Tag: অভিযোগ

  • উল্লাপাড়ায় ব্যবসায়ীর দোকান বন্ধ করে তালা ঝুলিয়ে দিয়েছে দাদন কারবারি-থানায় অভিযোগ।

    উল্লাপাড়ায় ব্যবসায়ীর দোকান বন্ধ করে তালা ঝুলিয়ে দিয়েছে দাদন কারবারি-থানায় অভিযোগ।

    উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর শহরের বাজার গলির হাটখোলা রোডে অবস্থিত মেসার্স হাসান ভ্যারাইটি ষ্টোর নামক দোকানটি জোড়পূর্বক বন্ধ করে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দাদন কারবারি মনোয়ার হোসেন (২৮)’র বিরুদ্ধে। গত ১৯ ফেব্রুয়ারী বেলা ১২ টার দিকে হাসান ভ্যারাইটি স্টোর নামক ঐ দোকান চলাকালে জোড় করে বন্ধ করে তালা ঝুলিয়ে দেয় দাদন কারবারি। মনোয়ার উল্লাপাড়া পৌরশহরের কাওয়াক মহল্লার মৃত আব্দুস সামাদের ছেলে। হাসান স্টোরের মালিক ব্যবসায়ী মাহমুদুল হাসান দ্বারে দ্বারে ঘুরেও পাচ্ছে না এর কোন প্রতিকার। স্থানীয় বণিক সমিতির নেতারা হাসানকে প্রাথমিক ভাবে আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে। এব্যাপারে শুক্রবার রাতে থানায় বাদী হয়ে মনোয়ারকে অভিযুক্ত করে মাহমুদুল হাসান একটি অভিযোগ দায়ের করেছে।

    বাদীর অভিযোগ সুত্রে জানা গেছে, উল্লাপাড়া পৌর শহরের বাজার গলির হাটখোলা রোডে মেসার্স হাসান ভ্যারাইটি স্টোর নামে তার একটি ভাড়া নেওয়া ইলেকট্রিক দোকান রয়েছে। হাসান অন্য কাজে ব্যস্ত থাকায় তার ছোট ভাই আব্দুল ওয়াহেদকে মাসিক বেতনে কর্মচারি রেখে দোকান পরিচালনা করেন। বেশকিছু দিন ধরে অভিযুক্ত সুদ কারবারি মনোয়ার তাকে (হাসান) জানায় তার ভাই ওয়াহেদ ১ লক্ষ ৬০ হাজার টাকা সুদ হিসেবে নিয়েছে। টাকাগুলো তাকে পরিশোধ করতে হবে। এরপর হাসানের দোকানে এসে ও মোবাইল ফোনেও একাধিকবার টাকার জন্য বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ করে মনোয়ার। হাসান বলে আপনি যাকে টাকা দিয়েছেন তার কাছ থেকে টাকা নিন। এর পরেও মনোয়ার টাকার জন্য হাসানকে নানা ধরনের ভয়ভীতি প্রদর্শন করে। ঘটনার দিন ১৯ ফেব্রুয়ারী সোমবার মনোয়ার তার লোকজন নিয়ে এসে কর্মচারীদের দোকান থেকে বের করে দিয়ে দোকানে তালা লাগিয়ে জোড়পুর্বক বন্ধ করে দেয়।

    হাসান আরও অভিযোগ করে বলেন, এই সুদ কারবারি অবৈধভাবে তার দোকানটি প্রায় ৬ দিন ধরে বন্ধ করে দিয়েছে। এতে তিনি ব্যবসায়িক ভাবে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এ সময় হাসান আবেগাল্পুত হয়ে কান্না জড়িত কন্ঠে বলেন অনেক দ্বারে ঘুরেও দাদন ব্যবসায়ী মনোয়ারের অবৈধ কর্মকান্ডের বিচার পাননি তিনি। কেউ নেই এই দাদন কারবারির বিচার করার মতো।

    এব্যাপারে অভিযুক্ত মনোয়ারকে গণমাধ্যম কর্মীরা প্রশ্ন করলে তিনি জানান, আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা। আমি কাউকে ভয় দেখাইনি এবং কারো দোকানে তালা লাগাইনি।

    বণিক সমিতির সাধারণ সম্পাদক এস এম জাহিদুজ্জামান কাকন জানান, ভুক্তভোগী হাসানকে প্রাথমিক ভাবে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছি। পরে সমিতিতে মিটিং করে এই সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে।

    উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

  • প্রকল্পের টাকায় চেয়ারম্যানের পকেট ভার-ডিসির কাছে অভিযোগ।

    প্রকল্পের টাকায় চেয়ারম্যানের পকেট ভার-ডিসির কাছে অভিযোগ।

    (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

    প্রকল্পের কাজে অনিয়ম ও অর্থ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। গেল মাসের ২১জানুয়ারি সদর উপজেলার জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম মুস্তাক এর বিরুদ্ধে প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ তুলে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের বরাবরে লিখিত অভিযোগ দিয়েছে একই পরিষদের ইউপি সদস্য মো: ফারুক হোসেন।

