Tag: আটক

  • পীরগঞ্জ সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার পথে বিজিবি’র হাতে হিন্দু সম্প্রাদায়ের ৫ ব্যক্তি আটক।

    পীরগঞ্জ সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার পথে বিজিবি’র হাতে হিন্দু সম্প্রাদায়ের ৫ ব্যক্তি আটক।

    (ঠাকুরগাঁও)প্রতিনিধি:
    ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে যাওয়ার পথে বাংলাদেশ বর্ডার গার্ডের হাতে হিন্দু সম্প্রাদায়ের ৫ ব্যক্তি আটক। এ সময় পালিয়ে যায় আরো ৪ জন।
    শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে আটককৃতদের ঠাকুরগাঁও জেল হাজতে পাঠানো হয়েছে। আটককৃতরা হলেন- পীরগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ইনুয়া গ্রামের ববি রায় (৪৫), অন্তর রায় (১৭), অপু রানী (১৫), কবিতা রাণী রায় (৪০) ও দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার চেংগন গ্রামের নিদুল বেওয়া (৫৭)।
    পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, শুক্রবার গভীর রাতে উপজেলার বৈরচুনা ইউনিয়নের চান্দেরহাট সীমান্তের নওডাঙ্গা গ্রামের ৩৩২/৮ এস পিলার এলাকা দিয়ে অবৈধ ভাবে ভারতে যাওয়ার চেষ্টা করে ৯ জন নারী পুরুষ।
    এ সময় বিজিবি টহল দল ওই ৫ জনকে আটক করে। পালিয়ে যায় ৪ জন। পলাতকরা হলেন, দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার জঙ্গলীপীর গ্রামের কংকর চন্দ্রের ছেলে সমারু (৩৫), হেকাম উদ্দিনের ছেলে আব্দুর সোবহান (৫০), ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের মধ্য ভবানীপুর গ্রামের মৃত বাহের উদ্দিনের ছেলে কফিল উদ্দিন (৫৫), মৃত আব্দুল কাফির ছেলে জিয়াউর রহমান (৩০)।
    আটক হওয়া ৫ জন এবং পালিয়ে যাওয়া ৪ জনের নামে বিজিরি পক্ষ থেকে ১৯৭৩ সালের বাংলাদেশ পাসপোর্ট আদেশ এর ১১(১)ক/১১/২ ধারায় পীরগঞ্জ থানায় মামলা করা হয়েছে। আটককৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে।
  • বন্যপ্রাণীর মাংস ভাগাভাগির সময় ৪ শিকারী আটক।

