Tag: আটক
-
রামপালে গাঁজাসহ দুই ব্যক্তি আটক।
বাগেরহাটের রামপালে থানা পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ শিমুল শেখ (৩৫) ও মোহাইমিনুল ইসলাম শোভন ওরফে ময়না (২০) নামের দুইজনকে আটক করেছে। ২৭ মে শনিবার সন্ধ্যা ৭টায় ও রাত ১১ টায় রামপাল থানা পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃত শিমুল শেখ উপজেলার উজলকুড় ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের কওসর শেখ’র পুত্র ও অপরজন মোহাইমিনুল ইসলাম শোভন রামপাল সদর ইউনিয়নের চিত্রা গ্রামের আমিনুল ইসলাম’র পুত্র। এসময় তাদের কাছ থেকে ৯২ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আশরাফুল আলম এ প্রতিবেদককে জানান, এসআই শ্রীবাস কুন্ডু ও এসআই দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ পৃথক অভিযান চালিয়ে আসামীদের গাঁজাসহ আটক করে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে এবং বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। মাদক নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত থাকবে। -
রাণীশংকৈলে দুই ভুয়া ডিবি পুলিশ আটক।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ডিবি পুলিশের পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (২৪ মে) দুপুরে তাদের আটক করা হয়।রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক দুই প্রতারক মুন্না হাসান ও ও নুর মোহাম্মদ নিজেদের গোয়েন্দা পুলিশের পরিচয় দিয়ে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের সুন্দরপুর এলাকায় আদিবাসী আমিন মার্ডিকে মাদকবিক্রেতা বলে তাদের ভয় দেখায়। পরে ওই ব্যক্তির কাছ থেকে টাকা নেন তারা। এই সময় তাদের আচরণে এলাকাবাসীর সন্দেহ হলে তারা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুয়া ডিবি পুলিশের পরিচয় দানকারী দুই যুবককে গ্রেপ্তার করে।গ্রেপ্তারকৃতরা হলেন, দিনাজপুর জেলার ফুলবাড়ী এলাকার ইউসুফ খলিফার ছেলে মুন্না হাসান (৩৬) ও একই এলাকার আব্দুল মান্নানের ছেলে নুর মোহাম্মদ (৩৭)।আদিবাসী আমিন মার্ডি জানান, ডিবি পরিচয়ে তারা দুজন আমার বাড়িতে তল্লাশি চালায়। এসময়ে তারা পরিবারের লোকজনকে অবৈধ বাংলা মদের মামলা দিয়ে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেন এবং মামলা না দিলে টাকা দিতে হবে বলে তারা ১৮ হাজার টাকা নেন ।পরে তাদের কথাবার্তা সন্দেহ হলে থানা পুলিশকে অবগত করে স্থানীয়রা।রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ভুয়া ডিবি পুলিশ পরিচয় দেয়ার কথা স্বীকার করেছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। -
রামপালে সুদের টাকার চাপ সইতে না পেরে আত্মহত্যা- আটক-১।
বাগেরহাটের রামপালে সুদের টাকার চাপ সইতে না পেরে রাজকুমার বিশ্বাস (৬০) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছে। ১৯ মে শুক্রবার ভোর ৫.২০ মিনিটে আত্মহত্যা করে। সে উপজেলার গৌরম্ভা ইউনিয়নের জিতেন কুমার বিশ্বাসের পুত্র।এ ঘটনায় ১৯ মে রামপাল থানায় একই গ্রামেরমৃত হারান চন্দ্র রায়’র পুত্র তুহিন রায় এবং মৃত অজিত অধিকারী’র পুত্র মিলন অধিকারী(৪৫) কে আসামী করে রামপাল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।রামপাল থানার ওসি(তদন্ত) রাধেশ্যাম সরকারের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে খুলনার লবণচরা এলাকা থেকে তুহিন রায়কে আটক করেছে।রামপাল থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা গেছে যে, রাজকুমার বিশ্বাস বিভিন্ন সময়ে তুহিন রায়ের নিকট থেকে প্রতি লাখে ৬ হাজার টাকা সুদে ৭ লক্ষ টাকা ধার করেন। এ বাবদ সে তুহিন রায়কে সুদ বাবদ ৩ লক্ষ ৬৩ হাজার টাকা পরিশোধ করে।