Tag: ইউপি

  • রামপালে আওয়ামীলীগ মনোনীত ইউপি চেয়ারম্যান প্রার্থীর পথসভা।

    রামপালে আওয়ামীলীগ মনোনীত ইউপি চেয়ারম্যান প্রার্থীর পথসভা।

    রামপাল (বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটে রামপালে রাজনগর ইউনিয়ন আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর পথসভা অনুষ্ঠিত হয়েছে ৷

    বৃহস্পতিবার বিকাল ৪ টায় রাজনগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগ এর উদ্যেগে রাজনগর ইউনিয়ন আওয়ামীলীগ মনোনীত ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী সুলতানা পারভিন ময়নার পথসভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ মোঃ আবু সাইদ,রামপাল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন।

    রাজনগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সভাপতি তপন কুমার রায় এর সভাপতিত্বে ও নিখিল চৌধুরীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগ সাবেক সাধারন সম্পাদক জামিল হাসান জামু,উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম বাবুল, উপজেলা আওয়ামীলীগ যুগ্ন সম্পাদক চেয়ারম্যান মাহফুজুল হক টুকু,রামপাল সদর ইউপি চেয়ারম্যান শেখ নাসির উদ্দিন,বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবকলীগ এর আহবায়ক বাঁশতলী ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সোহেল (ভিপি সোহেল), হুড়কা ইউপি চেয়ারম্যান তপন গোলদার, বাইনতলা ইউপি চেয়ারম্যান ফকির মোঃ আব্দুল্লহ, গৌরম্ভা ইউপি চেয়ারম্যান মোঃ রাজিব সরদার, আক্কেল আওয়ামী লীগ নেতা ,মাখন লাল সরকার, আকরাম হোসেন, রামপাল উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, শ্রমিকলীগ সাধারন সম্পাদক মোঃ রবিউল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সরদার বোরহান উদ্দিন, জেলা ছাত্রলীগ যুগ্ম সম্পাদক মেহেদী হাসান রাজু, উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক শেখ সাদী,আনিস মোল্লা, দিপংকার রায়সহ ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

  • বেলকুচিতে ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন পেলেন যারা।

    বেলকুচিতে ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন পেলেন যারা।

    সবুজ সরকার বেলকুচি সিরাজগঞ্জ প্রতিনিধি:

    তৃতীয় ধাপে অনুষ্ঠিত সিরাজগঞ্জ বেলকুচি উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ,লীগ দলীয় মনোনীত প্রার্থীর তালিকা ঘোষণা করেছে।

    বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকালে প্রধানমন্ত্রীর সরকারি গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভা প্রার্থী চূড়ান্ত করা হয়।। এর মধ্যে বেলকুচি উপজেলার ৬ টি ইউনিয়ন রয়েছে।

    উপজেলার বেলকুচি ইউনিয়নে চেয়ারম্যান পদে আ,লীগ দলীয় নৌকা মনোনয়ন পেয়েছেন মির্জা সোলায়মান হোসেন, রাজাপুর ইউনিয়নে ছনিয়া সবুর আকন্দ, ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গাজী খোন্দকার ফজলুর রহমান ভাষানী, বড়ধুল ইউনিয়নে আছির উদ্দিন মোল্লা, দৌলতপুর ইউনিয়নে আশিকুর রহমান লাজুক বিশ্বাস, ধুকুরিয়াবেড়া ইউনিয়নে জিল্লুর রহমান।

    এই উপজেলায় ৬টি ইউনিয়নের মধ্যে ৫ টি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান নৌকা প্রার্থী হিসাবে মনোনীত হয়েছে। আর নতুন মুখ হিসাবে ধুকুরিয়াবেড়া ইউনিয়নের জিল্লুর রহমান নৌকা প্রার্থী হিসাবে মনোনীত হয়।

