Tag: আওয়ামীলীগ

  • জাতীয় পার্টির প্রার্থীর পক্ষে নির্বাচন করার সিদ্ধান্ত নিল আ.লীগের নেতা-কর্মীরা।

    জাতীয় পার্টির প্রার্থীর পক্ষে নির্বাচন করার সিদ্ধান্ত নিল আ.লীগের নেতা-কর্মীরা।

    আনোয়ার হোসেন,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
    ঠাকুরগাও-৩ (পীরগঞ্জ-রানীশংকৈল) আসনে অবশেষে জাতীয় পার্টির প্রার্থী হাফিজউদ্দীন আহমেদের পক্ষে নির্বাচন করার সিদ্ধান্ত নিল আওয়ামীলীগ। বৃহস্পতিবার দুপুরে পীরগঞ্জ উপজেলা আ.লীগের কার্যালয়ে পীরগঞ্জ এবং রানীশংকৈল উপজেলা আ.লীগের নেতৃবৃন্দের সমন্বয়ে এক বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
    সভায় সভাপতিত্ব করেন সাবেক এমপি এবং পীরগঞ্জ উপজেলা আ.লীগের সভাপতি ইমদাদুল হক। সভায় সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আ.লীগের সহসভাপতি সেলিনা জাহান লিটা, পীরগঞ্জ উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব সহ দুই উপজেলা ও পৌরসভার বিভিন্ন ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকরা এসময় বক্তব্য দেন।
    পীরগঞ্জ উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব বলেন, আ.লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠাকুরগাঁও-৩ আসনটি জাতীয় পার্টির প্রার্থী হাফিজউদ্দীন আহমেদকে ছাড় দিয়ে নৌকার প্রার্থী সাবেক এমপি ইমদাদুল হককে প্রত্যাহার করে নিয়েছেন। এজন্য আমাদের কিছুটা হলেও মন খারাপ ছিল। আমাদের দলের নেতা-কর্মীরা সিদ্ধান্ত হীনতায় ভুগছিলেন। ব্যক্তিগত ভাবে কেউ কেউ জাতীয় পার্টির আবার কেউ কেউ ওয়ার্কাস পার্টির প্রার্থীকে সমর্থন দিয়েছিলেন। এ অবস্থায় দলের বর্ধিত সভা ডাকা হয়।
    সভায় সাবেক এমপি ইমদাদুল হক, সেলিনা জাহান লিটা সহ পীরগঞ্জ-রানীশংকৈলের বেশির নেতারা উপস্থিত ছিলেন। সরকারের ধারাবাহিকতা রক্ষায় এবং প্রধান মন্ত্রীর দিকে লক্ষ্য রেখে দলীয় ভাবে জাতীয় পার্টির প্রার্থী হাফিজউদ্দীন আহমেদের লাঙ্গল মার্কার পক্ষে নির্বাচন করার সিদ্ধান্ত হয়েছে এবং দলের সকল নেতা-কর্মীদের লাঙ্গল মার্কার পক্ষে কাজ করার জন্য নির্দেশনা দিয়েছেন সাবেক এমপি ইমদাদুল হক।
