করেন নবাবগঞ্জ বনাম বাসুদেবপুর সুর্যপাড়া।

  • তাড়াশে সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন।

    তাড়াশে সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন।

    তাড়াশ(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃসিরাজগঞ্জের তাড়াশে জীবন বাঁচাতে সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। ২৯ অক্টোবর শুক্রবার  সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ৬৪ সিরাজগঞ্জ ৩ (তাড়াশ রায়গঞ্জ)  আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ এমপি।

    মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত ও সচেতন নাগরিক সোসাইটি’র বাস্তবায়নে এ প্রশিক্ষণ উদ্বাধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিম।

    এ সময় উপস্থিতি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি,উপজেরা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী সঞ্জিত কুমার কর্মকার,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা পারভীন,বারুহাস ইউপি চেয়ারম্যান মোক্তার হোসেন মুক্তা,মাগুড়া ইউপি চেয়ারম্যান প্রভাষক আতিকুল ইসলাম বুলবুল,সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ,দেশীগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস সরকার,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ,পাবলিক লাইব্রেরীর সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মাসুদ,জীবন বাঁচাতে সাঁতার প্রশিক্ষণের কর্মসূচি পরিচালক সাখাওয়াৎ হোসেন তালুকদার,নাগরিক সচেতন সোসাইটি’র নির্বাহী পরিচালক শামীম আজাদ চোধুরী,আই.আর.বি এসোসিয়টস’র ব্যবস্থাপনা পরিচালক এম এস এইচ বাধন চোধুরীসহ অনেকে।

  • উল্লাপাড়া প্রেস ক্লাবের দ্বিতল ভবনের উদ্বোধন করলেন তানভীর ইমাম এমপি

    উল্লাপাড়া প্রেস ক্লাবের দ্বিতল ভবনের উদ্বোধন করলেন তানভীর ইমাম এমপি

    স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া প্রেস ক্লাবের নব-নির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম প্রধান অতিথি হিসেবে ফলক উম্মোচন করে এই ভবনের উদ্বোধন করেন।

    এ সময় উল্লাপাড়ার নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ, মেয়র এস. এম. নজরুল ইসলাম, উপজেলা আ’লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল বাতেন হিরু, সভাপতি আব্দুস সাত্তার, সাধারন সম্পাদক জয়নাল আবেদিন জয়, সমকাল প্রতিনিধি কল্যাণ ভৌমিক, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি সাহারুল হক সাচ্ছু, মানবজমিন প্রতিনিধি রাজু আহমেদ সাহান, আমার সংবাদ প্রতিনিধি সাহেব আলী সহ প্রিন্ট ও ইলেকট্রোনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

    সিরাজগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে উল্লাপাড়া প্রেস ক্লাবের নিজস্ব ভবন নির্মাণ করা হয়।

  • উল্লাপাড়ায় ১৫ দিনব্যাপী দেশের বৃহৎ হাতিম ফার্নিচার মেলার শুভ উদ্বোধন।

    উল্লাপাড়ায় ১৫ দিনব্যাপী দেশের বৃহৎ হাতিম ফার্নিচার মেলার শুভ উদ্বোধন।

    স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মহা ধুমধামে ১৫ দিনব্যাপী দেশের সর্ব বৃহৎ হাতিম ফানিচার মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে উল্লাপাড়ার শ্যামলীপাড়ার জমিদার বাড়ী মার্কেটের দ্বিতীয় তলায় এ মেলার উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন উল্লাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা  আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম (শফি)।

    উদ্বোধন অনুষ্ঠানে হাতিম ফার্নিচারের চেয়ারম্যান মোঃ আলী আজগর সাহেবের সভাপতিত্বে অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন উল্লাপাড়া পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, তানভীর ইমাম এমপি মহোদয়ের একান্ত সহকারী মীর আরিফুল ইসলাম উজ্জ্বল, উল্লাপাড়া বাজার বণিক সমিতির সাধারন সম্পাদক এস এম জাহিদুজ্জামান কাকন, পৌর কাউন্সিলর মোঃ রেজাইল করিম, হাতিম ফার্নিচারের ডিজিএম সঞ্জিত সরকার, উল্লাপাড়া হাতিম ফার্নিচার শো-রুমের প্রোঃ শাকিল আহমেদ প্রমুখ।

    অনুষ্ঠানে হাতিম ফার্নিচারের চেয়ারম্যান আলী আজগর বলেন, উল্লাপাড়াবাসি জেনে খুশি হবে বাংলাদেশের মধ্যে হাতিম ফার্নিচার শো রুম আপনাদের উল্লাপাড়ায় সর্ব বৃহৎ আকারে পরিচালিত হচ্ছে। সারাদিন ব্যাপী ঢাক ঢোল ও বাদ্য বাজিয়ে হাতিম শো রুমের পক্ষ থেকে ক্রেতা – বিক্রেতাদের মধ্যে পণ্যের ও মেলার প্রচার করা হয়।

  • নাগরপুরে উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন করেন- এমপি টিটু।

    নাগরপুরে উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন করেন- এমপি টিটু।

    আব্দুল্লাহ খিজির স্টাফ রিপোর্টারঃ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন।আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাগরপুরের সকল ইউনিয়নে আ’লীগ থেকে নৌকা প্রতীকে মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করতে হবে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর), উপজেলার কয়েকটি উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন কালে এ কথাগুলো বলছিলেন টাংগাইল-৬ আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।

    এদিন ডাংগা শালিনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন,বীর সলিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন,পাচতারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন এবং সহবতপুর- চেচুয়াজানী রাস্তার উদ্বোধন করেন সাংসদ টিটু।

    এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর, উপজেলা সহকারী প্রোকৌশলী( এলজিইডি) মোঃ মাহবুবুর রহমান, উপজেলা আ’লীগের সহ সভাপতি আনিসুর রহমান আনিস, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলিম দুলাল,সাংগঠনিক সম্পাদক শাহিদুল ইসলাম অপু, শেখ শামসুল,স্বেচ্ছাসেবক লীগের বাবর আল মামুন,ফারুক হোসেন ছাত্রলীগ সভাপতি আজিম হোসেন রতন, সাধারন সম্পাদক মোঃ সজিব মিয়া প্রমুখ,সহবতপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।