    বন্যপ্রাণীর মাংস ভাগাভাগির সময় ৪ শিকারী আটক।

    মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি:
    হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে বন্যশুকর শিকার করে মাংস ভাগ বাটোয়ারা করার সময় ঘটনাস্থলে বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত হয়ে চারজন শিকারিকে আটক করে মামলা দায়ের করেছে বন বিভাগ।’
    শনিবার (২৫ জানুয়ারি) হবিগঞ্জের চুনারুঘাট ও মাধবপুর উপজেলা ঘেষা তেলমাছড়া বিটের বিট কর্মকর্তা মেহেদী হাসান বাদী হয়ে বন আদালত তথা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বন্যপ্রাণী আইন লঙ্ঘনের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে ওই মামলা দায়ের করে।’
    মামলার আসামীরা হলেন -স্থানীয় মাধবপুর উপজেলার সুরমা চা বাগানের মহাজিল গ্রামের মন্টু বাকতি,রিপন হাজদা,রতন মৃধা ও শুকরাম সাওতাল।’
    বন বিভাগ সূত্র বলছে,ওই আসামীরা দীর্ঘদিন থেকে রঘুনন্দন পাহাড় ও সাতছড়ি জাতীয় উদ্যানের বিভিন্ন বন্যপ্রাণী শিকার ও পাচারের সাথে জড়িত।’ সাম্প্রতি সাতছড়ি উদ্যানে ভালুকের উপরও তারা নজরদারি করছিল।তারা প্রতিনিয়ত ফাঁদ পেতে মায়া হরিণ ও বন্য শুকর শিকার করে মাংস বিক্রি করছে।আটককৃত ৪ জনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে অন্যান্য আরো বন্যপ্রাণী শিকারীদের নাম বের করা সম্ভব।’
    স্থানীয় স্বেচ্ছাসেবী বন্যপ্রাণী সংগঠন পাখি প্রেমিক সোসাইটির যুগ্ম আহ্বায়ক বিশ্বজিৎ পাল জানান,একটি সংঘবদ্ধ চক্র রঘুনন্দন পাহাড় ও সাতছড়ি উদ্যানে বন্যপ্রাণী শিকার ও পাচার করছে।গোয়েন্দা নজরদারির মাধ্যমে এদের আইনের আওতায় এনে সাজা দেওয়া প্রয়োজন।’
    স্থানীয় বন বিভাগের বিট কর্মকর্তা মেহেদি হাসান জানান, ইদানীং সাতছড়ি উদ্যানে ভালুকের অস্তিত্ব পাওয়া যাওয়ায় আমরা টহল জোরদার করেছি।’এরই ধারাবাহিকতায় আজকে আমরা ৪ জনকে আটক করে বন্যপ্রাণী আইনে মামলা দিয়েছি।আমরা সকলকে বন্যপ্রাণীর শিকারীদের তথ্য দেওয়ার অনুরোধ জানাচ্ছি।’
  • বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফের হাতে সাবেক সেনা কর্মকর্তা আটক

    বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফের হাতে সাবেক সেনা কর্মকর্তা আটক

    (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

    ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে অনুপ্রবেশের পর শেখ আলিমুর রহমান (৪৬) নামের এক সাবেক সেনা কর্মকর্তাকে আটক করেছে বিএসএফ। গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর উপজেলার আমজানখোর ইউনিয়নের বেউরঝাড়ী সীমান্ত এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

    গতকাল সন্ধ্যায় উপজেলার আমজানখোর ইউনিয়নের বেউরঝাড়ী সীমান্তের ৩৮০ মেইন পিলার থেকে আনুমানিক ৩০০ গজ ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করলে বড় বিল্লা বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাঁকে ধরে নিয়ে যায়। আটক সাবেক সেনা কর্মকর্তাকে ভারতের গোয়ালপুকুর থানায় হস্তান্তর করা হয়েছে।

    ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানজীর আহমেদ প্রতিনিধিকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘আগামীকাল দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে। আমরা আশা করছি, সেখানে সাবেক সেনা কর্মকর্তাকে ফেরত পাওয়া যাবে।’

    বিএসএফের হাতে আটক সাবেক সেনা কর্মকর্তা শেখ আলিমুর রহমান খুলনা জেলার বাসিন্দা। তাঁর বাবার নাম ডা. রহমান। বাংলাদেশ সেনাবাহিনীর ৫৭ কোর্সের লেফটেন্যান্ট পদে কর্মরত থাকা অবস্থায় অবসর গ্রহণ করেন তিনি।

    বিজিবি’র কর্মকর্তারা আরও জানিয়েছেন, ঘটনার পরপরই তারা বিএসএফ-এর সঙ্গে যোগাযোগ স্থাপন করে বিষয়টি সমাধানের চেষ্টা করছেন। বিজিবি’র পক্ষ থেকে কূটনৈতিক পথে আলোচনা চালিয়ে আটককৃত নাগরিককে দেশে ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।

    এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী বলছে, সীমান্ত এলাকায় কদিন ধরে ভবঘুরের মতো ঘোরাফেরা করছিলেন শেখ আলিমুর রহমান। গতকাল তিনি সীমান্তের নাগর নদী পার হয়ে অপর পারে চলে যান। সেখান থেকে বিএসএফ সদস্যরা তাঁকে ধরে নিয়ে যায়।

    এদিকে এই ঘটনার ফলে সীমান্ত এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা দ্রুত ওই ব্যক্তিকে নিরাপদে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়ে বিজিবি’র প্রতি তাদের আস্থা প্রকাশ করেছেন। এছাড়া, এই ঘটনার পুনরাবৃত্তি রোধে সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও জোরদার করার জন্যও আহ্বান জানানো হয়েছে।

    বিজিবি কর্মকর্তারা আশ্বস্ত করেছেন যে, তারা এ বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন এবং আটককৃত ব্যক্তিকে নিরাপদে ফিরিয়ে আনার জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

  • মাধবপুরে ৩ ছিনতাইকারী আটক!

