Tag: আগুন

  • লক্ষ্মীপুরের রামগতিতে জামাইর ঘরে আগুন দিল শ্বশুর।

    লক্ষ্মীপুরের রামগতিতে জামাইর ঘরে আগুন দিল শ্বশুর।

     

    সোহেল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর রামগতি উপজেলা রাতের অন্ধকারে রিকশা চালক মো: মমিনের ঘর আগুনে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে। শ্বশুর বাসু মাঝির বিরুদ্ধে এই অভিযোগ করেছে মমিনের বাবা আবদুল মতিন। শনিবার (২৭ নভেম্বর) জীবনের নিরাপত্তা ও ঘর পোড়ানোর বিচার চেয়ে তিনি এ অভিযোগ করেন। এই দিকে পুড়ে যাওয়া ঘরটি ছাড়া মতিনের থাকার আর কোন ব্যবস্থা নেই। এতে পরিবার নিয়ে তিনি দুঃশ্চিন্তায় পড়েছেন।

    এই ছাড়া অভিযুক্তদের হুমকিতে তিনি পরিবার নিয়ে আতঙ্কে রয়েছেন। নিরাপত্তা ও সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন তিনি। ভূক্তভোগী আবদুল মতিন রামগতি উপজেলার চরকলাকোপা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কলাকোপা গ্রামের বাসিন্দা। ছেলে মো: মমিনসহ তিনি ফেনির দাগনভূঁইয়া এলাকায় রিকশা চালক।

    স্থানীয়রা জানিয়েছেন, ছেলে মমিনের সঙ্গে তার স্ত্রী শিল্পি বেগমের কলহ রয়েছে। এনিয়ে মমিন তার স্ত্রীকে থাপ্পড় দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ১৭ নভেম্বর শিল্পিসহ তার বাবা বাসু মাঝি, মা হোসনেয়ারা বেগম, আত্মীয় শাহিনুর আক্তার, আবদুর রহিম ও জসিম উদ্দিন বাড়িতে এসে মমিনকে পিটিয়ে আহত করে। মমিন চিকিৎসা না নিয়েই ঘটনার দিন দাগনভূঁইয়া চলে যান। সেখানে সহকর্মীরা তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করান। পরদিন আবদুল মতিন বাড়িতে এসে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রামগতি আদালতে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরপর তিনি দাগনভূঁইয়া চলে যান।

    মামলার বিষয়ে জানতে পেরে ২৪ নভেম্বর রাতে বাসু মাঝিসহ অভিযুক্তরা রাতের অন্ধকারে আবদুল মতিনের ঘরে আগুন লাগিয়ে দেয়। এতে ঘরটি পুড়ে যায়। ছাই হয়ে যায় ঘরের আসবাবপত্র। ঘরের চালার টিনগুলো ভিটের ওপর পড়ে আছে। ঘরের বাইরে চালার সঙ্গে ঝুলানো কাঠের খোপে থাকা ৪০ টি কবুতর পুড়ে মারা গেছে। তবে ঘরে কেউ না থাকায় হতাহতের কোন ঘটনা ঘটেনি।

    খবর পেয়ে বাড়িতে এসে মতিন রামগতি থানায় বাসু মাঝিসহ অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত আবেদন করেন। প্রতিবেশি মাজহারুল ইসলাম বলেন, মতিনের ঘরের পাশেই আমার ঘর। অনেক চেষ্টা করেছি আগুন নেভাতে। কিন্তু সম্ভব হয়নি। অসহায় মানুষটির অপূরণীয় ক্ষতি হয়েছে। আগুন জ্বলতে দেখলেও তখন কাউকে দেখেননি।

    আবদুল মতিনের স্ত্রী আক্তারা বেগম বলেন, বাসু মাঝির লোকজন আমাকে বিভিন্নভাবে হুমকি দেয়। এতে ভয়ে ওই রাতে আমি ঘরে ঘুমাইনি। প্রতিবেশিদের ঘরে ঘুমিয়েছে। হঠাৎ ভাঙচুরের শব্দ শোনা যায়। কিছুক্ষণ পরই দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। আমার সাজানো সংসার পুড়ে ছাই হয়ে গেছে।

    আবদুল মতিন কান্না জড়িত কণ্ঠে বলেন, আমার একমাত্র শত্রু বেয়াই বাসু মাঝি। আমি নোয়াখালী পাটওয়ারীরহাট এলাকার বাসিন্দা ছিলাম। দুই বছর আগে আমি এ গ্রামে এসে তার (বাসু) কাছ থেকে ২০ শতাংশ জমি কিনি। এর কিছু অংশে টিনের ঘর করে বসবাস করছি। বাকি অংশ এখনো আমাকে তিনি বুঝিয়ে দেননি। এখানে আসার পর তার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দিই। ছেলে তার স্ত্রীকে একটি থাপ্পড় দেয়। এতে তারা আমার ছেলেকে মেরে গুরুতর আহত করে। এনিয়ে মামলা করায় তারা আমার ঘর পুড়ে ছাই করে দিয়েছে। অভিযোগ অস্বীকার করে বাসু মাঝি বলেন, আগুন লাগানোর ঘটনায় আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। শত্রুতা করে অভিযোগ এনে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। মতিনের আইনজীবী মাহমুদুল হাসান সুজন বলেন,মমিনকে মারধরের ঘটনার অভিযোগটি আদালত আমলে নিয়েছেন।

    তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের জন্য গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসিকে নির্দেশ দিয়েছে আদালত। রামগতি থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন বলেন,আগুনের ঘটনায় লিখিত অভিযোগটি পেয়েছি। অভিযুক্তদের বাড়িতে গিয়ে তাদেরকে পায়নি। ঘটনাটি তদন্তু চলছে। প্রমাণিত হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তদের থানায় আসার জন্য বলা হয়েছে।

  • দেওয়ানগঞ্জে কৃষকের বাড়ি আগুনে পুড়ে ছাই;লক্ষাধীক টাকার ক্ষতি। 

    দেওয়ানগঞ্জে কৃষকের বাড়ি আগুনে পুড়ে ছাই;লক্ষাধীক টাকার ক্ষতি। 

    ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ শনিবার ২০ নভেম্বর দুপুরের দিকে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী পাঠাধোয়া পাড়া গ্রামের মোঃ ইকবাল হোসেন নামের এক কৃষকের বাড়ী আগুনে পুড়ে ছাই হয়েছে।এ ঘটনায় ওই কৃষকের লক্ষাধীক টাকার নগদ অর্থসহ কৃষি পণ্য ক্ষতি হয়েছে।
    জানা যায়, আজ ২০ নভেম্বর শনিবার দুপুর ১২ টার দিকে তালাবদ্ধ ঘরে আগুনের সুত্রপাত ঘটে। সংবাদ লেখা পর্যন্ত আগুন লাগার উৎস খুঁজে পাওয়া যায়নি। এতে নগদ অর্থ সহ লক্ষাধীক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
    স্থানীয় ইউপি সদস্য আমিনুল ইসলাম আগুনে পুড়ে যাওয়া বাড়ীটি পরিদর্শন করেন। তিনি জানান, স্থানীয় সরকারের তহবিল থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে সাহায্য করার ব্যবস্থা করা হবে।
  • মাটিরাঙ্গায় আগুনে ক্ষতিগ্রস্থ ৭ ব্যবসায়ীর পাশে উপজেলা প্রশাসন।

    মাটিরাঙ্গায় আগুনে ক্ষতিগ্রস্থ ৭ ব্যবসায়ীর পাশে উপজেলা প্রশাসন।

    ফারুক হোসেন,মাটিরাঙ্গা (খাগড়াছড়ি)প্রতিনিধিঃ খাগড়াছড়ি মাটিরাঙ্গার বেলছড়ি ইউনিয়নের অযোধ্যা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা খোলা আকাশের নিচে নিজেদের শেষ সম্বল হারিয়ে হতবাকের মতো দাঁড়িয়ে রয়েছেন। ঠিক সেই মুহূর্তে ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ালো মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন।
    সোমবার (৮ নভেম্বর) দুপুরের দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ক্ষতিগ্রস্ত সাত ব্যবসায়ীকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক অনুদান ৬ হাজার করে ৪২ হাজার  টাকার (চেক) ও ২বান করে ১৪বান ঢেউটিন প্রদান করেন ইউএনও মোঃ হেদায়েত উল্লাহ্।
    এ সময় উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা আদর্শ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজ কুমার শীল প্রমুখ।
    উপজেলা নির্বাহী অফিসার (অঃদাঃ) মোঃ হেদায়েত উল্লাহ্ বলেন, বেলছড়ি ইউনিয়নের অযোধ্যা বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৭ ব্যবসায়ীদের মাঝে ছয় হাজার করে ৪২ হাজার টাকার চেক প্রদান ও  দুই বান করে ১৪ বান ঢেউটিন দেওয়া হয়েছে।
    উল্লেখ্য, গতকাল রবিবার (৭ নভেম্বর) উপজেলার বেলছড়ি ইউনিয়নের অযোধ্যা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।অগ্নিকাণ্ডের খবর পেয়ে সন্ধ্যার দিকে ঘটনাস্থলে পৌঁছে উপজেলা নির্বাহী অফিসার (অঃদাঃ) মোঃ হেদায়েত উল্লাহ্ ক্ষতিগ্রস্থ দোকানগুলো পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থ দোকানদারদের অর্থ ও ঢেউটিন সহায়তা দেওয়ার আশ্বাস দেয়া হয়েছিল।
  • তাড়াশে আগুনে দোকান পুড়ে ২ লাখ টাকার ক্ষতি।

