Tag: উদ্বোধন

  • শ্রীমঙ্গলে”হারমোনি ফেস্টিভ্যাল”মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব।

    শ্রীমঙ্গলে”হারমোনি ফেস্টিভ্যাল”মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব।

    নিজস্ব প্রতিবেদক:চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে বর্ণিল জীবন ও সংস্কৃতির মেলবন্ধনে  “হারমোনি ফেস্টিভ্যাল” মেলা অনুষ্ঠিত হবে।
    আজ শুক্রবার ১০ জানুয়ারি ২০২৫ ইং, উদ্বোধন হবে সম্প্রীতি উৎসব “হারমোনি ফেস্টিভ্যাল ২০২৫”। নতুন বছরের চলবে তিনদিন ব্যাপী শুক্রবার থেকে রবিবার পর্যন্ত।
    “হারমোনি ফেস্টিভ্যাল” নামের এই মেলা শ্রীমঙ্গলের বিটিআরআই সংলগ্ন কাকিয়াছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মেলা অনুষ্ঠিত হবে। এতে স্থানীয় বিভিন্ন নৃ-জাতি-গোষ্টির কালচারাল প্রোগামের পাশাপাশি বিভিন্ন উপকরনের স্টল থাকবে ৫০টি। দেশের ২৬টিরও বেশি নৃগোষ্টী উদ্যোক্তারা অংশ নিচ্ছেন এতে। এবারের আয়োজনে যুক্ত হচ্ছে বেশকিছু নতুনত্ব এই মেলায়।
    এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিজ নাসরীন জাহান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খান মোঃ রেজা-উন-নবী, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী, মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম. কে. এইচ জাহাঙ্গীর হোসেন।
    বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (গ্রেড-১) আবু তাহের মুহাম্মদ জাবের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এবং স্বাগত বক্তব্য দেবেন মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন।
    পর্যটন শিল্পকে বিকশিত করতে প্রথমবারের মতো  বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এই মেলা’র উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মেলার অন্যতম আয়োজক শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন। তিনি বলেন, পর্যটনশিল্প আমাদের ইতিহাস ঐতিহ্যকে বহন করছে, আমরা এই শিল্পের মাধ্যমে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে চাই, তাই শ্রীমঙ্গলে ট্যুরিজম বোর্ডের তিনদিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল’ মেলা অনুষ্ঠিত হচ্ছে। এই মেলায় প্রবেশ মূল্য থাকছে একদম ফ্রি বলে জানান তিনি।
  • কালিয়াকৈরে বিডিইউতে এআই ফর ইমারসিভ টেকনোলজি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন।

    কালিয়াকৈরে বিডিইউতে এআই ফর ইমারসিভ টেকনোলজি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন।

    কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ

    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ ও বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের তত্ত্বাবধানে BDSET প্রকল্পের আয়োজনে এবং ডি ক্রাউড আইটি লি. এর পরিচালনায় শিক্ষার্থীদের এআই ফর ইমারসিভ টেকনোলজি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ও সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর স্বাক্ষরিত হয়েছে।

    আজ ৩১ ডিসেম্বর, ২০২৪ (মঙ্গলবার) সকালে ১০:২৫টায় গাজীপুরের কালিয়াকৈরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ। বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন রেজিস্ট্রার জনাব মুহাম্মদ আতাউর রহমান খান এবং BDSET প্রকল্পের পক্ষে স্বাক্ষর করেন ডি ক্রাউড আইটি লি. এর ব্যবস্থাপনা পরিচালক জনাব রক্তিম শর্মা।
    BDSET এর প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) জনাব মোঃ আমিরুল ইসলাম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইটি বিজনেস ইনকিউবেটর চুয়েট এর পরিচালক ও আই-ইইই বাংলাদেশ সেকশন এর পরিচালক অধ্যাপক ড. মো. মশিউল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের আই.আর.ই. বিভাগের প্রভাষক এবং এনআইসিসি সেলের পরিচালক জনাব মোঃ তৌকির আহম্মেদ।
    উদ্বোধনী অনুষ্ঠান ও সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানটি সামগ্রিকভাবে কোর্ডিনেট করেন বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল এন্ড ইন্টারন্যশনাল কোলাবোরেশন সেল (এনআইসিসি)। এসময় বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এ ধরনের প্রশিক্ষণকে সবসময় গুরুত্ব দিতে হবে। যত কষ্টই হোক এসব প্রশিক্ষণের জন্য সময় বের করে নিবে। এর মাধ্যমেই তোমরা দেশের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠবে।

