Tag: আহত
-
ঠাকুরগাঁওয়ে সংবাদ সংগ্রহকালে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ৪ সাংবাদিক।
আগামী ৭ ফেব্রুয়ারী ঠাকুরগাঁও ইউপি নির্বাচনকে কন্দ্রে করে সরকার দলীয় ও সতন্ত্র প্রার্থী সমর্থকদের মধ্যে দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে।এ ঘটনায় তথ্য সংগ্রহ করতে গিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি ও তিন সংবাদকর্মীসহ উভয় পক্ষের কমপক্ষে পনেরজন আহত হয়েছে।পরে পুলিশ প্রশাসনের সহায়তায় আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।আজ শনিবার (২৯ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার সেনুয়া ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।সন্ত্রাসীরা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক, ইত্তেফাক, ইনডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি তানভির হাসান তানু, রাইজিং বিডি ডটকমের জেলা প্রতিনিধি মইনুদ্দিন তালুকদার হিমেল ও নিউজ বাংলা ডটকমের প্রতিনিধি সোহেল রানাকে মারপিট করে গুরুতর আহত করে। এছাড়াও মিলু নামে আরেক সংবাদকর্মী আহত হন। তারা বর্তমানে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে সেনুয়া ইউনিয়নের মন্ডলপাড়ায় সরকার দলীয় নৌকার প্রার্থী নোবেল কুমার সিংহ ও সতন্ত্র প্রার্থী মতিউর রহমানের সমর্থকরা একই সময় প্রচারণা চালায়।এ সময় উভয়ের প্রার্থী সমর্থকরা মুখোমুখি অবস্থায় পরলে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পরে। পরে তাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়।এ সময় তথ্য সংগ্রহের সময় সংবাদকর্মীদের উপড় হামলা চালায় তারা। ছিনিয়ে নেয় ক্যামরা ও মোবাইল। পরবর্তিতে খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার তীব্র নিন্দা জানায় গণমাধ্যমকর্মীরা।এবিষয়ে রাণীশংকৈল প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আকাশ বলেন, সেনুয়া ইউনিয়নে নির্বাচনী সংবাদ সংগ্রহের সময় প্রেসক্লাবের দপ্তর সম্পাদক তানভির হাসান তানুসহ তিন সাংবাদিককে মারপিট করে আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।আজ গণমাধ্যমকর্মীদের কোন নিরাপত্তা নেই। অবিলম্বে দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে অন্যথায় রাজপথে কঠোর আন্দোলন করা হবে বলে জানান তিনি।সদর থানা পরিদর্শক (ওসি) তানভিরুল ইসলাম জানান, সাংবাদিকদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। -
থানায় নিরাপত্তা চেয়ে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তোদের হামলায় আহত ছাত্রলীগ নেতা।
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানায় জীবনের নিরাপত্তা চেয়ে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তোদের হামলায় দুই ছাত্রলীগ নেতা গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারের সমতা সিনেমা হলের সামনে এই হামলার ঘটনা ঘটে। হামলার প্রতিবাদে ছাত্রলীগের নেতাকর্মীরা চন্দ্রগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল করেন।