  • গোদাগাড়ীর দেওপাড়া ইউপি নির্বাচনে এগিয়ে বেলাল উদ্দিন সোহেল।

    গোদাগাড়ীর দেওপাড়া ইউপি নির্বাচনে এগিয়ে বেলাল উদ্দিন সোহেল।

    সারোয়ার হোসেন, রাজশাহী: আসন্ন ১১নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী তরুণ সমাজসেবক ও উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক বেলাল উদ্দিন সোহেল। তিনি জনপ্রতিনিধি না হয়েও দেওপাড়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের নানান উন্নয়ন কাজ এবং তৃনমূলসহ সাধারন ভোটারদের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলায় দিন যতই যাচ্ছে ততই জনপ্রিয় হয়ে উঠছে নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থী বেলাল উদ্দিন সোহেল।

    উপজেলার দেওপাড়া ইউনিয়ন এলাকাটি হচ্ছে বরেন্দ্র অঞ্চল হিসেবেই পরিচিত। এখানে খাবার পানির চরম সমস্যা ছিলো। কিন্তু বেলাল উদ্দিন সোহেল জনপ্রতিনিধি না হয়েও রাজনীতিতে আসার পর থেকে দেওপাড়া ইউনিয়নের প্রতিটি গ্রামে বিশুদ্ধ খাবার পানির জন্য মটর স্থাপন করে পানি সাপ্লায়ের ব্যবস্থা করেছেন। গ্রামে গ্রামে কার্লভাট নির্মাণ, ইউনিয়নের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে চেয়ার ব্রেঞ্চসহ ব্যক্তিগত ভাবে জার্সি ফুটবল দেওয়া, প্রতিটি মসজিদ, ঈদগাহ, মন্দির গির্জা সংস্কারসহ মসজিদে মসজিদে ব্যক্তিগত তহবিল হতে রড সিমেন্ট দেওয়া, গ্রামে কাঁচা রাস্তা এইচবিবি রাস্তা নির্মাণ, প্রতিটি ওয়ার্ডে কাচা রাস্তা সংস্কার,বৃষ্টির পানি ধরে রাখতে পুকুর পুন খনন ও পুকুরে গোসলের জন্য সিঁড়ি তৈরি, প্রতিটি ওয়ার্ডের ঝুঁকি পূর্ণ পুকুরের প্রটেকশন ওয়াল নির্মাণ, খালে খালে পানি নিষ্কাসনের জন্য ডেনেজ ব্যবস্থা, অনাবাদী উচু জমিতে চাষাবাদের ব্যবস্থা করা এবং রাস্তার ধারে ও মোড়ে মোড়ে সোলার প্যানেল স্থাপন করে দেয়ার ব্যবস্থা করে দিয়েছেন তিনি।

    দেওপাড়া ইউনিয়নের একাধিক মানুষ জানান বেলাল উদ্দিন সোহেল রাজনীতিতে আসার পর থেকে ইউনিয়নের যাবতীয় উন্নয়ন করেছে,যা এর আগের কোন জনপ্রতিনিধিরা করতে পারেনি এবং তার কাছে গিয়ে এমন কোন নাগরিক নেই যে সঠিক সেবা থেকে বঞ্চিত হয়েছেন। সুতরাং দলমত নির্নিশেষে এবার বিপুল ভোটে বিজয়ী হবেন নৌকা প্রতীকের প্রার্থী বেলাল উদ্দিন সোহেল।

    আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক বেলাল উদ্দিন সোহেল জানান, ভোটের পরিবেশ সুন্দর রয়েছে। আশা করি এসব স্থানীয় নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে ভোটারেরা নির্দ্বিধায় তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন বলে তিনি জানান।

  • উল্লাপাড়ায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেতে বিদ্রোহীরা বিপাকে।

    উল্লাপাড়ায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেতে বিদ্রোহীরা বিপাকে।

    রাজু আহমেদ সাহান,স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত ২৮ নভেম্বর তৃতীয় ধাপের নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার ১০টি ইউনিয়ন পরিষদে স্থানীয় সরকারের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নৌকা মার্কা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী থানা আ’লীগের কাছে ৭২ জন দলীয় প্রার্থী ইতিমধ্যে দলের কাছে আবেদন করেছেন। মঙ্গলবার সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ দলীয় বিধি মোতাবেক মনোনয়ন প্রত্যাশীদের নামের তালিকা কেন্দ্রীয় আওয়ামী লীগ কার্যালয়ে পাঠিয়েছে। এদের মধ্যে ৩ (তিন) জন রয়েছেন দলীয় বিদ্রোহী প্রার্থী।

