Tag: আটক

  • মহস্থানের মাদক সম্রাট কামাল বাহিনীর ৩ সদস্য আটক।

    মহস্থানের মাদক সম্রাট কামাল বাহিনীর ৩ সদস্য আটক।

    গোলাম রব্বানী শিপন,বিশেষ প্রতিনিধিঃ বগুড়ার মহাস্থানে শিবগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মহাস্থানের মাদকের গডফাদার কামাল বাহিনীর ৩ সদস্য বিপুল পরিমাণ গাঁজাসহ আটক। এর মধ্যে কামালের স্ত্রীও রয়েছে।

    মহাস্থানের মাদকের গডফাদার কে এই কামাল? বগুড়া সদরের মথুরা গ্রামের আলতাফ আলীর পুত্র কামাল হোসেন।
    অনুসন্ধানে জানা গেছে কামাল ছিল একজন টোকাই। তাঁর সৎ ভাই শাহজাহান মারা যাওয়ার পর বিয়ে করে শাহজাহানের স্ত্রী অর্থাৎ তাঁর ভাবি মরিয়ম বেগমকে। মরিয়ম আগে থেকেই গাঁজার ব্যবসায় লিপ্ত ছিল। কামাল পরে তাঁর ভাবি মরিয়মকে বিয়ে করে সেই মাদকের সিঁড়ি বেয়ে আজ আঙুল ফুলে কলা গাছ। শুধু গাঁজার পাহাড় গড়ে এখন অঢেল সম্পদের মালিক। স্ত্রী মরিয়ম বেগম একাধিক বার গাঁজাসহ প্রশাসনের হাতে আটক হলেও টাকার স্রোতে আইনের ফাঁকফোকর দিয়ে বের হয়ে আবারও বীরত্বের সাথে গাঁজার ব্যবস্থা চালিয়ে যায়।

    এলাকার সচেতন মহল জানায়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে অভিনব কায়দায় তাঁর নিজস্ব ২০ফুট সাইজের টাসকা ট্রাক দিয়ে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য পরিবহন করে। আর এই গাঁজা গড়-মহাস্থান এলাকাসহ দেশের বিভিন্ন জেলায় তাঁর অধিপত্য বিস্তার ঘটায়। আর এসব মহাস্থান পাথরপাড়া তাঁর বাড়ীতে হাট বাজার বসায়। বাড়ী তো ২টা আছেই এরপরেও টাকার লীলায় মহাস্থানগড়ের শালবাগানের পাশে নির্মাণ করছে একটি আলিশান বাড়ী। এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, কামাল সারাদিন মোটরসাইকেল নিয়ে মোবাইলে মাদক বেচা-কেনা করতে যোগাযোগ করে। স্ত্রী মরিয়ম সহ এলাকার একাধিক ব্যক্তি কামালের নেপথ্যে মাদক ব্যবসায় কাজ করে। একটি স্বনির্ভর সূত্রে জানা যায়, মাটক সম্রাট কামাল কে সহযোগিতা করে এলাকার কিছু প্রভাবশালী মহল ও লেবাসধারী কিছু সমাজসেবক।

    তাঁরা মাসোয়ারা নিয়ে কামালকে মাদক বিক্রি করতে বাহবা দেয়। ফলে ভয়ে কেউ মাদকের প্রতিবাদ করতে সাহস পায় না। এরই ধারাবাহিকতায় রবিবার দিবাগত রাত প্রায় ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানা পুলিশের অভিযানে মহাস্থান মোন্নাপাড়া গ্রামে কুরু ফকিরের পুত্র লেবু মিয়ার বসতবাড়ী তল্লাশি করে সাড়ে ৯কেজি গাঁজা উদ্ধার করে। এসময় লেবু মিয়া (৩৪) ও তার স্ত্রী সিমা (২৮) কে আটক করে পুলিশ। পরে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে তাঁরা প্রাথমিক ভাবে উদ্ধারকৃত মাদক কামালের বলে পুলিশকে জানায়। তাঁদের তথ্যের ভিত্তিতে গড়-মহাস্থান পাথরপাড়া গ্রামে কামালের বাড়ীতে পুলিশ অভিযান চালায়। এসময় মাদক সম্রাট কামাল পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে সেখান থেকেও পুলিশ গাঁজা উদ্ধার করে। এবং কামালের স্ত্রী মাদক সম্রাজ্ঞী মরিয়ম বিবি অরফে ফুলকি (৩০) কে আটক করে থানায় নিয়ে যায়।

    এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, মাদক আমাদের যুবসমাজ বিশেষ করে নতুন প্রজন্মকে গিলে খাচ্ছে। সরকার যেমন মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, আমরাও আমাদের মাদক ব্যবসায়ীদের ছাড়ছি না। মাদক ব্যবসায়ীরা যতই কৌশল পাল্টাক না কেনো পুলিশ তাঁদের শেকড় উপড়ে ফেলবে।

    স্থানীয়রা জানান, মহাস্থান মাদকের গডফাদার কামালের সম্পদের হিসাব দুদকের অনুসন্ধানে আনতে হবে। সে কিভাবে ট্রাক-মোটরসাইকেল ও বাড়ী-গাড়ির মালিক হয়।

  • বেনাপোলে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী পুলিশের হাতে আটক

    বেনাপোলে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী পুলিশের হাতে আটক

    আঃরহিম বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী পুলিশের হাতে আটক হয়েছে।

    রবিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৯ টার সময় বেনাপোল পোর্ট থানার পোড়াবাড়ী গ্রাম থেকে তাদের আটক করা হয়।

    আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন,বেনাপোল পোর্ট থানার মানকিয়া গ্রামের মুছা মল্লিকের ছেলে সদর আলী (৩২) ও রঘুনাথপুর (পূর্বপাড়া) গ্রামের মৃত আখের আরী মোড়লের ছেলে সাইফুল ইসলাম (৩৫)।

    পুলিশ সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক মাসুম বিল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে পোড়াবাড়ী গ্রামস্থ মিন্টুর বসত বাড়ীর পশ্চিম পাশের্ব পাকা রাস্তার উপর মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাদের আটক করে। এ সময় মাদক ব্যবসায়ীদের নিকট থেকে ২ কেজি গাঁজা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

    বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান এ ঘটনা নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া আলামতসহ আটকদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।আজ সোমবার আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে যশোর আদালত পাঠানো হবে।

  • শার্শা গোগা সীমান্তে সিরাজি কবুতার ও বিদেশি রাজা হাঁস আটক।

    শার্শা গোগা সীমান্তে সিরাজি কবুতার ও বিদেশি রাজা হাঁস আটক।

    যশোরের শার্শা গোগা সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় ২৪ টি সিরাজি কবুতর ও ৬ টি রাজা হাঁস আটক করেছে বিজিবি।তবে এ সময় কোন পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি বলে জানান বিজিবি।

    ২৬ আগস্ট বৃহস্পতিবার ভোরে এ গুলো আটক করা হয়।আটকৃত রাজা হাঁস ও কবুতরের মূল্য প্রায় ১৩ লাখ টাকা বলে জানান বিজিবি’র সদস্যরা।

    গোগা বিজিবি ক্যাম্পের সুবেদার মোস্তফা কামাল জানান.গোপন সংবাদে ভিত্তিতে নায়েক সুবেদার সাইদুর রহমানের নেতৃত্বে প্রায় ১৩ লাখ টাকা মূল্যের ৬ টি বিদেশি রাজা হাঁস এবং ২৪ টি বিদেশি সিরাজি কবুতার পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার করা হয়।আটক কবুতর ও রাজা হাঁস খুলনা ব্যাটালিয়ন সদরে জমা করা হয়েছে।

    এদিকে এলাকাবাসী জানান একটি চোরাচালানীকারী সিন্ডিকেট দীর্ঘদিন যাবত গোগা সীমান্ত দিয়ে পাখি ,কবুতর ও রাজা হাঁস ভারতে পাচার করে আসছে। এই সিন্ডিকেটের সদস্য কারা স্থানীয় প্রশাসন তাদের নাম ঠিকানা সব জানলেও তাদের আটক করছে না।

    স্থানীয়দের ধারনা প্রশাসন তাদের সাথে হাত মিলিয়ে অর্থের বিনিময়ে সহযোগিতা করে থাকে। তাদের দাবি এ সমস্ত সিন্ডিকেট প্রধানদের আটক করে আইনে আওতায় আনা হলে বন্ধ হবে ভারতে পাচারের ব্যবসা।

  • উল্লাপাড়ায় গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক।

    উল্লাপাড়ায় গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গাঁজাসহ রবিউল ইসলাম সর্দার(৩৭)নামের শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২’র সদস্যরা।

    উপজেলার বাঙ্গালা ইউনিয়নের প্রতাপ বাজারে ২৩ আগস্ট সোমবার রাত পৌনে ১০ টার সময় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক ক্রয় বিক্রয়ের সময় গাঁজাসহ তাকে আটক করা হয়।
    আটককৃত মাদক ব্যবসায়ী উপজেলার বাঙ্গালা ইউনিয়নের প্রতাপ বাজার গ্রামের মৃত বেল্লাল আলী সর্দারের ছেলে।

