Tag: অবরোধ

  • বিএনপির সভাপতি মসজিদ থেকে বের হওয়া মাত্রই সন্ত্রাসীদের গুলি প্রতিবাদে সড়ক অবরোধ।

    বিএনপির সভাপতি মসজিদ থেকে বের হওয়া মাত্রই সন্ত্রাসীদের গুলি প্রতিবাদে সড়ক অবরোধ।

    সাদ্দাম উদ্দিন রাজ,নরসিংদী প্রতিনিধিঃ

    মসজিদ থেকে বের হবার পরই নরসিংদীর রায়পুরার ওয়ার্ড বিএনপির সভাপতি ও ইউপি সদস্য কাজল মিয়াকে গুলি করেছে দুর্বৃত্তরা।এ ঘটবার প্রতিবাদে স্থানীয় এলাকাবাসী ও তার অনুসারীরা সড়ক অবরোধ করেন।

    বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার জাহাঙ্গীরনগর ইটখোলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
    আহত কাজল মিয়া রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড বিএনপির সভাপতি।

    ঘটনাস্হলে গিয়ে দেখা যায়”ইউপি মেম্বারের ওপর গুলি চালানোর ঘটনায় সন্ধ্যায় ৭টার দিকে রায়পুরা-বারৈচা আঞ্চলিক সড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে তার অনুসারী ও সমর্থকরা। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পৌঁছায় রায়পুরা থানার পুলিশ।

    এলাকাবাসী সূত্র জানায়”সন্ধ্যায় উপজেলার জাহাঙ্গীর নগর ইটাখোলা মোড়ে একটি মসজিদে মাগরিবের নামাজ আদায় শেষে পাশের রায়পুরা-বারৈচা আঞ্চলিক সড়ক ধরে হাঁটছিলেন ইউপি মেম্বার কাজল মিয়া। ওই সময় একটি চলন্ত মোটরসাইকেল থেকে তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। মোটরসাইকটিতে ওই সময় দুইজন আরোহী ছিলেন। গুলিবিদ্ধ কাজল মেম্বারকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনা হয়। সেখান থেকে একটি অ্যাম্বুলেন্সে করে তাকে দ্রুত ঢাকা পাঠানো হয়। এ খবর ছড়িয়ে পড়লে তার স্বজন ও অনুসারীরা রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভীড় জমান।ওই সময় তার পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। তবে কী কারণে ওই ইউপি মেম্বারে ওপর হামলার ঘটনা ঘটেছে তাৎক্ষণিক ভাবে কিছুই জানাতে পারেননি তার স্বজনরা।

    রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরী বিভাগের ডা. ফাহিমা শারমিন বলেন, আহত ইউপি মেম্বার কাজলের গলার নিচে একটি গুলির আঘাত আছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে নরসিংদী সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

    রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোহাম্মদ আদিল মাহমুদ জানান, গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে একজন ইউপি মেম্বার। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।বিস্তারিত তথ্য এখন পাইনি।

  • বকেয়া বেতনের দাবিতে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ।

    বকেয়া বেতনের দাবিতে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ।

    কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:

    গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রায় ২ মাসের বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে কারখানার শ্রমিকরা।বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হার্ডী কারখানার শ্রমিকরা এ অবরোধ তৈরি করে বিক্ষোভ করেন। এতে মহাসড়কের ২ পাশে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে লাঠিচার্জ করে মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেয় পুলিশ।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হার্ডী কারখানার শ্রমিকরা গত ২ মাসের বকেয়া বেতনের জন্য চন্দ্রা এলাকায় সকাল সাড়ে ১০:৩০ টায় মহাসড়ক অবরোধ করে আন্দোলন শুরু করে। এতে উত্তর বঙ্গের প্রবেশদ্বার খ্যাত চন্দ্রায়, চন্দ্রা-নবীনগর, ঢাকা-টাঙ্গাইল ও জয়দেবপুর-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজটের তৈরি হওয়ায় দু্র্ভোগে পড়েন এই মহাসড়কে চলাচলকারী সকল যাত্রীরা।পরে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে প্রথমে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়।পরে পুলিশ লাঠিচার্জ করে দুপুর সাড়ে ১২ টায় শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয় যাএীরা সাধারনভাবে চলাচল শুরু করে।

