Tag: আটক

  • সিরাজগঞ্জের তাড়াশে গাজাসহ এক মাদক ব্যবসায়ী আটক।

    সিরাজগঞ্জের তাড়াশে গাজাসহ এক মাদক ব্যবসায়ী আটক।

    সিরাজগঞ্জের তাড়াশে গাজাসহ সাগর হোসেন(২০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। ৯ আগষ্ট সোমবার রাতে উপজেলার তালম ইউনিয়নের খোশালপুর গ্রাম থেকে ৩ কেজি ৫শ গ্রাম গাজাসহ ওই মাদক ব্যবসায়ী যুবককে আটক করা হয়।

    গোপন সংবাদের ভিত্তিত্বে থানার উপ-পরিদর্শক জিন্নাতথর নেতৃত্বে ও উপ-পরিদর্শক জিয়াউর রহমান এবং সন্তোষের সহযোগীতায দলীয় ফোর্স নিয়ে ওই গ্রামের বাসিন্দা তাজমুল হোসেনের ছেলে সাগর আলীর নিজ বাড়ি থেকে গাজাসহ তাকে আটক করেন।

    পরে ১০ আগস্ট মঙ্গলবার সকালে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে পাটানো হয়েছে।মামলাতে সাগর আলীর পিতা তাজমুল হোসেনকে আসামী করা হয়েছে। সে পলাতক রয়েছে।

    এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলে আশিক বলেন, জাতীয় সংসদ সদস্য ডাঃ মোঃ আব্দুল আজিজ যে দিন থেকে তাড়াশ থানাকে মাদক মুক্ত ঘোষনা করেছেন সেদিন থেকেই মাদক মুক্ত করতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। মাদক কে না বলুন ও মাদক মুক্ত রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।

  • আলোচিত চলচ্চিত্র নায়িকা পরিমণিকে আটক করেছে-র‍্যাবের সদর দপ্তর

    আলোচিত চলচ্চিত্র নায়িকা পরিমণিকে আটক করেছে-র‍্যাবের সদর দপ্তর

    ঢাকার চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরিমণিকে আটক করে উত্তরায় র‍্যাবের সদর দপ্তরে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে।

    ৪ আগস্ট বুধবার সন্ধা ৭ টার সময় পরিমণির বনানীর বাসার সামনে র‍্যাবের সদর দপ্তরের কয়েকটি গাড়ী অবস্থান করে পরে তার বাসার ভিতরে ডুকে বিপুল পরিমান বিদেশি মদ জব্দ করে। এসময় পরিমণিকে আটক করে জনতার ভির ঠেলে র‍্যাবের গাড়িতে তোলা হয়। পরে পরিমণিকে র‍্যাবের সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়।

    আজ বিকেল ৫টার সময় পরিমণির বনানীর বিলাসবহুল বাসায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এ সময় বিপুল পরিমান মাদকসহ তাকে আটক করে র‍্যাব।

    অভিযানে র‍্যাবের একাধিক কর্মকর্তা জানান আমরা পরিমণির বাসার প্রতিটি কক্ষ তন্নতন্ন করে খোঁজার পর বিপুলসংখ্যক মাদক জব্দ করে তাকে আটক করেছি। পরে পরিমণির সম্পর্কে আরো বিস্তারিত জানানো হবে।

    আটকের আগে বিকেল ৪ টার সময় তার নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে লাইভে আসে পরিমণি।

  • দিনাজপুরের ফুলবাড়ীতে ধর্ষণ মামলার আসামি বুদু আটক।

    দিনাজপুরের ফুলবাড়ীতে ধর্ষণ মামলার আসামি বুদু আটক।

    দিনাজপুরের ফুলবাড়ীতে শিশু ধর্ষণ মামলায় মোঃ ফরমান আলী বুদু (৪৯) নামে একজনকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ। গত ৩ আগস্ট মঙ্গলবার রাতে তার নিজ বাড়ী বারোকোনা থেকে আটক করা হয়। আটক ফরমান আলী বুদু (৪৯) ফুলবাড়ী পৌর এলাকার বারোকোনা গ্রামের মৃত সামসুদ্দিন হকের পুত্র।

    মামলা সুত্রে জানা গেছে, গত ২ আগষ্ট সোমবার রাতে জনৈক এক ব্যক্তির ১৩ বছরের শিশুকন্যা পৌর এলাকার পশ্চিম গৌরী পাড়া গ্রামের এক ছেলের সাথে মোবাইলে কথা বলে। বিষয়টি নিয়ে জনৈক ব্যক্তি তার শিশু কন্যাকে ধমক দিলে,সে ভয়ে পাশের বাড়ী সম্পর্কে চাচা ফরমান আলীর বাসায় লুকায়। সেখানে সুযোগ বুঝে ফরমান আলী তাকে ফুসলিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় গত ৩ আগষ্ট মঙ্গলবার শিশুটির পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

    ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম জানান, শিশুটির পিতা বাদী হয়ে মামলা করলে ফরমান আলী বুদুকে মঙ্গলবার রাতে তার নিজ বাড়ী বারোকোনা থেকে আটক করা হয়। গতকাল বুধবার তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

  • উল্লাপাড়ায় পুলিশের অভিযানে ৯ মাদক কারবরি আটক।

    উল্লাপাড়ায় পুলিশের অভিযানে ৯ মাদক কারবরি আটক।

    সিরাজগঞ্জের উল্লাপাড়া মডেল থানা পুলিশ মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৭ মাদক কারবারিকে আটক করেছে।অপর দিকে র‍্যাব-১২ ও দুই মাদক ব্যবসায়ীকে আটক করেন।আটককৃতদের বিরুদ্ধে পৃথক দুটি ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পলিশ বাদী হয়ে দুটি মামলা দায়ের করেছে।

    মডেল থানার উপ পরিদর্শক ইব্রাহিম জানান , উল্লাপাড়া মডেল থানা পুলিশ মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৯ মাদক কারবারিকে আটক করে পুলিশ। মাদক কারবারিদের কাছ থেকে এ সময় ৫০ গ্রাম হেরোইন , ১’শ ১০ পিচ ইয়াবা , নগদ ৩ হাজার টাকা ও ২ টি মোবাইল সেট উদ্ধার করা হয়।

    আসামিরা হলেন উপজেলার লাহিড়ীপাড়া গ্রামের আঃ হামিদের ছেলে নুরাল সরদার (৬০) ও তার স্ত্রী শাহনাজ বেগম (৪০), মোহনপুর মিলপাড়া গ্রামের শাহীন মিয়ার ছেলে রতন মিয়া (২০), কয়ড়া হরিষপুর গ্রামের ইসহাক আলীর ছেলে জেল হক (৪০), মধুপুর গ্রামের আলী আকবরের ছেলে আবু সাঈদ (৫০), উল্লাপাড়া পশ্চিমপাড়া মহল্লার রফিকুল ইসলামের ছেলে আব্দুল মালেক (৩০), চরসাতবাড়ীয়া গ্রামের কালাম প্রামাণিকের ছেলে ইব্রাহিম (২৫), বেতবাড়ী গ্রামের কামাল হোসেনের ছেলে ইমন সরকার (২২) ও  শাহজাদপুর উপজেলার গাড়াদহ চরপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে জাহিদুল ইসলাম (৩৫)।

    উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাস (পিপিএম) জানান , উল্লাপাড়া মডেল থানা পুলিশের একাধিক টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য , মাদক বিক্রির টাকা ও মোবাইল সেটসহ ৯ মাদক কারবারিকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে বুধবার দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে।

     

  • সাংবাদিকের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে আ’লীগ নেতা আটক।

    সাংবাদিকের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে আ’লীগ নেতা আটক।

    মুজিব শতবর্ষ উপলক্ষে গৃহহীনদের জন্য গৃহনির্মাণ প্রকল্পে অনিয়ম ও দূর্নীতির ভয় দেখিয়ে সাংবাদিক চকর মালিথার নাম ব্যবহার করে বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিকট থেকে চাঁদাবাজির অভিযোগে রায়গঞ্জ চান্দাইকোনা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাইফুল ইসলামকে আটক করেছে গোয়েন্দা পুলিশ ডিবি।

    মঙ্গলবার ( ৩ আগষ্ট) সন্ধ্যায় সিরাজগঞ্জের পৌরশহর রহমতগঞ্জ কাঠেরপুল এলাকা থেকে তাকে আটক করা হয়।
    আটক সাইফুল ইসলাম রায়গঞ্জ উপজেলার চান্দাইকোণা এলাকার মৃত আব্দুল ওয়াহেদের ছেলে।