    মাধবপুরে ৩ ছিনতাইকারী আটক!

    মাধবপুর প্রতিনিধিঃ
    হবিগঞ্জের মাধবপুরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে  ৪ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। শনিবার (৪ জানুয়ারী)  রাত সাড়ে ৩ টার সময় মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের কড়রা পাকা রাস্তা থেকে তাদের আটক করে পুলিশ।
    আটককৃত ছিনতাইকারীরা হলো বেংগাডুবা গ্রামের এমরান মিয়ার ছেলে পারভেজ মিয়া (২৩), বেংগাডুবা গ্রামের শামছুল হকের ছেলে রবিউল আউয়াল রুবেল (৩৮) ও মাদারগড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে পারভেজ মিয়া (৩০)।এসময় পুলিশ আটক ছিনতাইকারীদের দখলে থাকা ২ টি ধারালো চাকু ও লোহার রড উদ্ধার করে।আটকদের বিরুদ্ধে বিভিন্ন থানায় খুন,ধর্ষণ,ডাকাতি প্রস্তুতি মাদক আইনের একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।
    ওসি জানান, নিয়মিত রাত্রিকালীন টহল ডিউটির সময় মাধবপুর থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা রুজু হয়েছে।
  • মাধবপুরে রাস্তা আটকে দেওয়ার অভিযোগের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি।

    মাধবপুরে রাস্তা আটকে দেওয়ার অভিযোগের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি।

    মাধবপুর প্রতিনিধি:
    হবিগঞ্জের মাধবপুরের লোহার গেট বানিয়ে বেড়া দিয়ে সরকারি রাস্তার কালভার্ট দখল করার সংবাদ প্রকাশ করায় এক সাংবাদিককে হত্যার হুমকি দেয়া হয়েছে।
    এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। হুমকির শিকার হয়েছেন সাংবাদিক মুজাহিদ মসি।তিনি কালবেলা পত্রিকার মাধবপুর উপজেলা প্রতিনিধি। প্রতিকার পেতে সাংবাদিক মুজাহিদ মসি শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে মাধবপুর থানায় একটি জিডি করেছেন।
    জানা যায়, উপজেলার আন্দিউড়া ইউনিয়নের আন্দিউড়া গ্রামের মধ্যপাড়া মহল্লার রিনা বেগম (৪০) গং সরকারি রাস্তার কালভার্ট দখল করে লোহার গেট তৈরি করে রাস্তাটি বন্ধ করে দিয়েছেন।এলাকাবাসীর প্রতিবাদ করলেও কোন প্রতিকার হয়নি।
    এ নিয়ে প্রতিবেদন প্রচার করায় গতকাল তাকে ফোনে হুমকি দেয়া হয়।হুমকির অডিও রেকর্ড প্রতিবেদকের কাছে রয়েছে।
    সাংবাদিক মুজাহিদ মসি জানান,সত্য প্রতিবেদন করা ও চঞ্চল্যকর জনদুর্ভোগ আমার প্রতিবেদনের মাধ্যমে উঠে এসেছিল।তাই অপকর্মের হোতারা আমাকে হুমকি দিয়েছে।
    যোগাযোগ করা হলে রিনা আক্তার জানায়, সাংবাদিকর,
    পুলিশ ও ইউএনও সবাই এক ধরনের লোক। টাকা দিয়ে সবাইকে কেনা যায়। আমি ওই সাংবাদিককে ফোন দিয়ে যা বলার বলেছি।
    মাধবপুরের ওসি আব্দুল্লাহ আল মামুন জানান,আমরা সবসময় সাংবাদিকদের পাশে থাকি। দ্রুত ওই জিডির প্রসিকিউশন দেওয়া হবে।
    বার্তা প্রেরক
  • সীমান্তে দিয়ে অনুপ্রবেশ সময় বিজিবি’র হাতে ৮ বাংলাদেশী নাগরিককে আটক।