  • সপ্তম ধাপের অবরোধের সমর্থনে মৌলভীবাজারে কৃষক দলের বিক্ষোভ মিছিল।

    সপ্তম ধাপের অবরোধের সমর্থনে মৌলভীবাজারে কৃষক দলের বিক্ষোভ মিছিল।

    নিজস্ব প্রতিবেদক,জালাল উদ্দিন। সপ্তম ধাপের বিএনপির ডাকা টানা ৪৮ ঘণ্টার অবরোধের প্রথমদিনে অবরোধের সমর্থনে মৌলভীবাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের বিক্ষোভ মিছিল করতে দেখা গেছে।
    রবিবার ২৬ নভেম্বর ২০২৩ইং সকাল সাড়ে ০৭ টার সময় মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান (ভিপি মিজান) এর নির্দেশে এ বিক্ষোভ মিছিল বের করা হয় জেলা শহরের চাঁদনীঘাট এলাকা থেকে শুরু হয়ে ইসলামপুর পর্যন্ত, পরে ইসলামপুর থেকে শুরু হয়ে শমশেরনগর রোড মাতারকাপন বিএনএসবি চক্ষু হাসপাতাল এলাকায় গিয়ে শেষ হয়।
    মিছিলে জেলা কৃষক দলের নেতাকর্মীরা অবরোধের সমর্থনে সরকারের পতনসহ দ্বাদশ সংসদ নির্বাচনের ‘একতরফা’ তফসিল বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন আয়োজন করার দাবি চেয়ে বিভিন্ন স্লোগান দেন তারা।
    এ সময় মৌলভীবাজার জেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ মোনাহিম কবির এর নেতৃত্বে বিক্ষোভে অংশ নেন জেলা কৃষক দলের নেতাকর্মীরা।
    বিক্ষোভ মিছিলে পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, সীমাহীন দুর্নীতি, অনাচার, অর্থ পাচার ও সিন্ডিকেটবাজীর ফলে দ্রব্যমূল্যের অব্যাহত উর্ধ্বগতিতে জনজীবন বিপর্যন্ত, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত ২৮ অক্টোবরের মহাসমাবেশে নেতাকর্মীদের হত্যা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কৃষক দলের সংগ্রামী সভাপতি কৃষিবিদ হাসান জাকির তুহিন ও সংগ্রামী সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল মিথ্যা মামলা ও আন্দোলনরত বিভিন্ন দলের নেতাকর্মীদের গ্রেফতার, বাড়ি বাড়ি তল্লাশি, হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে এবং এক দফা দাবি আদায়ে দেশব্যাপী সর্বাত্নক অবরোধ।
    এ দিকে রবিবার ২৬ নভেম্বর ২০২৩ইং সকাল সাড়ে ০৯ টার সময় মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান (ভিপি মিজান) ও জেলা ছাত্রদলের সভাপতি মোঃ রুবেল আহমেদ এর নির্দেশে জুড়ী উপজেলা ছাত্র দলের আয়োজনে জুড়ী শহরের ছাত্র দলের বিক্ষোভ মিছিল বের করা হয়।
    জুড়ী উপজেলা ছাত্র দলের সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, জনগণ সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন দিয়ে দ্বাদশ সংসদের ফরমায়েশি নির্বাচনী তফসিল ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। একতরফা ও তামাশার এ নির্বাচন কেউ মানে না। গণবিচ্ছিন্ন ফ্যাসিস্ট এই গনবিরোধী দল আওয়ামী লীগ অবৈধভাবে সরকারে টিকে থাকাতে চায়। সে আশা দূরেবালি হবে। তাই এক দফা দাবি আদায়ের লক্ষ্যে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলো রাজপথে রয়েছে। দাবি আদায় না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।
  • জামায়াত বিএনপির হরতাল ও অবরোধের প্রতিবাদে কানাইঘাটে শ্রমিকলীগের মিছিল।