    র‍্যাব-১২’র মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান মঙ্গলবার দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

    প্রেসবিজ্ঞপ্তিতে তিনি আরো জানান গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত পৌনে ১০ টার সময় র‍্যাব-১২’র একটি অভিযানিক দল উল্লাপাড়া প্রতাপ বাজারে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

    এ সময় তাকে তল্লাশি করে ৫’শ ৩০ গ্রাম গাঁজা ও একটি মোবাইল সেট উদ্ধার করা হয়।উদ্ধার হওয়া আলামতসহ আটককৃতর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করে উল্লাপাড়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

  • তাড়াশে হেরোইনসহ শীর্ষ দুই মাদক ব্যবসায়ী আটক।

    তাড়াশে হেরোইনসহ শীর্ষ দুই মাদক ব্যবসায়ী আটক।

    সিরাজগঞ্জের তাড়াশে হেরোইনসহ শীর্ষ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটিলিয়ান র‍্যাব-১২’র সদস্যরা।

    আটককৃতরা হলেন রাজশাহীর দুর্গাপুরের বর্ধনপুর গ্রামের মৃত জব্বার মোল্লার ছেলে আলতাফ হোসেন মোল্লা(৪০) ও একই গ্রামের আব্দুস সোবাহানের ছেলে জয়নাল আবেদিন(৩৬)।

    রোববার ২২ আগস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-১২’র মিডিয়া অফিসার ও সহকারি পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

    তিনি সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানান শনিবার (২১ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা ঢাকা-রাজশাহী মহাসড়কের ৯ নং ব্রীজ সংলগ্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে এক কোটি টাকা মূল্যের এক কেজি ৭০ গ্রাম হেরোইনসহ তাদের আটক করা হয়।

    এ সময় মাদক ব্যবসায়ীর কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল ও দুইটি মোবাইল সেট এবং নগদ দুই হাজার টাকা উদ্ধার করা হয়।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন দীর্ঘদিন হলো প্রসাশনের দৃষ্টি ফাঁকি দিয়ে জেলার বিভিন্ন স্থানে মাদক ব্যবসা করে আসছে।

    উদ্ধার হওয়া আলামতসহ আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

     

  • বেলকুচিতে গনধর্ষন মামলার ৩ আসামি আটক।

    বেলকুচিতে গনধর্ষন মামলার ৩ আসামি আটক।

    সিরাজগঞ্জের বেলকুচিতে গনধর্ষন মামলার ৩ আসামিকে আটক করেছে পুলিশ।১৮ (আগস্ট) বুধবার রাতে একাধিক স্থানে অভিযান পরিচালনা করে ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে বেলকুচি থানা পুলিশ শাহজাদপুরের চর নরিনা এলাকা হতে ওই ৩ জনকে আটক করেন।

    আটককৃতরা হলেন, শাহজাদপুরের চর নরিনা গ্রামের মুবারক সরকার ছেলে ফারুক আহমেদ (২৯),জহুরুল প্রামানিকে ছেলে শাহদাত হোসাইন (২৮), ও বেলায়েত প্রামানিকের ছেলে বরাত আলী ওরফে বাবু(২৮)।

    বেলকুচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত)নুরে আলম এ তথ্য নিশ্চিত করে জানান গত ১৩ আগস্ট বেলকুচি পৌরসভার কামারপাড়া মহল্লার ভারাটিয়ে ও পূর্বাণী ফ্যাসনের কর্মরত এক নারী কর্মীকে প্রেমের ফাদে ফেলে বিশাল নামে এক যুবক উল্লাপাড়া নিয়ে যায়। সেখানে চলনবিলে নৌকা যোগে বিভিন্ন স্থানে ঘোরাঘুরির পরে সন্ধারাতে ঐ মেয়েকে পালাক্রমে বিশাল ও তার বন্ধুরা এবং আরো দুইজন মিলে ধর্ষন করে।রাত ভর মেয়েটিকে ধার্ষণের পরের দিন অর্থাৎ ১৪ আগস্ট সকালে নৌকা যোগে মেয়েটিকে বাড়িতে পাঠিয়ে দেয়।পারে মেয়েটি স্থানীয়দের সহযোগীতায় বেলকুচিতে হাসপাতালে ভর্তী হয়। পরে ঐদিন রাতেই মেয়েটি বেলকুচি থানায় লিখিত অভিযোগ দেন।

