Tag: আটক

  • মাধবপুরে ৪ সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু” স্বামী আটক ।

    মাধবপুরে ৪ সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু” স্বামী আটক ।

    মাধবপুরে ৪ সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু” স্বামী আটক ।


    হবিগঞ্জের মাধবপুরে কাজী নেভী (৩৫) নামে চার সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্বামীকে আটক করেছে পুলিশ।

    পারিবারিক সুত্রে জানা যায়, যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে শাসরুদ্ধ করে হত্যা পর লাশ ঝুলিয়ে রেখে পালিয়ে যাওয়ার সময় স্বামীকে জনতার সহায়তায় আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। পুলিশ অভিযুক্ত স্বামী বখতিয়ার খানকে (৪৫) সোমবার গ্রেফতার দেখিয়ে হবিগঞ্জ আদালতে প্রেরণ করেছে। বখতিয়ার খান চুনারুঘাট উপজলার হাইতন গ্রামের মৃত আতর আলী খানের ছেলে।

    এ ঘটনায় সোমবার সকালে নিহত চার সন্তানের জননী কাজী নেভী আক্তারের পিতা কাজী ইলিয়াস বাদী হয়ে জামাতা বখতিয়ার খানকে প্রধান আসামী করে একটি মামলা করেছেন।

    কাজী ইলিয়াস খান জানান, প্রায় ১৫ বছর আগে বখতিয়ার খানের সঙ্গে নেভী আক্তারের বিবাহ হয়। বিয়ের পর থেকে স্বামী বখতিয়ার যৌতুকের টাকা চেয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করত। ১ম স্ত্রী কাজী নেভী আক্তারকে রেখে বখতিয়ার একাধিক বিয়ে করে। একাধিক বিয়ে ও যৌতুক নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার এক পর্যায় গত ১৬ জুলাই সকাল মাধবপুর উপজেলার আদিউড়া গ্রামে বাবার বাড়িতে কাজী নেভী আক্তারকে তাড়িয়ে দেয়। দুপুরে বখতিয়ার আদিউড়া এসে স্বামী-স্ত্রীর মধ্যে যৌতুক নিয়ে কথা কাটাকাটির এক পর্যায় কাজী নেভী আক্তারকে একটি আবদ্ধ ঘরে শাসরুদ্ধ করে হত্যা পর লাশ ঝুলিয়ে রেখে পালিয়ে যাওয়ার সময় জনতার সহায়তায় তাকে আটক করা হয়।

    এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযাগে মাধবপুর থানায় একটি মামলা হয়েছে।

  • গোদাগাড়ীতে হেরোইনসহ শীর্ষ দুই মাদক ব্যবসায়ী আটক।

    গোদাগাড়ীতে হেরোইনসহ শীর্ষ দুই মাদক ব্যবসায়ী আটক।

    গোদাগাড়ীতেহেরোইনসহ শীর্ষ দুই মাদক ব্যবসায়ী আটক।


    রাজশাহীর গোদাগাড়ীতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে হেরোইনসহ শীর্ষ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজশাহীর গোয়েন্দা পুলিশের সদস্যরা।

    গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায় ৬ জুলাই বুধবার রাত সোয়া ৬ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাটিকাটা ইউনিয়নের গোপালপুর বাজার মোড়ে আক্তারুজ্জামানের বাসার সামনে পাঁকা সড়কের উপর ডিবি পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ১’শ গ্রাম হেরোইন উদ্ধারসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।

    আটককৃতরা হলেন রাজশাহীর গোদাগাড়ী থানার আমতলা সরমংলা গ্রামের সাইদুর রহমানের ছেলে জিয়া রুল রহমান(৪১) ও চাপাইনবয়াবগঞ্জের চরকোদাল কাটি রুবেল পাড়া গ্রামের রুবেল ইসলামের ছেলে মোতালেব হোসেন(২৪)।

    আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

     