  • আমতলীতে ইসলামিয়া অপটিক্যালের শুভ উদ্বোধন।

    আমতলীতে ইসলামিয়া অপটিক্যালের শুভ উদ্বোধন।

    আমতলী(বরগুনা)প্রতিনিধিঃ

    বরগুনার আমতলীতে শুভ উদ্বোধন হলো। ইসলামিয়া অপটিক্যাল স্থান পোস্ট অফিস রোড আমতলী বরগুন।

    অপটিশিয়ান, মো রিয়ান আহাম্মেদ বলেন আমাদের এখানে খুব সুদক্ষ optometrists দ্বারা চিকিৎসা দেওয়া হয়

    optometist মোঃ ইমরান হোসেন ডিও অ্যান্ড এলভি। MPH (সম্প্রদায়িক চক্ষুবিদ্যা)
    চক্ষু বিশেষজ্ঞ আই মিট্রো ট্রেনিং সেন্টার, বরিশাল
    কন্টাক্ট লেন্স শঙ্কর নেত্রালয়, ভারতে বিশেষ প্রশিক্ষিত।
    ক্লিনিক্যাল রিফ্র্যাকশন বিএনএসবি চক্ষু হাসপাতাল, সিরাজগঞ্জে প্রশিক্ষিত।
    প্রাক্তন: চক্ষু বিশেষজ্ঞ এনাম মেডিকেল কোলাজ ও হাসপাতাল, সাভার।প্রাক্তন: অপটোমেট্রিস্ট ইস্ট ওয়েস্ট মেডিকেল কোলাজ ও হাসপাতাল, উত্তরা।

    “অপটিক্যাল শুভ উদ্বোধন আমাদের জন্য একটি নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে এসেছে। ইসলামিয়া অপটিক্যাল। আজ থেকে আমরা এক নতুন পথে এগিয়ে চলব, যেখানে প্রযুক্তির সাহায্যে নতুন সম্ভাবনা ও উন্নতি উন্মুক্ত হবে।

    “নতুন বছরকে শুভকামনা জানাতে, আমরা আজ ‘ ইসলামিয়া অপটিক্যাল। শুভ উদ্বোধন’ এর মাধ্যমে একটি নতুন যুগের সূচনা করছি। প্রযুক্তির সঠিক ব্যবহার ও আধুনিক দৃষ্টিভঙ্গি আমাদের সাফল্যের দিকে নিয়ে যাবে।”

    “আজকের ‘ ইসলামিয়া অপটিক্যাল। শুভ উদ্বোধন’ শুধুমাত্র একটি শুরু নয়, এটি আমাদের জন্য নতুন আশা ও নতুন দিশা। প্রযুক্তি ও উদ্ভাবন যেন আমাদের পথপ্রদর্শক হয়ে ওঠে।”

    ইসলামিয়া অপটিক্যাল শুভ উদ্বোধন মানে শুধু নতুন একটি প্রোজেক্ট বা প্রযুক্তির সূচনা নয়, বরং এটি আমাদের চিন্তা ও দৃষ্টিভঙ্গির উন্নতি। আমরা সকলেই একসাথে নতুন সমাধান, নতুন পথ ও নতুন সাফল্যের দিকে এগিয়ে যাবো।

