Tag: আহবায়ক

  • গাজীপুরে বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা, মৌচাকে এডভোকেট কামরুজ্জামানের নেতৃত্বে র‍্যালি ।

    গাজীপুরে বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা, মৌচাকে এডভোকেট কামরুজ্জামানের নেতৃত্বে র‍্যালি ।

    স্টাফ রিপোর্টার
    গাজীপুর জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি ঘোষণা করায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে  কালিয়াকৈর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কামরুজ্জামান কামরুলের নেতৃত্বে  বিশাল শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয় ।
    মঙ্গলবার দুপুরে  উপজেলার মৌচাক  এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।
    দলীয়সূত্রে জানাযায়,  ০২ ফেব্রুয়ারী গাজীপুর জেলা বিএনপির আহবায়ক কমিটি (আংশিক) ঘোষণা করা হয়।
    কমিটিতে,মোঃ  ফজলুল হক মিলনকে, আহবায়ক এবং শাহ রিয়াজুল হান্নানকে ১নং যুগ্ম আহবায়ক, ও চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীকে যুগ্ম আহবায়ক, করে তিন সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়।
    বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ কমিটির অনুমোদন দেন।
    এ সময় উপস্থিত ছিলেন, কালিয়াকৈর উপজেলা বিএনপি’র  সাংগঠনিক সম্পাদক এডভোকেট কামরুজ্জামান কামরুল সহ,  বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠন এর সকল নেতৃবৃন্দ।
  • রাণীশংকৈল প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন।

    রাণীশংকৈল প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন।

    ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল প্রেসক্লাবের ৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

    সোমবারে রাতে প্রেসক্লাব মিলনায়তনে সাবেক সভাপতি মোবারক আলী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত সব সদস্যের সম্মতিতে এ সিদ্ধান্ত হয়।এর আগে সভায় আগের কমিটি সর্বসম্মতিক্রমে বিলুপ্ত ঘোষণা করা হয়।

    গঠিত কমিটির আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন সিনিয়র সাংবাদিক ছবি কান্ত দেব (দৈনিক খবর একদিন) যুগ্ম আহ্বায়ক একে আজাদ (দৈনিক আজকের প্রতিভা) সদস্য সচিব নাজমুল হোসেন (দৈনিক আজকের দর্পণ)

    আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করবে এবং যথাযথ নিয়ম প্রতিপালন করে নতুন সদস্য পদ দেওয়ার উদ্যোগ নেবে বলে সভায় সিদ্ধান্ত হয়েছে।

    এদিকে তলবি সভা শেষে প্রেসক্লাব মিলনায়তনে রাণীশংকৈলে কর্মরত গণমাধ্যমকর্মীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক অধ্যাপক আইয়ুব আলী (দৈনিক সংগ্রাম) নুরুল হক (দৈনিক উত্তরা) আনিসুর রহমান বাকি (উত্তর বাংলা) ফারুক আহম্মেদ সরকার (মোহনা টিভি) আশরাফুল আলম (এশিয়ান টেলিভিশন) বিজয় রায় (ভোরের ডাক) জিয়াউর রহমান (যায়যায় দিন) আনোয়ার হোসেন আকাশ (আমাদের সময়) আনোয়ার হোসেন জীবন (নয়া দিগন্ত) খুরশিদ আলম (আজকের পত্রিকা) আহম্মেদ ইসমাম (ঢাকা টাইসম) আবদুল্লাহ আল নোমান (জনকণ্ঠ) সবুজ ইসলাম (বাংলাদেশ বুলেটিন)।

  • মৌলভীবাজারে বিএনপি’র নবগঠিত আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত।

    মৌলভীবাজারে বিএনপি’র নবগঠিত আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত।

    নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজার জেলার সাত উপজেলা ও পাঁচটি পৌরসভায় বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শুক্রবার ১৫ নভেম্বর ২০২৪ইং, বিকেলে শহরের রেস্ট ইন হোটেল কনফারেন্স হল রুমে মৌলভীবাজার জেলা বিএনপি’র নবগঠিত আহ্বায়ক কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
    মৌলভীবাজার জেলা বিএনপি’র আহ্বায়ক ফয়জুল করিম ময়ুনের সভাপতিত্বে ও জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জি কে গউস।
    তিনি বলেন, আজ থেকে মৌলভীবাজার জেলার সকল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি কমিটি বিলুপ্ত করা হয়। পরবর্তীতে আহবায়ক কমিটির মাধ্যমে মৌলভীবাজার জেলার সকল উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির কমিটি সম্মেলন ও কাউন্সিলের মাধ্যমে গঠন করা হবে। আহবায়ক কমিটির দায়িত্ব তাদেরকেই দেওয়া হবে যারা বিগত স্বৈরাচারী সরকারের আমলে আন্দোলন-সংগ্রাম করেছেন, সাংগঠনিক দক্ষতা রয়েছে, দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন।
    তিনি আরও বলেন, দল ও তৃণমূল নেতৃত্বকে সুসংগঠিত করার লক্ষ্যে অবশ্যই মৌলভীবাজার জেলা বিএনপিকে ঢেলে সাজানো হবে। অপশক্তি ও ফ্যাসিবাদের সব ষড়যন্ত্রকে উপেক্ষা করে জনগণের ভোটাধিকারের মাধ্যমে নির্বাচিত সরকারের মাধ্যমে দেশ গঠনে বিএনপি কাজ করে যাবে। উপস্থিত নেতারা আগামীতে কমিটি গঠনের ক্ষেত্রে পরামর্শ দিয়েছেন।
    এ সময় বিএনপি মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক কমিটির প্রথম সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতা সিদ্দিকী, কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।
    জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্য ও সদর থানা বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, আব্দুর রহিম রিপন, মোশাররফ হোসেন বাদশা, অ্যাডভোকেট আবেদ রাজা, মৌলভী আব্দুল ওয়ালি সিদ্দিকি, নাছির উদ্দিন মিঠু, আশিক মোশারফ, আব্দুল মুকিত, ফখরুল ইসলাম, মুহিতুর রহমান হেলাল, আব্দুল হাফিজ, মাহমুদুর রহমান, হেলু মিয়া, জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সদস্য সচিব মনোয়ার আহমেদ রহমান, বকশী মিছবাউর রহমান, মতিন বক্স, মাহাবুব ইজদানী ইমরান, অ্যাডভোকেট বকশী জুবায়ের আহমেদ, আবুল কালাম বেলাল, জিতু মিয়া, স্বাগত কিশোর দাশ চৌধুরী, গাজী মারুফ আহমেদ, আব্দুল হক, দুরুদ আহম্মদ, আশরাফুজ্জামান খাঁন নাহাজ, সেলিম মোহাম্মদ সালাউদ্দিন, আনিসুজ্জামান বায়েছ।
  • শ্রীমঙ্গলে নবগঠিত পৌর বিএনপির আহ্বায়ক কমিটির পরিচিতি সভা।