    তাড়াশে আগুনে দোকান পুড়ে ২ লাখ টাকার ক্ষতি।

    শাহিনুর রহমান,তাড়াশ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে আগুনে দোকান পুড়ে ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে  স্থানীয় সূত্রে জানা গেছে।এ ঘটনা ঘটে উপজেলার তালম ইউনিয়নের তালম সাহেব বাজারে।  ৯ অক্টোবর  রাত ১২টার দিকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে  আগুন লেগে এ দুর্ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে  ফায়ার  সার্ভিসের সদস্যরা গিয়ে দেখে আগুন সাধারণ জনগন নিয়ন্ত্রনে এনেছে । এতে ওই বাজারের এনামুল হকের কাপড়ের দোকান , নাইস হোসেন  ও আব্দুল  হাকিমের মুদিখানার দোকান পুড়ে গেছে। এতে ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন তালম ইউপি সদস্য আবু তালেব।

    তাড়াশ ফায়ার সার্ভিসের সাব অফিসার রেজাউল করিম বলেন, আগুন লাগার খবর পেয়ে আমরা সেখানে গিয়েছিলাম। সাধারণ জনগন চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ করেছে। ৩টি দোকান পুড়েছে । এতে প্রায়  ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

  • রাজধানীর আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন।

    রাজধানীর আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন।

    স্মৃতি রানি, স্টাফ রিপোর্টারঃ রাজধানীর সাভার আশুলিয়ায় একটি পোশাক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। প্রায় আধা ঘন্টা চেস্টার পর আগুন নিয়ন্ত্রণে এনেছে ডিইপিজেড ফায়ার সার্ভিস।

    বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে আশুলিয়ার কুটুরিয়ার দেওয়ান মার্কেট এলাকার এবি নীটওয়্যার লিমিটেড কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে।

    ফায়ার সার্ভিস জানান দুপুরে কারখানায় কাজের সময় ভারি বস্তুর ঘর্ষণে আগুন লাগে। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। প্রায় আধা ঘন্টা চেস্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

    ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলে – আগুনের ঘটনায় কারখানায় প্রায় লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে। আগুন সম্পুর্ণ নির্বাপন করে ফায়ার সার্ভিস স্টেশনে ফিরে এসেছে।

  • ভোলার দৌলতখানে বৈদ্যুতিক অগ্নিকাণ্ডে ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

    ভোলার দৌলতখানে বৈদ্যুতিক অগ্নিকাণ্ডে ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

    ভোলার দৌলতখানে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে দুইটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।শুক্রবার (৬ আগস্ট ) দুপুর ২টার সময় উপজেলার সৈয়দপুর ইউনিয়নের আদর্শ বাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

    অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন, মুদি ব্যবসায়ী মোঃ সেলিম বাগা,মোঃ খোকন তালুকদার। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের দাবি এতে প্রায় ২০ লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে।

    ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, মুদি ব্যবসায়ী সেলিমের দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুনের লেলিহান শিখায় মুহূর্তেই সেলিমের দোকানসহ দুটি দোকান সম্পূর্ন পুড়ে ছাই হয়ে যায়।

    উপজেলা ফায়ার স্টেশন অফিসার গোলাম মোস্তফা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে দৌলতখান ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ওই এলাকায় গেলে রাস্তা বেহাল অবস্থার কারণে আগুন নিয়ন্ত্রণের পিকআপ ঘটনাস্থলে পৌঁছাতে পাড়েনি । কিন্তু এর আগেই আগুনে ২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

  • ঢাকার সাভার সিঙ্গার ওয়্যারহাউসে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ফায়ারসার্ভিসের ১০ ইউনিট

    ঢাকার সাভার সিঙ্গার ওয়্যারহাউসে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ফায়ারসার্ভিসের ১০ ইউনিট

    ঢাকা সাভারে সিঙ্গার ইলেকট্রনিক্সের একটি ওয়্যারহাউসে (গোডাউন ) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

    বৃহস্পতিবার ( ৫ আগস্ট ) সকাল সাড়ে ৮ টার সময় রাজফুলবাড়িয়ার জোড়পুর এলাকায় এই ওয়্যারহাউসের আটতলা ভবনের দ্বিতীয় তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

    খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিস ডিইপিজেড ফায়ার সার্ভিস ও হেমায়েতপুরের চামড়া শিল্পনগরী থেকে মোট ১০ টি ইউনিট অগ্নিনির্বাপনে কাজ করছে। এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। এদিকে এ ঘটনায় ঢাকা আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়ায় যা চলাচল বন্ধ রয়েছে।

    প্রাথমিকভাবে জানা যায় যে সাভার সিঙ্গারের এই কারখানায় এয়ার কন্ডিশন ( এসি ) মেশিন তৈরি করা হতো।

    সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম জানান সকাল সাড়ে ৮ টার সময় সিঙ্গার ইলেকট্রনিক্সের একটি ওয়্যারহাউসের আটতলা ভবনের দ্বিতীয় তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

    খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের পাচটি ডিইপিজেডের তিনটি ও চামড়া শিল্পনগরীর দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনের তীব্রতা অনেক।

    তাৎক্ষণিকভাবে সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণের পর বিস্তারিত জানা যাবে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।