Tag: আটক

  • বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক।

    বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক।

    গোলাম রব্বানী শিপন, বিশেষ প্রতিনিধিঃ বগুড়া জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে ৬১ বোতল ফেন্সিডিলসহ একাধিক মামলার আসামি ২ পেশাদার মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে একটি নীল রংঙের এ্যাপাচি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

    বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ ডিবি সূত্রে জানা যায়, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী (বিপিএম) এর সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপা আলী হায়দার চৌধুরীর তত্ত্বাবধানে ডিবি, বগুড়া গোয়েন্দা শাখার ইনচার্জ (ওসি) সাইহান ওলিউল্লাহ এর নেতৃত্বে রবিবার ৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযানে বগুড়া জেলার শেরপুর উপজেলার শালফা কলেজপাড়া সাকিনস্থ বাবু ‘ছ‘ মিল এর সামনে নির্মাণাধীন বর্ধিতাংশ রাস্তার উপর ৬১টি বোতল ফেন্সিডিলসহ মনিরুজ্জামান হাওলাদার ওরফে মনির হোসেন(৪০), কে আটক করা হয়।

    ধৃত মনিরুজ্জামান হাওলাদার ওরফে মনির হোসেনের পিতার নাম মৃত মাহাবুব হাওলাদার। সে গাইবান্ধা থানার পলাশবাড়ী মুরারীপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে সে শেরপুর থানাধীন ধুনট মোড় খাদ্য গোডাউনের পেছনে প্রফেসর আঃ কাদের এর বাসা ভাড়াটিয়া।

    অপর জন হলেন, মনিরুজ্জামান ওরফে ধলাই(৪১)। তার পিতান নাম মোঃ মকবুল হোসেন। সে নওগাঁ জেলার ধামুইরহাট উপজেলার ফার্শিপাড়া (চৌধুরী পাড়া গ্রামের বাসিন্দা। আটকৃতদের বিরুদ্ধে বগুড়া জেলার শেরপুর থানায় নিয়মিত মামলা রুজুপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

    উল্লেখ্য গ্রেফতারকৃত ১নং আসামীর বিরুদ্ধে বগুড়া জেলাসহ দেশের বিভিন্ন জেলার বিভিন্ন থানায় ১৩টি এবং ২ নং আসামীর বিরুদ্ধে ২ টি মাদকসহ ও অন্যান্য মামলা রয়েছে।

  • লক্ষ্মীপুরে শিশু চুরি-জনতার হাতে তরুণী আটক।

    লক্ষ্মীপুরে শিশু চুরি-জনতার হাতে তরুণী আটক।

    সোহেল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে প্রাইভেট হসপিটাল থেকে ৩ দিনের শিশুকে চুরি করে পালিয়ে যাওয়ার সময় হাতে-নাতে রিমা আক্তার (২০) নামে এক তরুণীকে আটক করেছে পুলিশ। রবিবার ৫ সেপ্টেম্বর দুপুরে জেলা শহরের ‘নোভা ট্রমা এন্ড জেনারেল হসপিটাল থেকে পুলিশ ওই তরুণীকে আটক করে থানায় নিয়ে যায়।

    আটক রিমা আক্তার লক্ষ্মীপুর সদর উপজেলার ৭নং বশিকপুর ইউনিয়নের পোদ্দার বাজার এলাকার ব্যাপারী বাড়ীর শাহীনুর রহমানের স্ত্রী।

    পুলিশ ও হাসপাতাল কতৃপক্ষ সূত্রে জানা গেছে, সদর উপজেলার ৩নং দালাল বাজার ইউনিয়ন পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের ব্যবসায়ী সুমন তার অন্তঃসত্ত্বা স্ত্রী সাবিনা ইসলামকে শুক্রবার সকালে নোভা হসপিটালে ভর্তি করে। ওইদিন সাবিনা ইসলাম একটি পুত্র সন্তান জন্ম দেয়। হসপিটালের দ্বিতীয় তলা ২১৫ নম্বর কক্ষ নবজাত শিশুকে নিয়ে চিকিৎসাধীন রয়েছেন।

