Tag: আটক

  • সৌদি আরবে ১৫ হাজারেরও বেশি অভিবাসীকে আটক করেছে সরকার।

    সৌদি আরবে ১৫ হাজারেরও বেশি অভিবাসীকে আটক করেছে সরকার।

    আন্তর্জাতিক ডেস্কঃ অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের বিরুদ্ধে বড় আকারে অভিযান শুরু করেছে সৌদি আরব সরকার। সৌদিতে অভিযান পরিচালনা করে গত এক সপ্তাহে ১৫ হাজার ৩’শ ৯৯ জন অভিবাসীকে আটক করা হয়েছে।

    আটককৃত অভিবাসীদের বিরুদ্ধে আবাসন ও শ্রম আইন এবং সীমান্ত নিরাপত্তা নীতিমালা লঙ্ঘনের অভিযোগ এনেছে সৌদি আরব সরকার। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর দিয়েছে সৌদি গেজেট।

    রোববার (৭ নভেম্বর) সৌদি গেজেট সূত্রে জানা যায়,২৮ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। আটককৃত অভিবাসীর মধ্যে কোন বাংলাদেশি আছেন কিনা তা এখনও সঠিক করে জানা যায়নি।

    দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্যানুযায়ী, আটককৃতদের বিরুদ্ধে আবাসন নীতিমালা লঙ্ঘনকারী আছে ৭,২৯২ জন। সীমান্ত সংক্রান্ত নিরাপত্তা নীতিমালা ভেঙেছে ৬,৩৭৩ জন এবং শ্রম আইন লঙ্ঘন করেছে ১,৭৩৪ জন। সীমানা অতিক্রমের সময় ২৭৮ জনকে আটক করা হয়েছে।

  • তাড়াশে ইভটিজিং করায় এক বখাটেকে আটক।

    তাড়াশে ইভটিজিং করায় এক বখাটেকে আটক।

    তাড়াশ প্রতিনিধিঃসিরাজগঞ্জের তাড়াশে প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় বিদ্যালয়ে আসার পথে ৭ম শ্রেণীর এক ছাত্রীকে শহীদুল ইসলাম নামের বখাটে ইভটিজিং করার সময় স্থানীয় এলাকাবাসী ওই বখাটেকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

    ঘটনাটি ঘটেছে উপজেলার তালম ইউনিয়নের গোলাপুর এলাকায়। শনিবার সকাল ১০ টার দিকে গোন্তা গ্রামের নবির উদ্দিনের ছেলে বখাটে শহিদুল ইসলাম (২২) স্কুলে আসার সময় এ ইভটিজিং করে। বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানা এস আই আব্দুর রাজ্জাক ।

    গুল্টা বাজার আদিবাসী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী স্কুলে আসার পথে ওই বখাটে ছেলে প্রায়ই প্রেম নিবেদন করতো।বিষয়টি নিয়ে একাধিকবার ছাত্রীর অভিভাবক বখাটের অভিভাবককে জানালেও এ বিষয়ে তারা কোন ব্যবস্থা নেয়নি।

    এরই ধারা বাহিকতায় ওই ছাত্রী শনিবার সকালে বিদ্যালয়ে আসার পথে বখাটে ওই ছেলে মোটর বাইক নিয়ে ওই ছাত্রীকে অশালীন কথাবাতার্ বলে রাস্তা আটকিয়ে উত্যক্ত করতেছিল।এমন সময় বিষয়টি রাস্তায় চলাচলকারী লোকজন টের পেয়ে বখাটে শহিদুল ইসলামকে ধরে গণধোলাই দিয়ে বিদ্যালয় কক্ষে আটকিয়ে রাখে।

     