    শ্রীমঙ্গলে নবগঠিত পৌর বিএনপির আহ্বায়ক কমিটির পরিচিতি সভা।

    মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নবগঠিত পৌর বিএনপির আহ্বায়ক কমিটির পরিচিতি প্রথম সভা ও নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রাম করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৪ জুলাই ২০২৩ ইং, বিকেল ০৩টা থেকে শুরু করে ০৬টা পর্যন্ত শ্রীমঙ্গল শহরের ভানুগাছ রোড মহসিন অডিটোরিয়ামের পাশে একটি হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
    পরিচিতি সভায় ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শ্রীমঙ্গল উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বর্তানে নবগঠিত পৌর বিএনপির সম্মানিত সদস্য এবং শ্রীমঙ্গল পৌরসভার ৪র্থবারের বর্তমান পৌর মেয়র মোঃ মহসিন মিয়া মধু।
    শ্রীমঙ্গল নবগঠিত পৌর বিএনপির আহ্বায়ক মীর এম এ সালাম এর সভাপতিত্বে পরিচিতি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি আতাউর রহমান (লাল হাজী), শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক ৪বারের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, বিএনপি নেত্রী ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী, বিএনপি নেতা মোঃ আতিকুর রহমান জরিফ, বিএনপি নেতা মকবুল হোসেন মকবুল-সহ প্রমুখ।
    বিশেষ অতিথির বক্তব্য রাখতে গিয়ে ইয়াকুব আলী তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন- সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান।
    এ সময় উপস্থিত ছিলেন, নবগঠিত পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আলকাস মিয়া, সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম, সম্মানিত সদস্য মিরাশদার মিলাদ হোসেন, সদস্য আব্দুল জব্বার আজাদ, মোঃ আব্দুস শহিদ, নজরুল ইসলাম জাহান, মকবুল মিয়া, টিটু দাস, সাইফুল ইসলাম টমাস, মইনুল ইসলাম চৌধুরী, মোঃ নুহেল, মোঃ মোবারক হোসেন, শেলী খান, শিরিন আখতার ও অন্যান্য নেতৃবৃন্দরা প্রমুখ। উক্ত অনুষ্ঠানে শ্রীমঙ্গল উপজেলা মহিলাদল ও পৌর মহিলাদলের পরিচিতি প্রথম সভা অনুষ্ঠিত হয়।
    এছাড়াও এ সময় বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ-সহ দলের অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা প্রমুখ উপস্থিত ছিলেন।
    পরে সন্ধ্যা সাড়ে ৭টার সময় মৌলভীবাজারে জেলা বিএনপির নেতৃবৃন্দরা আগামী দিনের আন্দোলন সংগ্রাম সফল করার লক্ষ্যে একমত বিনিময় সভা অনুষ্ঠিত হয়, এতে জেলা বিএনপির নেতৃবৃন্দের আমন্ত্রণে এই মত বিনিময় সভায় শ্রীমঙ্গল নবগঠিত পৌর বিএনপি সদস্যরা প্রমুখ উপস্থিত ছিলেন।
  • নাগরপুর উপজেলা ও সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটির পরিচিতি।

    নাগরপুর উপজেলা ও সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটির পরিচিতি।

    নাগরপুর উপজেলা ও সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটির পরিচিতি


    টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা ছাত্রদলের নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

    ১৯.০৫.২০২২ ১০ঘটিকায় নাগরপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে।

    উপজেলা ছাত্রদলের আহবায়ক মীর খালিদ মাহবুব রাসেল এ-র সভাপতিত্বে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃশহিদুর রহমান মনির এ-র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির ১নং সম্মানিত সদস্য সাবেক প্রতি মন্ত্রী ও কেন্দ্রীয় কৃষক দলের সহ সভাপতি বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক।

    নাগরপুর দেলদুয়ারের প্রিয় নেতা এ্যাডভোকেট গৌতম চক্রবর্তী দীর্ঘদিন প্রতীক্ষার নাগরপুর উপজেলা ছাত্রদল ও নাগরপুর সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটি ঘোষণা করে।

    আহবায়ক কমিটির নেতৃবৃন্দর নাম উল্লেখ করে সকলকে হাত উঠিয়ে পরিচিয় করিয়ে দেন।

    উদ্বোধক টাঙ্গাইল জেলা ছাত্রদলের আহবায়ক দূর্জয় হোড় শুভ প্রধানবক্তা এম.এ.বাতেন।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক এম এ ছালাম ও হাবিবুর রহমান হবি সদস্য সচিব উপজেলা বিএনপি।

    প্রধান অতিথি গৌতম চক্রবর্তী ছাত্রদলের নেতৃবৃন্দদের বলেন। আগামী আন্দোলন সংগ্রামে ঐক্য বদ্ধ হ’য়ে রাজপথে নেমে দাবি আদায় করে ঘরে ফিরবো এ-ই আশা ব্যক্তকরেন।

    এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা যুবদলের আহবায়ক ফনির হোসেন ভূঁইয়া, সদস্য সচিব রফিকুল ইসলাম দিপন,যগ্ম আহবায়ক মিজানুর রহমান লাভলু,ইকবাল কবির,নজরুল ইসলাম,এলিম মাহমুদ, উপজেলা ছাত্রদলের সাবেক সিঃসহ সভাপতি গোলাম মোস্তফা, কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি জাহিদ হাসান, সাবেক সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান, নাগরপুর সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক আশরাফুল ইসলাম আসলাম, সদস্য সচিব মনির হোসেন সহ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