    হঠাৎ (আজ) রবিবার বেলা ১১ টার দিকে এক নারী এসে বলে। আপনার শিশুকে ডাক্তার নার্গিস পারভীনকে দেখাতে হবে। একথা বলে অভিযুক্ত নারী নবজাত শিশুকে কোলে নিয়ে কক্ষ থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ শিশুকে কোলে নিয়ে অভিযুক্ত নারী হাসপাতালের অভ্যর্থনা সভাকক্ষে বসে ছিলেন।

    শিশুকে কোলে নেওয়ার পর থেকে শিশুর নানী অভিযুক্ত নারীকে চোখে-চোখে রাখছেন। যখন (নবজাত) শিশুকে হাসপাতাল থেকে অভিযুক্ত নারী বের হয়ে একটি রিক্সা উঠেন। তখন শিশুর নানী পিছন থেকে চোর-চোর বলে চিক্কার দিলে হাসপাতালের স্টাফরা দৌড়ে অভিযুক্ত নারীকে জেলা পরিষদের সামনে থেকে আটক করে। পুলিশকে খবর দেয়।

    খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান, জেলা গোয়েন্দা পুলিশের (ওসি) মো. আজিজুর রহমান মিয়া, সদর মডেল থানার (ওসি) তদন্ত শিপন বড়ুয়াসহ বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি দেখা যায়।

    নোভা হাসপাতালের কতৃপক্ষ ও ডাক্তার জয়নাল আবেদীন বলেন, শিশু চুরি ঘটনায় জড়িত রিমা আক্তার নামে এক নারীকে হাতে-নাতে আটক করে স্টাফথরা। পরে পুলিশকে খবর দিয়ে অভিযুক্ত নারীকে সোর্পদ করা হয়।

    অভিযুক্ত রিমার অভিযোগ তাকে হাসপাতাল কতৃপক্ষ ফাঁসাচ্ছে। তার স্বামী ও সন্তান রয়েছে। সচেতন মানুষের দাবি বিষয়টি সঠিকভাবে তদন্ত করা হলে আসল ঘটনা জানা যাবে।
    লক্ষ্মীপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিমতানুর রহমান বলেন, অভিযুক্ত নারীকে আটক করা হয়েছে। এ ঘটনার সাথে যদি অন্য কেউ জড়িত থাকে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

  • ময়মনসিংহ বন্দুকযুদ্ধের পর চার জঙ্গি সদস্য আটক।

    ময়মনসিংহ বন্দুকযুদ্ধের পর চার জঙ্গি সদস্য আটক।

    ময়মনসিংহে র‍্যাবের-১৪’র অভিযানে বন্দুকযুদ্ধের পর চার জঙ্গি সদস্যকে আটক করা হয়েছে। ওই জঙ্গি সদস্যরা জেএমবির সদস্য বলে জানিয়েছে র‍্যাব।
    ৪ সেপ্টেম্বর শনিবার ভোর ৫ টার সময় নগরীর খাগডহর এলাকার ব্রহ্মপুত্র নদীর তীরে বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে।

    র‍্যাব-১৪’র অধিনায়ক রোকনুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান গোপন সূত্রে জঙ্গি সংগঠন জেএমবি’র তৎপরতা ও অবস্থান জানতে পেরে র‍্যাব-১৪’র একটি অভিযানিক দল নগরীর খগডহর নদী এলাকায় অভিযান পরিচালনার সময় জেএমবির সদস্যরা র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছড়ে।আত্মরক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলি ছড়ে। ওই বন্দুক যুদ্ধে কোন হতাহতের ঘটনা ঘটেনি। পরে চার জঙ্গি সদস্যকে আটক করা হয়।এ সময় তদের নিকট থেকে বিদেশি পিস্তল, ম্যাগজিন,গুলি, ৮ টি ককটেল ও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
    তাৎক্ষণিক জঙ্গিদের নাম পরিচয় জানা যায়নি।এ বিষয়ে বিস্তারিত গণমাধ্যমকে পরে জানানো হবে বলে জানান তিনি।

    সূত্রঃ বাংলাদেশের খবর

  • সিরাজগঞ্জে পৃথক দু’টি ঘটনায় ডাকাত দলের ৫ সদস্য আটক।

    সিরাজগঞ্জে পৃথক দু’টি ঘটনায় ডাকাত দলের ৫ সদস্য আটক।

    সিরাজগঞ্জে পৃথক দুটি ডাকাতির ঘটনা ঘটেছে।এ ঘটনায় ডাকাত দলের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ।ডাকাতির কাজে ব্যবহৃত ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