    গুল্টা বাজার আদিবাসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার জানান, এলাকাবাসী গোন্তা গ্রামের নবির উদ্দিনের ছেলে শহিদুল ইসলামকে তার বিদ্যালয়ে আটকিয়ে রেখেছেন। বিষয়টি প্রশাসনকে জানালে সহকারী কমিশনার (ভুমি) লায়লা জান্নাতুল ফেরদৌস ঘটনাস্থলে আসেন।
    এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিম বলেন, সহকারী কমিশনার (ভুমি) লায়লা জান্নাতুল ফেরদৌসকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।সেখানে তিনি সব শুনে ছাত্রীর অভিভাবকদের বখাটের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা করার পরামর্শ দিয়েছেন ।

     

  • মাধবপুরে ফেনসিডিলসহ মাদক কারবারী আটক।

    মাধবপুরে ফেনসিডিলসহ মাদক কারবারী আটক।

    মাধবপুর (হবিগঞ্জ)প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে পুলিশের চেকপোষ্ট দিয়ে যাওয়ার সময় ২৩ বোতল ভারতীয় ফেনসিডিল সহ জামাল মিয়া(২৪) নামের এক মোটরসাইকেল আরোহীকে আটক করেছে পুলিশ। ধৃত জামাল মিয়া উপজেলার শাহজাহাপুর ইউনিয়নের সীমান্তবর্তী জামালপুর গ্রামের মাহমুদ আলীর ছেলে।

    ঢাকা-সিলেট মহাসড়কের পুরাতন মহাসড়কের তেলিয়াপাড়া হরষপুর পুলিশ ফাঁড়ি সামনে মঙ্গলবার সন্ধায় ৭ টার সময় পুলিশ একটি বিশেষ চেকপোস্ট বসায় পুলিশ।

    তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে সহকারী উপ-পরিদর্শক জিয়াউর রহমানসহ একদল চৌকশ পুলিশ সন্দেহজনক যানবাহনে তল্লাশী অভিযান পরিচালনা করেন। জামাল মিয়ার মোটরসাইকেল চেকপোষ্টে সামনে আসামাত্র পুলিশ গতিরোধ করে। এ সময় জামাল কৌশলে চেকপোষ্ট এরিয়ে যাওয়ার চেষ্টাকালে পুলিশ মোটরসাইকেলসহ তাকে আটক করে। এ সময় তাকে তল্লাশি করে ২৩ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।

    মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক এ ঘটনার সত্যতা নিশ্চত করেছেন ।

  • উল্লাপাড়ায় পুলিশ কনস্টেবল নিয়োগে প্রতারক চক্রের সদস্য আটক।

    উল্লাপাড়ায় পুলিশ কনস্টেবল নিয়োগে প্রতারক চক্রের সদস্য আটক।

    নিজস্ব প্রতিবেদকঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুলিশ কনস্টেবল নিয়োগে প্রতারক চক্রের সদস্য সেলিম রেজা ওরফে সেলিম ড্রাইভার(৪০)কে আটক করেছে পুলিশ।

    আটক সেলিম ড্রাইভার উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের রামকান্তপুর দাসপাড়া গ্রামের শাজাহান আলীর ছেলে।

    জানা যায় সেলিম চাকুরী দেওয়ার নামে বিভিন্ন সময় মানুষের নিকট থেকে মোটা অংকের টাকা নিয়ে প্রতরনা করে আসছে দীর্ঘদিন ধরে। কিছু দিন আগে নিয়োগ বাণিজ্য ঠেকাতে পুলিশ পরিদর্শক আইজিপি বেনজির আহমেদ নতুন পদ্ধতিতে পুলিশ কনস্টেবল নিয়োগের ব্যবস্থা করেন।সেটি বিভিন্ন রকম মিডিয়ার মাধ্যমে স্যোশাল মিডিয়ায় প্রচার প্রচারনা করা হয়েছিল।সেখানেও কিছু প্রতারক চক্রের সদস্য প্রতরনা করে।বিষয়টি পুলিশ প্রশাসনের নজরে আসে।