    লিখিত অভিযোগ থেকে জানা গেছে, কাবিখা, এলজিইডিসহ অন্যান্য প্রকল্পের প্রায় ৬০-৬৫ লক্ষ টাকা জামালপুর ইউনিয়ন পরিষদ বরাদ্দ পেয়েছে। প্রকল্পের টাকা খরচের জন্য চেয়ারম্যান ও ইউপি সচীব যেনতেন একটি কমিটি করেন। ইউপি সসদ্যরা প্রকল্পের টাকা উত্তোলনের জন্য পাঁচটি রাস্তা উন্নয়নের বিল ভাউচারে সই করলেও একটি রাস্তাও কাজ হয়নি। তবে ইতোপূর্বে যতগুলো রাস্তার কাজ হয়েছে তা হয়েছে চল্লিশ দিনের কর্মসূচীর টাকা দিয়ে।

    লিখিত অভিযোগে বলা হয়েছে, প্রকল্পের টাকার হিসাব চাইতে গেলে চেয়ারম্যান ইউপি সদস্যদের বরখাস্তসহ নানা প্রকার হুমকি দেয়। পরিষেদের পুকুরে মাটি ভরাটের জন্য দুই ধাপে চার লক্ষ টাকা বরাদ্দ নেওয়া হলেও এখনো পুকুর ভরাট হয়নি। একস্কুলে টিনসেটের একটি ঘর নির্মাণের জন্য দুই লক্ষ, আরেক স্কুলে বেঞ্চ বানানোর জন্য দুই লক্ষ টাকা বরাদ্দ নিলেও বাস্তবে ৫০হাজার টাকা খরচ হয়নি। ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে দুই লক্ষ টাকা বরাদ্দে বেশ কয়েকটি কালভার্ট নির্মাণ করা হলেও তাতে খচর হয়েছে অর্ধেক।

    অভিযোগে আরো বলা হয়েছে, বিভিন্ন ভাতার, চালের কার্ড, টিসিবির ১৭৩০টির কার্ডের মধ্যে চেয়ারম্যান একাই ৮৭০টি নিজের কাছে রাখেন। এমনকি গরিবের চালেও দরিদ্রদের কাছে থেকে ঘুষ নেওয়ার অভিযোগ তোলা হয়। এসব প্রতিবাদ করতে গেলে তিনি ইউপি সদস্য ফারুক হোসেনের উপর ক্ষিপ্ত হয়ে মারধর করে বিভিন্ন প্রকার হুমকি দেয় বলে তিনি অভিযোগে উল্লেখ করেন।

    লিখিত অভিযোগের সূত্র ধরে সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই ইউনিয়নের বিশ্বাসপুর গ্রামে একটি  কালভার্ট নির্মাণ করা হয়েছে। এতে বরাদ্দ ধরা হয়েছে দুই লক্ষ টাকা। কিন্তু গ্রামবাসীর অভিযোগ এখানে দুই লক্ষ টাকা নয়, খরচ হয়েছে ৪০-৫০ হাজার টাকা। কাজও হয়েছে নিম্নমানের। নির্মাণের সাত দিনেই চার পাশ ভেঙ্গে গেছে।

    এব্যাপারে প্রকল্প সভাপতি ইউপি সদস্য মো: নাসিরুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজী হননি। অন্যদিকে, মহব্বতপুর গ্রামের কালভার্টের চিত্র একই। তবে প্রকল্প সভাপতি শ্রী কবিন্দ্র জানান, ভিন্ন কথা। তিনি বলেন, কালভার্টের বরাদ্দ দুই লক্ষ টাকা ধরা হলেও বাস্তবে তা খরচ হয়েছে এক লক্ষ টাকা। আর বাকি টাকা ইঞ্জিনিয়ার ও অন্যন্যদের যাতায়াত খরচ দেওয়া হয়েছে বলে তিনি জানান।

    এবিষয়ে ইউপি সদস্য ফারুক হোসেন জানান, চেয়ারম্যান এস.এম মুস্তাক তিনি তাঁর ইচ্ছামতো কাজ করেন। কোন কাজ সঠিক ভাবে করা হয়নি। সবখানেই চেয়ারম্যান অনিয়ম ও দুর্নীতি করেছে। আমরা প্রতিবাদ করলে মারমুখি আচরণ এবং বিভিন্ন ধরণের হুমকি দেয়। যেখানের সাত লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, সেখানে কাজ হয়েছে দেড় লক্ষ টাকার। আমি চেয়ারম্যানের বিভিন্ন অনিয়মের কারণে জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছি।