    প্রসঙ্গত, স্বাধীনতার পর থেকে ঠাকুরগাঁও-৩ আসন আওয়ামীগের দখলে থাকলেও ২০০১ সালে হাত ছাড়া হয়। তখন থেকে ২০১৩ সাল পর্যন্ত এ আসনটি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাফিজউদ্দীন আহমদের দখলে ছিল। ২০১৪ সালে স্থানীয় আ.লীগের অসহযোগীতার কারণে আসনটি হারায় জাতীয় পার্টি। এটি চলে যায় ওয়ার্কাস পার্টির দখলে। বিগত জাতীয় সংসদ নির্বাচনে নানা কারণে এখানে জয় পান বিএনপি’র জাহিদুর রহমান। ২০২২ সালে বিএনপি’র সংসদ সদস্যরা পদত্যাগ করলে উপ-নির্বাচনে আসনটি আ.লীগের সহায়তায় আবারো পুনঃরুদ্ধার করেন জাতীয় পাটির্র হাফিজউদ্দীন আহমেদ।
    চলতি জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন দেয়া হয় সাবেক এমপি ইমদাদুল হককে। জাতীয় পার্টি থেকে বর্তমান সংসদ সদস্য হাফিজ উদ্দীন আহমেদকে। ওয়ার্কাস পার্টি থেকে গোপাল চন্দ্র রায়কে। কিন্তু জোটগত কারণে শেষ মুহুর্তে আসনটি জাতীয় পার্টিকে ছাড় দিয়ে আ.লীগের প্রার্থী ইমদাদুল হককে প্রত্যাহার করে নেয় আওয়ামী। নির্বাচনী লড়াইয়ের মাঠে থাকে যান হাফিজউদ্দীন আহমেদ সহ ওয়ার্কাস পার্টির গোপাল চন্দ্র রায়, বিকল্প ধারা বাংলাদেশের খলিলুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী আশা মনি।
    আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দিয়ে আ.লীগের প্রার্থীকে প্রত্যাহার করা হলেও স্থানীয় আ.লীগের নেতৃবৃন্দ জাতীয় পার্টির প্রার্থীর পক্ষে নির্বাচনী মাঠে নামেননি। তবে কেউ কেউ নিজ উদ্যোগে জাতীয় পার্টির ও ওয়ার্কাস পার্টির প্রার্থীকে সমর্থন জানান।
    আ.লীগের নেতা-কর্মীদের নিজ নিজ পক্ষে নিতে জাতীয় পার্টি ও ওয়ার্কাস পার্টির চেষ্টা চালায়। শেষ পর্যন্ত আ.লীগের বর্ধিত সভায় জাতীয় পার্টির প্রার্থীর পক্ষে নির্বাচন করার সিদ্ধান্ত নেয় আওয়ামীলীগ।
    উল্লেখ্য, এ আসনে জয় পরাজয় নির্ভর করে আ.লীগের উপর। আ.লীগ দলগত ভাবে জাতীয় পার্টিকে সমর্থন দেয়ায় লাঙ্গলের জন্য জয় লাভ করা এখন অনেকাংশেই সহজ হবে বলে মাঠ পর্যায়ে বিভিন্ন ভোটার ও সমর্থকদের সাথে কথা বলে জানা গেছে।
    এ আসনে মোট ভোটার ৩ লাখ ৪৪ হাজার ৩৫৪ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৭৪ হাজার ৯৬৬ জন এবং  মহিলা ১ লাখ ৬৯ হাজার ৩৮৮ জন।
  • আ’লীগ সরকার মৃতপ্রায় মোংলা বন্দর নতুন রুপে চালু করেছে-হাবিবুন নাহার।