    গোপন সংবাদের ভিত্তিতে ২৬ অক্টোবর মঙ্গলবার বিকেলে উল্লাপাড়া মডেল থানা পুলিশ ও সিরাজগঞ্জ ডিবি পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে প্রতারক সেলিমকে তার গ্রামের বাড়ি থেকে আটক করেন। এ সময় উদ্ধার করা হয় নগদ ১ লাখ ৪৫ হাজার টাকা, স্বাক্ষরিত বিভিন্ন ব্যাংকের ফাঁকা চেকের ১২টি পাতা,১৫ জনের নামে এসএসসি বা সমমানের ১৫ টি সার্টিফিকেট,৩৯ জন লোকের স্বাক্ষরিত ১০০ টাকার নন-জুডিসিয়াল ফাঁকা স্ট্যাম্প,বিভিন্ন কোম্পানির ১৯ টি মোবাইলের সিমকার্ড, ১০ জনের ১০ টি বাংলাদেশ আর্মি সৈনিক রিক্রটমেন্টের এডমিড কার্ড।

    সিরাজগঞ্জ পুলিশ সুপার হাসিবুল আলম তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

    এ সময় পুলিশ সুপার বলেন আটকৃত প্রতারক বিভিন্ন সময় মানুষকে সেনাবাহিনী ও পুলিশে চাকুরী দেওয়ার নাম করে টাকা আত্মসাৎ করে আসছে। এমন প্রতারনার কাজ করছে একটি সংঘবদ্ধ চক্র। সিরাজগঞ্জসহ আশেপাশের জেলায় আরো ৮/৯ জন এ ধরনের প্রতারনার সাথে জড়িত আছে। তদন্ত পূর্বক তাদেরকে আইনের আওতায় আনা হবে।

    এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ নূর আলম সিদ্দিকী,অতিরিক্ত পুলিশ সুপার (সদর)মোঃশরাফত ইসলাম, সিরাজগঞ্জসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

     

  • বাঘায় ফেন্সিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক।

    বাঘায় ফেন্সিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক।

    বাঘা (রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় ১‘শ ১৮ বোতল ফেন্সিডিলসহ সাগরী বেগম (৩৫) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।সোমবার (২৫অক্টোবর) গভীর রাতে নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। তিনি উপজেলার আলাইপুর  মহাজনপাড়া গ্রামের শামসুল প্রামানিকের  স্ত্রী।

    পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে সহকারি পুলিশ পরিদর্শক এম,এ কুদ্দুস হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ উপজেলার আলাইপুর  মহাজনপাড়া এলাকার শামসুল প্রামানিকের বাড়িতে অভিযান পরিচালনা করে তাঁর ঘরের খাটের নিচে রক্ষিত ১‘শ ১৮ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী সাগরী বেগমকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টেরপেয়ে অপর দুই মাদক ব্যবসায়ী শামসুল প্রামানিক(৪৫) ও মনিরুল ইসলাম মনি (৩০) পালিয়ে যায়।

    এ বিষয়ে বাঘা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ  হোসেনের বলেন, অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ সাগরী বেগমকে  গ্রেপ্তার করা হয়েছে। তাঁর স্বামীসহ একজন পলাতক রয়েছে। মঙ্গলবার  (২৬অক্টোবর)  ওই নারিসহ ৩ জনের নামে  মাদক আইনে মামলার দিয়ে  তাঁকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

  • উল্লাপাড়ায় বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণ,থানায় মামলা।

    উল্লাপাড়ায় বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণ,থানায় মামলা।

    উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় খালেদা পারভীন(৩০) নামের এক স্বামীপরিত্যক্তা গৃহবধূকে বিয়ের প্রলোভনে ধর্ষণ।এ ঘটনায় ধর্ষক মাজেদুল ইসলাম(বাবু)কে গ্রামবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