    পুলিশ সূত্রে জানা যায় গতকাল ২ সেপ্টেম্বর গভীর রাতে এনায়েতপুর থানার খুকনী পালপাড়া গ্রামের কাঙ্গাল কর্মকারের বাড়িতে একদল ডাকাত ডাকাতির উদ্দেশ্যে হানা দেয়। এ সময় স্বপন কর্মকার বাঁধা দিলে ডাকাত দলের সদস্যরা তাকে কুপি রক্তাত্ব জখম করে গুরুতর আহত করে।

    পরে এলাকাবাসী জানতে পেরে ডাকাতদের ঘেরাও করে এবং ডাকাত দলের এক সদস্য সবুজ সরকার(২৮)কে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। ডাকাত সবুজ শাহজাদপুর উপজেলার রতনকান্দি গ্রামের আব্দুর রহিম সরকারের ছেলে।

    এ তথ্য নিশ্চিত করে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিছুর রহমান জানান খুকনী গ্রামে ডাকাতির সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তাকে আটক করা হয়।এ সময় ধারালো অস্ত্র একটি ছোড়া উদ্ধার করা হয়।সকল আইনি প্রক্রিয়া শেষে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

    অপর দিকে চৌহালী উপজেলা উমারপুর ইউনিয়নের চরবাউসা গ্রামের রফিকুল ইসলাম,শফিকুল ইসলাম,সাদ্দাম হোসেন ও শাহিনূর ইসলাম নামের ডাকাত দলের চার সদস্যকে আটক করেছেন চৌহালী থানা পুলিশ।

    চৌহালী থানা পুলিশ সূত্রে জানা যায় আটককৃতদের বিরুদ্ধে ২০১৭ সালে করা ডাকাতি মামলার আসামি। দীর্ঘদিন হলো আসামিরা পলাতকছিলো।গোপন সংবাদের ভিত্তিতে ৩ সেপ্টেম্বর শুক্রবার ভোরে রাজধানীর আশুলিয়া থানা এলাকা থেকে তাদের আটক করা হয়।

  • কামারখন্দে জুয়া খেলার অপরাধে ৮ জুয়ারী আটক।

    কামারখন্দে জুয়া খেলার অপরাধে ৮ জুয়ারী আটক।

    সিরাজগঞ্জের কামারখন্দে জুয়া খেলার সময় ৮ জুয়ারীকে আটক করেছে কামারখন্দ থানা পুলিশের সদস্যরা।

    আটকৃতরা হলেন উপজেলার রায়দৌলুতপুর ইউনিয়নের জটিবাড়ী গ্রামের মোঃ আব্দুল মজিদের ছেলে মোঃ লিটন মন্ডল(৩০), মোঃ আব্দুর রশিদ সরকারের ছেলে মোঃ নূর ইসলাম(২৬),মৃত ইসমাইল সরকারের ছেলে মোঃ শামীম সরকার(৪০),মৃত শামসুদ্দিনের ছেলে মোঃ মোখলেছুর রহমান (২৮),মৃত আবুল হোসেন সরকারের ছেলে মোঃ ইব্রাহিম সরকার(২৮),মৃত মোকাব্বার সরকারের ছেলে মোঃ স্বপন সরকার(২৮),মৃত ইমান আলী সরকারের ছেলে মোঃ মোঃ মজনু আলী সরকার(৩৮) ও মোঃ আব্দুল হালিমের ছেলে মোঃ আলী আশরাফ মন্ডল(৩০)।

    কামারখন্দ থানার ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেন সিরাজগঞ্জ পুলিশ সুপারের দিক নির্দশনায় গোপন সূত্রে জানতে পেরে গতকাল ২ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত পৌনে ১১ টার সময় জোটিবাড়ী গ্রামে ইব্রাহিম সরকারে বসতবাড়িতে জুয়া বিরোধী অভিযান পরিচালনা করে জুয়া খেলা অবস্থায় উল্লেখিত জুয়ারীদের আটক করা হয়।

    এ সময় জুয়া খেলার আসর থেকে ৩ বান্ডিল তাস ও ৩ হাজার ৩’শ টাকা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • সিরাজগঞ্জের কামারখন্দে মহিলা চোর চক্রের তিন সদস্য আটক।

    সিরাজগঞ্জের কামারখন্দে মহিলা চোর চক্রের তিন সদস্য আটক।

    সিরাজগঞ্জের কামারখন্দে মহিলা চোর চক্রের তিন সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে উৎসুক জনতা।