  • হরিপুরে গাড়িসহ দুই শীর্ষ মাদক ব্যবসায়ী আটক।

    হরিপুরে গাড়িসহ দুই শীর্ষ মাদক ব্যবসায়ী আটক।

    হরিপুরে গাড়িসহ দুই মাদক কারবারি আটক


    ঠাকুরগাঁওয়ে হরিপুর উপজেলায় ৯০ বোতল ফেনসিডিল ও মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়িসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুন) ভোর রাতে অভিযান চালিয়ে উপজেলার আমগাঁও ইউনিয়নের কামারপুকুর মোড় থেকে গাড়িসহ দুই মাদক কারবারিকে আটক করে পুলিশ।

    আটকরা হলেন—উপজেলার বনগাঁও কালিতলা গ্রামের মো. নঈমুদ্দিনের ছেলে আটক হওয়া গাড়ির ড্রাইভার মো. জাহেরুল ইসলাম (২৮) ও একই উপজেলার বনগাঁও হাবুপাড়া গ্রামের মো. সিরাজুল ইসলামের ছেলে আটক হওয়া গাড়ির হেলপার মো. রবিউল ইসলাম (২৭)।

    হরিপুর থানা পরিদর্শক (ওসি) তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে বৃহস্পতিবার ভোররাতে উপজেলার আমগাঁও ইউনিয়নের অন্তর্গত কামারপুকুর মোড় হইতে মিলনবাজার গামী পাঁকা রাস্তায় দুইজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

    এসময় ৯০ বোতল ফেনসিডিল ও মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি, নগদ ৫ হাজার ১০০ টাকা ও দুইটি মোবাইল ফোনসহ তাদের আটক করা হয় ।

    তিনি আরও জানান, মাদক আইনে হরিপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করে আসামিদেরকে আদালতে সোর্পদ করে জেলা কারাগার পাঠানো হয়েছে।

  • রামপালে জাল টাকা সহ মিরাজকে আটক করেছে ইউপি চেয়ারম্যান।

    রামপালে জাল টাকা সহ মিরাজকে আটক করেছে ইউপি চেয়ারম্যান।

    রামপালে জাল টাকা সহ মিরাজকে আটক করেছে ইউপি চেয়ারম্যান।


    বাগেরহাটের রামপালে মিরাজ (৪০) নামে এক ব্যক্তিকে জাল টাকা সহ আটক করেছে বাইনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ ফকির।

    সে উপজেলার বাইনতলা ইউনিয়নের দূর্গাপুর গ্রামের আফজালের পুত্র।

    ১১ জুন শনিবার রাত ৮.৩০ টায় উপজেলার চাকশ্রী বাজার এলাকা থেকে বাইনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাইনতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল্লাহ ফকির তাঁকে জাল টাকা সহ হাতেনাতে আটক করে।

    ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ ফকির সাংবাদিকদের জানান যে, সন্ধার পর পর কোন এক ব্যক্তি জাল টাকা বিনিময় করার জন্য বাজারে আসবে বলে তিনি গোপন ভাবে জানতে পারেন। সে গোপন তথ্য অনুযায়ী তিনি সন্ধ্যার পরে চাকশ্রী বাজারে অবস্থান করেন।

    তথ্য অনুযায়ী মিরাজ রাত ৮.০০ টার দিকে বাজারে আসেন এবং জাল টাকাগুলো বিনিময়ের চেষ্টা করেন। সে সময় ইউপি চেয়ারম্যান তাঁকে হাতেনাতে আটক করে এবং মিরাজের কাছ থেকে ৩০ খানা ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।

    জানা গেছে যে, তাঁকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রামপাল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • বাঁশখালীর ৩২ জেলে, ভারতে আটক, সাড়ে ৩ মাসেও মুক্তি মেলেনি।