আহতরা হলেন, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু ও চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জিকু। বাবলু মাথায় এবং জিকুর চোখ ও মাথায় আঘাতপ্রাপ্ত হন। তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের দেখতে জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম আলাউদ্দিন হাসপাতালে যান।
আহতরা আমারজমিনকে জানান,চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চন্দ্রগঞ্জ ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী আইনুল আহমেদ তানভীরের পক্ষে তারা কাজ করেছেন। এজন্য ঘোড়া প্রতীকের প্রার্থী বিজয়ী নুরুল আমিনের লোকজন তাদের হুমকি দিয়ে আসছিলো। ঘটনার সময় পরিকল্পিতভাবে মনির,তাজু, রিয়াজ,নোমান, আজিম ও রনিসহ প্রায় ২০-২৫ জন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়।
স্থানীয়রা জানান, নুরুল আমিন চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। এর আগে ২০২০ সালের ২০ অক্টোবর উপ-নির্বাচনে নৌকা নিয়ে ভোট করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
আহত কাজী মামুনুর রশিদ বাবলু বলেন, নির্বাচনে নৌকার প্রার্থী পরাজিত হওয়ার পর থেকে নুরুল আমিনের ক্যাডাররা আমাদেরকে হুমকি দিয়ে আসছে। বিষয়টি ইউনিয়ন আওয়ামী লীগের নেতারাসহ আমরা শনিবার সন্ধ্যায় চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি অবগত করি এবং জীবনের নিরাপত্তা চাই।থানা থেকে মোটরসাইকেল যোগে বাজারে যাওয়ার পথে ওই সন্ত্রাসীরা আমাদের উপর হামলা করে।
অভিযোগের বিষয়ে নুরুল আমিন বলেন, হামলার ঘটনাটি শুনেছি। কিন্তু ঘটনার সাথে আমি বা আমার লোকজন জড়িত নয়। রাজনৈতিক প্রতিহিংসার কারণে ঘটনার দায় আমার ওপর চাপানো হচ্ছে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক বলেন, থানা থেকে বের হয়ে যাওয়ার পর তারা হামলার শিকার হয়েছে বলে জেনেছি। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক রয়েছে। অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
-
বালিয়াডাঙ্গীর সাংসদ দিদারুল ইসলাম সড়ক দুর্ঘটনায় আহত।
ঠাকুরগাঁও-২ আসন বালিয়াডাঙ্গী উপজেলার জাতীয় সংসদ সদস্য দিদারুল ইসলাম নিজ নির্বাচনি এলাকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। মঙ্গলবার (১১ জানুয়ারি) বিকেল ৪ টার দিকে বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের হরিনমারী এলাকায় এ ঘটনা ঘটে।
সংসদ সদস্য দবিরুল সামান্য চোঁট পেয়ে বর্তমানে বাসায় চিকিৎসা নিচ্ছেন।সাংসদের বড় ছেলে মাজহারুল ইসলাম সুজন এ তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার বিকেল ৪ টার দিকে আমার বাবা (মো. দবিরুল ইসলাম) তার নিজ নির্বাচনী এলাকায় বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের হরিনমারী থেকে পাড়িয়া যাওয়ার পথে তার গাড়িটি দুর্ঘটনার শিকার হয়। কোন বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি।
আল্লাহর রহমতে তিনি এখন ভালো আছেন। সামান্য আহত হয়ে বাসায় চিকিৎসারত আছেন তিনি।
-
মাধবপুরে তেলবাহী ট্রেনে ঢিল ছড়ায় চালক আহত।
হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা স্টেশনের কাছে সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী তেলবাহী ট্রেনে ঢিল ছোঁড়ে ট্রেনের চালক তৌহিদুর রহমান আহত হয়েছেন।বুধবার সন্ধ্যা ৭টা ১০ দিকে এঘটনা ঘটে। মনতলা ষ্টশন মাষ্টার ফরশ আলী শিকদার জানান বুধবার রেল পথ দিয়ে যাওয়ার সময় ষ্টেশনের উত্তর দিকে ৪৪ নং ব্রীজ এলাকায় কে বা কারা পাথর দিয়ে ট্রেনের ইন্জিলে ডিল ছুড়ে।ঢিলটি চালক তৌহিদুর রহমানের কপালে এসে লাগে। এতে চালক আহত হন। পরে মনতলা ষ্টেশনে ট্রেন থামিয়ে আহত ট্রেন চালককে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় ।পরে চালক ট্রেন নিয়ে গন্তব্যে চলে যায় ।শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশের ইনচার্জ এস আই হারুনুর রশিদ জানান,খবর পেয়ে শায়েস্তাগন্জ থেকে রেল পুলিশ ঘটনাস্হলে যায়। বৃহস্পতিবার দুপুরে মনতলা রেলষ্টেশন এলাকায় রেল পুলিশ একটি সচেতনতা মুলক সভা করেছে। এব্যাপারে তদন্ত চলছে। তদন্তকরে ঘটনার সঙ্গে জড়িত কে বের করার চেষ্টা করা হচ্ছে। -
মাধবপুরে মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ৭।
হবিগঞ্জ জেলায় মাধবপুর পৌরসভার ঢাকা-সিলেট মহাসড়কের সুশান সিএনজি পাম্পের পাশে ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে ৭ জন গুরুতর আহত হয়েছে।বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।স্থানীয় প্রত্যক্ষদর্শী ও বাসযাত্রী ময়মনসিংহের মো. সাগর শিকদার সূত্রে জানা যায়,টাংগাইল থেকে ছেড়ে আসা সিলেটগামী শাহপরান পরিবহনের (ঢাকা মেট্রো ব-১৪-৯৫১৭) একটি বাস রাত পৌনে ২টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পৌরসভার ৪নং ওয়ার্ডের সুশান সিএনজি পাম্পের কাছে রাস্তার পশ্চিম পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের (ঝিনাইদহ ট-১১-১০৮৪) পিছনে বেপরোয়া গতিতে ছুটে এসে ধাক্কা দেয়।এতে বাসটি ট্রাকের পিছনে ডুকে গিয়ে দুমড়েমুচড়ে ৭ জন গুরুতর আহত হয়।আহতরা হলেন,টাঙ্গাইল ঘাটাইলের মো. রাসেল (১৮), আফরোজা (১৪),মাহবুবুর রহমান (২৩), আতাউর রহমান(২৫), টাঙ্গাইল মধুপুরের এলজয়েড সোম (২১), ময়মনসিংহ হালুয়াঘাটের আরিফুল ইসলাম (৪০) এবং সিলেট সুনামগঞ্জের মো. রহিম(২৫)।খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের সদস্যরা মো: মোস্তফা কামালের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মাধবপুর সদর হাসপাতালে প্রেরণ করেন। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকাসহ অন্যান্য বিভাগীয় হাসপাতালে রেফার করা হয়। স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে সহায়তা করেন। দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহসড়কে যানজটের সৃষ্টি হয়।মাধবপুর থানার ওসি তদন্ত গোলাম কিবরিয়া ও এসআই মো. হুমায়ুন কবির ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন ও মহাসড়কের যানবাহন চলাচল স্বাভাবিক করেন। দুর্ঘটনার পর বাস ও ট্রাকের চালক পালিয়েছে।এ দিকে মাধবপুর পৌর মেয়র মো. হাবিবুর রহমান মানিক ও থানা পুলিশ অপেক্ষমাণ অন্যান্য যাত্রীদের নিজ গন্তব্যে পৌঁছাতে অন্য যাত্রীবাহী বাসে উঠিয়ে দেন। মাধবপুর থানার এসআই মো. হুমায়ুন কবির জানান,গাড়ি দুটিকে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ জব্দ করেছে এবং আইনিভাবে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন। -