    আ’লীগ সরকার মৃতপ্রায় মোংলা বন্দর নতুন রুপে চালু করেছে-হাবিবুন নাহার।

    মল্লিক জামান,রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ সন্নিকটে। সারাদেশের মতো জাতীয় সংসদের ৯৭ বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) সংসদীয় আসনে জমে উঠেছে নির্বাচন। এ আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী উপমন্ত্রী বেগম  হাবিবুন নাহার বলেছেন, আমাদের দক্ষিণাঞ্চলের মানুষ যত উন্নয়ন চোখে দেখতে পাই, তার সবকিছুই শেখ হাসিনা সরকারের অবদান। বিএনপি জামায়াত জোট সরকার কোন উন্নয়ন করেনি এই অঞ্চলে। তারা দেশের মানুষের সম্পদ দখল করেছে। জোর পূর্বক মানুষের মৎস্য ঘের দখল করেছে। মৎস্য ঘেরের হারীর টাকা চাইতে গেলে তারা নিরীহ মানুষকে খুন করেছে। তাদের সময়ে পরিবার পরিজন নিয়ে নিশ্চিন্তে ঘুমাতে পারেনি সাধারণ মানুষ। দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলা। বিএনপি জামায়াত জোট সরকার ক্ষমতায় এসে মোংলা বন্দরের সকল কার্যক্রম বন্ধ করে দেয়। বর্তমান যেখানে ইপিজেড নির্মান হয়েছে সেখানে ছিল কাঁশবন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে মোংলা বন্দরকে পুনরায় চালু করে। আগে মোংলা বন্দরে মাসে একটি জাহাজ আসতো না। এখন মোংলা বন্দরে মাসে একশো’র ও বেশি জাহাজ আসে। মোংলা বন্দরের পাশে ইপিজেড নির্মান হয়েছে।  সেখানে আট হাজারেরও বেশি নারী ও পুরুষ কাজ করে। নারীদের মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছে জননেত্রী শেখ হাসিনা। আমাদের দেশের  গর্ভবতী নারীদের অনাগত সন্তানের দায়িত্ব শেখ হাসিনা নিয়েছে। বয়স্ক ভাতা,  বিধবা ভাতা,  মাতৃত্বকালীন ভাতাসহ যত সুযোগ সুবিধা শেখ হাসিনা সরকার দেশের নারীদের দিয়েছে তা সারাবিশ্বে বিরল দৃষ্টান্ত স্থাপন হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে আমাদের এই দক্ষিণাঞ্চলের উন্নয়ন হয়। বিএনপি জামায়াত চায়না দেশে সুষ্ঠু ও নিরেপক্ষ নির্বাচন হোক। তারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের চক্রান্তে লিপ্ত আছে। তারা চায়না দেশের মানুষ শান্তিতে থাকুক।
    মঙ্গলবার (২৬  ডিসেম্বর) বিকাল ৪ টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নের বর্ণি ছায়রাবাদ স্কুল মাঠে নৌকা প্রতীকের প্রার্থীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার।
    গৌরম্ভা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী গিয়াস উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল সিংহ রায়, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আ. রউফ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ (অব) মোতাহার রহমান,  খালিদ আহমেদ, শেখ নিজাম উদ্দিন,   উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা  চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ জামিল হাসান জামু, ভাইস চেয়ারম্যান নুরুল হক লিপন,  মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. হোসনেয়ারা মিলি, ইউপি চেয়ারম্যান মো. আব্দুল্লাহ ফকির, তপন কুমার গোলদার, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সেখ আব্দুস সবুর, জেলা পরিষদ সদস্য শেখ মনির আহমেদ প্রিন্স, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. হাফিজুর রহমান।
    এসময় গৌরম্ভা ইউনিয়নের সকল ওয়ার্ড থেকে প্রায় দুই হাজারেরও বেশি মানুষ নৌকার স্লোগানে মুখরিত  মিছিল নিয়ে অনুষ্ঠানে প্রবেশ করে।
    অনুষ্ঠানে বক্তারা আগামী ৭ই জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে টানা পঞ্চমবারের মতো ক্ষমতায় আনার লক্ষে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।
  • রামপালে জেলা আ’লীগের দুই নেতার বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যর প্রতিবাদে ঝাঁড়ু মিছিল।

    রামপালে জেলা আ’লীগের দুই নেতার বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যর প্রতিবাদে ঝাঁড়ু মিছিল।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার নাজমুল কবীর ঝিলাম এবং বাগেরহাট জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি তালুকদার আব্দুল বাকীকে নিয়ে জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মো. আবু সাঈদ কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় ঝাঁড়ু মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার (২৪ ডিসেম্বর) বিকাল ৫.০০ টায় মল্লিকেরবেড় ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সন্ন্যাসী বাজারে এ ঝাঁড়ু মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
    উল্লেখ্য, গত বুধবার (২০ ডিসেম্বর)  আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) সংসদীয় আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ইজারাদারের ঈগল প্রতীকের মোংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়নের নির্বাচনী জনসভায় তালুকদার নাজমুল কবীর ঝিলাম ও তালুকদার আব্দুল বাকীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ মো. আবু সাঈদ।
    আবু সাঈদের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মল্লিকেরবেড় ইউনিয়ন আওয়ামী লীগ ও সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে এ ঝাঁড়ু মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করেন।
    এসময় উপস্থিত ছিলেন  ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তালুকদার মজিবর রহমান, ইউপি চেয়ারম্যান তালুকদার সাব্বির আহমেদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেপাল চন্দ্র মন্ডল, উপজেলা তাঁতী লীগের সহ-সভাপতি মো. আবু হানিফ, ইউনিয়ন তাঁতী লীগের সভাপতি সাধারণ সম্পাদক জাহিদ হাওলাদার, যুবলীগের সাধারণ সম্পাদক রনি তালুকদার, দপ্তর সম্পাদক জাহিদ হাওলাদারসহ দুই শতাধিক নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।
    এসময় তারা জেলা আওয়ামী লীগ নেতা আবু সাঈদকে সংগঠন থেকে বহিষ্কারসহ দৃষ্টান্ত মূলক শান্তি দাবি করেন।
  • মহান বিজয় দিবস উৎযাপন করেন ডাংধরা ইউনিয়ন আওয়ামীলীগ।