    মেয়েটির অভিযোগের ভিত্তিতে এই তিন যুবককে আটক করা হয়। আটককৃত আসামিরা সীকারোক্তি মূলক জবানবন্ধি দিয়েছে। আজ বিকেলে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

  • করোনা টিকার ভ্যাকসিনসহ সেবা সংস্থা ক্লিনিকের মালিক আটক।

    করোনা টিকার ভ্যাকসিনসহ সেবা সংস্থা ক্লিনিকের মালিক আটক।

    রাজধানীর দক্ষিণখানের সেবা সংস্থা নামের একটি ক্লিনিকের ফার্মাসিতে মর্ডানের উদ্ভাবিত করোনা ভ্যাকসিনপূর্ণ অ্যাম্পল/ভায়াল ১টি ও ২১টি খালি অ্যাম্পল/ভায়ালসহ মালিক বিজয় কৃষ্ণ তালুকদারকে আটক করেছে পুলিশ।

    বুধবার(১৮ আগস্ট) দক্ষিণ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক শাহআলম এ তথ্য নিশ্চিত করে জানান ভ্যাকসিনের ঘটনায় এক জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কিভাবে তিনি এই টিকা সংগ্রহ করলেন।এ ঘটনায় তার বিরুদ্ধ মামলা প্রস্তুতি চলছে।

    দক্ষিণ থানার তদন্ত(ওসি) আজিজুল হক মিয়া জানান বুধবার রাত ১২ টার দিকে দক্ষিণখানের চলাবন এলাকার সংস্থা ক্লিনিকের ফার্মাসিতে করোনার ভ্যাকসিন বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ওই ফার্মেসিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

    এসময় ভ্যাকসিনপূর্ন একটি অ্যাম্পল/ভায়াল ও ২১ টি খালি অ্যাম্পল/ভায়াল উদ্ধার করা হয়। প্রতিটি অ্যাম্পল/ভায়ালে ১০ ডোজ করোনা ভ্যাকসিনের টিকা থাকে।ফার্মেসির মালিক বিজয় ৫’শ টাকার বিনিময়ে প্রতিডজ করোনা টিকার ভ্যাকসিন বিক্রি করে থাকেন।

  • সিরাজগঞ্জের সলঙ্গায় গাঁজাসহ শীর্ষ ২ মাদক ব্যবসায়ী আটক।

    সিরাজগঞ্জের সলঙ্গায় গাঁজাসহ শীর্ষ ২ মাদক ব্যবসায়ী আটক।

    সিরাজগঞ্জের সলঙ্গায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫০ কেজি গাঁজাসহ শীর্ষ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২ এর সদস্যরা।

    বুধবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার সময় সলঙ্গা থানার নলকা ব্রিজ সংলগ্ন এলাকায় আব্দুল আজিজ ফিলিং স্টেশনের সামনে অভিযান পরিচালনা করে ৫০ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়েছে।এ সময় কার্ভাড ভ্যানসহ ২টি মোবাইল এবং নগদ চার হাজার টাকা জব্দ করা হয়।

    আটককৃতরা হলেন, ভোলা জেলার চরফ্যাশন থানার রসুলপুর এলাকার জয়নাল আবেদীনের ছেলে গোলামুর রহমান লিমন (১৯) ও পটুয়াখালী জেলার হরতর্কীবাড়ীয়া এলাকার শাহজাহান আলীর ছেলে মো. রিয়াজ গাজী (২৮)।

    র‌্যাব-১২’র মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান এতথ্য নিশ্চিত করে জানান, আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

  • রাজশাহীর বাঘায় পদ্মার চরে দেশিয় পিস্তল সহ ৩ চাঁদাবাজ আটক

    রাজশাহীর বাঘায় পদ্মার চরে দেশিয় পিস্তল সহ ৩ চাঁদাবাজ আটক

     

    রাজশাহীর বাঘায় পদ্মার চরে চাদাবাজির সময় দেশিয় পিস্তল সহ ৩ চাঁদাবাজকে আটক করেছে বাঘা থানা পুলিশ ।

    জানা যায়, ১৫ আগস্ট বরিবার সকাল সোয়া দশ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ সাজ্জাদ হোসেনের দিক নির্দেশনায় উপপরিদর্শক রবিউল ইসলাম, উপপরিদর্শক মিজানুর ইসলাম ও সাজদুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে ও স্থানীয় জনগণের সহযোগিতায় উপজেলার লক্ষ্মীনগর মোল্লা পাড়ার পদ্মার চর থেকে চাঁদাবাজির সময় দেশিয় পিস্তল সহ ৩ চাঁদাবাজকে আটক করা হয়।

