Tag: আটক

  • কাজিপুরের নাটুয়ারপাড়ায় মটরসাইকেলসহ চোর আটক।

    কাজিপুরের নাটুয়ারপাড়ায় মটরসাইকেলসহ চোর আটক।

    কাজিপুরের নাটুয়ারপাড়ায় মটরসাইকেলসহ চোর আটক।

    কাজিপুর(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে মটরসাইকেলসহ এক মোটরসাইকেল চোরকে আটক করেছে নাটুয়ারপাড়া ফাঁড়ি পুলিশ।

    ২১ শে সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ১০টায় উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়নের মগবাজার এলাকা হতে গোপন সংবাদের ভিত্তিতে ওই মোটরসাইকেল চোর চক্রের সদস্যকে আটক করা হয়েছে।
    আটককৃত আব্দুস সালাম (৪৫) নাটুয়ারপাড়া ইউনিয়নের ঘোড়াগাছা গ্রামের মৃত হযরত আলীর পুত্র।

    আটকের বিষয়টি নিশ্চিত করে নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ তসলিম উদ্দিন জানান,চোরাই গাড়ি কেনা-বেচার সাথে সম্পৃক্তদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেফকারকৃত আসামীর ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ব্যবস্হা নেওয়া হবে।

    তিনি আরও বলেন-এই চোরাই চক্রের সাথে একটি সক্রিয় গ্যাঙ জড়িত আছে বলে প্রাথমিক জিঙ্গাসা বাদে জানা যায়।

  • সিরাজগঞ্জে পুলিশের অভিযানে ছিনতাই চক্রের ১১ সদস্য আটক।

    সিরাজগঞ্জে পুলিশের অভিযানে ছিনতাই চক্রের ১১ সদস্য আটক।

    সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ শহরের বিভিন্ন মহল্লায় অভিযান চালিয়ে ছিনতাই চক্রের ১১ সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় ১১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

    শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম।

    আটকরা হলো মিরপুর উত্তরপাড়ার মৃত জুড়ান মন্ডলের ছেলে সালাউদ্দিন মন্ডল (২৫), চর মালশাপাড়া মহল্লার মৃত ইউনুসের ছেলে জসিম শেখ (২৫), মৃত রজব আলী শেখের ছেলে আতাউর হোসেন (৩০), পৌর এলাকার মিরপুর হায়দারপাড়া এলাকার মৃত আব্দুল গনি শেখের ছেলে মো. হেলাল শেখ (২৫), একই এলাকার বাবলু শেখের ছেলে আলমগীর শেখ (৩০), হাসিবুল শেখের ছেলে হাশর শেখ (২২), ইউসুফ আলীর ছেলে মনিরুল ইসলাম (২৪), সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চক শিয়ালকোল গ্রামের মেত জেনদাল মোল্লার ছেলে সুমন (৩০), পৌর এলাকার সাহেদনগর ব্যাপারীপাড়া এলাকার কালাম ব্যাপারীর ছেলে কাইয়ুম (৩০), একই এলাকার সানোয়ার হোসেনের ছেলে নাঈম (১৯) ও মিরপুর কালাচান মোড় এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে খাইরুল ইসলাম (২৩)।

    সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, বেশ কিছুদিন যাবৎ শহরে ছিনতাইয়ের ঘটনা ঘটলেও এ বিষয়ে থানায় কোন ভুক্তভোগী অভিযোগ করেননি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানতে পেরে সদর থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশকে নির্দেশ দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় ১১ ছিনতাইকারীকে আটক করা হয়।

    তিনি আরও বলেন, আটকদের বিরুদ্ধে মাদক ও ছিনতাইয়ের অভিযোগে একাধিক মামলা রয়েছে।

  • চুয়াডাঙ্গায় ভূয়া সাব ইন্সপেক্টর আটক।

    চুয়াডাঙ্গায় ভূয়া সাব ইন্সপেক্টর আটক।

    ডেস্ক নিউজঃ চুয়াডাঙ্গার পৌর শহর থেকে পুলিশের ভুয়া সাব ইন্সপেক্টর পরিচয়দানকারী ইকরাম হোসেন (সবুজ মিয়া) (৪৫) নামের এক প্রতারক চক্রের সদস্যকে আটক করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ।শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ২টার সময় তাকে আটক করা হয়।

