Tag: আগুন

  • লক্ষ্মীপুরে যুবলীগ নেতা ও উপজেলা চেয়ারম্যানের বাড়ি ভাঙচুরের পরে আগুন।

    লক্ষ্মীপুরে যুবলীগ নেতা ও উপজেলা চেয়ারম্যানের বাড়ি ভাঙচুরের পরে আগুন।

    সোহেল হোসেন,প্রতিনিধি লক্ষ্মীপুরঃ

    লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপুর বাসভবন ভেঙে দিচ্ছে ছাত্র-জনতা।

    বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল থেকে বিক্ষুব্ধ জনতা শহরের পিংকু প্লাজের টিপুর বাসায় আগুন দেওয়ার পাশাপাশি ভাঙচুর করে।

    সরেজমিন দেখা গেছে, টিপুর বাসার নিচে উৎসুক জনতা বাসা ভাঙার দৃশ্য দেখছেন। অনেকেই আবার নিজেদের মোবাইলে ভিডিও ও ছবি ধারন করছেন। আবার অনেকে ভবন ভাঙছেন।

    গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সালাহ্ উদ্দিন টিপু তার বাসভবনের ছাদের ওপর থেকে নির্বিচারে গুলিবর্ষণ করেন। ওইদিন টিপুর গুলিতে চার শিক্ষার্থী নিহত হয়। গুলিবিদ্ধ হয় শতাধিক ছাত্র-জনতা। টিপু আন্দোলনে নিহত শিক্ষার্থীদের হত্যা মামলার প্রধান আসামি

  • কালিয়াকৈরে নীট এশিয়া পোষাক কারখানায় আগুন।

    কালিয়াকৈরে নীট এশিয়া পোষাক কারখানায় আগুন।

    কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:

    গাজীপুরের কালিয়াকৈরে নীট এশিয়া লিমিটেড কারখানার ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিয়ন করজ করছে।

    সোমবার (২৩ ডিসেম্বর) বিকেল ২:৪৫টায় উপজেলার সফিপুর বাজার এলাকায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

    ফায়ার সার্ভিস ও কারখানা কতৃপক্ষ জানায়, সোমবার বিকেল ২:৪৫টায় নীট এশিয়া কারখানার ঝুটের গোডাউনে কালো ধোয়া দেখতে পায় কর্মরত শ্রমিকরা। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে ঝুটের পুরো গোডাউন টিতে।এ সময় কারখানাটির পাশে অবস্থিত লিজ ফ্যাশন লিমিটেড কারখানার ফায়ার সেফটি কর্মীরা খোঁজ পাইপ এর মাধ্যমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। খবর পেয়ে কালিয়াকৈর ও কোনাবাড়ি ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে চলে এসে ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ।

    কালিয়াকৈর ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, দুপুর ২ টা ৪৫ মিনিটে সফিপুরের নীট এশিয়া কারখানায় আগুন লাগে।খবর পেয়ে কালিয়াকৈর ও কোনাবাড়ি ফায়ার সার্ভিসে চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে।আগুন লাগা কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা সম্ভব নয়।

  • ট্রাক চাপায় পোশাক শ্রমিক নিহত-ট্রাকে আগুন।

    ট্রাক চাপায় পোশাক শ্রমিক নিহত-ট্রাকে আগুন।

    কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ

    গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার আকুলিচালা নামক এলাকায় অবৈধ মাটি বহনকারী ড্রাম ট্রাক চাপায় কাকুলি আক্তার (২৬) নামে এক নারী পোশাক শ্রমিক নিহত হয় । এ ঘটনায় বিক্ষুব্ধ সকল জনতা ওই ড্রাম ট্রাকে অগ্নিসংযোগ করেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন বলে জানা গেছে।

    বুধবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের আকুলিচালা এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহত কাকুলি আক্তার ওই এলাকার এসেনশিয়াল ক্লোথিং লিমিটেড নামক একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।

    স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার মৌচাক ইউনিয়নের মধ্যপাড়া, আকুলিচালা এলাকায় ওই কারখানা ছুটি দিলে শ্রমিকরা যার যার বাড়ি যাচ্ছিলেন। এসময় অবৈধ মাটি পরিবহনকারী ড্রাম ট্রাকটি বেপরোয়া গতিতে কাকুলি আক্তারকে চাপা দেন। এতে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন ও ওই কারখানার শ্রমিকরা ট্রাকটি আটক করে আগুন ধরিয়ে দেন। ততক্ষণে গাড়ির চালক ও সহকারী পালিয়ে যায়।