অন্য দিকে ২নং আসামী মিলনের নিকট থেকে প্রতি লাখে ৬ হাজার টাকা সুদে ৪ লক্ষ ৫০ হাজার টাকা ধার নেন এবং সুদ বাবদ ২ লক্ষ ৮০ হাজার টাকা পরিশোধ করেন।সুদ বাবদ ৬ লক্ষ ৪৩ হাজার টাকা দেওয়ার পরেও ১ ও ২ নং আসামী মূল টাকা প্রদানের জন্য রাজ কুমারকে চাপ প্রয়োগ করে।এ নিয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ মূল টাকা হতে প্রদানকৃত সুদ বাবদ পরিশোধকৃত টাকা বাদ দিয়ে বাকী টাকা পরিশোধের জন্য বললেও আসামীগণ মোবাইল ফোনে ও প্রকাশ্যে চাপ দিতে থাকে।এক পর্যায়ে রাজকুমারকে ১৮ মে গৌরম্ভা বাজারের কাছে মাছের চান্দির সামনে আসামীগন টাকার জন্য গালিগালাজ করে ও টাকা পরিশোধের জন্য চাপ দেয়।এতে রাজকুমার মানসিকভাবে ভেঙে পড়ে কাঠাল গাছের সাথে সাদা লায়লনের ফিতা গলায় দিয়ে আত্মহত্যা করে।আত্মহত্যার পূর্বে রাজকুমার তার পরিহিত জামার পকেটে একটি চিরকুট লিখে রাখেন।যাতে লেখা ছিল, তুহিন+মিলন আমাকে বাঁচতে দিলনা। তুহিন আমাকে অনেক গালিগালাজ করে তাই আমি এ পথ বেঁছে নিয়েছি।এ বিষয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস, এম, আশরাফুল আলম এক প্রেস ব্রিফিংয়ে জানান যে, এ ঘটনায় মামলা হয়েছে এবং একজনকে আটক করা হয়েছে। বাকীদের আটকের চেষ্টা চলছে। -
কানাইঘাটে ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী আটক।
সিলেটের কানাইঘাট থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী করিম উদ্দিন(২৩)কে একটি অটোরিক্সা সিএনজি গাড়ী সহ ১৯২ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদ সহ গ্রেফতার করতেসক্ষম হয়েছে পুলিশ।
কানাইঘাট থানার প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গতকাল শুক্রবার বিকাল অনুমান সাড়ে ৩টার দিকে উপজেলার দিঘীরপাড় পূর্ব ইউনিয়নের দর্পনগর পূর্ব গ্রামের মনাই মিয়া শাহ মাজারের পাশ থেকে ভারত থেকে অবৈধ ভাবে নিয়ে আসা ১৯২ বোতল অফিসার্স চয়েস মদ সহ স্থানীয় নারায়নপুর গ্রামের মৃত শামীম আহমদের ছেলে কুখ্যাত মাদক ব্যবসায়ী করিম উদ্দিনকে গ্রেফতার করে থানা পুলিশ। থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ জানিয়েছেন গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী করিম উদ্দিন সিএনজি গাড়ী নিয়ে জব্দকৃত মাদক বিক্রির উদ্দেশ্যে জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজার এলাকায় নিয়ে যাওয়ার সময় তাহাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। ধৃত করিম উদ্দিনের বিরুদ্ধে কানাইঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
সিলেট জেলার বিজ্ঞ পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন স্যারের দিক নির্দেশনায় নিয়মিত ভাবে থানা পুলিশ অপরাধ দমন, ওয়ারেন্ট, পলাতক আসামীদের গ্রেফতার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রনে কাজ করে যাচ্ছে বলে থানার ওসি গোলাম দস্তগীর আহমেদ জানিয়েছেন।
-
ডিবি পুলিশের অভিযানে ভেজাল গুড় ব্যবসায়ী আটক।
রাজশাহীর বাঘায় এক ভেজাল গুড়ের কারখানায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে জমির উদ্দিন (৬৫) নামের এক ব্যাবসায়ী কে আটক করেছে।এ সময় ভেজাল গুড় ও গুড় তৈরীর উপকরণসহ তাকে আটক করা হয়। মঙ্গলবার (২ মে) উপজেলার আড়ানী পৌরসভার দিয়ার পাড়া গ্রামে অভিযান চালায় রাজশাহী জেলা ডিবি। আটককৃত জমির উদ্দিন দিয়াড়পাড়া গ্রামের মৃত মোল্লার ছেলে।ডিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে রাজশাহী পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) মহোদয়ের দিক নির্দেশনায় ওসি ডিবি আব্দুল হাই, পিপিএম এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিঃ) আতিকুর রেজা সরকার ও এসআই (নিঃ) ইনামুল ইসলাম সহ সঙ্গীয় অফিসার-ফোর্স এর সহায়তায় মঙ্গলবার আড়ানী পৌরসভার ৭নং ওয়ার্ডের দিয়ারপাড়া গ্রামস্থ জমির উদ্দিন এর বসত বাড়ীতে এবং পলাতক আসামীর কারখানায় ভেজাল আখের গুড় ও চিনি, চুন, হাইড্রোজ, ফিটকিরি, ডালডা ও বিভিন্ন উপাদান এবং গুড় তৈরিতে ব্যবহৃত বিভিন্ন মালামাল সামগ্রীসহ আটক করা হয়।এ সংক্রান্ত বিষয়ে আটক, পলাতক ও অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে বাঘা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। বর্তমানে মামলাটি তদন্তাধীন। -
হরিপুরে পুলিশের উপর হামলা, আটক-৭।
ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে এবং এঘটনায় পুলিশ ৭জনকে আটক করেছে।বুধবার (১২ এপ্রিল) বিকালে উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের দিলগাঁও গ্ৰামে এস আই রাশেদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মাদক মামলার এজাহার নামীয় আসামি মাইনুদ্দিন ওরফে ছোটন (২৯) কে তার বাড়ি থেকে আটক করার সময় সে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে চেচামেচি করে স্থানীয়দের তাকে উদ্ধার করার জন্যে ডাকহাক দিলে এজাহার নামীয় ২৫ জন আসামিসহ আরও ৩০/৪০ স্থানীয় লোকজন পুলিশের উপর হামলা চালায় এবং আসামিকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।এঘটনায় এস আই রাশেদুল ইসলাম ও পুলিশ সদস্য আব্দুর রশিদ আহত হয়।খবর পেয়ে হরিপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।এ ঘটনায় হরিপুর থানায় রাতেই ২৫ জনের নাম উল্লেখসহ ৪০/৫০ জন অঙ্গাতনামা আসামি করে মামলা দায়ের করা হয়েছে।পুলিশ অভিযান চালিয়ে দিলগাঁও গ্রাম থেকে এজাহার নামীয় ৭ আসামিকে আটক করে। আটককৃতরা হল দিলগাঁও গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে সোহাগ (৩০), খতিবের ছেলে দুলাল হোসেন (২৭), মৃত আব্দুল হামিদের ছেলে ফজিল উদ্দিন(৫০), ফজিল উদ্দিনের ছেলে মোকলেসুর রহমান(২৩), মৃত শফিউল্লাহর ছেলে আব্দুল্লাহ (৪৯), ফজিল উদ্দিনের ছেলে রুবেল ইসলাম (২৯) ও মৃত আফতাব উদ্দিনের ছেলে হামিদুর রহমান(৫২)।হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)তাজুল ইসলাম জানান, সরকারি কাজে বাধাদান, পুলিশের উপর হামলার ঘটনায় মামলা হয়েছে, চিরুনি অভিযান চালিয়ে এজাহার নামীয় ৭ আসামিকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে। -
তাড়াশে পুলিশের অভিযানে বিএনপি’র ৫ নেতাকর্মী আটক।
তাড়াশ প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিএনপি’র ৫ নেতাকর্মীকে আটক করেছেন থানা পুলিশের সদস্যরা। ২৯ নভেম্বর মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের লাউতা চার মাথা আকবর আলী বাজারে ককটেল বিস্ফোরণ হলে তাদেরকে আটক করে। জানা গেছে এ ঘটনায় তালম ইউনিয়ন ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোজ্জামেল হক মজনু বাদী হয়ে অজ্ঞাত ১শ ২০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ রাতভর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ বিএনপির নেতাকর্মীকে আটক করে।
আটককৃত আসামীরা হলেন, উপজেলার তালম ইউনিয়ন বিএনপির সভাপতি সোহরাব হোসেন (৫৫), ইউনিয়ন যুব দলের আহ্বায়ক দিদার খাঁন (৪২), তাড়াশ উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক রাজিব আহম্মেদ মাসুম (৩৮), বারম্নহাস ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ডা. মুক্তার হোসেন সরকার (৪৫) ও মাধাইনগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ (৪০)। বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম।