    জামায়াত বিএনপির হরতাল ও অবরোধের প্রতিবাদে কানাইঘাটে শ্রমিকলীগের মিছিল।

    মিজানুর রহমান লাভলু,কানাইঘাট(সিলেট)প্রতিনিধিঃ

    বিক্ষোভ মিছিল বের হয়ে কানাইঘাট বাজারের বিভিন্ন গলি প্রদক্ষিণ করে শ্রমিকলীগের নেতাকর্মীরা। বিএনপি ও জামায়াতের ডাকা হরতাল,অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে কানাইঘাট উপজেলা শ্রমিকলীগ।

    সোমবার (৬ নভেম্বর) দুপুরে কানাইঘাট উপজেলা শ্রমিকলীগের সভাপতি জসিম উদ্দীন ও শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জুনেদ হাসান জিবানের নেতৃত্বে কানাইঘাট উত্তর বাজার থেকে মিছিল বের হয়ে কানাইঘাট পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কানাইঘাট বাজার পয়েন্টে এক সংক্ষিপ্ত পথ সভা অনুষ্ঠিত হয়।কানাইঘাট উপজেলা শ্রমিকলীগের সভাপতি জসিম উদ্দীন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুনেদ হাসান জিবানের পরিচালনায় পথ সভা অনুষ্ঠিত হয়।এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা আ’লীগের সিনিয়র সহ সভাপতি জামাল উদ্দীন। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কানাইঘাট পৌর আওয়ামীলীগের সভাপতি কে. এইচ. এম. আব্দুল্লাহ।

    এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা যুবলীগের সভাপতি এনামুল হক, কানাইঘাট উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি শরিফুল হক, কানাইঘাট উপজেলা কৃষকলীগে সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদ, উপজেলা শ্রমিকলীগের সভাপতিমন্ডলির নুরল ইসলাম জালালি আব্দুল কুদ্দুস,যুগ্ন সাধারণ সম্পাদক সুহেল আহমদ,কয়ছর আহমদ,ইকবাল আহমদ,ইমাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির,সেবুল আহমদ প্রচার সম্পাদক জসিম উদ্দিন,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এখলাছুর রহমান,সদস্য আব্দুল মতলিব,নুর উদ্দিন,হেলাল উদ্দিন,আহসান হাবিব,ময়না মিয়া,আবুল কালাম আজাদ,মখনসেট ইউনিয়ন শ্রমিকলীগে সভাপতি জহিরুল ইসলাম সহ দলীয় নেতাকর্মীরা।মিছিল শেষে সংক্ষিপ্ত সভায় কানাইঘাট পৌর আওয়ামীলীগের সভপতি কে এইচ এম আব্দুল্লাহ বলেন, আমরা সব সময় মাঠে আছি মাঠে থাকবো বিএনপি-জামায়াতের সব নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের মোকাবিলা করতে কানাইঘাট উপজেলা আ’লীগ,যুবলীগ, শ্রমিকলীগ,ছাত্রলীগ সর্বদা প্রস্তুত রয়েছে, তাদের রাজপথেই মোকাবিলা করা হবে।

    এ সময় কানাইঘাট উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি জামাল উদ্দীন প্রধান অতিথির বক্তব্যে বলেন, বিএনপি-জামায়াত আবারও তাদের চিরচেনা সন্ত্রাসী রূপ দেখিয়েছে,এমনকি তারা গাড়িতে আগুন দিয়ে মানুষ হত্যা, পুলিশ হত্যা ও জনগণের জানমালের ক্ষতি করেছে।

    বিএনপি-জামায়াতের যে কোনো ধরনের অরাজকতা, নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধে কানাইঘাট উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের সব নেতাকর্মীরা মাঠে থাকবে।

