Tag: অটোরিকশা

  • চাঁদাবাজি বন্ধসহ ৪ দফা দাবীতে অটোরিকশা শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ।

    চাঁদাবাজি বন্ধসহ ৪ দফা দাবীতে অটোরিকশা শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ।

    ডিমলা(নীলফামারী)প্রতিনিধিঃ

    নীলফামারীর ডিমলায় পুলিশি হয়রানি ও চাঁদাবাজি বন্ধসহ চারদফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ব্যাটারিচালিত অটোরিকশা মালিক ও শ্রমিকরা।

    শনিবার  (৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সহযোগিতায় উপজেলার স্মৃতি অম্লান চত্বরে ‘ডিমলা উপজেলা সর্বস্তরের অটোরিকশা শ্রমিক’ ব্যানারে সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। দুই ঘন্টা  ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ সমাবেশে অংশ নেন পাঁচ শতাধিক অটোরিকশা শ্রমিক ও শিক্ষার্থী।

    এ সময় অটোরিকশা থেকে বিভিন্ন সমিতির নামে দৈনিক চাঁদা আদায়সহ থানায় রিকুইজিশনের নামে ৪০০ থেকে ৫০০ টাকা করে আদায়ের অভিযোগ করেন বিক্ষোভকারীরা। এ ছাড়া প্রধান সড়কগুলোর ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদের দাবি জানিয়ে সরকারের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দেন তারা।দাবি না মানলে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন শ্রমিক ও শিক্ষার্থীরা।

    তাদের  দাবীসমূহঃ

    ————————-

    ১। অবৈধভাবে বিনাপারিশ্রমিকে ইজিবাইক (অটো) শ্রমিকদের রিকোজিশন ডিউটির নামে প্রহসন বন্ধ কর। নাগরিক হিসাবে ইজিবাইক ( অটো)  শ্রমিকদের মানুষ হিসাবে নাগরিক অধিকার ও সামাজিক মর্যাদা নিশ্চিত কর।

    ২। যানজট নিরসনে ফুটপাতে অবৈধ অস্থায়ী দোকানসমূহ উচ্ছেদ এবং ট্রাফিক পুলিশ নিয়োগ কর।

    ৩। ব্যাটারিচালিত যানবাহন শ্রমকিদের উপর জুলুম, নির্যাতন ও চাঁদাবাজি বন্ধ কর। কার্ড-টোকেনের নামে অবৈধ চাঁদাবাজির সঙ্গে যুক্ত ব্যক্তি ও তাদের প্রশ্রয় দাতাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করে চাঁদাবাজি বন্ধ কর। ইতিপূর্বে সমবায় সমিতির নামে আদায়কৃত সকল অর্থ ফিরত দিতে হবে।

    ৪। ইজিবাইক (অটো) নিবন্ধন, চালক লাইসেন্স ও রুট পারমিট প্রদান করতে হবে। ব্যাটারিচালিত যানবাহনের সংগঠন সংশ্লিষ্ট শ্রমিক-চালক দ্বারাই পরিচালিত হবে, রাজনৈতিক ও বহিরাগত হস্তক্ষেপ বন্ধ করতে হবে।

    ডিমলা উপজেলা সর্বস্তরের অটোরিকশা শ্রমিকের আহ্বায়ক আলম ইসলাম বলেন,বিগত ১৫ বছর এই উপজেলায় চলাচলকারি প্রায় তিন  হাজার অটোরিকশা থেকে লাখ লাখ টাকা চাঁদা আদায় করতো সাবেক এমপি আফতাবের স্বজন ও তার লোকজন।

    ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের সরকারের পতনে চালকদের মধ্যে স্বস্তি ফিরে আসে।

    কিন্তু বর্তমানে এই সেক্টরটি হাত বদল হয়ে নতুন করে অটোরিকশা চালকদের নিকট থেকে আবারো চাঁদা আদায় শুরু করা হয়েছে। দালাল চক্রকে নির্দিষ্ট অংকের টাকা না দিলে জোর-জবরদস্তি করে থানায় রিকুইজিশনে খাটানো হচ্ছে।

    উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিরা বলেন,উপজেলার সড়কগুলোতে চলাচল করতে প্রতিদিন চাঁদা দিতে হয় চালককে। সমিতির নামে দালাল চক্রের মাধ্যমে এসব চাঁদা আদায় করা হয়।আর থানা পুলিশ রিকুইজিশনের নামে অটোরিকশা চালকদের হয়রানি করছে।

    রিকুইজিশনে অধিকাংশ সময় চালকদের কাটাতে হয় অর্ধাহারে, অনাহারে ও অনিদ্রায়। ভাড়া কিংবা কোনো প্রকার পারিশ্রমিক না পেয়েও ডিউটি করতে বাধ্য করা হচ্ছে চালকদের। এই অবস্থার পরিত্রাণ চাই।

  • কালিয়াকৈরে ট্রাক ও অটোরিক্সার সংঘর্ষে নিহত-৩, আহত-১।

    কালিয়াকৈরে ট্রাক ও অটোরিক্সার সংঘর্ষে নিহত-৩, আহত-১।

    কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

    গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কাঞ্চনপুর এলাকায় ট্রাক ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় রিপন মিয়া নামে আরেক যাত্রী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেল ৪টায় উপজেলার কাঞ্চনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহতরা হলেন, উপজেলার নয়ানগর এলাকার গোপাল চন্দ্র রায়ের ছেলে অয়ন রায়, সুত্রাপুর এলাকার মৃত বাসুদেব দাসের ছেলে সুদেব সুদেব দাস, বড়গোবিন্দপুর এলাকার অটোচালক করিম মিয়া।
    পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানয়, জৈনা বাজার থেকে কালিয়াকৈরের উদ্দেশ্য ছেড়ে আসা অপরিক্সাটি মেদি কাঞ্চনপুর এলাকায় পৌঁছালে ইট বোঝা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে অটো রিক্সা যাত্রী অয়ন রায় ঘটনাস্থলেই মারা যান এবং গুরুতর অবস্থায় বাকি তিনজনকে টাঙ্গাইল মির্জাপুর কুমুদিনী হসপিটালে নেওয়ার কর্তব্যরত ডাক্তার অটোচালক করিম মিয়া ও সুদেব রায়কে মৃত ঘোষণা করেন ও রিপন মিয়ার অবস্থা আশঙ্কা জনক থাকায় ফজিলাতুন্নেসা হসপিটালে রেফার করা হয়।
    কালিয়াকৈর থানার এস আই মোঃ জাহিদ হাসান বলেন খবর পেয়ে ঘটনাস্থলে এসে একটি লাশ উদ্ধার করি এবং জানতে পারি হসপিটালে নেওয়ার পর আরো দুইজন মারা গেছে ও একজন গুরুতর আহত অবস্থায় হসপিটালে ভর্তি আছে। তবে ঘাতক ট্রাক আটক করা হয়েছে। এ ঘটনায় আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

  • বাহুবলে অটোরিকশার ভাড়া নিয়ে ৪ গ্রামের সংঘর্ষে-পুলিশসহ শতাধিক আহত।

    বাহুবলে অটোরিকশার ভাড়া নিয়ে ৪ গ্রামের সংঘর্ষে-পুলিশসহ শতাধিক আহত।

    অনলাইন ডেস্কঃ হবিগঞ্জের বাহুবলে ৫ টাকা টমটম অটোরিকশার ভাড়াকে কেন্দ্র করে চার গ্রামবাসীর মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ অন্তত শতাধিক লোকজন আহত হয়েছেন। গুরুতর আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

    রোববার (৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা ঢাকা সিলেট মহাসড়কের মৌচাক এলাকায় এ সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় উভয় পক্ষের বাড়ি-ঘর দোকানপাঠে হামলা ভাঙচুর-লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

    জানা গেছে, উপজেলার সাতপাড়িয়া গ্রামের এক যুবকের সঙ্গে টমটম অটোরিকশার ৫ টাকা ভাড়া দেয়া-নেয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডা হয় পার্শ্ববর্তী গ্রাম কবিরপুরের এক ব্যক্তির। এ নিয়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে বিষয়টি উভয় গ্রামের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়লে গ্রামবাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কবিরপুর গ্রামের পক্ষে অবস্থান নিয়ে সংঘর্ষে জড়ায় ভেড়াখাল গ্রাম ও সাতপাড়িয়া গ্রামের পক্ষে অবস্থান নেয় বহরুয়া গ্রাম। ভয়াবহ সংঘর্ষে পুলিশসহ অন্তত শতাধিক লোকজন আহত হয়।

