Tag: আহত

  • বড়লেখায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রী গুরুতর আহত।

    বড়লেখায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রী গুরুতর আহত।

    শাহরিয়ান আহমেদ শকিল,বড়লেখা প্রতিনিধিঃ বড়লেখায় কলেজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সুলতানা খাতুন (১৮) নামের এক কলেজ ছাত্রী গুরুতর আহত হয়েছে।

    সোমবার (১৫নভেম্বর)সকাল সাড়ে ১০ টার সময় মৌলভীবাজারের বড়লেখায় দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের সুজানগর পাথরিয়া কলেজ গেইট সংগলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনা ঘটে।

    সুলতানা খাতুন সুজানগর পাথরিয়া কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী ও উপজেলার সুজানগর ইউনিয়নের তেরাকুড়িঁ গ্রামের লুৎফুর রহমানের মেয়ে।

    সুজানগর পাথরিয়া কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলাম বলেন বেপরোয়া গাড়ি চালানোর কারনে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এবং আমাদের ছাত্রী সুলতানা গুরুতর আহত হয়েছে। তাকে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানি মেডিক্যাল হাসপাতালে পাঠান।

    সিলেট ওসমানি মেডিক্যাল হাসপাতালে সুলতানা বেগমের সাথে থাকা তার চাচাতো ভাই জানান, সুলতানার ডান পা ভেঙ্গে গেছে, বাম পা এবং ম্যাথায় প্রচন্ড চোট লেগেছে। বর্তমানে সুলতানা সিলেট ওসমানি মেডিক্যাল হাসপাতালের ওটিতে চিকিৎসাদীন অবস্হায় রয়েছে।

    ঘটনার সততা নিশ্চিত করে বড়লেখা থানার অফিসার ইনচার্জ(ওসি)জাহাঙ্গীর হোসেন সরদার আমারজমিনকে বলেন,দুর্ঘটনা কবলিত গাড়িটি (মাইক্রবাস)পুলিশ হেফাযতে রয়েছে,এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

  • ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর কর্মী কৃষকলীগ নেতাকে পিটিয়ে আহত।

    ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর কর্মী কৃষকলীগ নেতাকে পিটিয়ে আহত।

    রাজু আহমেদ সাহান,স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিদ্রোহী প্রার্থীর কর্মী হওয়ায় মো: রফিকুল ইসলাম (৪০) নামের এক কৃষকলীগ নেতাকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করেছে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর সমর্থকেরা।

    বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার বাঙালা ইউনিয়নের ধরইল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত রফিকুল ইসলাম রফেত উপজেলার চেংটিয়া গ্রামের জালাল মন্ডলের ছেলে। তিনি বাঙালা ইউনিয়ন কৃষকলীগের সভাপতির দায়িত্বে রয়েছেন। তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    আহত রফিকুল ইসলাম বলেন, বাঙালা ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. আবু হানিফের পক্ষে প্রচার-প্রচারণা চালানোর কারণে বৃহস্পতিবার গভীর রাতে আওয়ামীলীগের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান সোহেল রানার নেতৃত্বে তার সমর্থক মানিক, আতিক তালুকদার, আবু সাইদ ও মাহমুদুল হাসান মিঠুসহ অন্তত ১৫/২০ জন আমার উপর অতর্কিত হামলা করে। তারা লোহার রড দিয়ে পা থেকে শুরু করে শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে আহত করে। পরে এলাকাবাসী এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।

    স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবু হানিফ বলেন, আমি স্বতন্ত্র প্রার্থী হওয়ার পর থেকে আমার কর্মী-সমর্থকদের হুমকি-ধামকি দিয়ে যাচ্ছে আওয়ামীলীগের প্রার্থী ও তার সমর্থকেরা। তারই অংশ হিসেবে কৃষকলীগ নেতাকেও পেটানো হয়েছে। এ বিষয়ে থানায় মৌখিকভাবে অভিযোগ দেয়া হয়েছে।