    স্বামীপরিত্যক্তা গৃহবধূকে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণ করেন আটক মাজেদুল। আটক পুলিশ কনস্টেবল মাজেদুল ইসলাম উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের ভদ্রকোল পূর্বপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে। বর্তমানে তিনি গুলশান-২ থানায় পুলিশ কনস্টেবল হিসাবে কর্মরর্ত আছেন। তার বিপি নং- ৯৪১৫২১৭৯৯৮।

    উপজেলার মনিরপুর গ্রামের আব্দুল খালেকের মেয়ে খালেদা পারভীন (৩০) শুক্রবার উল্লাপাড়া মডেল থানায় দেওয়া অভিযোগপত্রে বলেন, ১২ বছর আগে ভদ্রকোল গ্রামের শাজাহান আলীর ছেলে আমিনুল ইসলামের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর তাদের একটি পুত্র সন্তান জন্ম নেয়। কিন্তু বিয়ের কয়েক বছর পর থেকে প্রতিবেশী পুলিশ কনস্টেবল মাজেদুল ইসলাম খালেদাকে বিয়ে করার জন্য নানাভাবে প্রস্তাব ও প্রলোভন দেন। এক পর্যায়ে স্বামী আমিনুল ইসলামকে তালাক দেয় খালেদা। এরপর খালেদা তার বাবার বাড়ি চলে যান।

    মাজেদুল ইসলাম তালাকের পর থেকে ছুটিতে বাড়িতে এসে নিয়মিত খালেদার সঙ্গে যোগাযোগ করে তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে অনেক বার ধর্ষণ করেন। মাঝে কিছুদিন ঢাকা গাজীপুরে এক বাসা ভাড়া করে বিয়ের প্রতিশ্রুতিতে নানা কৌশলে খালেদাকে বাসায় নিয়ে স্বামীস্ত্রীর বসবাস করে। পরে তিনি আমাকে বিয়ে না করে বাড়িতে পাঠিয়ে দেন। অবশেষে গত ২১ অক্টোবর বৃহস্পতিবার মাজেদুল রাত ৯ টার সময় খালেদার বাবার বাড়িতে গিয়ে তাকে ফুসলিয়ে ধর্ষণ করে।

    কাজ শেরে মাজেদুল ইসলাম ঘর থেকে রাত ১২ টার দিকে বের হয়ে চলে আসার সময় খালেদা মাজেদুলের মনোভাব বুঝে চিৎকার করলে বাড়ির লোকজন তাকে আটক করে। পরে উল্লাপাড়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ তাকে থানায় নিয়ে আসে। থানায় দেওয়া অভিযোগে খালেদা পারভীন এই ঘটনার উপযুক্ত বিচারের দাবি করেন।

    এব্যাপারে উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ন কবির জানান, তিনি পুলিশ কনস্টেবল মাজেদুলকে থানায় আটক করে বিষয়টি তদন্ত করে দেখছেন। ঘটনার সত্যতা প্রমান হলে তিনি উর্ধতন পুলিশ কর্তৃপক্ষের কাছে মাজেদুলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য লিখিতভাবে প্রতিবেদন দেবেন।

    এ বিষয়ে খালেদা পারভীনের তালাকপ্রাপ্ত স্বামী আমিনুল ইসলাম জানান, তাদের ১২ বছরের সংসার। তিনি বিদেশে চাকরি করতেন। এই সময়ে তার অনেক অর্থ ও স্বর্ন খালেদা হাতিয়ে নিয়ে তাকে তালাক দিয়ে চলে গেছে। তিনি খালেদার বিরুদ্ধে এ ব্যাপারে আদালতে মামলা করবেন।

  • বাগেরহাটে আবাসিক হোটেলে গৃহবধূর রহস্যজনক মৃত্যু-স্বামী আটক।

    বাগেরহাটে আবাসিক হোটেলে গৃহবধূর রহস্যজনক মৃত্যু-স্বামী আটক।

    অনলাইন ডেস্কঃ বাগেরহাটে বিলাস আবাসিক হোটেলে মোছাঃ নাছিমা বেগম(৩৪)নামের এক গৃহবধূর রহস্যজনক ভাবে মৃত্যু হয়েছে।পুলিশ হোটেল থেকে নিহত নাছিমার ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য পুলিশ নিহত নারীর স্বামী রবিউল ইসলাম(২৪)কে আটক করেছে।

