Tag: আটক

  • গজারিয়ায় চাঞ্চল্যকর মিম হত্যা মামলার প্রধান আসামী সংগ্রামসহ আটক-২।

    গজারিয়ায় চাঞ্চল্যকর মিম হত্যা মামলার প্রধান আসামী সংগ্রামসহ আটক-২।

    গজারিয়া(মুন্সিগঞ্জ)প্রতিনিধিঃ মুন্সিগঞ্জ জেলার গজারিয়ার হোসেন্দী ইউনিয়ন ইসমানির চর গ্রামের চাঞ্চল্যকর মিম হত্যা মামলার প্রধান আসামি সংগ্রাম মোল্লাসহ দুই আসামিকে গ্রেপ্তার করেছে গজারিয়া থানা পুলিশ।আটককৃত আসামিরা হলেন সংগ্রাম মোল্লা(২৪) ও নিঝুম(২২) ।

    গজারিয়া তদন্ত কেন্দ্র কর্মকর্তা মিম হত্যা মামলার তদন্ত অফিসার মোজাম্মেল হক জানান ৫ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় ভারত সীমান্তবর্তী এলাকা থেকে অভিযান চালিয়ে মিম হত্যাকাণ্ডে জড়িত প্রধান আসামি সংগ্রামসহ অপর এক আসামি নিঝুমকে আটক করা হয়।

    আটককৃত আসামিদের রিমান্ড দাবি করে জেলা কোট হাজতে পাঠানো হয়েছে।

    নিহত মিম পরিবার সূত্রে জানা যায় গত ১৫ সেপ্টেম্বর বুধবার সকাল ১০ টার সময় এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। হাতুড়ি পেটায় আহত মিম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নয়দিন মৃত্যুর সাথে লড়াই শেষে ২৪ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন।২১ সেপ্টেম্বর গজারিয়া থানায় মামলা দায়ের করেন নিহত মিমের বাবা। গত ২৫ সেপ্টেম্বর সকালে মিম হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন যুবক রাজিব কে আটক করে গজারিয়া থানা পুলিশ। গত ৫ অক্টোবর মঙ্গলবার মিম হত্যা মামলার প্রধান আসামি সংগ্রাম ও অপর এক আসামি নিঝুম সহ ৩ আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে গজারিয়া থানা পুলিশ।

    গজারিয়া থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ রইছ উদ্দিন জানান আটক করা সংগ্রাম মোল্লা এবং নিঝুম তারা হত্যা মামলাসহ ডাকাতি, ছিনতাই , হত্যাসহ একাধিক মামলার আসামি। তারা ভাড়াটিয়া অপরাধী চক্রের সদস্য। তাদের গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে মিম হত্যাকাণ্ড সহ অন্যান্য অপরাধের গুরুত্বপূর্ণ তথ্য জানা গেছে। মিম হত্যাকাণ্ডে জড়িত অপর আসামিদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান অব্যাহত আছে।

  • রাজশাহীতে অপহরণ চক্রের দুই নারীসহ ৩ সদস্য পুলিশের হাতে আটক।

    রাজশাহীতে অপহরণ চক্রের দুই নারীসহ ৩ সদস্য পুলিশের হাতে আটক।

    শাহীন আলম,রাজশাহীঃ রাজশাহীতে অপহরণ চক্রের ৩ সদস্য পুলিশের হাতে আটক হয়েছে। মঙ্গলবার ৫ অক্টোবর দুপুর ১২ টার সময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। সোমবার রাজশাহী গোয়েন্দা পুলিশের একটি অভিযানিক দল নগরীর অলোকার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণ চক্রের ওই ৩ সদস্যকে আটক করা হয়।

    আটককৃতরা হলেন রাজশাহীর পবা থানার চৌবাড়িয়া গ্রামের ইউসুফ আলী মাষ্টারের মেয়ে ও ফরিদ হোসেনের স্ত্রী মোছাঃ নার্গিস নাহার হেলেনা(৫২),বোয়ালীয়া থানার পঞ্চবটি গ্রামের মৃত খলিলের মেয়ে ও রানার স্ত্রী মোছাঃ কোহিনূর বেগম রাত্রী(৪২) ও একই এলাকার সুলতানাবাদ গ্রামের আমিনুর রহমানের ছেলে বাপ্পী(৩২)।