  • জৈন্তাপুর চারিকাটায় ভিত্রিখেল পূর্ব মেরিট গার্ডেনের উদ্বোধ।

    জৈন্তাপুর চারিকাটায় ভিত্রিখেল পূর্ব মেরিট গার্ডেনের উদ্বোধ।

    জৈন্তাপুর(সিলেট)প্রতিনিধিঃ

    সিলেট জেলা জৈন্তাপুর উপজেলা চারিকার ইউনিয়নের ভিত্রিখেল পূর্ব মেরিট গার্ডেন এর শুভ উদ্বোধন।
    শনিবার(৭ ডিসেম্বর)সকাল ১১ টায় মেরিট গার্ডেনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা কামাল উদ্দিন সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের পরিচালক মাওলানা সাইফুল ইসলাম।
    শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মেরিট গার্ডেন এর শুভ উদ্বোধ ঘোষণা করেন জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ জয়নাল আবেদীন।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম, চারিকাটা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মাওলানা মামুনুর রশীদ বিলাল, জামাতের সাবেক আমির জৈন্তাপুর নাজমুল ইসলাম
    উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি সাবেক মেম্বার আব্দুল মজিদ, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি রুহেল আহমদ, সাংবাদিক বিলালুর রহমান, বর্তমান মেম্বার মনির আহমদ, মোহাম্মদ আলী, হোসাইন আহমদ, আব্দুল করিম, আব্দুল হান্নান, শিক্ষক হেলাল আহমদ, বিশিষ্ট শিক্ষানুরাগী শাহ মো : আব্দুল বারি।

  • রামপালে কৃষকদলের উদ্যোগে সেচ্ছায় কৃষকের আমন ধান কাটা কর্মসূচীর উদ্বোধন।

    রামপালে কৃষকদলের উদ্যোগে সেচ্ছায় কৃষকের আমন ধান কাটা কর্মসূচীর উদ্বোধন।

    রামপালঃ বাগেরহাটের রামপাল উপজেলার সকল ইউনিয়নের গরীব ও অসহায় চাষীদের স্বেচ্ছায় বিনামূল্যে আমন ধান কাটা কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

    বুধবার( ২৭ নভেম্বর) বেলা ১২ টায় রামপাল উপজেলা কৃষকদল ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে রামপাল সদর ইউনিয়নের সুন্দরবন মহিলা কলেজ সংলগ্ন এলাকায় এ কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়ে।

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধান কাটা কর্মসূচীর উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান (শামীম)।

    এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সভাপতি শেখ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক আলম মুন্সি, বিএনপি নেতা কবীর হোসেন, মোঃ মনিরুজ্জামান, রুহুল আমিন, ইসমাইল মোল্লা খোকন, সৈয়দ কুদরতি ইলাহি প্রমুখ।

    উদ্বোধনী বক্তব্যে কৃষিবিদ শামীমুর রহমান সাংবাদিকদের বলেন, আমরা স্বেচ্ছায় বিনামূল্যে রামপাল উপজেলার ১০টি ইউনিয়নের গরীব ও অসহায় কৃষকদের আমন ধান কাটা কর্মসূচী হাতে নিয়েছি। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এদেশের কৃষকদের ভালোবাসেন। কৃষির উন্নয়নে কাজ করার জন্য তিনি অধীর আগ্রহে বসে আছেন। তিনি অতীতেও কৃষির উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মত কাজ করেছেন। এখনো তিনি এদেশের কৃষি ও কৃষকদের কল্যানে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের ৭৫% মানুষ গ্রামীণ অর্থনীতির ওপর নির্ভরশীল। আগামীতে তারেক রহমান এদেশের কৃষকের ভাগ্য উন্নয়নের জন্য কৃষি ব্যবস্থাকে আরো উন্নত করবেন বলে আমরা আশাবাদী।

  • উল্লাপাড়ায় পাঁকারাস্তা সংস্কার কাজের উদ্বোধন।

    উল্লাপাড়ায় পাঁকারাস্তা সংস্কার কাজের উদ্বোধন।

    উল্লাপাড়া (সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার দুটি পাঁকা রাস্তা সংস্কার করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত মেয়র আবু সালেহ মোহাম্মদ হাসনাত।

    দীর্ঘদিন জনভোগান্তির পর উল্লাপাড়া পৌরসভার দুটি জনগুরুত্বপূর্ণ রাস্তার সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। এ সড়কদুটি সংস্কারের মাধ্যমে জনগণের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে জানান পৌরবাসী। রাস্তা দুটি অনেক দিন ধরে অবহেলিত অবস্থায় ছিল। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কমকর্তা ও দায়িত্বপ্রাপ্ত পৌর মেয়র আবু সালেহ মোহাম্মদ হাসনাত এই জনগুরুত্বপূর্ণ রাস্তা দুটির সংস্কার কাজের উদ্বোধন করেন।