    বাঙালা ইউনিয়ন আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী সোহেল রানা সোহেল বলেন, আমি আওয়ামীলীগের প্রার্থী হয়ে কৃষকলীগের নেতাকে কিভাবে মারতে পারি? গ্রামের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে কৃষকলীগ নেতাকে মারপিট করা হয়েছে বলে দাবী করেন তিনি।

    উল্লাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) এনামুল হক জানান, আমরা বৃহস্পতিবার নির্বাচনের ডিউটিতে ছিলাম। তবে কৃষকলীগ নেতাকে মারপিটের বিষয়টি শুনেছি। এ বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • মাধবপুরে বিরোধের জেরে হামলায় ইউনিয়ন যুবলীগের সভাপতি গুরুত্বর আহত।

    মাধবপুরে বিরোধের জেরে হামলায় ইউনিয়ন যুবলীগের সভাপতি গুরুত্বর আহত।

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে গাছ কাটা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ইউনিয়ন যুবলীগের সভাপতি গুরুতর আহত হয়েছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার তেলিয়াপাড়া চা বাগানের ১৬ নম্বর এলাকায় চা শ্রমিক অপু গোয়ালা’র সাথে চুক্তি করে তার জমিতে গাছ লাগায় শাহজাহানপুর ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বনগাঁও গ্রামের রফিক মিয়া মেম্বারের ছোটভাই আশরাফ উদ্দিন।

    ইতিমধ্যেই কিছু গাছ কাটার উপযুক্ত হলে জমির মালিক থেকে তার অংশের গাছ ইউনিয়ন যুবলীগের সভাপতি শেখ মো:দুলালের বড় ভাই শেখ আবু মিয়া কিনে নেয়।

    বুধবার (১০ নভেম্বর) দুপুর ২ টার দিকে আশরাফ উদ্দিন গাছ কাটতে গেলে খবর পেয়ে শেখ দুলাল গিয়ে বাঁধা দেয়। এতে ক্ষুব্ধ হয়ে আশরাফ উদ্দিন ও তার লোকজন দুলালকে মাথা ও পায়ে কুপিয়ে গুরুতর আহত করে।

    স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করেন। তবে আশরাফ উদ্দিন হামলার কথা অস্বীকার করেছে।

    এ ঘটনার প্রতিবাদে শাহজাহান পুর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে সন্ধ্যায় তেলিয়াপাড়া বাজারে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

    ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন এর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আয়ূব খানের সঞ্চালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন শাহজাহান পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী মজনু, সাংগঠনিক সম্পাদক আপন মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী হুমায়ুন প্রমূখ।

  • কমলনগরে ইউপি নির্বাচনে শেষ মূহুর্তের প্রচারণায় সংঘর্ষ ও বিষ্ফোরণ আহত ২০।

    কমলনগরে ইউপি নির্বাচনে শেষ মূহুর্তের প্রচারণায় সংঘর্ষ ও বিষ্ফোরণ আহত ২০।

    সোহেল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

    সংঘর্ষে ভাঙচুর করা হয়েছে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) ইব্রাহিম বাবুল মোল্লা (চশমা প্রতীক) ও হোসেন হাওলাদার (আনারস প্রতীক) প্রার্থীর নির্বাচনী অফিস। এতে উভয় পক্ষের অন্তত ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন। আহতদের কমলনগর সরকারি হাসপাতাল চিকিৎসা দেওয়া হয়েছে। পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় নির্বাচনী এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

    প্রচারণার শেষ দিন মঙ্গলবার (৯ নভেম্বর) রাত ৮টার দিকে চরকাদিরা ইউনিয়নের ফজু মিয়ার বাজারে এই ঘটনা ঘটে। এর আগে সন্ধ্যা ৬টার দিকে স্থানীয় রব বাজার এলাকায় ৪নং ওয়ার্ডের চশমা প্রতীকের ও আনারস প্রতীক নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়। প্রত্যক্ষদর্শী ও কমলনগর থানা পুলিশ জানায়, প্রচারণার শেষ দিন চশমা প্রতীক ও আনারস প্রতীকের নির্বাচনী অফিসে সভা চলছিল।