    আটক কৃতরা হলেন, কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ফরাক ডাঙ্গা গ্রামের মৃত সোলেমান মন্ডলের ছেলে মোমিন মন্ডল(২৫), একই উপজেলার ফিলিপ নগর গ্রামের বাবু প্রামানিকের ছেলে মিঠন(২২) ও এনামুল সর্দারের ছেলে তুহিন সর্দার (২৪)।

    এসময় তাঁদের কাছে দেশিয় তিনটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও চাঁদাবাজির কাজে ব্যবহৃত একটি নৌকা উদ্ধার করে বাঘা থানা পুলিশ।

    সংশ্লিষ্ঠ সুত্রে জানা গেছে, আটককৃতরা একটি নৌকা এবং দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে মাঝে মধ্যে কুষ্টিয়ার দৌলতপুর সীমানা পেরিয়ে বাঘার পদ্মা নদী এলাকায় প্রবেশ করে ইজারা নেয়া বালি উত্তোলন কারীদের কাছ থেকে মোটা অংকের চাঁদা নিয়ে যায়। অন্যথায় তাদেরকে মেরে ফেলার হুমকি দেয়া হয়। এর আগে দিনে দুপুরে চরাঞ্চলে ডাকাতির ঘটনা ঘটেছে। এসব ডাকাতদের যান-বাহন হিসাবে রয়েছে টলার বিশিষ্ট নৌকা।

    এদিকে রবিবার সকাল ১০ টায় বাঘার লক্ষী নগর মোল্লাপাড়া গ্রামের বারেক মোল্লার বসত বাড়ীর বাহিরে একটি কাঁঠাল গাছেন নিচে ছিনতাই অথবা ডাকাতির উদ্দেশ্যে অবস্থান নেয় অস্ত্র ধারী তিন ব্যাক্তি। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর জানতে পারেন বাঘা থানার উপ-পরিদর্শক রবিউল ইসলাম । তিনি একদল সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে পৌছান এবং অস্ত্র সহ তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।
    বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাজ্জাদ হোসেন (সাজু) জানান, পদ্মার চরাঞ্চল গ্রাম গুলো ফাঁকা (বসতি)পূর্ণ এলাকা। এখানে বিগত সময়ে দিনে দুপুরে ডাকাতি হওয়ার নজির রয়েছে। আমরা যে তিন জনকে আটক করেছি তাদের নামে বিভিন্ন থানায় মাদক, চোরাচালন, ছিনতায় ও ডাকাতি মামলা রয়েছে।

    এবিষয়ে চারঘাট সার্কেলের সিনিয়ার (এ.এস.পি) প্রনব কুমার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজকে সকালে উপজেলার লক্ষীনগর পদ্মার চরে একটি অভিযান পরিচালনা করা হয় । এসময় তাঁদের কাছ থেকে তিনটি দেশিয় পিস্তল, তিন রাউন্ড গুলি ও চাঁদাবাজির কাজে ব্যবহৃত একটি নৌকা উদ্ধার করা । এবিষয়ে মামলার প্রক্রিয়া চলছে ।

  • শেরপুরে পুলিশ ক্রেতা সেজে মাদক উদ্ধার, মাদক ব্যবসায়ী আটক

    শেরপুরে পুলিশ ক্রেতা সেজে মাদক উদ্ধার, মাদক ব্যবসায়ী আটক

    বগুড়ার শেরপুরে পুলিশ হিরোইন ক্রেতা সেজে ২০ পুরা হেরোইন উদ্ধার এ ঘটনায় মৃদুল (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে শেরপুর থানা পুলিশ।

    মাদক ব্যবসায়ী মৃদুল শেরপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের তালতলা এলাকার মৃত মৃত মোসলেম উদ্দিনের ছেলে।

    মঙ্গলবার ১০ আগস্ট রাত সাড়ে ১৯ টার সময় পৌর শহরের তালতলা নিজ বাসা থেকে ২০ পুরা হেরোইন তাকে গ্রেপ্তার করে।

    জানা যায়, মৃদুল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। শেরপুর থানার উপ-পরিদর্শক সাচ্চু বিশ্বাস মাদক ব্যবসায়ী মৃদুলকে ধরতে কৌশলে তার সঙ্গীয় ফোর্স কে দিয়ে হিরোইন ক্রয়ের কথা বলে যোগাযোগ করে। রাত সাড়ে ১০ টার সময় হিরোইন ক্রেতা সেজে বাসায় প্রবেশ করে ২০ পুরা হেরোইনসহ তাকে আটক করে।

    এ বিষয়ে শেরপুর থানার উপ-পরিদর্শক সাচ্চু বিশ্বাস বলেন, মাদকসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।