Tag: স্কুল

  • ফুলবাড়ীতে স্কুল পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের সহকারী পরিচালক।

    ফুলবাড়ীতে স্কুল পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের সহকারী পরিচালক।

    ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: স্কুল মনিটরিং এর অংশ হিসেবে দিনাজপুরের ফুলবাড়ীতে ৫টি প্রথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের সহকারী পরিচালক (পরিবেক্ষণ ও মুল্যায়ন) আনোয়ার হোসেন সিদ্দিক।

    শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত পৌর শহরের চকচকা সরকারী প্রথমিক বিদ্যালয়,মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়,বাসুদেবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়,বাংলা সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ ৫টি বিদ্যালয় পরিদর্শন করেন তিনি।

    এসময় তিনি বিদ্যালয় ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের পড়াশুনার খোঁজ খবর নেন।পরিদর্শনকালে সাথে ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা হাসিনা ভুইয়া,উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর এটিএম মোফাখখারুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান প্রমুখ।

  • সিরাজগঞ্জে প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের খাদ্য সহায়তা প্রদান।

    সিরাজগঞ্জে প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের খাদ্য সহায়তা প্রদান।

    আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে জেলা প্রশাসনের আয়োজনে- করোনায় (কোভিড-১৯) এ ক্ষতিগ্রস্থ ৩’শতাধিক অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী শিশু শিক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন, জেলা প্রশাসক ডঃ ফারুক আহাম্মদ।

    গতকাল রবিবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে বাগবাটী রাজিবপুর অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে এ ত্রান সামগ্রী বিতরন করা হয়।

    উক্ত ত্রান বিতরণ অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা সভাপতি ও সমাজ সেবক ইমরান হাসমী’র সভাপতিত্বে ও রাজিবপুর অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের সহ-সভাপতি ফরিদুল ইসলাম সোহাগের সঞ্চালনায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক ডঃ ফারুক আহাম্মদ এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।

    এসময় প্রতিষ্ঠানের উপদেষ্টা রঞ্জু আহমেদ, পরিচালক মোছাঃ তাহমিনা কলি, উপ-পরিচালক মোছাঃ আমিনা খাতুন, প্রধান শিক্ষক শরিফা খাতুন, সহকারী শিক্ষক মোঃ ফয়সাল হোসেন, সাহেদ সেলিম, সুমন আহমেদ সহ শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

  • স্কুলের আঙ্গিনা শিক্ষার্থীর অপেক্ষায় প্রহর গুনছে।

    স্কুলের আঙ্গিনা শিক্ষার্থীর অপেক্ষায় প্রহর গুনছে।

     

    ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: করোনা সংক্রমণ নিম্নমুখী হওয়ায় প্রায় দেড় বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর আগামী ১২ সেপ্টেম্বর থেকে খুলে দেওয়া হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান এমন ঘোষনা দেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। এ নিয়ে দিনাজপুরের ফুলবাড়ীতে শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকদের মনে ফিরে এসেছে প্রানচঞ্চলতা। এ নিয়ে পুরোদমে শুরু হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান গুলো পরিস্কার পরিচ্ছন্নের কাজ।

    যদিও এখন পর্যন্ত শিক্ষক-শিক্ষার্থীদের শতভাগ টিকার আওতায় আনা সম্ভব হয়নি। ফলে তাদের করোনাকালীন স্বাস্থ্যবিধি মানার বিষয়ে কিছুটা চিন্তিত অভিভাবকরা।
    এদিকে,শিক্ষা প্রতিষ্ঠান গুলো খোলার জন্য সবরকম প্রস্তুতি নিতে বলা হয়েছে শিক্ষা প্রশাসনের পক্ষ থেকে। স্কুল কর্তৃপক্ষকে মৌখিকভাবে স্কুল খোলার জন্য প্রয়োজনীয় সবরকম প্রস্তুতি নিয়ে রাখতে বলা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার আতিকুর রহমান। তিনি জানান, উপজেলায় ১০৯টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে,এতে শিক্ষার্থী রয়েছে প্রায় ১৯হাজারেরও বেশী। প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়ে তিনি জানান, এ বিষয়ে এখনও চুড়ান্ত সিদ্ধান্তের কাগজ পাইনি, তবে খুব শিঘ্রই কিছু নিয়ম নিতি মেনে খোলা হবে।

    উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমশের আলী মন্ডল বলেন উপজেলায় নিম্ম মাধ্যমিক,উচ্চ মাধ্যমিক এবং স্কুল এন্ড কলেজ,মাদ্রাসাসহ মোট ৫৬টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এর মধ্যে মাদ্রাসা ১৩টি। শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে। সরকারী ভাবে প্রস্তুতি চলছে,দুই একদিনের মধ্যেই চুড়ান্ত সিদ্ধান্তের চিঠি আসবে।

    পঞ্চম শ্রেণির ছাত্রী শিক্ষার্থী মিথিলা,সেতু,ফাহিম ও চতুর্থ শ্রেণীর রিয়াদ বলেন, আগে স্কুল পালাতাম,এখন আমরা স্কুলে যেতে চাই। স্কুলে না গেলে বাড়ীতে ভালো লাগেনা। অনেকদিন পরে আমাদের স্কুল খুলছে। এতে আমরা অনেক খুশি। আমার সহপাঠীরা সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে ক্লাশ করবো।

    অভিভাবক ছাখোয়াত হোসেনসহ অনেকে জানান, দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় শিক্ষার্থীর পড়ালেখার অনেক ক্ষতি হয়েছে। বাচ্চারা বাড়ীতে একদম পড়াশোনা করতে চায় না। যদিও স্কুল থেকে নিয়মিত অনলাইন ক্লাস হচ্ছে। তা পর্যাপ্ত নয়। সরকার শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে ভালো সিদ্ধান্ত নিয়েছে। তবে ছোট বাচ্চারা ততটা সচেতন না। এ জন্য কর্তৃপক্ষকে স্বাস্থ্যবিধির বিষয়টি খেয়াল রাখতে হবে।
    উপজেলার বেশ কয়েকেটি শিক্ষা প্রতিষ্ঠানে সরেজমিন গিয়ে দেখা গেছে, প্রতিষ্ঠান গুলো পরিস্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে। কিছু প্রতিষ্ঠানে পরিচ্ছন্নের কাজ চলছে। ক্লাসরুমের বেঞ্চগুলো ইতিমধ্যেই পরিষ্কার করা হয়েছে। পরিপাটি স্কুলের আঙিনা যেন শিক্ষার্থীদের অপেক্ষার প্রহর গুনছে।
    সুজাপুর মডেল সরকারী প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসকে মোহাম্মদ আলী বলেন, সরকারের নির্দেশনা মেনে স্কুল খোলার সব রকম প্রস্তুতি নেয়া হচ্ছে। আশা করছি নির্ধারিত সময়ের আগেই শিক্ষার্থীদের জন্য বিদ্যালয় প্রস্তুত থাকবে। বর্তমানে শিক্ষার্থীরা বাড়ীর কাজ সম্পুর্ন করে সেগুলো প্রতি সপ্তাহে জমা দিয়ে নতুন কাজ নিয়ে যাচ্ছেন।তিনি আরও বলেন,করোনার মধ্যে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জে আমাদের জয়ী হতেই হবে।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজউদ্দিন বলেন,এখনো পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে অফিসিয়ালি কোনো চিঠি পত্র পাওয়া যায়নি, তবে সরকারী নির্দেশনা অনুযায়ী ইতিমধ্যে সবরকম প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। খোলার ব্যাপারে নির্দেশনা এলেই দ্রুত সকলকে জানিয়ে দেয়া হবে।