    আটকৃত সবুজ মিয়া ফরিদপুর জেলার সালথা গ্রামের মৃত বাচ্চু সর্দারের ছেলে।

    চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ(ওসি)আবু জিহাদ ফকরুল আলম খান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,শুক্রবার পৌর শহরে ঢাকাগামী রয়েল পরিবহনের বাসের ড্রাইভার জালালের কাছে পুলিশের সাব ইন্সপেক্টর পরিচয় দিয়ে প্রতারণা করেন সবুজ।

    গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার উপ-পরিদর্শক হাদিউজ্জামান সঙ্গীয়ও ফোর্স নিয়ে আটক করা হয় ভুয়া সাব ইন্সপেক্টর পরিচয়দানকারী সবুজ মিয়াকে।

    পরে তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদে জানা যায় তিনি পুলিশ কোন সদস্য নন। গত ১১ সেপ্টেম্ব আটক সবুজ মিয়ার বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি প্রতারনার মামলা হয়। ওই মামলায় তিনি পলাতক ছিলেন।

    এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন থানায় আরো ৪টি ফৌজদারি মামলা রয়েছে। আটকের পর প্রতারক সবুজ মিয়াকে আশুলিয়া থানার মামলায় আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

    সূত্রঃ বাংলা নিউজ ২৪

  • ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী আটক।

    ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী আটক।

    মেহেদী হাসান উজ্জ্বল,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

    দিনাজপুরের ফুলবাড়ীতে র‌্যাব-১৩ ক্রাইম প্রিভেনশন কোম্পানি-১ এর একটি অভিযানিক দল র‌্যাবের চেকপোষ্টে গাড়ী তল্লাশী চালিয়ে ৩৩২ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায় জড়িত দুই জনকে আটক করা হয়। তাদের ব্যবহৃত পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে।

    আটককৃতরা হলেন নীলফামারী জেলার ডোমার উপজেলার বেতগাড়া চেয়ারম্যানপাড়া গ্রামের লিমন ইসলাম ও পশ্চিম বোড়াগাড়ী গ্রামের মোসাব্বির হোসেন।

    র‌্যাব জানায়, শনিবার সকালে গোপন তথ্যের ভিত্তিতে ফুলবাড়ী উপজেলার পূর্ব নারায়ন এলাকায় একটি জরুরী চেকপোষ্ট স্থাপন করা হয়। এ সময় একটি পিকআপ ভ্যান সন্দেহ হলে তল্লাশী করে তাদের স্যান্ডেরের সোলের ভিতর থেকে ৩৩২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২০ লক্ষ টাকা।

    র‌্যাব আরো জানায় প্রাথমিক জিঙ্গাসাবাদে তারা বেশকিছুদিন ধরে মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার কথা শিকার করেছে। এব্যাপারে র‌্যাব বাদী হয়ে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করে তাদের সস্তান্তর করা হবে।
    ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত অফিসার্স ইনচার্জ ওসি আশ্রাফ ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের র‌্যাব এখানো থানায় হস্তান্তর করেনি,তাদের প্রস্তুতি শেষে থানায় এলেই মামলা রজু করা হবে।

  • সাভারের আশুলিয়ায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় আটক-১।

    সাভারের আশুলিয়ায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় আটক-১।

    স্মৃতি রানি,স্টাফ রিপোর্টারঃ রাজধানীর সাভারের আশুলিয়ায় গৃহকর্মীকে মারধর করে মাথা ন্যাড়া করে দেওয়ার ঘটনায় অভিযুক্ত দেলোয়ার হোসেনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত লিপিকেও আটকের চেষ্টা চলনো হচ্ছে।

    শুক্রবার ( ১৭ সেপ্টেম্বর )সকাল ৯ টার সময় এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ- পরিদর্শক ইউনুস আলী।