    মহান বিজয় দিবস উৎযাপন করেন ডাংধরা ইউনিয়ন আওয়ামীলীগ।

    ফরিদুল ইসলাম,দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উৎযাপন করেন ডাংধরা ইউনিয়ন আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন।
    শনিবার ১৬ ডিসেম্বর সকাল ৯টা ১ মিনিটে ডাংধরা ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ডাংধরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আঃ গফুর আর্মী এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোসাদ্দেক হোসেন, ডাংধরা ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ডাঃ গোলাম মাহমুদ, সাবেক সভাপতি ও ডাংধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান, সাধারণ সম্পাদক কামরুল হাসান মনি, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুল হক, সাংগঠনিক সম্পাদক শাহ জালাল প্রমূখ।
    এছাড়াও আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, সেচ্ছাসেবকলীগ, ওয়ার্ড আওয়ামীলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
    এর পর দলীয় কার্যালয়ের সামন হতে বিজয় র্যালি কাউনিয়ারচর বাজার ও মেইন রাস্তার মোড় সমূহে প্রদক্ষিণ শেষে কাউনিয়ারচর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।
    একই ভাবে সকাল ১০ টায় ডাংধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান এর নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। এসময় ডাংধরা ইউনিয়ন পরিষদের সদস্য গণ সহ সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
  • নাগরপুরে পাকুটিয়া,ভারড়া ও ধুবড়িয়া ইউনিয়নে আ.লীগের বর্ধিত কর্মী সভা।

    নাগরপুরে পাকুটিয়া,ভারড়া ও ধুবড়িয়া ইউনিয়নে আ.লীগের বর্ধিত কর্মী সভা।

    আব্দুল্লাহ খিজির,স্টাফ রিপোর্টার: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাংগাইল-৬ আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী আহসানুল ইসলাম টিটুকে বিজয়ী করার লক্ষ্যে পাকুটিয়া,ভারড়া ও ধুবড়িয়া ইউনিয়নে বিশেষ বর্ধিত কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১৫ ডিসেম্বর) সকালে  পাকুটিয়া  ইউনিয়ন আ.লীগ,বিকেলে ভারড়া ইউনিয়ন আ.লীগ ও রাতে
    ধুবড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ বিশেষ বর্ধিত কর্মী সভার আয়োজন করে। তিনটি ইউনিয়নের কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাংগাইল-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আহসানুল ইসলাম টিটু এমপি।
    এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আনিসুর রহমান,সহ সভাপতি এড.আজহার,একেএম কামরুজ্জামান মনি,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুস ছবুর, আবদুল আলিম দুলাল, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীদুল ইসলাম অপু,জাহিদুল হাসান জাহিদ,শেখ শামসুল হক,  কৃষি ও সমবায় সম্পাদক মোঃ হুমায়ুন কবীর,তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ জাকির তালুকদার, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ উজ্জল হোসেন মোল্লা,যুবলীগের সভাপতি( দায়িত্বপ্রাপ্ত) ভক্ত গোপাল রাজবংশী, যুগ্ম আহবায়ক মাহফুজ রানা এমবি, আনিসুজ্জামান তুহিন,স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বাবর আল মামুন, সম্পাদক মোঃ ফারুক হোসেন,শ্রমিকলীগ সভাপতি মোঃ আব্দুস ছালাম, সম্পাদক মোঃ শাহলম মিয়া,ছাত্র লীগ সভাপতি মোঃ আজিম হোসেন রতন, সম্পাদক মোঃ সজিব মিয়া সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
  • মাধবপুরে আওয়ামী লীগের বিশেষ কর্মী সভা অনুষ্ঠিত।