    সীমান্তে দিয়ে অনুপ্রবেশ সময় বিজিবি’র হাতে ৮ বাংলাদেশী নাগরিককে আটক।

    নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজারের জুড়ী উপজেলার লাঠিটিলা সীমান্ত এলাকা দিয়ে অবৈধ ভাবে ভারত থেকে অনুপ্রবেশ করায় আট জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
    আজ মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪ইং, সকাল প্রায় ৭টার সময় তাদের আটক করা হয়।
    বর্ডার গার্ড ব্যাটালিয়ন (৫২ বিজিবি) সূত্রে জানা যায়- বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এর অধীনস্থ লাঠিটিলা বিওপির নায়েব সুবেদার মোঃ আসাদুজ্জামান এর নেতৃত্বে একটি টহলদল সীমান্ত এলাকায় নিয়মিত টহল পরিচালনাকালে সীমান্ত পিলার ১৮০৫/এম এর নিকট দিয়ে ভারত হতে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের সময় শূন্য রেখা হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশ অভ্যন্তরে কচুরগুল নামক স্থান হতে দুই জনকে আটক করে। জিজ্ঞাসাবাদে তাদের দেয়া তথ্যমতে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় কচুরগুল এলাকায় অবস্থিত চা বাগানে দীর্ঘ সময় তল্লাশী চালিয়ে আরও ৬ জন অবৈধ অনুপ্রবেশকারীকে আটক করা হয়।
    আটককৃতরা হলো- বাগেরহাট জেলার শরণকুলা থানার চালিতাবুনিয়া গ্রামের মৃত মোহাম্মাদ হাওলাদার এর পুত্র মোহাব্বত আলী হাওলাদার (৬৫) ও মোহাব্বত আলী হাওলাদার এর পুত্র রবিউল হাওলাদার (১৯), নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার ধর্মগঞ্জ গ্রামের মৃত মুরাদ আলী এর পুত্র সেলিম মিয়া (৪০), একই থানার বুলাইল শান্তিনগর গ্রামের আনোয়ার হোসেন এর পুত্র আবু নাঈম (২৪), বরগুনা জেলার আমতলী থানার কুলাইর চর গ্রামের মৃত নান্নু আকন এর পুত্র মোঃ মহিম (২৬), বগুড়া জেলার সরিয়াকান্দি থানার আমতলি গ্রামের মৃত বুলু প্রামাণিক এর পুত্র রাশেদ ইসলাম (৩৪), কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার দিঘর কল্লা গ্রামের নুর উদ্দিন এর পুত্র মামুন (২৮) এবং চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার হরিনগর তাতিপাড়া গ্রামের ফুটু ঘোস এর পুত্র আশরাফুল ইসলাম (৩৫)। আটককৃত ব্যক্তিদের পরিবার এবং স্থানীয় জনপ্রতিনিধির সাথে মোবাইল ফোনে কথা বলে তাদের পরিচয় নিশ্চিত হয় বিজিবি।
    বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মেহেদী হাসান, পিপিএম বলেন, আটককৃতদের ৬ জন এক বছর পূর্বে দালালের সহায়তায় অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং ভারতে অবৈধভাবে বসবাস করছিল এবং অন্য দুই জন ১৬ নভেম্বর অবৈধভাবে ভারতে প্রবেশ করে। তারা ভারত হতে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় স্থানীয় জনসাধারণের সহায়তায় বিজিবি’র টহলদলের হাতে আটক হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে মামলাসহ জুড়ী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
  • সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ৪ বাংলাদেশী যুবক আটক।

    সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ৪ বাংলাদেশী যুবক আটক।

    ডিমলা (নীলফামারী)প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলায় ঠাকুরগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধপথে উত্তরের সীমান্তবর্তী দেশ ভারতে অনুপ্রবেশের সময় সীমান্তরক্ষী বিজিবি সদস্যদের হাতে সনাতন ধর্মাবলম্বী চার বাংলাদেশী যুবক আটক হয়েছে।
    উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা খালপাড়া নামক স্থান থেকে সোমবার গভীর রাতে রংপুর ব্যাটালিয়ান-৫১ বিজিবি সদস্যরা ০৪ সনাতন ধর্মাবলম্বী বাংলাদেশী যুবককে আটক করেছেন।
    আটককৃত হলেন, নীলফামারী সদর উপজেলার দক্ষিন চাওড়া সবুজপাড়া গ্রামের সুরেশ চন্দ্র রায়ের ছেলে হেমন্ত রায় (২১), কিসামত বসিয়ান পাড়ার ডালিম চন্দ্র রায়ের ছেলে শংকর রায় (১৮), পলাশবাড়ী মধ্যপাড়া গ্রামের ললিত চন্দ্র রায়ের ছেলে উত্তম রায় (১৯), ডিমলা সদর ইউনিয়ন বাবুরহাট গ্রামের শম্ভু দত্ত মল্লিকের ছেলে আনন্দ দত্ত মল্লিক (২৬)।  আটককৃত যুবকদের রংপুর ব্যাটালিয়ান-৫১ বিজিবি সদস্যরা জিজ্ঞাসাবাদ শেষে ডিমলা থানায় সোর্পদ করে।
    ডিমলা থানার অফিসার ইনচার্জ ফজলে এলাহি (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,সীমান্তবর্তী দেশ ভারতে অবৈধ ভাবে অনুপ্রবেশের সময় বিজিবি সদস্যের একটি টহল দল ৪  সনাতন ধর্মাবলম্বী বাংলাদেশী যুবককে আটক করে। আটককৃত বাংলাদেশী যুবকদের বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে  অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা করেছেন। আটককৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হবে।
  • কুলাউড়া সীমান্তে বিজিবি’র হাতে দুই ভারতীয় নাগরিক আটক।

    কুলাউড়া সীমান্তে বিজিবি’র হাতে দুই ভারতীয় নাগরিক আটক।

    নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজারের কুলাউড়ায় সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশকালে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
    শনিবার সকালে তাদেরকে কুলাউড়া থানায় হস্তান্তর করে বিজিবি। এর আগে, শুক্রবার (১৮ অক্টোবর) রাতে উপজেলার আলীনগর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
    ৪৬ বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এবিএম শাহরিয়ার সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
    আটককৃতরা হলেন- ভারতের উনুকোটি জেলার ইরানি থানার অধিবাসী আব্দুল জলিল (৪৫) ও আব্দুল আহাদ (৩৯)।
    ৪৬ বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৮টার সময়  আলীনগর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ করেন জলিল ও আহাদ। এ সময় তাদের কাছে আলীনগর বিজিবির সদস্যরা কাগজপত্র দেখতে চাইলে তারা দুজনই বাংলাদেশে প্রবেশের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। পরে তাদের আটক করে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়।
    কুলাউড়া থানার ওসি মোঃ গোলাম আপছার জানান, শনিবার সকালে ভারতীয় দুই নাগরিককে বিজিবি থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা করা হয়েছে। দুপুরে আদালতে মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
  • নিজ ধর্মের মূর্তি ভাঙচুর করতে গিয়ে হিন্দু যুবক আটক।