  • গোদাগাড়ী পৌর আ’লীগের উদ্যোগে অবরোধ বিরোধী মিছিল।

    গোদাগাড়ী পৌর আ’লীগের উদ্যোগে অবরোধ বিরোধী মিছিল।

    গোদাগাড়ী(রাজশাহী)প্রতিনিধিঃরাজশাহীর গোদাগাড়ীতে বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে পৌর আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের আয়োজনে অবরোধ বিরোধী মিছিল শান্তি ও উন্নয়ন সমাবেশ কর্মসূচি পালন করেছে।বুধবার(০১ নভেম্বর) বেলা সাড়ে ৯টা থেকে বিকাল পর্যন্ত শহরের আওয়ামী লীগ কার্যালয়ের সামনে¡ বিশাল এক শান্তি সমাবেশের মিছিল বের হয়। মিছলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে পথ সভায় মিলিত হয়। মিছিলের নেতৃত্বদেন গোদাগাড়ী পৌর আওয়ামীলীগ সভাপতি রবিউল আলম,সাধারন সম্পাদক নাসিমুল ইসলাম নাসিম,সহ সভাপতি আলহাজ্ব আফসার আলী মাষ্টার,যুগ্ন সাধারন সম্পাদক নাজমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এম এ সাহিন,তথ্য ও গবেষণা সম্পাদক শহিদুল ইসলাম,পৌর যুবলীগ সভাপতি আব্দুল জাব্বার,সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    শান্তি ও উন্নয়ন সমাবেশে বক্তারা বলেন, একটি কুচক্রি মহল এ দেশের স্বাধীনতা বিরোধী অপশক্তিকে মদত দিয়ে দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করা পায়তারা করছে। বর্তমান সরকা প্রধান দেশের তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রানায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে তারা নষ্ট করতে চায়। তাই জমাত-বিএনপির ষড়যন্ত্র মোকাবেলা করে দলের সকল নেতাদের সজাগ থাকতে হবে।বক্তারা আরও বলেন, আগামী সংসদ নির্বাচনে শেখ হাসিনার উন্নয়নের সরকারকে আবারও ক্ষমতায় আনার জন্য সাধারণ মানুষের কাছে উন্নয়নের চিত্র তুলে ধরার আহ্বান জানানো হয়।

  • নাগরপুরে নির্বাচনী প্রচারনায় বাধা; সড়ক অবরোধ করে বিক্ষোভ।

    নাগরপুরে নির্বাচনী প্রচারনায় বাধা; সড়ক অবরোধ করে বিক্ষোভ।

    স্টাফ রিপোর্টারঃ টাংগাইলের নাগরপুরে ধুবড়িয়া ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শফিকুর রহমান খান শাকিল তার নির্বাচনী প্রচারনায় বাধার অভিযোগ তুলেছেন। এরই প্রতিবাদে ধুবড়িয়া তেরাস্তা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে স্বতন্ত্র প্রার্থী শাকিলের সমর্থকরা।

    বুধবার( ২৪ অক্টোবর), দুপুরে ধুবড়িয়া তেরাস্তা মোড়ে বিক্ষোভ কর্মসূচি পালনের সময় চেয়ারম্যান প্রার্থী শাকিল বলেন,আমি ধুবড়িয়া ইউনিয়নের দুই বারের নির্বাচিত চেয়ারম্যান ছিলাম।

    আজ কাচপাই এলাকায় আমার কর্মী সমর্থকরা নির্বাচনী প্রচারনা চালাতে গেলে নৌকার প্রার্থী মতিয়ারের ছেলে সরোয়ার গং বাধা দেয় ও আমার কর্মীদের নানা রকম হুমকি ও ভয়ভীতি প্রদর্শণ করে।আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।একই সাথে মাননীয় ডিসি, এসপি ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এ ঘটনার সাথে জড়িতদের শাস্তি দাবি করছি।

    এ সময় প্রায় ৪০ মিনিট টাংগাইল আরিচা আঞ্চলিক সড়কের ধুবড়িয়া তেরাস্তা রোড যানবাহন চলাচল বন্ধ থাকে।