    অভিযোগ প্রসঙ্গে ইউপি চেয়ারম্যান এস.এম মুস্তাক জানান, আমার সম্পর্কে যেসব অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা-বানোয়াট। তিনি (ফারুক হোসেন) এর আগেও আমার নামে অভিযোগ করেছিলো কিন্তু কোন লাভ হয়নি। তদন্তে কোন দুর্নীতি ধরা পড়েনি।

    ঠাকুরগাঁও সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, প্রকল্পে অনিয়ম হলে বরাদ্দ বাতিল করা হবে। এর আগেও ওই ইউনিয়নে প্রকল্পে অনিয়মের কারণে বরাদ্দ বাতিল করা হয়েছে। এবারও অনিয়ম হলে তা খতিয়ে দেখে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

  • নওগাঁয় দুর্নীতির অভিযোগে দুদকের গণশুনানি।

    নওগাঁয় দুর্নীতির অভিযোগে দুদকের গণশুনানি।

    নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ সদর উপজেলার সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরে সেবা পেতে ঘুষ, দুর্নীতি ও হয়রানির শিকার হওয়া ভুক্তভোগীদের ৩৯টি অভিযোগের গণশুনানি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রবিবার (১৮ ফেব্রুয়ারি) সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই শুনানি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) জহুরুল হক।
    গণশুনানিতে সদর উপজেলায় অবস্থিত ১২টি সরকারি দপ্তর, একটি ইউনিয়ন পরিষদ, একটি স্বায়ত্ব শাসিত প্রতিষ্ঠান ও ১টি কাজী অফিসের ঘুষ, দুর্নীতি ও হয়রানির বিরুদ্ধে সরাসরি অভিযোগ উপস্থাপন করেন সেবা গ্রহীতারা। এসব অভিযোগের মুখোমুখি হন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা। উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে অভিযোগ নিষ্পত্তির পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থ্যা নেওয়ার নির্দেশনা দেন দুদক কমিশনার। এসময় প্রতারণার দায়ে একজন মৌলভীকে গ্রেফতারের নির্দেশনাও দেওয়া হয়।
    নওগাঁর জেলা প্রশাসক গোলাম মওলার সভাপতিত্বে গণশুনানিতে অন্যদের মধ্যে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (তদন্ত)  আকতার হোসেন, রাজশাহী বিভাগীয় পরিচালক কামরুল আহসান, নওগাঁর পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হকসহ দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
  • বালিয়াডাঙ্গীতে আধারে আমবাগানের ১৩৬টি গাছ কেটে ফেলার অভিযোগ।

    বালিয়াডাঙ্গীতে আধারে আমবাগানের ১৩৬টি গাছ কেটে ফেলার অভিযোগ।

    আনোয়ার হোসেন,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
    ৬১ শতাংশ জমিতে ১৩৬টি আমগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে আমচাষির প্রায় ১০ লাখ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে।
    ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে একটি আমবাগানের ১২ বছর বয়সী ১৩৬টি আমগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে কোন এক সময়ে উপজেলার ভানোর ইউনিয়নের ডাঙ্গীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
    ওই গ্রামের মৃত কালারামের ছেলে ইলিত চন্দ্র সিংহ অরফে রাতিয়া অভিযোগ করেন, প্রতিবেশী রাণীশংকৈল উপজেলার নুরতোর গ্রামের আবুল কালামের ছেলে রমজান কাজীর সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও বিষয়টি সমাধান হয়নি। গতকাল রাতে বাড়ীতে ছিলেন না রাতিয়া। এই সুযোগ রমজান কাজী তার লোকজন দিয়ে ৬১ শতাংশ জমিতে তার লাগানো আম বাগানের ১৩৬টি আমগাছ কেটে তাঁর ১০ লক্ষ টাকা ক্ষতি করেছেন অভিযোগ তার। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়ে জড়িতের শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
    এদিকে অভিযোগ উড়িয়ে দিচ্ছেন প্রতিবেশী রমজান কাজী। তার দাবি, দুই বছর আগে জমির মালিক মাইকেলের নিকট জমি কিনেছেন তিনি। ওই বাগানের জমির মালিক তিনি। এখন জমি দখল দিতে হবে, তাই নিজেরাই গাছ কেটে ঘটনা অন্যদিকে প্রবাহিত করার হচ্ছে। স্থানীয় ভাবে বসা আপোষ মীমাংসাগুলোতে তার পক্ষে রায় পেয়েছেন বলে দাবি করেন।
    বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শুক্রবার বিকাল পর্যন্ত কোন পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
  • ধুবড়িয়া ছেফাতুল্লাহ বিদ্যালয় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ।

    ধুবড়িয়া ছেফাতুল্লাহ বিদ্যালয় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ।