    বৃহস্পতিবার রাত ১০ টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়।

    তথ্যসূত্রে জানা যায় ভুক্তভোগী নারীকে বাসায় কাজের জন্য ডেকে নিয়ে যায় দেলোয়ার দম্পতি। ভুক্তভোগী বাসায় কাজ করার সময় ঘর থেকে লিপি বের হয়ে যায়। এই সুযোগে দেলোয়ার গৃহকর্মীর শ্লীলতাহানি করেন। এসময় লিপি ঘরে ফিরে তাকে মারধর শুরু করেন।

    এক পর্যায়ে ওড়না দিয়ে বেধে বিকেল পর্যন্ত মারধর করে তার স্পর্শকাতরা স্থানে আয়রনের ছ্যাকা দেন। পরে জাত ও পায়ের নক তুলে ফেলার চেষ্টা করেন।

    শেষ পযর্ন্ত মাথার চুল কেটে দেন তারা। এ ঘটনায় ওই বাড়ির ওপর এক ব্যক্তি তাকে উদ্ধার করে বাসায় পাঠিয়ে দেন। বুধবার ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি হয় তিনি।

    আশুলিয়া থানার উপ-পরিদর্শক ইউনুস জানান ওই নারীকে শ্লীলতাহানির অভিযোগে দেলোয়ার হোসেনকে আটক করা হয়ছে। লিপিকে আটকের জন্য অভিযান চালানো হয়েছে।

  • ফুলবাড়ীতে মাদক বিরোধী অভিযানে গাজাঁসহ ৪ মাদক ব্যবসায়ী আটক।

    ফুলবাড়ীতে মাদক বিরোধী অভিযানে গাজাঁসহ ৪ মাদক ব্যবসায়ী আটক।

    ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ফুলবাড়ীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩২ কেজি গাজাঁসহ চার মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।

    বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার কাজিহাল ইউনিয়নের পুখুরী সিমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩২কেজি গাজাঁসহ ওই ৪ মাদক কারবারিকে আটক করা হয়।

    আটক ব্যাক্তিরা হলেন উপজেলার পুখুরী গ্রামের মৃত্য বাকো সরেনের ছেলে কাদো সরেন (৬০), কাদো সরেনের স্ত্রী দুলিনা টুড (৪৫) বিরামপুর উপজেলার চন্ডিপুর গ্রামের কেশোড মার্ডির ছেলে সুনিল মার্ডি (৪৫), ফুলবাড়ী উপজেলার পুখুরী গ্রামের মোজাফ্ফর মন্ডলের স্ত্রী জোসনা বেগম (৪৫)।
    এই ঘটনায় ফুলবাড়ী থানায় মাদক ও চোরাচালান বিরোধী আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়।

    ফুলবাড়ী থানার ওসি আশ্রাফুল ইসলাম বলেন অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে তিনিসহ একটি অভিযানীক দল উপজেলার পুখুরী গ্রামের আদিবাসি বাড়ীতে অভিযান চালিয়ে ২০ কেজি গাজাঁসহ কাদো সরেনসহ কাদো সরেনের স্ত্রী ও তার সহযোগী সুনিল মার্ডিকে আটক করা হয়, এরপর একই এলাকায় অভিযান চালিয়ে ১২কেজি গাজাঁসহ মোজাফ্ফর মন্ডলের স্ত্রী জোসনা বেগমকে আটক করা হয়।

  • বিয়ের প্রলোভনে নারীর নগ্ন ভিডিও ধারনের প্রতারক প্রেমিক আটক।

    বিয়ের প্রলোভনে নারীর নগ্ন ভিডিও ধারনের প্রতারক প্রেমিক আটক।

    গোলাম রব্বানী শিপন,বিশেষ প্রতিনিধিঃ বগুড়া জেলা শেরপুর থানা এলাকার এক দিনমজুরের মেয়ে (ছদ্দনাম) নাম ন্যান্সি বয়স (২৬)। তিনি এক সন্তানের জননী। সংসারের অভাব অনাটনের তাড়নায় পাড়ি জমাতে বাধ্য টাকার শহর রাজধানী ঢাকায়। চাকুরী পায় ঢাকা জেলার সাভার থানার হেমায়েতপুরের একটি সুনাম ধন্য গার্মেন্টস ফ্যাক্টরিতে। কিন্তু তাতেও অভাগিনির পোড়া কপালে সুখ সইল না স্বামী আরেকটি বিয়ে করে তাকে ডিভোর্স দেয়। স্বামীহারা হয়ে মানুষিক ভাবে ভেঙ্গে পরলেও একমাত্র সন্তানের ভবিষৎ এর কথা চিন্তা করে বেঁচে থাকার স্বপ্ন দেখে ন্যান্সি। এভাবেই চলছিল তাঁর দিন। এরই ধারাবাহিকতায় গত কয়েক মাস আগে একটি অপরিচিত মোবাইল নম্বর থেকে কল আসে ন্যান্সির নাম্বরে। পরিচয় দেয় তাঁর শুভাকাঙ্ক্ষী।

