Tag: উদ্বোধন

  • এস ও এস শিশু পল্লী সিলেট উপকারভোগীদের খাদ্য সহায়তা কার্যক্রমের উদ্ধোধন।

    এস ও এস শিশু পল্লী সিলেট উপকারভোগীদের খাদ্য সহায়তা কার্যক্রমের উদ্ধোধন।

    ওসমানীনগর প্রতিনিধি: করোনা ভাইরাস প্রতিরোধ ও সংক্রামন নিয়ন্ত্রণে সরকার ঘোষিত নির্দেশনার বাস্থবায়ন ও অসহায় অনাথ শিশুদের সার্বিক সুরক্ষায় কাজ করে যাচ্ছে এস ও এস শিশুপল্লী সিলেট।

    এলাকার অসহায় শিশুসহ তাদের পরিবারের কিশোর-কিশোরীদের লেখাপড়ার দ্বায়িত্ব ও আত্নকর্মসংস্থান সৃষ্টির সার্বিক কল্যানে নানা উদ্যোগ গ্রহনের পাশাপাশি করোনা পার্দূভাবের শুরু থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইড লাইন অনুসরণ করে উপকারভোগীদের জন্য বাস্থবায়িত করেছে বিশেষ বিশেষ কার্যক্রম।

    যার ধারাবাহিকতায় ২য় পর্যায়ের এস ও এস চিল্ড্রেন্স ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ সহায়তায় এস ও এস শিশু পল্লী সিলেটের উদ্যোগে ওসমানীনগর-বালাগঞ্জের উপকারভোগীদের ১২ মাসব্যাপী খাদ্য সহায়তার উদ্ধোধন করা হয়েছে।

    রবিবার বালাগঞ্জের বোয়ালজুর ইউনিয়নের উপকারভোগীদের খাদ্য সহায়তা প্রদানের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্ধোধন করা হয়।

    সোমবার সকালে ওসমানীনগরের দয়ামীরস্থ এস ও এস শিশু পল্লী সিলেট প্রঙ্গনে উপজেলার দয়ামীর, মিরারগাঁও, রাইকদারা, কুরুয়া ও রাঘবপুর গ্রামের ২৩০টি উপকারভোগী পরিবারের মধ্যে ২০ কেজি চাল,২ কেজি সোয়াবিন, ২ কেজি লবন,২ কেজি মসুর ডাল,৫ কেজি আলু,১ কেজি পিঁয়াজ,২০০ গ্রাম গুড়ো দুধ, ১ কেজি চিনি, ২ কেজি মুড়ি,২০ প্যাকেট এনার্জি বিস্কুট ও ৩০টি ডিম বিতরণ করা হয়।

    এস ও এস শিশু পল্লীর সিলেট এর পরিচালক মোহাম্মদ ইউসুফ আলীর সভাপতিত্বে বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়তি দত্ত।বিশেষ অতিথি ছিলেন,দয়ামীর ইউপি চেয়ারম্যান এসটিএম ফখর উদ্দিন,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ।

    মঙ্গলবার বালাগঞ্জের উপকারভোগীদের মধ্যে খাদ্য সহায়তা প্রদানের মাধ্যমে ১২ মাস ব্যাপী খাদ্য সহায়তা প্রদান কার্যক্রমের প্রথম দফার কার্যক্রমের সমাপ্তি হলেও কমিউনিটির পরিবার শক্তিশালীকরণ কর্মসূচীর প্রত্যয়ে আগামী এক বছর পর্যন্ত উপকারভোগীরা এ সহায়তা পাবেন বলে এস ও এস শিশু পল্লী সিলেট সূত্রে জানা গেছে।

    শিশু পল্লীতে এসে যথাযথ স্বাস্থ্যবিধি ও নিরাপদ দুরত্ব বজায় রেখে বিপুল পরিমান খাদ্য সহায়তার প্যাকেট হাতে পেয়ে খুশি মনে বাড়ি ফিরতে দেখা যায় এলাকার অসহায় পরিবারকে। এস ও এস শিশু পল্লীর প্রোগ্রাম অফিসার তানবীর আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ছাড়া মা ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

  • রামপালে পরিবেশ উপমন্ত্রীর বিভিন্ন কর্মসূচিতে অংশ গ্রহণ ও নির্মিত স্কুল ভবনের উদ্বোধন।