    আব্দুল্লাহ খিজির,স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের নাগরপুরে ধুবড়িয়া ইউনিয়নের ছেফাতুল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাল মাহমুদ বক্স এর বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অশালীন আচরণ করার কারণ দেখিয়ে এবার উক্ত বিদ্যালয়ের ১১ জন শিক্ষক সম্মিলিত ভাবে লিখিত অভিযোগ প্রদান করেছেন। গত ১৭ ই ডিসেম্বর (২০২৩) এক লিখিত অভিযোগে ভুক্তভোগী শিক্ষকবৃন্দরা বলেন, ছেফাতুল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাদের বেতন-ভাতা যথারীতি প্রদান করছেন না। তারা প্রায় ২৪ মাস বিনা বেতনে রয়েছেন। এছাড়াও অফিস সহকারী জাহাঙ্গীর আলম আলাল বিভিন্ন সময় শিক্ষকদের সাথে অশালীন আচরণ করেন কিন্তু বিদ্যালয় প্রধান কোনো পদক্ষেপ না নিয়ে বরং তার পক্ষ নিয়ে কাজ করতে অফিস সহকারীকে প্রশ্রয় দেন। প্রধান শিক্ষক ও অফিস সহকারী দুইজনের যৌথ যোগসাজশে বিদ্যালয়ের অর্জিত অর্থ ভূয়া ভাউচার তৈরির মাধ্যমে আত্মসাৎ এর অভিযোগ করা হয়েছে।

    অভিযোগের বিষয়ে ধুবড়িয়া ছেফাতুল্লাহ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক লাল মাহমুদ বক্স এর সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও নাম্বার বন্ধ পাওয়া যায়।

    নাগরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহীনুর ইসলাম বলেন, ম্যানেজিং কমিটি গঠন কেন্দ্রীক ধুবড়িয়া ছেফাতুল্লাহ উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়। একটি গোষ্ঠী দীর্ঘ দিন যাবৎ প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতামূলক অবস্থানে থাকে। তারা বিদ্যালয়ের উন্নয়নে খুব একটা সচেষ্ট মনে হয় না। প্রধান শিক্ষক যথাযথ তার দায়িত্ব পালন করেন না বা করতে পারেন না বিধায় সহকারী শিক্ষকদের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে এবং বিদ্যালয় অংশ থেকে শিক্ষকদের যে পাওনা সেটা ঠিকমতো তারা পাচ্ছে না। এই মর্মে একটা অভিযোগ আমরা পেয়েছি। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    এ বিষয়ে নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজা মো.গোলাম মাসুম প্রধান বলেন,প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ বিষয়ে একটি অনুলিপি আমি পেয়েছি যেটা জেলা প্রশাসক বরাবর দাখিল করা হয়েছে।এর আগেও মৌখিক ভাবে শিক্ষক বৃন্দরা আমাকে অবগত করেছেন যে,তারা বিদ্যালয় কর্তৃক তাদের পাওনা পাচ্ছে না। অভিযোগ তদন্ত প্রতিবেদন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • ঠাকুরগাঁওয়ে অপহরণের পর মুক্তিপণ দাবির অভিযোগে গ্রেপ্তার-৩।

    ঠাকুরগাঁওয়ে অপহরণের পর মুক্তিপণ দাবির অভিযোগে গ্রেপ্তার-৩।

    আনোয়ার হোসেন,ঠাকুরগাঁও প্রতিনিধি:
    ঠাকুরগাঁও পৌরসভার সরকার পাড়া এলাকায় অপহরণ করার পর মুক্তিপন দাবি করে নির্যাতনের অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ।
    রবিবার (২১ জানুয়ারি) রাতে ওই ভুক্তোভোগী পরিবার সদর থানায় যোগাযোগ করলে  পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৩ জনকে আটক করে।
    আটককৃতরা হলেন, শহরের সরকার পাড়া এলাকার আমিনুল ইসলাম রাজের ছেলে বিশাল (২২), একই এলাকার রফিকুল ইসলামের ছেলে সাব্বির (২৩), ও আঃ মালেকের ছেলে মাসুদ (২২) অপর আসামি শহরের রামবাবু গোডাউন এলাকার মুরাদ (২০)। এই ঘটনার মুরাদ এখনো পলাতক রয়েছে।
    ভুক্তোভোগী সোহরাওয়ার্দী (৫৮) পার্শ্ববর্তী পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার কিসমত বাগদহ গ্রামের আব্বাস আলীর ছেলে। তিনি শহরের গোয়ালপাড়া এলাকায় ভাড়ায় থাকেন।
    সোহরাওয়ার্দীর জানান, তার ছেলে স্থানীয় কয়েকজন বন্ধুর সাথে কোচিং এ যায়। পরে সন্ধ্যা গড়িয়ে গেলেও ছেলে ফিরে আসেনা। এ সময় তার বাবা ছেলের ফোনে অনেকবার ফোন দিয়েও মোবাইল ফোনটি বন্ধ পায়। পরবর্তী রাত একটার সময় তিনি জানতে পারে তার ছেলে ও তার সহপাঠীদের অপহরণ করা হয়েছে এবং তার কাছে ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। তিনি দিতে অস্বীকার করলে তার ছেলেকে জানে মেরে ফেলবে বলে প্রাণনাশের হুমকি দেয় এবং তার ছেলে ও তার বন্ধুদের কাছে থাকা ১ হাজার ৮১০ টাকা আদায় করে।
    ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ জানান, চাঁদাবাজির অভিযোগে ঠাকুরগাঁও থানার মামলা একটি মামলা হয়েছে যার মামলা নং-৩৬। তিনজন আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপরজনকে আটকের চেষ্টা চলছে।
  • কুলাউড়ায় যমজ দুই শিশুকে পানিতে চুবিয়ে হত্যা অভিযোগে মা গ্রেফতার।