    এই সময় আওয়ামীলীগ মনোনীত নৌকার সমর্থকরা স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুর চালায় বলে অভিযোগ করেন প্রার্থীরা। পরে ফজু মিয়ার হাটে স্বতন্ত্র প্রার্থী বাবুল মোল্লা উস্কানিমূলক বক্তব্য দিলে উভয় পক্ষের নৌকা ও চশমা সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে।

    এই সময় দশটির বেশি ককটেল বিষ্ফোরণ ও ত্রিমুখি (নৌকা, চশমা, আনারস) সংঘর্ষের ঘটনা ঘটে। এই সময় উভয়পক্ষের ১০ থেকে ১৫ জন আহত হন। পরে দু’পক্ষের বিক্ষোভে পুরোবাজার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    উল্লেখ্য, আগামী ১১ নভেম্বর (বৃহস্পতিবার) দ্বিতীয় ধাপে লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চরমার্টিন, চর কাদিরা ও চর লরেন্স এবং রামগতি উপজেলার চরগাজী ইউপি নির্বাচনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

    এর মধ্যে চর লরেন্স ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন মাষ্টার বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বাকী তিনটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৪ জন, চারটি ইউনিয়নে সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ১৭১ জন ও সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য পদে ৫২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

    কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মুসলেউদ্দিন বলেন ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

  • ওসমানীনগরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে,নারীসহ আহত ১৫।

    ওসমানীনগরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে,নারীসহ আহত ১৫।

    জিতু আহমদ,ওসমানীনগর(সিলেট)প্রতিনিধিঃ

    সিলেটের ওসমানীনগরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।

    শনিবার (১৬অক্টোবর) ভোর ৬ টায় সিলেট-ঢাকা মহাসড়কে উপজেলার দয়ামীর ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, ঢাকা থেকে সুনামগঞ্জের ছাতক যাওয়ার পথে ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়ন পরিষদের সামনে আসা মাত্র এসকে পরিবহন ঢাকা মেট্রো ব-১৫-৭৮০৫ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।এতে আহত হয়েছেন ১৫জন। তাৎক্ষণিক এলাকার যুবক ও ওসমানীনগর থানার এসআই মলাই মিয়ার নেতৃত্বে থানা পুলিশের সহযোগীতায় আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

    স্থানীয়রা ও আহতরা জানান, চোখে ঘুম নিয়ে চালক বাস চালানোয় এ দুর্ঘটনা ঘটে।

    ওসামনীনগর থানার ওসি শ্যামল বণিক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি ছাতক যাওয়ার উদ্দেশ্য ছিল। বাস চালক চোখে ঘুম নিয়ে বাস চালাচ্ছিলেন। উপজেলার দয়ামীর ইউনিয়নের সামনে আসা মাত্র বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে অন্তত ১৫ যাত্রী আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বাস চালক পালিয়ে গিয়েছে বলে জানান তিনি।

  • চট্রগ্রামের দেউড়ি মোড়ে ত্রিমুখী সংঘর্ষ,আহত-৭।

    চট্রগ্রামের দেউড়ি মোড়ে ত্রিমুখী সংঘর্ষ,আহত-৭।

    আব্দুল করিম চট্রগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম মহানগরীর কাজির দেউড়ি মোড়ে হিউম্যান হলার-টেম্পো-রিক্সার ত্রিমুখী সংঘর্ষে অজ্ঞাত পরিচয়ের ৭ জন ব্যাক্তি আহত হয়েছেন। তবে তাৎক্ষণিক তাদের নামপরিচয় জানা যায় নি। রবিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১টার সময় উল্লেখিত স্থানে এই দুর্ঘটনা ঘটে।