    রাস্তা দুটি হলো পৌরসভার ঝিকিড়া মহল্লা থেকে বিজ্ঞান মোড় ৪৫০ মিটার এবং উল্লাপাড়া কেন্দ্রীয় ঈদগাঁ মাঠ থেকে কবরস্থানের হাফিজিয়া মাদ্রাসা পর্যন্ত ৬০৫ মিটার রাস্তা। এলজিসিআরআরপি প্রকল্পের আওতায় রাস্তা দুটির সংস্কার কাজ বাস্তবায়ন করবে মেসার্স মিম এন্টারপ্রাইজ।

    উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌর সচিব রফিকুল ইসলাম, পৌর প্রকৌশলী সামিউল কবির, উপ-সহকারী প্রকৌশলী জহুরুল ইসলাম, সাবেক পৌর কাউন্সিল মোঃ রেজাউল করিম, মীম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জাহিদুল ইসলাম জাহিদ,পৌর বি.এন.পি’র সদস্য সচিব মো.আব্দুর রাজ্জাক,উপজেলা যুবদলের আহবায়ক মো.গোলাম মোস্তফাসহ স্থানীয় জনসাধারন।

  • রামপালে সূর্যতরুণ যুব সংঘ’র অফিস উদ্বোধন।

    রামপালে সূর্যতরুণ যুব সংঘ’র অফিস উদ্বোধন।

    বাগেরহাটের রামপালে ‘গাবতলা সূর্যতরুণ যুব সংঘের অফিসের শুভ উদ্বোধন করা হয়েছে।
    শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় সূর্যতরুণ যুব সংঘের আয়োজনে উপজেলার বাইনতলা ইউনিয়নের গাবতলা মোড় এলাকায় সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অফিসের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
    শেখ জুয়েল রানা’র সভাপতিত্বে ও সিনিয়র উপদেষ্টা ইমরান হোসেনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় যুব পরিষদের সদস্য সোহানুর রহমান (সোহান), প্রধান শিক্ষক শেখ বাইজীদ হোসেন, মেহেদী হাসান প্রমুখ।
    এসময় উপস্থিত ছিলেন মোঃ আলিফ হোসেন, তারিকুল ইসলামসহ এ সংগঠনের প্রায় শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা জাকারিয়া।
    অনুষ্ঠানে সূর্যতরুণ সংগঠনের প্রচার সম্পাদক মেহেদী হাসান বলেন, এটি একটি সম্পুর্ন অরাজনৈতিক সংগঠন। এর মূল উদ্দেশ্য হচ্ছে দল-মত নির্বিশেষে সমাজের গরীব ও অসহায় মানুষকে সহায়তা করা। এর পাশাপাশি সামাজিক সচেতনতা মূলক বিভিন্ন কাজে যুবকদের সচেতন করা। এছাড়া যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের প্রশিক্ষণ দিয়ে যুবকদের দক্ষ করে তোলা এবং যুবকদের স্বকর্মসংস্থানে উদ্ভুদ্ধ করা। যাতে তারা নিজেদের পায়ে দাঁড়াতে পারে।
  • সরকারি নির্দেশনা উপক্ষো করে বাঘা শাহদৌলা সরকারি কলেজের ক্লাস উদ্বোধন।

    সরকারি নির্দেশনা উপক্ষো করে বাঘা শাহদৌলা সরকারি কলেজের ক্লাস উদ্বোধন।

    বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ
    দেশে তীব্র তাপপ্রবাহ চলছে। এর প্রেক্ষিতে সরকার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সাত দিন ছুটি বাড়িয়ে দিয়ে প্রজ্ঞাপন জারি করেন। কিন্তু সরকারি নির্দেশনা উপক্ষো করে বাঘা শাহদৌলা সরকারি কলেজের ক্লাস উদ্বোধন করা হয়েছে।
    রোববার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের রাষ্ট্রবিজ্ঞান, প্রাণিবিজ্ঞান ও উদ্ভিদবিজ্ঞান বিভাগে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস উদ্বোধন করা হয়েছে। এতে কলেজের অধিকাংশ শিক্ষক অংশ গ্রহণ করেনি।

    জানা যায়, ঈদের ছুটি শেষে ২১ এপ্রিল থেকে ক্লাস শুরু হওয়ার কথা ছিল। কিন্তু দেশে তীব্র তাপপ্রবাহের কারনে শিক্ষার্থীদের ঝুঁকির বিষয়ে বিবেচনা করে এক সপ্তাহের জন্য ছুটি বাড়িয়ে আগামী ২৭ এপ্রিল পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর (মাউশি) ও জাতীয় বিশ্ববিদ্যালয় পৃথকভাবে ছুটির বিষয়ে প্রজ্ঞাপন জারি করেন। এই প্রজ্ঞাপন উপেক্ষা করে বাঘা শাহদৌলা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিক্ষার্থীদের মোবাইল ফোনে ১৯ এপ্রিল ম্যাসেজ দেওয়া হয়। শিক্ষার্থীরা ম্যাসেজ পেয়ে উদ্বোধনী ক্লাসে আসে। তবে এতে অধিকাংশ শিক্ষক এই উদ্বোধনী ক্লাসে উপস্থিত ছিলেন না।

    এ বিষয়ে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের শিক্ষার্থী শাওন আহমেদ, রুমন আলী, শাকিব হোসেন, মুসরেকুল ইসলাম, বুলবুল আহমেদ বলেন, মোবাইল ফোনে ১৯ এপ্রিল ম্যাসে পেয়ে উদ্বোধনী ক্লাসে অংশ গ্রহণ করি। কিন্তু কলেজ ছুটি, এরপরও আসতে হয়েছে।

    এ বিষয়ে কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক আমিরুল ইসলাম বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পূর্ব ঘোষনা মোতাবেক ক্লাসের উদ্বোধনীর বিষয়ে আগে জানিয়ে দেওয়া হয়েছিল। সেই মোতাবেক শিক্ষার্থীরা উপস্থিত হওয়ায় তাদের ফিরে না দিয়ে ক্লাসের উদ্বোধন করা হয়েছে। তবে প্রজ্ঞাপন অনুয়ায়ী শিক্ষার্থীদের ক্লাসে আসার নির্দেশনা দেওয়া হয়েছে।

    প্রাণিবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মুসলিমা খাতুন বলেন, অধ্যক্ষের নির্দেশে কলেজে এসেছিলাম। উদ্বোধনী ক্লাসে শিক্ষার্থীর উপস্থিত থাকলেও শিক্ষকের উপস্থিত ছিল কম। তবে ক্লাস উদ্বোধনী শেষে ছুটি দেওয়া হয়েছে।
    এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু বক্কর সিদ্দীক বলেন, আগে থেকে নোটিশ দেওয়া ছিল। সেই নোটিশ মোতাবেক শিক্ষার্থীরা কলেজে চলে আসায় ক্লাস উদ্বোধনের কাজ সেরে নেওয়া হয়েছে। আগামী ২৭ এপ্রিলের পর যথাযথভাবে ক্লাস পরিচালিত হবে।

    এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান বলেন, তীব্র তাপদাহের কারনে বিশ্ববিদ্যালয় কর্তৃক সিদ্ধান্ত গ্রহণ কল্পে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত কলেজ সমূহের পরীক্ষা ছাড়া সকল ক্লাস কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এরপরও যদি কেউ ক্লাস কার্যক্রম পরিচালনা করে থাকেন, তাহলে ব্যবস্থা নেওয়া হবে।

  • নওগাঁয় গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন।

    নওগাঁয় গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন।

    নওগাঁ প্রতিনিধিঃ
    নওগাঁ সদর উপজেলার ইউনিয়ন সমূহের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের জন্য ৩০দিনের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের আয়োজনে কোর্সটি বাস্তবায়ন করছে নওগাঁ সদর উপজেলা প্রশাসন। রবিবার সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. রবিন শীষের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কোর্সের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. গোলাম মওলা।
    অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন এবং প্রশিক্ষণ উপকরণ বিতরণ করেন। উক্ত অনুষ্ঠানে ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) উপপরিচালক খন্দকার মো: মাহবুবুর রহমান।
    এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) গাজিউর রহমান, বিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও স্থানীয় সরকারের উপপরিচালক (ভারপ্রাপ্ত) সোহেল রানা, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মু: জাবেদ ইকবাল, কীর্ত্তিপুর ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হক। আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসনের অন্যান্য দপ্তরের প্রধানগন, সদর উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান ও সচিবগণ। উক্ত প্রশিক্ষণে সদর উপজেলার ১২টি ইউনিয়নের ৪০জন গ্রাম পুলিশ অংশগ্রহণ করছেন।
    এসময় প্রধান অতিথি বলেন, প্রশিক্ষণ হলো একজন মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের প্রতিটি বাড়ি যাদের চেনা তারা হলেন গ্রাম পুলিশ। তাই গ্রাম পুলিশ বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাহিনী। কিন্তু এই বাহিনীর সদস্যরা তাদের দায়িত্ব সঠিক ভাবে বাস্তবায়ন করতে ভয় পান। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশের গ্রাম পুলিশ বাহিনীকে আরো আধুনিকায়ন ও চৌকস করতে নানা পদক্ষেপ বাস্তবায়ন করে আসছে। তাই আগামীর স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট গ্রাম পুলিশ বাহিনীর কোন বিকল্প নেই। মাসব্যাপী প্রশিক্ষণ থেকে লব্ধ জ্ঞান অক্ষরে অক্ষরে পালন ও প্রয়োগ করতে গ্রাম পুলিশ বাহিনীর প্রতি নির্দেশনা প্রদান করেন প্রধান অতিথি।
  • গোয়ালন্দে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত।

    গোয়ালন্দে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত।

    রাজবাড়ী প্রতিনিধিঃ
    রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার খামারীদের উদ্বুদ্ধ করতে জাঁকজমকপূর্ণ আয়োজনে প্রাণি সম্পদ সেবা সপ্তাহ- ২০২৪ উদ্বোধন ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে।
    বৃহস্পতিবার (১৮ এপ্রিল) উপজেলা মাঠ চত্বরে প্রাণি সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগিতায় এবং উপজেলা প্রশাসন উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের বাস্তবায়নে এ মেলার আয়োজন করা হয়।
    এ প্রদর্শনী মেলায় ৪৭টি স্টলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে খামারীরা তাদের পালনকৃত উন্নত জাতের গরু, ছাগল, হাঁস, মুরগি, কবুতরসহ বিভিন্ন প্রজাতির পশু-পাখি নিয়ে অংশগ্রহণ করে। মেলা দেখতে সকাল থেকে সাধারণ মানুষ ভিড় করতে শুরু করেন। প্রদর্শনীর মাধ্যমে খামারীরা ভবিষ্যতে এই খাতে আরও উদ্বুদ্ধ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
    পরে বিকালে অংশগ্রহণকারী খামারীদের ৩টি ক্যাটাগরীতে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এ প্রদর্শনী মেলার সমাপ্ত হয়। এর আগে দুপুর বেলা সাড়ে ১১ টার দিকে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে মেলা শুরু হয়।
    উদ্বোধনী অনুষ্ঠানে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মো. রাশেদুজ্জামান মিয়া, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস, গোয়ালন্দ সরকারি কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আয়ুব আলী সরদার, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আঃ কাদের শেখ, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা, গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি ও উপজেলা পোল্ট্রি মালিক এসোসিয়েশনের সভাপতি মো. ছিদ্দিক মিয়া, সাধারণ সম্পাদক মোঃ আঃ রহমান মিয়া, উপজেলা ডেইরী ফার্ম এসোসিয়েশনের সভাপতি আঃ সালাম মন্ডল প্রমুখ।
    এসময় মেলাতে অংশ নেয়া প্রতিটি স্টল পরিদর্শন করেন ইউএনও। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রাশেদুজ্জামান মিয়া বলেন, দেশ আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। দেশে প্রাণী সম্পদ পালনের মাধ্যমে বেকারত্ব দূরীকরণের যুবকরা অর্থনীতিতে ভূমিকা রেখে চলছে।  তিনি আরো বলেন, দেশকে এগিয়ে নিতে বেকাররা গাভী, ষাড় পালনের মাধ্যমে বেকারত্ব সমস্যা দূরীকরণ করা সম্ভব। তাছাড়া হাঁস-মুরগির ডিম উৎপাদনে আমরা লক্ষ্যমাত্রা অর্জন করেছি। দুধ উৎপাদনেও প্রায় লক্ষ্যমাত্রা অর্জনের পথে। এই প্রাণি সম্পদ প্রদর্শনী পশুপালনে খামারীদের মাঝে ব্যাপক সাড়া ফেলবে বলে আশা করছি।’