    স্থানীয় বাসিন্দা বারেক মিয়া জানান, অবৈধ ভাবে মাটি কেটে রাস্তা ধ্বংস করে ফেলেছে। আজকে একজন মানুষ মারলো। এদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

    এ ব্যাপারে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ বলেন, মাটির ট্রাকের চাপায় এক নারীর মৃত্যু হয়েছে এ খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান।

  • সিলেটের কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে।

    সিলেটের কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে।

    সিলেট প্রতিনিধিঃ

    সিলেটের কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ অগ্নিকাণ্ডের ফলে সিলেট নগরীর কিছু অংশে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ থাকলেও জেলার অধিকাংশ জায়গায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রয়েছে।সোমবার (১৫ এপ্রিল) সকাল সোয়া ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় সকাল সোয়া ১০টার দিকে এই আগুন নিয়ন্ত্রণে আসে।

    বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা যায়, হাইভোল্টেজের তারের স্পা‌র্কিং থেকে সকাল সোয়া ৯টার দিকে কুমারগাঁও ২২৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের পরিত্যক্ত এয়ার ফিল্টারে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
    বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবদুল কা‌দির বলেন, বিদ্যুৎকেন্দ্রে হাইভোল্টেজের তারের স্পা‌র্কিং থেকে কেন্দ্রে ডাম্পিং করে রাখা পরিত্যক্ত এয়ার ফিল্টারে আগুন লাগে।

    এ ঘটনায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বিদ্যুৎকেন্দ্রটি পরিদর্শনে যান।

  • কানাইঘাটে করাতকলে আগুন ও ভারতীয় চিনি ভর্তি পিক-আপসহ দুই ব্যবসায়ী আটক।

    কানাইঘাটে করাতকলে আগুন ও ভারতীয় চিনি ভর্তি পিক-আপসহ দুই ব্যবসায়ী আটক।

    কানাইঘাট(সিলেট)প্রতিনিধিঃ

    সিলেটের কানাইঘাটের সুরইঘাটে ভারতীয় চিনি আটক নিয়ে সুরইঘাট বাজারের পাশে অবস্থিত একটি করাতকলে গত বৃহস্পতিবার ৭টার দিকে চোরাকারবারীরা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়ার অভিযোগ উঠেছে।
    এ ঘটনায় কানাইঘাট সদর ইউপি আওয়ামীলীগের সভাপতি নিজ চাউরা উত্তর (বড়কান্দি) গ্রামের মৃত মুবশ্বির আলীর পুত্র করাতকলের মালিক তাজ উদ্দিন বাদী হয়ে থানায় চোরাকারবারী ৩০ জনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেছেন।

    অপরদিকে কানাইঘাট থানা পুলিশের এক প্রেসনোটে বলা হয়েছে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে থানা পুলিশ সদর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের ইউপি সদস্য নিজাম উদ্দিনের বাড়ির সামনে রাস্তার উপর থেকে ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা ২৫ বস্তা চিনি সহ একটি পিকআপ গাড়ী আটক করা হয়। এ ঘটনায় পিকআপ গাড়ীতে থাকা নাজিম উদ্দিন, রামিম আহমেদ সহ গাড়ীর চালক পুলিশের উপস্থিতি টের পেরে দৌড়ে পালিয়ে যায়। পরে থানার এস.আই
    দেবাশীষ সূত্রধর চিনি ও গাড়ী জব্দ করে থানায় নিয়ে আসার পর বিশেষ ক্ষমতা আইনে নাজিম উদ্দিন ও রাহিম আহমেদের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ।

    থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার জানিয়েছেন, ভারতীয় চিনি ও পিকআপ আটকের মামলার আসামীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে। করাতকলে আগুন ধরিয়ে দেয়ার বিষয়টি তদন্ত করা হচ্ছে।
    আগুনে পুড়িয়ে দেয়া ক্ষতিগ্রস্ত করাতকলের মালিক তাজ উদ্দিন সহ তার পরিবারের লোকজন জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে তাদের বাড়ির পাশ থেকে সুরইঘাট বিজিবি ক্যাম্পের সদস্যরা চোরাকারবারী নাজিম উদ্দিন ও তার ভাই রামিম আহমদের ভারতীয় চিনি বোঝাই পিকআপ গাড়ী আটক করে। ভারতীয় চিনি বিজিবিথ সদস্যরা কর্তৃক আটকের সহযোগিতা করার অভিযোগ এনে চোরাকারবারী নাজিম উদ্দিন ও তার সংঘবদ্ধ
    চোরকারবারী চক্রের সদস্যরা ক্ষিপ্ত হয়ে রাত ৭টার দিকে সুরইঘাট বাজারে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বাজারের পাশে অবস্থিত তাজ উদ্দিনের মালিকানাধীন তাজ করাতকলে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে করাতকল পুড়ে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়। খবর পেয়ে
    কানাইঘাট ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে করাতকলের আগুন নিয়ন্ত্রণে আনেন। করাতকলে আগুন ধরিয়ে দেয়ার পর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। এদিকে চিনি আটকের ঘটনার জেরে বৃহস্পতিবার রাতে কানাইঘাট উত্তর বাজারে তাজ উদ্দিনের ভাতিজাদের সাথে চোরাকারবারীদের হাতাহাতির ঘটনাও ঘটে। থানা পুলিশ তাজ উদ্দনের দুই ভাতিজা সহ ৪ জনকে আটক করলেও পরবর্তীতে দুথজনকে ছেড়ে দেয়।

    তাজ উদ্দিন বলেন তার অভিযোগের সাক্ষী হওয়ার অভিযোগ তুলে আলতাফ হোসেন নামে একজনকে গতকাল শুক্রবার সুরইঘাট বাজারে তার অভিযোগের বিবাদী চোরাকারবারীরা ধরে মারধর করে।

  • কানাইঘাটে আগুনে পুড়ে গেছে দুটি গাড়ীসহ গ্যারেজ-থানায় অভিযোগ।

    কানাইঘাটে আগুনে পুড়ে গেছে দুটি গাড়ীসহ গ্যারেজ-থানায় অভিযোগ।

    কানাইঘাট(সিলেট)প্রতিনিধিঃ

    সিলেটের কানাইঘাট উপজেলার বড়চতুল ইউনিয়নে আগুনে পুড়ে গেছে গ্যারেজে রাখা মিনি ট্রাক ও অটোরিক্সা সিএনজি গাড়ী। এ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোর রাত সাড়ে ৪টার দিকে উপজেলার বড়চতুল ইউনিয়ন পরিষদের সামনে অবস্থিত একটি গ্যারেজে।

    এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে কানাইঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন পুড়ে যাওয়া টাটা মিনি ট্রাকের মালিক পৌরসভার নিজ চাউরা দক্ষিণ গ্রামের অলিউর রহমানের পুত্র সেলিম আহমদ। জানা যায়, মঙ্গলবার রাত ২টার দিকে সেলিম উদ্দিনের মালিকানাধীন সিলেট মেট্রো-ন-১১-২১৩১ টাটা পিকআপ গাড়ীর চালক স্থানীয় দুর্গাপুর গ্রামের ফয়সাল আহমদ ইউনিয়ন পরিষদের সামনে জাকির আহমদ এর গ্যারেজে গাড়ী রেখে বাড়ি চলে যান।

    গ্যারেজে আরো একটি অটোরিক্সা সিএনজি গাড়ী রাখা ছিল। সেহরির শেষ দিকে রাত সাড়ে ৪টার দিকে কে বা কাহারা টাটা মিনি ট্রাক ও সিএনজি গাড়ীতে আগুন ধরিয়ে দিলে আশপাশের লোকজন আগুন নেভানোর জন্য চেষ্টা করে ব্যর্থ হন, গাড়ী দুটি পুড়ে যায়। তবে মিনি ট্রাকের মালিক সেলিম উদ্দিন জানান, পূর্ব শত্রুতার জের ধরে তার ১৬ লক্ষ টাকা মূল্যের গাড়ীটি অজ্ঞাতনামা আসামীরা পুড়িয়ে দিতে পারে।

    অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন থানার এস.আই সোহেল মাহমুদ। তিনি বলেন, কিভাবে গ্যারেজে আগুন লেগে দুথটি গাড়ী পুড়ে গেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

  • পাবনায় কসমেটিকস গোডাউনে আগুন।

    পাবনায় কসমেটিকস গোডাউনে আগুন।

    পাবনা প্রতিনিধিঃ পাবনার লস্করপুরে কসমেটিকসের গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৭ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

    বুধবার (২৭ মার্চ) দুপুর ১২ টার সময় শহরের লস্করপুরের খাঁ পাড়ায় অবস্থিত স্কয়ারের কসেমটিকস গোডাউনে এ আগুন লাগার ঘটনা ঘটে।

    পাবনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোঃ শরিফুল আহসান ভূঁঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান দুপুর ১২ টার সময় আগুন লাগে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দুপুর সাড়ে ১২ টার সময় ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায় আগুন নিভানোর কাজ শুরু করে। এ সময় শহরের ৫টি ইউনিট, আটঘরিয়ার একটি ও সাঁথিয়ার একটি ইউনিট আগুন নেভাতে যোগ দেয়। সব মিলিয়ে ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।

  • কমলগঞ্জে পাত্রখোলা চা বাগানের শ্রমিকের বসতঘর আগুনে পুড়ে ছাঁই।

    কমলগঞ্জে পাত্রখোলা চা বাগানের শ্রমিকের বসতঘর আগুনে পুড়ে ছাঁই।

    নিজস্ব প্রতিবেদকঃ
    মৌলভীবাজারের কমলগঞ্জে চা বাগানে একটি বসতঘর আগুনে পুড়ে ছাঁই হয়ে গেছে। গত শনিবার ১৬ মার্চ ২০২৪ ইং, সন্ধ্যা পৌনে ৭টার সময় উপজেলার পাত্রখোলা চা বাগানের বাজার লাইন এলাকার চা শ্রমিক আনু কুর্মীর বসতঘরে এ ঘটনা ঘটে।
    স্থানীয়রা জানান, সন্ধ্যা পৌনে ৭টার সময় আনু কুর্মীর বসতঘরে আগুন লাগে। তাৎক্ষণিক বালতি, ডেগ, কলস ও বালি ব্যবহার করে আগুন নেভাতে কাজ শুরু করেন। ঘরে থাকা আসবাবপত্র, কাপড়চোপড়, ধান-চাল পুড়ে গেছে। প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। কিন্তু ততক্ষণে বসতঘরের মাটির দেয়াল ছাড়া সমস্তকিছু আগুনে পুড়ে যায়। আগুন নিয়ন্ত্রণে আসার পর কমলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে আসলে স্থানীয় জনতা তাদের নিরুৎসাহিত করেন।
    ক্ষতিগ্রস্ত আনু কুর্মী বলেন, সন্ধ্যা ৭টার সময় হঠাৎ করে আমার ঘরে আগুন লাগে। ঘরের আসবাবপত্র, কাপড়চোপড়, ধান-চালসহ সবকিছু আগুনে পুড়ে ছাঁই হয়ে গেছে।
    স্থানীয় ইউপি সদস্য শিপন চক্রবর্তী বলেন, আগুন লাগার খবর পাওয়ার পর আমি সেখানে যাই। মালামাল উদ্ধারে তাদের সহযোগীতা করি। তাদের একটি ঘর পুড়ে গেছে। সেই ঘরটিতে প্রচুর মালামাল ছিল। ক্ষতির পরিমান ৪-৫ লাখ টাকা হবে। তাদের সহযোগীতা করা হবে।
    কমলগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ ফারুক আহমেদ বলেন, আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণ করে স্থানীয়রা। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে আনুমানিক প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
  • মৌলভীবাজারে হিড এলাকার টিলায় আগুন-সাড়ে ৫ ঘন্টাপর নিয়ত্রনে।