    রামপালে পরিবেশ উপমন্ত্রীর বিভিন্ন কর্মসূচিতে অংশ গ্রহণ ও নির্মিত স্কুল ভবনের উদ্বোধন।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী হাবিবুন নাহার বাগেরহাট জেলার রামপাল উপজেলার বিভিন্ন কর্মসূচিতে অংশ গ্রহণ করেছেন। ২৫ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৯ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মসূচি তে অংশ নেন। প্রথমে উপমন্ত্রী মহোদয় তার ঐচ্ছিক তহবিল থেকে উপজেলার দরিদ্র, নিস্ব, বিকলাঙ্গ ও শারিরীক ভাবে অক্ষম ব্যাক্তিদের মধ্যে ৭৫,০০০/- ( পঁচাত্তর হাজার) টাকা বিতরণ করেন।

    এরপর পরিবেশ উপমন্ত্রী হাবিবুন নাহার পূর্নবাসনকৃত ভিক্ষুক দের কর্মসংস্থানের জন্য এক কালীন অনুদানের চেক বিতরণ,স্বেচ্ছাসেবী মহিলা সমিতির অনুদানের চেক বিতরণ, ক্ষুদ্র ঋন বিতরণ, বাই সাইকেল ও ক্রীড়া সামগ্রী প্রদান,উপজেলার গৌরম্ভা ইউনিয়নের কন্যাডুবি এলাকায় মুজিব কেল্লার ভিত্তি প্রস্থর স্থাপন,২০২১-২০২২ অর্থ বছরে রবি মৌসুমে বোরো ধানের উফসী ও হাইব্রিড জাতের বীজ ব্যাবহারের মাধ্যমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে সার ও বীজ প্রদান,নদী ভাঙ্গন ও অসহায় পরিবারের মাঝে ৫০ হাজার টাকা বিতরণ এবং কম্বল বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন।

    কর্মসূচিতে অংশ গ্রহণ শেষে তিনি উপজেলার চাকশ্রী এ.বি.সি মাধ্যমিক বিদ্যালয়, বাইনতলা কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়, কুমলাই মাধ্যমিক বিদ্যালয়,জয় নগর পিপুল বুনিয়া মাধ্যমিক বিদ্যালয়,খান জাহান আলী মাধ্যমিক বিদ্যালয় ও গৌরম্ভা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবন উদ্ভোদন করেন।

    এসময় রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবীর হোসেন,রামপাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোল্লা আঃ রউফ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নূরুল হক লিপন,মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ হোসনেয়ারা মিলি,রামপাল থানার ওসি মোঃ শামসুদ্দিন,বাইনতলা ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ ফকির, গৌরম্ভা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গাজী গিয়াস উদ্দিন,ভোজপাতিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ নূরুল আমীন,রামপাল সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ বজলুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মতিউর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জাকারিয়া, কৃষি কর্মকর্তা কৃষ্ণা রাণী,সমাজ সেবা কর্মকর্তা শাহিনুর রহমান,উজলকুড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জুলফিকার আলি ভুট্ট,সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা বৃন্দ,রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।

  • রামানন্দ খাজুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সতন্ত্র প্রার্থী মুকুল হোসেন

    রামানন্দ খাজুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সতন্ত্র প্রার্থী মুকুল হোসেন

    রামানন্দ খাজুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সতন্ত্র প্রার্থী মুকুল হোসেন

    আগামী ২৬ ডিসেম্বর খাজুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দেন খাজুরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুকুল হোসেন।

    বৃহস্পতিবার বিকেল ৩ টায় তিনি রিটানিং অফিসার কৃষিবিদ মোঃ সেলিম রেজার কাছে জমা দেন। এসময় তাঁর সমর্থনে হাজারো নেতাকর্মী ও সমর্থকরা শ্লোগানে শ্লোগানে মুখরিত করে।

