Tag: ইউপি নির্বাচন

  • ইউপি নির্বাচনে ৪৩টি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নৌকার চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত।

    ইউপি নির্বাচনে ৪৩টি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নৌকার চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত।

    অনলাইন ডেস্কঃ সারাদেশে ১৬০ টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদের নির্বাচনে সোমবার ভোট হবে।তবে ভোটের আগেই বাগেরহাট,চট্রগ্রাম ও খুলনায় ৪৩ টি ইউনিয়নে আওয়ামীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর মধ্যে বাগেরহাটে ৬৬ টি ইউপির মধ্যে ৩৮ টি ইউনিয়নে নৌকার প্রার্থী ব্যতিত অন্য কোন প্রার্থী ছিলো না,বাকী ২৮ টি ইউনিয়নেও আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীরা নির্বাচনে অংশ গ্রহন করছেন।

    সোমবার যে সকল জেলায় ইউনিয়ন পরিষদ ভোট গ্রহন অনুষ্ঠিত হবে এর মধ্যে খুলনা ৩৪ টি,বাগেরহাট ৬৬টি,সাতক্ষীরায় ২১টি,নোয়াখালী ১৩ টি,চট্টগ্রাম ১২ টি ও কক্সবাজারে ১৪ টি ইউনিয়নে ভোট হবে।

    বাগেরহাটের বাইরে চট্রগ্রামের সন্দ্বীপে ৪ টি ও খুলনায় একটি ইউনিয়নে আওয়ামীলীগ মোননীত চেয়ারম্যান পদপ্রার্থীরা বিনা প্রতিদ্বীতায় নির্বাচিত হয়েছেন।

    দেশে প্রায় সাড়ে চার হাজার গত বছর কয়েক ধাপে ইউনিয়নে কয়েক ধাপে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। গেল ৩ মার্চ প্রথম ধাপে ৩৭১ টি ইউপিতে ভোটের তফসিল ঘোষনা করেছিলো।

    করোনার কারোনে ভোট স্থগিত করা হয়।২১ জুন ২০৪ টি ইউনিয়নে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।সীমান্তবর্তি এলাকায় করোনা পরিস্থির অবনঅবনতি হওয়ায় ১৬৭ টি ইউনিয়নে ভোট স্থগিতাদেশ করা হয়েছিলো। প্রথম ধাপে ১৬৭ টি ইউপির মধ্যে ১৬০টি ইউপিতে ভোট গ্রহন করা হয়।

    সূত্রঃ দৈনিক জনবাণী

  • গোবিন্দাসী ইউপি নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে আমিন জিএস।

    গোবিন্দাসী ইউপি নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে আমিন জিএস।

    কোরবান আলী তালুকদার, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় ৬টি ইউনিয়ন পরিষদ ও একটি পৌরসভা নিয়ে গঠিত ভূঞাপুর উপজেলা। তার মধ্যে অন্যতম জনবহুল ইউনিয়ন হিসেবে পরিচিত গোবিন্দাসী ইউনিয়ন পরিষদ। স্থানীয় সরকার নির্বাচনে গোবিন্দাসী ইউনিয়ন নাগরিক কমিটির সভাপতি, ইবরাহীম খাঁ সরকারি কলেজের সাবেক জিএস, ভূঞাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি, আওয়ামী লীগের দুর্দিনের কাণ্ডারি, গনমানুষের প্রিয়জন, আ’লীগের লড়াকু সৈনিক, বিশিষ্ট সমাজ সেবক, সুশিক্ষিত ও মেধাবী এবং বার বার স্বর্নপদক প্রাপ্ত সাবেক সফল চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম আমিন এলাকার গণমানুষের গ্রহণযোগ্যতা অর্জনকারী হিসেবে তিনি চেয়ারম্যান পদে অংশগ্রহণের জন্য আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

    শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান পালন, খেলাধূলা সবকিছু মিলিয়ে গোবিন্দাসী ইউনিয়নটি ভূঞাপুর উপজেলায় কালের স্বাক্ষী হয়ে আছে। অত্র ইউনিয়নে সরকারী-বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তথা প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, কিন্ডার গার্টেন, মসজিদ, মন্দির, খেলার মাঠসহ বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। সবকিছু মিলিয়ে অত্র ইউনিয়নটি একটি আদর্শ ইউনিয়ন হিসাবে পরিচিতি লাভ করেছে। আর সেই আদর্শ ইউনিয়ন পরিষদের সুযোগ্য ও সফল সাবেক চেয়ারম্যান হিসেবে মোঃ আমিনুল ইসলাম আমিনের বেশ সুনাম রয়েছে। দলমত নির্বিশেষে যিনি গোবিন্দাসী বাসীর জন্য কাজ করে যাচ্ছেন। মানুষের সুখে দুঃখে তিনি তার সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন সাধ্যমত। বিগত দিনে গোবিন্দাসী ইউনিয়নে এলাকার ব্যাপক উন্নয়ন হয়েছে। যার কাছে আওয়ামীলীগ বা বিএনপির কর্মী বলে কোন পার্থক্য নেই। তার নির্বাচনী এলাকার জনগন এটাই তার কাছে বড় পরিচয়। বিগত দিনগুলোতে তিনি গোবিন্দাসী ইউনিয়নের মানুষের মনে তার কাজের মাধ্যমে জায়গা করে নিয়েছেন।

    মোঃ আমিনুল ইসলাম আমিন জানান, আমি এর আগে চেয়াম্যান ছিলাম এবং সমাজের সেবামূলক কাজে অংশ গ্রহন করে আসছি। তাই গোবিন্দাসী ইউনিয়ন বাসীর সার্বিক মঙ্গলের লক্ষে মানুষের সেবাদানে সর্বজনের সহযোগীতায় চেয়ারম্যান হওয়ার জন্য মানুষের দারেদারে ঘুরে বেড়াচ্ছি। তিনি বলেন, আমার বিশ্বাস তৃনমূল আওয়ামীলীগসহ বিভিন্ন শ্রেণীর পেশার ভোটারা আমাকে যেমন ভালবাসেন ঠিক তেমনটি মনোনয়ন বোর্ড আমাকে নৌকা প্রতীক দিবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত ও বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। তিনি আরোও জানান, এলাকাবাসীকে সঙ্গে নিয়ে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করে গোবিন্দাসী ইউনিয়নকে একটি অত্যাধুনিক উন্নত জনপদ হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।

    উল্লেখ্য,গোবিন্দাসী ইউপি নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আরো কয়েকজন থাকলেও তার মধ্যে মোঃ আমিনুর ইসলাম আমিন এর জনপ্রিয়তা সবচেয়ে বেশি বলে এলাকার বিভিন্ন সূত্র থেকে জানা যায়।