    নিজ ধর্মের মূর্তি ভাঙচুর করতে গিয়ে হিন্দু যুবক আটক।

    নিজ ধর্মের মূর্তি ভাঙচুর করতে গিয়ে হিন্দু যুবক আটক
    নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন। মৌলভীবাজারের কমলগঞ্জে পূজামণ্ডপের মূর্তি ভাঙচুর করতে গিয়ে প্রসন্ন দাস (২২) নামের এক হিন্দু যুবককে আটক করেছেন আনসার সদস্যরা।
    রবিবার ১৩ অক্টোবর ২০২৪ ইং, দুপুরে উপজেলার কেন্দ্রীয় দুর্গাবাড়ি পূজামণ্ডপে এ ঘটনা ঘটে।
    স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে দুর্গাবাড়ি পূজামণ্ডপে প্রসন্ন দাস পাথর হাতে নিয়ে প্রবেশ করে মূর্তি ভাঙচুর করতে পাথর নিক্ষেপ করে। পরে পূজামণ্ডপের লোক জন হইচই ও চিল্লাচিল্লি করলে, এ সময় কর্তব্যরত আনসার সদস্যরা তাকে আটক করেন। পরে ওই যুবককে কমলগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
    বর্তমানে কমলগঞ্জ থানায় পুলিশ হেফাজতে রয়েছেন আটককৃত ব্যক্তি প্রসন্ন দাস।
  • ভারতে অনুপ্রবেশ করার সময় বিজিবির হাতে ৪ বাংলাদেশী যুবক আটক।

    ভারতে অনুপ্রবেশ করার সময় বিজিবির হাতে ৪ বাংলাদেশী যুবক আটক।

    নীলফামারীর ডিমলায় কালীগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে অনুপ্রবেশের সময় বিজিবি সদস্যদের হাতে ৪ বাংলাদেশী যুবক আটক হয়েছে।
    উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধ ভাবে পার্শ্ববর্তী দেশ ভারতে অনুপ্রবেশের সময় গত রাত অনুমান ১১.৫০ ঘটিকায় কালীগঞ্জ বিজিবি ক্যাম্পের সদস্যরা ০৪ জন সনাতন ধর্মাবলম্বী বাংলাদেশী যুবককে আটক করেছে ।
    এজাহার সুত্রে জানা যায়, ডিমলা থানাধীন কালীগঞ্জ নামাজি পাড়া নামক স্থানে বিজিবি সদস্যরা ৭৯৪ নং পিলারের ১০০ গজ দুরে বাংলাদেশের অভ্যন্তরে টহল ডিউটিতে থাকাকালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ০৪ জন সনাতন ধর্মাবলম্বী বাংলাদেশী যুবক কালীগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। এসময় হাবিলদার ফারুকুজ্জামান সহ সঙ্গীয় ফোর্স তাদেরকে আটক করে।
    আটককৃত হলেন, দিনাজপুর জেলার খানাসামা থানার খামাতপাড়া গ্রামের বিমল চন্দ্র  রায়ের ছেলে ছন্দ রায় (২১), দূর্গা রায়ের ছেলে তপন রায় (২১), প্রমোদ চন্দ্র রায়ের ছেলে খনিজ রায় (২৬), কৃষ্ণ চন্দ্র রায়ের ছেলে রঞ্জিত রায় (১৭)। বিজিবি সদস্যরা আটকৃতদের জিজ্ঞাসাবাদ করিলে তাদের নাম ঠিকানা প্রকাশ করে এবং পাসপোর্ট কিংবা বৈধ কোন কাগজ পত্র দেখাতে পারে নাই।
    বিজিবি সদস্যরা তাদের দেহ তল্লাসী করে বাংলাদেশী ২৫,১৭০ টাকা, ভারতীয় ১৬০ রুপি, দুইটি চার্জার,একটি ব্লুটুথ হেডফোন, চারটি সিম, দুইটি অ্যানড্রোয়েট ফোন,দুইটি এনআইডি কার্ড,একটি জন্ম নিবন্ধন জব্দ করে।
    আটককৃত যুবকদের জিজ্ঞাসাবাদ শেষে ডিমলা থানায় সোর্পদ করা হয়।
    ডিমলা থানার অফিসার ইনচার্জ ফজলে এলাহি(ওসি)বলেন, আটককৃত বাংলাদেশী যুবকদের বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা করেছেন। জব্দ তালিকা তৈরী করে আটককৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।