    এদিকে, ঢাকা সিলেট মহাসড়কের উপর সংঘর্ষ চলায় সড়কের দু’পাশে আটক পড়ে শত শত যানবাহন। চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। ঘণ্টার পর ঘণ্টা সংঘর্ষ চলায় দীর্ঘ হতে থাকে যানবাহনের সাড়ি। পরে বাহুবল থানা পুলিশ ও হাইওয়ে থানা পুলিশের সহায়তায় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

    এ বিষয়ে বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার জহিরুল ইসলাম বলেন, টমটম অটোরিকশার ভাড়াকে কেন্দ্র করে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আমাদের কয়েকজন পুলিশ সদস্যসহ অনেকেই আহত হয়েছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

     

  • লক্ষ্মীপুরে অটোরিকশা চালকের বসতবাড়িতে হামলা ও ভাঙচুর নারী সহ আহত-৩।

    লক্ষ্মীপুরে অটোরিকশা চালকের বসতবাড়িতে হামলা ও ভাঙচুর নারী সহ আহত-৩।

    সোহেল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে অটোরিকশা চালক রুবেলের বসতবাড়িতে দফায় দফায় হামলা চালিয়ে ঘরদুয়ার ভাঙচুর ও পেয়ারা বেগম সহ ৩ জনকে পিটিয়ে আহত করা হয়েছে। এসময় নগদ টাকাসহ ৩০,০০০/ হাজার টাকার ও স্বর্ণালংকার লুটে নেওয়ার অভিযোগ উঠেছে।

    আনোয়ার,আব্দুল গনি, আবুল কাশেম, শারমিন রুমি, মিতু  শুক্রবার (১১ই আক্টেম্বর ) সকাল ১০টায় সদর উপজেলার ১৬নং শাকচর ইউনিয়নের

    খোসাল মিঝি বাড়িতে  অটো চালক রুবেলের বসত ঘরে একদল লোক এ ঘটনা ঘটায়। এটি ডাকাতি বলে অভিযোগ করেছেন ভূক্তভোগীরা।

    আহতরা হলেন, রুবেল,সেলিনা, পেয়ারা বেগম। পুলিশ ও ভূক্তভোগীরা জানায়, ঘটনার সময় ৮-১০ জনের একদল ‘ডাকাত’ রুবেল বসত ঘরে ঢুকে পড়ে। ওই সময় সেলিনা আক্তার গলা-কান থেকে স্বর্ণের চেইন-দুল ও আংটি ছিনিয়ে নেয়। এই সময় বাধা দিলে সেলিনা কাঠ দিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করে।

    অভিযোগ অস্বীকার করে, আবুল কাশেম বলেন, আমার বাবার কেনা ৩৬ শতাংশ জমি রুবেল ও তার ভাই বোনেরা দখল করেছে। এনিয়ে আদালতে মামলা চলছে। হামলার বিষয়ে আমি কিছু জানি না। যারা হামলা করেছে তাদেরকেও আমি চিনি না। তারা নিজেরাই পরিকল্পিতভাবে আমাকে ফাঁসানোর জন্য এসব ছড়িয়েছে।

    লক্ষ্মীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মুন্নাফ বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলা ঘটনা ঘটেছে। এটি ডাকাতি নয়। ঘটনাস্থল গিয়ে পুলিশ উভয় পক্ষের সঙ্গে কথা বলেছে।ঘটনাটি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে

  • মাধবপুরে মহাসড়কে সিএনজি অটোরিকশা পার্কিং নিষেধ- ইউএনও 

    মাধবপুরে মহাসড়কে সিএনজি অটোরিকশা পার্কিং নিষেধ- ইউএনও 

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
    হবিগঞ্জের মাধবপুর উপজেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মাধবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১৩ মার্চ) দুপুরে  উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম ফয়সাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান, পৌরসভার মেয়র মো: হাবিবুর রহমান মানিক,সহকারী কমিশনার ভূমি মো: রাহাত বিন কুতুব,মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রাকিবুল ইসলাম খান, উপজেলা প্রকৌশলী জাকির হোসেন,সড়ক ও জনপথের সহ প্রকৌশলী মো:সাইফুল ইসলাম,চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ সোহেল,মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: এরশাদ আলী,সাংবাদিক সাব্বির হাসান,মালিক ও শ্রমিক সংগঠনে প্রতিনিধি গোলাপ খান,শামীম আহমেদ,আলম খান প্রমূখ। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়,মহাসড়কে কোন সিএনজি অটোরিকশা ল পার্কিং করে থাকতে পারবে না।
    মাধবপুর ব্রাহ্মণবাড়িয়া লাইনের কোন বাস অযথা দাড়িয়ে থাকতে বা পার্কিং করে থাকতে পারবে না। পিডিএল কোম্পানির গাড়ি বা ট্রাক্টর যত্রতত্র রাখা যাবে না। ট্রাফিক পুলিশের চেকিং পয়েন্ট সুবিধাজনক স্থানে সরিয়ে দিতে হবে। অবৈধ স্থাপনা উচ্ছেদ করে যানযট নিরসনে ঐ জায়গা ব্যবহার করা হবে।
  • মৌলভীবাজারে সিএনজি চালিত ২ অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ৩।

    মৌলভীবাজারে সিএনজি চালিত ২ অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ৩।

    নিজস্ব প্রতিবেদক:জালাল উদ্দিন। মৌলভীবাজারের রাজনগর উপজেলায় নম্বরবিহীন দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ তিনজন নিহত ও তিনজন আহত হয়েছেন। শুক্রবার ১৬ ফ্রেব্রুয়ারি বিকালে মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কের মহাশস্ত্র গ্রামে ময়নার দোকাননামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনকে গুরুতর আবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
    স্থানীয় সূত্রে জানা যায়,নম্বরবিহীন ২টি অটোরিকশা একটি রাজনগরের দাশটিলা থেকে তারাপাশা এলাকায় ও অপরটি কলেজ পয়েন্ট থেকে দাশটিলা গ্রামে যাচ্ছিল। পথে মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কের ময়নার দোকান এলাকায় উভয়ের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে
    ঘটনাস্থলেই উপজেলার দাশটিলা গ্রামের মোঃ বাছিত মিয়ার ছেলে সিএনজিচালিত অটোরিকশাচালক মোঃ রাজু আহমেদ (২০) নিহত হন ও সিলেট ওসমানী মেডকেল কলেজে যাওয়ার পথে একই গ্রামের মোঃ কুদ্দুস মিয়ার ছেলে সিএনজিচালিত অটোরিকশাচালক মোঃ সাহেল আহমদ (২২), এবং মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ফাহিম ওরফে নাইম আহমদ (২০) নামের আরেকজন নিহত হন।
    আহতরা হলেন- দাশটিলা গ্রামের আমজাদ মিয়ার স্ত্রী সেনাই বেগম (৫০), তার দুই মেয়ে রিমা বেগম (১৫) ও পিমা বেগম (১২)। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও মৌলভীবাজার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
    নিহত-আহত তাদের সবার বাড়ি রাজনগর উপজেলার সদর ইউনিয়নের দাশটিলা গ্রামে।
    দুর্ঘটনার এসব তথ্য নিশ্চিত করেছেন রাজনগর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মোঃ আব্দুস ছালেক। তিনি বলেন, দুর্ঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
  • মাধবপুরে গাঁজাসহ অটোরিকশা চালক গ্রেপ্তার।