    কুলাউড়ায় যমজ দুই শিশুকে পানিতে চুবিয়ে হত্যা অভিযোগে মা গ্রেফতার।

    নিজস্ব প্রতিবেদক,জালাল উদ্দিন। মৌলভীবাজারের কুলাউড়ায় বাড়ির পাশের পুকুরে চার বছর বয়সী যমজ দুই ভাইয়ের লাশ পাওয়া গেছে।
    আজ রবিবার ২১ জানুয়ারি ২০২৪ইং, সকালে উপজেলার বরমচাল ইউনিয়নের উত্তরভাগ গ্রামে এ ঘটনা ঘটে।
    নিহত হওয়া যমজ দুই শিশু হলো উত্তরভাগ গ্রামের বাচ্চু মিয়ার ছেলে রাদিয়ান আহমদ ও রাইয়ান আহমদ। এ ঘটনায় স্বজনদের অভিযোগের ভিত্তিতে শিশুদের মা রিমা বেগমকে (২৬) আটক করেছে পুলিশ। বাচ্চু মিয়া দুবাইপ্রবাসী। ছুটি পেয়ে প্রায় দেড় মাস আগে তিনি বাড়িতে আসেন।
    কুলাউড়া থানার পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, বাচ্চু ও রিমা দম্পতির সাত বছর বয়সী তানিশা আক্তার নামের আরেক কন্যাসন্তান আছে। গতকাল শনিবার রাতে খাবার খেয়ে তিন সন্তানকে নিয়ে স্বামী-স্ত্রী ঘুমিয়ে পড়েন। আজ ভোর পাঁচটার দিকে বাচ্চু মিয়া ঘুম থেকে জেগে দেখেন, দুই ছেলে ও স্ত্রী পাশে নেই। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পেছনে পুকুরঘাটে স্ত্রী রিমাকে ভেজা কাপড়ে দাঁড়িয়ে থাকতে দেখেন। এ সময় শিশু রাদিয়ান ও রাইয়ান পুকুরে ভাসছিল। পরে স্বজনেরা দুই শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
    কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আলিম বেলা ১১টার সময় মুঠোফোনে বলেন, রিমা দুই সন্তানকে পুকুরের পানিতে ফেলে হত্যা করেছেন বলে স্বজনেরা অভিযোগ করেছেন। স্বজনেরা বলেছেন, রিমা তিন-চার মাস ধরে মানসিকভাবে অসুস্থ। তাঁর চিকিৎসাও চলছে। কয়েক দিন আগেও তিনি এক সন্তানকে পুকুরে ফেলার চেষ্টা করেন। সুরতহাল প্রতিবেদন তৈরির সময় নিহত দুই শিশুর শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি বলে এসআই আবদুল আলিম জানান।
    কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) ক্যশৈনু মারমা বলেন, রিমাকে বাড়ি থেকে আটক করা হয়েছে। দুই সন্তানকে হারিয়ে তিনি শুধু কান্নাকাটি করে যাচ্ছেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। এ ব্যাপারে মামলা হবে। ময়নাতদন্তের জন্য দুই শিশুর লাশ জেলা সদরে অবস্থিত মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল (সদর) হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে তিনি জানান।
  • রামপালে শিশুকে যৌন নিপিড়নের অভিযোগে সিরাজুল ইসলাম গ্রেফতার।