    সিরাজগঞ্জ পুলিশ সুপার হাসিবুল আলম এ বিষয়ে রাত সাড়ে ৮টার সময় সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যমকে জানান, দেশের বিভিন্ন উপজেলায় মুজিব শতবর্ষ উপলক্ষে গৃহনির্মাণ প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রচার হলে সরকার অনেককেই শাস্তি প্রদান করে। এই সুযোগে নিজেকে চ্যানেল আই এর সাংবাদিক চকর মালিথার পরিচয় দিয়ে বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিকট মোবাইলে মোটা অংকের টাকা দাবী বরেন। টাকা না দিলে তার বিরুদ্ধে সংবাদ প্রচার করা হবে বলে হুমকি দেন।

    পরে ওই সকল উপজেলা নির্বাহী কর্মকর্তারা সংশ্লিষ্ট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের মাধ্যেমে বিকাশে টাকা প্রদান করেন। তিনি ক্ষমতাশীন দলেন নেতা বলে বিভিন্ন সময় কেন্দ্রের নেতাদের নাম ব্যবহার করে নানা মূখী প্রতারনা করেছেন এমন অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে।

    এরই ধারাবাহিকতায় বাঘের হাট পুলিশ সুপার সিরাজগঞ্জ জেলা পুলিশকে বিষয়টি অবগত করলে সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে আমলে নিয়ে তদন্ত শুরু করে। এক পর্যায়ে গোয়েন্দা পুলিশ সদস্যরা তাকে পৌরশহরের কাঠেঁরপুল এলাকা থেকে আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাবাদে সে নিজের দোষ শিকার করেছে ।

    সংবাদ সম্মেলনে তিনি আরোও জানান,তার বিরুদ্ধে নানমুখি প্রতারণার অভিযোগ রয়েছে।ইতিপুর্বে তিনি কয়েক বার গ্রেফতার হয়েছিলেন, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলাও রয়েছে।

    সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার ফারহানা
    ইয়াসমিন,অতিরিক্ত পুলিশ সুপার সরাফত ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মিরা এ সময় উপস্থিত ছিলেন।

  • উল্লাপাড়ায় দেশীয় চোলাই মদ ও ইয়াবাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক।

    উল্লাপাড়ায় দেশীয় চোলাই মদ ও ইয়াবাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দেশীয় চোলাই মদ ও ইয়াবাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশান ব্যাটিলিয়ান র‍্যাব-১২’র সদস্যরা।

    আটককৃতরা হলেন উপজেলার বেতবাড়ী গ্রামের মৃত কামাল সরদারের ছেলে ইমন সরকার(২২) ও চরসাত বাড়ীয়া গ্রামের কালাম প্রামাণিকের ছেলে ইব্রাহীম প্রামাণিক কালু(২৫)।

    ৩ জুলাই মঙ্গলবার দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে র‍্যাব-১২র মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার জনাব মোঃমোস্তাফিজুর রহমান জানান গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১১ টার সময় উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের বেতবাড়ী গ্রামের রবি সরকারের ছেলে আশরাফুল ইসলামের মুরগির ফার্মের সামনে পায়ে চলা কাচা রাস্তার উপর র‍্যাব-১২’র সদর কোম্পানীর একটি আভিযানিক দল মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৩ লিটার দেশীয় চোলাই মদ ও ৩০ পিচ ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়।


    এ সময় তাহাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত নগদ ১,৭০০/- টাকা ও ২ টি মোবাইল জব্দ করা হয়।

    বিজ্ঞপ্তিতে তিনি আরো জানান আটককৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

    গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণীর ১০(ক) এবং ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণীর ৩২(ক) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে উল্লাপাড়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সলঙ্গায় ১০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী র‍্যাব১২র হাতে আটক।

    সলঙ্গায় ১০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী র‍্যাব১২র হাতে আটক।

    র‍্যাব-১২র মাদক বিরোধী অভিযানে সিরাজগঞ্জের সলঙ্গায় বিপুল পরিমান গাঁজাসহ মোঃ শিমুল হক(১৯) নামের এক জন কে আটক করেছে।গ্রেফতারকৃত আসামী মোঃ শিমুল হক(১৯) চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বিশ্বনাথপুর গ্রামের মৃত আঃ রহিম এর ছেলে।

    র‍্যাব-১২র মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মি.জন রানা জানান ০১/০৮/২০২১খ্রিঃ রাত্রী ০১.১০ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে র‍্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল রোডস্থ ধোপাকান্দি ভাই ভাই হোটেল এন্ড রেষ্টুরেন্টের সামনে পাকা রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০ কেজি নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজাসহ ০১ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এছাড়াও তাহার নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত নগদ ২,৩২০/- টাকা এবং ০২ টি মোবাইল জব্দ করা হয়।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

    গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণীর ১৯(ক) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