    মাধবপুরে গাঁজাসহ অটোরিকশা চালক গ্রেপ্তার।

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি। 
    হবিগঞ্জের মাধবপুরে অভিনব কায়দায় ধানের কুড়ার বস্তায় করে নিয়ে যাওয়ার সময় ৪০ কেজি গাঁজা পাচারকালে এক অটোরিকশা চালককে গ্রেফতার করেছে পুলিশ।
    সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাত ৮টায় গোপনে খবর পেয়ে মাধবপুর থানার এসআই সুজন শ্যাম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে মাধবপুর পৌরসভার বাস স্ট্যান্ড কিবরিয়া চত্বরের পশ্চিম পাশে এলাকার নাছির নগর রোডের সামনে উপর থেকে অভিযান চালিয়ে ধানের কুড়া বস্তায় করে ৪০ কেজি গাঁজা পাচারের কালে এক অটোরিকশা চালক রমজান আলীকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃত অটো রিকশা চালক হলো: রমজান আলী (৩৫), সে আন্দিউড়া ইউনিয়নের হাড়িয়া গ্রামের আবেদ আলী ছেলে।
    এ ব্যাপারে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)  রকিবুল ইসলাম খাঁন দৈনিক সিলেটকে জানান, গাঁজা উদ্ধার কালে এক অটোরিকশা চালককে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারকৃত গাঁজা পাচারকারী বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জ জেল কারাগারে পাঠানো হয়েছে।
  • অটোরিকশা-ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্রের মৃত্যু।

    অটোরিকশা-ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্রের মৃত্যু।

    নিজস্ব প্রতিবেদক, জালাল উদ্দিন। মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রাক্টর-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রেদোয়ানুল ইসলাম রাফি (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। ঘটনাটি বুধবার (২৭ ডিসেম্বর) রাতে কুলাউড়া-রবিরবাজার সড়কের আমঝুপ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
    নিহত রেদোয়ানুল ইসলাম রাফি লংলা আধুনিক ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের শিক্ষার্থী। সে উপজেলার কর্মধা ইউনিয়নের বুধপাশা গ্রামের হারিছ মিয়ার ছেলে।
    প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত ৮টার সময় কুলাউড়া থেকে যাত্রী নিয়ে সিএনজি অটোরিকশাটি রবিরবাজারের দিকে যাচ্ছিলো। পথে আমঝুপ এলাকায় সিএনজিটি পৌঁছলে বিপরীতদিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে রাফি মারা যায়।
    এ সময় আহতরা হলেন, পূবালী ব্যাংকের ব্রাহ্মণবাজার শাখায় ক্যাশ অফিসার ও উপজেলার পৃথীমপাশা ইউনিয়নের হোসেন আলীর ছেলে সালাউদ্দিন (৩০) টিলাগাঁও ইউনিয়নের সালন গ্রামের ভুপিকা দের মেয়ে ননি দে (৫০) এবং সিএনজি অটোরিকশার চালক রাজনগর গ্রামের জয়নাল মিয়া (৪০) আহত হন।
    পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। এদিকে ঘটনার পর ট্রাক্টর নিয়ে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
    কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ এসব তথ্য নিশ্চিত করে তিনি বলেন, আহত সবাইকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে একজনের মৃত্যু হয়। নিহত রাফির মরদেহ ময়নাতদন্তে পাঠানোর প্রক্রিয়া চলছে।
    আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদেরকে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
    তিনি আরও বলেন, ঘটনার পর ট্রাক্টর নিয়ে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। ঘাতক চালককে গ্রেপ্তারে জন্য অভিযান চালাচ্ছে পুলিশ।
  • গোদাগাড়ীতে অটোরিকশা ছিনতায় চক্রের ৪ সদস্য গ্রেপ্তার।

    গোদাগাড়ীতে অটোরিকশা ছিনতায় চক্রের ৪ সদস্য গ্রেপ্তার।

    গোদাগাড়ী(রাজশাহী)প্রতিনিধিঃ

    রাজশাহীর গোদাগাড়ীতে অটোর ছিনতায় চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার রাত ২ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার দারিয়াপুর হাতাপাড়া গ্রামের কামাল হোসেনের বাড়ী থেকে অটোগাড়ী উদ্ধার ও তাদের গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তাকৃতরা হলো, গোদাগাড়ী উপজেলার হরিশংকর পুর গ্রামের তরিকুল ইসলামের ছেলে রুবেল হোসেন সুজন (৩২) কালিদিঘি কৃষ্ণবাটি এলাকার মজিবুর রহমানের ছেলে ইমন (২৪) বসন্তপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে আপেল (৪১) এবং চৌদুয়ার গ্রামের মৃত সৈয়ব আলীর ছেলে আনোয়ার হোসেন সুমন (২৯)।