    শনিবার ১৬ অক্টোবর দুপুরের সময় শহরের রাহাত মোড় এলাকার বিলাস আবাসিক হোটেল থেকে নাছিমার লাশ উদ্ধার করা হয়।
    নিহত নাছিমা ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেনী দক্ষিণপাড়া গ্রামের ওয়ালীদ হোসেনের মেয়ে।

    রবিউল ইসলাম একই এলাকার চতুরা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। শুক্রবার তারা দুজন স্বামীস্ত্রী পরিচয়ে আবাসিক হোটেল বিলাসে উঠেছিলো।

    পুলিশের হাতে আটক রবিউল ইসলাম জানান ২০১৫ খৃষ্টাব্দে ঝিনাইদহ পলিটেকনিকে পড়ালেখার সময় স্বামী পরিত্যক্ত নাছিমার সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সেই সূত্রধরে গত ২০১৫ খৃষ্টাব্দে ২ মে নাছিমার পরিবার জোরপূর্বক রবিউলের সাথে বিয়ে পড়িয়ে দেন। পরবর্তী সময়ে স্ত্রীকে নিয়ে রবিউল ইসলাম তার নিজ বাড়িতে আসেন। ২০১৬ খৃষ্টাব্দে নাছিমা রবিউলের পরিবার থেকে বাপের বাড়ি চলে গিয়ে কোর্টে স্বামীর বিরুদ্ধে নারী নির্যাতন মামলা দায়ের করেন। এ সময় উভয়ের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর মধ্যে রবিউল ইসলাম দ্বিতীয় বিয়ে করে।

    এ ঘটনার এক বছর পর নাছিমা ও রবিউলের মধ্যে মোবাইলে যোগাযোগ শুরু হওয়ায় দেখা স্বাক্ষাত করতে থাকে। এ সুবাদে শুক্রবারে আবাসিক হোটেল রাত যাপন করার সময় এ দুর্ঘটনা ঘটে।

    হোটেল ম্যানেজার হুমায়ন গণমাধ্যমকে জানান রবিউল ও নাছিমা স্বামীস্ত্রী পরিচয়ে এর আগেও আমাদের হোটেলে থেকেছে। রুমের মধ্যে কি হয়েছিলো এ ব্যাপারে আমাদের জানা নাই।

    এ ঘটনা নিশ্চিত করে বাগেরহাট মডেল থানার অফিসার ইনচার্জ ওসি কে এম আজিজুল ইসলাম জানান আবাসিক হোটেল বিলাসের একটি কক্ষে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় আমরা নাছিমার লাশ উদ্ধার করা হয়েছে।এ সময় তার সাথে থাকা রবিউল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। জিজ্ঞাসার জন্য হোটেল ম্যানেজারকে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর রহস্য জানা যাবে।নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

     

  • উলিপুরে মন্দিরে ভাঙচুরের ঘটনায় আটক,১৮। 

    উলিপুরে মন্দিরে ভাঙচুরের ঘটনায় আটক,১৮। 

    রোকন মিয়া,উলিপুর(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে ৭টি মন্দিরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ১৮ জনকে আটক করেছে পুলিশ।

    কুমিল্লার একটি পূজামণ্ডপে পবিত্র কুরআন শরীফ অবমাননার ঘটনায় বুধবার (১৩ অক্টোবর) রাতে উলিপুর উপজেলার গুনাইগাছ, থেতরাই ইউনিয়নে মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এঘটনায় জড়িত থাকার সন্দেহে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন।