    রামপালে শিশুকে যৌন নিপিড়নের অভিযোগে সিরাজুল ইসলাম গ্রেফতার।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে ৮ বছরের এক কন্যা শিশুকে যৌন নিপিড়নের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সরদার সিরাজুল ইসলাম (৪২) নামের এক ব্যক্তিকে রামপাল থানা পুলিশ গ্রেফতার করেছে।
    অভিযুক্ত সিরাজুল ইসলাম উপজেলার বাইনতলা ইউনিয়নের কুমলাই (সরদার বাড়ি) এলাকার মৃত সামসুদ্দীন সরদারের ছেলে।
    বুধবার (১৭ জানুয়ারী) রাতে রামপাল থানা পুলিশ উপজেলার তেলিখালী গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত সিরাজুলকে গ্রেফতার করে। এর পূর্বে ভিকটিমের মা মোসাঃ রাবেয়া খাতুন বাদী হয়ে রামপাল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু করেন।
    রামপাল থানা পুলিশ ও থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায়, রামপাল উপজেলার তেলিখালী গ্রামের জনৈক ব্যক্তির দ্বিতীয় শ্রেণির স্কুল পড়ুয়া কন্যা তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বিদ্যালয় ছুটি হলে বাড়িতে ফিরছিলো। গত ১০ জানুয়ারী বিকাল সোয়া ৪ টার সময় ভিকটিমকে অভিযুক্ত সিরাজুল ইসলাম স্থানীয় ফয়সালের মৎস্য  ঘেরের বাসায় নিয়ে যৌন নিপিড়নের চেষ্টা করে। কন্যার কাছ থেকে বিষয়টি জানতে পেরেও সামাজিকভাবে মানসম্মানের ভয়ে ভিকটিমের মা বিষয়টি লুকানোর চেষ্টা করেন। এক পর্যায়ে ভিকটিমের পিতা জানতে পেরে থানা পুলিশের স্মরনাপন্ন হন।
    রামপাল থানার ওসি (তদন্ত) বিধান চন্দ্র বলেন, ধর্ষণের চেষ্টা ও যৌন নিপিড়নের অভিযোগে মামলা হওয়ার পর থানা পুলিশের সদস্যরা তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে অভিযুক্ত আসামী সিরাজুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) গ্রেফতারকৃত আসামি সিরাজুল ইসলামকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
  • নৌকায় ভোট দেয়াকে কেন্দ্র করে মারপিট,ভাঙচুর ও হামলা-মামলার অভিযোগ।

    নৌকায় ভোট দেয়াকে কেন্দ্র করে মারপিট,ভাঙচুর ও হামলা-মামলার অভিযোগ।

    বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সহিংসতায় সিরাজগঞ্জ-৫ আসনের স্বতন্ত্রপ্রার্থী আব্দুল লতিফ বিশ্বাসের নির্দেশে তার সমর্থকদের হামলায় আহত হয়েছেন প্রায় অর্ধশত আওয়ামীলীগ নেতাকর্মী। এ থেকে রেহাই পায়নি বীরমুক্তিযোদ্ধা ও সংখ্যালঘুরা। এ অভিযোগ তুলে সোমবার দুপুরে বেলকুচি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। বেলকুচি উপজেলা মুক্তিযোদ্ধাদের আয়োজনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বীরমুক্তিযোদ্ধা আব্দুল রহমান, গাজী দেলখোশ আলী প্রামানিক ও মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষে সাবেক ইউপি চেয়ারম্যান আতাউর রহমান।

    এসময় বক্তারা বলেন, স্বাধীনতার প্রাতীক নৌকায় ভোট দেয়া ও আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আব্দুল মমিন মন্ডলের পক্ষে নির্বাচন করায় স্বতন্ত্র প্রার্থী সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের নির্দেশে নির্বাচনের দিন রাজাপুরে নৌকার এজেন্ট বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমানকে বেদম মারপিট করা হয়। এছাড়া বেলকুচি উপজেলার বিভিন্ন স্থানে বেশ কয়েকজন বীরমুক্তিযোদ্ধাকে হুমকি-ধামকি দেয়া হচ্ছে। এছাড়া নির্বাচন পরবর্তীতে মেঘুল্লা, তামাই, চালা, গাড়ামাসি, চন্দনগাঁতি, জিধুরী, সুর্বণসাড়া, গোপালপুর, দেলুয়া, রাজাপুর ও বানিয়াগাঁতি এলাকায় নৌকার সমর্থক ও আওয়ামীলীগ নেতাকর্মীদের কুপিয়ে ও মারপিট করে অর্ধশত জনকে আহত করেছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া নির্বাচনী এলাকার প্রায় শতাধিক ঘরবাড়ি ও দোকান পাট ভাঙচুর ও লুটপাট করেছে স্বতন্ত্র প্রার্থীর সমথর্করা। এ নিয়ে বীরমুক্তিযোদ্ধা সহ দলের নেতাদের নামে ডজন খানেক মামলাও দিয়েছে ঈগল প্রতীকের সমর্থকরা।

    বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমানকে বলেন, বাংলাদেশে আওয়ামিলীগের মনোনিত প্রার্থী আব্দুল মমিন মন্ডলের নির্বাচন করার কারণে স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ বিশ্বাসের নির্দেশে নির্বাচনের দিন আমার ও পরিবারের ওপর হামলা চালায় তারই সমর্থক সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ সহ তার লোকজনেরা। তারা শুধু আমার ওপরে হামলা চালায় নি। আমাকে প্রাণ ন্যাসের হুমকিও দিয়েছে। আমি এখন প্রাণ ভয়ে পালিয়ে আছি। আব্দুর রহমান বলেন, দেশের স্বাধীনতার জন্য প্রাণ বাজি রেখে যুদ্ধ করেছি। বিনিময়ে আজ নিজ দেশেই পরাধিনের মতো জীবন যাপন করতে হচ্ছে। আমাদের অপরাধ স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ বিশ্বাসের নির্বাচন না করে নৌকার নির্বাচন করলাম কেন। তারা শুধু আমার ওপর হামলা চালিয়ে খ্যান্ত হয়নি মিথ্যা মামলা দিয়েও হয়রানি করেছে।