    ঘটনাস্থলে কর্তব্যরত সার্জেন্ট মোঃসোহেল রানা বলেন, ‘সার্কিট হাউসের দিক থেকে একটি টেম্পো বেপরোয়া গতিতে আসছিল। আর বিমান অফিসের দিক থেকে আসছিল হিউম্যান হলারের গাড়ী। এ সময় কাজির দেউড়ি মোড়ে টেম্পোটি হিউম্যান হলারকে ধাক্কা দিলে পাশে অবস্থান করা একটি রিক্সাও উল্টে যায়। এ ঘটনায় ৭ জন আহত হয়।

    কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন জানান, ‘দুপুরে কাজির দেউড়ি মোড়ে একটি টেম্পো নিয়ন্ত্রণ হারিয়ে হিউম্যান হলারকে ধাক্কা দিলে পাশে থাকা একটি রিক্সা উল্টে যায়। এতে ৭ জন আহত হয়েছেন।

    আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় টেম্পো,
    হিউম্যান হলার ও রিক্সা পুলিশ হেফাজতে রয়েছে।

  • লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ জন আহত।

    লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ জন আহত।

    সোহেল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে দুইটি সিএনজি চালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষে নারী ও শিশুসহ ৭ জন আহত হয়েছে।

    মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টার সময় লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কের জেলা কারাগারের পাশে এই ঘটনা ঘটে।

    স্থানীয়রা আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান।

    আহতরা হলেন, সালেহা বেগম (৫০), টিপু (৩৫), মফিজ (৩২), মারিয়া (৮), মো. সোহেল (৩০) ও তার স্ত্রী আফসানা (২০) এবং শিশু কন্যা সুফিয়া (৬)।
    তাদের মধ্যে টিপু ও সোহেল কে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করা হয়েছে।

    প্রত্যক্ষদর্শীরা জানান,লক্ষ্মীপুর-নোয়াখালী সড়কের পূর্বদিক থেকে লক্ষ্মীপুর মুখী একটি চলন্ত সিএনজি অটোরিকশার যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের আরেকটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে যাত্রীসহ দুইটি সিএনজি রাস্তার পাশে পড়ে গিয়ে ধুমড়ে-মুচড়ে যায়। সিএনজিতে থাকা সাত যাত্রী গুরুতর আহত হয়।

    লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন বলেন, আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

  • তাড়াশে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোটরসাইকেলে আহত।

    তাড়াশে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোটরসাইকেলে আহত।

    সিরাজগঞ্জের  তাড়াশে আওয়ামীলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

    ১ আগষ্ট রবিবার সকালে আওয়ামীলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হক তার নিজ মোটরসাইকেল চালিয়ে তাড়াশ বাজার থেকে আসার সময় বারোয়ারী বটতলায় দুর্ঘটনার কবলে পরেন।পরে  তাকে  উদ্ধার করে তাড়াশ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা করার পর উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

    জানা গেছে তার বাম পায়ে প্রচন্ড আঘাত লেগে ভেঙ্গে গেছে। সে বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। তিনি দলীয় নেতা কমর্ীসহ উপজেলার সকল স্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন।

  • গোবিন্দগঞ্জে মদপানে ২ যুবকের মৃত্যু এ ঘটনায় আরোও ৫ যুবক আহত।

    গোবিন্দগঞ্জে মদপানে ২ যুবকের মৃত্যু এ ঘটনায় আরোও ৫ যুবক আহত।

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে মদপানে সোহাগ ও সৈকত নামের ২ যুবকের মৃত্যু হয়েছে।এ ঘটনায় ৫ যুবক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    নিহতরা হলেন তৌফিকুজ্জামান সৈকত(৩০) ও মেহেদী হাসান সোহাগ(৩২)। এদের মধ্যে শুক্রবার (২৩ জুলাই) সকাল ১১ টার সময় বগুড়া একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোহাগের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার রাত ১০ টার সময় চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে সৈকতের মৃত্যু হয়।