    নেফরা শ্রী শ্রী দুর্গা মন্দিরের সভাপতি নিপেন রায় বলেন, রাত ১১টার দিকে প্রায় ৫ থেকে ৭শথ লোক এসে মন্দিরের গ্রিল টিন, প্রতিমা ও পাশের বাড়ি-ঘর ভাঙচুর করে। এরপর খড়ের গাদায় আগুন লাগিয়ে দেয়।

    হোকডাঙা ভারতপাড়া সর্বজনীন দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক কমলেন্দু রায় জানান, রাত বারোটার দিকে লাঠি শোঠা নিয়ে একদল লোক এসে মন্দিরে প্রতিমা ভাঙচুর চালায়। এছাড়াও পাশের বাড়িতে হামলা করে তারা।

    পশ্চিম কালুডাঙ্গা ব্রাহ্মনপাড়া দুর্গা মন্দিরের পুরোহিত জীবন কৃষ্ণ চন্দ্র চক্রবর্তী বলেন, রাত সাড়ে ১০টার দিকে প্রায় ১ হাজার থেকে ১২শথ মানুষ এসে মন্দিরে হামলা ও অগ্নিসংযোগ চালায়। এতে প্রতিমাসহ সব কিছু ধ্বংস করে দেয়।

    এছাড়াও পশ্চিম কালুডাঙ্গা সর্বজনীন দুর্গা মন্দির, থেতরাই ফাসিদাহ বাজার সার্বজনীন দুর্গামন্দির, হাতিয়া পুরাতন অনন্তপুর বাজার সার্বজনীন দুর্গামন্দির, হাতিয়া ভবেশ নমঃদাস পাড়া দুর্গা সর্বজনীন মন্দিরে হামলা ও ভাঙচুর চালায় তারা। বুধবার রাত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ২ প্লাটুন বিজিবি ও র‍্যাবের টহল জোরদার করা হয়েছে।

    এ ঘটনায় স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন, ২৭ , কুড়িগ্রাম  ৩  আসন রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বিপিএম, কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. ওয়ালিদ হোসেন, পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, উলিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উলিপুর উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন।

    এব্যাপারে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবির জানান, এখন পর্যন্ত ভিডিও ফুটেজ ও বিভিন্ন তথ্যের ভিত্তিতে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গেপ্তারে চেষ্টা চলছে।

    উল্লেখ্য, কুমিল্লা শহরের নানুয়ার দীঘিরপাড়ের একটি দুর্গাপূজার মণ্ডপে হনুমানের মূর্তিতে পবিত্র কুরআন শরীফ রাখার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

  • মাধবপুরে জাল দলিলে নামজারীর আবেদন এঘটনায় ৩ সহোদর আটক।

    মাধবপুরে জাল দলিলে নামজারীর আবেদন এঘটনায় ৩ সহোদর আটক।

    নাহিদ মিয়া,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে জাল দলিলে সহকারী কমিশনার ভূমি অফিসে খারীজের জন্য নামজারীর আবেদন করেন দলিলের মালিক পক্ষ। দলিলটি জাল হওয়ায় আবেদনকারী ৩ সহোদরকে আটক করা হয়।আটককৃতরা নামজারী ও জমা খারিজের জন্য নোয়াপাড়া ইউনিয়ন ভূমি অফিসের মাধ্যমে ৩৩১০/১৯৮৭ নম্বর দলিলভুক্ত ১৯ শতক জমির কাগজপত্র ও এ সংক্রান্ত আবেদন সহকারী কমিশনার ভূমি বরাবরে দাখিল করেন।

    সংস্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার কাছে বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি সহকারী কমিশনার(ভূমি) মোঃ মহিউদ্দিনকে অবহিত করেন।জমির সঠিকতা নিরূপনের উদ্দেশ্যে সহকারী কমিশনার(ভূমি) আবেদনকারী ৩ ভাই জগদীশপুর ইউনিয়নের অন্তর্গত বেজুরা গ্রাম নিবাসী মৃত সৈয়দ হোসেনের পুত্র গোলাম হোসেন(৮০) মাতব্বর হোসেন(৭৬) এবং কামরুল হোসেন(৬৫)কে গত ১১ অক্টোবর তার কার্যালয়ে হাজির হওয়ার নোটিশ দেন।