    বাঁশখালীর ৩২ জেলে, ভারতে আটক, সাড়ে ৩ মাসেও মুক্তি মেলেনি।

    বাঁশখালীর ৩২ জেলে, ভারতে আটক, সাড়ে ৩ মাসেও মুক্তি মেলেনি।


    জীবন-জীবিকার তাগিদে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে সাড়ে তিন মাসেও বাড়ি ফেরেননি চট্টগ্রাম (১৬) বাঁশখালী উপজেলার আওতাধীন শিলকূপ ইউনিয়নের ৩২ জন জেলে। এ নিয়ে শিলকূপের জেলে পল্লীতে উদ্বেগের শেষ নেই। গত ১৩ ফেব্রুয়ারি বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বাঁশখালী উপজেলার ৩২ জেলে ভারতীয় কোস্ট গার্ডের হাতে আটক হয়েছেন। ফেরার অপেক্ষায় প্রতীক্ষার প্রহর গুনছে পরিবারগুলো। তাদের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি সাড়ে তিন মাসেও না ফেরায় চরম অর্থাভাবে কষ্টে দিন কাটছে স্বজনদের।

    তবে নিখোঁজ জেলেরা সাগরে ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক হয়ে দেশটির কারাগারে বন্দি আছেন বলে চট্টগ্রাম জেলা প্রতিনিধিকে জানিয়েছেন ট্রলার মালিক নুরুল আবছার।

    ভারতের কারাগারে আটককৃত জেলেরা হলেন শিলকূপ ইউনিয়নের মনকিচর গ্রামের ওমর মিয়ার ছেলে শাহ আলম, ওমর কাজীর ছেলে ছাবের, আলী আকবরের ছেলে সৈয়দুল আলম, ওমর কাজীর ছেলে হাবিবুর রহমান, মোস্ত্মফা আলীর ছেলে কামাল হোসেন, হাবিব উল্লাহর ছেলে জিয়াউর রহমান, কামাল উদ্দীনের ছেলে দিদারুল আলম ও জয়নাল আবেদিন, মুহাম্মদ আলীর ছেলে নুর হোসেন ও আজগর হোসেন, সিকান্দার আলীর ছেলে আলী আহমদ, মোস্ত্মফা আলীর ছেলে জাফর আহমদ, মো. ইউসুফের ছেলে আকতার হোসেন, হানিফের ছেলে কবির হোসেন, হাসান আলীর ছেলে আবুল হোসেন, আহছান আলীর ছেলে নুরুল ইসলাম, ওমর কাজীর ছেলে জয়নাল উদ্দীন, আবুল কাশেমের ছেলে মাহমুদুল ইসলাম, আবুল কাশেমের ছেলে ওবাইদুল হক, আলী আহমদের ছেলে মো. আবদুল্লাহ, হারুনুর রশিদের ছেলে শামসুল আলম, নবী হোসেনের ছেলে সাদ্দাম হোসেন, শাহ আলমের ছেলে মো. ফারুক, আবদুল আজিজের ছেলে মো. জোনাইদ, লাল মিয়ার ছেলে আবদুল আজিজ, নুরুচ্ছফার ছেলে আহমদ নুর, সৈয়দ নুরের ছেলে আরিফ উল্লাহ, আবদুস সালামের ছেলে হোসেন আহমদ, মোস্ত্মফা আলীর ছেলে নুরুল আলম, নজির আহমদের ছেলে জসীম উদ্দীন এবং আমির আমজার ছেলে মো. ইয়াছিন।

    ভারতের কারাগারে থাকা জেলে মুহাম্মদ ইয়াছিনের পিতা আমির হামজা বলেন, ্তুআমরা খুব আর্থিক কষ্টের মধ্যে আছি। আমার ছেলের উপার্জনে আমাদের পুরো পরিবার চলতো। উপজেলা প্রশাসনের কাছ থেকে আমরা কিছু খাদ্যসামগ্রী পেয়েছিলাম। এগুলো দিয়ে কয়েকদিন চলেছিল। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ২ থেকে ৩ বার খাদ্য সহায়তা পেয়েছি। এখন চরম আর্থিক সংকটের মধ্যে আছি।

