Tag: আওয়ামীলীগ

  • ওসমানীনগরের সাদীপুর ইউনিয়ন আ.লীগের বর্ধিত সভা।

    ওসমানীনগরের সাদীপুর ইউনিয়ন আ.লীগের বর্ধিত সভা।

    ওসমানীনগরের সাদীপুর ইউনিয়ন আ.লীগের বর্ধিত সভা।

    সিলেটের ওসমানীনগরে সাদীপুর ইউনিয়ন আওয়ামীলীগের বিশেষ  বর্ধিত সভা অনুষ্টিত হয়েছে। বুধবার বিকালে উপজেলার সাদীপুরস্থ একটি কমিউনিটি সেন্টাওে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আসকন্দর আলী। প্রধান অতিথি ছিলেন প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ওসমানীনগরের সাংগঠনিক দ্বায়িত্ব প্রাপ্ত অধ্যক্ষ সুজাত আলী রফিক।

    বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহমদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: শাকির আহমদ শাহিন, জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান, সিনিয়র সহসভাপতি আব্দুল মিয়া,সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, যুগ্ন সম্পাদক তোফাজ্জল হোসেন, সাদিপুর ইউপি চেয়ারম্যান সাহেদ আহমদ ভিপি মুছা।
    সাদীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সফর আলীর পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সদস্য মোস্তফা কামাল,নিরঞ্জন কুমার দেব,সেলিম মিয়া,সাদিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি সানু মিয়া,যুগ্ম সাধারণ সম্পাদক শাহ হুমায়ুন আলী,মইনুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক এবাদুর রহমান প্রমুখ। সভায় বক্তারা বলেন,আগামী উপজেলা নির্বাচনের আগে দলকে গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের মেয়াদোত্তীর্ণ কমিটি গঠনের উদ্যোগ নেয়া হয়েছে।
    যেসব ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি নেই সেখানে নতুন কমিটি গঠন করা হচ্ছে। যার ধারাবাহিকতায় আগামী ৭ মে থেকে শুরু করে ১৬ মে পর্যন্ত পর্যায়ক্রমে  ওসমানীনগরের  সাদিপুর ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে বর্ধিত সভার মাধ্যমে ওর্য়াড কমিটি গঠন পূর্বক ইউনিয়ন কমিটি গঠন করা হবে। সভায় ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
  • লক্ষ্মীপুরের আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত-২০।

    লক্ষ্মীপুরের আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত-২০।

    লক্ষ্মীপুরের আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত-২০।


    লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ৮নং চরকাদিরা ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে মধ্যরাতে ভোটের প্রস্তুতি নেওয়া হয়। কিন্তু সভাপতি পদে ভোট গ্রহণ না করে সাধারণ সম্পাদক পদে ভোট গ্রহণের অভিযোগ ওঠে।

    পরে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ২০বিশ জন নেতাকর্মী আহত হয়েছেন। তাদের প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়। বুধবার (৯নয় মার্চ) বিকেল ৫টায় শুরু হওয়া সম্মেলনে দিবাগত রাত ১২টার দিকে চরকাদিরা ইউনিয়নের ফজুমিয়ার হাট স্কুল অ্যান্ড কলেজ মাঠে সম্মেলনস্থলে অতিথিদের সামনে এই ঘটনা ঘটে। এই সময় আওয়ামী লীগ নেতারা জেলা ও উপজেলা কমিটির নেতাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে সম্মেলনস্থল উত্তপ্ত করে তোলেন। নাম প্রকাশ্যে অনিচ্ছুক দুই আওয়ামী লীগ নেতা বলেন, নেতা-কর্মীদের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়েছে। আমরা তাদের বুঝিয়ে শান্ত করেছি।