    এসময় তিনি আরও বলেন, নির্বাচনে  লতিফ বিশ্বাসের হয়ে কাজ না করার কারণে  আমার মতো কয়েকজন মুক্তিযোদ্ধা সন্তানকে বেধরক মারপিট করেছে তার সমর্থকরা। এমতাবস্থা চলতে থাকলে আমরা এদেশে বসবাস করতে পারবো না। আমি এই হামলা ও মিথ্যা মামলায় তিব্র প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলাকরীদের আইনের আওতায় আনার  দাবী জানাচ্ছি।

    বেলকুচি উপজেলা উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা গাজী দেলখোস আলী প্রমানিক বলেন, স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ বিশ্বাস তিনি তার জীবনে আওয়ামীলীগ থেকে অনেক কিছু পেয়েছে। সে ইউপি চেয়ারম্যান থেকে মন্ত্রী পর্যন্ত হয়েছেন। আজ তিনি নৌকার বিপক্ষে কাজ করে স্বতন্ত্র প্রার্ধী হয়ে পরাজিত হয়েছেন। তিনি পরাজিত হওয়ার কারনে আমাদের বীরমুক্তিযোদ্ধা সহ আওয়ামীলীগের অনেক নেতা কর্মীর উপর হামলা করে আহত করেছেন। অনেকের নামে মিথ্যে মামলা দিয়ে হয়রানি করছেন। আমরা এই নির্যাতনকারী লতিফ বিশ্বাসের হাত থেকে রক্ষা পেতে চাই। প্রশাসন দ্রুত ব্যবস্থা নিলে আমরা সবাই শান্তিতে থাকতে পারবো।

    রাজাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান বলেন,  নির্বাচনে পরাজয়ের পর থেকে আব্দুল লতিফ বিশ্বাসের সমর্থকরা বেপরোয়া হয়ে গেছে। তারা নৌকার সমর্থক ও কর্মীদের উপর হামলা মিমলা করে যাচ্ছে। আমরা তার প্রতিকার চাই। তবে পুলিশকে বারবার অভিযোগ দিলেও কোন কাজ করছেনা।

    এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ বিশ্বাস বলেন, সংবাদ সম্মেলনে আমার বিরুদ্ধে যে অভিযোগ দেয়া হয়েছে তা সম্পুর্ন মিথ্যা। নির্বাচনের পর থেকে নৌকার সমর্থকরা আমার ঈগল সমর্থকদের উপর হামলা মামলা ও বাড়ী ঘর ভাংচুর করে যাচ্ছে। যা বিভিন্ন মিডিয়াতে দেখাচ্ছে।

    বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসানুজ্জামান বলেন, নির্বাচনের পর থেকে যে কয়টা মামলা হয়েছে তার সকল মামলার আসামীরা আদালত থেকে জামিন নিয়েছেন। এর মধ্যে বেশ কজনকে গ্রেফতারও করা হয়েছে। আর সকল মামলা তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে ব্যবস্থা নেয়া হবে।

    সংবাদ সম্মেলনে, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বুলবুল চৌধুরী, আব্দুল খালেক, রেজা নজরুল,  সহ আরো অনেকই উপস্থিত ছিলেন।

  • রাণীশংকৈলে ইটভাটা বন্ধের দাবীতে জেলা প্রশাসকের বরাবরে অভিযোগ।

    রাণীশংকৈলে ইটভাটা বন্ধের দাবীতে জেলা প্রশাসকের বরাবরে অভিযোগ।

    আনোয়ার হোসেন,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

    ঠাকুরগাঁও রাণীশংকৈলে একটি ইটভাটা বন্ধের দাবীতে ঠাকুরগাঁও জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দিয়েছে উপজেলার বাচোর ইউনিয়নের মহেষপুর এলাকার শতাধিক বাসিন্দা। জেলা প্রশাসক ছাড়াও ওই দরখাস্তের অনুলিপি দিয়েছেন বন পরিবেশ মন্ত্রণালয়, সচিব বন ও পরিবেশ মন্ত্রণালয়,বিভাগীয় কমিশনার, রংপুর,বিভাগীয় বন কর্মকর্তা দিনাজপুর, জেলা শিক্ষা অফিসার,উপজেলা নির্বাহী অফিসার স্থানীয় চেয়ারম্যান বরাবরে।