    এসময় উপস্থিত ছিলেন, সহ সভাপতি আঃ মান্নান, আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক পলাশ সরদার, রইচ উদ্দিন, দপ্তর সম্পাদক আঃ জব্বার, ধর্ম বিষয়ক সম্পাদক কারী আমজাদ হোসেন, কোষাধ্যক্ষ আবুল কালাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ওনায়দুল হক বুলবুল, তথ্য ও গবেষনা ফিরোজ আলম, সাবেক ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম, যুবলীগ নেতা রবিউল ইসলাম , ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ফজলুল হক বাবু, আবুল কাসেম, ওসমান আলী, বেলাল হোসেন, শাহাদত হেসেন, আঃ মজিদ, আবুবকর সিদ্দিক, বিলহালতি ত্রিমোহনী কলেজের অধ্যক্ষ গোলাম সারওয়ার সহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, কৃষক লীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

  • সিরাজগঞ্জে সিসি টিভি ক্যামেরা সম্বলিত কন্টোল এন্ড মনিটরিং সেন্টার শুভ উদ্বোধন।

    সিরাজগঞ্জে সিসি টিভি ক্যামেরা সম্বলিত কন্টোল এন্ড মনিটরিং সেন্টার শুভ উদ্বোধন।

    আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অপরাধীদের অল্প সময়ে -শনাক্ত করার লক্ষ্যে – একশত সিসি টিভি ক্যামেরা সম্বলিত কন্ট্রোল এন্ড মনিটরিং সেন্টার শুভ উদ্বোধন কালে দোয়া ও মোনাজাত করা হয়েছে।

    বুধবার (২৪ নভেম্বর) জেলা পুলিশ সুপার কার্যালয়ে – ১০০ সিসিটিভি ক্যামেরা সম্বলিত ‘কন্ট্রোল এন্ড মনিটরিং সেন্টার” শুভ উদ্বোধন করেন, প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ পুলিশ রাজশাহী রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ডিআইজি মোঃ আব্দুল বাতেন (বিপিএম, পিপিএম)।

    তিনি উদ্বোধন শেষে তার বক্তব্যে বলেন, অপরাধ নিয়ন্ত্রণে তথ্যপ্রযুক্তির সুবিধার মধ্যে সিসিটিভি ক্যামেরার কার্যকরিতা পরীক্ষিত। জেলা পুলিশ স্থানীয় ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করে তাদের নিরাপত্তার কথা চিন্তা করে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিয়েছে। এতে স্বতঃস্ফূর্ত সহযোগিতাও মিলছে। সেইসাথে সিরাজগঞ্জ জেলায় অপরাধ অনেকাংশে কমে যাবে বলে তিনি মনে করেন।

    এ সময় উদ্বোধন অনুষ্ঠানে পুলিশ সুপার হাসিবুল আলম (বিপিএম)অতিরিক্ত পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শরাবত আলী অন্যান্য পুলিশ উর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিভিন্ন পদবীর অফিসার, ফোর্স এবং সিরাজগঞ্জ পৌরসভায় মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা উপস্থিত ছিলেন।

  • লর্ডহার্ডিঞ্জে শতভাগ অনলাইন জন্ম ও মৃত্যু নিবন্ধন কর্মসূচীর উদ্বোধন।

    লর্ডহার্ডিঞ্জে শতভাগ অনলাইন জন্ম ও মৃত্যু নিবন্ধন কর্মসূচীর উদ্বোধন।

    মামুন হোসাইন,ভোলা প্রতিনিধিঃ ভোলার লালমোহন উপজেলার সকল ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে অনলাইন জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম বেগবান করার লক্ষে ৯নং লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নে শতভাগ অনলাইন জন্ম ও মৃত্যু নিবন্ধন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

    আজ ২৩ নভেম্বর সকাল ১০টায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন পরিষদের আয়োজন ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে ৩দিন ব্যাপি এই কর্মসূচী উদ্ভোধন করা হয়।

    এসময় আব্দুল গনি মাষ্টারের সঞ্চালনায় লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম মিয়াঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচী উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা।