ভূমিদস্যু দুরুল বাহিনীর দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত দুই আদিবাসী।
রাজশাহীর তানোর উপজেলার চিহ্নিত ভূমিদস্যু দুরুল বাহিনীর দেশীয় অস্ত্র রোড হাতুড়ির বেধড়ক মারপিটে মারাত্মক আহত হয়ে আদিবাসী জনগোষ্ঠীর দু জন ব্যক্তি হাসপাতালের বেডে কাতরাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।এঘটনায় দুরলকে প্রধান আসামি করে সোমবার রাতেই থানায় অভিযোগ দেয়া হয়। গত সোমবার বাধাইড় ইউপির উচা ডাঙা নামক দুরুলের বাড়ির সামনে ঘটে ফিল্মি স্টাইলের মারপিটের ঘটনা।এমন মারপিটের খবর ছড়িয়ে পড়া মাত্রই চরম উত্তেজনা দেখা দেয়।কোন রকমে আদিবাসী আহত দুজনকে সন্ধ্যার পরে হাসপাতালে নিয়ে আসতে পারে।ঘটনার তিন থেকে চার ঘন্টা আহত অবস্থায় পড়ে থাকলেও মুন্ডুমালা ফাড়িতে খবর দেওয়া হলেও তারা তেমন গুরুত্ব দেননি বলেও অভিযোগ করেন আদিবাসী পল্লীর জনসাধারণ। আহতরা হলেন বিশু চড়ে(৫০) ও বিপ্লব টুডু(৪২)।
জানা গেছে, জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে গত সোমবার মুন্ডুমালা বাজার থেকে বাজার করে বাড়িতে যাওয়ার সময় বাধাইড় ইউপির উচা ডাঙা দুরুলের বাড়ির সামনে পৌছা মাত্রই দুরুল বাহিনী রোড হাতুড়ি দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে।জখম হওয়া অবস্থায় পড়ে থাকলেও ভয়ে কেউ উদ্ধার করতে আসেনি।পরে সন্ধ্যার আগে পুলিশের সহযোগিতায় উপজেলা হাসপাতালে নিয়ে আসতে পারেন।
সাবেক মেম্বার অনিল সরেন,মালতি হাসদা ও জুয়েলসহ একাধিক ব্যাক্তিরা জানান, সপ্তাহে একবার মুন্ডুমালা হাট হয়।হাটে সপ্তাহের জন্য প্রয়োজনীয় বাজার করা হয়।কিন্তু দুরুল বাহিনী তার বাড়ির সামনে আমাদের কে মারার জন্য রোড হাতুড়ি নিয়ে প্রকাশ্যে বসে থাকে। আমরা তার ভয়ে কাজে যেতে পারিনা।প্রশাসনও আমাদেরকে সহযোগিতা করছেন না।আমরা চরম নিরাপত্তা হীনতায় ভুগছি।
দুরুল জানান,জমির জন্য জীবন দিব নইলে তাদের জীবন নিব বলেও দম্ভক্তি প্রকাশ করেন।
তানোর থানার অফিসার ইনচার্জ ওসি রাকিবুল হাসান জানান অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
-
কমলগঞ্জে দুই চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের সংঘর্ষে এমপি’র পিএস ও গানম্যান গুরুতর আহত।
মৌলভীবাজারের কমলগঞ্জের জাতীয় সাংসদ এম এ শহীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল (০২ জানুয়ারি) রোববার রাতে উপজেলার মুন্সীবাজারে এ ঘটনা ঘটেছে।এই হামলার ঘটনায় সাংসদ শহীদের কিছু না হলেও তাঁর ব্যক্তিগত সহকারী (পিএস), গানম্যানসহ পাঁচজন আহত হয়েছেন। সাংসদের দাবি, রহিমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জুনেল আহমেদ তরফদারের সমর্থকেরা এ হামলা চালিয়েছেন।
এদিকে হামলার ঘটনার পর নৌকার প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। রহিমপুর ইউপিতে সাংসদ শহীদের ভাই ইফতেখার আহমেদ চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। এ ঘটনায় গতকাল রাতেই ইফতেখারের প্রধান নির্বাচনী এজেন্ট ইমতিয়াজ আহমেদ বাদী হয়ে ৩৫ জনকে আসামি করে কমলগঞ্জ থানায় একটি মামলা করেছেন।