    তারা হলেন, উল্লাপাড়ার পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আল-আমীন সরকার, এস. এম. রাশেদুল হাসান ও উধুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আব্দুল জলিল প্রামানিক।

    আ’লীগ দলীয় বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে অভিযোগ সুত্রে জানা গেছে, ২০১৬ সালের স্থানীয় সরকার নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় নৌকা মার্কা প্রতীক মনোনীত চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম বাচ্ছুর বিরুদ্ধে স্থানীয় আ’লীগ নেতা বর্তমান চেয়ারম্যান আব্দুল জলিল প্রামানিক বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেন।

    অপরদিকে ২০১৭ সালে পুর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে আ’লীগের নৌকা মার্কা প্রতীকের মনোনীত প্রার্থী রেজাউল করিম তপনের বিরুদ্ধে বর্তমান চেয়ারম্যান আল-আমীন সরকার বিদ্রোহী প্রার্থী হিসেবে মোটর সাইকেল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন। একই ইউনিয়নে ২০১৬ সালে আ’লীগ দলীয় প্রার্থী মরহুম আলহাজ্ব খলিলুর রহমানের নৌকা মার্কা প্রতীকের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া মার্কায় প্রতিদ্ব›দ্বীতা করেন এস. এম. রাশেদুল হাসান রাশেদ।

    বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় চেয়ারম্যান প্রার্থী আব্দুল জলিল প্রামানিক, আল আমীন সরকার ও রাশেদুল হাসানকে ইতিপুর্বে আওয়ামীলীগ থেকে বহিস্কার করা হয়।

    উল্লাপাড়া উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে উল্লাপাড়া থানার ১০ টি ইউনিয়ন থেকে ৭২ জন দলীয় মনোনয়ন প্রত্যাশীর নামের তালিকা জেলা আওযামীলীগে পাঠানো হয়েছে।

    সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার জানান, উপজেলা আওয়ামী লীগের পাঠানো তালিকা মোতাবেক জেলা আ’লীগ যাচাই-বাছাই করে মন্তব্য কলামে বিদ্রোহী প্রার্থীদের চিহিৃত করে প্রার্থীদের নামের তালিকা কেন্দ্রীয় আ’লীগে পাঠানো হয়েছে।

    সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি কেএম হোসেন আলী হাসান জানান, কেন্দ্রীয় আ’লীগের নিদের্শে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের নামের তালিকা কেন্দ্রে পাঠানো হয়েছে। তবে যুদ্ধ অপরাধী পরিবারের সদস্য, দলীয় বিদ্রোহী প্রার্থী ও আ’লীগ দলের সদস্য নয় এমন প্রার্থীদের চিহিৃত করে তালিকায় তাদের নামের পাশে মন্তব্যের কলামে বিস্তারিত বিবরণসহ তালিকা প্রণয়ন করে পাঠানো হয়েছে। অন্য এক প্রশ্নের আলোকে তিনি আরো জানান, যুদ্ধ অপরাধী পরিবারের সদস্য ও বিদ্রোহী প্রার্থীদের আগামী নির্বাচনে দল থেকে মনোনয়ন পাওয়ার কোন সম্ভবনা নেই।

  • উল্লাপাড়ার বড়পাঙ্গাসীতে চেয়ারম্যান পদে আ’লীগ মনোনয়ন প্রত্যাশী বাপ্পির ব্যাপক শোডাউন।

    উল্লাপাড়ার বড়পাঙ্গাসীতে চেয়ারম্যান পদে আ’লীগ মনোনয়ন প্রত্যাশী বাপ্পির ব্যাপক শোডাউন।