    ফিশিং বোট মালিক নুরুল আবছার চট্টগ্রাম জেলা প্রতিনিধিকে বলেন, ্তুগত ৮ ফেব্রুয়ারি তারা সাগরে যায়। এর মধ্যে ১৩ ফেব্রুয়ারি সাগরে ঘন কুয়াশায় পথ হারিয়ে ভারতীয় জলসীমায় ঢুকে পড়ে। তখন ট্রলারসহ তাদের আটক করে ভারতীয় কোস্টগার্ড। নানা মাধ্যমে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত হই। এ বিষয়ে বাঁশখালী থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। ৩২ জেলে বর্তমানে ভারতের দক্ষিণ চব্বিশ পরগনার ফ্রেজারগঞ্জ নামখানা কারাগারে বন্দি আছেন বলে শুনেছি। তাদের মুক্তির জন্য আমি কাজ করে যাচ্ছি।’

    শিলকূপ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মহসিন চট্টগ্রাম জেলা প্রতিনিধিকে বলেন, ্তুবাঁশখালীর ৩২ জেলে সাগরে মাছ ধরতে গিয়ে সাড়ে তিন মাস ধরে ভারতের কারাগারে বন্দি আছেন। তাদের একমাত্র পেশা মাছ ধরা। তাদের আর্থিক অবস্থা অত্যন্ত্ম খারাপ। যারা আটক হয়েছেন তাদের মধ্যে অনেকেই আছেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।

    তিনি জেলেদের মুক্তির জন্য বাংলাদেশ সরকারের স্বরাষট্রমনত্রণালয়ের সারবিক সহযোগিতা কামনা করেন।
    শিলকূপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মু. নাজিম উদ্দিন চট্টগ্রাম জেলা প্রতিনিধিকে বলেন, ্তুভারতে আটক জেলেদের ছাড়িয়ে আনার চেষ্টা চলছে। ভারতের আদালতে মামলা চলছে। মামলা পরিচালনার সব অর্থ ট্রলার মালিক বহন করছে। ভারতীয় দূতাবাসেও জেলেদের মুক্তির বিষয়ে সহায়তা চেয়ে আবেদন জানানো হয়েছে। বাংলাদেশ থেকে আমাদের একজন প্রতিনিধি আবুল বাশার ভারতীয় আদালতে আটক জেলেদের মুক্তির জন্য সারবক্ষণিক কাজ করে যাচ্ছে। আশা করছি শিগগিরই জামিনে মুক্তি পেয়ে দেশে ফিরতে পারবেন জেলেরা।্থ

    বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ কামাল উদ্দিন বলেন, ্তুবাঁশখালীর ৩২ জেলে সাগরে মাছ ধরতে গিয়ে ভুলবশত ভারতে জলসীমায় ঢুকে যায়। এরপর তাদেরকে সে দেশের কোস্টগার্ড আটক করে নিয়ে যায়। এমন তথ্য দিয়ে ট্রলার মালিক নুরুল আবছার থানায় একটি জিডি করেছিলেন। এ জিডি মূলে তারা উপজেলা নিরবাহী কর্মকর্তাসহ বিভিন্ন স্থানে যোগাযোগ করেছিল বলে শুনেছি। তবে বর্তমান কী অবস্থা তা আমার জানা নেই।

    উপজেলা নিরবাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী বলেন, ্তুঘটনার পর পরই স্থানীয় চেয়ারম্যানের সহায়তায় ভারতে আটক ৩২ জেলেদের তালিকা করা হয়েছিল। তালিকাটি জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আটক জেলেদের পরিবারে খাদ্য সহায়তা দেওয়া হয়েছিল। খুব শিগগির তাদের ফিরিয়ে আনতে কাজ চলছে বলে জানান তিনি।’

    জেলেদের মুক্তির জন্য বাংলাদেশ থেকে প্রতিনিধি হয়ে ভারতীয় আদালতে কাজ করেন আবুল বাশার। ভারত থেকে তিনি মুঠোফোনে চট্টগ্রাম জেলা প্রতিনিধিকে বলেন, ‘চলতি মাসের ৩১ তারিখ পর্যন্ত্ম ভারতের আদালত ছুটিজনিত কারণে ১০দিন বন্ধ আছে। বন্দী জেলেদের মুক্তির জন্য ভারতীয় আদালতে আবেদন জানিয়েছি। কোর্ট খোলার পর বন্দী জেলেদের মুক্তির বিষয়টি জানতে পারবো। এখন পর্যন্ত্ম রায় না পাওয়ায় কিছুই বলা যাচ্ছে না।

