Tag: অর্থ

  • মাধবপুরে সায়হাম গ্রুপের উদ্যোগ মেধাবী শিক্ষার্থীদের নগদ অর্থসহ সংবর্ধনা প্রদান।

    মাধবপুরে সায়হাম গ্রুপের উদ্যোগ মেধাবী শিক্ষার্থীদের নগদ অর্থসহ সংবর্ধনা প্রদান।

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
    হবিগঞ্জের মাধবপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও এস এম ফয়সল মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারী) দুপুরে  সৈয়দ সঈদ উদ্দীন ডিগ্রি কলেজ প্রাঙ্গণে বাংদেশের বৃহৎ শিল্প প্রতিষ্ঠান সায়হাম গ্রুপের আয়োজনে উক্ত এস এম ফয়সল মেধাবৃত্তি প্রদান ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা-২০২৫ অনুষ্ঠিত হয়।
    সায়হাম টেক্সটাইল মিলস্ লিমিটেডের চেয়ারম্যান ও মাধবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, এস.এম ফয়সল মেধাবৃত্তি ২০২৫ বাস্তবায়ক কমিটির কো-অর্ডিনেটর ও ক্যাপ্টেন লিয়াকত হোসেন (অবঃ)।
     প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. মোঃ আল আমিন। বক্তব্য রাখেন সায়হাম মাল্টি ফাইবার টেক্সটাইল মিলস্ লি. এর এমডি আলহাজ্ব সৈয়দ এবিএম হুমায়ুন, সায়হাম গ্রুপের এমডি আলহাজ্ব ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ,  সায়হাম নীট কম্পোজিট লি. এর এমডি আলহাজ্ব সৈয়দ শাফকাত আহমেদ, হবিগঞ্জ জেলা পুলিশ সুপার আতিকুল হক, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ বিন কাশেম, চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজের প্রিন্সিপাল জাহির উদ্দিন, দৈনিক সমকালের সহ সম্পাদক মাহবুব আজিজ, প্রিন্সিপাল মাও: আমীর হোসেন, প্রধান শিক্ষক সৈয়দ আাছাদুজ্জামান প্রমূখ।
    সায়হাম গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল এর পৃষ্ঠপোষকতায় এবছর ২০২৩ ও ২০২৪ সালের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার জিপিএ ৫ প্রাপ্ত ৬০০ শতাধিক মেধাবী শিক্ষার্থীর প্রত্যেককে নগদ ৫০০০ হাজার টাকা, সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংবর্ধিত ছাত্রছাত্রী ও অভিভাবক, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দসহ প্রায় ৫ হাজার অতিথিবৃন্দ।
  • রামপাল ও মোংলার সুবিধাবঞ্চিত বীর মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান।

    রামপাল ও মোংলার সুবিধাবঞ্চিত বীর মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাট জেলার রামপাল ও মোংলা উপজেলার  নির্যাতিত, বঞ্চিত ও অসহায় বীর মুক্তিযোদ্ধাদের বিএনপি’র পক্ষ থেকে আর্থিক সহায়তা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
    বুধবার (৩০ অক্টোবর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রামপাল ও মোংলা উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের আয়োজন দিগরাজ বাজারে এ সহায়তা প্রদান করা হয়।
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীর মুক্তিযোদ্ধাদের হাতে আর্থিক সহায়তা প্রদান করেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম।
    প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি এমডি আকবর আজাদ।
    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোংলা উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি মোঃ আবু হানিফ ও সঞ্চালনা করেন মোঃ নুর উদ্দিন টুটুল ও ইমরান হোসেন রকি।
    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শামীম বলেন, বিগত দিনে স্বৈরাচার সরকার এদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী প্রকৃত অনেক মুক্তিযোদ্ধাদের সরকারি সহায়তা থেকে বঞ্চিত করেছে। এছাড়া তাদের অনুসারীদের ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে সরকারি সকল সহায়তা ভোগ করিয়েছে।
    মুক্তিযোদ্ধারা এ জাতির শ্রেষ্ঠ সন্তান, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মুক্তিযোদ্ধাদের সবসময় মূল্যায়ন করেছেন। গত ৫ আগস্ট স্বৈরাচারের পতন হয়েছে। ছাত্র-জনতার গনঅভ্যুত্থানের মাধ্যমে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি। আমাদের ছাত্র-জনতার অর্জিত স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে। সবাই মিলে আমরা নতুন বাংলাদেশ গড়ব।
    অনুষ্ঠানে রামপাল ও মোংলা উপজেলার সম্মানিত বীর মুক্তিযোদ্ধারাসহ দুই উপজেলার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
  • গোয়ালন্দে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে প্রতিবন্ধী সংস্থাকে অর্থ সহায়তা প্রদান।