    মাধবপুরে আওয়ামী লীগের বিশেষ কর্মী সভা অনুষ্ঠিত।

    নাহিদ মিয়া মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে আন্দিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ কর্মী সভা অনুষ্ঠিত।
    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ১১ টায়  আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের হল রুমে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফায়েল হোসেন চৌধুরী সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান এর সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ  জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক এডভোকেট ফজলে আলী। প্রধান অতিথির বক্তব্যে বলেন দেশের উন্নয়নের অগ্রযাত্রা ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ও সকলের আন্তরিক প্রচেষ্টায় ৭ জানুয়ারী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করার আহবান জানান।
    অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আফজল চৌধুরী (মেম্বার), ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বিল্লাল হোসেন, নরুত্তম মেম্বার, ফরুক মিয়া মেম্বার,বশু চৌধুরী, সাইফুল ইসলাম  মেম্বার, তপন কুমার সরকার, জীবন সূত্র ধর, চন্দন সরকার, শ্রমিক নেতা আলম মিয়া। যুবলীগ সভাপতি মো: এরশাদ আলী, সাধারণ সম্পাদক প্রনব ভৌমিক, সুজিত দাস , ইউনিয়ন ছাত্র লীগ সভাপতি সাদ্দাম হোসেন, ছাত্র লীগ নেতা অভিশান্ত সরকার সহ সকল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সম্পাদক  নেতৃবৃন্দ।
    সভায় সর্বসম্মতিক্রমে তোফায়েল হোসেন চৌধুরী অপুকে আহবায়ক এবং সেক্রেটারি মিজানুর রহমানকে সদস্য সচিব করে ৩৩ সদস্য বিশিষ্ট আন্দিউড়া  ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।’
  • দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রামপালে আ’লীগের বর্ধিতসভা অনুষ্ঠিত।

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রামপালে আ’লীগের বর্ধিতসভা অনুষ্ঠিত।

    রামপাল প্রতিনিধিঃ দরজায়  কড়া নাড়ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।  সারাদেশে বইছে নির্বাচনী হাওয়া।  সুন্দরবনের কোলঘেষা ৯৭ বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনেও এর ব্যতিক্রম নয়। আগামী ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাগেরহাটের রামপালে উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
    বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল ১১ টায় রামপাল উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
    উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল ওহাবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু।
    সম্মানিত অতিথির বক্তব্যে রাখেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি করপোরেশন মেয়র বীর মুক্তিযোদ্ধা তালুকদার আব্দুল খালেক।
    বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. ভুঁইয়া হেমায়েত উদ্দিন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. ড. এ কে আজাদ ফিরোজ টিপু, মোল্লা আ. রউফ,  জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নকীব নজিবুল হক নজু, প্রচার সম্পাদক তালুকদার নাজমুল কবীর ঝিলাম, বাংলাদেশ আওয়ামী লীগের আইন-উপ কমিটির সদস্য ব্যারিস্টার শেখ ওবায়দুর রহমান ওবায়েদ।
    এসময় উপস্থিত ছিলেন জেলা তাঁতী লীগের সভাপতি তালুকদার আব্দুল বাকী,  উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মোজাফফর হোসেন,  অধ্যক্ষ মোতাহার রহমান,  শেখ নিজাম উদ্দিন,  অধ্যক্ষ খালিদ আহমেদ,  উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নুরুল হক লিপন,  মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. হোসনেয়ারা মিলি,  উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ মনির আহমেদ প্রিন্স, ইউপি চেয়ারম্যান মো. আব্দুল্লাহ ফকির, তপন কুমার গোলদার,  তালুকদার সাব্বির আহমেদ,  সুলতানা পারভীন ময়না, সাবেক ইউপি চেয়ারম্যান গাজী গিয়াস উদ্দিন,  গাজী আক্তারুজ্জামান,  শেখ নুরুল আমিন,  উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমানসহ উপজেলা আওয়ামী লীগ ও সকল ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
    প্রধান অতিথি তার বক্তব্য বলেন, নৌকা মার্কা স্বাধীনতার মার্কা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশ উন্নয়নের রোল মডেলে পরিনত করেছেন। তাই দেশের চলমান উন্নয়ন ধরে রাখতে হলে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই।  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত বিচক্ষণ ও বুদ্ধিমত্তার অধিকারী। তিনি বিচার বিবেচনা করে এ আসনে উপমন্ত্রী বেগম হাবিবুন নাহারকে নৌকার টিকিট দিয়েছেন।  আওয়ামী লীগ বড় একটি রাজনৈতিক দল। দলের মধ্যে যে কোন কারণে মত পার্থক্য তৈরি হতে পারে।  এখন সবাই অতীত ভুলে একতাবদ্ধ হয়ে আওয়ামী লীগ সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক ভোটার উপস্থিতির মাধ্যমে এই আসনে হাবিবুন নাহারকে বিজয়ী করতে হবে।
  • মাধবপুরে আওয়ামী লীগের বর্ধিত সভা।