     

  • বালিয়াডাঙ্গীতে মরা ছাগল জবাই করে গরুর রক্ত মাখিয়ে বিক্রির অপরাধে কসাই আটক।

    বালিয়াডাঙ্গীতে মরা ছাগল জবাই করে গরুর রক্ত মাখিয়ে বিক্রির অপরাধে কসাই আটক।

    বালিয়াডাঙ্গীতে মরা ছাগল জবাই করে গরুর রক্ত মাখিয়ে বিক্রির অপরাধে কসাই আটক

    মরা মুরগির মাংস বিক্রির অভিযোগের ঘটনার ১০ দিন পরই ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে এবার মরা ছাগল জবাই করে মাংস বিক্রির অভিযোগে নজরুল ইসলাম (৪৯) ওরফে ইদু নামে এক কসাইকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

    আজ শুক্রবার সকাল সাড়ে১০টায় উপজেলা পরিষদ চত্বরের ভেতরেই মরা ছাগল জবাই করে গেটের সামনে বিক্রির চেষ্টা করছিলেন বলে জানা গেছে। স্থানীয়রা দেখে ফেলে হাতে নাতে আটক করে কসাইকে উত্তম-মাধ্যম দেয়।
    আটক কসাই উপজেলার বড়বাড়ি ইউনিয়নের ধনিবস্তী মহাজনহাট গ্রামের শরিফ উদ্দীনের ছেলে।
    বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাব ইন্সপেক্টর আব্দুল গফুর বলেন, শুক্রবার ‘সকালে উপজেলা পরিষদের ভেতরে মরা ছাগল জবাই করার পর ওই ছাগলের গায়ে গরুর রক্ত মেখে মাংস বিক্রির সময় স্থানীয়রা দেখে ফেলে।
    পরে মরা ছাগল ও কসাইকে আটক করে আমিসহ উপস্থিত লোকজন বালিয়াডাঙ্গী থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে কসাইকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়।
    ছাগলটিকে মাটিতে পুতে ফেলা হয়েছে এবং ইউএনও স্যারকে মুঠোফোনে অবগত করার পর তিনি ছুটিতে থাকার কারণে আগামী রবিবার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।’
    এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানা পরিদর্শক (ওসি) খায়রুল আনাম ডন বলেন, কসাই নজরুল ইসলামকে আটক করে থানায় আনা হয়েছে। ইউএনওর সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানান তিনি।
    প্রসঙ্গত, গত মঙ্গলবার (১০ মে) মরা মুরগির মাংস রান্না করে বিক্রির দায়ে আলআমিন হোটেল মালিক সেলিম উদ্দীনকে ৫ হাজার টাকা ও মাংস বিক্রেতা আব্দুলকে ১০ হাজার অর্থদণ্ড করা হয়। আজ ওই হোটেলের সামনে থেকেই মরা ছাগলের মাংস বিক্রির অভিযোগে কসাইকে আটক করা হয়েছে।
    এলাকাবাসী বলছে, এসব অসাধু ব্যবসায়ীদের কঠোর শাস্তির আওতায় না আনার কারণে এসব অপরাধ করতে সাহস পাচ্ছে। সেই সঙ্গে জীবিত ও সতেজ গরু, ছাগল জবাই করে মাংস বিক্রির লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দাবি জানিয়েছেন স্থানীয়রা।
  • তাড়াশে ৩ চোর আটক করে জেল হাজতে প্রেরন।

    তাড়াশে ৩ চোর আটক করে জেল হাজতে প্রেরন।

    তাড়াশে ৩ চোর আটক করে জেল হাজতে প্রেরন


    সিরাজগঞ্জের তাড়াশে চোরাই মালামালসহ ৩জন চোর আটক করা হয়েছে। ১২ মে বৃহস্পতিবার তাড়াশ থানা পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে মালামালসহ ওই ৩ চোরকে আটক করে। সিরাজগঞ্জ পুলিশ সুপার হাসিবুল আলম, বিপিএম ও সহকারী পুলিশ সুপার উল্লাপাড়া সার্কেল মাহফুজ হোসেন এর নির্দেশনায় এবং থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলামের তত্বাবধানে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) নূরে আলম’র পরামর্শে এস আই দেবব্রত কুমার বিশ্বাস তার সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বারুহাস ইউনিয়নের বড় পোওতা ও বস্তুল এলাকা থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসে।

