Tag: অভিযোগ

  • ইউপি চেয়ারম্যাননের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ।

    ইউপি চেয়ারম্যাননের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ।

    আনোয়ার হোসেন আকাশ,রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগ মনোনীত ইউপি চেয়ারম্যান প্রার্থী সুব্রত কুমার বর্মণের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। চতুর্থ ধাপে ঠাকুরগাঁও সদরের আকচা ইউনিয়ন থেকে নৌকা মার্কায় অংশ নিচ্ছেন তিনি।

    ভোটারদের অভিযোগ, চেয়ারম্যান সুব্রত চলতি মেয়াদে ভোটারদের বিভিন্ন সুবিধা পাইয়ে দেয়ার নামে এ টাকা আত্মসাৎ করেছেন। অনেককে বিভিন্ন রকমের ফাঁদে ফেলেও মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন তিনি।

    আকচা ইউনিয়নের দিনমজুর রমজান আলী বলেন, আমি দীর্ঘদিন থেকে এই ইউনিয়নের একজন ভূমিহীন বাসিন্দা। যখন জানতে পারলাম আমাদের থাকার ঘর দেয়া হবে, তখন আমি দ্রুতই চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করি, কিন্তু নিরাশ হই। অনেক ধনীদের ঘর দিয়েছে কিন্তু আমাকে দেয় না।

    পরে চেয়ারম্যানের সহযোগী সুবেদ আমাকে টাকা দিতে বলেন। ৫০ হাজার টাকা দিলে নাকি ঘর পাওয়া যাবে। আমার একমাত্র সম্বল ছিলো দুইটা ছাগল। আমি সেগুলো বিক্রি করে তাকে ২০ হাজার টাকা দিই। বাকিটা ঘরে ওঠার পর দেওয়ার কথা ছিল। আমাকে দেখে আরও চারজন একই পরিমাণ টাকা দেয়। কিন্তু আমাদের আর ঘর দেয়নি। টাকাও ফেরত দিচ্ছে না। চেয়ারম্যানের কাছে গিয়ে চাইলেই শুধু বলে কয়দিন পরে আসো।

    আকচার সর্দার পাড়ার বাসিন্দা ফেন্সি বেগম বলেন, আমাকে সরকারি ঘর দেওয়ার কথা বলে চেয়ারম্যান ২৪ হাজার টাকা নিয়েছে। কিন্তু ঘর দেয়নি। বলতেছে পরের বাজেটে দেবে। কিন্তু মানুষ বলছে নতুন করে ঘর নাকি আর বানানো হবে না। তাই টাকা ফেরত চাচ্ছি, টাকাও ফেরত দিচ্ছে না। আমি এখন শুধু টাকা ফেরত চাই।

    এ বিষয়ে চেয়ারম্যানের সহযোগী সুবেদ জানান, ঘরের জন্য তারাই টাকাটা দিয়েছিল। আমি বলেছি সুযোগ হলেই ঘর দেওয়া হবে।

    আকচা ইউনিয়নের বাসিন্দা সারোয়ার হোসেন জানান, সুব্রত চেয়ারম্যান সরকারি ঘর দেওয়ার নাম করে প্রায় ৩০ থেকে ৫০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। কিন্তু এতো পরিমাণ সরকারি ঘর না থাকায় বিপাকে পড়েছেন। সেসময় যেকেউ টাকা নিয়ে গেলেই ঘর দেওয়ার প্রতিশ্রুতি দিতেন কিন্তু এখন ঘর দিতে না পারায় সবাই ক্ষেপে গেছে।

    সারোয়ার বলেন, শুধু ঘর দেওয়া নয়, আকচা ইউনিয়নের অনেক যুবককে চাকরি দেওয়ার নাম করে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়েছেন সুব্রত। আমার এলাকার ইসরাফিল নামের এক ছেলের বাবা জমি বিক্রি করে সাত লাখ টাকা দিয়েছেন। কিন্তু চাকরি পাননি সেই যুবক। এখন টাকাও দিচ্ছে না। এমন অনেকের কাছে টাকা নিয়েছেন সুব্রত।