    উদ্বোধনকালে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,সুনাগরিক হিসেবে শিশুর জন্মের সঙ্গে সঙ্গে জন্মনিবন্ধন করা আমাদের কর্তব্য।জন্ম নিবন্ধন করা থাকলে একজন শিশু বা একজন পূর্ণবয়স্ক মানুষ বহু ধরনের সুবিধা পেতে পারেন। এছাড়া, প্রত্যেক মানুষকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করার সঙ্গে সঙ্গে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের জন্য জন্ম ও মৃত্যু নিবন্ধন তথ্যাদি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    পাসপোর্ট, বিবাহ নিবন্ধন, মৃত্যু সনদ, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, জমি রেজিস্ট্রেশনসহ নানা গুরুত্বপূর্ণ কাজে সব বয়সের জন্ম সনদ দরকার পড়ে। সে জন্য রেজিস্ট্রার জেনারেল, জন্ম ও মৃত্যু নিবন্ধন অফিস জাতীয় পর্যায় হতে স্থানীয় পর্যায় পর্যন্ত জন্ম-মৃত্যু নিবন্ধন নিশ্চিত করতে অন্যান্য সহায়ক কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।

    এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লর্ডহার্ডিঞ্জ ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ ইউসুফ মিয়াঁ ও অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন সকল ওয়ার্ডের ইউপি সদস্য প্রমুখ।

  • রামপালে নৌ পুলিশ ট্রেনিং সেন্টার উদ্বোধন।

    রামপালে নৌ পুলিশ ট্রেনিং সেন্টার উদ্বোধন।

    রামপাল প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে নৌ পুলিশ ট্রেনিং সেন্টারের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৫ নভেম্বর) দুপুরে রামপাল উপজেলার সন্ন্যাসী-ঘাষিয়াখালী এলাকার সন্ন্যাসী নৌ পুলিশ ক্যাম্প চত্বরে নতুন এ ট্রেনিং সেন্টারের উদ্বোধন করেন পুলিশ মহাপরিদর্শক ড. বেনজির আহমেদ।

    এ সময়, নৌ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোঃ আতিকুল ইসলাম, খুলনা রেঞ্জের ডিআইজি ড. খন্দকার মহিদউদ্দীন, বাগেরহাট পুলিশ সুপার কে এম আরিফুল হক, মোংলা-রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আসিফ ইকবাল, রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবীর হোসেন ও রামপাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সামছুউদ্সদীন সহ নৌ পুলিশের বিভিন্ন স্হরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

    উদ্বোধন শেষে আইজিপি ড. বেনজির আহমেদ নৌ পুলিশ ট্রেনিং সেন্টারের নির্ধারিত জায়গা ও নব নির্মিত ট্রেনিং সেন্টারের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।

    মোংলা-রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আসিফ ইকবাল বলেন, মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ রুট সংলগ্ন রামপালের সন্নাসী-ঘাষিয়াখালী এলাকার প্রায় ২শ একর জমির উপর নব নির্মিত এটিই বাগেরহাট জেলার একমাত্র পুলিশ ট্রেনিং সেন্টার। এখানে ট্রেনিংয়ের পাশাপাশি ফায়ারিং বার্ডেরও ব্যবস্থাপনা রয়েছে। এ ট্রেনিং সেন্টারটিতে ভবিষ্যৎতে আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও র‌্যাবের প্রশিক্ষণও দেয়া হবে বলেও জানান তিনি।

  • সিলেটের টিলাগড়ে ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেটের উদ্বোধন।

    সিলেটের টিলাগড়ে ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেটের উদ্বোধন।

    ওসমানীনগর(সিলেট)প্রতিনিধিঃ অনগ্রসর ও দরিদ্র জনগোষ্ঠীর আত্মনির্ভরশীলতা আনয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্থবায়নে শহর কিংবা গ্রামের বাসিন্দাদের দোড়গোড়ায় নিরাপদ ব্যাংকিং সেবা পৌছে দেয়ার প্রত্যয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড লালদিঘীরপাড় শাখার অধিনে টিলাগড় পয়েন্টে এজেন্ট ব্যাংকিং আউটলেট এর উদ্বোধন করা হয়।

    সোমবার নগরীর টিলাগড় পয়েন্টের দ্বীন কমপ্লেক্সে ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিলেট জোন প্রধান শিকদার মোঃ শিহাবুদ্দিনের সভাপতিত্বে এজেন্ট আউটলেটের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