ইমতিয়াজ আহমেদের ভাষ্য, গতকাল রাত সাড়ে নয়টার দিকে সাংসদ শহীদ ব্যক্তিগত গাড়ি নিয়ে মুন্সীবাজারে তাঁর ভাই ইফতেখার আহমেদের নির্বাচনী কার্যালয়ে যান। কিন্তু ওই সময় ইফতেখার নির্বাচনী কার্যালয়ে না থাকায় তাঁর ভাই সেখানে বসে অপেক্ষা করছিলেন। এ সময় বিদ্রোহী জুনেল আহমেদের নির্দেশে তাঁর সমর্থকেরা অতর্কিতে সাংসদের ওপর হামলা চালানোর চেষ্টা করেন। এ সময় তাঁর ভাইয়ের পিএস ইমাম হোসেন, গানম্যানসহ পাঁচজন গুরুতর আহত হন।
এ বিষয়ে সাংসদ এম এ শহীদ বলেন, তিনি ব্যক্তিগত সফরে গতকাল সন্ধ্যায় শমশেরনগরে তাঁর এক ছাত্রের বাসায় যান। সেখান থেকে গ্রামের বাড়ি সিদ্ধেশ্বরপুর হয়ে শ্রীমঙ্গল ফেরার পথে ছোট ভাইয়ের সঙ্গে দেখা করতে যান। এ সময় পূর্বপরিকল্পিতভাবে জুনেল আহমেদের নির্দেশনায় এ হামলা চালানো হয়েছে। তিনি নির্বাচনী প্রচারণা কিংবা প্রভাব বিস্তার করতে আসেননি, ব্যক্তিগত কাজে সেখানে গিয়েছিলেন বলে দাবি করেন।
এদিকে হামলার খবর পেয়ে চেয়ারম্যান প্রার্থী ইফতেখার আহমেদসহ সমর্থকেরা ঘটনাস্থলে আসেন। এরপর ইফতেখার ও জুনেল আহমেদের সমর্থকদের মধ্যে কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়া হয়। খবর পেয়ে কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হামলার অভিযোগ অস্বীকার করে জুনেল আহমেদ বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সাংসদ শহীদ প্রভাব বিস্তার করতে চেয়েছিলেন। তিনি হামলার সঙ্গে জড়িত নন। তিনি হামলার নির্দেশও দেননি। স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে এ ঘটনা ঘটিয়েছেন।
পরিদর্শক সোহেল রানা বলেন, মামলায় ৩৫ জনকে আসামি করা হয়েছে। তদন্তের স্বার্থে এ মুহূর্তে কারও নাম প্রকাশ করা যাবে না। এ ঘটনায় তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
-
মোংলায় মাটি কাটা নিয়ে সংঘর্ষে প্রতিপক্ষের আঘাতে নারীসহ আহত-৫।
এম এইচ শান্ত,বাগেরহাট প্রতিনিধিঃ মোংলায় মাটি কাটা নিয়ে সংঘর্ষ প্রতিপক্ষের আঘাতে নারীসহ পাঁচজন আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা গুরতর। তাকে খুলনা মেডিক্যালে পাঠানো হচ্ছে। বুধবার সকালে উপজেলার চিলা ইউনিয়নের কোলাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
হামলায় আহত নিতাই রায় বলেন, আজ সকালে কোলাবাড়ী এলাকায় নদীর চরে মাটি কাটার সময় সুন্দরবনের সাবেক দস্যু বেল্লাল সর্দারের লোক দিনোবন্ধু ও তার ছেলে মিঠুন আমাদেরর ওপর হামলা চালায়। এসময় নিতাই রায়ের বৃদ্ধ বাবা অনিল রায়ের (৭০) মাথায় কোদাল দিয়ে আঘাত করে মিঠুন। এতে ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে ওই বৃদ্ধ। পরে তাকে নিয়ে হাসপাতালে আসার সময় মিঠুন ও তার বাবা দিনোবন্ধু ক্ষিপ্ত হয়ে আবারও হামলা চালায়।
এসময় গুরুতর আহত অনিল রায়ের ছেলে নিতাই রায় (৩৫), শ্যামল রায় (৩০), ছেলে বউ মিনতি রায় (৩৫) ও কনিকা রায় (৩০) আহত হন।
এ ঘটনায় স্থানীয় ইউপি মেম্বার মোঃ ইশারাত ফকির বলেন, হামলার খবর শুনে হাসপাতালে ছুটে আসি। হামলাকারী মিঠুন সুন্দরবনের সাবেক দস্যু বেল্লাল সর্দারের পাওয়ারে এলাকায় ত্রাস করছে। প্রতিদিনই সে এলাকায় গন্ডগোল করছে। তার বিচার দাবি করেন এই মেম্বার।