    তবে বিষয়টি নিয়ে ইউপি চেয়ারম্যান সুব্রতর সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি দেখা করতে রাজি হননি। পরে মুঠোফোনে সকল অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, আমি এদের কাউকে চিনি না। নির্বাচনে আমাকে ঘায়েল করার জন্য একটি পক্ষ উঠে পড়ে লেগেছে।

    এ বিষয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামান জানান, টাকার বিনিময়ে সরকারি ঘর দেওয়ার কোনো সুযোগ নেই। বিষয়টি প্রমাণিত হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও টাকা আত্মসাতের বিষয়ে কেউ কোনো অভিযোগ করলে খতিয়ে দেখা হবে।

  • নাগরপুরে পিতাপুত্রকে হত্যার হুমকি ও মোটরসাইকেল ভাংচুরের অভিযোগ

    নাগরপুরে পিতাপুত্রকে হত্যার হুমকি ও মোটরসাইকেল ভাংচুরের অভিযোগ

    স্টফ রিপোর্টারঃ টাংগাইলের নাগরপুরে প্রতিপক্ষের বিরুদ্ধে পিতাপুত্রকে হত্যার হুমকি ও মোটরসাইকেল ভাংচুরের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মামুদনগর ইউনিয়নের কোলকুষ্টিয়া গ্রামে।

    ভুক্তভোগী কোলকুষ্টিয়া গ্রামের মৃত কাজিম উদ্দিনের ছেলে পান্নু মিয়া সাংবাদিকদের জানান,আমার ছেলে মোঃ বাবলু প্রায় বিশ বছর হলো সৌদি প্রবাসী। প্রতিপক্ষচামটা গ্রামের পরশ মিয়ার ছেলে নবিন মানসিকভাবে অসুস্থ অবস্থায় সৌদিতে আমার ছেলের রুমে আশ্রয় নেয়।নবিন সৌদিতে আমার ছেলের রুমে কিছুদিন থাকার পর আমার ছেলে কোম্পানির ডিউটিতে গেলে গত ২৯/১১/২০২১ তারিখে আমার ছেলের রুমে গলায় ফাঁস নেয়।পরবর্তীতে লোকজন নবিন মিয়াকে সৌদির একটি হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক নবিনকে মৃত ঘোষণা করে।

    এ ব্যাপারে সৌদি পুলিশ আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেছে। নবিনের ফাঁস নিয়ে মৃত্যুর ঘটনায় সৌদির একটি হাসপাতালের সার্টিফিকেট আমার ছেলে বাবলু আমাকে পাঠায়।এই ঘটনাকে কেন্দ্র করে আমার বাড়িতে এসে পরশ আলী ও তার ছেলে রতন গত ১/১২/২০২১ তারিখে আমার ছেলে বাবলু নাকি নবিনকে হত্যা করেছে এই অসত্য, বানোয়াট অভিযোগ এনে আমার পুত্র তারা মিয়া ও আমাকে হত্যা করার হুমকি প্রদান করে এবং আমার কাছে দশ লক্ষ টাকা দাবি করে।এছাড়া রতন গং আমার ছেলে তারা মিয়ার মোটরসাইকেল ভাংচুর করে এবং পুত্রবধু আছমা বেগমকে মারপিট করে।

    এখন আমার পরিবারসহ আমি নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছি।আমি এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি। এ বিষয়ে পান্নু মিয়া দশ জনকে আসামী করে নাগরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন

    এ ব্যাপারে সৌদি প্রবাসী বাবলুর মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন,সৌদির একটি হাসপাতালে নবিনকে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে।পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষ নবিন ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে মেডিকেল রিপোর্ট প্রদান করে।এ ঘটনায় সৌদি পুলিশ আমি সহ আমার রুমমেটদের
    জিজ্ঞাসাবাদ করে আইনী প্রক্রিয়া সম্পন্ন করে।আমার উপর পরশ গং যে অভিযোগ এনেছে তা সম্পূর্ণ অসত্য বানোয়াট ও ষড়যন্ত্র মূলক।