    পরবর্তীতে ন্যান্সিকে বিভিন্ন সময়ে কল দিতে থাকে অচেনা ওই যুবক।। মিষ্টি মিষ্টি কথাবার্তার এক পর্যায়ে ধুরন্ধর ছেলেটি তার স্বার্থ হাসিলের জন্য ন্যান্সিকে তার কিছু নগ্ন ছবি ও ভিডিও দেওয়ার জন্য অনুরোধ করে। তাহার এই ধরনের প্রস্তাবে রাগান্বিত হয় ন্যান্সি। এক সময় যোগাযোগ বন্ধ করে দেয় সেই অচেনা ব্যক্তিটির সঙ্গে। অচেনা ব্যক্তিটি তার স্বার্থ হাসিলের জন্য আটঘাট বেধে লেগে পরে এবং জানায় সে অবিবাহিত এবং ন্যান্সিকেই বিয়ে করবে। ন্যান্সি সরল বিশ্বাসে তার সন্তানের ভবিষৎ এর কথা চিন্তা করে অচেনা অজানা প্রতারকের কথায় রাজি হয়ে যায়। এবং তার কথামত নিজের নগ্ন ভিডিও মোবাইলে ধারণ করে নিজের ব্যবহৃত ডযধঃংধঢ়ঢ় এর মাধ্যমে প্রতারকের ডযধঃংধঢ়ঢ় এ পাঠিয়ে দেয়। কিন্ত কথায় আসে না “অভাগা যেদিকে যায় সেদিকে সাগর শুকিয়ে যায়চ্। নগ্ন ভিডিও পাঠিয়ে দেওয়ার সাথে-সাথেই সেই ভিডিও ডাউনলোড করে ন্যান্সিকে পাঠিয়ে টাকা দাবি করা শুরু করে এবং টাকা না পেলেই নগ্ন ভিডিওটি ছড়িয়ে দিবে সোস্যাল মিডিয়ায়। হতভাগী ন্যান্সি উপায়ন্তর না দেখে সিদ্ধান্ত নেয় আত্মহত্যার।, কিন্তু সন্তানের মুখের দিকে তাকিয়ে সেটা তাঁর সম্ভব হয়ে উঠে না।

    সর্বশেষ এক নিকট আত্মীয়ের মাধমে হাজির হয় বগুড়া জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী (বিপিএম) সেবার নিকট। পুলিশ সুপারের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরীর তত্ত্বাবধানে কাজ শুরু করে জেলা গোয়েন্দা শাখা, বগুড়ার “সাইবার টিম। তথ্য প্রযুক্তির সহায়তায় খুব দ্রুত সময়ের মধ্যেই শনাক্ত করতে সক্ষম হয় অচেনা অজানা প্রতারককে।