    মৌলভীবাজারে হিড এলাকার টিলায় আগুন-সাড়ে ৫ ঘন্টাপর নিয়ত্রনে।

    নিজস্ব প্রতিবেদক: জালাল উদ্দিনঃ
    মৌলভীবাজারের কমলগঞ্জের হিড বাংলাদেশ এর লেকের পাশের টিলায় লাগা আগুন প্রায় সাড়ে ৬ঘন্টাপর নিয়ত্রনে। পুঁড়ে গেছে ৬ একর জায়গার গাছ-গাছালী। নিয়ত্রনে কাজ করে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। জায়গামত ফায়ার সার্ভিসের গাড়ি না যেতে পারায় আগুন নিয়ত্রনে দেরী হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস।
    বুধবার ১৩ মার্চ ২০২৪ ইং, দুপুর ১ টার সময় কে বা কারা টিলায় আগুন লাগিয়ে দেয় বলে জানান হিডের এক কর্মকর্তা। তাৎক্ষনিক হিডের লোকেরা কমলগঞ্জ ফায়ার স্টেশনে খবর দিলে কমলগঞ্জের ফায়ার সার্ভিসের লোকেরা আগুন নিয়ত্রনে আনার চেষ্ঠা করে। পরবর্তীতে আগুন বাড়তে থাকলে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে তারাও এসে আগুন নিয়ত্রনে যোগ দেয়। তাদের সন্মিলিত চেষ্টায় আগুন নিয়ত্রনে আনে।
    এ বিষয়ে, হিড বাংলাদেশ এর লিয়াজোঁ কর্মকর্তা নুর ই আলম বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ছয় একর জায়গার গাছ-গাছালি পুঁড়ে গেছে।
  • রাণীশংকৈলে ঘরবাড়ি ভেঙ্গে আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ।

    রাণীশংকৈলে ঘরবাড়ি ভেঙ্গে আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ।

    ঠাকুরগাঁও প্রতিনিধি:
    ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার ধর্মগড় এলাকার পূর্ব চেংমারীতে একটি বাড়ীর বিভিন্ন ঘর ভেঙ্গে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনার জেরে দুই পক্ষের মারামারি হয়েছে।এতে একজন গুরতর আহত হয়ে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি গত মঙ্গলবার ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী পূর্ব চেংমারী এলাকার মফিজুল ইসলামের ছেলে সমিরউদ্দীন বাদী হয়ে প্রতিপক্ষের ৮জনকে বিবাদী করে রাণীশংকৈল থানায় একটি এজাহার দিয়েছেন।
    এজাহার সুত্রে জানা গেছে,জমিজমার জের ধরে গত মঙ্গলবার অতর্কিতভাবে হামলা চালায় একই এলাকার মৃত জয়নাল উদ্দীনের ছেলে হবিবর রহমানসহ তার পরিবার। সমিরউদ্দীনের অভিযোগ তারা তাদের বাড়ীর ভেঙ্গে পড়া চুলা ঘর ঠিক করছিলেন। ঠিক সেসময় হবিবর রহমানরা এসে চুলা ঘর নির্মাণে বাধা দিয়ে তাদের সাথে মারামারি লাগিয়ে দেয়। এক পযার্য়ে একটি ঘর আগুন ধরিয়ে দেয়।তাছাড়া বাড়ীর ঘরে ঢুকে আসবাবপত্র ভেঙ্গে নগদ ৯৫ হাজার টাকা ছিনিয়ে নেই।  পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিভানো হয়। মারামারিতে সমিরউদ্দীনের বাবা মফিজুল ইসলাম মারাত্নকভাবে জখম হয়। এ ঘটনার সমিরউদ্দীন বাদী হয়ে হবিবর রহমানকে প্রথম আসামী করে মোট ৮ জনের নাম উল্লেখ্য করে থানায় এজাহার দিয়েছে। তবে পুলিশ এখনো ঘটনাস্থলে যায়নি বলে অভিযোগ পাওয়া গেছে।
    এদিকে প্রতিপক্ষ হবিবর রহমানের আত্নীয় মতিবুর রহমান বলেন, সামান্য কথা কাটাকাটি হয়েছে। তবে আগুন ধরানো বা টাকা ছিনিয়ে নেওয়ার কোন ঘটনা ঘটেনি।
    রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সোহেল রানা বলেন, মঙ্গলবার এমন ঘটনা ঘটেছে তিনি জানেন না। তবে এ ঘটনায় যদি এজাহার দেওয়া হয় তাহলে তদন্ত করে তিনি ব্যবস্থা নেবেন।