    পুলিশ সূত্রে জানা যায়, বাসা বাড়ীতে নিয়ে গিয়ে নারী দ্বারা অশ্লীল ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করার ভয় দেখিয়ে জিম্মি করে মুক্তিপণ ও চাঁদা আদায় করে আসছিল এই চক্রটি। অপহরণ চক্রটি বিভিন্ন পেশার মানুষকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ফুঁসলিয়ে বাড়ীতে নিয়ে যায়। পরে নারীদের সাথে মেলামেশা অবস্থায় অশ্লীল ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করার ভয় দেখায় ও জিম্মি করে মুক্তিপণ আদায় করে।

    পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামীদের নিকট থেকে প্রতারণা করে হাতিয়ে নেওয়া ৬ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন দীর্ঘদিন এই ধরনের ঘৃণ অপকর্ম করে আসছেন তারা। অনেকে এই চক্রের শিকার হলেও নিজেদের সম্মান, পারিবারিক ও সামাজিক মর্যাদা খুন্ন হওয়ার ভয়ে অভিযোগ করার সাহস পাচ্ছিল না।

  • কামারখন্দে দুই অটোভ্যান চোরকে আটকের পর পুলিশে সোপর্দ

    কামারখন্দে দুই অটোভ্যান চোরকে আটকের পর পুলিশে সোপর্দ

    নিজস্ব প্রতিবেদকঃ সিরাজগঞ্জের কামরখন্দ উপজেলায় দুই অটোভ্যান চোরকে জনতা ভদ্রঘাট বাজার এলাকা থেকে আটক করেন। চোরদ্বয়ের প্রতি জনতার আগ্রাসন অবস্থা ব্যগতিক দেখে কামারখন্দ পুলিশে সোপর্দ করা হয়েছে।

    জানা যায় মঙ্গলবার ৫ অক্টোবর ভোর রাতে উপজেলার ভদ্রঘাট বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে।

    আটককৃত চোরচক্রের দুই সদস্য হলেন উপজেলার বাগবাড়ি গ্রামের মৃত শরৎ আলীর ছেলে কায়েস উদ্দিন মজনু(৩০) ও শাহজাদপুর উপজেলার দরিয়াপুর গ্রামের মৃত তফিজ উদ্দিনের ছেলে মুলার(২৯)।

    এ ঘটনা নিশ্চিত করে কামারখন্দ থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ জানান চুরি হওয়া অটোভ্যান মালিক শাজাহান আলী সারাদিন কাজ শেষে করে রাতে নিজ বাড়িতে তার অটোভ্যানটি চার্জে লাগিয়ে দিয়ে ঘুমিয়ে পরেন। ঘুম থেকে উঠেই দেখেন তার অটোভ্যান চুরি হয়ে গেছে। এমনতাবস্থায় চিৎকার শুরু করে।এতে প্রতিবেশিরা জাগ্রত হওয়ার কারনে কিছু দুরে গিয়ে চুরি করা ভ্যানটি রেখে চোরদ্বয় আত্মরক্ষার চেষ্টা করে। লোকজনের আভাস পেয়ে তারা প্রতিবেশি হামিদের ঢুকে পড়ে।পরে স্থানীয়দের সহযোগিতায় চোর দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

    আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি ও মাদক দ্রব্যনিয়ন্ত্রণ আইনে ৪টি মামলা রয়েছে।এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা রজু করে মঙ্গলবার ৫ অক্টোবর দুপুরে সিরাজগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।

  • ছাতকে নিখোঁজ গৃহবধূর লাশ পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার,স্বামী আটক।

    ছাতকে নিখোঁজ গৃহবধূর লাশ পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার,স্বামী আটক।

    ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগ‌ঞ্জের ছাত‌ক উপজেলায় নিখোঁজ নাজ‌মিন বেগম (২৬) নামের এক গৃহবধূর লাশ স্বামীর পুকু‌‌রের পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে-রহস্য উদঘাটনে স্বামীকে আটক করেছে পুলিশ।

    গত রবিবার (৩ অক্টোবর)সকালে স্বামীর বা‌ড়ি থেকে নিখোঁজ হন গৃহবধূ নাজ‌মিন বেগম। একদিন পর(৪ অক্টোবর) সোমবার সকা‌লে নি‌খোঁজ গৃহবধুর লাশ স্বামীর পুকু‌রের পানিতে ভাসতে দেখে স্থানীয় লোকজন দেখে উপজেলার জা‌হিদপুর পু‌লিশ ফা‌ড়িতে খবর দেন। খবর পে‌য়ে পু‌লিশ ঘটনাস্থ‌লে পৌ‌ছে গৃহবধুর লাশ উদ্ধার ক‌রে‌ন।

    জানা যায়, উপজেলার ছৈলা আফজলাবাদ ইউনিয়নের লাকেশ্বর গ্রামের ছুরাব আলীর মেয়ে নাজমিন বেগমকে চার বছর আগে বিয়ে দেন একই উপজেলার দোলারবাজার ইউনিয়নের কাটাশলা গ্রামের সমর আলীর ছেলে সুমনের সাথে। মোজাম্মেল নামের ৯ মাসের একটি পুত্র সন্তানও রয়েছে তাদের। সম্প্রতি ওই গৃহবধূকে মারধরসহ নির্যাতনের অভিযোগ উঠে পরিবারের বিরুদ্ধে। অন্য মেয়ের সাথে পরকীয়া আসক্ত থাকার অভিযোগ দিতেন স্বামীর নামে নাজমিন। যে কারণে গত ১৭ সেপ্টেম্বর পুত্রকে নিয়ে পিত্রালয়ে চলে যান নাজমিন। পারিবারিকভাবে বিষয়টি নিস্পত্তি করে ২ অক্টোবর পুত্রবধূকে বাড়িতে নিয়ে আসেন শ্বশুর সমর আলী। কিন্তু ৩ অক্টোবর সকালে তাদের কন্যাকে পাওয়া যাচ্ছেনা বলে জানানো হয় ছুরাব আলীর পরিবারকে।

    এ বিষয়ে ছুরাব আলী বাদি হয়ে জামাতা সুমন মিয়া (২৮) তার পিতা সমর আলী (৫৫) ও মাতা দিলারা বেগম (৪০) কে অভিযুক্ত করে ওইদিন রাতেই ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

    এ ব্যাপারে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজিম উদ্দিন জানান, জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী সুমন মিয়াকে আটক করা হয়েছে। হত্যা না আত্মহত্যা এ বিষয়ে কিছুই বলা যাচ্ছে না। লাশের ময়না তদন্তে সুনামগঞ্জ পাটানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। আপাদত থানায় অপমৃত্যুর মামলা নেয়া হবে।

  • মুন্সিগঞ্জে আন্তঃজেলা মাদক চোরাকারবারী দলের ৪ সদস্য আটক।

    মুন্সিগঞ্জে আন্তঃজেলা মাদক চোরাকারবারী দলের ৪ সদস্য আটক।

    গজারিয়া প্রতিনিধিঃ মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার গজারিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রইছ উদ্দিনের নেতৃত্বে গজারিয়া থানার এক দল চৌকস সংঙ্গী ফোর্স নিয়ে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের তেতৈলতলা গ্রাম সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রামগামী লেনে তথ্য প্রযুক্তির মাধ্যমে অভিযান পরিচালনা করে আন্তঃজেলা মাদক চোরাচালান দলের ৪ সদস্য কে আটক করতে সক্ষম হয়।

    ৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোর ৫:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কে আটক করা হয়।