    গোয়ালন্দে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে প্রতিবন্ধী সংস্থাকে অর্থ সহায়তা প্রদান।

    রাজবাড়ী প্রতিনিধিঃ
    ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচীর আওতায় উপজেলা সমাজসেবা অফিসের বাস্তবায়নে (বিশেষ চাহিদা সম্পন্ন) গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সদস‍্যদের মধ্যে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে অনুদান প্রদানের চেক বিতরণ করা হয়েছে।
    বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বেলা সাড়ে ১২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ অনুদানের এক লক্ষ টাকার চেক গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি মো. রতন শেখ ও সাধারণ সম্পাদক মো. মুন্নাফ শেখ’র হাতে তুলে দেন।
    এসময়  উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, উপজেলা নির্বাহী অফিসার জ‍্যোতি বিকাশ চন্দ্র, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল হোসেন, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি মো. আবুল হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক শামীম শেখ, সাবেক সভাপতি গণেশ পাল, রাশেদুল হক রায়হান প্রমুখ।
    এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ-তহবিলের ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান প্রকল্পের আওতায় গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী সংস্থার সদস‍্যরা ভিক্ষা বৃত্তি বাদ দিয়ে অন‍্য কোনো কর্মসংস্থান সৃষ্টি করতে পারে এজন্যই এ অনুদান প্রদান করা হয়েছে। সংস্থাটি এ অনুদান নিয়ে ঝাড়ু তৈরির কারখানা দিয়ে নতুন ভাবে জীবন শুরু করবে বলে আমি আশা করছি।
  • রামপালে বিশিষ্ট ব্যবসায়ী সাইফুজ্জামানের মসজিদে নগদ অর্থ বিতরণ।

    রামপালে বিশিষ্ট ব্যবসায়ী সাইফুজ্জামানের মসজিদে নগদ অর্থ বিতরণ।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ

    বাগেরহাটের রামপালে বিশিষ্ট ব্যবসায়ী শেখ সাইফুজ্জামান ও শেখ শফিকুল ইসলাম(সোহাগ) রামপাল সদর ইউনিয়নের নিউমার্কেট জামে মসজিদের উন্নয়ন কাজে নগদ অর্থ বিতরণ করেছেন।

    শনিবার (১৩ এপ্রিল) বিকাল ৫.০০ টায় সাইফুজ্জামান ও শফিকুল ইসলাম সোহাগ শ্রীফলতলা নিউমার্কেট জামে মসজিদ কমিটির সভাপতি শেখ আব্দুল ওহাবের হাতে দানের এ ২০ হাজার টাকার চেক তুলে দেন।
    এসময় মসজিদ কমিটির নেতৃবৃন্দ ও এলাকার ধর্মপ্রাণ মুসলমানেরা উপস্থিত ছিলেন।
    ব্যবসায়ী শেখ সাইফুজ্জামান বলেন, ইসলাম মানবতার ধর্ম। এক মুসলমান অপর মুসলমানের ভাই। মানুষ ক্ষতিগ্রস্ত ও বিপদগ্রস্ত হলে তাদের পাশে দাঁড়ানো, বিপদ মুক্তির জন্য সাহায্য করা ইসলামের শিক্ষা। তাদের দুর্দিনে আর্থিক সহায়তা,খাবার, ত্রাণ এবং চিকিৎসা সেবায় এগিয়ে আসা ঈমানের দাবি। নামাজ, রোজা, হ্জ্ব, যাকাতের মতো অসহায়-দুর্গত মানুষদের সাহায্য করাও ইবাদত। তাই আমি ও আমার ভাই প্রতি বছর রমজান মাসে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরীব ও অসহায়দের মাঝে শাড়ি ও লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করে থাকি। বছরের বিভিন্ন সময়ে নিজ এলাকা ও বাইরের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে নগদ অর্থ বিতরণ করে থাকি। আমরা সকলের দোয়া চাই, আমরা যেন ভবিষ্যতে আমাদের এ কার্যক্রম ধরে রাখার আল্লাহ তৌফিক দান করেন।
  • উল্লাপাড়ায় স্কুলের অর্থ আত্মসাৎ ও প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সভাপতির বিরুদ্ধে মামলা।