    এ বিষয়ে পরশ মিয়ার মুঠোফোনে যোগাযোগ করলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।

  • তানোরে আদিবাসীদের কবরস্থান দখলের অভিযোগ।

    তানোরে আদিবাসীদের কবরস্থান দখলের অভিযোগ।

    তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর তানোরে আদিবাসী সম্প্রদায়ের কবরস্থান জবরদখল করে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। তানোরের বাধাঁইড় ইউপির একান্নপুর মৌজার জোজোটোলা কবরস্থান দখলের ঘটনা ঘটেছে। স্থানীয় আদিবাসিরা জানান, সল্লাপাড়া গ্রামের দুরুল হুদার পাকা ফ্ল্যাট বাড়ি থাকার পরেও ওই কবরস্থান জবরদখল করে সেখানে তার পুত্র সুমন আলীকে বাড়ি করে দিয়েছে।

    জানা গেছে,উপজেলার বাঁধাইড় ইউপির জেল নম্বর ৪০ একান্নপুর গোয়ালপাড়া, খতিয়ান নম্বর ২১৭, হাল দাগ নম্বর ১২৩৬, শ্রেণী ভিটা ও কবরস্থানসহ পরিমাণ ২ একর ৮৮ শতক এবং খতিয়ান নম্বর ২১৭, দাগ নম্বর ১২৩৩ শ্রেণী ভিটা, পরিমাণ ২১ শতক মোট ৩ একর ১০ শতকস ম্পত্তি রয়েছে।

    স্থানীয় অধিবাসীরা জানায়,এখানে প্রায় ৫০টি আদিবাসি পরিবারের বসতী ছিল। কিন্ত্ত স্বাধীনতা যুদ্ধের সময় আদিবাসি পরিবারগুলো এলাকা ছাড়া হয়। দীর্ঘদিন এসব সম্পত্তি পরিত্যক্ত ছিল। এদিকে এসব সম্পত্তির দখল নিতে একটি ভুমিগ্রাসী চক্রের যোগসাজশে দুরুল হুদা সেখানে টিনের ঘর নির্মাণ করে তার পুত্র সুমন আলীকে দিয়েছে এবং দুটি ছোট পুকুর দখল করেছে।

    এসব সম্পত্তির উপর আদালতে ১৪৪ ধারা মামলা চলমান রয়েছে। কিন্ত্তু গত ৫ ডিসেম্বর রোববার দিবাগত রাতে দুরুল হুদা তার পুত্র সুমন আলী ও এরশাদ আলী আদালতের আদেশ লঙ্ঘন করে সেখানে লাউ, কুমড়াসহ বিভিন্ন গাছ লাগিয়েছে। এঘটনায় চরম উত্তেজনা বিরাজ করছে।আদিবাসীরা সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। এবিষয়ে জানতে চাইলে দুরুল হুদা,সুমন ও এরশাদ এসব অভিযোগ অস্বীকার করে বলেন,তাদের কেনা জমি এখন আদিবাসীরা জোরপুর্বক দখলের চেস্টা করছে।

  • লক্ষ্মীপুর প্রেসক্লাবের ২০ লাখ টাকা আত্মসাৎ এর অভিযোগ  সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে।

    লক্ষ্মীপুর প্রেসক্লাবের ২০ লাখ টাকা আত্মসাৎ এর অভিযোগ  সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে।

    সোহেল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর প্রেসক্লাবের ২০ লাখ টাকা ব্যাংকে জমা না দিয়ে আত্মসাৎ করেন অবাঞ্চিত সভাপতি হোসাইন আহমদ হেলাল ও সাধারন সম্পাদক আবদুল মালেক।

    এঘটনায় প্রেসক্লাবের সদস্য ও দৈনিক মুক্তখবর এর জেলা প্রতিনিধি আহাম্মদ আলী বাদী হয়ে সভাপতি-সম্পাদকসহ তিনজনকে আসামী করে এই মামলা দায়ের করেন।