    নির্ধারিত দিনে উপস্থিত হলে যাচাই বাচাই ও জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা স্বীকার করেন যে দলিলটি ভূয়া।জগদীশপুর ইউনিয়নের সন্তোষপুর গ্রামের কুদ্দুস মিয়া ও বেজুরা গ্রামের রাজিব চন্দ্র দেবের সহযোগীতায় জাল দলিল তৈরীর মাধ্যমে নামজারী ও জমা খারিজের আবেদন দাখিল করেছেন।জেলা রেজিস্ট্রার অফিস থেকে দলিল সংগ্রহ করে পরীক্ষা করার পর জাল দলিলের বিষয়ে নিশ্চিত হয়ে সহকারী কমিশনার(ভূমি) মোঃ মহিউদ্দিন থানা পুলিশের সহায়তায় তাদের আটক করেন।

    এ ব্যাপারে নোয়াপাড়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা সুধেন্দু ভট্টাচার্য বাদী হয়ে আটক ৩ জন সহ মোট ৫ জনকে আসামী করে মাধবপুর থানায় মামলা দায়ের করেছেন।সুধেন্দু ভট্টাচার্য জানান প্রকৃতপক্ষে এই জমির মালিক বেজুড়া গ্রামের নির্মলাবালা সেন।নির্মলাবালা সেনের উত্তরাধিকারীরা জমিটি অন্য একজনের কাছে বিক্রি করে দিয়েছেন।

    আটককৃতদের আজ(মঙ্গলবার) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে থানা সূত্র নিশ্চিত করেছে।সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহিউদ্দিন জাল দলিলের মাধ্যমে নামজারীর আবেদন দাখিলকারী তিন ভাইকে আটক করা হয়।

  • বগুড়ার মহস্তানে দুই ছাগল চোরকে জনতা আটক করে পুলিশে সোপর্দ।

    বগুড়ার মহস্তানে দুই ছাগল চোরকে জনতা আটক করে পুলিশে সোপর্দ।

    গোলাম রব্বানী শিপন, বিশেষ প্রতিনিধিঃ বগুড়ার মহাস্থানে অটোভ্যানসহ ২ পেশাদার ছাগল চোরকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে।

    এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার ১২ অক্টোবর বিকাল ৪টায়, গড়-মহাস্থান ঈদগাহ মাঠের পাশে শালবাগন নামক এলাকায় ২ চোর একটি ছাগল বিক্রি করতে আসে। এসময় তাদের গতিবিধি এলাকাবাসীর কাছে সন্দেহ হয়। ছাগলটি কার এবং তাদের বাড়ি কোথায় জানতে চাইলে ২ চোরের কথায় রহস্যজনক মনে হলে এলাকাবাসী তাদের আটক করে। পরে তাদের উত্তম-মধ্যম দিলে একপর্যায়ে তারা গোবিন্দগঞ্জ জেলার ভাগগাড়ি গ্রামের একটি মাঠে বাঁধারত এই ছাগলটি তারা চুরি করে এনেছে বলে জানায়। পরে তাদের আটক করে শিবগঞ্জ থানা পুলিশ কে খবর দেয়। পুলিশ এসে তাদের আটক করে থানায় নেয়। আটককৃতরা হলেন,

    গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউপি দামগাছা গ্রামের আবু ছাইদের পুত্র সুলতান রহমান (২৮) ও একই এলাকার বাসিন্দা ছাইমুদ্দিন এর পুত্র একরামুল হোসেন।

    এ বিষয়ে শিবগঞ্জ থানার এসআই স্বপন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে ১টি চোরা ছাগল ও অটোভ্যান উদ্ধার পূর্বক ২ চোরকে আটক করে থানায় নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।