    তারই ধারাবাহিকতায় ডিবি, বগুড়াথর ইনচার্জ সাইহান ওলিউল্লাহ এর নেতৃত্বে ১৪ সেপ্টেম্বর ১১.৪৫ মিনিটে নিখুঁত গোয়েন্দা তথ্য ও প্রযুক্তিগত সহায়তার ভিত্তিতে ঢাকা জেলার সাভার থানাধীন হেমায়েতপুর, বড়ারী এলাকায় অভিযান পরিচালনা করে আটক করা হয় সাইবার প্রতারক সেই মনির হোসেন (২৯), কে। মনির হোসেনের পিতার নাম রিয়াজ উদ্দিন প্রাং। সাং- মহিষভাঙ্গা, পোস্টঃ হারোয়া, থানাঃ বড়াইগ্রাম, জেলাঃ নাটোরকে। আটককালে তার হেফাজত থেকে উদ্ধার করা হয় ১টি অপপ কোম্পানীর স্মার্ট মোবাইল ফোন ও বিভিন্ন কোম্পানীর ৪ টি সিমকার্ড।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামী মনির হোসেন জানায়, সে ইতিপূর্বেও প্রতারনার মাধ্যমে একাধিক বিয়ে করেছে। বাদীনি যে প্রতিষ্ঠানে চাকুরী করে সেই একই প্রতিষ্ঠানে সিকিউরিটি গার্ডের চাকুরীর সুবাদে বাদীনিকে দেখতে পায় প্রতারক মনির। তাকে দেখে মনিরের খুব পছন্দ হলে গোপনে তার মোবাইল নাম্বর সংগ্রহ করে এবং তাহার নাম্বরে ফোন দিয়ে মিথ্যা পরিচয়ে কথা বলতে থাকে। কথা বলার এক পর্যায়ে মনির বাদীনিকে তাহার কিছু অশ্লিল ছবি ও ভিডিও দেওয়ার জন্য বললে বাদীনি অসম্মতি জানায়, এবং মনিরের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়।

    পরবর্তীতে আসামী মনির অসহায় বাদীনিকে বিবাহের প্রলোভন দেখিয়ে বাদীনি আসামী মনিরকে সরল বিশ্বাসে তাহার একটি নগ্ন ভিডিও তাহার ব্যবহৃত ডযধঃংধঢ়ঢ় এর মাধ্যমে আসামী মনিরের ডযধঃংধঢ়ঢ় এ পাঠায়। আসামী মনির তাৎক্ষনিক উক্ত ভিডিও তার মোবাইলে ডাউনলোড করে বাদীনিকে পাঠায় এবং মোবাইল ফোনে জানায় তাকে ২০ হাজার টাকা দিতে হবে, অন্যথায় তার নগ্ন ভিডিও ইন্টারনেটে ভাইরাল করে দিবে। বাদীনি মনিরের হুমকিতে ভিতূ হয়ে বিভিন্ন সময়ে বিকাশে ৮হাজার টাকা প্রেরণ করে। উল্লেখ্য যে, মনির বাদীনিকে দেখিয়াছে কিন্তু বাদীনি কখনো আসামী মনিরকে দেখে নাই, সেই সুযোগ টাই কাজে লাগিয়ে স্বার্থ হাসিল করিয়াছে প্রতারক মনির।

    প্রকাশ থাকে যে, তাহার মোবাইল ফোন প্রাথমিক বিশ্লেষনে জানা যায়, বাদীনিসহ, একাধিক মেয়েদের সাথে এই ধরনের সাইবার অপরাধ করিয়াছে ।

    আটককৃত আসামী মনির হোসেন নিজের পরিচয় গোপন করে বিবাহের প্রলোভন দেখিয়ে বাদীনির নগ্ন ভিডিও সংগ্রহ করিয়া উক্ত ভিডিও তাহার মোবাইলে সংরক্ষন করিয়া বাদীনির সামাজিক মর্যাদা হানি করা ও ভয়ভীতির মাধ্যমে অর্থ আদায় করার লক্ষ্যে ইন্টারনেটে ছাড়িয়া দিবে বলিয়া বাদীনির নিকট টাকা দাবি ও গ্রহন করায় আটককৃত আসামীর বিরুদ্ধে বগুড়া শেরপুর থানায় পর্ণগ্রাফি নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

  • তালেবান গোষ্ঠীর প্রশংসায় বক্তব্য; মসজিদের খতিব আটক।

    তালেবান গোষ্ঠীর প্রশংসায় বক্তব্য; মসজিদের খতিব আটক।

    আফগানিস্তানের তালেবান গোষ্ঠীর প্রশংসা করে বক্তব্য দেয়ার অপরাধে তিউনিশিয়া সরকার দেশটির একটি মসজিদের খতিবকে আটক করেছে। ইরানের বার্তা সংস্থা ইরনা এ খবর নিশ্চিত করেছেন।

    ওই বার্তায় বলা হয়েছে,তালেবান আফগানিস্তান ক্ষমতা দখল করার পর তিউনিশিয়ার আল-কাসেরিন শহরের একটি মসজিদের ওই খতিব সম্প্রতি তালেবানের প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন।