    অভিযোগের সাথে ওই এলাকার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ইটভাটার কারণে তাদের বিভিন্ন সমস্যার কথা উল্লেখ্য করে ইটভাটা বন্ধের দাবী জানিয়ে প্রত্যয়ন পত্র দিয়েছেন।

    গত ১৮ ডিসেম্বর ঠাকুরগাঁও জেলা প্রশাসক বরাবরে দেওয়া অভিযোগ সুত্রে জানা গেছে, গত ৪ বছর যাবত পূর্ব মহেষপুর এলাকার ইসমাইল হোসেনের ছেলে মাহাতাব উদ্দীন ও তার ছেলে জসীম উদ্দীনসহ কয়েকজন মিলে আবাদী জমিতে জে.এম.কে  নামক ইটভাটা স্থাপন করে ব্যবসা করছে। সেখানে ইটভাটার কারণে আশপাশের আম লিচুসহ বিভিন্ন বাগানের ফল ভালো হচ্ছে না। আবাদী জমিতে ফসল ভালো হচ্ছে না। তারা অভিযোগে আরো উল্লেখ্য করেন,জে.এম.কে ভাটার পাশে ফোর স্টার নামক ইটভাটা রয়েছে। দুটি ইটভাটার কারণে এলাকার রাস্তা দিয়ে চলাচলে খুব সমস্যা হচ্ছে। তাছাড়া রাস্তার পাশে ইটভাটার মাটি স্তুপ করে রাখায় রাস্তায় গাড়ী চলাচলে ধুলোবালু সৃষ্টি হয়।

    ইটভাটা দুটির আধা কিলোমিটারের মধ্যে ৬টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। সেখানকার শিক্ষার্থীরা বেপরোয়া ইটের গাড়ী চলাচলের কারণে রাস্তা দিয়ে চলতে নিরাপদবোধ মনে করে না। ইটভাটার ধোয়ায় বিদ্যালয়ের পরিবেশ নিয়ে উদ্বিগ্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ। তাই ওই ৬ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানেরা ইটভাটা বন্ধের দাবী জানিয়ে জেলা প্রশাসক বরাবরের অভিযোগের সাথে প্রত্যয়ন পত্র দিয়েছেন।

    অভিযোগকারীদের মধ্যে ১ম স্বাক্ষরকারী নুর আলম বলেন, ইটভাটার বিষাক্ত ধোয়ায় ঘরের টিন নষ্ট হয়ে যায়। রৌদে বাসাবাড়ীর কাপড়ের উপরে ছাই এসে পড়ে। ফসলের মাঠ আমের বাগানের পরিবেশ নষ্ট করেছে ইটভাটা। তিনি অভিযোগ করে বলেন, গেল বছর যেমন মাঠের ফসল ভালো হয়নি। একইভাবে আমের ফলনও খুব একটা বেশি ভালো হয়নি। তাই তিনি মহেষপুর এলাকার স্বার্থে ইটভাটা বন্ধের দাবী জানান।

    সরেজমিনে গিয়ে দেখা যায়, জে.এম.কে ও ফোর স্টার ইটভাটা দুটি মীরডাঙ্গী বাজার থেকে মহেষপুর গ্রামের প্রবেশ পথে। এখানে এলজিইডি কর্তৃক পাকা রাস্তা রয়েছে। এ রাস্তার দু,পাশেই ইটভাটা দুটি।  রাস্তার পাশেই ইটভাটার সংরক্ষিত মাটি স্তুপ করা রয়েছে। ইটভাটার গাড়ীগুলো অনায়াসে উঠানামা করছে। গাড়ী চলাচলের সাথে সাথে ব্যাপক ধুলোবালু উড়ছে। ইটভাটা দুটির পাশে একর একর আবাদী জমি ও আম বাগান রয়েছে। কৃষি জমির ঠিক মাঝেই ইটভাটা পরিচালনা হচ্ছে।

    ফোর ষ্টার ইটভাটার স্বত্তাধিকারী হিমেল আলী বলেন, নিয়ম মেনেই ইটভাটা করা হচ্ছে। তার ইটভাটার লাইসেন্স রয়েছে।

    জেএমকে ইটভাটার স্বত্তাধিকারী জসিমউদ্দীন বলেন, উদ্যোশ্যে প্রণিতভাবে অভিযোগ দেওয়া হয়েছে। রাস্তায় ধুলোবালু না উড়ানোর জন্য সব সময় পানি দেওয়া হয়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাণীশংকৈলের আর ১০টি ইটভাটা যেভাবে চলছে তার ইটভাটাটিও সেভাবে চলছে।

    রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান বলেন, রাণীশংকৈল উপজেলায় কোন ইটভাটার লাইসেন্স নেই। লাইসেন্সহীন ইটভাটাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে ১টি ইটভাটায় অর্থদন্ড দেওয়া হয়েছে।

    ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, এ ধরনের অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।