    স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান,পূর্বনির্ধারিত সময় অনুযায়ী বুধবার বিকেলে ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন শুরু হয়। নেতাকর্মীরা শুরু থেকে ৪ থেকে ৫ ঘণ্টা উপস্থিত ছিলেন। রাত বাড়তে থাকলে অধিকাংশ নেতা-কর্মী সম্মেলনস্থল ত্যাগ করেন। ইউনিয়নের ১৯ জন কাউন্সিলরের মধ্যে শেষ পর্যায়ে ৫ জন উপস্থিত ছিলেন। কারণ সবাই ধারণা করেছেন সম্মেলনের আলোচনা শেষে সিলেকশনের মাধ্যমে কমিটি গঠন করা হবে। কিন্তু রাত ১২টার দিকে অতিথিরা হঠাৎ ভোটের ঘোষণা দেন। এতে কাউন্সিলররা তাদের ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেন। কিন্তু সভাপতি পদে ভোট না নেওয়ায় কথা-কাটাকাটি থেকে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে।

    এতে বিক্ষুব্ধ নেতাকর্মীরা একে অন্যকে প্লাস্টিকের চেয়ার দিয়ে এলোপাতাড়ি মারধর করেন। এতে অন্তত ২০বিশ নেতাকর্মী আহত হয়েছেন। তাৎক্ষণিক সম্মেলনস্থল নেতাকর্মী শূন্য হয়ে পড়ে। সম্মেলনের উদ্বোধন করেন কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম নুরুল আমিন। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মিজানুর রহিম। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবুল বাশার, কৃষিবিষয়ক সম্পাদক আবদুল মতলব, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্না ও কেন্দ্রীয় যুব ও ক্রীড়াবিষয়ক উপকমিটির সদস্য আব্দুজ্জাহের সাজু প্রমুখ।

    এই বিষয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ঘটনাস্থল পুলিশ মোতায়েন রয়েছে। মারামারির ঘটনা ঘটেছে কি না, তারা আমাকে জানায়নি। ঘটলেও হয়তো বেশি হয়নি। তবু আমি খোঁজ নিচ্ছি।

  • সাপাহারে মহিলা আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনাসভা।

    সাপাহারে মহিলা আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনাসভা।

    সাপাহারে মহিলা আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনাসভা।


    নওগাঁর সাপাহারে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    ২৭ ফেব্রুয়ারী রবিবার সকাল ৯ টার দিকে সাপাহার উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও এক মিনিট নিরবতা পালন করা হয়েছে।

    ঐদিন বিকেলে আলোচনা সভায় বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর উপর বক্তব্য উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নৈমুদ্দিন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাইমা পারভিন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসফাত জেরিন মিনা,উপজেলা আওয়ামীযুবলীগের সাধারণ সম্পাদক বকুল হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাদেকুল ইসলাম চেয়ারম্যান,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভুট্ট পাহান মাস্টার , ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক জুয়েল মাস্টার, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি শামিম হোসেন, ছাত্রলীগের বনি ইসরাল,রাশেদ খান মেনন, যুবমহিলালীগের সুমাইয়া আক্তার তুলি প্রমুখ।

    আলোচনা সভা শেষে কেক কাটার মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী শেষ করা হয়েছে এমনটি জানিয়েছেন উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসফাত জেরিন মিনা মেডাম।

  • এমপিকে নিয়ে কটূক্তির অভিযোগে উল্লাপাড়ায় আওয়ামীলীগ নেতা গ্রেফতার।

    এমপিকে নিয়ে কটূক্তির অভিযোগে উল্লাপাড়ায় আওয়ামীলীগ নেতা গ্রেফতার।

    সিরাজগঞ্জ -৪ উল্লাপাড়া আসনের সংসদ সদস্য তানভীর ইমামকে নিয়ে ফেসবুকে কটূক্তি করার অভিযোগে দায়ের করা মামলায় আলম খান (৫০) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

    বুধবার সন্ধ্যায় উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নের কানসোনা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আওয়ামী লীগ নেতা আলম খান কানসোনা গ্রামের আব্দুস সালামের ছেলে।

    উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর আরিফুল ইসলাম উজ্জলের থানার মামলা সুত্রে জানা গেছে, গত ১ ফেব্রুয়ারী ২০২২ ইং তারিখে স্থানীয় সংসদ সদস্য তানভীর ইমাম সম্পর্কে দুর্নীতিবাজ, অগণতান্ত্রিক, নেতা-কর্মী নিযার্তনকারী ও বিভিন্ন ধরনের কটুক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলম খান তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট করিয়া প্রচার ও প্রকাশ করে। উক্ত পোস্টের আলোকে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৯(১), ৩১(২) ও ৩৫(২) ধারায় মানহানি কর তথ্য প্রচারের মাধ্যমে এলাকায় বিশৃঙ্খলা পরিস্থিতি ও আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টার অপরাধে আলম খানের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা দায়ের করেন।

    উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর আরিফুল ইসলাম উজ্জলের মামলার প্রেক্ষিতে আলম খানকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

    সলপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান জানান, আলাম খান সলপ ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং উপজেলা আওয়ামী লীগের কাউন্সিলর। রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে ব্যক্তিগত আক্রোশে তাকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে।

  • তাড়াশে আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত।

    তাড়াশে আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত।

    সিরাজগঞ্জের তাড়াশে  ইউনিয়ন পরিষদের  নির্বাচনকে সামনে রেখে বারুহাস ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

    ২৭ জানুয়ারী বৃহস্পতিবার  সন্ধ্যায় উপজেলার বারুহাস ইউনিয়নের কুসুম্বী হাফেজিয়া মাদ্রাসা মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী মোঃ ময়নুল হকের সভাপতিত্বে  এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

    উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি  বীর মুক্তিযোদ্ধা  গাজী আব্দুস সামাদ খন্দকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কুমার কর্মকার,কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য মিঠুন মোস্তাফিজ,উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মর্জিনা খাতুন, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক মাসুদ,খলিলুর রহমান,সহপ্রচার সম্পাদক মোহাম্মাদ আলী,উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান,সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ ফরহাদ আলী বিদ্যুৎ,বারুহাস ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।

  • নাগরপুর উপজেলা আ’লীগ থেকে আ’লীগ নেতা বহিষ্কার ও অব্যাহতি।

    নাগরপুর উপজেলা আ’লীগ থেকে আ’লীগ নেতা বহিষ্কার ও অব্যাহতি।

    টাঙ্গাইলের নাগরপুর উপজেলা আওয়ামীলীগের নেতাসহ কয়েক জনকে বহিস্কার করা হয়েছে।তৃতীয় ধাপে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে দল থেকে এ বহিষ্কার আদেশ দেওয়া হয়েছে।

    সূত্রে জানা যায়, বহিস্কৃত আওয়মীলীগের সহ সভাপতি, ধর্ম বিষয়ক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে দলীয় প্রার্থীর বিরোধিতা সহ ভিন্নমতের প্রার্থীদের পৃষ্ঠপোষকতা করেন। বর্তমান অব্যাহতি দেওয়া হয়েছে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ কে এম কামরুজ্জামান মনি, উপজেলা আওয়ামী লীগ এর ধর্মীয় বিষয়ক সম্পাদক মো. শহিদুল ইসলাম,বহিষ্কার কৃত হলেন দপ্তিয়র ইউনিয়নের সহ সম্পাদক মোঃ শামীম আনসারী।

    এ কারনে দলীয় শৃখলা ভঙ্গ করায়, কেন্দ্রের নির্দেশে তদন্ত সাপেক্ষে তাদেরকে কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত ও গঠণতন্ত্রের ৪৭ (ঠ) ধারা মোতাবেক উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি, ধর্ম বিষয়ক সম্পাদক পদ থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত প্যাডে বহিস্কার সহ অব্যাহতি প্রদান করা হয়েছে বলে জানা যায়।

    উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়াম ও সাধারন সম্পাদক মো, কুদরত আলী স্বাক্ষরিত দলীয় প্যাডে তাদেরকে আওয়ামীলীগ থেকে বহিস্কার ও অব্যাহতি প্রদান করেন।

    সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়াম ও সাধারন সম্পাদক মো, কুদরত আলী জানান, আমরা ইউনিয়ন পর্যায়ে হতে যে সকল নেতৃবৃন্দের নাম তালিকা পেয়েছি তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমানীত হওয়ায়, আওয়ামীলীগের কেন্দ্রীয় নির্দেশ মোতবেক উপজেলা আওয়মীলীগ সাংগঠনিক ভাবে ব্যবস্থা গ্রহণ করেছে।