    উল্লাপাড়ায় স্কুলের অর্থ আত্মসাৎ ও প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সভাপতির বিরুদ্ধে মামলা।

    উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধি :

    সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার গয়হাট্টা সালেহা ইসহাক উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতির বিরুদ্ধে প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম কে মারধর ও অর্থ আত্মসাতের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারী) প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বাদী হয়ে স্কুল কমিটির সভাপতি ও তিন অভিভাবক সদস্য’র বিরুদ্ধে এই মামলা দায়ের করেন।

    মামলায় অভিযুক্ত আসামিরা হলেন সালেহা ইসহাক উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি,উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কোনাগাঁতী গয়হাট্রা গ্রামের আমির হোসেনের ছেলে মোঃ আল আমিন সরকার (৪৫), অভিভাবক সদস্য ও পারকুল গয়হাট্টা গ্রামের মীর মতিয়ার রহমান ছেলে মানিক উদ্দিন (৪০), একই গ্রামের আকবর সরকারের ছেলে আইনুল হক (৫২), গয়হাট্টা দহপাড়া গ্রামের ওছমান গণির ছেলে গোলাম মোস্তফা (৪০)।

    মামলার বাদী শহিদুল ইসলামের অভিযোগ সূত্রে জানা গেছে, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উল্লেখিত অভিভাবক সদস্যরা যোগ সাজোস করে গত ২০২৩ সালের বিদ্যালয়ের পুকুর লীজের ৫ লক্ষ১০ হাজার টাকা, শিক্ষার্থী উপবৃত্তির ১ লক্ষ টাকা,গাছ বিক্রির ৪০ হাজার টাকা এবং পুরাতন আসবাবপত্র ও দ্রব্য সামগ্রী বিক্রির ৫০ হাজার টাকা কৌশলে আত্মসাৎ করে। আত্মসাতকৃত টাকার ভুয়া ভাউচার ও রেজুলেশনে জোরপূর্বক প্রধান শিক্ষকের (আমাকে দিয়ে) স্বাক্ষর করিয়া নিতে চায়। উক্ত ভাউচার ও রেজুলেশনে স্বাক্ষর করিতে অস্বীকার করিলে গত ২৯ জানুয়ারি বেলা সাড়ে ১২ টার দিকে পূর্ব পরিকল্পিতভাবে সংঘবদ্ধ হয়ে আসামিরা প্রধান শিক্ষক (আমার) কার্যালয়ে প্রবেশ করে।

    এ সময় তারা অফিস কক্ষের দরজা বন্ধ করে আমাকে অবরুদ্ধ অবস্থায় বিভিন্ন গালি-গালাজ ও ভয়ভীতি প্রদর্শন করে। পরে তারা আমার উপর চড়াও হয়ে এলোপাতাড়িভাবে কিল, ঘুষি ও থাপ্পর মারে। এক পর্যায়ে আমাকে হত্যার হুমকি দিয়ে আমার মোবাইল ফোন কেড়ে নিয়ে আমাকে বেদম মারপিট করে।

    তিনি আরও জানান, ইতিপূর্বেও বিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষায় বৈধতা নিয়ে মতবিরোধ হলে সে থেকে আসামিরা আমাকে মারপিট করে হত্যার হুমকি দিয়ে আসছিল।

    উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান,প্রধান শিক্ষকের অভিযোগটি মামলা হিসেবে আমলে নেওয়া হয়েছে। তদন্ত কার্যক্রম চলছে।