    ২ সেপ্টেম্বর বৃহস্পতিবার উপজেলার জামতৈল কৃষি উন্নয়ন ব্যাংকে নিচে শারমিন বেগম নামের এক মহিলার ভ্যানেটি ব্যাগ থেকে টাকা চুরির সময় শারমিন টের পেয়ে মহিলা চোরের হাত ধরে হাউকাউ শুরু করে।এ সময় উৎসুক জনতা চোরদের আটক করে কামারখান্দ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

    আটককৃতরা হলেন উল্লাপাড়া পৌরশহর এলাকার শিউলী খাতুন(২২),তার ছোট বোন সানজিদা খাতুন(আদুরী)(১৮) ও একই এলাকার সোনিয়া আক্তার(২০)।

    উৎসুক জনতা গণমাধ্যমকে জানান কামারখন্দ উপজেলার রসুলপুর গ্রামের শারমিন বিদ্যুৎ বিল পরিশোধের জন্য জামতৈল কৃষি ব্যাংকে প্রবেশ করে।এ সময় প্রচন্ড ভীর থাকায় মহিলা চোর চক্রের সদস্যরা তার ভ্যানিটি ব্যাগ থেকে টাকা চুরি করার সময় জনতা তাদের আটক করে পুলিশে সোপর্দ করেছে।

    এ তথ্য নিশ্চিত করে কামারখন্দ থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানান মহিলা চোর চক্রের তিন সদস্যকে উৎসুক জনতা আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই তিন চোর মহিলাদের উদ্ধার করেন। ঘটনা সম্পর্কে ভুক্তভোগী মহিলার লিখিত অভিযোগ না থাকায় উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল্লা সবুজ মুচলিকার বিষয়টি নিশ্চিত করেছেন।

  • লক্ষ্মীপুরে গাঁজাসহ এগার মামলার পলাতক আসামী আটক।

    লক্ষ্মীপুরে গাঁজাসহ এগার মামলার পলাতক আসামী আটক।

    সোহেল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে গাঁজাসহ এগার মামলার পলাতক আসামী মো. হুমায়ূন কবির(৪১) নামের মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশের সদস্যরা। বুধবার (১ সেপ্টেম্বর)ভোর সাড়ে ৬টার সময় লক্ষ্মীপুরের শহরের উত্তর তেমুহনী এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। এ সময় তাকে তল্লাশি করে ৭’শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

    আটককৃত মাদক ব্যবসায়ী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর গ্রামের মো. ছিদ্দিক মিয়ার ছেলে।

    জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনর্চাজ এ কে এম আজিজুর রহমান মিয়া জানান, কবির চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে আদালতে ১০টি মামলা বিচারাধীন আছে। তাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

  • রাজবাড়ীর কালুখালীতে পাতানো খাঁচায় মেছো বাঘ আটক।

    রাজবাড়ীর কালুখালীতে পাতানো খাঁচায় মেছো বাঘ আটক।

    রাজু আহমেদ,রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীর কালুখালীর মাঝবাড়ী ইউনিয়নের হাড়িভাঙ্গা গ্রামের পোল্ট্রি ফার্মের মালিক সোহাগ পাশে জঙ্গলে বনবিড়াল ধরার জন্য খাঁচা রেখে দেয়। সেই খাঁচায় মঙ্গলবার (৩১আগস্ট) সকাল সাড়ে ৮টার সময় বিরল প্রজাতির মেছো বাঘ আটকা পড়ে।

    বিষয়টি জানাজানির পর কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)নাজমুল হাসানের নির্দেশে মেছো বাঘটি থানা পুলিশের হেফাজতে নিয়ে আসা হয়। বর্তমান মেছো বাঘটি থানায়ই রয়েছে।
    মেছো বাঘ থাকার কথা বন অথবা জঙ্গলে। কিন্তু তা না থেকে এখন মেছো বাঘ অবস্থান করছে থানায়। তবে কোন দাবী-দাওয়া নিয়ে নয়। বন থেকে লোকালয়ে চলে আসায় মানুষের হাত থেকে রক্ষা করার জন্য মেছো বাঘটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