    মঙ্গলবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. রায়হান চৌধুরীর আদালতে এই মামলা দায়ের করা হয়। পরে আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অফ ইনভিস্টিগেশন(পিবিআই) কে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দেন।

    মামলার আইনজীবি মাহাবুবুল করিম টিপু জানান,প্রেসক্লাবের টাকা আর্তসাৎসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দেয়ার আদেশ দেন। মামলা ও সাংবাদিক সূত্রে জানা যায়, ২০২০-২১ইং সালে প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমদ হেলাল ও সাধারন সম্পাদক আবদুল মালেক নির্বাচিত হওয়ার পর থেকে একেক আধিপত্যা বিস্তার করে আসছিলেন।

    এই ছাড়া প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদকের পদ ব্যবহার করে প্রেসক্লাবের নাম ভাঙ্গিয়ে প্রশাসনের বিভিন্ন জায়গায় বানিজ্য তদবির, ভূমিহীনদের ভূমি দখল ও সংখ্যালঘু নারীর ৩৩ লাখ টাকা আর্তসাৎ এবং চাঁদাবাজিসহ বিভিন্ন অসামাজিক কর্মকান্ডে তারা জড়িত রয়েছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। প্রেসক্লাবের বেশিরভাগ সদস্য এসব ঘটনার প্রতিবাদ করায় সিনিয়র সদস্যদের সাথে অশোভন আচরন,নাজেহাল, বহিস্কার মামলা-হামলার হুমকি দেয়া হয়।

    এসকল ঘটনার প্রতিবাদে গত ১৮ নভেম্বর প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের আহবায়ক,ভোরের কাগজ ও দেশটিভির প্রতিনিধি কামাল হোসেনের সভাপতিত্বে ও বিটিভি এবং আমাদের সময়ের প্রতিনিধি প্রেসক্লাবের আহবায়ক কমিরি সদস্য সচিব জহির উদ্দিনের সঞ্চালনায় এক বিশেষ সাধারন সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় প্রেসক্লাবের টাকা আর্তসাৎসহ বিভিন্ন অনিয়ম,দুনীর্তির দায়ে সভাপতি ও সাধারন সম্পাদক এবং হিসাব কমিটির প্রধানকে অবাঞ্চিত ঘোষনা করা হয় এবং তাদের বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত নেন সদস্যরা।

    সম্প্রতি প্রেসক্লাবের ২৩ মাসের আয়-ব্যায়ের একটি হিসেব বিবরনী সদস্যদের মধ্যে দেয়া হয়। সেখানে স্বাক্ষর করেন হিসেব কমিটির আহবায়ক মোঃকাউছার,সদস্য আতোয়ার রহমান মনির ও নিজাম উদ্দিন। ওই হিসেব বিবরনীতে ১৬টি খাতের আয় দেখানো হয় ৩৮লাখ ৯২ হাজার ২শ ৮০ টাকা। আর ব্যায় দেখানো হয় ২৬টি খাতে ২১ লাখ ৭৩ হাজার ৩শ ১০টাকা। অথচ ২৬টি খাতের ১৪টি খাতে কোন ব্যায় প্রেসক্লাবে হয়নি।

    এসব খাতের প্রায় ২০ লাখ টাকা প্রতারনার মাধ্যমে তারা আর্তসাৎ করেন। কিন্তু প্রেসক্লাবের গঠনতন্ত্র তোয়াক্কা না করে নিজেদের ইচ্ছেমতো ব্যায় করেছেন। প্রেসক্লাবের সাধারন সদস্যরা সুষ্ঠ তদন্ত করে প্রেসক্লাবের টাকা উদ্ধারে প্রশাসনের হস্তেক্ষেপ কামনা করেছেন।