    এ ব্যাপারে অভিযোগ পাওয়ার পর কাসেরিন শহরের একজন মেজিস্ট্রেট ওই খতিবকে আটক করার নির্দেশ দেন। খতিব সাহেবের বিরুদ্ধে অভিযোগ, তিনি গত শুক্রবারের জুমার নামাজের খুতবায় তালেবানদের প্রশংসা করে বক্তব্য রাখেন।ওই খতিবকে আটকের পর সন্ত্রাস বিরোধী বিশেষ আদালতে সোপর্দ করা হয়েছে। তবে বার্তায় ওই মসজিদ ও খতিবের নাম উল্লেখ করা হয়নি। অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দিচ্ছেন তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ।

    আফগানিস্তানের তালেবানদের হাতে দেশটির রাজধানী কাবুলের পতন হয়। বিশ্লেষকরা বলছেন, আমেরিকাসহ পশ্চিমা দেশ গত ২০ বছর ধরে আফগানিস্তানকে তাদের মতো করে পুনর্গঠনের যে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন তালেবানের ক্ষমতা দখলের ফলে তাদের সকল প্লান পুরোপুরি ব্যর্থ হয়েছে।

    কাবুল নিয়ন্ত্রণ গ্রহণ করার ২০ দিন পর তালেবান মোল্লা হাসান আখুন্দের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার ঘোষণা করেছে।
    সূত্রঃ আমার সংবাদ

  • উল্লাপাড়ায় হেরোইনসহ শীর্ষ ৪ মাদক ব্যবসায়ী আটক।

    উল্লাপাড়ায় হেরোইনসহ শীর্ষ ৪ মাদক ব্যবসায়ী আটক।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি পুলিশের সদস্যরা মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১২ গ্রাম হেরোইনসহ শীর্ষ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছেন।

    আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন উপজেলার নতুন দাদপুর গ্রামের কিসমত আলীর ছেলে শহিদুল ইসলাম(৪০), শাহজাদপুর উপজেলার মশিপুর বাজারপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে রাকিব হোসেন(২০), একই উপজেলার মশিপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত আজিম হোসেনের ছেলে লিটন প্রামাণিক ও মশিপুর পূর্বপাড়া গ্রামের মৃত অক্ষয় চন্দ্র সূত্রধরের ছেলে স্বপন কুমার সূত্রধর(৪৯)।

    সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশ SIRAJGANJ DISTRICT POLICE [10 SEPTEMBER 2021] নামের একটি ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেছেন।

    তাদের ওই ফেসবুক পেজে জানানো হয় গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় সিরাজগঞ্জ  গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মেহেদী হাসানের নেতৃত্বে উল্লাপাড়া উপজেলার শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড এলাকায় শুক্রবার রাত সাড়ে ৩ টার সময় এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

    এ সময় আটক মাদক ব্যবসায়ীদের নিকট থেকে ১২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উল্লাপাড়া মডেল থানায় মামলা রজু করা হয়েছে।

     

  • উল্লাপাড়ায় হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী আটক।

    উল্লাপাড়ায় হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী আটক।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটিলিয়ান র‌্যাব-১২’র অভিযানে হেরোইনসহ মোঃ জয়নাক আবেদিন(৬৫)নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

    আটককৃত মাদক ব্যবসায়ী ঢাকার কেরানিগঞ্জের নরন্ডি গ্রামের মৃত সোলেমান আলমের ছেলে।

    ৯ সেপ্টেম্বর দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১২’র এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।

    প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয় গতকাল বুধবার ৮ সেপ্টেম্বর রাত পৌণে ১১ টার সময় র‍্যাব-১২ এর কার্য্যালয়ের উত্তর পাশে ভাই ভাই টেলিকম ও মুদির দোকানের সামনে পাঁকা রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদকসহ ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাকে তল্লাশি করে ৫০ গ্রাম হেরোইন,একটি মোবাইল সেট ও নগদ ১ হাজার ৫’শ ৯০ টাকা উদ্ধার করা হয়।

    উদ্ধার হওয়া আলামতসহ আটককৃতর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।