    বিশেষ অতিথি ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ,সিলেট শাখার এসভিপি ও শাখা প্রধান মোঃ শহীদ আহমদ,লাল দিঘীরপাড় শাখার ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মোঃ নূরুজ্জামান। ব্যাংকের লালদিঘীর পাড় শাখার ম্যানেজার অপারেশনস আবু সাদাত মওদুদ আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন,সিলেট এমসি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর আহমদ হোসেন,টিলাগড় এজেন্ট শাখার ইনচার্জ ও ইসলামী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সাদাত হোসেন।

    অনুষ্ঠানে বক্তারা বলেন,ডিজিটাল বাংলাদেশের স্লোগানের সাথে পাল্লা দিয়ে আধুনিকায়ন এসেছে ইসলামী ব্যাংকের গ্রাহক সেবায়। প্রতিযোগিতাপূর্ণ বাজারে সুষ্টু সেবা প্রদানে এগিয়ে থাকায় সাধারণ মানুষের নির্ভরযোগ্য ব্যাংক হিসাবে খ্যাতি অর্জন করেছে সমগ্র বিশ্বে। ইসলামী নীতি ও আর্দশে অবিচল থেকে সততা,নিষ্ঠা ও প্রযুক্তিসমৃদ্ধ সেবাসহ কর্মকর্তাদের দক্ষতার ফলেই ইসলামী ব্যাংক আজ সর্ব ক্ষেত্রে সফলতা অর্জন করছে।

    ফিনটেকের ব্যবহার ও ডিজিটাল ব্যাংকিং সেবায় এক ধাপ এগিয়ে থেকে ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপ সাড়া ফেলেছে দেশের আর্থিক খাতে। স্বাক্ষর ছাড়া ব্যাংক একাউন্ট খোলে গ্রাহকদের লেনদেনের অগ্রগতিসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে শাখা,উপশাখা ও এজেন্ট ব্যাংকিং কার্যক্রমসহ এটিএম বুথ, সিআরএম বুথ স্থাপনের ফলে ইসলামী ব্যাংকের গ্রাহকরা দিন-রাত ২৪ ঘন্টা ব্যাংকিং সেবা ভোগ করতে পারছেন।

    সভায় বিষয় ভিত্তিক আলোচনায় অংশ গ্রহণ করেন,বিয়ানীবাজার দাসউরা সিনিয়র মাদ্রাসার প্রভাষক হাফিজ মাওলানা মাহবুবুর রহমান। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন,ব্যাংকের লালদিঘীরপাড় শাখার জুনিয়র অফিসার হাফিজুর রহমান।

    অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ছাড়া বিভিন্ন শ্রেনী পেশার লোকজনসহ উপস্থিত ছিলেন সুশিল সমাজের প্রতিনিধিরা।

  • ​চৌহালীতে মৎস্য দপ্তরের উদ্যোগে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন।

    ​চৌহালীতে মৎস্য দপ্তরের উদ্যোগে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন।

    সিরাজগঞ্জের চৌহালীতে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে ২০২১/২২ আর্থ বছরে রাজস্ব আয় এর আওতায় প্রশিক্ষণ কর্মসুচীর উদ্বোধন করা হয়েছে।

    ‘মাছ উৎপাদন বৃদ্ধি করি. সুখী সমৃদ্ধ দেশ গড়ি’ পতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের চৌহালীতে মাছ চাষে উপজেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে ২০২০/২১ অর্থ বছরে মৎস্য অধিদপ্তর রাজস্ব খাতের আওতায় এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

    রবিবার (১৪ নভেম্বর ) সকালের উপজেলা মৎস্য দপ্তরের জোষ্ঠ ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম শফিক এ প্রশিক্ষণের কার্যক্রমের উদ্বোধন করেন ৷

    এসময় প্রশিক্ষণে আমন্ত্রিত অতিথিরা বলেন, বর্তমান সময়ে মৎস্যখাতে ব্যাপক সম্ভাবনার কথা উল্লেখ্য করে চৌহালী উপজেলার বিভিন্ন স্থানে অনেক পুকুর, লেক বা জলাশয় রয়েছে। যেখানে যথাযথ নিয়ম মেনে মাছ চাষ করলে চৌহালীতে মাছের চাহিদা পুরণসহ মৎস্য চাষীরা আর্থিক সচ্ছলতা অর্জন করবে।