  • উল্লাপাড়ায় মোটরসাইকেল ও প্রাইভেটকারের ধাক্কায় স্কুল শিক্ষকের মৃত্যু।

    উল্লাপাড়ায় মোটরসাইকেল ও প্রাইভেটকারের ধাক্কায় স্কুল শিক্ষকের মৃত্যু।

    সিরাজগঞ্জ উল্লাপাড়ায় মোটরসাইকেল ও প্রাইভেট কারের ধাক্কায় আব্দুল বাসেদ(৩৫) নামের এক শিক্ষকের মৃত্যু হয়েছে।বুধবার সকাল ১১ টার সময় বগুড়া-নগরবাড়ী মহাসড়কের উপজেলার পাটধারী গ্রাম সংলগ্ন এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

    নিহত ওই স্কুল শিক্ষক রায়গঞ্জের নলকা ইউনিয়নের হোড়গাঁতী গ্রামের মৃত ওসমান গনির ছেলে।সে সিরাজগঞ্জ বিএল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষ করে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে যোগদান করেন তিনি। 

    উল্লাপাড়ার হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহজাহান আলী জানান, ঘটনার সময় আব্দুল বাসেদ একটি ভাড়ার মোটরসাইকেলে করে উল্লাপাড়ায় যাচ্ছিলেন।

    পাটধারী গ্রাম এলাকায় পৌছালে পিছন থেকে অজ্ঞাত একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। এ সময় তিনি সড়কের উপর ছিটকে পড়ে যান এবং গাড়ীর চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় ঘাতক প্রাইভেটকার ও মোটরসাইকেল চালক দ্রুত পালিয়ে যায়।

    স্থানীয়দের সহযোগিতায় হাইওয়ে থানা পুলিশ এই লাশটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যায়। পরে তাকে দাফনের জন্য তার আত্মীয় স্বজনের কাছে লাশটি হস্তান্তর করা হয়েছে।

  • উল্লাপাড়ায় বাঁশঝাড়ের নিচে ফুটবল খেলার সময় এক স্কুল ছাত্রর মৃত্যু।

    উল্লাপাড়ায় বাঁশঝাড়ের নিচে ফুটবল খেলার সময় এক স্কুল ছাত্রর মৃত্যু।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাঁশঝাড়ের নিচে ফুটবল খেলার সময় গলায় ভিতর বাঁশের আগা ডুকে শুভ(১০) নামের এক স্কুল ছাত্রর মর্মান্তিক মৃত্যু হয়েছে ।এই মৃত্যুর ঘটনাটি ঘটেছে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের মণিরপুর গ্রামে। নিহত শুভ ওই গ্রামের আমজাত ছুতারের নাতি ও ওমর আলী(বাবু)’রছেলে।

    জানা যায় বাবুর বাড়ির পাশে বন্যাকান্দির হাট সংলগ্ন পাঁকা সড়কের সাথে বাঁশের বাগানটি কিছুদিন আগে বালি ফেলে সমতল করা হয়।বুধবার সকাল ১১ টার সময় নিহত শুভো ৩/৪ জন সমবয়সী বন্ধুদের নিয়ে ওই বাঁশ বাগানে ফুটবল খেলা শুরু করে।এ সময় ফুটবলকে লক্ষ করে দৌড়াতে গিয়ে নিজের অজান্তে বাঁশের আগা শুভোর গলায় বিদ্ধ হয়ে।

    এ সময় খেলার সাথীদের চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে পাঠায়।হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    এ ঘটনা নিশ্চিত করে পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ জানান বুধবার(১৬ জুন)সকালে মণিরপুর গ্রামের ওমর আলী(বাবুর)ছেলে সমবয়সী বন্ধদের সাথে বাঁশঝাড়ে ফুটবল খেলার সময় বাঁশে আঘাতে তার মৃত্যু হয়।তার মৃত্যে পরিবার শোকের ছায়া নেমে এছেছে।