    পরে স্থনাীয় প্রশাসন ঘটনাস্থলে পৌছায়। বর্তমানে ধুবড়িয়ায় উত্তেজনা কর পরিস্থিতি বিরাজ করছে।

  • ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বীর মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলা;অবরোধ কর্মসূচি।

    ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বীর মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলা;অবরোধ কর্মসূচি।

    ফারুক হোসেন মাটিরাঙ্গা,(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ খাগড়াছড়ি-মাটিরাঙ্গা উপজেলাধীন ১১ নভেম্বর  ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষনাকে কেন্দ্র করে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ও অনান্য মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের মারধর-হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
    রবিবার (১৪ নভেম্বর) বিকেলে মাটিরাঙ্গা মুক্তিযোদ্ধা চত্বরে মাটিরাঙ্গা পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা কমান্ড’র ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হানিফ হাওলাদার।
    অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-জেলা সন্তান সংসদ কমান্ড’র সভাপতি মোঃ হারুন মিয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি তসলিম উদ্দিন রুবেল প্রমুখ।
    বিক্ষোভ মিছিল শেষে সভায় বক্তারা বলেন, মাটিরাঙ্গার তবলছড়ি ইউপি নির্বাচনের ফলাফল কারচুপির মাধ্যমে আবুল কাশেম ভূইয়া’র পক্ষে ঘোষনার পরপরই কুখ্যাত সন্ত্রাসী আবুল কাশেম ভূইয়া চেয়ারম্যান তার গুন্ডা বাহিনী দ্বারা মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ও অনান্য মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের উপর ঘৃণ্য বর্বরোচিত হামলা চালায়। চেয়ারম্যান আবুল কাশেম ভূইয়া একজন রাজাকারের দোসর মুক্তিযোদ্ধা বিরোধী। সব সময় মুক্তিযোদ্ধার বিপক্ষে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে বলে জানান বক্তারা।
    বক্তারা আরো জানান, বেশ কিছুদিন আগে তবলছড়ি কবর স্থানে বীর মুক্তিযোদ্ধার লাশ দাফনেও বাধাগ্রস্ত করেন এই স্বাধীনতা বিরোধী কাশেম ভূইয়া।
    এছাড়াও মানববন্ধনে আবুল কাশেম ভূইয়া সহ চিহ্নিত দোষীদের গ্রেফতার এর দাবিতে আগামীকাল ১৪ নভেম্বর সকাল – সন্ধ্যা,  মাটিরাঙ্গা – তানাক্কা পাড়া  সড়কে সকল যানবাহন অবরোধের  ঘোষণা দেন। চিহ্নিত দোষীদের শাস্তি না হলে খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম পর্যন্ত কঠিন আন্দোলনের হুশিয়ারীও দেন তারা।
  • জাবি ছাত্রকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ।

    জাবি ছাত্রকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ।

     

    স্মৃতি রানি, স্টাফ রিপোর্টারঃ সাভারের জাতীয় স্মৃতিসৌধে ঘুরতে গিয়ে অনিয়মের প্রতিবাদ করায় আনসার সদস্যদের দ্বারা বেধড়ক মারধরের শিকার হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ( জাবি ) প্রাণীবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র নুর হোসাইন।

    এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার ( ১৪ সেপ্টেম্বর ) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেন নুর হোসাইনের বড় ভাই, বন্ধু, ছোট ভাই ও সহপাঠীরা।

    এর আগে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা মহাসড়কের পাশে এক বেষ্ঠনির মধ্য দিয়ে মানববন্ধন করে। মানববন্ধন থেকে বক্তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

    জানা যায় গতকাল আনুমানিক দুপুর ২ টার সময় সাভার নবীনগরে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে নুর হোসাইনকে কয়েকজন আনসার সদস্য ব্যাপক মারধর করেন।
    পরে ৯৯৯ এ ফোন করলে নিকটস্থ থানা থেকে পুলিশ এসে তাদের উদ্ধার করে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। তার অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে নিউরোসায়েন্স ইন্সটিটিউটে স্থানান্তর করা হয়েছে।