  • কলমগঞ্জে গুডনেইবারসের ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ।

    কলমগঞ্জে গুডনেইবারসের ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ।

    মৌলভীবাজারের  কমলগঞ্জে আদমপুর ইউনিয়নে  অসহায় ও দরিদ্র’দের মাঝে নগদ অর্থ সহায়তা’সহ চর্মরোগের উপর বিশেষ মেডিকেল ক্যাম্পেইন করেছে গুডনেইবারস বাংলাদেশ সি ডি পি কমলগঞ্জ ।

    রোববার (৩০জুলাই)  সকাল ১০ ঘটিকায় গুডনেইবারস বাংলাদেশ সি ডি পি আদমপুর কার্যালয়ের হল’রুমে এ সেবামূলক  কর্মসূচি’টি অনুষ্ঠিত।

    এই অনুষ্ঠানে সি ডি পি প্রকল্প কর্মকর্তা মি:বিপুল রেমা সভাপতিত্বে অতিথি হয়ে উপস্থিত ছিলেন ডা: তবিবুল ইসলাম , ডা: শ্রীনিবাস দেবনাথ,আদমপুর ইউনিয়নের মহিলা মেম্বার গুলনাহার বেগম, গুডনেইবারস সি ডি পি প্রোগ্রাম  অফিসার সমিরন বিশ্বাস প্রমুখ সহ উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণীর  ছাত্র-ছাত্রী ও উপকারভোগীবৃন্দ।

    এই সেবামূলক অনুষ্ঠানে আদমপুর ইউনিয়নের বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে  এস এস সি পাস করা ছাত্র-ছাত্রীদের মাঝে ৫০ জন’কে ৫০ হাজার টাকা শিক্ষা সহায়তা’র জন্য নগদ অর্থ দেওয়া  হয় ও প্রায় ১শত জন রোগীকে বিনামূল্য  চিকিৎসা দেওয়া  হয়।

    নামপ্রকাশে অনিচ্ছুক  উপকার’ভোগী একজন ছাত্রী বলেন “গুডনেইবারস বাংলাদেশ” সেবামূলক একটি প্রতিষ্ঠান শিক্ষা উপকরণসহ বিভিন্ন রকমের সহায়তা দিয়ে থাকেন।আমি একজন বর্গাচাষী কৃষকের মেয়ে, আজকে নগদ অর্থ সহায়তা পেয়ে আমার কলেজ ভর্তি জন্য কাজে লাগবে।

  • মৌলভীবাজারে সিএনজি শ্রমিকদের উদ্যোগে নগদ অর্থ বিতরণ।

    মৌলভীবাজারে সিএনজি শ্রমিকদের উদ্যোগে নগদ অর্থ বিতরণ।

    পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজি: নং ২৩৫৯ এর অন্তর্ভুক্ত চৌমুহনা টু একাটুনা শ্রমিক পরিচালনা কমিটির উদ্যোগে নগদ অর্থ বিতরণ ও চালকদের সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    রবিবার( ২৫ জুন) রাত আট টায় শহরের কুলাউড়া রোডস্থ আমীর ম্যারেজ হল রুমে চৌমুহনা টু একাটুনা ইউনিট কমিটির সভাপতি রুমেল আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুনর রশীদ হারুনের সঞ্চালনায় নগদ অর্থ বিতরণ ও চালকদের সচেতনতামূলক আলোচনা সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের বিআরটিএ এর সহকারী পরিচালক (ইঞ্জিঃ) মুঃ হাবিবুর রহমান, সংবর্ধিত অতিথি ৬ নং একাটুনাৌ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আবু সুফিয়ান, প্রধান আলোচক বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজি: নং ২৩৫৯ এর সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম, বিশেষ অতিথি মৌলভীবাজার জেলার টি আই (প্রশাসন ও অপারেশন) মাহফুজ আলম, মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক দিলু আহমেদ, অর্থ সম্পাদক ইকবাল হুসেন মাহমুদ।
    অনুষ্ঠানে চৌমুহনা টু একাটুনা ইউনিটের গত চৌদ্দ মাসের আয়ব্যয়ের হিসাব তুলে ধরা হয় যার মধ্যে ব্যয় ৮১১৫২০ টাকা, আয় ৭০০২০০ টাকা, ঘাটতি আছে ১১১৩২০ টাকা। দৈনিক কল্যাণ রশিদ ২০ টাকার মধ্যে জেলা অফিস ৫ টাকা, বাৎসরিক ওয়াজ ফান্ড ৩ টাকা, কমিটি ১২ টাকা পায়।
    প্রধান অতিথি মুঃ হাবিবুর রহমান বলেন, ড্রাইভিং লাইসেন্সের জন্য যারা আবেদন করছেন শিগগিরই তা দেয়া হবে এবং যারা আবেদন করেননি তারা আবেদন করে নিবেন। মৌলভীবাজারে আর কোন সংগঠন শ্রমিকদের জন্য কাজ করছে বলে আমার জানা নেই এবং ২৩৫৯ সংগঠনের কার্যক্রম আমাকে মুগ্ধ করেছে।
    প্রধান আলোচক আজিজুল হক সেলিম বলেন, অনেকের একটা ভুল ধারণা আছে সাধারণ শ্রমিকদের দৈনিক টাকায় নেতৃবৃন্দরা বাড়ি-গাড়ি বানায় কিন্তু বাস্তবতা একটু ভিন্ন কেননা  সড়ক দুর্ঘটনা, অসুস্থতা, বিয়ে, ঈদ উপহার ও মৃত্যুর পর পরিবারকে এককালীন নগদ অর্থপ্রদানের মাধ্যমে শ্রমিকদের টাকা শ্রমিকদের পুনরায় ফিরিয়ে দেয়া হয়। শ্রমিকদের সুসংগঠিত করার জন্য আমরা সংগঠন করি নিজের চাহিদার জন্য নয়।
  • বেলকুচিতে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার চুরি।