    স্টাফ রিপোটারঃ উল্লাপাড়া উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রবিবার বিকেলে আ’লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী বজলার রহমান বাপ্পি’র ব্যাপক নির্বাচনী শোডাউন অনুষ্ঠিত হয়েছে। এই দলীয় মনোনয়ন প্রত্যাশীর মোটর সাইকেল শোডাউনটি ইউনিয়নের চকখাদুলী গ্রাম থেকে শুরু হয়ে পুরো ইউনিয়নের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। দলীয় নেতা-কর্মী, সাধারণ জনগণ ও ভোটারা এ সময় বাপ্পীকে হাত নেড়ে ব্যাপক সমর্থণ জানায়।

    বড়পাঙ্গাসী এলাকার ভোটার ও জনসাধারণ জানান, স্থানীয় সরকারের আগামী বড়পাঙ্গাসী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগ দলীয় প্রার্থী বাপ্পি’র পক্ষে ব্যাপক জনমত সৃষ্টি হয়েছে। দলীয় মনোনয়ন দৌড়ে তিনিই অন্যদের চেয়ে অনেক এগিয়ে রয়েছেন। ছাত্রলীগের দুঃসময়ের এই সাহসী আ’লীগ নেতা বজলার রহমান বাপ্পিকেই জননেত্রী শেখ হাসিনা আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন দেবেন বলে এলাকাবাসীর ধারণা। কর্মীবান্ধব ও জনপ্রিয় এই নেতার রয়েছে ব্যাপক জনসর্থন। বাপ্পী’র দাদা মরহুম হারান উদ্দিন ছিলেন বড় পাঙ্গাসী ইউনিয়ন আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি। দীর্ঘ ২৭ বছর তিনি এই পদে অধিষ্ঠিত থেকে নিজস্ব অর্থসম্পদ ব্যয় করে দলকে পরিচালিত করেছেন। যোগ্যতা, দক্ষতা ও জনপ্রিয়তার দিক থেকে ইউনিয়ন আওয়ামী লীগের দফতর সম্পাদক বাপ্পিরই মনোনয়ন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি।

    চেয়ারম্যান প্রার্থী বজলার রহমান বাপ্পি জানান, জনগণ ও দলীয় নেতা-কর্মীর ভালোবাসায় তার পক্ষে নির্বাচনী মাঠে ব্যাপক গণ জোয়ার সৃষ্টি হয়েছে। আজকের এই নির্বাচনী শোডাউন ও গণসংযোগে প্রায় ৩ হাজার নেতা-কর্মী তাদের স্বইচ্ছায় অংশ নিয়েছেন। আওয়ামীলীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা আমার দলীয় কর্মকান্ড ও ব্যক্তি ইমেজের কারণে অবশ্যই আমাকে দলীয় মনোনয়ন দিবেন বলে তিনি শতভাগ আশাবাদী বলে জানান।

  • তানোরে ইউপি নির্বাচনে আ’মীলীগ ৩ স্বতন্ত্র ৪টিতে এগিয়ে।

    তানোরে ইউপি নির্বাচনে আ’মীলীগ ৩ স্বতন্ত্র ৪টিতে এগিয়ে।

    সারোয়ার হোসেন,তানোর(রাজশাহী)প্রতিনিধি: রাজশাহীর তানোরের ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামি ১১ নভেম্বর। এদিকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিভিন্ন কৌশলে প্রার্থীরা শুরু করেছে জম্পেশ প্রচারণা। এসব প্রচারণায় আওয়ামীলীগ ৩টি ও স্বতন্ত্র ৪টিতে এগিয়ে রয়েছেন।

    জানা যায় তানোরের কলমা ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মাইনুল ইসলাম স্বপন। তবে এখানে প্রচার প্রচারণায় ব্যাপক সাড়া ফেলে সাধারণ ভোটারদের কাছে পছন্দের শীর্ষে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি প্রবীণ নেতা স্বতন্ত্র প্রার্থী খাদেমুন নবী বাবু চৌধুরী। কিন্তু আওয়ামী লীগ দলীয় প্রার্থী মাইনুল ইসলাম স্বপন দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে ও সাধারণ ভোটারদের মাঝে তেমন কোনো সাড়া ফেলতে প্রায় ব্যর্থ হয়েছে। এছাড়াও তাকে নিয়ে ইউপি আওয়ামী লীগে চরম অসন্তোষ দেখা দিয়েছে। ফলে এখানে বিজয়ী হবার দৌড়ে এগিয়ে রয়েছে স্বতন্ত্র প্রার্থী বাবু চৌধুরী।

    কাঁমারগা ইউনিয়নে দলীয় মনোনয়ন পেয়েছেন ইউপি আওয়ামী লীগের সভাপতি ফজলে রাব্বী ফরহাদ।এখানে তার বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন চেয়ারম্যান মসলেম উদ্দিন প্রামানিক। এখানে ফরহাদকে নিয়ে মতবিরোধ রয়েছে, তিনি এখানো আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করে মাঠে নামাতে পারেননি। আবার বিএনপির তেমন কোনো শক্ত প্রার্থী না থাকায় বিজয়ী হবার দৌড়ে এগিয়ে রয়েছেন মসলেম।

    বাঁধাইড় ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান আতাউর রহমান।এখানে তার বিরুদ্ধে তেমন কোনো শক্তিশালী প্রার্থী নাই। এছাড়াও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আকুন্ঠ সমর্থনে প্রচার-প্রচারণায় তিনি অন্যদের থেকে অনেকটা এগিয়ে রয়েছেন।

    নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে তিনি নিয়মিত নেতাকর্মীদের সঙ্গে নিরবিচ্ছিন্নভাবে যোগাযোগ রক্ষা করে নির্বাচনী মাঠ নিজের নিয়ন্ত্রণে রেখে প্রচারণা করে চলেছেন।এখানে বিজয়ী হবার দৌড়ে এগিয়ে রয়েছেন আতাউর রহমান।সরনজাই ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান আব্দুল মালেক।

    তবে দলীয়কোন্দল ও মতবিরোধের কারণে তিনি খুব একটা সুবিধাজনক অবস্থানে নাই। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতেও ব্যর্থ হয়েছেন। রয়েছে দলের শক্তিশালী বিদ্রোহী প্রার্থী। ফলে এখানে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোজাম্মেল হক খাঁন প্রচার-প্রচারণায় এগিয়ে থেকে অনেকটা সুবিধাজনক অবস্থানে বিজয়ী হবার দৌড়ে এগিয়ে রয়েছেন।
    তালন্দ ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও চেয়ারম্যান আবুল কাশেম। এখানে তার শক্ত প্রতিপক্ষ হিসেবে বিদ্রোহী প্রার্থী হয়েছেন তার ডান হাত হিসেবে পরিচিত ইউনিয়ন যুবলীগের সভাপতি রইস উদ্দিন বাচ্চু। তবে বিএনপির প্রার্থী না থাকায় জামায়াত নেতা স্বতন্ত্র প্রার্থী আক্কাশ আলী বিজয়ী হবার দৌড়ে এগিয়ে রয়েছেন।
    পাঁচন্দর ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান আব্দুল মতিন। এখানে তার বিপক্ষে তেমন কোনো শক্ত বিদ্রোহী প্রার্থী নাই।এছাড়াও ইউপি আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে তাকে সমর্থন করায় প্রচার-প্রচারণা ও বিজয়ী হবার দৌড়ে তিনি অন্যদের থেকে এগিয়ে রয়েছেন।

    চাঁন্দুড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন ইউপি আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান মুজিবুর রহমান। এখানে তার বিরুদ্ধে তেমন কোনো শক্ত প্রার্থী না থাকায় এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা তার পক্ষে মাঠে নামায় তিনিও প্রচার-প্রচারণা ও বিজয়ী হবার দৌড়ে এগিয়ে রয়েছেন।

  • ইউপি নির্বাচনে নৌকা প্রতীক পেতে দলীয় মনোনয়ন ফরম জমা দিলেন মির্জা সোলায়মান।

    ইউপি নির্বাচনে নৌকা প্রতীক পেতে দলীয় মনোনয়ন ফরম জমা দিলেন মির্জা সোলায়মান।

     

    সবুজ সরকার বেলকুচি সিরাজগঞ্জ প্রতিনিধি :
    সিরাজগঞ্জ বেলকুচি উপজেলার বেলকুচি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেতে আবেদন পত্র জমা দিয়েছেন মির্জা সোলায়মান হোসেন। রবিবার সকালে দলীয় নেতাকর্মীদের নিয়ে বেলকুচি উপজেলা আ,লীগ কার্যালয়ে উপজেলা আ,লীগের সিনিয়র সহ-সভাপতি শাহজাহান সরকার, সহকারী দপ্তর সম্পাদক শাহাদৎ হোসেন এর কাছে এ মনোনয়নের আবেদন জমা দেন বেলকুচি ইউনিয়ন আ,লীগের সাধারণ সম্পাদক মির্জা সোলেয়মান হোসেন। এ সময় বেলকুচি ইউনিয়নের বিভিন্ন ওর্য়াডে নেতাকর্মী ও ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

    এ সময় নৌকা প্রতীক প্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থী মির্জা সোলেয়মান হোসেন বলেন । মানুষের সুখে দুঃখে সব সময় পাশে থাকার চেষ্টা করেছি। এলাকাবাসী আমার সঙ্গে আছেন। জননেত্রী শেখ হাসিনা আমাকে আবারও নৌকা প্রতীক দিলে আমি বিপুল ভোটে জয় পাব ইনশাল্লাহ।

  • উজানচর ইউপি নির্বাচনে মনোনয়ন জমা দিলেন জাকির।

    উজানচর ইউপি নির্বাচনে মনোনয়ন জমা দিলেন জাকির।

    উজানচর ইউপি নির্বাচনে মনোনয়ন জমা দিলেন জাকির
    মইনুল হক মৃধা,গোয়ালন্দঃ আসন্ন দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গোয়ালন উপজেলার উজানচর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন মোঃ জাকির শেখ।

    রবিবার দুপুর ২ টার দিকে উপজেলা নির্বাচন কর্মকর্তা নিজাম উদ্দীন আহমেদ এর হাতে এ মনোনয়ন পত্র জমা দেন মোঃ জাকির শেখ।

    উল্লেখ্য দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ ২০২১ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ১৭ অক্টোবর, মনোনয়ন বাছাইয়ের তারিখ ২১ অক্টোবর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ অক্টোবর, ২৭ অক্টোবর প্রতীক বরাদ্দ এবং ভোট গ্রহণ ১১ নভেম্বর।

  • উল্লাপাড়ার সলপ ইউপিতে চেয়ারম্যান পদে আ’লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী হেলাল উদ্দিনের শোডাউনে মানুষের ঢল।

    উল্লাপাড়ার সলপ ইউপিতে চেয়ারম্যান পদে আ’লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী হেলাল উদ্দিনের শোডাউনে মানুষের ঢল।

    উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী হেলাল উদ্দিনের প্রচারণার শোডাউনে মানুষের ঢল নামে। মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে জনগণ ও নেতা-কর্মীদের কাছে হেলাল আলোচনার শীর্ষে রয়েছে। শনিবার বিকেলে সলপ ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লার প্রায় ৫ হাজার ভোটার ও জনসাধারন তার শোডাউনে অংশ নেন। তিনি সলপ ইউনিয়ন আওয়ামীলীগের কার্য্যনির্বাহী সদস্য ও পরিষদের সদস্য হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করে আসছেন। হেলাল উদ্দিন ২০১৩ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত সলপ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। এছাড়াও ইউনিয়ন ছাত্রলীগ ও আওয়ামী যুবলীগের সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন এই নেতা।

    আ’লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী হেলাল উদ্দিন জানান, আগামী স্থানীয় সরকার নির্বাচনে উল্লাপাড়ার সলপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আ’লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী হয়ে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে জনগণের মধ্যে দীর্ঘদিন ধরে প্রচার- প্রচারণা করে আসছি। নির্বাচনী মাঠে থেকে ইউনিয়নের বিভিন্ন গ্রামের পাড়া-মহল্লায় দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে নৌকা মার্কা প্রতীকের ভোট ও দোয়া প্রার্থণার জন্য মানুষের দাঁড়ে দাঁডে ঘুরছি। আওয়ামী লীগ দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দলীয় মনোনয়ন আমাকে দিলে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে এই পরিষদের চেয়ারম্যান পদটি বিজয়ী করে তাকে উপহার দিতে পারবো বলে আমি শতভাগ আশাবাদী।

    ইউনিয়ন আ’লীগ নেতা আলী জানান, পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে হরেক রকম লোক প্রার্থী হয়ে আ’লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন। যাদের অনেকের সাথে ভোটার ও জনগণের কোন সম্পর্ক নেই। তারা উড়ে এসে জুড়ে বসার মতো অবস্থা। সলপ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদের প্রার্থীদের মধ্যে ইউনিয়ন আওয়ামী লীগের কার্য্য নির্বাহী সদস্য হেলাল উদ্দিন আকন্দের রয়েছে তৃণমূল নেতা-কর্মী ও ভোটারের সাথে সুগভীর সম্পর্ক। হেলালকে চেয়ারম্যান পদে আ’লীগ দলীয় মনোনয়ন দিলে তবেই চেয়ারম্যান পদটি বিপুল ভোটে বিজয়ী হবে। জননেত্রী শেখ হাসিনা দলের এই কঠিন সময়ে সঠিক সিদ্ধান্ত নেবেন বলে ভোটার ও জনগণের এমনি ধারণা।

  • উল্লাপাড়ার বড়পাঙ্গাসী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বাপ্পি আলোচনার শীর্ষে।

    উল্লাপাড়ার বড়পাঙ্গাসী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বাপ্পি আলোচনার শীর্ষে।

    স্টাফ রিপোটারঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী বজলার রহমান বাপ্পি ভোটার, জনগণ ও নেতা-কর্মীদের মধ্যে আলোচনার শীর্ষে রয়েছেন।

    বুধবার বিকেলে বড়পাঙ্গাসী ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা ও ভোটারদের জিজ্ঞাসাবাদে এমন অভিমত প্রকাশ করেছেন এ প্রতিবেদকের কাছে তারা। তিনি বড়পাঙ্গাসী ইউনিয়ন আওয়ামীলীগের দফতর বিষয়ক সম্পাদক ও ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। বাপ্পি সিরাজগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সহ-প্রচার সম্পাদক ছিলেন।

    আ’লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী বাপ্পি জানান, আগামী স্থানীয় সরকার নির্বাচনে উল্লাপাড়ার বড়পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আ’লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী হয়ে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জনগণের মধ্যে নির্বাচনী মাঠে দীর্ঘদিন ধরে প্রচার-প্রচারনার কাজ পরিচালনা করে যাচ্ছি।

    নির্বাচনী মাঠে থেকে ইউনিয়নের বিভিন্ন গ্রামের পাড়া-মহল্লায় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে নৌকা মার্কা প্রতীকের ভোট ও দোয়া প্রার্থনা করে চলেছি। আওয়ামী লীগ দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় মনোনয়ন দিলে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে এই পরিষদের চেয়ারম্যান পদটি বিজয়ী করে তাকে উপহার দিবেন বলে তিনি শতভাগ আশাবাদী।

    ইউনিয়ন আ’লীগ নেতা দরদ আলী জানান,পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে হরেক রকম লোক প্রার্থী হয়ে আ’লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন। যাদের অনেকের সাথে ভোটার ও জনগণের কোন সম্পর্ক নেই। তারা উড়ে এসে জুড়ে বসার মতো অবস্থা।

    বড়পাঙ্গাসী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদের প্রার্থীদের মধ্যে ইউনিয়ন আওয়ামী লীগের দফতর সম্পাদক বজলার রহমান বাপ্পি’র রয়েছে তৃণমূল নেতা-কর্মী ও ভোটারের সাথে সুগভীর সম্পর্ক।

    তিনিই সকলের মাঝে আলোচনার শীর্ষে রয়েছেন। বাপ্পিকে চেয়ারম্যান পদে আ’লীগ দলীয় মনোনয়ন দিলে তবেই চেয়ারম্যান পদটি বিপুল ভোটে বিজয়ী হবে। জননেত্রী শেখ হাসিনা উপযুক্ত সময়ে সঠিক সিদ্ধান্ত নেবেন বলে ভোটার ও জনগণের প্রত্যাশা।