  • বড়লেখায় বাংলাদেশ প্রেসক্লাবের মনোনীত আহব্বায়ক সাংবাদিক হানিফ পারভেজ।

    বড়লেখায় বাংলাদেশ প্রেসক্লাবের মনোনীত আহব্বায়ক সাংবাদিক হানিফ পারভেজ।

    বড়লেখায় বাংলাদেশ প্রেসক্লাবের মনোনীত আহব্বায়ক সাংবাদিক হানিফ পারভেজ।


    বাংলাদেশ সরকার অনুমোদিত সাংবাদিক সংঘঠন বাংলাদেশ প্রেসক্লাব বড়লেখা উপজেলা শাখার আহব্বায়ক মনোনিত হয়েছেন সাংবাদিক মোহাম্মদ হানিফ পারভেজ।

    ২৮মার্চ ( সোমবার) বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খানের অনুমতিক্রমে দৈনিক একুশে নিউজ ও জাতীয় দৈনিক পর্যবেক্ষণ এর বড়লেখা উপজেলা প্রতিনিধিঃ মুহাম্মদ হানিফ পারভেজ কে আহব্বায়ক নিয়োগ দেওয়া হয়।

    বাংলাদেশ প্রেসক্লাব সিলেট বিভাগ ও মৌলভীবাজার জেলা সভাপতি এম. এ রুম্মান আহমেদের সাক্ষরে আগামী এক মাসের মধ্যে সাত সদস্য বিশিষ্ট্য আহব্বায়ক কমিঠি জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

    বাংলাদেশ প্রেসক্লাব মুক্তিযুদ্ধের চেতনায় দেশব্যাপী সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। দেশের প্রতিটি বিভাগ জেলা ও উপজেলায় এক যুগে কাজ করে যাচ্ছে বাংলাদেশ প্রেসক্লাব।

  • মোংলা পৌর ছাত্রদল আহবায়ক কমিটির আহবায়ক’ই বিবাহিত!

    মোংলা পৌর ছাত্রদল আহবায়ক কমিটির আহবায়ক’ই বিবাহিত!

    এম এইচ শান্ত,বাগেরহাট প্রতিনিধিঃ মোংলা পৌর ছাত্রদলের সদ্যঘোষিত ২১ সদস্যের আহ্বায়ক কমিটির আহবায়কই বিবাহিত ও মাদকাসক্ত। আবার অনেকেরই ছাত্রত্ব নেই। থাকেন বিভিন্ন জায়গায়। আন্দোলন-সংগ্রামসহ দলের কোনো কর্মকাণ্ডেও তাদের কখন দেখা যায়নি। অর্থের বিনিময়ে এমন পকেট কমিটি গঠন করা হয়েছে বলে দাবি করে সংবাদ সম্মেলন করেছে দলটির মোংলা শাখার নেতাকর্মীরা।

    শনিবার (১৮ ডিসেম্বর) দুপুরে নিউ মার্কেট চত্বরে এক সংবাদ সম্মেলনে মোংলা পৌর ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা এসব অভিযোগ করেন।

    সদ্য ঘোষিত পৌর শাখার আহবায়ক জাহিদুল ইসলাম শুভর বেশ কয়েকটি বিদেশী মদের (বিয়ার) বোতল হাতে তোলা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ভাইরাল হয়। অনেকে বলছেন, তিনি মাদকাসক্ত আবার অনেকের ধারণা তিনি ব্যবসা করেন। কীভাবে এমন একজনকে ছাত্রদলের আহবায়ক করা হয়েছে তা নিয়ে নেতাকর্মীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। অভিযোগ উঠেছে জেলা বিএনপির এক প্রভাবশালী নেতা নিজের বলয় তৈরি করতে লবিং করে কমিটি এনেছেন।

    দীর্ঘ ১৭ বছরে ৩ মাস পর গঠন হওয়া মোংলা পৌর ছাত্রদলের কমিটিতে মাদকাসক্ত, বিবাহিত ও অছাত্ররা স্থান পাওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মাঝে চলছে সমালোচনার ঝড়।

    এদিকে নতুন আহবায়ক কমিটিতে স্থান পাওয়ার মধ্যে বর্তমান নতুন কমিটির ৬ নম্বর যুগ্ন আহবায়ক ইয়ার হোসেন, সদস্য সাইফুর রহমান সাব্বির, সদস্য আতিক উল্যাহ সুমন, সদস্য সজিব নিকারী, সদস্য কাজী নাজমুল হোসেন রাজ পদত্যাগ করেছেন।