    বেলকুচিতে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার চুরি।

    বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

    সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের পিরারচর গ্রামে আলহাজ্ব মজিবর রহমানের (৮০) বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। গত ২৪ নভেম্বর (বৃহস্পতিবার) গভীর রাতে চোর দল ঘরে ঢুকে আলমারি ভেঙে ১২.৫ ভরি স্বর্ণ ও নগদ ১ লাখ ৫০ হাজার টাকা চুরি হওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় মুজিবর রহমানের ছেলে মাহমুদুর রহমান আপেল গত ২৫ নভেম্বর (শুক্রবার) বেলকুচি থানায় মামলা দায়ের করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

    মজিবর রহমানের ছেলে মাহমুদুর রহমান আপেল জানান, চাকরির সুবাদে আমরা তিন ভাই বেলকুচির বাহিরে থাকি। উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের পিরার চর গ্রামের বাড়িতে বৃদ্ধ বাবা ও মা থাকে। গত বৃহস্পতিবার রাতে একদল চোর ৩টি রুমের আলমারি ভেঙে ফেলে। আলমারিতে থাকা ১২.৫ ভরি স্বর্ণ ও নগদ ১ লাখ ৫০ হাজার টাকা চুরি করে নিয়ে পালিয়ে যায়।

    বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান জানান, চুরির ঘটনায় সকালেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আমরা চোরদের গ্রেফতার ও মালামাল উদ্ধারের কাজ চালাচ্ছি।

  • সিজারের রোগী রক্তক্ষরণে মৃত্যু মোট অংকের অর্থের বিনিময়ে রফাদফা।

    সিজারের রোগী রক্তক্ষরণে মৃত্যু মোট অংকের অর্থের বিনিময়ে রফাদফা।

    সিজারের রোগী রক্তক্ষরণে মৃত্যু মোট অংকের অর্থের বিনিময়ে রফাদফা।


    হবিগঞ্জের মাধবপুরে প্রাইম হাসপাতাল নামে একটি প্রাইভেট ক্লিনিকে সিজার করতে গিয়ে ডাক্তারের অবহেলায় অতিরিক্ত রক্তক্ষরন হয়ে রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে স্বজনরা। এ ঘটনায় রোগীর স্বজনরা হাসপাতালে এসে প্রতিবাদ করলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ মোট অংকের টাকার বিনিময়ে গোপনে মৃত্যুর বিষয়টি রফাদফা করেছে বলে একাধিক সুত্র জানিয়েছে।