    মাধবপুরে আওয়ামী লীগের বর্ধিত সভা।

    নাহিদ মিয়া,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি।
    হবিগঞ্জের মাধবপুরে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের প্রস্তুতি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এড. মাহবুব আলীকে নৌকা প্রতীকে বিজয়ী করতে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
    মঙ্গলবার ৫ ডিসেম্বর দুপুরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিকের পরিচালনায় কামেশ রঞ্জন করের সভাপতিত্বে সভায়  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি এড. আবু জাহির এমপি।
    হবিগঞ্জ -৪ মাধবপুর – চুনারুঘাট আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এড. মাহবুব আলী। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আলমগীর চৌধুরী, সহ সভাপতি এড. মনোয়ার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন চৌধুরী অসীম, সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, পৌর সাবেক মেয়র শাহ্ মো: মুসলিম।
    বর্ধিত সভায় উপজেলার ১১ ইউনিয়ন ও পৌরসভার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ,কৃষক লীগ, শ্রমিক লীগ,তাতী লীগ,মহিলা আওয়ামী লীগ সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
    নৌকার জয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ ভাবে মাঠে কাজ করতে নেতা কর্মীদের দিকনির্দেশনা দেওয়া হয়।বর্ধিত সভায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এড. মাহবুব আলী বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ নজিরবিহীন উন্নয়ন হয়েছে, শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী করতে তিনি মাধবপুর – চুনারুঘাটের জনগণের কাছে ভোট প্রার্থনা করেন।অতীতের ভুলত্রুটি ক্ষমা করে আওয়ামী লীগের আদর্শের প্রতি অবিচল থেকে নৌকার জন্য ভোট চেয়েছেন।
  • জনগন মুখ ফিরিয়ে নিবে আ’লীগ সরকার এমন কাজ করেনি-সিটি মেয়র খালেক।