তাড়াশ থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বিএনপির নেতা কর্মীরা উপজেলার তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের লাউতা চার মাথা আকবর আলী বাজার এলাকায় ককটেল বিস্ফোরন ঘটিয়ে পালিয়ে যান।
এ ঘটনায় তালম ইউনিয়ন ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোজ্জামেল হক মজনু বাদী হয়ে অজ্ঞাত ১শ২০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। পরে তাড়াশ থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই ৫ নেতা কর্মীকে আটক করেন।
তাড়াশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম টুটুল বলেন, আগামী ৩ ডিসেম্বর রাজশাহী বিভাগীয় সমাবেশকে সামনে রেখে ভয়ভীতি দেখাতে এ ধরনের গায়াবী মামলা করেছেন। বিএনপির নেতা কর্মীরা রাজশাহী বিভাগীয় সমাবেশে যেতে না পারে এটি সরকারের দমন-পিড়নের একটি কৌশলমাত্র।
এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম বলেন, আটককৃত আসামীদের সিরাজগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
-
ডিমলা বিসিআইসি-ডিএডিসির সার আটক।
ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলায় অবৈধ ভাবে পাচারকৃত সার আটক করেছেন ডিমলা উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বুধবার (১৬ই নভেম্বর) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের ডালিয়া তালতলা নামক স্থানে ডিমলা উপজেলার নামে বরাদ্দকৃত বিসিআইসি/ডিএডিসির ২৬৬ বস্তা রাসায়নিক সার ১২টি ব্যাটারি চালিত অটোভ্যান গাড়িতে লালমনিরহাট জেলায় পাচারকালে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ডিমলা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ সেকেন্দার আলী এর উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন।
এসব আটককৃত সারের পরিমাণ ডিএপি ১২৬ বস্তা , এমপিও ৪৫ বস্তা ও ইউরিয়া ৯৫ বস্তা। এলাকাবাসিরা জানান, ভুট্টার ভরা মৌসুম এবং শীতকালীন শাক-সবজির পরিচর্যা ও আগাম আলু চাষের জন্য রাসায়নিক সারের কৃত্রিম সংকট চলছে। ডিলারদের কাছ থেকে কৃষকরা চাহিদামত রাসায়নিক সার না পেয়ে খুচরা ব্যবসায়ীদের নিকট থেকে চড়া মূল্যে সার ক্রয় করছেন।
এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ সেকেন্দার আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে ১২ টি ভ্যানে ২৬৬ বস্তা সার জব্দ করি। অভিযানের সময় অভিযুক্তদের সুনির্দিষ্ট খবর পাওয়া যায়নি। স্থানীয়রা জানায়, ডিমলা উপজেলার কিছু অসাধু ডিলার অধিক মুনাফার লোভে স্থানীয় কৃষকদেরকে চাহিদামত সার না দিয়ে পার্শ্ববর্তী লালমনিরহাট জেলাসহ অন্যান্য উপজেলায় সার পাচারের সহযোগীতা করছিলেন।
-
মাধবপুরে গাঁজা ও পিকআপসহ মাদক ব্যবসায়ী আটক।
মাধবপুরে গাঁজা ও পিকআপসহ মাদক ব্যবসায়ী আটক।
হবিগঞ্জের মাধবপুরে কমলপুর এলাকা থেকে ২৫ কেজি গাঁজা ও পিকাপ ভ্যানসহ শাকিল মিয়া (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটককৃত ব্যক্তিহল সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার পশ্চিম শাসরাম এলাকার কাচা মিয়ার পুত্র। বিজিবি হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সামীউন্নবী চৌধুরী জানান,মঙ্গলবার ভোরে মনতলা বিওপির হাবিলদার সাইফুল ইসলামের নেতৃত্বে বিজিবির টহলদল কমলপুর- মনতলা সড়কের কমলপুর এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত মাদক কারবারীকে গাঁজা ও পিকাপসহ আটক করে।
আটককৃতের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাধবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।