  • তানোরে পরিকল্পিত ভাবে সাড়ে তিন বিঘা জমির ধান পুড়িয়ে দেওয়ার অভিযোগ। 

    তানোরে পরিকল্পিত ভাবে সাড়ে তিন বিঘা জমির ধান পুড়িয়ে দেওয়ার অভিযোগ। 

    সারোয়ার হোসেন,তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর তানোরে পরিকল্পিত ভাবে জমির কাটা ধান তুলতে দেরি হওয়ায় পরিকল্পিত ভাবে সাড়ে তিন বিঘা জমির ধান পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে আলু করতে আশা মৌসুমি চাষিদের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার কামারগাঁ ইউপির ছাঔড় মোজার ড্যাবরা ধানী মাঠে ঘঠে ঘটনাটি।এঘটনায় ক্ষতি গ্রস্ত কৃষকদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে।ফলে প্রজেক্ট কারীদের দৃষ্টান্ত মুলুক শাস্তিসহ ক্ষতি পুরুনের দাবি উঠেছে।

    জানা গেজে,উপজেলার কামারগাঁ ইউপি এলাকার ছাঔড় মৌজার অন্তর্ভুক্ত ড্যাবরা ধানী মাঠে আলুর প্রজেক্ট করতে আসেন জেলার মোহনপুর উপজেলার বসন্তপুর গ্রামের নবাব ও জিয়াউর রহমান রতন।তারা ওই মাঠে আলু চাষের জন্য জমি লীজ নিয়ে চাষ শুরু করেছেন। আবার অনেকের জমির ধান কাটা অবস্থায় ছিল।আজ সকাল প্রায় ১২টার দিকে পরিকল্পিত ভাবে ধান কেটে রাখা জমির পার্শ্ববর্তী ধান উত্তোলন করা জমির ন্যাড়া পুড়ানোর জন্য আগুন লাগিয়ে দেয় প্রজেক্টের লোকজন।মুহূর্তেই বাতাসে আগুন ছড়িয়ে পড়ে কেটে রাখা ধান খড় পুড়ে ছায় হয়ে যায়।

    একাধিক কৃষকরা জানান, মুলত আলু চাষ করার জন্য জমি লীজ দেন গভীর নলকূপের অপারেটর। তারা আলুর জমি চাষ করতে ব্যকুল হয়ে পড়েন।এজন্যই বাতাস থাকার পরও তারা আগুন দেয় কিভাবে।শুধু তাই না যে সাইডে শ্রমিক আগুন দিয়েছিল সেই আগুন দেওয়া ভালো হয়নি বলে প্রজেক্টের মালিক নবাব ও রতন নিজেই আগুন দেয়।গ্রামবাসী দেখতে পেয়ে ছুটে আসলে তারা পালিয়ে যায়।পরে নবাবের সম্পর্কে জামাই ছাঔড় গ্রামের ডাবলু ও মেম্বার এসে রফাদফায় বসেন।

    ক্ষতিগ্রস্ত অসহায় কৃষক ছাঔড় গ্রামের কাবুল জানান,আমার ২২ কাঠা জমিতে ধান কাটা ছিল।আগুনে ধান খড় সব পুড়ে ছাই হয়ে গেছে। মিমাংসায় বসে বিঘাপ্রতি ২৫ হাজার টাকা করে দিবেন।আমি জমি টেন্ডার নিয়ে আবাদ করেছিলাম।ধান খড় কিছুই পেলামনা বলে হাওমাও করে কাদা শুরু করেন।এছাড়াও টোটনের ১৫ কাঠা, আজিজের ৮ কাঠা,ডাবলুর ১৬ কাঠা ও আক্কাশের ৬ কাঠাসহ সাড়ে তিন বিঘা জমির ধান পুড়িয়ে ছায় হয়েছে।

    তবে প্রজেক্ট কারী নবাব ও রতন জানান কোন ধরনের মিমাংসা হয়নি।জামাই ডাবলু সব দায়িত্ব নিয়েছে। কারন পার্শ্ববর্তী বারোঘরিয়াতে দু বিঘা জমির ধান পুড়েছে।সেখানে যে ভাবে মিমাংসা হবে একইভাবে করে দিবেন জামাই।

    তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাকিবুল ইসলাম রাকিবের কাছে ঘটনা সম্পর্কে জানতে চাইলে তিনি জানান এমন ঘটনায় কেউ অভিযোগ করেনি,করলে ব্যবস্হা নেওয়া হবে।

  • বেলকুচিতে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত-২,থানায় পাল্টাপাল্টি অভিযোগ।

    বেলকুচিতে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত-২,থানায় পাল্টাপাল্টি অভিযোগ।

    সবুজ সরকার বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচিতে নির্বাচন শেষ হতে না হতেই সংহিতার ঘটনা ঘটেছে। গতকাল ২৮ নভেম্বর (রবিবার) অনুষ্ঠিত হয় তৃতীয় ধাপে ইউপি নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে গতকাল সন্ধ্যায় ৭টার সময় উপজেলা রাজাপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে নব নির্বাচিত ইউপি সদস্য সাইফুল ইসলাম বিজয়ী হয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুকুল হোসেনের সমর্থকের উপর হামলা চালায়। এ সময় মুকুল হোসেনের দুই সমর্থক গুরুত্ব ভাবে আহত হয়।

    আহতরা হলেন,উপজেলার রাজাপুর ইউনিয়নের নাগগাঁতি গ্রামের সাইদুল ইসলাম (৩৫) ও কামরুল ইসলাম (৩৪)।

    এ বিষয়ে মুকুল হোসেনের ভাই মাসুদ রানা বাদী হয়ে (সোমবার) সকালে নব নির্বাচিত ইউপি সদস্য সাইফুল ইসলামের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেন।

    অভিযোগের বিষয়ে সাইফুল ইসলাম বলেন, আমার প্রতিদ্বন্দ্বীয় প্রার্থী আমাকে নির্বাচন নষ্ট করার জন্য অনেক চেষ্টা করেছেন। এসব বিষয়ে নির্বাচনে ডিউটিরত প্রশাসন অবহিত রয়েছে। তাছাড়াও থানায় আমার প্রতিদ্বন্দ্বিতায় মুকুল হোসেনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দিয়েছি।

    বেলকুচি থানা অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা জানান, আমরা উভয় পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • রায়পুরে ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থীদের ভোট নিয়ে হানাহানির আশঙ্কায় মতবিনিময় সভা।

    রায়পুরে ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থীদের ভোট নিয়ে হানাহানির আশঙ্কায় মতবিনিময় সভা।

    সোহেল হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা ইউনিয়ন পরিষদের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন প্রার্থীরা। একইসঙ্গে তারা প্রিজাইডিং কর্মকর্তা নিয়োগেও আপত্তি জানানোসহ একগুচ্ছ অভিযোগ তুলেছেন প্রশাসনের কাছে।

    পাশাপাাশি প্রত্যেক ভোটকেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট চেয়ে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যপদে প্রার্থীরা। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকাল পাঁচটায় লক্ষ্মীপুর জেলা পরিষদ ডাকবাংলো মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক আনোয়ার হোসেন আকন্দ ও পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামানের সঙ্গে এক মতবিনিময় সভায় তারা এই সহযোগিতা চান।

    মতবিনিময় সভায় কেরোয়া ইউপির আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রাথী বাবুল পাটোয়ারী (আনারস) তার প্রতিপক্ষ নৌকার প্রার্থী শাহিনুর বেগমের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তোলেন। তিনি বলেন, ‘আমার ওপর ও নির্বাচনি কর্যালয়ে হামলা করা হয়েছে। এই ঘটনায় দুটি লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু কোনো প্রতিকার পাইনি।’

    চরপাতা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগের বিদ্রোহী (আনারস) প্রার্থী খোরশেদ আলম বলেন, ‘ইউনিয়নের প্রত্যেকটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। কেন্দ্রভিত্তিক নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলে সুষ্ঠু ও সংঘাতমুক্ত নির্বাচন হবে। এই পর্যন্ত ৯টি অভিযোগ করেছি। কোনো প্রতিকার পাচ্ছি না।। বহিরাগতরা এসে আশ্রয় নিচ্ছেন।’