    সৈকত চক গোবিন্দগঞ্জ ঝিলপাড়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে ও সোহাগ গোবিন্দগঞ্জ পৌরশহরের চক গোবিন্দ পাঠানপাড়া গ্রামের আলমগীর হোসেন প্রধানের ছেলে।
    বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক(তদন্ত)তাইজুল ইসলাম।তিনি জানান দুই যুবকের মৃত্যুর কারন জানার জন্য পুলিশ তদন্ত করছে। তবে এ পর্যন্ত কোন পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়নি।
    স্থানীয়দের মাধ্যমে জানা গেছে সৈকত ও সোহাগ বৃহস্পতিবার রাতে দু’জন এক সাথে মদপান করেন।মদপানের প্রায় দু’ঘন্টা পর তারা অসুস্থ্য হয়ে পড়েন।

  • সিরাজগঞ্জ তাড়াশে সন্ত্রাসী হামলায় সিএইচসিপি আহত।

    সিরাজগঞ্জ তাড়াশে সন্ত্রাসী হামলায় সিএইচসিপি আহত।

    সিরাজগঞ্জের তাড়াশে কমিউনিটি ক্লিনিকে সন্ত্রাসী হামলায় সরকারী সম্পদ বিনষ্টসহ সিএইচসিপিকে মেরে আহত করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সগুনা ইউনিয়নের সবুজ পাড়া নামক কমিউনিটি ক্লিনিকে।

    ১৩ জুলাই মঙ্গলবার সকালে কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি এনামুল হককে মেরে আহত করায় ১) আব্দুর রউফের ছেলে রুবেল হোসেন, ২)সামাউনের ছেলে মিলন ৩) আতার আলীর ছেলে রাসেল ৪) আব্দুল বারিকের ছেলে হাসিনুরসহ অজ্ঞাত নামে তাড়াশ থানায় সন্ধ্যার পর অভিযোগ দায়ের করা হয়েছে।

    জানা গেছে, কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি এনামুল হক যথা নিয়মে ক্লিনিকে গিয়ে অফিস খুলতেই এই সন্ত্রাসী দল তাকে ঔষধ দেওয়ার জন্য বলে। তিনি তাদের কে বলেন অফিসের কাগজ পত্র গুলি ঠিক করে ঔষধ দিচ্ছি। তখনই সন্ত্রাসী দল তাকে গালি গালাজ করতে থাকে। অবস্থা খারাপ দেখে সে তাড়াতাড়ী করে ঔষধ দিয়ে বিদায় করেন। পরে তিনি অফিসের কাজ সেরে রোগীদের ঔষধ দিতে থাকেন।

    প্রায় ৩০মিনিট পর ওই সন্ত্রাসী দল আবারোও ক্লিনিকে প্রবেশ করে আমাকে ঘিরে ফেলে।তার পর গালি গালাজ করতে থাকে ও আমাকে হুমকি দামকি দিতে থাকে। আমি তাদের বলি সরকারী  অফিসের মধ্যে আপনাদের এটা করা ঠিক হচ্ছে না। এ কথা বলতেই তারা আামকে এলোপাথারী ভাবে মারতে থাকে। রোগীরা আমাকে রক্ষা করে। পরে দেখী অফিসের মধ্যে সরকারী সম্পদ অনেক কিছুই পাওয়া যাচ্ছেনা।

    এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জামাল মিয়া শোভন জানান, তাড়াশে স্বাস্থ্য সেবায় জড়িতদের উপর কেন বার বার সন্ত্রাসী হামলা করছে তা ভেবে দেখা দরকার। সরকারী দফতরে ঢুকে সন্ত্রাসী হামলা করায় আমরা এর শাস্তি দাবি করছি।

    এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ ফজলে আশিক বলেন,অভিযোগটি পেয়েছি।তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।