এব্যাপারে মিঠুনের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলে তিনি রিসিভ করেননি।
মোংলা থানার ওসি মোঃ মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
-
তাড়াশে পারিবারিক দ্বন্দ নিয়ে গৃহবধুকে পিটিয়ে আহত।
তাড়াশ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে পারিবারিক দ্বন্দ নিয়ে ইসমোতারা খাতুন নামের এক গৃহবধুকে পিটিয়ে আহত করেছে তারই দেবর ও তার লোকজন।
শনিবার (২০ নভেম্বর) দুপুরের উপজেলার তাড়াশ সদর ইউনিয়নের সোলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত গৃহবধুর স্বামী আলম হোসেন জানান, তার ভাই শাকিন হোসেন, ভাইয়ের স্ত্রী মন্জুয়ারা খাতুন, শ্যালক চান আলী ও তার দুই ছেলে মনির ও রানা আহমেদ পাবিারিক দ্বন্দ নিয়ে আমার স্ত্রীকে পিটিয়ে আহত করে। এক পর্যায়ে তারা আমার ঘরে থাকা গহনা, নগদ টাকাসহ আসবাবপত্র লুট করে নেয়। পরে প্রতিবেশিরা এগিয়ে এলে তারা পালিয়ে যা্য়।
এ সময় গুরুত্বর আহতবস্থায় আমার স্ত্রী ইসমোতারা কে উদ্ধার করে প্রথমে তাড়াশ ৫০শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। কিন্ত অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে স্থানান্তর করেন।
তাড়াশ ৫০শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. মাজেদুর রহমান নিশ্চিত করে জানান, আহত রোগী ইসমোতারা খাতুনে হাত ভেঙ্গে গিয়েছে ও তার শরীরের শাবলের আঘাত থাকার কারনে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
-
সিলেটের কানাইঘাটে দুর্বৃত্তদের হামলায় কলেজ ছাত্র গুরুতর আহত।
কানাইঘাট প্রতিনিধিঃ সিলেটের কানাইঘাটে দুর্বৃত্তদের হামলায় আশিক উদ্দিন (২৫) নামে এক কলেজছাত্র গুরুতর আহত হয়েছেন। পরে রক্তাক্ত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আশিক উদ্দিন কানাইঘাট সরকারি কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির মঙ্গলপুর গ্রামের মশাহিদ আলীর পুত্র।
জানা যায়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে কানাইঘাট থেকে মোটর সাইকেলযোগে বাড়ি ফেরার পথে লোভাছড়া ঝুলন্ত ব্রিজ সংলগ্ন এলাকায় ৩/৪ জন দুর্বৃত্ত তার মোটর সাইকেলের গতিরোধ করে মোটর সাইকেলের উপরেই তাকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হাত-পা ও মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। একসময় তাকে মৃত ভেবে পাশের একটি ব্রিজের নিচে ফেলে দেয়। তার মৃত্যু নিশ্চিত করার জন্য দুর্বৃত্তরা মোটর সাইকেলটি ব্রিজের নিচে তার উপরে ফেলে দিয়ে পালিয়ে যায়।
ঘটনার পর স্থানীয় লোকজন আশিক উদ্দিনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকগণ তার জখম গুরুতর হওয়ায় সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন।
এ ব্যাপারে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএম জানান, কলেজ শিক্ষার্থী আহত হওয়ার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। জখম গুরুতর হওয়ায় তাকে ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে তদন্তপূর্বক হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।