    আটককৃতরা হলেন কুমিল্লার মেঘনা থানার নয়াগাও গ্রামের দুধ মিয়ার ছেলে মোঃ ইসমাইল হোসেন (৩৫),নারায়নগঞ্জের রুপগঞ্জ থানার রামপাড়া গ্রামের মোঃ মনির হোসেন (৩০), মুন্সিগঞ্জের গাজারিয়া থানার বালুয়াকান্দি উত্তরপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মোঃ সৌরভ(২০) ও একই এলাকার তারামিয়ার ছেলে মোঃবাদল মিয়া (২০)।

    এবিষয় নিশ্চিত করে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রইছ উদ্দিন জানায় আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে উদ্ধারকৃত বিদেশী বিয়ার কুমিল্লা মুন্সিগঞ্জ-নারায়ণগঞ্জ অঞ্চলের বিভিন্ন জায়গায় পাইকারি ও খুচরা বিক্রি করার উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছেন।

    তাদের বিরুদ্ধে মুন্সিগঞ্জ,নারায়ণগঞ্জ ও কুমিল্লা জেলার বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।জব্দকৃত ৮৫০ ক্যান বিদেশি বিয়ারের বর্তমান বাজার মূল্য ৫লক্ষ টাকা।

  • নলডাঙ্গায় পুলিশের অভিযানে ১১ জুয়ারি আটক।

    নলডাঙ্গায় পুলিশের অভিযানে ১১ জুয়ারি আটক।

    নলডাঙ্গা(নাটোর) প্রতিনিধিঃ নাটোরের নলডাঙ্গার হালতিবিলে অভিযান চালিয়ে নৌকা, তাস ও নগদ টাকাসহ ১১ জন জুয়ারুকে আটক করেছে, নলডাঙ্গা থানা পুলিশ। হালতিবিলের বিভিন্ন স্থান থেকে বুধবার বিকালে তাদের আটক করা হয়।

    গ্রেফতারকৃতরা হলেন,পিপরুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ঠাকুর লক্ষীকোল গ্রামের মৃত করিম শিকদারের ছোট ছেলে ইউনিয়ন বিএনপির বর্তমান যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম(হুমায়ূন শিকদার)(৫৫) একই ইউনিয়নের শ্যামনগর গ্রামের মৃত.আঃ রহমানের বড় ছেলে ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার ইউনিয়ন বিএনপির বর্তমান যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাংগঠনিক সম্পাদক জোনাব আলী(৫৬)ঠাকুর লক্ষীকোল গ্রামের মৃত কোকন সরদারের ছেলে গত ইউপি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য মোঃ ছাইদুর রহমান (৫৫)১ নং ব্রক্ষপুর ইউনিয়নের মৃত আলিম উদ্দিনের ছেলে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও যানবাহনে পৌর ট্যাক্স আদায়কারী মোঃতায়েজ উদ্দিন (৫৬) পিপরুল ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামের মহির উদ্দিনের ছেলে নৌকার মালিক ও মাঝি শাহানুর ইসলাম (২৮)একই গ্রামের মৃত লবাইয়ের ছেলে নৌকার মাঝি সাইফুল ইসলাম(৫০) আনোয়ার ব্যাপারীর ছেলে বিলহালতি ত্রিমোহনী কলেজের ডিগ্রি পরীক্ষার্থী মনিরুল ইসলাম (১৯) জসমত আলীর ছেলে একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী জাহিদুল ইসলাম (২৪) হোসেন আলীর ছেলে দিঘাপতিয়া এমকে কলেজ হতে ডিগ্রি পাস ছাত্র আলামিন(২৪) ইউনুস আলীর ছেলে নাটোর নবাব সিরাজ উদ্দ-দৌলা সরকারি কলেজ হতে অনার্স পাসকৃত হেলাল হোসেন(২৪) ভূষণগাছা পূর্ব পাড়ার সামাদ খলিফার ছেলে মাসুম খলিফা(১৯)।

    নলডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন,গোপন সংবাদের ভিত্তিতে নলডাঙ্গা থানা পুলিশের অভিযানে বুধবার(২৯ সেপ্টেম্বর) বিকেলে,হালতি বিল(পাটুল-মিনি কক্সবাজার খ্যাত)হতে,নৌকায় ও পর্যটন অফিসের নির্মাণাধীন ভবন হইতে মোট ১১জন জুয়ারুকে টাকা দিয়ে জুয়া খেলা অবস্থায় আটক করা হয় এবং একটি নৌকা,জুয়া খেলার উপকরণ ও নগদ ১৩,২৫১ টাকা উদ্ধার ও জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃৃৃহঃবার সকালে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

  • গোদাগাড়ীতে র‍্যাব-৫’র অভিযানে হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী আটক।

    গোদাগাড়ীতে র‍্যাব-৫’র অভিযানে হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী আটক।

    রবিউল ইসলাম,গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধিঃ

    রাজশাহীর গোদাগাড়ী মডেল থানায় (২৮ সেপ্টেম্বর) মঙ্গলবার ১২.৫ মিনিটের সময় র‍্যাপিড এ্যাশন ব্যাটিলিয়ান র‍্যাব-৫’র মাদক বিরোধী অভিযানে মুরশালিন(৪০)নামের মাদক ব্যবসায়ীকে আটক করেছে।সে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বড়গাছী গ্রামের শাহজাহান আলীর ছেলে।

    ঘটনা সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহীর সিপিএসসি,মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল রাজশাহীর গোদাগাড়ী মডেল থানার জামাদান্নী (পাঁচগাছি) গ্রামের মইদুল ইসলামের বসত বাড়ীর দক্ষিণ পাঁকা রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে মাদকদ্রব্যসহ অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ১২.০৫ মিনিটের সময় ঘটনাস্থলে পৌছামাত্রই র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে ০১টি মোটর সাইকেল রেখে পালানোর চেষ্টা করে। এসময় সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ঘটনাস্থলেই তাহাকে মোটর সাইকেলসহ আটক করা হয়।

    এ সময় তাকে তল্লাশি করে ৪০ লাখ টাকা মূল্যের ৪’শ গ্রাম হেরোইন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া আলামতসহ গোদাগারী মডেল থানায় আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করা হয়েছে।

  • সিরাজগঞ্জে ১০ লাখ টাকা মূল্যের হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী আটক।

    সিরাজগঞ্জে ১০ লাখ টাকা মূল্যের হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী আটক।

    নিজস্ব প্রতিবেদকঃ সিরাজগঞ্জে র‍্যাব-১২’র সদস্যরা মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০ লাখ টাকা মূল্যের হেরোইনসহ সুমন আলী (২৩) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন।

    আটককৃত ওই মাদক ব্যবসায়ী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার নামোচকপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে।

    শনিবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১২’র সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।

    প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়,শুক্রবার বিকেলে গোপন সংবাদে ভিক্তিতে ঢাকা-বগুড়া মহাসড়কের ছয়দাবাদ এলাকায় যমুনা ফুড কর্ণারের সামনে পাকা রাস্তার উপর মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়েছে।

    এ সময় ওই মাদক ব্যবসায়ীকে তল্লাশি করে ১’শ গ্রাম হেরোইন,মাদক কেনাবেচার কাজে ব্যবহৃত ১ টি মোবাইল সেট ও নগদ ১ হাজার ৬’শ টাকা জব্দ করা হয়।

    আটককৃতর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করে উদ্ধার হওয়া আলামতসহ তাকে সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।

  • র‍্যাব-১২’র অভিযানে গাঁজাসহ শীর্ষ ২ মাদক ব্যবসায়ী আটক।

    র‍্যাব-১২’র অভিযানে গাঁজাসহ শীর্ষ ২ মাদক ব্যবসায়ী আটক।

    র‍্যাব-১২’র অভিযানে গাঁজাসহ শীর্ষ ২ মাদক ব্যবসায়ী আটক
    নিজস্ব প্রতিবেদকঃ সিরাজগঞ্জে র‍্যাপিড এ্যাকশন ব্যাটিলিয়ান র‍্যাব -১২’র মাদক বিরোধী অভিযান পরিচালনা করে শীর্ষ ২ মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়েছে।

    আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন বগুড়ার শেরপুরের উত্তর সাহাপাড়া গ্রামের জাফর আলীর ছেলে রানা মিয়া(২১) ও বারদুয়ারীপাড়া গ্রামের আবু ছালেকের ছেলে ফয়সাল আহম্মেদ(২২)।

    র‍্যাব-১২থর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মিঃ জন রানা বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে ৩৫০ গ্রাম গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ টি মোবাইল ও ২ হাজার ৪৫০ টাকা জব্দ করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

  • নাটোরের সিংড়ায়  অবৈধ সুতি জাল ও বানার বেড়া উচ্ছেদ

    নাটোরের সিংড়ায়  অবৈধ সুতি জাল ও বানার বেড়া উচ্ছেদ

                                                                   সিংড়ায়  অবৈধ সুতি জাল বানার বেড়া উচ্ছেদ

    সিংড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মুঙ্গলবার সকাল ১০ টা হতে সিংড়া উপজেলার নিংঙ্গন বাস্টটেন্ড এলাকা থেকে শুরু করে পাটকল জোলায় একযোগে অভিযান চালিয়ে ২টি সুতি জাল কিছু বানার বেড়া উচ্ছেদ করা হয়েছে। সহকারি কমিশনার  ভূমি, মো: রকিবুল হাসান সিনিয়র মৎস অফিসার, মোঃ শাহাদৎ হোসেন সহ পুলিশের সদস্য সকাল ১০ টা হতে বিকাল ৩ টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন। বাঁশের  বানা ও সুতি জাল দিয়ে অবৈধভাবে মাছ শিকার বন্ধ করতে এই অভিযান চালানো হয়।

    সিংড়া উপজেলা প্রশাসন সূত্র জানায়, দীর্ঘদিন ধরে প্রভাবশালী ব্যক্তিরা  নিংঙ্গন বাস্টটেন্ড এলাকা থেকে শুরু করে পাটকল জোলায় অবৈধ সুতি জাল বানার বেড়া দিয়ে মাছসহ নানা ধরনের জলজ প্রাণী শিকার করে আসছেন। ব্যাপারে এলাকাবাসীর পক্ষ থেকে তাঁদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালানোর দাবি ওঠে। তাঁদের দাবির পরিপ্রেক্ষিতে সিংড়া উপজেলা প্রসাশন আজ সকাল ১০ টা থেকে বিকেল টা  পর্যন্ত সিংড়া  উপজেলার নিংঙ্গন বাস্টটেন্ড এলাকা থেকে শুরু করে পাটকল জোলায় বিশেষ অভিযান চালায়। সহকারি কমিশনার ভূমি, রকিবুল হাসানের  তত্ত্বাবধানে সিনিয়র মৎস অফিসার, মোঃ শাহাদৎ হোসেন পুলিশের জন সদস্যসহ ২০ জন শ্রমিক অভিযানে অংশ নেন। অভিযান শেষে সহকারি কমিশনার ভূমি, রকিবুল হাসান বলেন, স্থায়ী কাঠামো তৈরি করে মাছ শিকার করা দন্দনীয় অপরাধ ।

    সেই আইন বাস্তবায়ন করার লক্ষ্যে আজ সকাল ১০ টা থেকে আমরা অভিযান পরিচালনা করে আসছি। সিনিয়র মৎস অফিসার, মোঃ শাহাদৎ হোসেন বলেন, ১৯৫০ এর আওতায় স্থায়ী কাঠামো দিয়ে মাছ শিকার করা নিষেধ এবং এটি একটি দন্ডনীয় অপরাধ । সেই সাথে মোঃ লাবু আলী নামে একজন কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এভাবে যদি আরো কেউ মাছ শিকার করতে চায় তাহলে আমরা সেগুলো উচ্ছেদ করবো এবং আইন গত ব্যবস্থা গ্রহন করবো।