    এ বহিষ্কারাদেশ চলমান রয়েছে, অভিযুক্ত নেতাকর্মীদের বিরুদ্ধে আনীত অভিযোগ যাচাই পূর্বক, তথ্য প্রমাণের ভিত্তিতে তাদেরকে দল হতে বহিষ্কার করা হচ্ছে। দলের স্বার্থে দলের ব্যানারে কোন অপশক্তি বা বিরোধীদের দলে ঠাঁই নেই।

    উল্লেখ্য, এ পর্যন্ত উপজেলা আওয়ামীলীগ ও ইউনিয়ন আওয়ামীলীগ হতে মোট ৫৩ জন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।

  • সংবাদ সম্মেলনে ক্ষমা চাইলেন নলডাঙ্গা আ’লীগের সম্পাদক মুশফিকুর রহমান।

    সংবাদ সম্মেলনে ক্ষমা চাইলেন নলডাঙ্গা আ’লীগের সম্পাদক মুশফিকুর রহমান।

    সংবাদ সম্মেলনে ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশ করলেন,নাটোরের নলডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুশফিকুর রহমান মুকু।

    বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আলোচনা সভায় একাত্তরে কিছু মুক্তিযোদ্ধারা অস্ত্র জমা না দিয়ে রাতে চুরি ডাকাতি করেছিল বলে বক্তব্য দিয়েছিল। এই নেতার বক্তব্যে ভুলবশত রাজাকার না বলে মুক্তিযোদ্ধা বলেন। আর এই বক্তব্য ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার মুখে পড়েন।

    এ বিষয় ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশ করে মঙ্গলবার বিকাল ৩ টার দিকে নলডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুশফিকুর রহমান মুকু।

    এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ,উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম,পৌর আওয়ামীলীগের সভাপতি শরিফুল ইসলাম পিয়ার,বীর মুক্তিযোদ্ধা হাকিম উদ্দিন,বীরমুক্তিযোদ্ধা তনছের আলী প্রমুখ।

  • মাটিরাঙ্গায় আওয়ামীলীগের আয়োজনে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন।

    মাটিরাঙ্গায় আওয়ামীলীগের আয়োজনে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন।

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে দিবসটির সূচনা করেছে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
    সোমবার (১০ জানুয়ারি) সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম হুমায়ুন মোর্শেদ খান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক সুবাস চাকমা, পৌর আওয়ামী লীগ সভাপতি হারুনুর রশিদ ফরাজি, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ জহির উদ্দিন খন্দকার, উপজেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি বাবুল আহমেদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি তসলিম উদ্দিন রুবেল, পৌর যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন আহম্মেদ, পৌর ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক রাজ।
    এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি হিরন জয় ত্রিপুরা, উয়ালীউল্যাহ, যুগ্ম সাধারণ সম্পাদক সুদন চাকমা, সাংগঠনিক সম্পাদক আলী হোসেন,  পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলাউদ্দিন লিটন, পৌর সেচ্ছাসেবক লীগ সভাপতি শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক মোঃ খায়ের প্রমুখ।
     আজকের দিনে স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে স্বাধীন দেশে ফিরে আসেন উল্লেখ করে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে বাঙ্গালির বিজয় ছিলো অসম্পূর্ণ। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের মধ্য দিয়ে সেই বিজয় পূর্ণতা পেয়েছে। তাই এই দিনটি বাঙ্গালি জাতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
    বক্তারা আরও বলেন, আওয়ামী লীগকে আরও সুসংগঠিত আর আদর্শিক দল হিসেবে গড়ে তোলার মধ্য দিয়ে সোনার বাংলা গড়তে একটি সহযোগী ভূমিকা পালনই হবে আজকের দিনের শপথ।
  • ইউপি নির্বাচনে আ’লীগ নেতা মাহবুব আলম হানিফের আসনে নৌকার ভরাডুবি।