    রোগীর স্বজনরা জানান, উপজেলার চৌমুহনী ইউনিয়নের সাহেবনগর গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী খাদিজা আক্তার গর্ভবতি হলে মঙ্গলবার দুপুরে তাকে মাধবপুর প্রাইম হাসপাতালে এনে ভর্তি করে। বিকেলে হাসপাতালের আবাসিক ডাক্তার শাহরীন হক খাদিজার সিজার করান। এতে খাদিজার একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হয়।

    সিজারের পর থেকেই খাদিজার অতিরিক্ত রক্তক্ষরন হয়। অবস্থা খারাপ দেখে আজ (বুধবার) সকালে খাদিজাকে হাসপাতাল কতৃপক্ষ রোগীকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরন করে। ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খাদিজা কে মৃত ঘোষনা করেন। ঘটনার খবর পেয়ে বুধবার বিকেলে খাদিজার স্বজনরা হাসপাতালে মৃত্যুর প্রতিবাদ শুরু করে।

    এ সময় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। এই প্রাইম হাসপাতালের বৈধ কাগজপত্র না থাকায় সম্প্রতি প্রশাসন হাসপাতালটিকে বন্ধ করে দিয়েছিল, কিছুদিনের মধ্যেই আবার চালু হয়। হবিগঞ্জের মাধবপুর চুনারুঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মহসীন আল মুরাদ জানান, এ ঘটনায় কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হবিগঞ্জের সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নুরুল হকের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, ওই হাসপাতালের অনুমোদন রয়েছে। তবে রোগীর মৃত্যুর ঘটনাটি উনার জানা নেই।

  • ছাতকে শিক্ষক কল্যাণ সমিতির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ।

    ছাতকে শিক্ষক কল্যাণ সমিতির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ।

    ছাতকে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে শিক্ষক কল্যাণ সমিতির উদ্যোগে নগদ অর্থ বিতরণ।


    পাগাড়ি ঢল আর ভারী বৃষ্টির কারণে সুনামগঞ্জ জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। যা কখনও কারো পক্ষে পোষিয়ে নেয়া সম্ভব নয়। বন্যা আসার পর কয়েক লাখ মানুষ যখন পানিবন্দি ও নিরাপদ আশ্রয়ে ঠাঁই হয় তখন খাদ্যসহ বিশুদ্ধ পানির সঙ্কট দেখা দেয়।

    এসময় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে ব্যক্তি ও সামাজিক সংগঠন এগিয়ে আসে। বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মধ্যে বিভিন্ন সময়ে শুকনো খাবারসহ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। পানি কমার সাথে সাথে মানুষের দূর্ভোগ চরম আকার ধারণ করে।

    এবার বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি ছাতক উপজেলা শাখা। প্রথম বারের মতো এ শিক্ষক কল্যাণ সমিতির পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্থ শতাধিক পরিবারকে ৫০০টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়।

    নগদ অর্থ বিতরণী উপলক্ষে( গত ০৮জুলাই)শুক্রবার বিকেলে উপজেলার বুড়াইরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও শিক্ষক নেতা মাস্টার নুরুল হকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাতক উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মাসুম মিঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সট্রাক্টর ইউআরসি মোস্তফা আহসান হাবীব।

    বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, প্রধান শিক্ষক মোস্তাক আহমদ, বুড়াইরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি কাজী মাওলানা আবদুস সামাদ, শিক্ষক কল্যাণ সমিতির সুনামগঞ্জ জেলা শাখার অর্থ সম্পাদক প্রধান শিক্ষক মানিক মিয়া, প্রধান শিক্ষক মাওলানা কামাল উদ্দিন, সহকারী শিক্ষক জাকারিয়া আহমদ, বিপ্লব দাশ, আবদুল বাছিত, আলমগীর হোসেন, মোজাম্মেল আলী, রেজ্জাদ আহমদ, আলকাছ আলী, আবদুস সহিদ, আবদুর রব, আলা উদ্দিন, আবদুল করিম, আসকর আলী, রহিমা বেগম, ফারজানা বেগম, রাজিয়া শিরিন, ফাতেমা বেগম, রুকেয়া বেগম, সাফিয়া বেগম ও আছমা বেগম খাঁন প্রমুখ।

    সভা শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থ শতাধিক পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ বিশেষ অতিথিবৃন্দ। এসময় সকল শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন।