Tag: আটক
-
মাধবপুরে ভিডব্লিউবি’র সরকারি ৩০ বস্তা চালসহ দুই সিএনজি চালক আটক।
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুরে মহিলাবিষয়ক অধিদপ্তর পরিচালিত দুস্থ মহিলা উন্নয়ন কর্মসূচির ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) এর ৯’শ কেজি চাল সহ দুই সিএনজি চালকে আটক করেছে পুলিশ।সোমবার (২৫ মার্চ) বিকেলে মাধবপুর থানাধীন কাশিমনগর পুলিশ ফাঁড়ির এএসআই আতাউল গণি মজুমদার এর নেতৃত্বে পুলিশের একটি দল গোবিন্দপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের পাশ্ববর্তী ভাঙ্গা ব্রিজের নিকট অভিযান চালিয়ে ত্রিশ বস্তা ভিডব্লিউবি প্রকল্পের চাল সহ দুটি সিএনজি অটোরিকশা জব্দ করেন। এসময় পুলিশ সিএনজি অটোরিকশা চালক ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের দক্ষিণ বিরপাশা গ্রামের মৃত সফিল উদ্দিন এর পুত্র মো: জাহাঙ্গীর আলম (৪৪) ও মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের মেহেরগাও গ্রামের মৃত তোরাব আলীর পুত্র মো: শাহাজান মিয়া(৪০) কে আটক করেন।স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি এসব চাল ধর্মঘর থেকে মাধবপুর নিয়ে যাওয়া হচ্ছিল। ধর্মঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ পারুল জানান, আমি আজকে সকাল থেকে ভিডব্লিউবি প্রজেক্টের বিনামূল্যের এসব চাল সুবিধাভোগীদের দিয়েছি। হয়তো সুবিধাভোগীদের কেউ কেউ এসব চাল বিক্রি করে থাকতে পারে।মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: রাকিবুল ইসলাম খান এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান,৩০ কেজির ত্রিশ বস্তা চাল জব্দ করা হয়েছে। এবিষয়ে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। -
মাটিরাঙ্গার সীমান্তে ভারতীয় চিনি ভর্তি পিকআপ সহ দুই পাচারকারী আটক।
মাটিরাঙ্গা(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ
সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে প্রায়ই খাগড়াছড়ি মাটিরাঙ্গার বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে দেশে আনা হচ্ছে ভারতীয় পন্য। প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে নিয়ে আসা ২২ বস্তা চিনিসহ মোঃ আল আমিন (১৯) ও মোঃ মাসুম রানা(২১) নামে দুই চোরা কারবারীকে আটক করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ।
শনিবার (২৩ মার্চ) রাতে মাটিরাঙ্গা থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা পৌরসভার ০৩নং ওয়ার্ড পূর্বধলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে এসব চিনি জব্দ করে। এসময় চিনি পাচারের কাজে ব্যবহৃত ০১টি পিকআপ জব্দ ও দুই চোরাকারবারিকে আটক করে পুলিশ।
আটকৃতরা হলেন, মাটিরাঙ্গা উপজেলাধীন তবলছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ড সিংহপাড়া এলাকার মৃত আমানুল্লাহ’র ছেলে মাসুম রানা ও একই এলাকার মৃত মালু মিয়া’র ছেলে আল আমিন।
জব্দকৃত চিনির বর্তমান বাজার মূল্য তিন লাখ ১৫ হাজার টাকা বলে জানিয়েছে মাটিরাঙ্গা থানা পুলিশ।
খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর জানান, বিধি মোতাবেক গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
-
মৌলভীবাজারের চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার-চোর আটক।
নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজার থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা থেকে উদ্ধার করেছে মৌলভীবাজার মডেল থানা পুলিশ।মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ইং, মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের নির্দেশে অবৈধ অস্ত্র উদ্ধার, চোরাই মোটর সাইকেল উদ্ধার, মাদক উদ্ধার, গ্রেফতারী ও সাজা পরোয়ানা তামিল সংক্রান্তে মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল পিপিএম এর দিক নিদের্শনায় মৌলভীবাজার সদর মডেল থানার একাধিক বিশেষ আভিযানিক টিম মৌলভীবাজার সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া এসআই/ শিপু কুমার দাশ, এসআই/মোঃ মুখলেছুর রহমান লস্কর, এএসআই(নিঃ)/মোঃ আকরাম আলী, এএসআই/ মোঃ এনামুল হক, এএসআই/রানা মিয়া গন ১২ নং গিয়াসনগর ইউপিস্থ ইমাম বাজারে জনৈক ফয়েজ মিয়ার ডিকে ফুড হোটেলের সামনে পাকা রাস্তার উপর হইতে শাহ মোঃ আবু ছালেহ(৩২), পিতা-শাহ মোঃ ফজলুর রহমান, সাং-সদরঘাট (মাজপাড়া), থানা-নবীগঞ্জ, জেলা-হবিগঞ্জ এর হেফাজত হইতে চোরাই ০১ টি লাল রংয়ের YAMAHA FAZER মোটর সাইকেল উদ্ধার করা হয়।বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার মডেল থানার ওসি কে এম নজরুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। -
মাটিরাঙ্গায় ভারতীয় চিনি ভর্তি ট্রাক সহ দুই ব্যবসায়ী আটক।
মাটিরাঙ্গায়(খাগড়াছড়ি)প্রতিনিধিঃসরকারী রাজস্ব ফাঁকি দিয়ে প্রায়ই খাগড়াছড়ি মাটিরাঙ্গার বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে দেশে আনা হচ্ছে ভারতীয় পন্য। প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে নিয়ে আসা ৪৫ বস্তা চিনিসহ মোশারফ হোসেন(২৫) ও মোমিনুল ইসলাম(১৮) নামে দুই চোরা কারবারীকে আটক করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ।সোমবার (১৮ মার্চ) রাতে মাটিরাঙ্গা থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা পৌরসভার ১০নং ইসলামপুর টোল প্লাজার সামনে থেকে এসব চিনি জব্দ করে। এসময় চিনি পাচারের কাজে ব্যবহৃত ০১টি ট্রাক জব্দ ও দুই চোরাকারবারিকে আটক করে পুলিশ।আটকৃতরা হলেন, রামগড় পৌরসভার উত্তর গর্জনতলী এলাকার মীর হোসেনের ছেলে মোশাররফ হোসেন এবং পানছড়ি উপজেলার টিএন্ডটি এলাকার মশিউর রহমানের ছেলে মোমিনুল ইসলাম।জব্দকৃত চিনির বর্তমান বাজার মূল্য তিন লাখ ১৫ হাজার টাকা বলে জানিয়েছে মাটিরাঙ্গা থানা পুলিশ।মাটিরাঙা থানার অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, চোরাকারবারিরা দীর্ঘদিন ধরে চোলাচালানের মাধ্যমে এ ব্যবসা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ৪৫ বস্তা চিনিসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়।গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাটিরাঙ্গা থানায় মামলা রুজু করা হয়েছে জানিয়ে তিনি বলেন, বিধি মোতাবেক তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। -
মাটিরাঙ্গায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক।
মাটিরাঙ্গা(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ১’শ ৮০ পিস ইয়াবাসহ মোঃ মকবুল হোসেন (৬০) ও সৈয়দ রাশেদ(৪০) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ।
বুধবার (০৬ মার্চ) মধ্যে রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা থানার একটি আভিযানিক চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে মাটিরাঙ্গা পৌরসভার ০৯নং ওয়ার্ড রসুলপুর এলাকা থেকে ১৮০ পিস ইয়াবাসহ মোঃ মকবুল হোসেন ও সৈয়দ রাশেদ কে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, মাটিরাঙ্গা পৌরসভাধীন ৯নং ওয়ার্ডের রসুলপুর এলাকার মৃত জাহের মিয়া’র ছেলে মোঃ মকবুল হোসেন ও একই এলাকার শামসুল হকের ছেলে সৈয়দ রাশেদ।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করতঃ আসামীদেরকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
-
গুইমারায় ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী রাসেল বড়ুয়া আটক।
মাটিরাঙ্গা(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ
খাগড়াছড়ির গুইমারায় ১২ পিস ইয়াবাসহ রাসেল বড়ুয়া(২৫)কে আটক করেছে গুইমারা থানা পুলিশ।
মঙ্গলবার (০৫ মার্চ) বিকেলের দিকে গোপন সংবাদের ভিত্তিতে গুইমারা থানার এসআই মোঃ আমিনুল ইসলাম ভূঁঞা এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে গুইমারা ইউপির ০৬ নং ওয়ার্ডের ডাক্তার টিলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১২ পিস ইয়াবাসহ রাসেল বড়ুয়া কে আটক করা হয়েছে।
আটককৃত ব্যক্তী, গুইমারা ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড ডাক্তার টিলা এলাকার মৃনাল বড়ুয়া’র ছেলে রাসেল বড়ুয়া।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল আমিন জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।মাদকাসক্ত ব্যক্তি’ পরিবার – সমাজ ও দেশের জন্য অভিশাপ। সমাজকে মাদকের ছোবল থেকে মুক্ত করতে সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি।
-
উল্লাপাড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারীর মৃত্যু-ট্রাক আটক।
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরশহরের শ্যামলীপাড়া বাসস্ট্যান্ডে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মনিজা খাতুন (৪৩) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
৩ মার্চ রবিবার সকালে ওই নারী রাস্তা পারাপারের সময় পাবনাগামী (ঢাকা-মেট্রো-ট-২২-৪৫৭৫) নং একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে গিয়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ। নিহত মনিজা খাতুন (৪৩) উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের মিলপাড়া গ্রামের হোসেন আলীর স্ত্রী।
নিহত মনিজার ছেলে মনিরুল ইসলাম জানান, তার মা মনিজা তার অসুস্থ খালাকে নিয়ে ডাক্তার দেখাতে বাড়ী থেকে পাবনাতে যাচ্ছিল। উল্লাপাড়ার শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড থেকে বাসে উঠতে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী হযরত আলী জানান, পথচারী ওই নারী তার স্বজনদের নিয়ে রাস্তার পশ্চিম থেকে পূর্বপাড়ে যাচ্ছিলো। রাস্তা পারাপরের সময় বগুড়া থেকে পাবনাগামী একটি ট্রাকে ধাক্কা খেয়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশ জানায়, রাস্তা পারাপারের সময় ট্রাকের চাপায় পথচারী এক নারীর মৃত্যু হয়েছে। ট্রাকটিকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
-
উল্লাপাড়ায় নারী চোর ও ছিনতাই চক্রের ১০ সদস্য আটক, পুলিশের প্রেস বিফ্রিং।
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নারী চোর ও ছিনতাই চক্রের ১০ সদস্যকে আটক করেছে মডেল থানা পুলিশ। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক, বীমা ও হাট-বাজারের বিভিন্ন স্থানে চুরি করে আসছিল এই নারী সিন্ডিকেট চক্রটি। ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে শনিবার সকালে উল্লাপাড়া পৌর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ চোর ও ছিনতাই চক্রের ১০ নারী সদস্যকে আটক করে। ভুক্তভোগী আছমা খাতুন বাদী হয়ে এব্যাপারে থানায় একটি চুরি মামলা দায়ের করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো (১) বুলবুলি খাতুন ওরফে টুটু (৪৫), রূপালী খাতুন (৪০), মোছাঃ রূপালী (২৫), মোর্শদা খাতুন (৩০), রাবেয়া খাতুন (২১), শাবনুর খাতুন (২০), আনোয়ারা খাতুন (২০), আঞ্জু খাতুন (৩৫), নাছিমা খাতুন (২৭), রিক্তা খাতুন (১৪)। এরা সবাই জামালপুর জেলার ইসলামপুর, পাবনা ও কুষ্টিয়া জেলার বাসিন্দা।
এব্যাপারে প্রেস বিফ্রিংয়ে উল্লাপাড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার অমৃত সুত্রধর জানান, দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় এই নারী চক্রটি এলাকার বিভিন্ন ব্যাক, বীমা সহ আর্থিক প্রতিষ্ঠান, বাসাবাড়ি ও হাট-বাজারের বিভিন্ন স্থানে চুরি ও ছিনতাই করে আসছিল। শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের বিভিন্ন স্পট থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। এ সময় পুলিশ তাদের কাছ থেকে নগদ ১২ হাজার টাকা ও কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করে।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতরা ছদ্মবেশে সংঘবদ্ধ হয়ে গ্রাহক সেজে বিভিন্ন ব্যাংকে ভীড় জমিয়ে গ্রাহকের উঠানো টাকা কৌশলে মানিব্যাগ ও ভেনেটিব্যাগ থেকে তুলে নিয়ে পালিয়ে যায়। এরা সবাই উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল এলাকায় ভাসমান অবস্থায় ভাড়াটে ঘরে বসবাস করে আসছিল।
ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, চোর ও ছিনতাই চক্রের ১০ নারী সদস্যকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অধিক জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হয়েছে।
-
সরিষাবাড়িতে বিধবার ঘরে পরকীয়া করতে গিয়ে জনতার হাতে যুবক আটক।
ডেস্ক নিউজঃ জামালপুরের সরিষাবাড়ীতে বিধবার ঘরে পরকীয়া করতে গিয়ে জনতার হাতে পারভেজ নামের এক যুবক আটক হয়েছেন। এ ঘটনার সাথে জড়িত যুবক পারভেজকে গণ পিটুনির পর পুলিশে সোপর্দ করেছে জনসাধারন।
পারভেজ পৌরসভার বউসি চাদপুর গ্রামের হেলাল ফকিরের ছেলে।আমজনতার অভিমত স্থানীয় আওয়ামীলীগ রাজনীতির সাথে জড়িত থাকার গড়মে দীর্ঘদিন যাবৎ এমন অসামাজিক ও অনৈতিক কাজ করে আসছে। প্রতিবেশীরা দীর্ঘদিন যাবত তাদের সম্পর্কের বিষয়টি ফলো করে আসছিল।মঙ্গলবার রাত ১০ টার সময় মৃত তাজুল ইসলামের বিধবা স্ত্রীর সাথে অনৈতিক কাজে লিপ্ত থাকা অবস্থায় জনসাধারণ হাতেনাতে পারভেজকে আটক করে।
মঙ্গলবার(২০ ফেব্রুয়ারি)রাত ১০ টার সময় পৌর শহরের বাউসী চন্দনপুর গ্রামের মৃত তাজুল ইসলামের বিধবা স্ত্রীর ঘরে এ ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, পৌরসভার বাউসী চন্দনপুর এলাকার হেলাল ফকিরের ছেলে এক সন্তানের জনক মো. পারভেজ মিয়া একই এলাকার মৃত তাজুল ইসলাম তাজুর (বিধবা) স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তোলে।
এ ঘটনায় ওই বিধবা নারী দাবি করে বলেন, পারভেজ তার প্রতিবেশী এবং সম্পর্কে দেবর হয়। তার স্বামী সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার পর পারভেজ বিভিন্ন সময় প্রলোভন দেখিয়ে তার সঙ্গে সম্পর্ক করার চেষ্টা করেন। একপর্যায়ে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। পারভেজ আমার সম্মান নষ্ট করেছে। এখন আমাকে তার বিয়ে করতে হবে। তা না হলে আমি সমাজে মুখ দেখাতে পারব না।
এদিকে অভিযুক্ত পারভেজ মিয়া বলেন, এ ঘটনা পরিকল্পিত এবং সাজানো। আমাকে ফাঁসানো হয়েছে। আমি রাস্তা দিয়ে যাওয়ার পথে সে আমাকে ডেকে নিয়ে ঘরে আটকে রেখে চিৎকার করে। আমার স্ত্রী সন্তান রয়েছে। আমি ওই নারীকে কখনোই বিয়ে করব না। প্রয়োজনে আমি জেল খাটব।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মুশফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান,গতকাল রাতে বিধবা নারীর ঘরে সংগোপনে গিয়ে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে। রুজুকৃত মামলায় আজ বিকেলে আদালতে আসামিকে সোপর্দ করা হয়েছে।
-
মাটিরাঙ্গায় নিষিদ্ধ ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী আটক।
মাটিরাঙ্গা(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নিষিদ্ধ ভারতীয় মদসহ উগ্যজাই মারমা (২৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) দিবাগত রাতে মাটিরাঙ্গা পৌরসভার মাষ্টার পাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাকে আটক করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়,অবৈধ পথে আসা ভারতীয় মদ মাস্টার পাড়া এলাকায় বিক্রি করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা থানার ওসি কমল কৃষ্ণধরের নির্দেশনায় মধ্যে রাতে উপ-পরিদর্শক মোঃ মাসুদ রানা পাটোয়ারী ও সহকারী উপ-পরিদর্শক মোঃ কামরুল আরেফিন চৌধুরীর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাটিরাঙ্গা পৌরসভার মাস্টার পাড়া এলাকার সোনালী চাকমার বসত বাড়ি থেকে ২৪ বোতল নিষিদ্ধ ভারতীয় মদসহ উগ্যজাই মারমা নামের মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ী উগ্যজাই মারমা মাটিরাঙ্গা পৌরসভার ৫নং ওয়ার্ড মাস্টার পাড়া এলাকার আরে মারমার ছেলে।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণধর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আটককৃতের মাদক ব্যবসায়ীর নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হচ্ছে। মাটিরাঙ্গা এলাকায় যে কোন ধরণের অপরাধ নিয়ন্ত্রনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।