    সরকার ব্যক্তি পর্যায়ে মৎস্যচাষকে এগিয়ে নিতে নানামুখী সহায়তা দিচ্ছে বলেও মন্তব্য করেন তারা ।প্রসঙ্গ:চৌহালী উপজেলা মৎস্য অফিস সুত্রে জানা গেছে , ২০২০-২০২১ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় কার্যক্রম অব্যাহত থাকবে ৷

  • মৌলভীবাজারে মুহিবুস সামাদ স্মৃতি এমসিডিসি কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন।

    মৌলভীবাজারে মুহিবুস সামাদ স্মৃতি এমসিডিসি কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন।

    মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারে মেধাবী ও দক্ষ ক্রিকেটার তৃণমূল থেকে তুলে আনার উদ্দেশ্যে জেলা সদরের ১২ ইউনিয়ন ও পৌর দলসহ মোট ২৪ দল নিয়ে মৌলভীবাজার ক্রিকেট ডেভেলপমেন্ট কমিউনিটি (এমসিডিসি)  ক্রিকেট টুর্নামেন্টের শুরু করেছে।

    তৃণমূল ক্রিকেট উন্নয়নে এমসিডিসি কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনের মধ্য দিয়ে প্রথমবারের মতো শুরু হলো ‘‘মুহিবুস সামাদ স্মৃতি এমসিডিসি কাপ ক্রিকেট টুর্নামেন্ট- ২০২১’’।
    ১৩ নভেম্বর (শনিবার) সকালে স্থানীয় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক অরম্বরপূর্ণ পরিবেশে উদ্বোধন হয় এই টুর্নামেন্টের। লীগ পদ্ধতিতে এ খেলার উদ্বোধনী অনুষ্ঠানে এমসিডিসি সভাপতি মো: সাখাওয়াৎ হোসেন লিটনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মীর নাহিদ আহসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, ‌মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল খায়ের মো. ফারুক আহমদ, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ আহমদ, কোয়াব মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক হাসান আহমদ জাবেদ, আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের মৌলভীবাজার শাখার সাধারণ সম্পাদক খয়রুজ্জামান শ্যামল, জেলা ক্রিকেট কোচ (বিসিবি) রাসেল আহমদ,টুর্নামেন্টের টাইটেল স্পন্সর আল-বুসাইরি পারফিউম এর সত্ত্বাধিকারী আসাদ সামাদসহ ক্রীড়ানুরাগী ও জেলার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

    উক্ত ‘‘মুহিবুস সামাদ স্মৃতি এমসিডিসি কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২১’’ এর উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন মৌলভীবাজার ক্রিকেট ডেভেলপমেন্ট কমিউনিটি (এমসিডিসি)র সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রাজিব ও জসিম আহমদ।

    এছাড়াও মাসব্যাপী এ খেলা উপভোগ করার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়েছেন উক্ত টুর্নামেন্টের আহ্বায়ক রেজওয়ান মজুমদার রুমান ও সদস্য সচিব শাহ নেওয়াজ বিল্লাহ।
  • ফুলবাড়ীতে নর্থ পয়েন্ট ডায়াগনিস্টিক সেন্টার উদ্বোধন।

    ফুলবাড়ীতে নর্থ পয়েন্ট ডায়াগনিস্টিক সেন্টার উদ্বোধন।

    মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল শুক্রবার নর্থ পয়েন্ট ডায়াগনিস্টিক ও কনসালটেশন সেন্টারের উদ্বোধন করা হয়েছে।

    ১২ নভেম্বর সকাল ১১ টার সময় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন নর্থ পয়েন্ট ডায়াগনিস্টিক ও কনসালটেশন সেন্টারটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান বাবুল।

    পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস ছাত্তারের সভাপতিত্বে ও নর্থ পয়েন্ট আইডিয়াল স্কুলের উপাধ্যক্ষ আশরাফ পারভেজের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান বাবুল।

    এতে আরো বক্তব্য রাখেন নর্থ পয়েন্ট ডায়াগনিস্টিক ও কনসালটেশন সেন্টারের পরিচালক প্রভাষক মাজেদুর রহমান, ডা. আনোয়ারুল ইসলাম, ইমরান খান প্রমুখ। শেষে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়।