    বাগেরহাট জেলা ছাত্রদল সভাপতি ইমরান খান সবুজ ও সাধারণ সম্পাদক আলী সাদ্দাম আহমেদ দ্বীপ স্বাক্ষরিত দীর্ঘ ১৭ বছরে ৩ মাস পর কারো সঙ্গে কোনো যোগাযোগ ছাড়াই সিনিয়র এবং ত্যাগী নেতাদের বাদ দিয়ে গত ১২ জানুয়ারি ২১ সদস্য বিশিষ্ট মোংলা পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। এরপরই ক্ষোভে ফেটে পড়েন পদবঞ্চিত নেতাকর্মীরা।

    সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে নেতৃবৃন্দ দাবি করেন, বিবাহিত, অছাত্র, মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ীদের নিয়ে গঠন করা হয়েছে ছাত্রদলের কমিটি। মূল্যায়ন পাননি ত্যাগী নেতারা।

    সংবাদ সম্মেলনে বক্তারা আরো বলেন, সদ্যঘোষিত আহ্বায়ক কমিটির আহবায়ক জাহিদুল ইসলাম শুভ বিবাহিত ও মাদকাসক্ত। এদের মধ্যে কেউ কেউ আবার চাকরিজীবী। আবার অনেকেরই এখন আর ছাত্রত্ব নেই। দলটির কোনো কমিটিতেই বিগত দিন এরা ছিলেন না। ছাত্রদলের গঠনতন্ত্র ভঙ্গ করা হয়েছেও বলে দাবী করেন নেতৃবৃন্দ।

    সংবাদ সম্মেলনে পৌর ছাত্রদলের সদ্যঘোষিত আহ্বায়ক কমিটিকে পকেট কমিটি ঘোষণা দিয়ে কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করা হয়। একইসঙ্গে কমিটির আহবায়ক বিবাহিত ও নেশাগ্রস্ত জাহিদুল ইসলাম শুভকে এবং সদস্য সচিব করা মীর সাগরকে বাতিল করে মামলা-হামলার শিকার হওয়া ও দলটির ত্যাগী নেতাদের দিয়ে নতুন আহ্বায়ক কমিটি গঠনের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি এবং সাধারণ সম্পাদককে অনুরোধ জানানো হয়।

    সংবাদ সম্মেলনে অন্যানদের মধ্যে ছাত্রদলের পদপ্রত্যাশী ও পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক রিফাত সিদ্দিকি,মোঃ রাসেল খাঁন, নাজমুল সাকিব, আবু সাঈদ কামাল, ইমরান হোসেন, আল আমিন গোলদার, সদস্য সাইফুল রহমান সাব্বির, মহসিন ভুইয়া, সজিব নিকারী, মোঃ মুরাদ মৃধা সাগর, মিজানুর রহমান, মোঃ মমিনুল ইসলাম ও মোঃ শাকিল হোসেনসহ ছাত্রদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন এবং প্রেস বিঙ্গপ্তিতে সাক্ষর করেন।

    নব ঘোষিত পৌর শাখার আহবায়ক জাহিদুল ইসলাম শুভর কাছে হাতে থাকা বিদেশী মদের বোতলের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মোংলার রাজনীতিতে প্রতিহিংসা চলে, সাবেক ছাত্রদলের কিছু সিনিয়র নেতাদের গ্রুপিং চলমান। আসলে আমি জিয়াউর রহমানের আদর্শে রাজনীতী করি এটা সবাই ভুলে গেছে। আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন।

    এবিষয় বাগেরহাট জেলা ছাত্রদল সভাপতি ইমরান খান সবুজ (০১৭১৬০৫৪৪০৩) ও সাধারণ সম্পাদক আলী সাদ্দাম আহমেদ দ্বীপ (০১৬৮২২৬২৬২৬) কে একাধিকবার ফোন দিলেও ফোন ধরেননি।

    প্রসঙ্গত, গত ১২ জানুয়ারি বাগেরহাট জেলা ছাত্রদল সভাপতি ইমরান খান সবুজ ও সাধারণ সম্পাদক আলী সাদ্দাম আহমেদ দ্বীপ স্বাক্ষরিত ২১ সদস্যবিশিষ্ট মোংলা পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। সদ্যঘোষিত আহ্বায়ক কমিটির সভাপতি করা হয়েছে জাহিদুল ইসলাম শুভকে এবং সদস্য সচিব করা হয়েছে মীর সাগরকে।