    আটককৃতরা হলেন উপজেলার বারুহাস ইউনিয়নের বড় পোওতা গ্রামের ১। শহিদুল ইসলামের ছেলে মোঃ কাওসার আহমেদ(২২) ২। সামছুল আলমের ছেলে মোঃ ইব্রাহীম (৫২) ও ৩। বস্তুল গ্রামের মৃত আহম্মদ মোল্লার ছেলে মোঃ আনোয়ার মোল্লা।

    এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফোর্স দিয়ে তাদের আটক করে থানায় নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

  • লক্ষ্মীপুর ভ্রাম্যমাণ আদালতের সড়কে ১৩৮জন তরুণকে আটক, ৯জন জরিমানা।

    লক্ষ্মীপুর ভ্রাম্যমাণ আদালতের সড়কে ১৩৮জন তরুণকে আটক, ৯জন জরিমানা।

    লক্ষ্মীপুর ভ্রাম্যমাণ আদালতের সড়কে ১৩৮জন তরুণকে আটক, ৯জন জরিমানা


    লক্ষ্মীপুর কমলনগর উপজেলার উচ্চশব্দে গান বাজিয়ে ঈদ আনন্দে মেতে উঠা ৯নয় পিকআপ ভ্যানভর্তি তরুণদের আটক করা হয়েছে। এই সময় সড়ক পরিবহন আইন অমান্য করায় পিকআপ চালকদের ২১ হাজার ৫০০/ টাকা জরিমানা করা হয়েছে। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মৌখিকভাবে সতর্ক করে পিকআপে থাকা ১৩৮ জন তরুণকে ছেড়ে দেওয়া হয়।

    বুধবার (৪ মে) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
    এর আগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পুদম পুষ্প চাকমা ওই চালকদের জরিমানা করেন।

    উপজেলা প্রশাসন সূত্র জানায়, ঈদ উপলক্ষে পিকআপ ভ্যানে সাউন্ড বক্সে উচ্চশব্দে গান বাজিয়ে একদল তরুণ আনন্দে মেতে উঠে। এটি সড়ক পরিবহন আইনে দণ্ডনীয় অপরাধ। দিনব্যাপী উপজেলার রামগতি-লক্ষ্মীপুর সড়কের বিভিন্ন এলাকা থেকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে পিকআপ ও তরুণদের আটক করা হয়। পিকআপগুলো উপজেলার মতিরহাট ও রামগতি উপজেলার আলেকজান্ডার বেড়িবাঁধের উদ্দেশ্যে যাচ্ছিল। পরে পিকআপের ৯ চালকের কাছ থেকে ২১ হাজার ৫০০/ টাকা জরিমানা আদায় করা হয়।

    কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, সড়ক আইন অমান্য করায় চালকদের জরিমানা করা হয়েছে। আমাদের অভিযান চলমান থাকবে।