    ইউপি নির্বাচনে আ’লীগ নেতা মাহবুব আলম হানিফের আসনে নৌকার ভরাডুবি।

    বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্নসাধারন সম্পাদক মাহবুব আলম হানিফ এর কুষ্টিয়া সদর উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১০ টিতে আওয়ামীলীগ মনোনীত নৌকার চেয়ারম্যান প্রার্থী পরাজিত হয়েছে মাত্র ১টিতে নৌকার চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হয়েছে।এ নিয়ে কুষ্টিয়া জেলা জুড়ে চলছে সমালোচনার ঝড়। পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন বিচ্ছিন্ন কয়েকটি কেন্দ্র ছাড়া উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোট শেষে বিকালে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের মুখপাত্র ও ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার এ বিষয়ে বলেন,‘কয়েকটি কেন্দ্র ছাড়া পুরো দেশে উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে।

    এখনও পর্যন্ত যেসব নির্বাচন হয়েছে, তাতে আমরা বলবো ভালো নির্বাচন হয়েছে। সামনে যে নির্বাচন হবে, সেটি আরও ভালো হবে।

    অন্যদিকে মনোহরদিয়া ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত একমাত্র প্রার্থী জিতেছেন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ সদর আসনের সাংসদ মাহবুবুল আলম হানিফের এই আসনে নৌকার এমন শোচনীয় ভরাডুবিতে জেলা জুড়ে সমালোচনা হচ্ছে। তবে কঠোর নিরাপত্তা ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় নির্বাচনে অংশগ্রহণকারী ও এলাকাবাসীরা সন্তোষ প্রকাশ করেছে।

    স্থানীয়রা জানান,আওয়ামীলীগের মনোনয়ন চেয়ে যারা ব্যর্থ হয়েছেন তারাই ১১ টি ইউপিতে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। দলমত নির্বিশেষে জনসাধারনের প্রত্যক্ষ ভোটে ১০ জন নৌকার বিদ্রোহী প্রার্থী চেয়ারম্যান হিসেবে বিজয়ী হয়েছেন। দলীয় সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান নিয়ে নির্বাচন করায় তাদের দল থেকে বহিষ্কার করার সুপারিশ করা হয়েছিল। নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন,পরাজিত অনেক প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হতে পারে।

  • নন্দীগ্রামে নির্বাচনী সহিংসতা আ’লীগ-স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মারধরে,উত্তেজনা।

    নন্দীগ্রামে নির্বাচনী সহিংসতা আ’লীগ-স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মারধরে,উত্তেজনা।

    আব্দুল আহাদ,নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে নির্বাচনী সহিংসতাকে কেন্দ্র করে স্বতন্ত্র ও আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থীর কর্মীদেট মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে। একে অপরের কর্মীকে মারপিটের জের ধরে যে কোন সময় আবারো সহিংস ঘটনার আশংকা রয়েছে।

    মঙ্গলবার (২১ডিসেম্বর) রাত ১২ টার পর নৌকা মার্কার দুই কর্মীকে মারধরের জের ধরে বুধবার বিএনপির এক কর্মীকে মারধর করা হয়।
    নন্দীগ্রাম সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান বিএনপি নেতা আব্দুল বারেক অভিযোগ করেন মঙ্গলবার দিবাগত রাত ১২ টার দিকে একদল দুর্বৃত্ত তার বাড়ির জানালা ভাঙ্গার চেষ্টা করে। এসময় বাড়ির লোকজন টের পেয়ে নুরনবী ও মনির নামের নৌকা মার্কার দুই কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

    এর জের ধরে বুধবার সকাল ১০ টার দিকে রনবাঘা বাজারে বিএনপি কর্মী ও চেয়ারম্যান প্রার্থী বারেকের ছোট ভাই আব্দুল মান্নানকে পিটিয়ে গুরুতর আহত করা হয়।

    নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী মোখলেছার রহমান মিন্টু বলেন নৌকা মার্কার দুই কর্মী নির্বাচনী কাজ শেষে ফেরার পথে বিএনপি চেয়ারম্যান প্রার্থী নৌকার দুই কর্মীকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে মারপিট করে। পরে পুলিশ তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেয়। তবে বিএনপি কর্মী আব্দুল মান্নানকে নৌকার কর্মীরা মারপিট করেনি। সাধারন জনগন তাদেরকে মারপিট করেছে।

    নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, পুলিশ কাউকে আটক করেনি। দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মারপিটের ঘটনায় কোন পক্ষই থানায় অভিযোগ করেনি।