    দক্ষিণ চরবংশী ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী (নৌকা) আবু সালেহ মিন্টু ফরায়েজি বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে আমার ইউনিয়নে মাদকসেবী ও সন্ত্রাসীদের আনাগোনা বেড়েছে।’ উত্তর চর আবাবিলের ৫নং ওয়ার্ডের সদস্য প্রার্থী জাতীয় পার্টির নেতা আনোয়ার হোসেন মুরাদ বলেন, ‘সদস্য প্রার্থীদের আত্মীয়-স্বজনরা নির্বাচনি এলাকায় আসায় বিশৃঙ্খলা হচ্ছে।’

    এই দিকে উত্তর চরবংশী ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আবুল হোসেন বিনা ভোটে নির্বাচিত হলেও সদস্য প্রার্থীরা সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। ওই ইউনিয়নের ৩,৪,৫ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থীসহ অন্য প্রার্থীরা প্রভাবমুক্ত নির্বাচনের দাবি জানান। জেলার পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান বলেন, ‘সুষ্ঠু, নিরপেক্ষ, আবাধ ও সন্ত্রাসমুক্ত নির্বাচন দিতে আমরা শতভাগ প্রস্তুত।

    নির্বাচনি আইন অক্ষরে অক্ষরে পালন করবো। কোনো অন্যায়কারীকে ছাড় দেওয়া হবে না। কেউ কোনো বিশেষ সুবিদা পাবেন না। জেলা প্রশাসক আনোয়ার হোসেন আকন্দ বলেন, ‘নির্বাচন সুষ্ঠু করতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী থাকবে।

    বিন্দুমাত্র নির্বাচনি আচরণবিধির ব্যত্যয় ঘটতে দেবো না। সব প্রার্থীকে সচেতন হতে হবে। নির্বাচনি অচরণবিধি মেনে চলতে হবে। বহিরাগতদের ঠেকাতে মেঘনা নদিতে কোস্টগার্ডকে দায়িত্ব দেওয়া হয়েছে।

    ’মতবিনিময় সভায় রায়পুর উপজেলা নির্বাচনি কর্মকর্তা অনজন দাশের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল, রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হারুন মোল্লা।

  • উল্লাপাড়ায় নৌকার প্রার্থীর নির্বাচনী প্রচার অফিসে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ।

    উল্লাপাড়ায় নৌকার প্রার্থীর নির্বাচনী প্রচার অফিসে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ।

    উল্লাপাড়া থেকে সাহেব আলীঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আওয়ামী লীগের মনোনীত নৌকার পার্থীর নির্বাচনী প্রচার অফিসে বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা আগুন ধরিয়ে দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে । এ বিষয়ে নৌকার পার্থী মোঃ রেজাউল ইসলাম তপন বাদি হয়ে বৃহস্পতিবার উল্লাপাড়া মডেল থানায় একটি মামলা দায়ের করেছে ।

    মামলার বিবরণে জানা যায় বুধবার রাত ১ টার দিকে উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের কালাসিংবাড়ি(পাগলা বাজার) বাজারে নৌকা প্রতিকের নির্বাচনী প্রচার অফিসে বিদ্রোহী প্রার্থী মটরসাইকেল প্রতিকের প্রায় ২০/৩০ জন সমর্থক কেরোসিন তেল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেয় । এতে তার নির্বাচনী অফিসের ক্ষতি সাধন করেছে । এ বিষয়ে নৌকার পার্থী মোঃ রেজাউল ইসলাম তপন বাদি হেয় বৃহস্পতিবার উল্লাপাড়া মডেল থানায় বিদ্রোহী প্রার্থী মোঃ আলামিন সরকার সহ ১৬ জনের নাম উল্লেখ্য করে মামলা দায়ের করেছেন ।

    এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ন কবির জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হব।

  • তানোরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ।

    তানোরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ।

    সারোয়ার হোসেন,তানোর(রাজশাহ)প্রতিনিধিঃ রাজশাহীর তানোরে এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে স্বামী পরিত্যক্ত এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।এদিকে এখবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে, উঠেছে সমালোচনার ঝড়, বইছে নানা মুখরুচোক গুঞ্জন। তানোরের কামারগাঁ ইউপির কামারগাঁ শেখজিপাড়া গ্রামে এই ঘটনা ঘটেছে। অন্যদিকে শিক্ষক পলাশের শাস্তির দাবিতে এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে উঠেছে।

    জানা গেছে, তানোরের কামারগাঁ ইউপির কচুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পলাশ কুমারের বাড়িতে চুলের কারখানা রয়েছে। পলাশের কারখানায় ওই স্বামী পরিত্যক্তা নারী কাজ করতেন। পলাশ ওই নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করায় ওই নারী অন্তঃস্বত্ত্বা হয়ে পড়লে তাকে করখানা থেকে বের করে দিয়ে ঘটনা ধাঁমাচাপা দিতে মরিয়া হয়ে উঠে। এদিকে ২৩ নভেম্বর দিবাগত রাতে এক ইউপি সদস্য, সাবেক সদস্য ও ধান ব্যবসায়ী মোবারক আলীর মাধ্যমে পলাশের পক্ষ থেকে ভিকটিম পরিবারকে নগদ প্রায় ৫ লাখ টাকা দিয়ে ঘটনা ধাঁমাচাপা দেয়া হয়েছে।

    এবিষয়ে জানতে চাইলে পলাশ কুমার অভিযোগ অস্বীকার করে বলেন, ছোট ঘটনা ঘটেছিল সেটা আপোষ করা হয়েছে কারো কোনো অভিযোগ নাই। এব্যাপারে প্রধান শিক্ষক নিখিল কুমার বলেন, লোকমুখে এসব শুনেছি, তবে আপোষ মিমাংসা হয়ে গেছে।

  • নিজেদের হোন্ডা পুড়িয়ে বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ।

    নিজেদের হোন্ডা পুড়িয়ে বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ।

    রাজু আহমেদ সাহান,স্টাফ রিপোর্টারঃ নিজেদের মোটর সাইকেল (হোন্ডা) নিজেরাই পুড়িয়ে দিয়ে বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করলেন আওয়ামীলীগের নৌকার প্রার্থী। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সোহেল রানা ও তার সমর্থকরা এ ধরণের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন মোটর সাইকেল মার্কার বিদ্রোহী প্রার্থী আবু হানিফ।

    রোববার গভীর রাতে বিদ্রোহী প্রার্থী আবু হানিফের ১০ জন কর্মীর নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করা হয়।

    সোমবার দুপুরে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আবু হানিফ অভিযোগ করে সংবাদকর্মীদের বলেন, রোববার রাত সাড়ে ১০টার দিকে বিনায়েকপুর নতুন বাজারে লোকজন বলাবলি করছিলেন বাজারের পশ্চিম পাশে একটি মোটর সাইকেল পুড়িয়ে ফেলছেন সোহেল চেয়ারম্যান ও তার লোকজন। বিষয়টি আমরা প্রথমে বুঝতে পারিনি। পরে শুনি আমাকে ও আমার কর্মী-সমর্থকদের হয়রানি করতে মোটর সাইকেল পোড়ানোর বিষয়ে গভীর রাতে থানায় অভিযোগ করা হয়েছে।

    এদিকে বাঙ্গালা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান সোহেল রানা বলেন, রোববার রাতে নৌকার কর্মী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন সম্পাদক খাইরুলের উপর হামলা করলে সে মোটর সাইকেল রেখে পালিয়ে যায়। পরে বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা মোটর সাইকেল পুড়িয়ে ফেলে। এ ঘটনায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ব্যক্তিদের নামে থানায় অভিযোগ করা হয়েছে।

    উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, বাঙ্গালা ইউনিয়নে মোটর সাইকেল পুড়িয়ে দেয়ার ঘটনায় রাতেই থানায় একটি অভিযোগ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। যদি ঘটনাটি সাজায় হয়, তবে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে তিনি জানান।