    জনগন মুখ ফিরিয়ে নিবে আ’লীগ সরকার এমন কাজ করেনি-সিটি মেয়র খালেক।

    মল্লিক জামান, রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ দেশে যত উন্নয়ন শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকার করেছে, তা পূর্বের কোন সরকার করে নাই। দেশের জনগণকে ভালো রাখতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। শেখ হাসিনার সরকার নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠা করেছে। বয়স্ক ভাতা, বিধবা, প্রতিবন্ধী, মাতৃত্রকালীন ভাতাসহ যত সুযোগ সুবিধা সাধারণ মানুষকে দিয়েছে, তা সারা বিশ্বে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলের যত উন্নয়ন হয়েছে, তার সব কিছুই আওয়ামী লীগ সরকারের আমলে হয়েছে। দেশের দ্বিতীয় সমুন্দ্র বন্দর মোংলা-যা বিএনপি সরকার ক্ষমতায় এসে বন্ধ করে দিয়েছিল, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর সে বন্দরকে আবার চালু করেছে। রামপাল-মোংলায় যানবাহন চলার উপযোগী একটি রাস্তা ছিলনা। একটি ইট রাস্তায় বসাইনি বিএনপি জামায়াত জোট সরকার। ভবনগুলো ছিল সব জরাজীর্ণ। আওয়ামী লীগ সরকার সুউচ্চ ভবন দিয়েছে, ভালো মসজিদ দিয়েছে, মন্দির দিয়েছে। শেখ হাসিনা সরকার এমন কোন কাজ করেনি যাতে জনগণ আমাদের থেকে মুখ ফিরিয়ে নিবে। বিএনপি জামায়াত আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের চেষ্টায় লিপ্ত আছে। আমাদের এ অঞ্চলের মানুষের এখন নৈতিক দায়িত্ব, আগামী ৭ জানুয়ারী সংসদ নির্বাচনে বিপুল ভোটারের উপস্থিতির মাধ্যমে শেখ হাসিনা সরকারকে টানা পঞ্চম বারের মতো ক্ষমতায় আনা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচক্ষণ ও বুদ্ধিমত্তার অধিকারী। সে বিচার বিবেচনা করে ৯৭ বাগেরহাট-৩(রামপাল-মোংলা) আসনে টানা চতুর্থ বারের মত বেগম হাবিবুন নাহারকে নৌকার টিকিট দিয়েছেন। আওয়ামী লীগ দক্ষিণ এশিয়ার একটি বৃহৎ রাজনৈতিক দল। দলের মধ্যে বিভিন্ন কারণে নেতা-কর্মীদের  মধ্যে বিভেদ  তৈরি হতে পারে। অতীত ভুলে গিয়ে সবাইকে একতাবদ্ধ হয়ে শেখ হাসিনার মনোনীত নেীকার প্রার্থীকে বিপুল ভোটে জয়লাভ করানোর আহবান জানান তিনি।
    মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল ১১ টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে রামপাল উপজেলা যুবলীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা তালুকদার আব্দুল খালেক।
    উপজেলা যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান মো. নুরুল হক লিপন’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক,  জেলা পরিষদ সদস্য শেখ মনির আহমেদ প্রিন্স’র সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে  বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আ. রউফ,  প্রচার সম্পাদক তালুকদার নাজমুল কবীর ঝিলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ (অব:) মোতাহার রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন , মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. হোসনেয়ারা মিলি, সাবেক ইউপি চেয়ারম্যান জামিল হাসান জামু। এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মো. আব্দুল্লাহ ফকির,  আ’লীগ নেতা আরাফাত হোসেন কচি, জালাল উদ্দীন দুলাল, শেখ শরিফুল ইসলাম,  মো. গোলাম ইয়াছিন রাজুসহ  সকল ইউনিয়ন যুবলীগের সভাপতিও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
  • নাগরপুর উপজেলা আওয়ামীলীগের অফিস থেকে নৌকার প্রচারণায় পান্না।

    নাগরপুর উপজেলা আওয়ামীলীগের অফিস থেকে নৌকার প্রচারণায় পান্না।

    আব্দুল্লাহ খিজির,স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের  নাগরপুর আওয়ামী লীগের দলীয়  অফিস থেকে নৌকার প্রচার করতে ব্যস্ত সময় পার করছেন। স্থানীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি মহোদয় এর ছোট ভাই মুজিবুল ইসলাম পান্না।
    রবিবার (৩ ডিসেম্বর) ২০২৩ নির্বাচনে মনোনয়ন চুড়ান্ত ভাবে যাচাই-বাছাই শেষে।  জেলা প্রশাসক কর্তৃক প্রকাশিত কার্যক্রম শেষে প্রচারের অংশ হিসেবে। সন্ধ্যায় দলীয় নেতাকর্মীদের নিয়ে  উৎসবমুখর পরিবেশে প্রচারণার কার্যক্রম শুরু করেন।
    মুজিবুল ইসলাম পান্না বলেন আগামী ৭ জানুয়ারি ভোট গ্রহণ হবে সারাদিন সকল নেতাকর্মীদের কেন্দ্রে নৌকা প্রতীকে ভোট দিতে এবং ভোটারদের কেন্দ্রমুখি করতে  আহবান জানান।
    এসময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কামরুজ্জামান মনি, আনিছুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক  আব্দুস সবুর,আব্দুল আলীম দুলাল, সাংগঠনিক সম্পাদক শাহিদুল ইসলাম অপু, জাহিদুল হাসান জাহিদ, শেখ শামসুল হক, যুবলীগের যুগ্ম আহবায়ক ভক্ত গোপাল রাজবংশী পিন্টু, মাহমুজ রানা এমবি, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবর আল মামুন, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, উপজেলা যুবলীগের সদস্য উৎশাস,উপজেলা ছাত্রলীগের সভাপতি আজিম হোসেন রতন সাধারণ সম্পাদক সজিব হোসেন প্রমুখ।