    প্রেসবিজ্ঞপ্তীতে জানানো হয়, গত ১৪ মার্চ সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে পবার দামকুড়া থানার মুরারীপুর গ্রামের মিলন হোসেনের ছেলে রনি ইসলাম (২২) রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার আমচত্ত্বর এলাকা থেকে ৪ জন যাত্রীসহ গোদাগাড়ীর সিএ্যান্ডবি মোড়ে আসবে বলে গাড়ীতে উঠে। রাত পৌনে ৮ টার দিকে সিএ্যান্ডবি মোড় পার হয়ে ৫০০ গজ পশ্চিমে গোদাগাড়ীর দিকে ফাঁকা রাস্তায় প্রসাব করবো বলে অটো থামিয়ে অটো চালকের চোখ-মুখ চেপে ধরে জোর পূর্বক গাড়ী থেকে নামিয়ে টানাহেচড়া করে রাস্তার পাশের ধানের জমিতে নিয়ে গিয়ে হাত-পা বেধে ফেলে। এই সময় অটো চালকের ব্যবহৃত মোবাইল ফোন, মানিব্যাগে থাকা আট শত টাকা ও অটো গাড়ী ছিনিয়ে নিয়ে ভূট্টার জমিতে ফেলে রেখে পালিয়ে যায়। পরে অনেক কষ্ঠ করে হাত পায়ের বাঁধন খুলে গোদাগাড়ীর খেতুর ধাম এলাকায় তার শ্বশুড় বাড়ীতে গিয়ে আশ্রয় নেয়।

    এই ঘটনায় গত ১৫ তারিখ গোদাগাড়ী মডেল থানায় অজ্ঞাতনামা ৪ জনকে আসামী করে অটো চালক রনি ইসলাম থানায় মামলা দায়ের করলে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা পুলিশ চার ছিনতাকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

    এই বিষয়ে গোদাগাড়ী মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেন, অটো ছিনাতায়ে ঘটনায় মামলা দায়ের করা হলে আমরা উদ্ধারের জন্য তৎপরতা শুরু করি। বৃহস্পতিবার রাতে তাদের ধরতে ও অটো উদ্ধার করতে সক্ষম হয়। আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান।

  • মাধবপুরে ট্রাক- অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩।

    মাধবপুরে ট্রাক- অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩।

    মাধবপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩।

    ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের মাধবপুর পৌর এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন।

    শনিবার (১৯ মার্চ) সকাল পৌনে ৭টার দিকে  ঢাকা সিলেট  মহাসড়কের মাধবপুর পৌরসভার জালালাবাদ গ্যাস ফিল্ড এর সামনেএ দুর্ঘটনা ঘটে।
    নিহতরা হলেন- উপজেলার আন্দিউরা ইউনিয়নের বারচান্দুরা গ্রামে নফিল উদ্দিনের ছেলে মফিজুল মিয়া(৩০), ওই ইউনিয়নের মুরাদপুর গ্রামে মৃত মালেক মিয়া ছেলে মাছ ব্যবসায়ী আমসু মিয়া (২৮),ও  অটোরিকশা চালক পূর্ব মাধবপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মোঃ সামাদ আলী (৪৫)।
    স্থানীয়রা জানান, শনিবার সকাল পৌনে ৭টার দিকে  ঢাকা থেকে  সিলেটগামী একটি ট্রাক ও বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে মফিজুল মিয়া ঘটনাস্থলেই মারা যান।
    মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুত্বর এবং অটোরিকশা চালক সামাদ আলী ও আমসু মিয়া কে উদ্ধার করে মাধবপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাদের কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এর মধ্যে  সামাদ আলী পথেই মারা যান।  আমসু মিয়া মারা যান ওসমানী তে।
    শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম জানান ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্হলে গিয়ে দুর্ঘটনায় পতিত , মালবাহী ট্রাক ও অটোরিকশা আটক করা হয়েছে।