  • উল্লাপাড়ায় পুলিশের কাজে বাঁধা দেওয়ার অপরাধে এক যুবক আটক।

    উল্লাপাড়ায় পুলিশের কাজে বাঁধা দেওয়ার অপরাধে এক যুবক আটক।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুলিশের কাজে বাধা দেওয়ার অপরাধে সুমন(৩২)নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ। আটক সুমন উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের চাকসা গ্রামের আইনুল হক সরকার(আঞ্জুর)ছেলে।

    ৩১ জুলাই শনিবার বিকেলে উল্লাপাড়ার চাকসা গ্রামে একটি মামলা তদন্তকালে সুমন উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক আসাদের উপর আক্রমন করলে পুলিশ তাকে আটক করে। এ ঘটনায় আসাদ এবং তার সঙ্গে থাকা এক পুলিশ সদস্যও আহত হন।

    উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক আসাদ জানান, তিনি এক পুলিশ সদস্যকে সঙ্গে নিয়ে উপজেলার চাকসা গ্রামে একটি গোলযোগের ঘটনা তদন্তের সময় কথিত সুমন আর্কষ্মিকভাবে তার উপর চড়াও হন। এ সময় সুমন আসাদের সার্টের কলার ধরে পোশাক ছিড়ে ফেলেন। সঙ্গী পুলিশ সদস্য ঠেকাতে গেলে ঐ যুবক তার উপরেও আক্রমন চালায়। ঘটনায় আসাদ ও পুলিশ সদস্য আহত হন। এ সময় আক্রমনকারী সুমনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এব্যাপারে আসাদ বাদী হয়ে আটক সুমনের বিরুদ্ধে পুলিশের কাজে বাঁধা দেওয়ার অভিযোগ এনে মামলা দায়ের করেন।

  • উল্লাপাড়ায় র‍্যাব-১২’র মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী আটক।

    উল্লাপাড়ায় র‍্যাব-১২’র মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী আটক।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় র‍্যাব-১২’র মাদক বিরোধী অভিযান পরিচালনা করে দেশীয় মদসহ সবুজ হোসেন(২১) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

    শুক্রবার ৩০ জুলাই রাত সোয়া ১১ টার সময় র‍্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি আভিযানিক দল উপজেলার পৌরশহরের ঘোষগাতী গ্রামে শিবমন্দির এলাকার মেসার্স সিদ্দিকীয়া হোমিও হলের সামনে পাঁকা রাস্তার উপর মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪ বোতল(২২৫০ মিঃ লিঃ) দেশীয় মদসহ তাকে গ্রেফতার করা হয়।

    এ সময় তার নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ১ টি মোবাইল জব্দ করা হয়।গ্রেফতারকৃত হলেন ঘোঁষগাঁতী গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে সবুজ হোসেন।

    এ তথ্য নিশ্চিত করে সিরাজগঞ্জ র‍্যাব-১২ এর সহকারী পুলিশ কমিশনার মি.জন রানা এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য দেশীয় মদ ক্রয়-বিক্রয় করে আসছিল।

    গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাকে উল্লাপাড়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

  • দৌলদিয়ায় ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী আটক।

    দৌলদিয়ায় ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী আটক।

    রাজবাড়ীর গোয়ালন্দের দৌলদিয়ার ৬০ হাজার টাকার হেরোইনসহ রিংকু(৩৭)নামের এক মাদক ব্যবসায়ী আটক করেছে ডিবি পুলিশের সদস্যরা। এ সময় আটক মাদক ব্যবসায়ীকে তল্লাশি করের ৬০ হাজার টাকা মুল্যের ৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

    ২৮ জুলাই বুধবার রাত পৌনে ১১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামানের দিকনির্দেশনায়,রাজবাড়ী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রানবন্ধু চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে উপ-পরিদর্শক মিঠু ফকির,উপ-পরিদর্শক আব্দুল লতিফ সঙ্গীয় ফোর্স নিয়ে জেলার গোয়ালন্দঘাট থানার বাস টামিনাল সংলগ্ন নৌ পুলিশ ফাঁড়ির পশ্চিম পাশে পাকা রাস্তার উপর মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

    আটককৃত আসামী উপজেলার মন্ডলপাড়া গ্রামের নিকবর শেখের ছেলে রিংকু সোহরাব।

    ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রানবন্ধু চন্দ্র বিশ্বাস আমারজমিনকে জানান রাজবাড়ী জেলাকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত করার লক্ষ্যে এ অভিযান অব্যাহত থাকবে, আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।