    বর্তমান বিরল প্রজাতির মেছো বাঘটি পুলিশ হেফাজতে একটি খাঁচার মধ্যে বন্দী রয়েছে। তবে মেছো বাঘটি পুরোপুরি সুস্থ রয়েছে বলে জানান পুলিশ। বাঘটির নিরাপদ আশ্রয়স্থলে পৌঁছানোর জন্যও কাজ করছে তারা। এদিকে মেছো বাঘ আটকের খবর শুনে থানায় শতশত উৎসুক জনতার ভিড় করছে।

    কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, মেছো বাঘের আটকের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে বাঘটিকে উদ্ধার করা হয়। বর্তমান বাঘটি সুস্থ অবস্থায় থানায় রয়েছে। আমরা বনবিভাগের সাথে বিষয়টি নিয়ে যোগাযোগ করছি। আশা করছি বাঘটিকে নিরাপদে তার নিজ আশ্রয়স্থলে পৌঁছে দিতে পারব।

  • সিরাজগঞ্জে অর্থআত্মসাৎ এর অভিযোগে নারী ইউপি সদস্য আটক।

    সিরাজগঞ্জে অর্থআত্মসাৎ এর অভিযোগে নারী ইউপি সদস্য আটক।

    সিরাজগঞ্জে উপকারভোগীর কাছ থেকে মাতৃত্বকালীন ভাতার টাকা কৌশলে আত্মসাৎ এর অভিযোগে সায়দাবাদ ইউনিয়ন পরিষদের নারী সদস্য সীমা খাতুনকে আটক করেছে সদর থানা পুলিশ।ওই নারী ইউপি সদস্যকে আটকের পর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট সোপর্দ করা হয়।

    গতকাল রোববার বিকেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজ তার কার্যালয়ে অভিযোগটি তদন্ত করেন।তদন্ত শেষে নারী ইউপি সদস্য দোষী সাব্যস্ত হলে সীমা খাতুনের বিরুদ্ধে নিয়মিত মামলার নির্দেশ দেন।

    সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান সায়দাবাদ ইউনিয়ন পরিষদের নারী ইউপি সদস্য সীমা খাতুন পোড়াবাড়ি গ্রামের নুর ইসলামের মেয়ে নুরুন্নাহার মাতৃত্বকালীন ভাতা পাচ্ছিল। ওই ভাতার টাকা তিনি পাইয়ে দিয়েছেন মর্মে কৌশলে ভাতাভোগীর নিকট থেকে দুই দফায় ১৪ হাজার টাকা হাতিয়ে নেয়।
    এ বিষয়ে ভাতাভোগী নুরুন্নাহার সদর উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দাখিল করেন। রবিবার নির্বাহী অফিসার তার কার্যালয়ে উভয়ের উপস্থিতিতে শুনানী করেন।শুনানী শেষে নারী ইউপি সদস্য সীমা দোষী সাব্যস্ত হয়।পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
    নুরুন্নাহার সোমবার সীমার বিরুদ্ধে প্রতারনার অভিযোগে সদর থানায় মামলা দায়ের করেছে। সকল আইনি প্রক্রিয়া শেষে আসমিকে জেলহাজতে প্রেরন করেছে।

  • কলাপাড়ায় ১৫ মামলার আসামী জংলা শাহআলম আটক।

    কলাপাড়ায় ১৫ মামলার আসামী জংলা শাহআলম আটক।

    সৈয়দ মোঃ রাসেল ,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

    পটুয়াখালীর মহিপুরে ধর্ষন, ডাকাতিসহ ১৫ মামলার আসামী জংলা শাহআলমকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাত ১১ টার দিকে কুয়াকাটার লেম্বুর বন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে শাহআলমকে ধরতে একাধিকবার অভিযান চালিয়ে ব্যর্থ হয় পুলিশ। আটককৃত জংলা শাহআলম উপজেলার লতাচাপলী ইউপির পশ্চিম খাজুরা গ্রামের মৃত লেহাজ উদ্দিনের ছেলে। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান জানান, ধর্ষণ, ডাকাতি, গরুচুরিসহ অন্তত ১৫ টি মামলা রয়েছে শাহআলমের বিরুদ্ধে। মূলত এ অভিযুক্ত ব্যক্তি জঙ্গলেই লুকিয়ে বসবাস করতো। গতকাল রাতে জঙ্গলের মধ্যে থেকেই শাহআলমকে গ্রেফতার করা হয়েছে।