  • বাবার কাছে শেখা নেশার জন্য চুরি করতে গিয়ে যুবক আটক

    বাবার কাছে শেখা নেশার জন্য চুরি করতে গিয়ে যুবক আটক

    বাবার কাছে শেখা নেশার জন্য চুরি করতে গিয়ে যুবক আটক।

    রাজশাহীর বাঘায় বাবার কাছে থেকে শেখা নেশার জন্য অর্থ জোগাড় করতে চুরির ঘটনায় রাকিবুল ইসলাম নামের এক যুবককে আটক করা হয়েছে।মঙ্গলবার(৫এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার জোতকাদিরপুর গ্রামে এক স্কুল শিক্ষকের বাড়িতে চুরি করতে গিয়ে  আটক হয় তিনি।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পাকুড়িয়া গ্রামের আবদুস সালামের ছেলে রাকিবুল ইসলাম। বাবার মাদক সেবন করতেন দেখে ছেলে রাকিবুল ইসলাম দীর্ঘদিন থেকে নানা রকম মাদক সেবন শুরু করে। বর্তমানে হেরোইন সেবন করেন তিনি। পরিবারের লোকজন তাঁকে বুঝিয়ে কোনমতে মাদকসেবন থেকে বিরত রাখতে পারেনি। সুযোগ পেলে বাড়ির থালা বাসন চুরি করে নিয়ে যায়। বাড়িতে কোন কিছু চুরি করার সুযোগ না পেয়ে জোতকাদিরপুর গ্রামের স্কুল শিক্ষক এসকান্দার আলীর বাড়িতে চুরি করতে যায়। এ সময় হাতে নাতে আটক করে পুলিশের হাতে তুলে দেয়া হয় তাঁকে।
    এ বিষয়ে রাকিবুলের বাবা আবদুস সালাম বলেন, আমি নেশা করি। তবে নিয়ন্ত্রণের মধ্যে থেকে। কিন্তু আমার নেশা করা দেখে আমার ছেলে কঠিনভাবে নেশাগ্রস্থ হয়ে পড়েছে বুঝতে পারেনি। তবে আগেও পারিবারিকভাবে তাঁকে বুঝিয়ে ভাল করতে পারিনি।
    উপজেলার পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড মেম্বার আমিরুল ইসলাম বলেন, পাকুড়িয়া সম্পূর্ণটায় ভারতীয় সীমান্তবর্তী এলাকা। উপজেলার মধ্যে পাকুড়িয়া ইউনিয়নের বেশিরভাগ এলাকায় নেশার অভয়াশ্রম হিসেবে পরিচিত। এই এলাকার উঠতি বয়সের যুবকরা নেশার সাথে বেশি সম্পৃক্ত হয়ে পড়েছেন।
    বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, বাবার কাছ থেকে নেশা করা শিখেছে বলে জানান ছেলে রাকিবুল। বর্তমানে নেশা ছাড়া থাকতে পারেনা। এ কারণে নিরুপায় হয়ে চুরি করতে গিয়ে আটক হয়েছে। তাঁর নামে একটি চুরির মামলা হয়েছে। গতকাল সকালে তাঁকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
  • বেলকুচিতে চোরাই মোবাইলসহ,দুই মহিলা চোর আটক।

    বেলকুচিতে চোরাই মোবাইলসহ,দুই মহিলা চোর আটক।

    বেলকুচিতে চোরাই মোবাইলসহ,দুই মহিলা চোর আটক।


    সিরাজগঞ্জ বেলকুচিতে চারটি ভ্যানেটি ব্যাগ ও ৪ টি চোরাই মোবাইলসহ মহিলা চোর সিন্ডিকেটের দুই সদস্যকে আটক করেছে থানা পুলিশ। বুধবার বিকালে উপজেলার মুকুন্দগাঁতী বাজারে অভিযান পরিচালনা করে  তাদের আটক করা হয়।এসময় তাদের নিকট থেকে ভ্যানেটি ব্যাগ ও মোবাইল উদ্ধার করা হয়। আটকরা হলেন, উল্লাপাড়া থানার শ্যামলীপাড়া পশ্চিমপাড়া এলাকার সাচ্চু মন্ডলের স্ত্রী শিরিনা বেগম (২৭) ও একই এলাকার মোমিন প্রমানিকের মেয়ে সোনিয়া বেগম (২২)। এ সময় তাদের সাথে থাকা চোর সিন্ডিকেটের অপর মহিলা সদস্য সীমান্ত কৌশলে পালিয়ে যায়।

    বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা জানান, উপজেলার মুকুন্দগাঁতী বাজার থেকে চোরাই চারটি ভ্যানেটি ব্যাগ ও চারটি মোবাইলসহ মহিলা চোর সিন্ডিকেটের দুইজন সদস্যকে আটক করেছি। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।